Who Started Rakhi Bandhan | Best 2023 | Rupsankar Acharya

Sharing Is Caring:

রাখী বন্ধন – রূপশঙ্কর আচার্য্য [Who Started Rakhi Bandhan]

মানবতার জয়গান ও কবিগুরুর রাখী বন্ধন

১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতার জন্য বা বঙ্গভঙ্গ আইন রদ করার জন্য এবং বঙ্গভঙ্গের প্রতিবাদের জন্য সকল অখণ্ড ভারতবর্ষের বাঙ্গালীদের এবং বাংলা ছাড়াও বহু ভারতীয় মানুষের মনে এক মহামন্ত্র রূপে আলোড়ন সৃষ্টি করেছিলেন বিশ্বকবি মহান পুরুষ প্রাণপুরুষ মানবতার সৃষ্টিকর্তা মানব ধর্মের প্রাণদাতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মানবিকতার জয়গান গেয়ে এই মানুষকেই বিশ্বদেবতা রূপে বরণ করার কথা ভাবলেন। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানবজাতিকে এই বঙ্গভঙ্গের আন্দোলনে জাগরিত করে তুলেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ ভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন কেই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন।

১৯০৫ সালে ২০শে জুলাই ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের চরম বার্তা দিয়েছিলেন। এই বঙ্গভঙ্গের আইন কার্যকর করা হবে ১৯০৫ সালের ১৬ই অক্টোবর। ১৬ই অক্টোবর দিনটি ছিল বাংলার ৩০ শে আশ্বিন। ১৬ই অক্টোবর বা ৩০ শে আশ্বিন মানবতাবাদীর স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানবজাতিকে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আহ্বান করেন। এই সময় ভ্রাতৃত্বের প্রতীক রূপে শুভ সুতো রূপে হলুদ মাখানো সুতোকে প্রতিটি মানুষের হাতে পরিয়ে দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সামিল হন ।রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলায় হিন্দু ও মুসলিম ভাই-বোনদের পরস্পর পরস্পরের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে ভ্রাতৃত্বের জয় গান শুরু করে বঙ্গভঙ্গ রদের সূচনা করেন। এই হলুদ মাখানো সুতো পরস্পর পরস্পরের হাতে বন্ধনের মাধ্যমে হিন্দু ও মুসলিম ভাই-বোনদের মধ্যে সম্প্রীতি, একতা, এবং ভ্রাতৃত্ব বোধের মধ্য দিয়ে পরাধীন ভারতের স্বাধীনতা পাওয়ার মানসিক প্রস্তুতিও ঐক্যবদ্ধতার মাধ্যমে শুরু হয়। এই হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসব।

সনাতন ধর্মের রাখী বন্ধন

পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ভাই-বোনের পবিত্র সম্পর্ক

পৃথিবী শ্রেষ্ঠ উপহার হল ভাই ও বোনের পবিত্র মধুর এই সম্পর্ক। হে ঈশ্বর, ভাই ও বোনের মধ্যে এই মধুরও সম্পর্কের বন্ধন তুমি দিয়েছো এই পৃথিবীতে। তোমার সর্বশ্রেষ্ঠ উপহার হল একটি ভাইয়ের কাছে তার প্রিয় বোন বা প্রিয় বড়ো দিদি। মাতৃতুল্যা মায়ের স্নেহ, ভালোবাসা দিয়ে ভাইকে রক্ষা করবে। ভাইকে সবসময় নিজের কাছে স্নেহাশীষের মাধ্যমে সুস্থ, স্বাভাবিক, সবল রূপে দেখতে চায় তার দিদিভাই। সর্বদা ভাইয়ের কল্যাণ, মঙ্গল কামনার চেষ্টা করে। ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনার চেষ্টা করে। যেন দিদি বা বোন হল ওই ভাই বা দাদার রক্ষাকবচ। অনুরূপভাবে, ভাইয়ের কাছে যেমন বোন তার মাতৃতুল্যা একজন নারী, বোনের কাছেও তার ভাই বা দাদা পিতৃতুল্য একজন পুরুষ। যে দাদা এই বোনের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় অনুপ্রাণিত পিতার মতো বোনের দায়িত্ব গ্রহণ করবে।বোনকে শ্রদ্ধা করবে।বোনের লজ্জা রক্ষা করবে। বোনের প্রতিমুহূর্তে যে সমস্যা সেই সেই সমস্যা উপলব্ধি করার চেষ্টা করবে এবং সেই সমস্যার সমাধান করবে। অর্থাৎ, ভাই যেন বোনের কাছে এই ঢাল হয়ে থাকে। ভাইকে চরমভাবে শপথ গ্রহণ করতে হবে আমি যতদিন বাঁচব মাতৃতুল্যা বোনকে রক্ষা করবো। বোনের লজ্জা রক্ষা করা জীবনরক্ষা করা শালীনতা বজায় রাখা আমার দ্বারা সম্ভব।

ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বমুহূর্তে যখন তাঁর চক্রের আঘাতে বা নিজের অস্ত্রের আঘাতেই নিজের হাত রক্তাক্ত হয়েছিল।তখন একটুও দ্বিধা না করে পাঞ্চালীর অর্থাৎ দৌপ্রদী তার সুন্দর রেশম কাপড় সঙ্গে সঙ্গে ছিঁড়ে নিয়ে তার ভ্রাতৃতুল্য শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন।তারপর থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে দ্রৌপদীর এই ভাই বোনের মধুর পবিত্র সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হল।

শ্রীকৃষ্ণ ভাইরূপে শপথ গ্রহণ করলেন যে, আমি আমার জীবন দিয়ে হলেও এই বোনের লজ্জা রক্ষা করব। বোনকে সবসময় সুস্থ, স্বাভাবিক রাখার চেষ্টা করব। বোনের দায়িত্ব গ্রহণ করব।

যখন কৌরব কুল সমস্ত মান্যগণ্য ব্যক্তিদের কাছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে তাঁদের বধূ, পাঞ্চালীর অর্থাৎ দৌপ্রদীর বস্ত্রহরণ করতে যায় তখন দৌপ্রদীর লজ্জা রক্ষা করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ দৌপ্রদীর সেই ভাই। এই হল পুরাণের এক চালচিত্ৰ রাখীবন্ধনের। শ্রীবিষ্ণু বলী রাজের কাছে যখন গিয়েছিলেন, শ্রীবিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর বিরহ ঘটে তখন মা লক্ষ্মী বলী রাজের হাতে রাখী পরিয়ে ভাই পাতিয়ে ছিলেন।

পরবর্তীকালে দেখা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের হৃদয়ের বন্ধন তৈরি করার জন্য জাতি,ধর্ম, বর্ণ সমস্ত কিছুকে এক করে সম্প্রীতির বন্ধনে হিন্দু ও মুসলিমদের মধ্যে আবদ্ধ করতে চেয়েছিলেন রাখীবন্ধনের মাধ্যমে। যে তিথিতে তিনি এই রাখীবন্ধনের হলুদ সুতো দিয়ে উৎসবটি পালন করেন সেই তিথি পূর্ণিমা তিথি ছিল বলেই এখনও সেই তিথিকে রাখী পূর্ণিমা বলা হয়।

এই রাখী পূর্ণিমার দিনই শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার যুগলবন্দী অবস্থায় ঝুলনযাত্রায় সমাপ্তি দিন হয়ে থাকে। ধীরে ধীরে রাখীবন্ধন বিভিন্ন প্রান্তে কোথাও যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্বে মা স্ত্রী তার সন্তানকে বা তার স্বামীকে রক্ষাবন্ধন হিসাবে হাতে এই বন্ধন বেঁধে দেয়। যাতে একজন মা তার সন্তানের এবং স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ু কামনা করে যেন সুস্থ স্বাভাবিক ভাবে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে পারে তার জন্য।

Poetry Bengali Collection

বর্তমানে ভাই বোনের মধ্যে পবিত্র সম্পর্ক প্রতিস্থাপন ভাইদের দীর্ঘায়ু কামনা একমাত্ৰ লক্ষ্য বোনের এবং ভাইয়ের বোনের প্রতি দায়িত্ব থাকার শপথ এই রাখিবন্ধন উৎসব। তাই ভাইয়ের শপথ হিসাবে মাতৃতুল্যা বোন বা দিদিভাইয়ের দায়িত্ব গ্রহণ করে এই রাখীবন্ধনের দিন। বোন তো তেমন মায়ের মতো সেবা যত্ন ভালোবাসা দিয়ে রক্ষা করার চেষ্টা করে। তাই বলি হে ঈশ্বর তুমি আমাকে পৃথিবী শ্রেষ্ঠ উপহার দিয়েছ আমার দিদিভাই বা বোনেদের উপহার দিয়ে।ঠিক একইভাবে বোন হিসাবে ঈশ্বরের কাছে বলে যে ঈশ্বর তুমি আমার ভাইকে উপহার দিয়েছ বা দাদাকে উপহার দিয়েছ পিতৃতুল্য দেবরূপে ঈশ্বরের পৃথিবীশ্রেষ্ঠ এই উপহার ভাইবোনের সম্পর্ক।

স্নেহ, ভালোবাসা রাখীবন্ধনের মাধ্যমে যেন তা চিরকাল অটুট থাকে,চিরকাল তা স্বাভাবিকভাবে থাকে এটা যেন চিরতরে অমর হয়ে থাকে এই রাখীবন্ধন।

  • তথ্যসূত্র – দর্শনশাস্ত্র ও ভক্তি বেদান্ত দর্শন, ঐতিহাসিক শাস্ত্র পুরাণ।
  • বি.দ্র. – ভগবান শ্রীকৃষ্ণের হাতে যখন সুদর্শন চক্রের আঘাত লাগে সেই সময় দ্রৌপদী তাঁর বস্ত্রের কিছুটা অংশ শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন । ওই মুহূর্ত কোন তিথিতে ঘটেছিল কিনা সেই মুহূর্তে বা ক্ষণে কারো জানা সম্ভব ছিল না। অর্থাৎ, পবিত্র মনে কারো সুস্থতা ও দীর্ঘায়ু কামনার জন্য যে কোন মুহূর্তই শুভ তাই আদর্শ বা লক্ষটা কি সেটা দেখার প্রয়োজন লক্ষ্য যদি শুভ হয় ফলও শুভ হতে বাধ্য।

রূপশঙ্কর আচার্য্য | Rupsankar Acharya

Porokia Prem Ekaal Sekaal | পরকীয়া প্রেম (একাল সেকাল) | 2023

Bengali Article 2023 | কবিগুরুর মানবতার ভাবরূপ

Traditional Seth Family Durga Puja | চন্দননগরের ঐতিহ্যবাহী হরিহর শেঠ পরিবারের দুর্গাপূজা

Tebhaga Movement | বাংলায় “তেভাগা আন্দোলন” এবং সলিল চৌধুরীর গণসঙ্গী

Bengali Article | Raksha Bandhan | Rakhi Bandhan | Raksha Bandhan 2023 | Who Started Rakhi Bandhan in pdf | Bengali Literature | Bangla Prabandha | Shabdodweep Article | High Challenger | Trending Topic – Who Started Rakhi Bandhan | Latest Article – Who Started Rakhi Bandhan | Who Started Rakhi Bandhan in West Bengal | Full Article Collection | Shabdodweep Article Collection | Pdf Article | New Article | Sabuj Basinda | Who Started Rakhi Bandhan in India | Rakhi Bandhan in USA | Who Started Rakhi Bandhan in USA | Bangla Article Full Collection | Best Articles in pdf 2023 | Who Started Rakhi Bandhan – Article | Who Started Rakhi Bandhan – Rupsankar Acharya | Bengali Trend – Who Started Rakhi Bandhan

Leave a Comment