Bengali Article 2023 | নিছক, কথার কথা নয়

Sharing Is Caring:
BENGALI ARTICLE
Bengali Article

নিছক, কথার কথা নয় [Bengali Article]

আমি প্রায় বাসি খবর শুনি। টাটকা খবর শোনার আগ্রহ আছে। দেখার কৌতূহল আছে। তা রসের হলে তো কথাই নেই। কিন্তু, আমার বেলায় পুরোটা উল্টোই ঘটে। যে ঘটনা অন্যকে আঘাত করে, সেইসব তারিয়ে তরিয়ে উপভোগ করতে, আমার কোথায় যেন বাধে। সবচেয়ে বড়ো কথা আমার কাছে বাড়তি সময়ই নেই।

আসলে আমি এমন অদ্ভুত রকমের। অনেকে যখন ভাবে সঞ্চয়ের অনেক সময় আছে। এখন বয়সের কোথায় কী? আমি তখন বার্ধক্যের কথা ভাবি। গোনা দিন কখন পেরিয়ে যাবে। এখন দুবেলা দুমুঠো ডাল ভাতের চিন্তাটুকু না করলে কখন করব। এটাই যেন অনেকের কাছে হাসির খোরাক। যৌবনে বার্ধক্যের ভাবনা। তখন যা হয় হবে, এখন ওসব নিয়ে কে থোড়াই কেয়ার করে। অবশ্যই আমি না ভাবতেও ভয় পাই, ওইসব অলক্ষুণে কথায়।

আমার এইসব ভাবনা সংগঠিত হয়েছে আমার জীবনে। আমার এক দূর সম্পর্কের কাকা। তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে “ব্রহ্মচর্য” বইটি ডাকের মাধ্যমে এনেছিলাম। হালিশহরের এক আশ্রম থেকে। বইটির একটি পৃষ্ঠায় আছে ‘ প্রতিদিন প্রভাতে মরণ চিন্তা করলে, পাপ কাজ করতে মন অগ্রসর হবেনা’। আমরা ভুলেও মরণ চিন্তা করিনা বরং ভয় পাই। সত্যি যদি যমদূত ঘাড়ে ভর করে। সবচেয়ে নিরাপদ ওই সময়টুকু, কীভাবে পরিশ্রম না করে অর্থ সংগ্রহ করা যায়। কীভাবে আধুনিক সুযোগ সুবিধা আশ্চর্য কৌশলে ভোগ করা যায়। আত্মসুখে সময় ব্যয় করতে বদ্ধপরিকর।

আসলে সবাই যখন ভাবে, যেমন করে ভাবে আমি ঝটপট ভাবতে পারিনা। ধীর স্থিরভাবে ভিতর থেকে কেউ ভাবিয়ে তোলে। আমি যখন কোনো বিশেষ চিন্তায় উপনীত হই, ক্ষণেকের জন্য থেমে যাই। অন্যের তখন থামবার সময় নেই। যতটা আগে পৌছনো যায় তারই লড়াই ভেতরে ভেতরে পুরোদস্তুর চলে। যে কাঙ্ক্ষিত ফলের আশায় প্রত্যহ ছুটে চলেছি, তার কোনো স্থিরতা নেই। আমরা যখন সর্বশান্ত হয়ে শ্রাশ্ত হয়ে পড়ি তখন শান্তি ফেরে। কিন্তু, তখন তো দুমড়ে মুচড়ে মুখ থুবড়ে পড়ে থাকার অবস্থা। সময়ের নিষ্ঠুর চপেটাঘাতে যখন সম্বিত ফেরে। নিজেকে শুধরে আবার আবার কজন স্বাভাবিক ভাবে চলতে শুরু করি।

একটা কথা আমাদের মনে রাখা খুব জরুরি। কর্মযোগের কোনো বিকল্প নেই, কর্ম বিমুখতায় আছে। যার থেকে জন্ম নেয়, অলসতা ও প্রবঞ্চনা করার মানসিকতা। অলসতায় যারা বিলাসী তারা একটা না একটা গোষ্ঠীর চতুর স্রষ্টা হতেই হবে। কর্ম মুখর সমাজের অভ্যন্তরে সন্তর্পণে যাদের প্রবাহিত গতি। তাদের মতি গতি সুস্থ মানব সমাজের পক্ষে ক্ষতিকর তো বটেই, অনাগত সমাজের পক্ষেও। আসলে কায়িক পরিশ্রম না করে রাজার হালে কাটিয়ে দিতে চাওয়া ছোঁয়াচে রোগের মতো। অন্যের ঘাড়ে কাঁধে পা দুলিয়ে কোনো সুস্থ বিবেকবান মানুষ জীবন কাটাতে পারেনা। এভাবে আমরা নিশ্চিত করতে পারি, পরগাছা ও শোষকদের।

এই কয়েকদিন আগে সামান্য কিছু প্রণালী বা আক্কেল সেলামীর দিয়ে, বিনা পারিশ্রমিকে স্থায়ী মাসহারার বন্দোবস্ত ব্যাঙের ছাতার মতো সর্বত্য গজিয়ে উঠেছিল। একরকম পাকাপোক্ত মনে হয়েছিল। এইসময়ে তথাকথিত কিছু শিক্ষায় শিক্ষিত বলে গর্ব করার মতো যুবক যুবতী। এইটুকু কথা তাদের মাথায় কি ঢোকেনি। পরিশ্রম ছাড়া পারিশ্রমিক স্বয়ং বিধাতাও দিতে অক্ষম। ভুয়ো কোম্পানি হঠাৎ উধাও হয়ে যেতে চরম শিক্ষা লাভ করেছ। এই দৃষ্টান্ত অনাগত প্রজন্মকে আরও বড়ো ক্ষতির হাত থেকে বাঁচালো দৃষ্টান্ত হয়ে রইল

একটা কথা না বললে এখানে স্বস্তি নেই। তা হলো ‘বেকার’ শব্দ বড়ো বেশি দূষণ ছড়াতে পারে। কত ডেসিবেল বোঝা মুশকিল। কথা হলো বেকার বলতে আমরা কাদের বুঝি? কেতাবি মানুষ জন যারা উপযুক্ত কাজ পায়না মনে করে। সত্যি কি তাদের সম্মানজনক করার মতো দেশে কাজ নেই? না তাদের মনোপুত কাজের আকাল। তাহলে তারা কেমন কাজ চায়। সেই অনুসন্ধানের বিশেষ প্রয়োজন। তবে কি এমন কাজ তাদের অভিপ্রেত। পরিশ্রমের অধিক পারিশ্রমিক। ততোধিক উপরি। যেকোনওভাবে এবং নিজের সুবিধা মতো কাজ করার পূর্ণ স্বাধীনতা। নিশ্চিত এইরকম গোছের কিছু হবে। আরও পরিষ্কার করে বলতে গেলে বলতে হয়, জনপ্রিয় গানের কথায় ‘ আমি, সরকারি কর্মচারী ‘হতে চাওয়ায় প্রবণতা।

সাধারণ ভাবে আমরা ভাবতেও পারি, দু’কলম শিখলে যদি বেকার হয়( তর্ক এড়াতে না হয় চার’কলম ধরলাম, যাইহোক ) এমন বেকারের সংখ্যা দেশে বাড়ানোর জন্য কোটি কোটি টাকা নয়ছয় করার মানে কী? যে শিক্ষা পঙ্গু করে দেয়। বেকারত্বের জ্বালা বাড়ায়। না খাইয়ে ভাতে মারে। আমার যা ধারণা তো উল্টো হবার কথা। প্রকৃত কারা যে বেকার সেটাই বোঝা কঠিন।

আসল কথা, আক্ষরিক অর্থে আমরা কেউ বেকার নই। এই বেকার শব্দ বড়ো স্পর্শ কাতর। করুণার উদ্রেক করে। দয়া মাঙতে শেখায়। আমরা তো পথেঘাটে দেখি। ভিখিরিরা ইচ্ছে করে স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ করে দেখায়। তার মহৎ কারণ কি নতুন করে বোঝানোর মতো। আবেগ তাড়িত হয়ে বলতে শুনি ‘আমরা বেকার বলে মুখ বুজে সমস্ত অপমান হজম করি’। কেন করি তার ব্যাখ্যা দিই না তেমন দেওয়ার থাকে না বলে। প্রচলিত কথায় আছে, ‘অলস মস্তিষ্ক শয়তানের বাসভূমি’। অধিকাংশ আমরা এক একটি অলস শয়তান। আলসেমির রাজ্যে বাস করা ঘরকুনো। স্বার্থপর, হঠাৎ করে গজিয়ে ওঠেনা। জীবনের কয়েক ধাপ পার করলেই, আমাদের নির্মল মস্তিষ্কে অঙ্কুরিত হয় শয়তানের বীজে।

জনৈক শিক্ষিকার মুখে শুনেছিলাম। স্কুলের আনুষ্ঠানিক কাজকর্মে সাধারণ মেধার ছাত্র-ছাত্রীদের দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া যায়। কিন্তু প্রথম সারির পড়ুয়াদের দিয়ে প্রায় কিছুই করানো যায় না। (ব্যতিক্রম খুব কম থাকে) তারা বড়ো স্বার্থপর হয়, নিজের ছাড়া ভাবে না। যথার্থ, সত্যি কথাই বলেছেন। এই ছাত্রদের নিয়ে অভিভাবক গর্ব করেন বটে, তাতে সমাজের কিছু এসে যায় না। তাদের কাছে থেকে দেশ যতটুকু পায়, তার অনেক বেশি গুন দেশের থেকে নিয়ে নিজেদের সাতা-পাঁচে-নেই করে রাখে। বিলাস ব্যসনে ডুবে থাকে। এবং আমৃত্যু দেশের কাছে তাদের খোরপোষের দাবী জারি রাখে।

আপাত দৃষ্টিতে সাধারণ বলে দেশের মধ্যে যাদের ভাবি তারাই নীরবে দেশের জন্য প্রাণপাত করছে। জীবনে স্থায়ীত্ব বলে তাদের কিচ্ছুটি সেভাবেই নেই। তাদের ন্যায্য দাবী জানালে কী তার ফল দাঁড়াতে পারে। গাঁয়েল মোড়লের গরু বাগান খেলে তার বিচার কেমন হবে তো সবার জানা। চিরকালীন দেশের অধিকাংশ সাধারণের প্রতি বৈমাত্রেয় আচরণ পরম্পরায় চলে আসছে। একশ্রেণি ভোগের স্থায়ী সোপান গড়ার কাজে নিজেদের ব্যস্ত রাখে। আর নয়,বঞ্চিতের নিজেদের নিয়ে ভাবার সময় এসেছে।

শিবপ্রসাদ পুরকায়স্থ | Shibaprasad Purakayastha

New Bengali Article 2023 | অযোধ্যা গ্রামে প্রাচীন জমিদারদের আশ্চর্য স্থাপত্য নিদর্শন

New Bengali Article 2023 | অঘোষিত প্রতিযোগিতার ফল

New Bengali Article 2023 | প্রেমাবতার ঠাকুর হরনাথ ও সহধর্মিণী কুসুমকুমারী কথা

New Bengali Article 2023 | বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই

bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | bengali article writing app | bengali article writing book | bengali article writing bot | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder

Leave a Comment