Universe of Bengali Poetry | Best Bangla Kabita 2024

Sharing Is Caring:

আমার সেই বেলাটা – জয়ন্ত কুমার সরকার

পিছনে তাকাই কয়েকটা বছর
ফিরত যদি সেই ছেলেটা
মায়ের স্নেহের পরশ পেতাম
পেতাম ফিরে সেই বেলাটা।

খাবার খেতাম মজা করে
মায়ের থালায় ভাই আর আমি,
সেই দিন গুলো কোথায় গেল
হারায়ে খুঁজি সে পাগলামি।

সহজ ছিল সেই বেলাটা
সেরা হওয়ার চাপ ছিল না,
পড়তে বসতাম ঠিক সময়ে
খেলায় বাধা কেউ দিত না ।

পুকুরে চান ছিল নেশা
ডুব সাঁতারে মজা পেতাম,
চিৎ সাঁতারে ভেসে আরাম
চোখ লাল মার বকুনি খেতাম।

বন্ধুর বাড়ীর পেয়ারা গাছে
খুনসুটি আর গল্প-গাছায়,
আম জাম আর লিচুর খোঁজে
সকাল পেরিয়ে দুপুর গড়ায় ।

খাবার কথা ভুলেই যেতাম
টিক-ডাং আর লাট্টু নেশায়,
কানামাছি আর ধাপসা ছিল
মেয়েগুলো ছিল কিতকিত খেলায়।

হা-ডু-ডু আর খোখো ছিল
ঝাড়ুমারে ছিল ব্যাটের ঝাপট
বাতাবি লেবুতে ফুটবল খেলা
প্রথম স্লিপে ক্যাচের দাপট।

দুপুর রোদে ঘুমের বারো
মাকে লুকিয়ে পগার পার,
ঘুড়ির সুতোয় মাঞ্জার টান
ভোকাট্টা হত ঘুড়ি যার তার।

বাবা ছিলেন পাড়ার মাস্টার
মাটির বারান্দায় পড়ার পাঠ,
কচি-কাঁচাদের কান্না হাসি
রোজ সকালে চাঁদের হাট।

আগের দিনটা ছিল বেশ ভাল
দিন চলে এখন ঠাটে-বাটে
আসল কারণ যুগের হাওয়া
তাল মেলালে ভালই কাটে

ছেলেমেয়ে চলুক ওদের মত
আমরাও ওদের সঙ্গে থাকি,
সেই বেলাটার আবেগ যত
স্মৃতি সুধায় ভরিয়ে রাখি।

হার মানা হার – জয়ন্ত কুমার সরকার

হারতে হারতে যে জিতে যায়
সে-ই আসল বাজিগর
হাল না ছাড়া মনোভাব
চ্যালেঞ্জ নিতে শিখি বরাবর।

চ্যালেঞ্জ আসলে খিদে বাড়ায়
লড়াই করে বাঁচতে শেখায়
হার মানে পরাজয় নয়,
নতুন উদ্যমে এগিয়ে যাওয়া যায়।

হার মানে মন শক্ত,
দাঁতে দাঁত চেপে লড়াই বারবার
হার মানে ময়দান ছাড়া নয়,
ফিরে আসার দৃঢ় অঙ্গীকার।

ফলাফল খারাপের সঙ্গে
ব্যর্থ হওয়া মানে হার নিশ্চিত বেমানান
জীবনের সফলতায় চাই তীব্র জেদ
আর অনুশীলনে মনপ্রাণ।

হার লজ্জার নয়,
মুষড়ে পড়ে হাল ছেড়ে দেওয়াটা লজ্জার
জিতবই,এই মনোভাবটাই
জীবনের সফল হওয়ার আধার।

হারতে হারতেই আসে জেদ,
আসে নাছোড়বান্দা ভাবনা
হার না মেনে মাটি কামড়ে
লেগে থাকাই জয়ের ঠিকানা।

জয়-পরাজয়, দুঃসময়-সুসময়
আসবে সারা জীবনময়
তাই, আঁধার পারে আলোর
সহযাত্রী হও কাটিয়ে দুঃসময়।

ধূর! কেন রে বড় হলাম! – জয়ন্ত কুমার সরকার

মনে হয় এই তো সেদিন
রোববার বাবার বাজার আনার অপেক্ষায় থাকতাম
খাসির মাংস, সঙ্গে পেঁপে
বাড়বে বলে, নাকি সিদ্ধ ভাল হয়? ভাবতাম তখন
মায়ের পরশে রান্নার সুবাস, সারা ঘর মমমম্
কিন্তু, এখন আর সেদিন নেই,
এখন চাইলেই খাসিমাংস আসবে, কিন্তু হয় না
পয়সার জন্য নয়, শরীরে কোলেস্টেরল, তাই
তখন ভাবতাম, চাকরি করে ভাল ভাল অনেক কিছু খাব, কিন্তু, কোথায় কি ?
ভাল্লাগে না!
ধুর! কেন রে বড় হলাম!

মনে হয় এই তো সেদিন
সকালে বৃষ্টি মানেই রেনি-ডে’র অপেক্ষা
স্কুল ছুটি দিলেই, মায়ের চোখ ফাঁকি দিয়ে,
জলের মধ্যে সারাদিন ধরে খেলা
এখন বৃষ্টি মানে, রেনি-ডে নয়,
রেনকোট পরে অফিসে সেই একই রোজনামচা
কিম্বা,
অতিবৃষ্টিতে মানুষের কষ্টের ছবি
কিম্বা
কোথাও বন্যার খবর কাগজে টিভিতে!
মনখারাপের কোলাজ!
ভাল্লাগে না!
ধুর! কেন যে বড় হলাম!

মনে হয় এই তো সেদিন
প্রখর গ্রীষ্মে মর্নিং স্কুল
দুপুরে পড়তে বসে ঘুমের ঘোরে ঢলে পড়া
ছুটির দুপুরে খাঁ-খাঁ রোদ্দুরে ঘুড়ির পিছনে দৌড়
পুকুরে চিৎ-সাঁতার,ডুব-সাঁতার,জল দু-ফাঁক
চোখ লাল, ঘরে ফিরে মায়ের বকুনি।
এখন ছুটি নয়, ইচ্ছে হলেই রেস্টুরেন্টে খাওয়া যায়
হোম ডেলিভারি,ভাগাড়ের মটনকষা প্যাকেট বন্দি হয়,
এখন,ঘুড়ি নেই,সাঁতার নেই, মা নেই, বকাঝকা নেই
ভাল্লাগে না!
ধূর! কেন যে বড় হলাম!

মনে হয় এই তো সেদিন!
পড়ার বইয়ের আড়ালে গল্পের বই,
দুপুরে, আম-জাম-খেজুর,টিক-ডাং,
নুন-লংকা দিয়ে আম-ছেঁচার স্বর্গীয় স্বাদ,
পাড়ার ক্লাবে নাটকের মহড়া,ভুল সংলাপের খেসারত, অথবা নিজেকে রাজা ভেবে যুদ্ধ যউদ্ধ খেলা থ্যত্রত্ত
এখন নাটকও নেই, লুকিয়ে নভেল পড়াও নেই
চুরি করা আম-ছেঁচার স্বাদ কোথায়!
এখন, অফিসে কম্পিউটারে চোখ, অপলক তাকিয়ে থাকা আপনা থেকেই চোখ বুজে আসে ক্লান্তিতে
কোথায় হারিয়ে গেল এতটা সময় !
ভাল্লাগে না!
ধূর! কেন যে বড় হলাম!

দেখে শেখা ঠেকে শেখা – জয়ন্ত কুমার সরকার

দেখে শেখা না ঠেকে শেখা
ঠেকে শেখায় বুদ্ধি পাকা,
জ্ঞান অর্জন হয় বা হয়তো
সময় ঢের আর পকেট ফাঁকা!

বুদ্ধিমান মানুষ দেখে শেখেন
ধৈর্য ধরে রাখেন লক্ষ্য,
ঠিক রাস্তায় হাঁটছেন কিনা
খোঁজ খবরে মিলিয়ে দক্ষ ।

সাধারণ মানুষ করেন হুড়োহুড়ি
ঠোক্কর খেয়ে আফশোষ তাই,
যখন সব কিছু হাতের বাইরে
বোকো বনে তাকিয়ে হায়।

আমার কথা মিললো তাহলে
বলেছিলাম না, বলে করেন বড়াই,
সবই কি ঠেকে শিখতে হয়
দেখে শেখা যায়, বলেন ত্বরাই।

ঠকেছিলেন একদা শ্রীময়ী আমার
বেল্ট কিনলেন লাভের আশায়,
ওতে নাকি ফ্যাট কমে যায়
চালাক ফেরিওয়ালা যেমন বোঝায়।

আমি তখন ব্যস্ত অফিসে
ফোনে বলি তোমার ফ্যাট কোথায়,
ও মেশিন তুমি কিনছ কেন
কে শোনে কথা মাথা কে খাটায়!

পনেরশ’র মাল আড়াইশো দাম,
এত সস্তায় কে-ই বা পায়,
কথা শুনে বলেন সস্তায় কি কাজ
থাক তবে, বলে ক্ষান্ত রয়।

বাড়ি ফিরে দেখি বেল্ট কেনা যথা
চুপ মেরে রয় উত্তর নাই,
ব্যাটারি লাগাই অচল মেশিন
আড়াইশো টাকা জলেই যায়।

ছুঁড়ে ফেলি রাগে ডাস্টবিনে বেল্ট
খেলনা তো এটা মোটেও নয়,
লজ্জায় মাথা হল হেট তার
ঠেকে শিখে ফেরিওয়ালা আর নয়।

মানুষের উপর মানুষের আস্থা,
ভরসা থেকেই বন্ধুত্ব হয়,
মনীষীদের কথা সনাতন সত্য
বিশ্বাস হারানো কদাচিৎ নয়।

রসিক বাঙালি সাধারণ মানুষ
সরল সাদাসিধে ঠকেই যায়,
বিশ্বাস করে সবে অল্পে খুশী
ঠকে শেখাও তাই বিষয় দায়।

আইন দিয়ে শুধু চলে না দেশ
সংবিধানও চালায় না দেশ,
বিশ্বাসে ভরসায় সচল সমাজ
পরাভূত হয় হিংসা ও দ্বেষ।

স্বাধীনতা তুমি – জয়ন্ত কুমার সরকার

স্বাধীনতা তুমি
দেশমাতৃকার শৃঙ্খল মুক্তির বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
স্বাধীনতা তুমি
শত শহীদের রক্ত ঝরানো স্মৃতির ক্যানভাস
স্বাধীনতা তুমি
ত্রিবর্ণ পতাকার সম্মান রক্ষার আত্মবিশ্বাস
স্বাধীনতা তুমি
নারীর সম্মান রক্ষার বলিষ্ঠ আশ্বাস
স্বাধীনতা তুমি
দেশের সার্বভৌমত্ব আর গণতন্ত্রের প্রতিষ্ঠাতা
স্বাধীনতা তুমি
কথা বলার অধিকার আর ধর্ম পালনের সাহস
স্বাধীনতা তুমি
শিক্ষা স্বাস্থ্যের অধিকার বন্যপ্রাণী রক্ষার আহ্বান
স্বাধীনতা তুমি
জাতীয় পতাকার উৎসব, দেশমাতৃকার বন্দনা গান
স্বাধীনতা তুমি
হিংসা-ক্রোধ আর উন্মত্ততা বন্ধের অঙ্গীকার
স্বাধীনতা তুমি
সেনানীর শৌর্য আর সীমান্তের বীরত্ব আধার
স্বাধীনতা তুমি
সংবিধানের অধিকার আর দায়িত্ব পালনের ধারক

স্বাধীনতা তুমি জানো কি ?
আমরা অধিকারে যত এগিয়ে দায়িত্বে তত পিছিয়ে
স্বাধীনতা তুমি জানো কি ?
আমরা মাতৃ-পিতৃ ঋণ তুচ্ছ করে ওঁদের বৃদ্ধাশ্রমে পাঠাই
স্বাধীনতা তুমি জানো কি ?
চা-বয় ছেলেটা, ঘুঁটেকুড়ুনি মেয়েটা স্বাধীনতা বোঝে না
স্বাধীনতা তুমি জানো কি ?
ওরা শুধু বোঝে গরম ভাতের গন্ধ,যা পেটের খিদে মেটায়
স্বাধীনতা তুমি জানো কি ?
তোমাকে বোঝে শুধু মুক্ত বাতাস, নীল আকাশ আর মুক্ত বিহঙ্গ।

বাজবে কখন ঘণ্টা – জয়ন্ত কুমার সরকার

বড়দিমনি বাজবে কখন ঘণ্টা
হোমওয়ার্ক তো করেছি ঠিকঠাক
ক্লাসের পড়াও করেছি সবার আগে
খেলার বন্ধুরা দেয় যে মাঠে ডাক।

মোবাইল ক্লাস ভাল লাগে না মোটে
ব্ল্যাকবোর্ডে চকে অঙ্ক যখন কসি
সাহস ভাঙে সবার সামনে আমার
বন্ধুরা যত পিছনে টানে বেশী।

ছুটির ঘন্টা বাজতে না বাজতে
বই বাড়ি রেখে খেলার মাঠে ছুটি
আঁধার ঘনায় মাঠে খেলার শেষে
কাবাডি খেলায় ভীষণ লুটোপুটি।

আঁকার ক্লাসে মন চায় না যেতে
লেখাপড়ায় ফাঁকি নেইকো মোটে
তবু কেন জোর করে যাও মিছে
ঘুড়ি ওড়ানোয় বাধা কেন জোটে।

দিনরাত মা পড়ায় রাখে ব্যস্ত
মন বসে না জোর কি সদা খাটে
বিকেল হলে টিউশনি কেন পাঠাও
খেলার সময় খেলতে দাও না মাঠে!

বৈশাখ – জয়ন্ত কুমার সরকার

যাক মুছে যাক ময়লা যত,পুরানো যত ক্লেদ ও গ্লানি,
ব্যথা বেদনা ভুল বোঝাবুঝি নতুন বছরে মুছবে জানি।

বৈশাখ মানেই বাঙালীয়ানা, আবেগ যত পড়ুক ঝরে,
বৈশাখ মানে হাল খাতা, অক্ষয়তৃতীয়া এসেছে দ্বারে।

তপ্ত দুপুর পার করা দায়,ক্লান্ত পথিক বটের ছায়ায়,
সারমেয় দল লালা ঝরায়,বাঁকি কাঁধে জল বয়ে যায়।

কালো মেঘ কি উধাও হল, বৈশাখী ঝড় বৃষ্টি কোথায়,
প্রখর রোদের রুদ্র মূর্তি তাপ সতর্কতা সাবধান তাই।

কোথায় ঝড়, বৃষ্টি কখন চাতক পাখি জল কোথা পায়,
কালবৈশাখীর ঝড়ের খবর,দহন বেলায় স্বস্তি যোগায়।

প্রকৃতি এখন রুদ্র-তাপস, উষ্মা প্রকাশ বেশ জাঁকিয়ে,
তাপমাত্রা রেকর্ড ভাঙে দুয়ারে নিদাঘ আস্তিন গুটায়।

চরম গরমে ঝিমিয়ে লতা শিকড় না পায় বারির নাগাল,
কোকিল কুহু সঙ্গিনী খোঁজে, নীরের আশা চাতক নাকাল।

কালবৈশাখী দেখায় দাপট বজ্রনিনাদ ঝড়ের প্রকাশে,
পাখপাখালির বাসা উধাও, ধরণী রুদ্র এক নিমেষে।

ঝড় থেমে যায় প্রকৃতি খেলায়,শীতল ধরা ঠাণ্ডা হাওয়ায়,
দখিনা বাতাস শান্ত হাওয়া দহন বেলার অবসান ঘটায়।

কবিতায় নৃত্যে গদ্যে পদ্যে ছন্দে বাঁধা হৃদয় সবার সাথ,
জীবন খাতার প্রতি পাতায় প্রতি ক্ষণে আছেন রবীন্দ্রনাথ।

পোড়ামাটির হাট – জয়ন্ত কুমার সরকার

বন-বাদাড়ে কাঁকরের ঢিবি
জংলা ঘাসে ঢাকা উঁচু-নিচু প্রান্তর,
গাছপালা ফাঁকে চোখে পড়ে রোজ
পুরানো মন্দির আর মাকড়া পাথর।

এই তো সেদিনও ঝোপঝাড় ভেঙে
ফুজি ফিল্ম ক্যামেরায় ক্লিক সাবধানে,
জোড় মন্দির তখন নামও শুনিনি
পোড়ামাটি হাট এখন একডাকে চেনে।

জহুরীর চোখ চেনে পরশপাথর
লক্ষ্য রেখেছেন সঠিক নিশানা,
পোড়ামাটির হাটে শিল্প পসরা
বালুচরী শাড়ীর দেদার বেচাকেনা।

বেড়িয়ে ফেরেন কত দেশী-বিদেশী
এক ছাতার নিচে সব শিল্প ঠিকানা,
পোড়ামাটির হাট থাকে সবার নজরে
কত গুণীজনে রোজ আনাগোনা।

হাট বসে প্রতি শনি-রবিবার
আদিবাসী দলের নৃত্য রচনা,
মুক্তমঞ্চে বসে আসর নিয়মিত
বাউল গানের সুরের সাধনা।

ভীড় হয় কত, হয় বেচাকেনা
মেলার মজা পেতে হাটে নিমন্ত্রণ,
ধামসা মাদলের মেঠো সুর ভাসে
বাউল ফকিরের চেনা সুরের আমন্ত্রণ।

আশ্বিনের মেঘেও বৃষ্টি সূচনা
এই বুঝি নামে ঝমঝমিয়ে,
পোড়ামাটির হাট নিয়মিত বসে
লোকগানের সান্ধ্য আসর জমিয়ে।

আঁধার ঘনায় ফাঁকা হয় ভীড়
শেষ হাটে চলে শেষ ডাকাডাকি,
বিকেল জুড়ে কেনাকাটা শেষ
পোড়ামাটির হাট পড়ে রয় একাকী।

আরো সবুজ – জয়ন্ত কুমার সরকার

প্রচণ্ড গ্রীষ্ম দাবদাহে, রবির কর মাথার উপর
মানুষজন ও পাখপাখালি, খাচ্ছে খাবি ধুঁকছে জবর।

মেজাজ এখন সবার চড়া, বাড়ছে তাপ পাল্লা দিয়ে
উষ্ণায়নের ঠেলায় পড়ে, ৠতুর খেলা যায় গুলিয়ে।

বলছে সবাই সবুজ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ
হাঁটছি সবাই পতাকা হাতে, চলছে স্লোগান টান টান।

গাছগাছালি হচ্ছে নিকেশ, দেখেও সবই দেখছি না তো
উন্নয়নের দোঁহা্ই দিয়ে, ভাবছি সবই নিজের মতো।

গতির সাথে তাল মিলিয়ে গাড়ির ধোঁয়ায় ভরছে আকাশ;
কারখানাও ঠিক মিশিয়ে দিচ্ছে বিষবাস্পে ভরছে বাতাস।
কোথায় সবুজ কোথায় কাঁচা, শুদ্ধ বাতাস মিলবে কোথায়;
বুনতে হবে গাছ-গাছালি, অক্সিজেন যে জীবন বাঁচায়।

আসবে মেঘ হবে বৃষ্টি, বাড়াই যদি সবুজ প্রাণ;
উষ্ণায়ন তো থাকবে না আর ঋতুরঙ্গই রাখবে মান।

জয়ন্ত কুমার সরকার | Jayanta Kumar Sarkar

Suryamukhi | সূর্যমুখী | শওকত নূর | Best 2023

Shesh Belay | শেষবেলায় | মনসুর আলি | Best 2023

Bengali Book | Bengali Book Fair | বাঙ্গালির বই ও বইমেলা

Tebhaga Movement | বাংলায় “তেভাগা আন্দোলন” এবং সলিল চৌধুরীর গণসঙ্গী

বাজবে কখন ঘণ্টা | বৈশাখ | পোড়ামাটির হাট | সেই ছেলেবেলা | আরো সবুজ | ইস্টার ঘণ্টা কখন বাজবে | তিনটি ঘন্টা যথাক্রমে | পহেলা বৈশাখ | পহেলা বৈশাখ এর উৎপত্তি এবং উৎসব | বৈশাখ মাস | পহেলা বৈশাখ কত তারিখ বাংলাদেশ | পহেলা বৈশাখের ইতিহাস | রমনার বটমূলে পহেলা বৈশাখ | ১লা বৈশাখ অনুচ্ছেদ | পহেলা বৈশাখ নিয়ে লেখা | পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য | পহেলা বৈশাখ ২০২১ | বাংলা ক্যালেন্ডার ১৪২৭ বৈশাখ | ১ লা বৈশাখ | পহেলা বৈশাখ ও বাংলার সংস্কৃতি | পহেলা বৈশাখ ফটো ফ্রেম | বিষ্ণুপুরের পোড়ামাটির হাট বন্ধ | জনহীন পোড়ামাটির হাট | বিষ্ণুপুরে শুরু পোড়ামাটির হাট | বিষ্ণুপুরের পোড়ামাটির হাট শুরু | বিষ্ণুপুরে জমজমাট সৃষ্টিশ্রী মেলা | খুঁজি সেই ছেলেবেলা | সেই ছেলেবেলা নেই | ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর | আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা | হাসিখুশি ছেলেবেলার উক্তি | সোনালী সেই ছেলেবেলা | চাই আরো সবুজ পৃথিবী | নীল আরো সবুজ | সবুজ পৃথিবীর জন্য | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা | কবিতাসমগ্র | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Universe of Bengali Poetry 2024 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books | Universe of Bengali Poetry pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Universe of Bengali Poetry Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2023 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2023 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Universe of Bengali Poetry | Universe of Bengali Poetry – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | English Literature | Universe of Bengali Poetry examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | Universe of Bengali Poetry Ranking | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | New Universe of Bengali Poetry | Writer – Universe of Bengali Poetry | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Archive – Universe of Bengali Poetry | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Universe of Bengali Poetry | Best Poems of Modern Bengali Poets | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf | Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live collection Bengali Poetry | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video | Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Live Bangla Kobita | New Bengali Poetry House | Full Bengali Poetry Collections PDF | Library of Bangla Kobita | Bengali Poetry and Story | Bengali Poetry Writing Competition | World Record of Bengali Poetry Writing | Peaceful Poetry | Online Universe of Bengali Poetry Selection | Universe of Bengali Poetry translation in english | Universe of Bengali Poetry | Universe of Bengali Poetry for instagram | romantic bengali poem lines | bengali short poem lyrics | bengali kobita caption for fb dp

1 thought on “Universe of Bengali Poetry | Best Bangla Kabita 2024”

  1. বেশ লাগলো লেখা গুলো, মায়ামাখা মন ভেজা সুন্দর ,নস্ট্যালজিক আবেদনে ঠাসা , পাচাপাচি দিন রাতের ছবি । আগে মোরা কী সুন্দর দিন কাটাইতাম।

    Reply

Leave a Comment