Orange Grove Tour India | Best 2023 | Travel Story

Sharing Is Caring:

কমলালেবুর বাগানে – শর্মিষ্ঠা ঘোষ [Orange Grove Tour India ]

দেশ বিদেশে ভ্রমণের সামর্থ্য আমার নেই। আমি বছরে চারবার অন্তত ছোট খাটো ট্রিপ মারি। বড় মেয়ে বাইরে পড়তে চলে যাবার পর হয়তো সাত দিনের ছুটিতে বাড়ি আসে। আর ওকে নিয়ে ঘুরতে গেলে বাইরে দু-রাতের বেশি কাটানোর উপায় নেই। কাজেই আমার ট্রিপগুলো বেশিরভাগই নর্থ বেঙ্গল ভিত্তিক এবং আমাদের কমন পছন্দ পাহাড়। গত ডিসেম্বরে বিভিন্ন ভ্রমণের সাইট ঘুরে তিন-চারটে জায়গা শর্টলিস্টেড করলাম। তার মধ্যে ছিল তাকদা, ল্যাপচা জগত, ইচ্ছে গাঁও, সিটং ইত্যাদি। কিন্তু এমন হঠাৎ করে প্ল্যান করতে হয়েছিল যে আগে থেকে বুকিং ছিল না। আর এই সমস্ত জায়গায় পুরো দক্ষিণবঙ্গ ঝেঁপে পড়ে ডিসেম্বর জানুয়ারিতে। ফলে এক টুরিস্ট এজেন্টকে ধরে পড়লাম। সে বুকিং অপশন দিল তাকদা আর ইচ্ছে গাঁও। মেয়ে এজেন্ট এর পাঠানো ছবি দেখে পছন্দ করল তাকদা। দুই রাত তিন দিনের বুকিং। দুটো ঘর। লজের নাম রাধাসোয়ামী।

বাগডোগরা থেকে তাগদা আপডাউন এবং সাইট সিয়িং এর জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে আমাদের লজ এর মালিককে রিকোয়েস্ট করলাম। তিনি আমাদের দিলেন সুনীল ভাইকে। রায়গঞ্জ থেকে একটা বোলেরো ভাড়া করে আমরা বাগডোগরা পৌঁছলাম। পথে বেঙ্গল ধাবায় ছোলে বাটুরে আর চা দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। দশটা নাগাদ বাগডোগরা পৌঁছে সুনীল ভাইয়ের বোলেরোতে উঠলাম। পথে দুধিয়াতে একটি টি ব্রেক। সেদিন কোন কারনে জ্যাম ছিল রাস্তায়। পৌঁছতে পৌঁছতে চারটে বাজলো। পথের ক্লান্তি গোটাটাই ভুলে গেলাম লজের অপূর্ব ফুল বাগান এবং আশেপাশের সিনিক ভিউ দেখে। সাথে গরমাগরম খানা। অপূর্ব রান্না এবং কোয়ালিটি। ভরপেট খেয়ে খানিক বিশ্রাম নিয়ে রাতে আগুনের ধারে গোল হয়ে ঘিরে বসে আড্ডা এবং গান। লজের মালিকের ছোট ছেলেটি ক্লাস সিক্সে পড়ে। এবং পোষা বেড়াল কিউয়ি। আমার মেয়েদের সাথে তাদের খুবই ভাব হয়ে গেল। ফলে অচিরেই জমে উঠল নাচ গান আড্ডা খেলা। প্রচন্ড ঠান্ডা। তার মধ্যেই লজের ব্যালকনি থেকে আমরা দেখলাম দূরের পাহাড়। তাকদা বাজার। সেখানে বর্ষ শেষের উৎসব চলছিল। তার আলোর সারি বাজির রোশনাই।

লজের মালিক অত্যন্ত বন্ধু ভাবাপন্ন। প্রচুর গল্প করলেন পুরনো তাকদার। ভৌগলিক আর আঞ্চলিক ইতিহাস। ব্রিটিশ আমলের তাকদা ছিল ক্যান্টনমেন্ট এলাকা। সে আমলের বড় বড় ব্রিটিশ বাংলাগুলো এখন টুরিস্ট ডেস্টিনেশন। হোটেল লজ হিসেবে লিজ নেওয়া। তাকদার অন্যতম আকর্ষণ। ব্রিটিশ আমলের বড় বড় বাংলো। ওনার মালিকানায়ও এরকম একটি বাংলো আছে। তিনি পরপর তিন বার সেরা হোটেলিয়র এর প্রাইজ পেয়েছেন। তখনই কথা হয়ে গেল পরের বার এসে আমরা সেই বাংলোতেই থাকবো। পরদিন সকাল আটটার মধ্যেই দুর্দান্ত ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইটস সিইং এ। প্রথমেই কমলালেবুর বাগান। ছোট আর বড় মাঙ্গোয়া। চা বাগান। লাইফ টাইম এক্সপেরিয়েন্স পাকা কমলার বনে এভাবে ঘুরে বেড়ানো। চতুর্দিকে রং আর রং। ফুল আর পাকা কমলা। মাটিতে বিছিয়ে আছে লোকে ঝুরি নিয়ে কালেক্ট করছে। বাগানের গেটে টিকেট কেটে ঢুকতে হয়। সেখানেই কমলা বিক্রিও হচ্ছে। কিনলাম। প্রচন্ড মিষ্টি।

North Bengal India

সাইট সিইং এ আমরা রেখেছিলাম লামাহাটাও। এর আগে যদিও লামাহাটায় আমরা এক রাতের সফরে ঘুরে গেছি এবার আমাদের দলে কোলকাতা থেকে আসা আমার এক বন্ধু ছিল যে আগে লামাহাটা দেখেনি। ওকে দেখাবো বলেই মেইনলি আবার গেলাম এছাড়া আমার বড় মেয়ের চাহিদা ছিল উইশিং লেকে সে আরেকবার যাবে। লামা হাটার পাহাড়ের মাথায় আছে একটি উইশিং লেক। যেখানে প্রার্থনা করলে নাকি ইচ্ছে পূরণ হয়। আমি আগেরবার উঠেছিলাম বলে এবার আর উঠিনি। আমার মেয়েরা তাদের বাবার সাথে লেকে ঘুরে এলো। আমরা ততক্ষণ নিচে চা আর মোমো খেলাম। তাকদাতে আছে একটি অর্কিড মিউজিয়াম। এই সবকিছু দেখে শুনে ফিরতে ফিরতে বিকেল চারটে। আমরা ফেরার সময় দোকান থেকে কেক আর বেলুন কিনে এনেছিলাম কারণ সেদিন ৩১শে ডিসেম্বর। ফেরার পর লজের মালিক আমাদের নেমন্তন্ন করলেন। রাত বারোটায় তারা কেক কাটবেন। আমরা যেন সেখানে থাকি। তিনিও একটি বড় কেক এনেছেন। সব কেক একত্রিত করে রাত বারোটায় কেক কাটাকাটি হলো। তার আগেই হয়েছে যথারীতি আগুন ঘিরে আরেক পর্ব নাচ গান গল্প। আগে এখানে বারবিকিউও করা যেত। কিন্তু এই লজের উল্টোদিকেই পাহাড়ের ওপর আছে একটি মন্দির। সেখানে মাংসের গন্ধ যেত বলে এখন বারবিকিউ হয় না। তবে রাত হলেই আগুন জ্বেলে আড্ডাটা হয়।

ডিসেম্বরের রাতে তাকদায় তাপমাত্রা দুই তিন ডিগ্রিতে নেমে আসে। হি হি করা ঠান্ডায় আগুনের পাশে বসে রাতের শোভা দেখতে দেখতে হরেক কিসিমের গল্প আই প্রমিস ভুলবেন না কোনদিন। এবং তারপরে ছিল বর্ষ শেষের স্পেশাল ডিনার। তবে একথা স্বীকার করতেই হবে স্পেশাল হোক চাই না হোক এই লজের কুক এর তৈরি চারবেলার মিল কিন্তু ভীষণ টেস্টি। পুরো পয়সা উশুল। আপনি যদি হানিমুন কাপল হন তবে শীতে পাহাড়ে যাবার চেয়ে ভালো অপশন আর হয় না। বেশি ঘোরাঘুরি না করে জাস্ট পাহাড়ের মধ্যে ঘাপটি মেরে বসে থাকুন। সঙ্গ উপভোগ করুন নিজেদের। আর যদি ফ্যামিলি ম্যান হন বাল বাচ্চা নিয়ে যান তবে চুটিয়ে ঘুরুন আমাদের মত আর ভালো মন্দ খান। চোখের খিদে মনের খিদে পেটের খিদে একসাথে ভরপুর মিটলে পরে সে যা স্বর্গীয় ব্যাপার কি আর বলবো! তাকদা যাবার কিন্তু একাধিক রুট আছে। হাতে সময় থাকলে দুবার দুটো রুট ট্রাই করতে পারেন। ফেরার পথে সীমানা পশুপতি হয়ে আসতে পারেন। এখানকার পাইন ফরেস্ট কিন্তু বিখ্যাত। আর দার্জিলিং এর যাবতীয় নামকরা চা বাগান এই রুটে পড়ে। আপনি মিরিকেও একটা ঘন্টাখানেকের ব্রেক নিতে পারেন। ওখানেই লাঞ্চ করে নেবেন । গোটাটাই নির্ভর করছে আপনার হাতে সময় আছে কিনা তার ওপর। আমাদের অবশ্য তাড়া ছিল। আমার বন্ধুটির সেই দিনই রাতে কলকাতা ফেরার ট্রেন ধরতে হবে। সেই জন্য আমরা সকাল ন’টার মধ্যে ব্রেকফাস্ট খেয়ে রওনা দিলাম। বিদায়ের আগে সপরিবার লজের মালিকের সাথে ফটোসেশন হলো। উনি আমাদের খাদা পরিয়ে বিদায় জানালেন। সবচেয়ে কষ্ট হলো এই পর্যায়ে বাচ্চাগুলোর। লজের মালিক তার ছোট ছেলেকে বললেন, “বেটা, রোনা মত্ত “। ছেলে লজ্জা পেয়ে বলল, “দেখো, আঁশু কাঁহা!” মনে মনে জানি বাচ্চাগুলো কাঁদছিলই। চলো ফির মিলেঙ্গে ! চিনতে পারবে তো তখন ?

শর্মিষ্ঠা ঘোষ | Sharmistha Ghosh

Mahagai | মহাগাই – শওকত নূর | 2023

Bharatpur Patachitra | ভরতপুরের পটচিত্র | 2023

The legend of Jagannath | জগন্নাথের কিংবদন্তি

মানব কল্যাণে রামকৃষ্ণ মিশন | Ramakrishna Mission | 2023

Best orange grove tour india | orange groves near me | orange grove tours near me | citrus groves near me | florida orange groves map | florida orange groves near me | orange groves florida | orange stands near me | An Indian River Orange Grove | Read Online Bengali Story Diary | New Online Bengali Story Diary | Online Bengali Story Diary Blogs | Orange Grove Tour India photo | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Best New Bengali Web Story 2023 | Shabdodweep Read Online Bengali Story | Shabdodweep Writer | Orange Grove Tour India Story | New Bengali Story Diary in India | World’s Bengali Story Diary Blogs | New Bengali Web Story in Online | Online Bengali Story Diary | Full Read Online Bangla Golpo | New Online Bengali Story Diary Blogs | Full Orange Grove Tour India | Best Story Blogs in Bengali | Live Bengali Story in English | Live Bengali Story pdf | Full Bangla Golpo Read Online | New Bengali Story Diary | Online Bengali Story Diary – Episode | Video – Orange Grove Tour India | Online Bengali Story Diary Series | Horror Adult Story Video | Horror Live Bengali Story | Online Bengali Story Diary Audio | Bangla Golpo Read Online Video | Beautiful Orange Grove Tour India | Online Bengali Story Diary Netflix | Online Bengali Story Diary Read | Bengali Story Diary Download | Shabdodweep Competition | Bangla Golpo Read Online Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trend Bengali Story Diary | Recent Online Bengali Story Diary | Orange Grove Tour India 2023 | Top Online Bengali Story Diary | Popular New Bengali Web Story | Best Read Online Bengali Story | Online Bengali Story Diary 2023 | Shabdodweep Bangla Golpo Read Online | New Bangla Golpo Read Online | Orange Grove Tour India in pdf | Online Bengali Story Diary in pdf | Online Bengali Story Diary Download | Bengali Famous Story – audio | Horror Adult Story | Read Bengali Story Diary 2023 | Live Online Bengali Story Diary – video | New Online Bengali Story Diary APK | New Bengali Web Story Download | Orange Grove Tour India youtube | Live Online Bengali Story Diary mp3 | Full Live Bengali Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Live New Modern Bangla Golpo – audio | Top New Modern Bangla Golpo | Bengali Famous Story – video | Online Bengali Story Diary mp3 | Full Online Bengali Story Diary | Bengali Literature | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Live Bangla Golpo Read Online | Shabdodweep Writer | Travel Story Orange Grove Tour India | Archive – Orange Grove Tour India |

Leave a Comment