জয়ন্ত চট্টোপাধ্যায় – সূচিপত্র [Bengali Poetry]
ঘর – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
১. বিহঙ্গ নীড়
বাড়িটি পাখিদের জন্য হলে মনে রেখো
কিছু কাল্পনিক খড়কুটো রাখতেই হবে।
বনলতা সেনের চোখের গঠনশৈলী
তোমাকে দেখে আর শিখে নিতে হবে
তাতে যদি তুমি জীবনানন্দ হয়ে যাও
কোনও সমস্যা নেই
কেবল তুমি মেট্রোর ধারেপাশে যাবে না
অবশ্যই জানি,
তুমি প্রেম নামের এক অদ্ভুত মনোরোগে পড়বে
যার কোনও ওষুধ আমার জানা নেই।
২. ছিন্নছত্র
তোমার ঘরের নাম যদি হয় ছিন্নছত্র
তবে তোমার কাছাকাছি দুটো শালিক
টিকটিকি ফড়িং আর পিঁপড়ে আসবে
তোমার সাথি ভেবে তাদের ভালোবাসতে
বাধা নেই, কিন্তু
মনের কথা বলার বা বোঝার
কোনও গ্যারান্টি আমি দেবো না।
প্রেম প্রেম প্রলয় পললে ক্লোরোফিল
ভেসে যেতে পারে
একটা ওয়াটারপ্রুফ ব্যাগ সাথে রেখো।
৩. কবোষ্ণ কোণ
বাড়ির নাম কবোষ্ণ কোণ হলে
বোঝা অসম্ভব নয় বসন্ত চলছে
বা সেখানে বারোমাস রঙের প্লাবন।
এটাও অসম্ভব নয় বসন্ত ধরার জন্য
সেখানে ফাঁদ পাতা আছে রূপ রং গন্ধ
সুরের আবহ পরিযায়ীর জন্য
এক বিস্তৃত দিঘি টলটলে জল
আর পদ্মবন মিলেমিশে আছে।
আসবে কেউ না কেউ তো আসবেই।
৪. তিক্তাঙ্গন
তোমার বাড়ির নাম তিক্তাঙ্গন হলে
বোঝা কঠিন নয় সেখানে
মধুর রসের ছিটেফোঁটা নেই
কেবল তিক্ত উৎকট বা উদ্ভট
ভাবের প্রাবল্য।
অবশ্যই সেখানে কোথাও
কোনও কদমগাছ নেই আর
বাঁশিতে মধুর মিলন রাগ
বাজানো তোমার কম্মো নয়।
৫. আপন
এখানে রসে বশে আছো।
সুর তাল লয় শিখে গ্যাছো
রাগ বা রাগিনী ধরে বেশ
ওঠা-নামা করো।
অনেক বাণটান কাটিয়ে তান
বা তারানায় সহজিয়া সুখ।
এখন প্রজাপতি ওড়ে
কাজলের টান বেশ টানে
প্রেম প্রেম সকাল বিকেল
বহুমাত্রিক স্বপ্নে খুব ভাঙাগড়া
মুখে খুব ছবি আঁকাআঁকি
গুল্ম-বিরুৎ মিলে একফালি
স্বর্গ নিয়ে খেলা
লোনা বালি জমিয়ে জমিয়ে গড়া
সুদর্শন পট্ট-র অমরত্ব
অনিকেত মিটিমিটি হাসে।
৬. পরিযান
পরিযান ঘর জানে ফেরার ঠিকানা
কতটা তুষার ঝর সয়ে প্রেম জাগে
ডানা ও পালকের ধার চঞ্চুর খুনসুটি
মগজের কম্পাস ধ্রুবক চেনে।
জল বা কমলের রং শিকারি বন্দুক
মাছ ও পোকা যুবতি ঢেউ টুংটাং
জলের সেতার ভার্চুয়াল ফুলদানি
অতিক্ত সম্পর্কের শিকল বাকল আর
মেকি ধ্রুবত্ব
কোন গাছের ফাঁকে দূরপাল্লা নল ….
শুধু একটা সতর্কবার্তা সাঁটানো বাকি।
জলের কাছে – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
তারপর জলের কাছে জল আর
সবুজের কাছে নামিয়ে রাখি
যাবতীয় ব্যর্থতার ভার যতকিছু
যন্ত্রণা স্বপ্ন ও না রাখা প্রতিশ্রুতি
ক্ষমতা ছিল না যা কঠিন পালন
যাপন জুড়ে যত দীর্ঘশ্বাস ব্যর্থতার
হাত ধরে দাঁড়াই যে বিশালের কাছে
অতি ছোটো মুক্তি আকুল কামনা
নামুক কলঙ্কভার দিকচিহ্নহীন
হিম ও আগুন পোড়াও আমায়
ছাইয়ের অহঙ্কারে মিলিয়ে নাও
অবিনাশী তত্ত্ব অযৌক্তিক তরলের
ধর্ম রাখো অযাচিত ধারণকৌশল।
যাপন চিত্র ২ – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
পাশ ফেরা বিপর্যয়ের দ্রাঘিমা মাপি না আর।তুমি দাঁড়িয়ে কোনও
অখ্যাত টিলার ছায়ায় শীর্ষবিন্দু মৃতবাঘ স্বপ্নে ঘুমায় প্রলয়।
আজকাল চা-পাতার ছাই মেখে ভস্মবাবার কল্কে পটকার গল্পে মজে।
জিনটিন তুচ্ছ বলে ক-পাতা কাগজ ভরে, ব্যাঙাচি কান্নাগুলি হাইড্রেন পায় না।
পলিপ্যাকের কাব্যকথা জল গিলে মরামানুষ, ছুটছে ইঁদুর ঘোড়া গন্ধমূষিক
দাঁতাল বরাহবন্য আর কোনো দলভাগ নেই শুধু কিছু রোদপোড়া
দেয়ালের রং গভীর ছবির বিমূর্ততায় প্রণালী প্রয়াসের ধাঁধা খেলে।
ভুল ভেবে পাশ ফেরে সুখ।
আজ খুব মন খারাপের গান কান্নার রাগিণী ছেনে বীণাটিকে প্রাণ দেয় কে?
উত্তর পাবার আগে যাবতীয় শরীর ধুয়েছে জল সিন্দুক খালি করে
ঘুমিয়েছে পাখি।এখন একাকী ডাকে ভোর হারানো আঙুলগুলো ফিরেছে
রঙের গন্ধে নেশা হয়ে ব্যাকরণ ভাঙা শব্দ রাস্তার কংক্রিটে পিংপং লাফায়
বেজায়। পেয়ারাপাতার অমরত্ব আর লেবুপাতার উর্বশী সবিশেষ গন্ধে খুলে আভরণী
লজ্জা হিম চূড়ায় জড়ায়।
মঞ্চজুড়ে আলোক সম্পাত ভাগ্যবতী রাত ঠিক বোঝে বিশেষ কথাটির মানে
গোপন রাখে না ব্রাউনকাগজ ফুলেরা ডানার সুখে তোলে ভার পাশ ফেরে সুখ।
সেই কবিকে – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
এখনো চেতনা জুড়ে কবিতার জলচলধ্বনি
নিবিড় সাধক মৌনপ্রায় বেদনায় দেখেন লেখনী
হয়তো দেখেন অক্ষরের জালবোনাবুনি
কলম এখনো চেনে জাদুকরহাত
ক্ষণজীবী চেতনারা শ্যাওলাপুকুরে স্থির জলে
বুজকুড়ি কাটে বাতাসবিহারী
মাঝেমাঝে জাল বোনে অষ্টপদী ঠোঁট
স্নায়ুঝড়ে ছিঁড়ে যায় লালিতবিষাদ
ফুলেল বসন্ত আজও প্রাণের গভীরে
পাতা ঝরে টুপটাপ মন্দ হাওয়ায়
বুনোগন্ধ ভেসে আসে নামহীন ফুল
স্মৃতি জাগরূক মুহুর্মুহু পুলকচাবুক!
সাদা পাতা বুক পেতে আদুরে কাঁটায়
কলঙ্কচিহ্ন পাবে অপলক চায়
বাঁধ – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
জলপরি লঞ্চের ডেক। অচেনা জলের
ঢেউ গুনি। আবাদের ধানখেত ভাসে
নোনাজলে গোড়াগুলি কালো।
আবিদ ঢালি জানে না তাদের গরম ছবি
কাগজে আগুন লাগায়।মাটির চা দোকান
বাতার বেঞ্চি খেজুর চাটাইয়ে খুব জমে।
রক্ত ছলকায় শত্রুনিধনের প্রবাদগুলি ডাকে।
তাতে রাখে হাত আধাভাত দেহে
শাস্ত্রকথায় অপেয় চায়ের স্বাদ কেবল অমৃত।
জল বয় তেজকোটাল মরাকোটাল
বিচিত্র সুর দৈনন্দিন কামকাজ ঘামরক্ত প্রেম
বিবিধ সুরের ঢাল তন্ত্রের জালে হরিণ গাঁথা
কাঁটাতারের হাসিতে কি একটুও দুঃখ বাজে না?
তারকাটা মানুষের কালঘুম আফিমের ঝিম
ঝিলমিল জল মেখে প্রিয় মাটি কাদা হয়ে যায়।
উৎসব নয় মিলনোৎসব – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
জড়িয়ে খানিক আনন্দ প্রত্যাশা আলো আর বেদনাহীন উত্তেজনা
যা সবার প্রাণে হিল্লোল তুলতে পারে তাকে উৎসব বলি।
বেদনার কাঁটা যদি থাকে ঈর্ষা দ্বেষ হিংসার বিষাক্ত তির
তূণে ভরা থাকে যদি তাকে উৎসব বলি না।
যে পরব অন্যের বেদনার কারণ তা মিলনের ক্ষেত্র সাজাতে পারে না
আগুন রক্তপাত বা কান্না ডাকা জৌলুস কখনো মঙ্গলজনক নয়।
উৎসব মানে নির্দোষ আনন্দ আলো আর কল্যাণ।
সবার মিলনে যে আনন্দ যাপন তাতে থাক না আধ্যাত্মিকতা
সাধন ভজন প্রার্থনা যে কোনো ধর্মবিশ্বাসের আচরণ
তা যদি মানব কল্যাণে হয় তবে তাই হলো উৎসব।
এবং তাতে সবার অধিকার আর তা উন্মুক্ত উদার।
কথার সেতার – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
পাখির প্রথম ডাকে ছিল কি উল্লাস?
অথবা কৌতূহল ?
কী ছিল প্রশ্ন তার,পাখির ছানার ?
অথবা নালিশ ? কার কাছে ?
সে যে তার মা,
মায়ের মতো আর ছিল না তো কেউ !
কাকে বলে নির্ভরতা, কাকে বলে সুখ
ছানাটি জানে
তাই সে ডেকেছিল ‘মা’!
গাছটিকে নামেই চিনেছি
আম জাম কাঁঠাল শিউলি বকুল
গালভরা বা দাঁতভাঙা দ্বিপদ-ত্রিপদে নয়
পাড়ার ভাষায় প্রতিটি প্রত্যঙ্গ চিনি উচ্চারণে
অঙ্গের গঠনে
চিনে যাই আত্মীয় রীতি প্রতিবেশী প্রাণী ও উদ্ভিদ
ভালো-মন্দের বিচিত্র বিন্যাস
মধুগন্ধ জেগে ওঠে খুলে যায় বদ্ধঘর
মুক্ত প্রাণের আলাপন বিমল স্রোতের মতো
জলতরঙ্গ মূর্ছনায় বেজে ওঠে কথার সেতার!
পটকথা – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
ব্রীড়াবতী বাণে চিরুনির টান
অভিব্যক্ত উল্লাসে রতির কাজল
ক্লান্ত বটের থানে অলৌকিক গন্ধ
ক্ষয়িষ্ণু পাথরে খরোষ্টীলিপিতে লেখা
ইতিহাস বিশ্বাস আর লোকগাথা
সিঁদুরের দাগে তত্ত্ববিভ্রম
দানবদেহের ঝড় কখনো খাদক
কখনো পাহারা দেয় মৃত্যু বিবেক
জল ২ – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
আমিও প্রবল জলের ভারে নেমে যেতে চাই
মাটির গভীরে।আমাদের দু একটি গাছপালা
সামান্য বলো তোমার রাক্ষসের কাছে নগণ্য।
ভোজসভা নকল জৌলুস সব রস মুছে গ্যাছে
উত্তরের কপালে কালো মেঘ জল নয় কালকূট।
পিপাসা আগুনে ফুল ঢেকে তীব্র সান্দ্রতায়
ভোরের শিশিরে লেখা হোক শান্তশীল নাম।
কটু গন্ধ রসায়ন বনসুখ চেতনাপাঠ সবকিছু
দ্রাবক ডাকুক।আজ বড়ো মরুভূমি দিন
সবুজ ডেকেছি খুব আত্মীয় মেঘ আমাদের
মেগে নেওয়া দু বিন্দু সুখ-চিহ্ন সিন্ধু যদি টানে
সেও বিপ্লব কিছু কম নয়।
নয়তো বিকল্প ভাবি অদম্য ঊষার খিদে
কুমিরের মতো নিলে জেমস বন্ড লুকোনো ছুরিতে
ঠিক টেনে নেবো বায়ুনল।ডুবে যাওয়া ঘুম থেকে
মরুর শেয়াল হবো রং মিলিয়ে পাবো জল বর্ষাস্নান।
নক্ষত্র – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
তপন বা তপনোপম শব্দটি লিখতে গিয়েও
লেখা যায় না নক্ষত্রই লিখি
সে সূর্যের চেয়ে বড়ো তবু যে ছন্নছাড়া
সংসার শেখেনি তার কপালে লেখা অপূর্ণতা
খেয়াল শব্দটির সঙ্গে অনিয়ম প্রশ্ন
আর দ্বন্দ্ব জড়িয়ে
তাকে উড়িয়ে দেওয়া অসম্ভব নয়
তবে তা ফেরার পথ চেনে
মগ্নধ্যানে নীরব বেলায় কোনো প্রহর বিন্যাস নেই
কেবল ঊষা বা প্রদোষের রং তানপুরার সুরের মতো
মৃদুলয়ে জেগে
সেও এক নিঃসঙ্গ সন্ন্যাসী
হয়তো অজান্তেই আলো দেয় বিচ্ছুরণ সুখ জানে না
এভাবেই কেটে যায় ব্রহ্মযুগ
তার তাপ আর আলো ক্ষয়ে যায় ক্ষয়ে ক্ষয়ে যায়……
ভেদ – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
একটি বাঘমার্কা বিড়ালের লাফঝাঁপ দেখে
তাকে বাঘ মনে হওয়া কিছু পাপ নয়।
ভাবের ঘরে চুরি বেশ চালু।বিশ্বাস এমনই
অন্ধ সে ঠিক বা ভুল বোঝে না।
তবে বাঘ সাজলেও সেই মেজাজ কই?
মিল থাকলেও মাসি-বোনপোর প্রকৃতি আলাদা।
সে দুটো ইঁদুর কি খরগোশ শিকার করে।
মড়ি নিয়ে লোফালুফিও করে তবে
গৃহপালিত সেজে হেঁসেলে হাত বাড়ানোই
তার মনপসন্দ।
বাঘ শিকার করে রাজার পৌরুষে হেঁশেলের
দুধভাত তার ধাতে নেই।বাঘ বেরোলে
সবাই লুকোয় কেবল হনুমানেরা দাঁত খিঁচিয়ে
ভয় চাপে।বাঘ সেজে যেসব বিড়ালের লাফঝাঁপ
বাঘ দেখলেই তারা খাটের নিরাপদ আশ্রয়
খোঁজে।সেটাই অবধারিত।
বাঘের চামড়া গায়ে বলীয়ান বিড়ালের তাই
ছাল খুলে নিজের ছাতি মেপে নেওয়া উচিত।
যদি হায় – জয়ন্ত চট্টোপাধ্যায় [Bengali Poetry]
দুচাকায় গেঁথেছ জীবন
চলে যাচ্ছো চলে যাচ্ছো দূরপথ
হিসেবের দুরূহ পাতা বাজারের ব্যাগে
দাম্পত্য কখনো ভাবায় প্রথম পতন?
সুখ কেকা ভাষ্যনল জলদান কামনাকৌশল!
গেঁথে নেওয়া জীবনের মালা অমলিন।
দুচাকায় বেঁধেছো জীবন
চলমান গেরস্থালি গান
পক্ষীরাজ পিঠ কোথা পাও?
কাদাজলে ডুব দিয়ে ছেড়েছি পোশাক
নতজানু,সেই দীক্ষা দাও।
জয়ন্ত চট্টোপাধ্যায় | Jayanta Chattopadhyay
স্বামী বিবেকানন্দের যোগ ভাবনা | Top Best 4 Yoga by Swami Vivekananda
Bengali Article 2023 | সুভাষচন্দ্রের আত্মজীবনীঃ বিভিন্ন মনীষী প্রসঙ্গ
Bengali Article 2023 | কবিগুরুর মানবতার ভাবরূপ
Bengali Article 2023 | নিছক, কথার কথা নয়
bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder