সৌম্য ঘোষ – সূচিপত্র [Bengali Article]
রবীন্দ্রনাথের স্বদেশচিন্তা – সৌম্য ঘোষ [Patriotism of Rabindranath Tagore]
রবীন্দ্রনাথ তাঁর অজস্র রচনায় স্বদেশবোধের মূল কথা যে, মনুষ্যচর্চা ও আত্ম-কর্তৃত্বের অধিকার সেকথা জানিয়ে গেছেন। ব্যক্তি ও সমাজ দুই ছিল তাঁর কাছে মুখ্য। রবীন্দ্ররচনাবলীর ত্রয়োদশ খণ্ডের অন্তর্ভুক্ত প্রবন্ধগুলির মধ্যে ‘নতুন ও পুরাতন’ (১২৯৮), ‘নববর্ষ’ এবং ‘ভারতবর্ষের ইতিহাস’ (১৩০৯), ‘দেশীয় রাজ্য’ (১৩১২), ‘প্রাচ্য ও পাশ্চাত্যের সভ্যতা’ (১৩০৮), ‘ব্রাহ্মণ’ (১৩০৮), ‘সমাজভেদ’ (১৩০৮) এবং ‘ধর্মবোধের দৃষ্টান্ত’ (১৩১০) ইত্যাদি প্রবন্ধগুলি পড়লে রবীন্দ্রনাথের স্বদেশচিন্তা সম্পর্কে একটি রূপরেখা তৈরি হয়। এছাড়াও ‘সমুদ্রযাত্রা’ (১২৯৯), ‘নকলের নাকাল’ (১৩০৮), ‘পূর্ব ও পশ্চিম’ (১৩১৫) ইত্যাদি প্রবন্ধগুলি উল্লেখযোগ্য।
উনিশ শতকে সারা ভারতে একত্রিশ বার দুর্ভিক্ষ ঘটে। তার মধ্যে প্রথমার্ধে সাতবারে প্রায় ১৫ লক্ষ লোকের মৃত্যু হয়। দ্বিতীয়ার্ধে চব্বিশবারে মোট মৃত্যু সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে যায়। ১৮৫৭ সালে ঘটে সিপাহী বিদ্রোহ। অধ্যাপক অরবিন্দ পোদ্দার ‘রবীন্দ্রনাথ — রাজনৈতিক ব্যক্তিত্ব’ (প্রকাশকাল: জানুয়ারি, ১৯৮২) নামে তার তথ্য সমৃদ্ধ বইটিতে বিস্তৃতভাবে রবীন্দ্র ব্যক্তিত্বের পশ্চাৎপটে এইসব নানা লক্ষণীয় ঘটনা উল্লেখ করে রবীন্দ্রনাথের রাজনৈতিক ব্যক্তিত্বের প্রসঙ্গ ব্যাখ্যা করেছেন। ১৮৬৭ সাল থেকে যে বাৎসরিক চৈত্রমেলা বা হিন্দুমেলার অনুষ্ঠান হতো, তার অন্যতম মুখ্য পৃষ্ঠপোষক ছিলেন ঠাকুর পরিবার। প্রথম সম্পাদক হয়েছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর।
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর ‘Tagore a study’ (1972) গ্রন্থে উল্লেখ করেন,
“The Hindu Mela, which was the nucleus of Swadeshi movement in Bengal, twice excited the young boy of 14 to write Patriotic poems. The last one should which way the wind was blowing. Lord Lytton was holding the Delhi durbar and famine was stalking the land. Rabindranath saw through the irony of the situation and exposed it in a poem which he recited before the audience. Poverty in the midst of plenty struck him deeply.”
রবীন্দ্রনাথ তাঁর ‘পূর্ব ও পশ্চিম’ প্রবন্ধে লিখেছেন, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ প্রভৃতি মনীষীরা যথার্থ ধর্ম বুদ্ধি দিয়ে এই ভারতবর্ষের সকল জাতির মিলনের আদর্শ বরণীয় করে গেছেন। (সূত্র:রবীন্দ্র রচনাবলী, ১৩শ খণ্ড, পশ্চিমবঙ্গ সরকার) স্বদেশ ভাবনা তাঁর রচনার সর্বত্র ছড়িয়ে রয়েছে।বহু প্রবন্ধে তাঁর স্বদেশ রচনার প্রসঙ্গ পাওয়া যায়।
‘গীতবিতানে’ স্বদেশ পর্যায়ের গানগুলি এইরকম:
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।”
কিম্বা,
“ওমা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে–
দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে।”
এই ভূমিস্পর্শ মুদ্রাই তাঁর স্বদেশ ধ্যানের আসন। স্বদেশের মধ্যে দিয়েই তিনি বিশ্বময়ীকে ছুঁয়ে থাকার কথা বলেন —
“ও আমার দেশের মাটি, তোমার ‘পরেই ঠেকাই মাথা!
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।”
১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং স্বদেশী আন্দোলন সম্বন্ধে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় পাওয়া যায় ‘পথ ও পাথেয়’ নিবন্ধে। এই নিবন্ধে তিনি দেশের হিতসাধনের অতি উত্তেজনা যাতে আমাদের ধর্মভ্রষ্ট না করে সে বিষয়ে সতর্ক করেন। তিনি দেশের ধনী-দরিদ্র,হিন্দু-মুসলমান-খ্রিস্টান সকলের মধ্যে যথার্থ ঐক্যবোধের প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘ঐক্যবোধ যদি আত্মিক না হয়, তবে ইংরেজ যখনই এদেশ ত্যাগ করিবে, তখনই কৃত্রিম ঐক্যসূত্রটি এক মুহূর্তে ছিন্ন হইয়া যাইবে।’ ( সূত্র: ‘রাজাপ্রজা’ , রবীন্দ্র রচনাবলী: ১৩শ খণ্ড)। ইতিহাসের ঘটনাগতি তিনি সুদূর অতীত থেকে নিজের যুগ অব্দি কিভাবে কতদিকে বিস্তৃত তা অনুভব করেছিলেন। কর্মযোগ ও সত্য বোধ —– এই দুইয়ের অচ্ছেদ্যতা মানবার নীতি তার স্বদেশনীতি। কর্মের দাসত্ব নয়, কর্মের মুক্তি এবং আনন্দের সাধনা —- এই দিকটিতেই তিনি বিশেষ জোর দেন।
সংকোচের বিহ্বলতা — সংকট কল্পনায় ম্রিয়মাণ হয়ে থাকা নয় — রাজা-প্রজার ব্যবধান বৃদ্ধি নয় — ভয় নয় — ব্যর্থতাবোধ নয় —- রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার ব্যাপক উদ্দীপনার এই দিকগুলি কি ভোলা সম্ভব? স্বদেশচিন্তায় তিনি লেখেন — ‘য়ুরোপ ভোগে একাকী, কর্মে দলবদ্ধ। ভারতবর্ষ তাহার বিপরীত। ভারতবর্ষ ভাগ করিয়া ভোগ করে।” তিনি বলেন — ”আমাদের সুখ সম্পত্তি একলার নহে, আমাদের দান ধ্যান অধ্যাপন আমাদের কর্তব্য একলার।” ‘রক্তকরবী’র যক্ষপুরীও নয়, ‘অচলায়তন’-এর শুষ্কতার প্রাকারও নয়—
রবীন্দ্রনাথের স্বদেশবোধের কেন্দ্রে এক কঠিন নিয়মের ভিত্তিতে পরম আনন্দ কুসুমের স্বীকৃতি ছিল।
“চিরকল্যানময়ী তুমি ধন্য,
দেশ-বিদেশে বিতরিছ অন্ন”
‘ভারতবর্ষের ইতিহাস’, ‘ভারতবর্ষের ইতিহাসের ধারা’, ‘ভারতবর্ষ ও স্বদেশ’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা’ প্রভৃতি প্রবন্ধে তিনি বারবার আমাদের এই ঐতিহ্য ও প্রগতি ভাবনার অন্বয় সূত্রটি দেখিয়ে দেন। স্বদেশবোধের মধ্যে দেশের জড়তা, নিশ্চেষ্টতা, অনুকরণপ্রবৃত্তির তামসিকতা ইত্যাদি সম্বন্ধে তাঁর বেদনা ছিল। তাঁর চিন্তায় স্বদেশ সাধনা কোন ক্ষণস্থায়ী তীব্র আবেগ মাত্র নয়। সে হলো নিরন্তর বিচারের এবং কর্মের প্রেরণা। ১৩২৮ সালের কার্তিকের প্রবন্ধে ‘সত্যের আহ্বান’-এ তিনি এই বিশেষ বক্তব্য উল্লেখ করেন।
তিনি জানতেন যে, আমাদের স্বাদেশিকতা আমাদের আচার ও সমাজ রক্ষার “ভীষণ শক্তি”র মধ্যেই প্রকাশিত। এই “ভীষণ শক্তি” শব্দ দুটি তাঁরই প্রয়োগ। এই শক্তি হলো সংযমের শক্তি। আধ্যাত্মিকতার দীপ্তি। একেই তিনি বলে গেছেন, ‘ভারতবর্ষের একাকীত্ব’! কিন্তু এই একাকীত্ব, এই নিঃসঙ্গতা কোন বিষাদমালিন্য নয়। তাঁর ভাষায়—- “এই একাকীত্বের অধিকার বৃহৎ অধিকার। ইহা উপার্জন করিতে হয়। ইহা লাভ করা, রক্ষা করা দুরূহ। পিতামহগণ এই একাকীত্ব ভারতবর্ষকে দান করিয়া গেছেন। মহাভারত রামায়ণের ন্যায় ইহা আমাদের জাতীয় সম্পত্তি।”
গ্রন্থঋণ
(১) রবীন্দ্র রচনাবলী, ১৩শ খণ্ড, পশ্চিমবঙ্গ সরকার। প্রকাশকাল: নভেম্বর, ১৯৯০
(২) ‘রবীন্দ্রনাথ — রাজনৈতিক ব্যক্তিত্ব’ — অধ্যাপক অরবিন্দ পোদ্দার (প্রকাশকাল: জানুয়ারি, ১৯৮২)
(৩) ‘Tagore a study’ —- ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় (1972)
সৌম্য ঘোষ | Soumya Ghosh
2023 New Bengali Article | বাংলায় মুসলিম বিজয় ও বাংলা সাহিত্য
Anabasarakalina besha of Jagannath | অনবসরকালীন বেশ | অভিজিৎ পাল
Death March | Mrityu Michil | মৃত্যু মিছিল | Bangla Galpo 2023
Pancha Byanjan | পঞ্চব্যঞ্জন | জয়ন্ত কুমার সরকার | রম্যরচনা | 2023
Rabindranath Tagore | Poetry of Rabindranath Tagore | Songs of Rabindranath Tagore | Read New Modern Bangla Golpo | Read Patriotism of Rabindranath Tagore | New Modern Bangla Golpo Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Full Bangla Golpo Read Online | Bengali Literature | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Live Bangla Golpo Read Online | Shabdodweep Writer | Patriotism of Rabindranath Tagore | Bengali Article | Shabdodweep Article | Best Articles Forever | Evergreen Patriotism of Rabindranath Tagore | Trending topic – Patriotism of Rabindranath Tagore | New Articles in pdf | Shabdodweep Article | All Articles collection | Library of Literature | International Article | Long Article | Short Article | Patriotism of Rabindranath Tagore 2023 | All best articles in Bengali | Article Factory | New Article Generation | Historical Articles | Patriotism of Rabindranath Tagore in video | Patriotism of Rabindranath Tagore in pdf | Shabdodweep Article in English | All Bengali Articles in pdf | Patriotism of Rabindranath Tagore Images | Article – Patriotism of Rabindranath Tagore
রবীন্দ্রনাথের স্বদেশচিন্তা | রবীন্দ্রনাথের স্বদেশভাবনা | বিরাট – রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ প্রেম | রবীন্দ্র স্বদেশ ও উন্নয়ন চিন্তা | স্বদেশ-রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ-বিরোধী অবস্থান | দেশপ্রেমের ভাবনায় রবীন্দ্রনাথ | স্বদেশ প্রেমিক রবীন্দ্রনাথ | রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী চিন্তার মূল উপাদান | স্বদেশ প্রেমিক রবীন্দ্রনাথ | মিলন ঐক্য এক রবীন্দ্র উপন্যাস | স্বাধীনতা রবীন্দ্রনাথ | রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস | রবীন্দ্রনাথের পল্লী ভাবনা | রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তা | বাংলার স্বদেশ চেতনার গান | রবীন্দ্র সমাজভাবনা | রবীন্দ্র-জন্মসার্ধশতবর্ষপূর্তি | স্বদেশী আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা | রবীন্দ্র ভাবনায় জাতীয়তাবাদ | সমাজ ও ধর্মসংস্কার আন্দোলন | রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ | সাহিত্য ভাবনায় রবীন্দ্রনাথ | বাংলা সাহিত্যে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ | গীতাঞ্জলি কাব্যের ভারততীর্থ কবিতা | রবীন্দ্রনাথের সান্নিধ্যে | রবীন্দ্রনাথ এর স্বদেশ ও রাষ্ট্র ভাবনা | ভারতবর্ষের ইতিহাস | নববর্ষ | নতুন ও পুরাতন | দেশীয় রাজ্য | ধর্মবোধের দৃষ্টান্ত | সমাজভেদ | পূর্ব ও পশ্চিম | নকলের নাকাল | সমুদ্রযাত্রা | প্রাচ্য ও পাশ্চাত্যের সভ্যতা | বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন
শব্দদীপ ওয়েবজিন পত্রিকার সার্বিক বিকাশ কামনা করি।