Best Bangla Golpo Dot Com 2023

Sharing Is Caring:

জীবনের স্বাদ – চন্দন চক্রবর্তী [Bangla Golpo Dot Com]

হঠাৎ বাজের শব্দে সচকিত হয়ে রাত আবার নিকষ কালো আঁধারে নিজেকে ঢেকে ফেললো। এলোমেলো বাতাস জানাচ্ছে ঝড়ের পূর্বাভাস। শ্রীময়ী আশ্রয়হীন হয়ে এক বছরের শিশু পুত্রকে আঁচলে ঢেকে এখন পথে। বাইরের ঝড়কে তবু সামলাতে পারবে। কিন্তু মনের ঝড়! যে ঝড় উঠেছে স্বামীর মৃত্যুর পর থেকে?

স্ত্রী, ছমাসে পুত্রকে রেখে স্বামী চলে গেল । মানুষ এত নিষ্ঠুর হতে পারে! এইতো সেদিন সুমন শ্রীময়ীর বিয়েতে কত আলো, কত হাসি, কত মানুষের সমাগম । গুরুজনেরা দুহাত তুলে আশীর্বাদ করলেন,তাদের দুজনের জীবন সুখের হোক, কামনা করলেন। কত উপহার,তামাশা সব মিলিয়ে কি আনন্দে না কেটেছে! শ্বশুর বাড়িতেও বেশ কাটছিল দিনগুলো। বছর না ঘুরতেই শ্রীময়ী মা হলো। সবার উৎকন্ঠার মধ্যে শিশু পুত্রকে কোলে নিয়ে সুমনের সাথে নার্সিং হোম থেকে শ্বশুর বাড়ি ফিরে এলো । নাতির মুখ দেখে শ্বশুর, শাশুড়ির মুখ কত উজ্জ্বল ছিল! ননদও ভাইপোকে কি আদর! কি আদর!

সবই আজ স্মৃতি । ছমাস আগে অফিস থেকে বাড়ি আসার পথে বোমার আঘাতে সুমনের শরীর যেদিন ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, শ্রীময়ীর মাথায় পুরো আকাশটাই ভেঙে পড়েছিল । শোকে সে দুদিন অজ্ঞান হয়ে ছিল । শত সান্ত্বনা দিয়েও তাকে কেউ এক ফোঁটা জল খাওয়াতে পারেনি । এই আস্বাভাবিক মৃত্যুটাকে কেউ কেউ রাজনৈতিক রূপ দিতে চেয়েছিল । পুলিশী ঝামেলা হয়েছিল । শ্বশুর, শাশুড়ি, ননদ, ননদাই, সবার চেষ্টায় সেই ঝামেলা উৎরেছে ।

এর কিছুদিন পর থেকেই শুরু হল এক অন্য অধ্যায়। বউ অলক্ষ্মী, ছেলেকে খেয়েছে । নাতিটাও অপয়া,ও হতেই তাদের ছেলেটা মারা গেল! ননদের ব্যবহার যেন দিন দিন আরো উগ্র হতে লাগলো। কিছুদিন ধরে ননদ ঘন ঘন আসা শুরু করেছিল । ইঙ্গিতে বেশ স্পষ্ট বোঝাতে চাইছিল,শ্বশুর বাড়িতে শ্রীময়ীর কোন স্থান নেই। দাদা যখন মারা গেছে তখন সম্পর্কও শেষ। অতএব শ্রীময়ীর শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়াই ঠিক সিদ্ধান্ত । কিন্তু শ্রীময়ীর বাপের বাড়িতেও যে স্থান নেই। মাধ্যমিক পরীক্ষার বছরে তার মা মারা গেলে শ্রীময়ী পাথর হয়ে গিয়েছিল । তবু বাবা তখন পাশে ছিল । কিন্তু ইলেভেনে পরীক্ষার পরে বাবা আর একজনকে বিয়ে করে আনলো, আর বাপের বাড়ির চেহারাটা পুরোপুরি বদলে গেল । শ্রীময়ীর কিছু বড় সেই মহিলাটি এমন শুরু করলেন যে বাড়িতে সে আর টিকতে পারছিল না । মহিলাটির ভয়ে বাবাও তার সামনে তেমন ঘেঁষতো না । একটা দিন পার করতেই শ্রীময়ী হাঁপিয়ে উঠতো।

এই সময় সুমনের সঙ্গে যোগাযোগ যেন ঈশ্বরের দান! অল্প কিছুদিন মেলামেশা করে শ্রীময়ী সুমনকে রাজি করিয়ে এক কাপড়ে বেরিয়ে এসে এক বান্ধবীর বাড়ি উঠেছিল। সেখানেই কয়েক জনের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠান হল। পরপর দুদিন শ্রীময়ীকে ওর ননদ গলা ধাক্কা দিয়ে বের করতে চেয়েছে। শ্বশুর শাশুড়ি,তারাও নির্বিকার থেকেছেন। কিন্তু আজ বিকেলে ননদ ননদাই এসে তাদের পুড়িয়ে মারতে চেয়েছিল। বাচ্চাটাকে জোর করে ছিনিয়ে নিয়ে গায়ে কেরোসিন ঢালতে যেতেই শ্রীময়ী আর থাকতে পারেনি। ননদের হাতে কামড়ে, ছেলেকে ছিনিয়ে নিয়ে, দৌড়ে চৌখাট পেরিয়ে রাস্তায় এসে পড়েছে।

রাতের নেমন্তন্ন সেরে বিনয়বাবু বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে এসেছেন । চাকরি জীবনে একজন কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন । সেও তো দশ বছর হয়ে গেল, রিটায়ার করেছেন । শুনশান রাস্তা,অন্ধকার,ঝড় বৃষ্টির সম্ভাবনা । গাড়িটা জোরেই ছুটছিল । হঠাৎ হেড লাইটের আলোয় কেউ সামনা সামনি এসে পড়েছে মনে হল ! ড্রাইভার হর্ন জোরে বাজালো । কিন্তু একি ! পাশে সরে যাবার কোন লক্ষণ দেখতে পাচ্ছেন না ! তাড়াতাড়ি ব্রেক দাবান হল । গাড়িটা ঝাকুনি খেয়ে দাঁড়িয়ে গেল ঠিক,কিন্তু মনে হল কিছু ঘটে গেছে ! কোন শিশুর গলার তীক্ষ্ণ চিৎকার বন্ধ জানালা দিয়ে যেন শুনতে পেলেন ! রাস্তা নেহাৎ ফাঁকা,নইলে পেছনের গাড়ি এসে ধাক্কা মারলে, কি ঘটনাটাই না ঘটতো ! তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে নেবে এগিয়ে গেলেন।

বুঝলেন একসিডেন্ট এড়ানো গেছে কিন্তু একটি অল্প বয়সী যুবতী সাথে ছোট বাচ্চা এই ঝড় জলের রাতের অন্ধকারে, এইভাবে, এখানে পথের ওপর! মালিকের সাথে ড্রাইভার ভজুও তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসেছিল । বাচ্চাটা এক নাগাড়ে কেঁদে চলেছে । দুজনে মিলে জ্ঞান হারানো মেয়েটিকে গাড়িতে শুইয়ে দিলেন। ভজুর কোলে এখন বাচ্চা। গাড়ি ছাড়লো। বিনয়বাবু এখন নিজে গাড়ি চালাচ্ছেন।

বাড়ি এসে তাড়াতাড়ি মেয়েটিকে বিছানায় শুইয়ে দিলেন । ফোন করে ডাক্তার বন্ধুকে আসতে বলে দিলেন। ভজুর তত্ত্বাবধানে বাচ্চাটা বেশ সহজ হয়ে উঠেছে। ভজু ওকে দুধ খাইয়ে শান্ত করেছে । মেয়েটি ডাক্তার আসার আগেই চোখ মেলেছে! ওদের গাড়িতে কোন ক্ষতি হয়নি নিশ্চিত হওয়া গেল ।

কিছুদিন কেটে গেছে। শেষ জীবনে মেয়ে, নাতি পেয়ে বিনয়বাবুর ভাঙ্গা সংসারে ডেকেছে খুশির বান। সাংসারিক জীবনের স্বাদ পাওয়ার আগেই তার স্ত্রী প্রথম বাচ্চা হতে গিয়ে, মা, পুত্র, দুজনেই মারা গেলে, বিনয়বাবুর পাগল হতে বাকি ছিল । আর দ্বিতীয়বার সংসার করার কথা ভাবেন নি । তখনও বিনয়বাবুর মা বেঁচে ছিলেন। এতদিনে সেই স্বাদ পূর্ণ হতে চলেছে !

ইত্যবসরে বিনয়বাবু, শ্রীময়ীর জীবনে ঘটে যাওয়া ঘটনা শুনেছেন । জীবনে কোনদিন জেনে শুনে অন্যায় করেননি,অন্যায়ের সাথে আপোষও করেননি । এহেন কোন ব্যক্তি কি চুপ করে থাকতে পারে ? ভালো খেয়ে,ভালো থেকে তারপরেও মানুষ কেন অন্যের সম্পত্তি দখল করতে হাত বাড়াবে ! এই লোভের কারণেই যে সামাজিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে ! প্রতিবাদ না করে অবক্ষয় মেনে নিলে যে সমাজের অপূরণীয় ক্ষতি !

থানায় ডাইরি করে, উকিল লাগিয়ে কেসটা মুভ করালেন । কোর্টে যোগাযোগ ভালো ছিল । নিজেও তিনি দৃঢ়চেতা,কেসের ফয়সালা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। বিপদ বুঝে শ্রীময়ীর ননদ ননদাই এসে হাতে পায়ে ধরায় তিনি কেস তুলে নিয়েছেন । তবে শ্রীময়ীর পক্ষে সম্পত্তির ভাগ লিখিয়ে নিতে ছাড়েন নি । ওদের একটি ছোট ছেলে আছে । বাবা-মায়ের জেল হলে বাচ্চাটি কষ্ট পেতো। তার কথাও ভাবতে হয়েছে । তিনি শেষমেশ কেসটা তুলে নিলেন।

একটি ফুটফুটে ছেলে বাগানে দোলনায় দুলছে । বিনয়বাবুর সাথে বেশ মিল হয়েছে তার । সকাল হলেই তারা বুড়োতে,শিশুতে হৈ হৈ শুরু করে বাড়ি মাথায় তোলেন । বিনয়বাবু এভাবেই আরো কিছু দিন বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন । শ্রীময়ী চা দিতে এসে দেখে,তার নতুন করে পাওয়া বাবার মুখে ছড়িয়ে আছে নির্মল খুশির আলো ! তার চোখে জল এসে গিয়েছিল,তাড়াতাড়ি মুছে নিল । এতদিন কোর্ট কাঁচারী করে জীবনের স্বাদ ঠিক বুঝতে পারেনি । আর সেদিন যদি গাড়ির ওপরে ঝাঁপিয়ে পড়ে জীবনটা শেষ করতো! না শেষ মুহূর্তে ছেলেটার কথা ভেবেই সেটা সম্ভব হয় নি । নইলে জীবনের এই অধ্যায় তার আর দেখা হতো না ! ওই যে আকাশে আঁধার সরিয়ে নতুন সূর্য্য উঠেছে । আজকের প্রভাত তার জীবনে এনেছে নতুন স্বাদ! শ্রীময়ী সূর্য্যের দিকে একভাবে খানিক জোর করে তাকিয়ে রইলো । দুচোখ বেয়ে জলের ধারা নামছে সূর্য রশ্মির প্রখরতার কারণে। ঝরুক, ফেলে আসা জীবনের অনেক জল তার চোখে জমে আছে। সব ঝরে যাক।

Kolkata to Kashmir Trip

জগন্নাথের কৃপা – চন্দন চক্রবর্তী [Bangla Golpo Dot Com]

আজ রথ। কাজের মাসি কুন্তী ছুটি নিয়েছে। সব কাজ পড়ে। শিউলির তবু কাজে মন নেই। জগন্নাথকে স্মরণ করে সে আশায় প্রহর গুনছে। সোম না ফেরা পর্যন্ত সে স্থির থাকতে পারছে না।

আট বছর তার বিয়ে হয়েছে। এখনো সে মা হতে পারেনি। তার অনিয়মিত পিরিয়ড। এমন কতবার হয়েছে ! আশায় বুক বেঁধে শেষে তাকে নিরাশ হতে হয়েছে।

কিন্তু অভিজ্ঞ কুন্তী মাসি বুঝিয়েছে,এবারের লক্ষণ নাকি আলাদা। শোনার পর থেকে তার মনেও ক্ষীণ আশা জেগেছে।

কাল ডাক্তারও একই সন্দেহ করলেন। বাড়ি এসে শোনার পর কুন্তী মাসি জয় জগন্নাথ বলে তিনবার কপালে হাত ছোঁয়াল। ফিরে এসে রিপোর্ট শুনবে বলে গেছে। আজ রিপোর্ট দেবার কথা।

ঠাকুর দেবতার প্রতি শিউলির বিশ্বাস অগাধ এটা বলা যাবে না। কিন্তু কুন্তী মাসির মুখে জগন্নাথদেবের নাম শুনে তার মনেও ভক্তি জেগেছে। রাতে স্বপ্ন দেখেছে জগন্নাথ সোনার রথে চলেছেন । রথের রশি টেনে নিয়ে যাচ্ছে কোন ফুটফুটে বাচ্চা। শিউলির খুব ইচ্ছা হচ্ছিল ওকে আদর করে।

শিউলির অস্থির অস্থির করছে। ব্যালকনিতে এমাথা ওমাথা করছে।

ওই যে সোম আসছে। ওখান থেকেই হাত নাড়তে নাড়তে একরকম ছুটেই আসছে।

শিউলির চোখ দিয়ে এখন জল গড়াচ্ছে।

চন্দন চক্রবর্তী | Chandan Chakraborty

Poila Baisakh 1430 | স্মরণে-বরণে ১লা বৈশাখ

Countdown 99 | বিধি রে | কুহেলী দাশগুপ্ত | New Story 2023

Foodie Jagannath | ভোজনরসিক জগন্নাথ | New Article 2023

Inspector | ইন্সপেক্টর | New Bengali Story 2023

Bangla Golpo Dot Com Reading 2023 | Top Bangla Golpo Dot Com Reading | New Read Online Bengali Story | Top Best Story Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Famous Bangla Golpo Online Reading | Shabdodweep Read Online Bengali Story | Shabdodweep Writer | Bangla Golpo Online Reading pdf | World’s Famous Bangla Golpo Online Reading | Pdf Bangla Golpo Online Reading | Natun Bangla Golpo Online Reading | Full Bangla Golpo Online Reading | Bangla Golpo Dot Com Blogs | Best Story Blogs in Bengali | Live Bangla Golpo Dot Com | Live Bengali Story in English |Bangla Golpo Online Reading Ebook | Full Bangla Galpo online | New Live Bengali Story | New Bengali Web Story – Episode | Golpo Dot Com Series | Horror Adult Story Video | Horror Live Bengali Story | Shabdodweep Bangla Golpo Dot Com | New Bengali Web Story Audio | New Bengali Web Story Video | Bangla Golpo Online Reading Netflix | Audio Bangla Golpo Online Reading | Video Bangla Golpo Online Reading | Shabdodweep Competition | Story Writing Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trending Bangla Golpo Online Reading | Recent Bangla Golpo Online Reading | Top Live Bengali Story | Popular New Bengali Web Story | Best Read Online Bengali Story | Read Bangla Golpo Dot Com | Read Online Bengali Story 2023 | Shabdodweep Bangla Golpo Online Reading | New Bengali Famous Story | Bangla Golpo Dot Com in pdf | Bangla Golpo Dot Com Download | Bangla Golpo Online Reading mp3 | Horror Bangla Golpo Dot Com | Read Online Bengali Story Collection | Bangla Golpo Online Reading mp4 | Bangla Golpo Online Reading Library | New Bengali Web Story Download | Full Live Bengali Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Bangla Golpo Dot Com – audio | Bengali Famous Story – video | Bangla Golpo Dot Com mp3 | Full Bengali Famous Story | Bengali Literature | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Live Bengali Story Writer | Shabdodweep Writer | Collection Bangla Golpo Online Reading | Bangla Golpo Dot Com 2023

Leave a Comment