Write For Us

Shabdodweep Poster

লেখা পাঠানোর নিয়মাবলী [Shabdodweep – শব্দদ্বীপ]

আগামী সংখ্যা প্রকাশিত হবে ৭ই এপ্রিল, ২০২৩

আগামী সংখ্যার জন্য লেখা পাঠানোর সময়সীমা – ৬ই এপ্রিল, ২০২৩ – রাত ১২টা পর্যন্ত

  • কবিতাগুচ্ছ – ৫টি অপ্রকাশিত কবিতা [১২ পঙক্তির বেশি]
  • গল্প – ১টি বা ২টি অপ্রকাশিত গল্প [৮০০ শব্দের বেশি]
  • প্রবন্ধ – ১টি অপ্রকাশিত প্রবন্ধ [৮০০ শব্দের বেশি]

লেখার ক্ষেত্রে বানানের বিষয়ে যত্নবান হবেন। মূল লেখাটি মেইল বডিতে টাইপ করে পাঠাতে হবে। লেখাটি যেন পূর্বে অনলাইনের কোনও মাধ্যমে প্রকাশিত না হয়ে থাকে। লেখা মনোনীত হলেই লেখক তালিকায় নাম প্রকাশিত হবে। যদি সংখ্যা আগে লেখক তালিকায় নাম নেই কিংবা প্রাপ্তি সংবাদ মেইলে না পাঠানো হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে লেখাটি মনোনীত হয়নি।

লেখা পাঠানোর ই-মেইল আইডি : shabdodweep.magazine@gmail.com

  • সাবজেক্ট বডিতে লিখুন => শব্দদ্বীপ ৭ই এপ্রিল সংখ্যা
  • মেইল বডিতে => আপনার লেখাটির শিরোনাম, আপনার নিজের নাম এবং আপনার মৌলিক লেখাটি থাকবে।
  • আপনার মোবাইল নম্বর, ঠিকানা, একটি ছবি এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক অবশ্যই পাঠাবেন।

*** শব্দদ্বীপের প্রতি মাসের ৭ তারিখের জন্য লেখা পাঠানোর পরও অন্যান্য দিনের জন্য লেখা পাঠাতে পারবেন এবং প্রকাশ করা হবে। সমস্ত লেখা নিয়ম মেনে পাঠাতে হবে। ***

৭ই এপ্রিল ২০২৩ সংখ্যার লেখক তালিকা

আগামী ৭ই এপ্রিল, ২০২৩ রাত ৯টায় প্রকাশিত হবে শব্দদ্বীপের জানুয়ারি মাসের সংখ্যা। মনোনীত সকল লেখকদের মেইলে তাঁদের লেখার লিঙ্ক পাঠানো হবে। এখনও পর্যন্ত যাদের লেখা প্রকাশের জন্য মনোনীত হয়েছে তাঁদের সকলের নাম নিচে দেওয়া হল।

২০২৩ সাল থেকে লেখা পাঠানোর নিয়মাবলীতে বিশেষ পরিবর্তন হয়েছে। প্রত্যেকবার লেখা পাঠানোর আগে নিয়মাবলীর লিঙ্কে ক্লিক করে নিয়মাবলী পড়ে নেওয়ার অনুরোধ রইল। নিয়মাবলীর লিংক – https://www.shabdodweep.co.in/write-for-us-shabdodweep/

প্রকাশের পর থেকে ভিউজ কাউন্ট দেখা শুরু হবে। তাই মেইলে পাঠানো নিয়ম অনুসারে শেয়ার করার অনুরোধ রইল। স্ক্রিনশট শেয়ার করবেন না। শব্দদ্বীপ এবং নিজেদের কিছু বন্ধুদেরকে ফেসবুকে ট্যাগ করে দেবেন।

আপনাদের চেনা জানা লেখক যাদের প্রতিভা আছে তাঁদেরকে শব্দদ্বীপের কথা বলুন যাতে তাঁদের অপ্রকাশিত লেখাগুলো প্রকাশের সুযোগ পায়।

(১) অভিজিৎ পাল

(২) গোবিন্দ মোদক

(৩) সুভাষ নারায়ণ বসু

(৪) তপন মাইতি

(৫) দেবমঞ্জরী ঘোষ

(৬) প্রদ্যোৎ পালুই

(৭) তালাল উদ্দিন

(৮) প্রবোধ কুমার মৃধা

(৯) জয়ন্ত চট্টোপাধ্যায়

(১০) ডাঃ মাধাই মিদ্যা

(১১) রীনা তালুকদার

(১২) বিপাশা চক্রবর্তী

(১৩) মোহিত ব্যাপারী

(১৪) কৃষ্ণকিশোর মিদ্যা

(১৫) জয়নাল আবেদিন

(১৬) বৃষ্টি রায়

(১৭) নয়ন কর্মকার

Shabdodweep Subscription

শব্দদ্বীপে প্রকাশিত সৃষ্টিশীল ভাবনাগুলোকে সকলের আগে পেতে আপনার ইমেইল আইডিটি নির্ভুলভাবে টাইপ করে সাবস্ক্রাইব করুন।