New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | দেবমঞ্জরী ঘোষ

Sharing Is Caring:
BENGALI POETRY

নারী – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

আমিই সেই নারী, কবিরা গড়েছে যাকে;
অপূর্ব সুন্দর, আমিই সেই নারী, মানুষই;
দিয়েছে যাকে অপূর্ব বেদনা দিন রাত ভোর;
আমিই সেই নারী, যাকে বিধাতা;
করেন সৃষ্টি সৃষ্টির উদ্দেশ্যে, তারপর শারীরিক;
মানসিক নিপীড়নের জন্যে গিয়ে পড়ে সে;
গঙ্গায় কিংবা শ্মশানে কীটের মতন।

মা বলে ডাক শুনে যে নারী, কেন তাকে বেশ্যা;
উপাখ্যানে খাদ্যের মত পরিবেশিত হতে হয়;
কোনো পুরুষের খাওয়ার থালায়, কিংবা;
বিবাহের পর রোজ রোজ নগ্ন হয়ে পরিবেশিত;
হতে হয়? যে মাকে পুজো করা হয় দিন রাত;
প্যান্ডেলে, সেই মারই নগ্ন ছবি দেখে কেন; জিভ জলে ভরে?
নগ্নতা, অশ্লীলতা, কাঠিন্য যদি;
হয় পুরুষের বর্ম, তবে নারী এবার নিজের বর্ম;
কঠিন করো, এ সমাজ নয় তোমার জন্যে, এ;
সমাজে চাই, হাজার হাজার কঠিনের প্রবেশ;
তবেই আসবে মধুর সকাল, তবেই হবে সুন্দর;
এ দেশ।।

জীবনের রং – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

কালো কেমন যেন খাটছে না;
সাদাতেই ছিলো ভালো;
সব কিছু ভোলাতে তাই রামধনু এলো।
কিন্তু শয়তান, তার রং যাবে কই;
তাই ধূসর রং বজায় থাকাটা একান্ত নিশ্চয়ই।

নাট্যকারদের রং সে গেলো কোথা?
একসাথে সাদা, কালো করলো হাত ধরাধরি;
বাচ্চা মেয়ের রং দিতে এলো, লাল আর সাদা;
একইসাথে রইলো হোথা, মানসিক স্থিতি;
বদলাতে রঙে রঙে হয় যুদ্ধ, এ বলে আমি যাবো;
আগে, ও বলে আমায় দেখো, হয় যুদ্ধ অহরহ;
যতক্ষণ না হয় জিৎ, জিৎ হলেও মনে হয় পাশে;
কেউ একটু দাঁড়ালে মন্দ হয় না, ভালই হয়।
এ জীবনের রং নির্ধারণ করা কঠিন বড়োই;
তাইই সবই আছে নিজের মতন একা একা;
কোথাও তুচ্ছ, কোথাও গৌণ, স্বাধীন।।

হঠাৎ দেখা হলো – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

সেদিন রাস্তাতে হঠাৎ দেখা হলো তোমার সাথে;
গাড়ির থেকে মুখ বের করে সিগন্যাল দেখছিলে;
আজও তুমি সেই আগেও মতন কোর্ট পড়ে;
থাকো, দেখে যেন মনে হয়, বলি রাজপুত্র;
কেন তুমি এই কলকাতার বুকেতে বার বার;
আসো, সেদিন তুমি দেখে মৃদু হেসে যেই মুখ;
ফিরিয়ে নিলে, মনে পড়ে গেলো এক নিমিষে;
হাজার গল্প, কড়া নাড়ল স্বপ্ন মনের মণিকোঠায়;
একদিন, যাকে নিয়ে মনে মনে বেঁধেছিলাম ঘর;
সে কেবলই আজ জগতের এক অনুচর?
কেমন, যেন মনে হলো যখন তুমি বললে;
“কেমন আছো?”, হৃদয় গেলো থেমে, মুখ;
বললো, “তুমি কেমন আছো?”, দুজনেরই উত্তর;
পাওয়া ঠিক হলো না, হাতে হাত রেখে, চোখে;
চোখ রেখে স্বপ্ন দেখাও তাই আর হয়ে উঠলো না।।

অব্যক্ত – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

লিখে গেলাম যা ছিল অব্যক্ত ওই চিঠিতে;
বলে গেলাম আক্ষরিক অর্থে যা ছিল অব্যক্ত;
ওই স্বরলিপিতে, দিয়ে গেলাম অব্যক্ত কিছু;
হিসেব, নিয়েও গেলাম অব্যক্ত কিছু খরচের;
হিসেব, তোমার চোখে চোখ চেয়ে অব্যক্ত ছিলো;
যা কিছু, প্রতি চুম্বনে তা দিয়ে গেলেম, ভুললাম;
না কিছু, তোমাকে স্পর্শ করে বুঝিয়ে দিলেম;
সব কিছু, যা ছিল অব্যক্ত গতকালও, নিলেম;
না কিছু, খেয়ে নিয়ে বুঝিয়ে দিলেম অব্যক্ত;
স্বাদ কাকে বলে, কাকে বলে মায়ের হাতের রান্না;
আর কাকে, নিয়ে গর্ব করা চলে, একটুকু ঘুমিয়ে;
বুঝিয়ে দিলেম অব্যক্ত শান্তি কাকে বলে, হেসে ;
খেলে, বুঝিয়ে দিলেম অব্যক্ত খুশি কাকে বলে ।
এ জগতে সব কিছুই যথার্থ অব্যক্ত, শুধু ছাড়া;
কথা, তাই কথা তোমাকে দিলাম, বাদ, রইলাম;
আমি, আর আমার অব্যক্ত।।

টিউশন ক্লাস – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

তোমাকে যেতেই হবে টিউশন ক্লাসে;
তোমাকে পেতেই হবে আশি;
প্রথম না হলেও দ্বিতীয় হবে, কিন্তু;
তৃতীয় যেন না শুনি, হতেই হবে ভালো সবার;
থেকে, করতে হবে সব কিছু, তাইই;
সব কিছুর জন্যে টিউশন ক্লাস ভীষণ দরকার;
নইলে হবে মাথা নিচু, একটু একটু করে;
এগোতে গেলে চাই নোটস নামি দামি;
হরেক রকম, অত বই কোথায় পাবো;
তাই টিউশনে গিয়ে নোটস নেওয়া চাইই।
মানুষ হতে গেলে নম্বর চাই নম্বর;
তাই আর সত্বরে হবে না, চাই আশি;
তার জন্যেই রোজ টিফিন কম খেয়ে;
টাকা বাঁচিয়ে টিউশন ক্লাসে দিয়ে;
টিউশন করা চাইই চাই।।

প্রকৃতির রোষ – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

দীর্ঘ অনন্ত বর্ষ ধরে প্রকৃতি সহ্য;
করছে তোমার তাণ্ডব মানুষ;
প্রকৃতি তাই আজ উপড়ে দিল তারই রোষ!
আজ খেলছে সে মৃত্যুরই খেলা মানুষের সাথে,
মানুষ আজ অতি দুর্বল প্রকৃতিরই কাছে।

প্রকৃতির ধ্বংসলীলা দেখে মানুষ হল কীট,
কিন্তু দুর্বল ক্ষীণ হয়েও সে;
হার মানতে নারাজ প্রকৃতির কাছে;
প্রকৃতিও তাই হানছে আঘাত বারে বারে।

প্রকৃতি তাই, গর্জে উঠে বলে আজ;
‘ওরে মানুষ, এতো স্পর্ধা তোর?
তবে দেখ্ আজ তোর্ মৃত্যুতেই;
আমার আনন্দ, তোর্ কান্নাতেই আমার অট্টহাসি!
ওরে মূঢ় আমায় তুই ধ্বংস করিস কি স্পর্ধায়?
জানিস না কি আমিই তোদের বাঁচাতে পারি?
তবে এতো অহংকার কিসের তোর্?
কিসের অহংকারে করিস তুই অবহেলা আমাকে?’

মানুষ স্তব্ধ হয়ে থাকে, কিন্তু,
গাছ কাটতে তারা ভুল করে না;
মানুষ আসলে যার খায় তাকেই আঘাত করে;
বাইরে প্রকৃতি তাই আজ হাসছে,
আর, আমরা কীটের মতন বেঁচে আছি ভয়ে ভয়ে।।

সর্পিল – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

নাচ যেন ফণা তোলে তার হাতেই ;
ঘুগুর যেন কথা পায় তার পায়েই;
বাঁকা পায়ের ভঙ্গিতে ঝলকে ঝলকে ঠুমকি পড়ে;
সুর দেয় তাল তার নাচের ছন্দে ছন্দে।

বাঁকিয়ে দিয়ে হাত যখন সে নীল প্রান্তরের দিকে ধায় ;
যেন মনে হয় তখন হাজার সর্পের ফণা উড়ে যায়।

নাচিয়ে শরীর যখন সে সাঁতার দেয় ;
মন যেন বলে সোনার সুন্দর সর্প জলে ভেসে যায়।

ফুলের মালা নাচের সময় যখন তাকে জড়িয়ে রয় ,
মন বলে “দেখো”, “দেখো” সর্পের প্রেম কি অপূর্ব না হয়।

ভঙ্গিতে ভঙ্গিতে রেখে যেতে চায় সে প্রমাণ ;
শত সহস্র বার মানুষ দেয় তারে তাদের প্রণাম।

যদি আজ ও জন্মাতো বিলেতে, ছুঁতো তবে আকাশ ;
পেত তবে বিশ্ব তার দেখা;
নামের ‘ পরে উঠত তবে সর্পের রেখা।

রেগে যখন উঠত সে ফণা তুলে ;
হয়ত একটা সর্পিল ভিডিও হতো তা হলে।
দেশে সে পেল না তার প্রতিভার দাম।
তাই সর্পিল হল “সাপের সন্তান”,
ঘুচলো তার নাম।
গ্রামে কেন জন্মিল সর্পিল, শহরে কেন নয়?
হয়ত শহরে হলে মূল্য পেত সত্যি করে!
বোকা বুদ্ধিতে প্রতিভার নেই স্থান ;
চলো “শিল্পী” এ জীবন করো দান।।

অর্ধশিক্ষা – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

পড়াশুনা কি কেউ করে নাকি?
ছাই পাশের খেলা যত সব।
কেবল মঞ্চে উঠে দুটো বক্তৃতা দিতে পারলেই;
বেঁচে যাই এই বেলা।
এতো জ্ঞানে কাজ কি? কচু!
কিন্তু, হ্যাঁ, জ্ঞান দেওয়াটা ভীষণ দরকারি।।

ওসব শিক্ষের দীক্ষে না নিয়ে;
এখন চাই রঙ্গের দীক্ষে, নেশার দিক্ষে,
বেশি শিক্ষায় হয় এক একটা বলদ;
চালাকি নেই যাদের ঘটেতে!!

না না, আমার ঠিক চালাক চাই না;
বড়ো বড়ো আস্ত গরধপ্ চাই।
আরে এখন হচ্ছে ‘মুখেই কাঁপাও!’
অল্প শিক্ষা চাই ; অল্প অল্প শিক্ষেই দ্যি গ্রেট!
সেই তো চলবে এর, ওর;
তাঁবেদারি করে ছেলে মেয়ে মানুষ করা;
আর নয়তো বড়ো কিছু চুরি করে;
নামি মাস্তান হওয়া।
শিক্ষা দিয়ে কাজ নেই কোনো;
নায়ক, গায়ক, লেখক, কিছুই;
তো না, এমনকি, চাকুরী জীবীও না।
শুধু বিছানায় শুয়ে পূর্ণিমার চাঁদ;
দেখা, আর ওকে সোনার থালা ভাবা।।

ছোটোর জন্য অল্প ভালো;
বড়োর জন্যে তা হীন;
অল্পে যদি যাও মিশে;
হবে তবে বিলীন।
ওরে শিক্ষা নেই যার;
এই পৃথিবীতে বেঁচে থাকার;
তার নেই কোনো অধিকার।।

কন্যে – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

ও কন্যে কলসি কাঁখে কোথায় তুই চললি রে?
ওই চেয়ে দেখ্ কেউ বুঝি তোর্ পিছু নিলো রে।
তোর্ খোঁপায় যে রাঙা পলাশ;
দোলে, সে আজ কোথায় পেলি রে?
দেখ্ ওই বৃষ্টি এলো রে!
ওই পায়ের নূপুর কি আজ ময়ূরী হয়ে বাজবে রে?
বুঝি তোর্ রাঙা কুসুম ফোঁটা;
জলে ধুয়ে গেল রে!
তোর্ খোঁপার পলাশ বুঝি লুটালো মাটিতে,
মন বাঁধবি নাকি রে এই লগনে?

ওই শোন্ বাঁশি বুঝি বাজল আজ গগনে;
হৃদয়ের সব বাঁধ বুঝি ভাঙলো এই শ্রাবণে।
ছেলেটি বুঝি এলো কাছে তোর্;
দেখ্ না চেয়ে!
ভয় কি কন্যে? ডানা দুটি মেল না আকাশে!
ওড়ে যা মধ্য গগনে।
নাচ আজ ময়ূরীর মতো;
সূচি হোক না মাটি আজ।
তোর্ ঠোঁটের ওই গাঢ় লালে;
লালের সুরে মাতুক না বাতাস,
তোর্ চোখের কাজলে না হয়;
মাতল ছেলেটা, তোর্ মাদলের তালে;
নাহয় নাচালি ওর মন।
ভয় কিরে আজ কন্যে, তোর্??

অন্দর – দেবমঞ্জরী ঘোষ [Bengali Poetry]

আজ কি অন্দরের কথা শোনাব তোমাদের;
সে তো বুঝে নাহি পাই।
যে অন্দরের কথা শুনিয়াছ তোমরা,
সে অন্দরের কথা বলিতে নাহি চাই।।

কিছু অন্য অন্দরের কথা বলবো বলে;
খুললাম আজ পৃষ্ঠা।
যে অন্দরেতে কেবলই বাস করে;
এক অনন্যা পুষ্প রূপিণী।

দেখতে যদি চাও তারে,
খোল তবে জ্ঞান চক্ষু;
যদি চাও মনের মাঝেতে,
দিবে ঠাঁই তাঁরে;
তবে বুঝে নিও প্রেমের প্রথম পৃষ্ঠা।
যে পৃষ্ঠাতে আছে চিত্রিত সেই অন্দর।।

বুঝে নিও যে সত্য ধরা পড়বে;
সে সত্য চায় অত্যন্ত যত্নের ছোঁওয়া,
রেখো তারে গোপনে,
হতে দিও না নষ্ট।
জীবনের সব কিছু উজাড় করে দিও তারে;
কোরো নাকো কোনো দ্বিধা,
জেনো, সেই তোমার জীবন ভরিয়ে দেবে;
রাখবে না ক্লেশের লেশটা।।

জেনো, তার জীবনের সমস্ত ক্লেশকেও আপন করিতে হবে;
আনন্দ যে সকলেই আপন করে, কিন্তু, দুঃখকে নাহি করে,
নিজের জীবনের সাথে যখন মিলাবে তাঁরে;
হবে তাই পূর্ণ অন্দর।।

দেবমঞ্জরী ঘোষ | Debmanjari Ghosh

New Bengali Story | দরজা | শুভাঞ্জন চট্টোপাধ্যায়

New Bengali Story | কুহেলী দাশগুপ্ত | Kuheli Dasgupta

New Travel Story 2023 | লাচুং-নাথালু’র সীমান্ত ছুঁয়ে | জয়ন্ত কুমার সরকার

New Bengali Story 2023| এসো করুণা ধারায় | কৃষ্ণকিশোর মিদ্যা

প্রকৃতির রোষ | সর্পিল | অর্ধশিক্ষা | কন্যে | অন্দর | কেন প্রকৃতির রোষে বারবার | প্রকৃতির রোষ! ভয়ঙ্কর চিত্র | ফের প্রকৃতির রোষ | প্রকৃতির রোষে চিলি | প্রকৃতির রোষে উত্তরাখণ্ড | প্রকৃতির রোষে কাদায় ভাসল | ভয়াবহ প্রকৃতির রোষ | প্রকৃতির রোষে বাংলা | সর্পিল ছায়াপথ | সর্পিল ধমনী | নদীর সর্পিল গতি | নীরবতার সর্পিল | সোনার সর্পিল | সর্পিল ট্যাবলেট | আঁকাবাঁকা সর্পিল | সর্পিল স্প্রিংস | অন্দর মহল | অন্দর গাছপালা | অন্দর থেকে বেরিয়ে | সদর ও অন্দর | অন্দর সজ্জার নতুন দর্শন | অন্দর মহল | অন্দর মানিক | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২৩ | কবিতাসমগ্র ২০২৩ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment