Rabindranath Thakur in social consciousness 2023 | Bengali Article

Sharing Is Caring:
Rabindranath Thakur in social consciousness
Image Credit – Wikipedia

সমকালীন সমাজ চেতনায় রবীন্দ্রনাথের ভূমিকা – তপন মাইতি [Rabindranath Thakur in social consciousness 2023]

বাঙলার মাটিতে জন্ম হয়ে যদি কেউ বলেন আমি রবীন্দ্রনাথকে বিন্দুমাত্র পড়েননি। তাকে বলব বাঙলা ভারতবর্ষ তথা সারা বিশ্ব জুড়ে যেভাবে রবীন্দ্র সৃষ্টি-সৃজন মিশে আছে তা অস্বীকার করা যায় না। কিছু কিছু নাম সাবলীল ভালে ওতপ্রোত আঙ্গিক ভাবে সম্পর্ক জড়িয়ে পড়ে জীবন সত্তায়। বলাবাহুল্য শৈশবে কৈশোরে যৌবনে বার্ধক্যে রূপ রস গন্ধ রক্ত অস্থি মজ্জায় ধর্মে দর্শনে বাঙালির জীবন সত্তায় তেমনি একটি নাম মিশে আছে একটাই নাম তা হল বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির ঘরে ঘরে মনের দেওয়ালে দেওয়ালে শুধু তাঁরই ছবি টাঙানো আছে তিনি হলেন ঋষি দার্শনিক কবি সুলেখক প্রকৃতি ও মানব প্রেমিক নাট্যকার গীতিলেখ্য গীতিকার ঔপন্যাসিক প্রান্তিক বাঙলা ছোটগল্পের স্রষ্টা এবং পৃথিবীর এক বহু প্রতিভাধর বিরল ব্যক্তিত্ব হল রবীন্দ্রনাথ।

বাংলা সাহিত্যের সৃষ্টি সৃজন সম্ভার জগতের মহীরুহ বটবৃক্ষ স্বরূপ। গদ্যে পদ্যে ছন্দ গানে লয়ে তালে উপন্যাসে সমৃদ্ধ হয়েছে বাঙলা সাহিত্য বাঙালি জীবন তথা সারা বিশ্ব। তাঁর ক্ষুধার লেখনীর মাধ্যমে তৎকালীন সমাজের প্রতিচ্ছবির ছাপ সুস্পষ্ট নিদর্শন পাওয়া যায়। তাঁর লেখনীতে তৎকালীন সময়ে ভারতবর্ষের প্রেক্ষাপট উঠে এসেছে।উদাহরণ স্বরূপ ‘পৃথিবীতে দুটো ধর্ম সম্প্রদায় আছে, অন্য ধর্মমতের সঙ্গে যাদের বিরুদ্ধেও অত্যুগ্র…।” দেশের অসীম দুর্নীতির কথায় মন যখন উদ্বিগ্ন হয়ে ওঠে তখন চুপচাপ থাকতে পারি না, ধর্মে ও নিরর্থক…।’ তিনি দিলীপ কুমারকে লিখেছিলেন ‘আমি তত্ত্ব জ্ঞানী শাস্ত্র জ্ঞানী গুরু বা নেতা নই।আমার সব অনুভূতি ও রচনাধারা শেষে ঠেকেছে মানবের মধ্যে, বারবার ডেকেছি দেবতাকে, বারবার সাড়া দিয়েছে মানুষ…’ তিনি কোন প্রাতিষ্ঠানিক ধার্মিক কিংবা কোন দার্শনিক না হলেও তাঁর চিন্তাশীল মননে বিশ্বমানবতা আত্মা অন্তরে এক। তিনি মানব প্রকৃতি ধর্মের মধ্যে মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। তিনি দুটো ‘আমি’র কথা বলেছিলেন। প্রথমত:আমি দেশ কাল সময় বিশেষে খুব ক্ষুদ্র নগণ্য স্বার্থপর। শুধু নিজের জন্য চিন্তাশীল মগ্ন। আর দ্বিতীয়ত:আমি হল প্রথম আমি-র ঊর্ধ্বে।যা অসীম আত্মা।যেখানে কোন দুঃখ দুর্দশা কষ্ট বেদনা নেই। তিনি এই আধুনিক সমাজে সমান ভাবে প্রাসঙ্গিক বলে মনে হয়। মানুষ প্রকৃতির অন্তলিন বিলীন সম্পর্কের কথা বলেছেন। এত ভেদাভেদ লোভ লালসা হিংসাপরায়ণ প্রলোভনের কারণে স্বাভাবিক জীবনের ভারসাম্য না হারিয়ে এবার থামো অনেক হল। ‘মুক্তধারা’,’রক্তকরবী’ প্রভৃতিতে তার নিদর্শন পাওয়া যায়। তাঁহার কথায় ‘নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান।’ তিনি বৈচিত্র্যের মধ্যে এক ভাবনায় বিশ্বাসী ছিলেন। মানুষ প্রকৃতি মা সন্তানের মতো কেউ কারোর থেকে দূরের নয়। কবির চোখে সেই আকুল ব্যাকুলতা ভালবেসে উপলব্ধিটাই অনুভব করি। মানুষের অস্তিত্বের চেতনা।অন্ধবিশ্বাস কুসংস্কার তৎকালীন সমাজের বিরুদ্ধে কুঠারাঘাত করেছিলেন ‘অচলায়তন’,’দেনাপাওনা’ হিন্দুধর্ম নাস্তিক আস্তিক সম্পর্কে বেদ পুরাণ উপনিষদ প্রভৃতি নানান দিক তুলে ধরতে সামর্থ্য হয়েছিলেন। এমন কোন দিকে নেই যে বাংলা সাহিত্যে বিচরণ করে যাননি। বাঙালি তথা সারাবিশ্ব সমৃদ্ধ হয়েছে তা নিঃসন্দেহে স্বীকার করা যায়।

বাঙালি জীবনে শয়নে স্বপনে চেতনে জাগরণে স্মৃতি বিস্মৃতি দৈনন্দিন জীবনে মরণে এমন ভাবে মিশে গেছেন। তা আমাদের মুগ্ধ ও পরিপূর্ণ পরিণত করেছে।সুখ দুঃখের সাথী।জীবন মরণের গল্পের মতো। গভীর রাতে পড়তে পড়তে বুকের ওপর যাঁর বই রেখে ঘুমিয়ে পড়েছি অগুনতি বার। যাঁর সৃষ্টির মাঝে আমাদের একাত্ম নিবিড়তার বন্ধন অটুট। তিনি কোন প্রথাগত দার্শনিক স্বীকৃত না হলেও বেদ পুরাণ উপনিষদ ব্রম্ভসূত্র শ্লোক চর্যাপদ বলে। দেহ আত্মা হল ব্রম্ভ আত্মা যা অবিনশ্বর।বিলীন বা বিনাশ নেই। একের মধ্যে বহুর বৈচিত্র্য আর বহুর মধ্যে একের মিলন। তাঁর লেখনীর মধ্যে বিবর্তনের ইতিহাসের ধারাবাহিকতায় ছাপ সুস্পষ্ট। তাঁহার সঙ্গে বিশ্ববিখ্যাত নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মধ্যে সুসম্পর্ক ছিল। তাঁদের সমালোচনা মূলক ভাববাদ ও বস্তুবাদের ।এই দুইয়ের নিবিড় মেলবন্ধনের দর্শন সম্পর্কে জানতে পারি।তাঁহার মতে ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হল মনুষ্যত্বধর্ম। যা অন্তরের নিবিড় মিলনস্থল। সকলে প্রকৃতির অংশ এবং তা বিকাশ সম্ভব।তিনি মানবকেন্দ্রিকের চেয়ে ভূকেন্দ্রিকের দিকে বেশি জোর দিতেন। শ্রীনিকেতন বা শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হল তার চরম উদাহরণ। যা প্রথাগত শিক্ষার গণ্ডি থেকে বেরিয়ে পরিবেশমূলক তার বৃক্ষরোপণ। ‘লও হে নগর দাও হে অরণ্য…।”ওরে সবুজ ওরে অধম ওরে আমার কাঁচা অধমদের ঘা মেরে তুই বাঁচা…।’তিনি প্রকৃতি মানবের অঙ্গাঙ্গিক প্রেম ও মেলবন্ধন দেখাতে চেয়েছিলেন। তাঁকে যত পড়ি তাঁর চেয়ে বেশি জানতে পারি তিনি অশেষ অফুরন্ত ভাণ্ডার। তিনি যেন আজন্ম বাংলা সাহিত্য সমাজের মূল খুঁটি বা অবলম্বন হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বাঙালি জীবন সাগরের হিল্লোল নিবিষ্ট একাত্মতা।তাঁহার দার্শনিক চিন্তাশীল বাংলা লোকজন মানব ধর্ম সুফিবাদ বুদ্ধ জৈন হিন্দুদের প্রভাব এবং অন্যান্য প্রধান ধর্মবিশ্বাস সম্পর্কে তাঁর অভিনব বাঙালি চিন্তা ভাবনার উর্বর জমিনের বহু ফসলী সোনালী ফসল সম্ভার। তাঁর মানবিক মনন বিকাশ জীবন দর্শন সেকালের অর্থাৎ তৎকালীন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সুস্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পাই।

BENGALI ARTICLE

রবীন্দ্রনাথের বাস্তব চিন্তা ভাবনা মননশীলতার ছোটগল্প যেমন ‘দেনাপাওনা’ উপন্যাস কবিতা নাটক যেমন ‘অচলায়তন’ গীতি কবিতা রবীন্দ্র সংগীত গীতবিতান নৃত্যনাট্য শেষের কবিতা সমকালীন সমাজ চেতনায় রবীন্দ্রনাথের ভূমিকা অপরিসীম। চিন্তনে জাগরণে খণ্ডিত কিংবা বিচ্ছিন্ন আর্থ সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের গভীর চর্চিত অনুশীলনের মাধ্যমে পরিপূর্ণভাবে আমাদের জীবনযাত্রায় সম্পৃক্ত করতে সম্ভব হয়েছে। আমাদের দৈনন্দিন লালনে পালনে জীবন যাপনে অনুপ্রেরণায় আদর্শে আবেদনে প্রতিদানে ক্ষমায় প্রেমে বিরহে রাজনৈতিক সামাজিক প্রথাগত বেড়াজাল কেটে বেরিয়ে আসার বীজমন্ত্র পুঁতে দিয়েছেন। তাঁর আদর্শিক মূল্যবোধ বিবেচনা বিশ্লেষণ সমাজ ভাবনা চেতনা আমাদের নির্ণীত হওয়া অত্যন্ত জরুরি। তিনি জালিওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড দেখে ব্রিটিশদের ‘নাইট’উপাধি ত্যাগ করেছিলেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। উনিশ শতকের প্রাণপুরুষ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর একের পর এক সমাজ সংস্কার করে যাচ্ছে। আর তিনি নারী শিক্ষার জন্য বিশেষ নজর দিতে চেয়েছেন। বাল্যবিবাহ বিধবা বিবাহ সমর্থন করেছিলেন। রাজা রামমোহন রায়েকে বলেছেন ‘নবযুগের প্রথম প্রবর্তন রাজা রামমোহন রায়।তিনি যে পশ্চিমকে দেখতে পেয়েছিলেন সে তো শাস্ত্রধারী পশ্চিম। বাণিজ্যজীবী পশ্চিম নয়,সে হচ্ছে জ্ঞানে প্রাণে উদ্ভাসিত পশ্চিম, তার পরেও আক্ষেপ থেকেছে বৃহত্তর সমাজের পুরো ব্যবস্থাতে যথার্থকে না জানার অপূর্ণতায়…।’

কৃষি ক্ষুদ্র শিল্পের ভাবনা ও অর্থনৈতিক ভাবনায় তাঁর পদক্ষেপ ছিল বাস্তব পন্থা অবলম্বন করেছিলেন। কৃষকদের মাধ্যমে গ্রাম গঞ্জ কে পুনর্গঠন করতে সমর্থন করতেন। তৎকালীন সময়ে শিয়ালদহ কখনও পরিসর কিংবা শ্রীনিকেতন শত ব্যস্ততার মধ্যেও কৃষিকাজের মনোন্নয়ন দেখিয়েছিলেন। গ্রামীণ কর্মসংস্থান কৃষিকাজ প্রাণী প্রতিপালনে আগ্রহ ও তাঁর ভালোবাসার জমিনের সোনালী ফসল বোলপুরের শান্তিনিকেতন। তিনি কৃষিবিজ্ঞান প্রাণীবিজ্ঞান পড়েন এবং দেশ বিদেশের নতুন নতুন গবেষণা তত্ত্ব সন্ধান করে অধ্যয়ন করেন। বিজলী পত্রিকায় সম্পাদক মৃণালকান্তিকে চিঠিতে লিখেছিলেন ‘আমার মৃত্যুর পর যদি কেউ জিজ্ঞাসাবাদ করেন আমি দেশের জন্য কী করেছি তা হলে পরলোক থেকে আমার উত্তর হবে শ্রীনিকেতন বা শান্তিনিকেতন। যে দেশে মানুষ দুমুঠো অন্নের জন্য কাঙাল, সেখানে তাঁর কর্তব্য কী? তারা যাতে দুমুঠো খেতে পায়- তাঁর জন্য আমার আয়োজন শ্রীনিকেতন বা শান্তিনিকেতন….।’

তাঁর চিত্রশিল্পী নামকরণের বিরোধী ছিলেন। কেন না তিনি বরাবরই প্রতিচ্ছবি রূপায়ণে যখন তিনি আঁকবেন বলে স্থির না করে কলম-কাগজ নিয়ে বসতেন। আর এইভাবেই মুখ মণ্ডল অদ্ভুত কাল্পনিক প্রাণীছবি প্রকৃতি দৃশ্যের ছবি খেলার ছলে আঁকতে আঁকতে নেশায় পরিণত হয়। তিনি লিখতে লিখতে সংশোধনের কাটাকুটিও আশ্চর্যরকম চিত্র হয়ে গেছে। তাঁর সৃষ্টি স্বকীয় পদ্ধতি।পৃথিবীর ইতিহাসে তিনি বিরল প্রতিভা। তাঁর চিন্তাশীল চিত্রে দর্শন ফুটে উঠেছে। যেহেতু বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত সংস্কৃত ভাষায়। তাই তাঁর সৃষ্টি সৃজনে সংস্কৃত ভাষার চল দেখা যায়। যেমন পদাবলী চর্যাপদ। যা আমাদের সমৃদ্ধ করেছে সার্বিক ভাবে। সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সবদিক থেকে। রবীন্দ্রনাথ কবি সত্তা তাঁর দার্শনিক সত্তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।প্রাচ্যের ভাববাদী দর্শনে রবীন্দ্রনাথের অবদান অপরিসীম। ভাব বিনিময়ে বাঙলা বাঙালি তথা সারা বিশ্বের ভাবনা চিন্তা বিনিময়ে যিনি বহু প্রতিভাধর। অবিস্মরণীয় বিরহ এক ব্যক্তিত্ব। যাঁর চিন্তাশীল মননে ভাবনায় জীবনে যাপনে লালনে মিলেমিশে একাকার। রবীন্দ্রনাথ যেন অশেষ। অবিস্মরণীয় এক ব্যক্তিত্ব ও তাঁর ক্ষুরধার সৃষ্টি সৃজনে সারা বিশ্ব সমৃদ্ধশালী।

তপন মাইতি | Tapan Maity

New Bengali Story | বুড়ো দাদুর মন্দির | শুভাঞ্জন চট্টোপাধ্যায়

Bengali Story 2023 | রূপান্তরের পথে | ডরাইয়া মরে

Bengali Story 2023 | নিষিদ্ধ আনন্দ | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2023 | কর্ণফূলী | গল্পগুচ্ছ ২০২৩

বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ ২০২২ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | bengali article writing app | bengali article writing book | bengali article writing bot | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder | Rabindranath Thakur in social consciousness | Rabindranath Thakur in social consciousness 2023 | Article – Rabindranath Thakur in social consciousness | Rabindranath Thakur in social consciousness – article 2023 | Rabindranath Thakur in social consciousness pdf | pdf – Rabindranath Thakur in social consciousness | Rabindranath Thakur in social consciousness video | Rabindranath Thakur in social consciousness – journal 2023 | Rabindranath Thakur in social consciousness – trending topic | Trending topic – Rabindranath Thakur in social consciousness | New article – Rabindranath Thakur in social consciousness | pdf article – Rabindranath Thakur in social consciousness | Video article – Rabindranath Thakur in social consciousness

Leave a Comment