মানব কল্যাণে রামকৃষ্ণ মিশন | Ramakrishna Mission | 2023

Sharing Is Caring:

মানব কল্যাণে রামকৃষ্ণ মিশন | Ramakrishna Mission – প্রবোধ কুমার মৃধা

মিশন বলতে বোঝায়, বিশেষ কোন মহৎ উদ্দেশ্যে সমষ্টির কল্যাণে প্রেরিত প্রতিনিধি প্রচারক। ধর্মীয় প্রচার বা‌ সমাজ সেবা প্রতিষ্ঠান। ব্রিটিশ ভারতে এবং তৎপরবর্তী সময়ে বহু‌ সঙ্ঘ‌ বা মিশনের পরিচয় পাওয়া যায় ‌।

শ্রীরামপুর মিশন 

ভারতের প্রথম নিজস্ব প্রচারক সঙ্ঘ‌। ১৮০০ খ্রিষ্টাব্দের ১০ই জানুয়ারি উইলিয়াম কেরী, জশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড, এই ‘শ্রীরামপুর ত্রয়ী ‘ মিলে তৈরি করেন শ্রীরামপুর ব্যাপটিষ্ট মিশন। মূল উদ্দেশ্য ছিল খ্রিষ্ট ধর্ম প্রচার ও বাংলা প্রকাশনা সম্পাদনা।

ক্যাবিনেট মিশন

১৯৪৬ খ্রিষ্টাব্দে ব্রিটেন থেকে ভারতে প্রেরিত এই মিশনের আগমনের মূল উদ্দেশ্য ছিল আলোচনা ও পরিকল্পনার দ্বারা ভারতীয় নেতৃত্বের হাতে স্বাধীনতা প্রদান।

ভারত সেবাশ্রম সঙ্ঘ : ভারত সেবাশ্রম সঙ্ঘ হলো ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন। এটি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ কর্তৃক ১৯১৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশে বিদেশে মিলিয়ে প্রায় একশো শাখা আশ্রম আছে।

গৌড়ীয় মিশন

গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় মিশনারি সংগঠন। ১৯৪০ খ্রিষ্টাব্দের মার্চ মাসে ব্রিটিশ ভারতের কলকাতা থেকে নিবন্ধিত। প্রতিষ্ঠাতা হলেন আচার্য ব্রহ্মচারী অনন্ত বাসুদেব প্রভু। এটি‌ একটি ধর্মীয় প্রতিষ্ঠান। শিক্ষাগত, সমাজসেবা মূলক, ধর্মীয় গবেষণা ও আধ্যাত্মিকতা বিস্তার এই সংগঠনের প্রধান উদ্দেশ্য।ভারতে এই সংগঠনের ২৬ টি মন্দির,যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্রে একটি করে ও বাংলাদেশে তিনটি মঠ আছে। প্রেসিডেন্ট আচার্য শ্রী ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ।

আল‌আমীন মিশন 

হাওয়া জেলার খলতপুর গ্ৰামে অবস্থিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা এম নুরুল ইসলাম। ১৯৮৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে পশ্চিমবঙ্গের ১৭টি জেলা জুড়ে ৭৬ টি শাখায় ছড়িয়ে আছে।

আমাদের মূল আলোচ্য বিষয় ‘রামকৃষ্ণ মিশন’ [Ramakrishna Mission]। ১৬ই আগস্ট, ১৮৮৬ খ্রিষ্টাব্দ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মানব লীলা সংবরণ করলেন। তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে, তাঁর আদর্শকে বাস্তবায়িত করতে, সম্যকভাবে সন্ন্যাসী সঙ্ঘ‌ গড়ে তোলার মহান গুরু দায়িত্ব ন্যস্ত হয় শ্রী শ্রী ঠাকুরের প্রধান শিষ্য নরেন্দ্রনাথের উপর। ১৮৯৭ খ্রিষ্টাব্দের ১লা মে, নরেন্দ্রনাথ তাঁর গুরু ভাইদের প্রায় সবাইকে সমবেত করে কলকাতার বাগবাজারের বলরাম বসুর বাসভবনে আয়োজিত অধিবেশনে আনুষ্ঠানিক ভাবে ‘রামকৃষ্ণ মিশন ‘গড়ে তোলার প্রস্তাব রাখেন। এই মিশন গঠনের প্রস্তাব সহ নিয়ম বিধির খসড়া তালিকা নরেন্দ্রনাথ নিজের হাতে তৈরি করেছিলেন, এবং ওই অধিবেশনেই তাঁরা সকলেই প্রথাগত বিধি মেনেই সন্ন্যাস গ্ৰহণ করেন ।

১৮৯৮ খ্রিষ্টাব্দে বেলুড়ে জমি খরিদ করার পূর্বে মঠের কাজ কর্ম পরিচালিত হতো বেলুন মঠের দক্ষিণে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি থেকে। পরবর্তীতে ১৮৯৯ খ্রিষ্টাব্দে মঠটি বর্তমান বেলুড় মঠের ভূমিতে স্থানান্তরিত হয়। প্রকৃতপক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন [Ramakrishna Mission], রামকৃষ্ণ নামাঙ্কিত সঙ্ঘের দুই দিগন্ত। রামকৃষ্ণ মঠ ও মিশনের মধ্যে আইনগত পার্থক্য আছে বটে কিন্তু আদর্শগত কোন প্রভেদ নেই। রামকৃষ্ণ মঠ পঞ্জিকৃত হয় ১৯০১ খ্রিষ্টাব্দে আর রামকৃষ্ণ মিশন সেবা সঙ্ঘটি রেজিস্ট্রিকৃত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকারের দপ্তর থেকে। রামকৃষ্ণ মঠ ও মিশন দুয়ের‌ই প্রধান কার্যালয় বেলুড় মঠ। যার‌ অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা সংলগ্ন হাওড়া‌ জেলার হুগলী নদীর পশ্চিম তীরবর্তী বেলুড়ে। রামকৃষ্ণ মিশন প্রাচীন হিন্দু দর্শন বেদান্তের অনুগামী। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা রামকৃষ্ণ মিশনের ও সদস্য। রামকৃষ্ণ মিশনের ভক্তগণকে দুই ভাগে বিভক্ত করা হয়ে থাকে।সর্বত্যাগী সন্ন্যাসী ভক্ত‌ ও গৃহী ভক্ত। গৃহী ভক্তদের ক্ষেত্রে নিয়মাবলী ও আচার অনুষ্ঠান তুলনামূলক ভাবে কিছুটা শিথিল।।

রামকৃষ্ণ মিশন [Ramakrishna Mission] একটি ভারতীয় ধর্মীয়, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, আধ্যাত্মিক সংগঠন। (Hindu religious, non- sectarian, non-political and spiritual organization) বিশ্ব বিস্তৃত যার‌ পরিচিতি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিবজ্ঞানে জীব সেবার মহান আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয় এই রামকৃষ্ণ মিশন [Ramakrishna Mission]। রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্দেশ্য হলো, ‘আত্মানো মোক্ষার্থম্ জগদ্ধিতায় চ।’ অর্থাৎ নিজের মুক্তি ও জগতের কল্যাণ সাধন। রামকৃষ্ণ মিশন [Ramakrishna Mission] সেবাশ্রম সঙ্ঘ রামকৃষ্ণ মঠের একটি শাখা। এই মিশনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্বামী ব্রহ্মানন্দ ওরফে রাখাল মহারাজ। রামকৃষ্ণ মিশনের [Ramakrishna Mission] একমাত্র বাংলা মুখপত্র ‘উদ্বোধন’ নামক পত্রিকা। ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৪ই জানুয়ারি বাগবাজারের উদ্বোধন কার্যালয় থেকে পত্রিকাটি চালু করেন স্বামী বিবেকানন্দ। প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণানন্দজী। উদ্বোধন কার্যালয়টি মায়ের বাড়ি নামে পরিচিত।

Ramakrishna Paramahansa

মৌলিক উদ্দেশ্য সমূহ

রামকৃষ্ণ মিশনের [Ramakrishna Mission] প্রধান উদ্দেশ্য, যে-বেদান্ত-ধর্ম ঠাকুর রামকৃষ্ণের জীবন ও শিক্ষার আলোকে উদ্ভাসিত হয়েছিল, সেই রামকৃষ্ণ আন্দোলন বা বেদান্ত -আন্দোলনকে আধ্যাত্মিক আন্দোলনে রূপান্তরিত করে বিশ্বব্যাপী সম্প্রচার করা। এই সংগঠন একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। শ্রী শ্রী রামকৃষ্ণের আদর্শ ও মত অনুযায়ী জীবন গঠন করা ও তার প্রচার করা, বিভিন্ন ধর্মের মধ্যে সৌভ্রাতৃত্ব স্থাপন, জাতি-ধর্ম-বর্ণ -নির্বিশেষে ঈশ্বর জ্ঞানে মানব সেবার দৃষ্টান্ত তুলে ধরা প্রভৃতি এই সংগঠনের লক্ষ্য। ধর্ম , সেবা ও শিক্ষা এই তিনটি প্রধান কর্মসূচি নিয়ে রামকৃষ্ণ মিশনের [Ramakrishna Mission] যাত্রা শুরু।

* হিন্দু ধর্ম ও সনাতন ঐতিহ্যের আশ্রয়ে প্রতিষ্ঠিত হলে ও এরমধ্যে প্রাচ্য ও পাশ্চাত্যের যথেষ্ট মিলন ঘটেছে। ঈশ্বরে বিশ্বাস, জাতি-ধর্ম-নির্বিশেষে মানব সেবা ও আদর্শ মানুষ গড়ার ব্রত ইত্যাদি মহতী সংকল্প সাধনের নিরলস প্রচেষ্টায় নিরত থাকা এই মিশনের উদ্দেশ্য।

* দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে শাশ্বত সনাতন বৈদান্তিক আদর্শের বিস্তার ঘটানো।

* নানা প্রকার ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক অনৈক্যের বাধা সমূহ দূর করে সবাইকে এক ঐক্যমত্যে অনুপ্রাণিত করা।

* জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী ইত্যাদি নির্বিশেষে দুস্থ মানুষের সেবা করা।

মিশনের কার্যকলাপ

বর্তমানে ভারত এবং ভারতের বাইরে বেশ কয়েকটি দেশে উপকেন্দ্রে সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের ২০৮টি শাখা কেন্দ্র আছে। যার মধ্যে ভারতে আছে ১৫৭টি, ভারতের বাইরে ৫১টি । যেমন – বাংলাদেশে আছে ১৫টি, যুক্তরাষ্ট্রে ১৪টি, রাশিয়ায় ২টি এবং অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, কানাডা, জার্মানি, জাপান, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, নেদারল্যান্ডস, ফিজি, ফ্রান্স, ব্রাজিল, মালয়েশিয়া, মরিশাস, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড এবং শ্রীলংকাতে একটি করে।। সকলের‌ই প্রধান কর্মকেন্দ্র বেলুড় মঠ। আর এই সমস্ত কেন্দ্র থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের আদর্শ ও স্বামীজির পথনির্দেশে আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক বহুবিধ কল্যাণমূলক কার্যকলাপ পরিচালনা করা হয়ে থাকে।

মিশনের বহু কেন্দ্র থেকে প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, বন্যা‌, খরা‌, ঝড়‌-ঝঞ্ঝা, মহামারী ইত্যাদি দুর্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় এবং নানাবিধ‌ পরিকল্পনার মাধ্যমে জ্ঞানদান, জীবন দান, অন্নদানাদির দ্বারা সমাজসেবা, মানুষের আধ্যাত্মিক জিজ্ঞাসার নিরসন ঘটিয়ে ‌‌ তাদের উৎসাহিত করতে বিধি সম্মত পূজার্চনা ও ব্রতাদির অনুষ্ঠান ও সভার আয়োজন করা হয়ে থাকে। এছাড়া আছে দাতব্য চিকিৎসা, গ্ৰামোন্নয়ন, আদিবাসী কল্যাণ, বুনিয়াদি ও উচ্চ শিক্ষা এবং সংস্কৃতির প্রসারে কার্যকরী ভূমিকা পালন। এভাবেই রামকৃষ্ণ মিশনের [Ramakrishna Mission] সমস্ত কাজ কর্ম‌ই পরিচালিত হয় কর্মযোগের ভিত্তিতে।

রামকৃষ্ণ মিশন [Ramakrishna Mission] বেদান্তের আদর্শ অনুসারী ও মূর্তিপূজায় বিশ্বাসী। এর‌ই নিরিখে মিশনের বৈশিষ্ট্য সমূহ:

সর্বধর্মে সমান শ্রদ্ধাশীল

রামকৃষ্ণ মিশন [Ramakrishna Mission] স্বতন্ত্র কোন নিজস্ব ধর্মীয় মতবাদ গড়ে তোলেনি মঠ ব্যবস্থার ভিতর দিয়ে সর্ব ধর্ম সমন্বয়ের মহান আদর্শে বিশ্বাসী।

সমাজ সেবার ঐকান্তিক আদর্শ

রামকৃষ্ণ মিশন [Ramakrishna Mission] সর্বপ্রকার ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমাজ সেবার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষ জনের পাশে দাঁড়ায়‌। বিদ্যালয়, চিকিৎসালয় ছাড়া দুর্ভিক্ষ, বন্যা‌, খরা‌, ভূমিকম্প, কবলিতদের অর্থ, পোশাক, খাদ্য, পানীয়, ওষুধ পত্র দিয়ে সাহায্য করাকে মিশনের ব্রত বলে বিবেচিত হয়।

নিখিল মানবজাতির সেবা

রামকৃষ্ণ মিশন [Ramakrishna Mission] প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন গোষ্ঠীর মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখেনি। সকল রকম গোষ্ঠী চিন্তার ঊর্ধ্বে গিয়ে সমগ্ৰ মানব জাতির সেবা করা এই সংগঠনের মূল ঐতিহ্য। যার‌ কারণে স্বামীজির বিশ্বজনীন সেবার আদর্শ ইউরোপ ও আমেরিকা বাসীদের ও উদ্বুদ্ধ করে।

রামকৃষ্ণ মিশনের বিস্তার

শুধু ভারতেই নয়, ভারতের বাইরে বিশ্বের বহু দেশে ভারতীয় ধর্ম ও সংস্কৃতি বিস্তার লাভের উদ্দেশ্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বি-শতাধিক শাখা উপশাখা স্থাপিত হয়েছে।

উপসংহার

পরিশেষে নির্দ্বিধায় বলা যায় যে, রামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শ ও বিশ্ব-বিবেক বিবেকানন্দের বাণীকে জীবনের ধ্রুবতারা করে রামকৃষ্ণ মিশনের [Ramakrishna Mission] সন্ন্যাসীগণ ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও দুর্গত মানুষদের কাছে জীবে দয়া ও দরিদ্র নারায়ণ সেবার কর্মযোগে নিজেদেরকে নিরন্তর নিয়োজিত রেখেছেন। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ , জয় স্বামী বিবেকানন্দ, ‘জীবে দয়া‌ করে যেই জন …’।

প্রবোধ কুমার মৃধা | Probodh Kumar Mridha

Loukik Debota Masan Thakur | লৌকিক দেবতা মাশান ঠাকুর | 2022

Porokia Prem Ekaal Sekaal | পরকীয়া প্রেম (একাল সেকাল) | 2023

Rabindranath Tagore’s love for art and literature

New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | প্রবীর রঞ্জন মণ্ডল

মানব কল্যাণে রামকৃষ্ণ মিশন | রামকৃষ্ণ মিশন | রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার ইতিহাস | স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণু মিশন | সারগাছি রামকৃষ্ণ মিশন | রামকৃষ্ণ মিশন স্কুল উইথ হোস্টেল | রামকৃষ্ণ মিশন কে কবে কেন প্রতিষ্ঠা করেন | রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন | মহামারীকালে রামকৃষ্ণ মিশন | রামকৃষ্ণ মঠ | রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানের তালিকা | রামকৃষ্ণ মিশন স্কুল | রামকৃষ্ণ মিশন বাংলাদেশ | রামকৃষ্ণ মিশন কেন প্রতিষ্ঠা করেন | রামকৃষ্ণ মিশনের প্রার্থনা | রামকৃষ্ণ মিশন এ পরীক্ষার বিভিন্ন প্রশ্নোত্তর | রামকৃষ্ণ মঠ ও মিশন | রামকৃষ্ণ মিশন বিদ্যালয় | রাজনীতি ও রামকৃষ্ণ মিশন | রামকৃষ্ণ মঠ ও মিশনের কার্যপ্রণালী | রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির | রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে চাকরি | বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন | ব্রহ্মানন্দ ও রামকৃষ্ণ মিশন | রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ | রামকৃষ্ণ মিশনের সাম্প্রদায়িক চরিত্র | বরিশাল রামকৃষ্ণ মিশন | রামকৃষ্ণ মিশন দীক্ষা | কামারপুকুর রামকৃষ্ণ মিশন | রামকৃষ্ণ মিশনের প্রতীক | বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ ২০২২ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | শ্রীরামপুর মিশন প্রেস | শ্রীরামপুর মিশন ও ছাপাখানা | শ্রীরামপুর মিশন প্রশ্ন উত্তর | শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন | শ্রীরামপুর মিশনের অবদান | শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত প্রথম | শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ | শ্রীরামপুর মিশনের উদ্দেশ্য | শ্রীরামপুর ত্রয়ী | শ্রীরামপুর মিশন ছাপাখানা | শ্রীরামপুর মিশনারীদের গদ্যচর্চা | বাংলায় ছাপাখানার বিকাশ | কলকাতার ব্যাপ্টিস্ট মিশন প্রেস | ক্যাবিনেট মিশন ১৯৪৬ | মন্ত্রী মিশন | ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন | ক্যাবিনেট মিশন প্রস্তাব | ক্যাবিনেট মিশন পরিকল্পনা | ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে | ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে | ক্যাবিনেট মিশন কবে কেন ভারতে আসে | ক্যাবিনেট মিশন টিকা | ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন | ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য | ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন | মন্ত্রী মিশনের প্রস্তাব কী কী ছিল | ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল | মন্ত্রী মিশনের পরিকল্পনা | গৌড়ীয় মঠ | আল-আমীন মিশন

Ramakrishna Mission Ashrama | Ramakrishna Mission News | Ramakrishna Mission Vidyamandira | Ramakrishna Math and Mission | Ramakrishna Math Baghbazar | Sarisha Ramakrishna Mission | Ramakrishna Mission Institute of Culture | Ramakrishna Mission Sikshanamandira | ramakrishna mission admission | ramakrishna mission school | ramakrishna mission website | ramakrishna mission school list | ramakrishna mission near me | ramakrishna mission narendrapur | ramakrishna mission delhi | ramakrishna mission upsc | Ramakrishna Mission Seva Pratishthan | Ramakrishna Mission Vidyapith | Ramakrishna Math (Yogodyan) | Ramakrishna Mission Jaipur | Sarisha Ramakrishna Mission | Sri Ramakrishna Ashrama | Ramakrishna Math Antpur | Ramakrishna Mission Singapore | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | Bengali Poem | Shabdodweep Writer | Shabdodweep | Poet | Story | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Article 2022 | Cabinet mission plan (1946) | Cabinet mission plan | Gaudiya Mission | Gaudiya Math vs ISKCON | Gaudiya Mission Guru parampara | Gaudiya Math Vrindavan | Gaudiya Math Books pdf | Gaudiya Math contact number | Gaudiya Math near me | Gaudiya Mission Songs | Gaudiya Mission Varanasi | Al Ameen Mission | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder

Leave a Comment