প্রবোধ কুমার মৃধা – সূচিপত্র [New Bengali Story 2023]
অসমাপ্ত – প্রবোধ কুমার মৃধা [Osomapto]
শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল রামকৃষ্ণ প্রধানের। ধড়ফড়িয়ে উঠে বসলেন বিছানার উপর ।সারা শরীর হালকা ঘামে ভিজে গেছে ।মনের মধ্যে একটা উৎকণ্ঠা আর অস্বস্তি। স্বপ্ন দেখেছেন। স্বপ্ন যে এমনভাবে নাড়া দিয়ে যেতে পারে সমগ্ৰ সত্ত্বাকে, জেগে উঠে প্রথমটা রামকৃষ্ণ বাবু মনে করতে পারলেন না যে, তিনি স্বপ্ন দেখছিলেন।
পরীক্ষা দেওয়ার স্বপ্ন। পরীক্ষা এগিয়ে এসেছে, ফাইনাল পরীক্ষা। সে রকম প্রিপারেশন কিছুই হয়নি। সব বিষয়গুলি নেড়ে চেড়ে দেখা হলেও অর্থনীতির বইখানা সেভাবে খুলে দেখার সময় হয়ে ওঠেনি।আজ কাল করতে করতে সময় শেষ। কী যে হবে! ভেবে কোন কূল কিনারা দেখতে পাচ্ছেন না তিনি।জেগে ওঠার পরও স্বপ্নের ভিতরের সেই অস্বস্তিটা এখনও যেন দেহে-মনে লেগে আছে।এই পরীক্ষা দেওয়ার স্বপ্নটা প্রায় মাঝে মাঝে দেখেন এবং মূল ঘটনাটি সেই একই রকম থাকে। তখন কী রকম একটা উদ্বেগ তৈরি হয় তা রামকৃষ্ণ বাবু উপলব্ধি করতে পারেন তবে বোঝাতে পারেন না। ঘুমের মাঝে দেখা স্বপ্নের দুঃসহ যন্ত্রণাটা জেগে ওঠেও সহজে দূর হয় না। তা তাঁর মনে একটা ভীতির সঞ্চার করে। কিছুতেই এই স্বপ্নটা দেখতে চান না, অথচ বেশ কিছু দিন অন্তর অন্তর দেখা দেয়।
রামকৃষ্ণ বাবুর বয়স ষাটের উপর। অবসরপ্রাপ্ত শিক্ষক। বাড়ি থেকে বহু দূরে ছিল তাঁর কর্মস্থল। হোস্টেল সংলগ্ন শিক্ষক আবাসে থাকতেন। ছুটি-ছাটা ছাড়া বাড়িতে খুব একটা আসতেন না। নিজেকে শিক্ষক হিসেবে গড়ে তুলতে অনেক পরীক্ষা তাঁকে দিতে হয়েছে এবং উতরেও গিয়েছেন।কিন্তু স্বপ্নে হানা দেওয়া এই পরীক্ষাটা তাঁর এতো বছরের জীবনে সমাপ্ত করে উঠতে পারলেন না। স্বপ্ন বিজ্ঞানের জটিল রহস্য উদ্ধার রামকৃষ্ণ বাবুর পক্ষে সম্ভব নয়, সে চেষ্টাই তিনি করেন না, তবে এই স্বপ্নটা তাঁকে বড়ো ক্লেশ দেয় ।
প্রথম থেকেই রামকৃষ্ণ বাবুকে বাড়ির চিন্তা খুব একটা করতে হতো না।সময় মতো টাকা-পয়সা দিয়ে যেতেন। মা বাবা তখন বেঁচে, দাদা এবং অন্যান্য ভাইয়েরা মিলে সংসার দেখাশোনা করত। গ্র্যাজুয়েশন করার পর থেকে বাইরে বাইরে থাকার কারণে হোক বা সংসারের দায়-দায়িত্ব না নিতে হওয়ার কারণে হোক, স্কুলের কাজে নিজেকে সর্বক্ষণের জন্য ব্যস্ত রাখতেন; ছাত্র-ছাত্রীদের নিয়ে এতটাই মগ্ন থাকতেন যে, দেখতে দেখতে বয়স পেরিয়ে গেল,যার কারণে বিয়ে-শাদি করে নিজের সংসার পাতা আর হয়ে উঠল না।সে জন্য রামকৃষ্ণ বাবুর কোন আফশোস নেই তেমন, কেবল মায়ের জন্য মনে মনে খুব কষ্ট হয়। মায়ের খুব ইচ্ছা ছিল, ছেলে সংসার -ধর্ম করে সুখী হবে । মায়ের অবর্তমানে রামকৃষ্ণ বাবু এখন ভাবেন সংসারে সবাই যদি সুখী হয় তাহলে দুঃখটা জমতে জমতে দুঃখের পাহাড় তৈরি হবে, তাতে মানব কল্যাণ বিঘ্নিত হবার সম্ভাবনাই বেশি ।
অবসর জীবনের এই প্রলম্বিত সময়টাতে সর্বক্ষণের জন্য মায়ের কথাটাই বেশি মনে পড়ে। রামকৃষ্ণ বাবু চিন্তা করেন, সন্তানের সুখ-শান্তি কামনার ক্ষেত্রে সব বাঙালি মায়েরা এক। কুঁড়ে ঘরের মা আর অট্টালিকার মা,দুয়ের মধ্যে কোন প্রভেদ থাকে না।সন্তানের সুখের চিন্তা ছাড়া তাদের অন্য ভাবনা নেই।মাতৃত্বের এই চিরন্তনী চরিত্র বৈশিষ্ট্যের নিরিখে ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত সবাই এক বিন্দুতে অবস্থান করেন।
আজ আর মা নেই। হাজার চেষ্টা করলেও মায়ের সেই ইচ্ছাটা পূরণ করা কোন পথেই সম্ভব নয়। তাছাড়া বিয়ে ব্যাপারটি নিয়ে রামকৃষ্ণ বাবুর নিজের মনের দিক থেকে খুব একটা আগ্ৰহ ছিল না, যার কারণে বিষয়টি সংঘটিত রূপ পায়নি। এখন অবসৃত সময়ের এই অঢেল অবকাশটা ভাই-ভাইপো আর নাতি-নাতনিদের নিয়ে অনায়াসে কেটে যাচ্ছে।তাদের সবার ভালো-মন্দের চিন্তায় ব্যস্ত থাকতে হয় প্রায় সকল সময়। এ দায়িত্ব তাঁর অর্পিত নয় স্বেচ্ছাকৃত। হাত-পা ঝাড়া একা মানুষ, অথচ সংসার তাঁকে আষ্টে-পৃষ্ঠে এমনভাবে জড়িয়ে রেখেছে যে, এদের ছেড়ে দুটো দিন কোথাও কাটাতে পারেন না।মাঝে মধ্যে যখন একান্তে মনের গহনে ডুব দিয়ে নিজের বর্তমান অবস্থার কথা গভীরভাবে চিন্তা করেন, তখন একটা কথা ভেবে মনে মনে অনেকটা উদাস হয়ে পড়েন, তাঁর ঘরও হলো না, বারও হলো না! বন্ধুরা অনেকে প্রসঙ্গেক্রমে সে কথাই বলে থাকে। সংসারী না হয়েও ঘুরে ফিরে সংসারের জালেই জড়িয়ে গেলেন। তবে এই বকলমে সংসার জীবনে তিনি আনন্দই পান, ভুলে থাকতে এবং নিজেকে ভুলিয়ে রাখতে পারেন ।
একবার এক ঘটনা ঘটল। সমবয়সি ক’জন বন্ধু মিলে সপ্তা খানেকের জন্য গিয়েছিলেন পুরীর জগন্নাথ ধামে। ঠিক পুণ্য অর্জনের জন্য নয়, নিছক ভ্রমণের অছিলায় হাওয়া বদলের এবং একঘেয়েমি কাটাবার জন্য। ঠিক দুটো দিন পর রামকৃষ্ণ বাবু আর টিকতে পারছিলেন না। রাত দিন বুকের মধ্যে একটা হাহাকার উঠতে থাকল ছোট ভাইয়ের বড় ছেলের আড়াই বছরের বাচ্চা সোহাগের জন্য। রামকৃষ্ণ বাবুর বড়ো ন্যাওটা সে। প্রায় সময়টা সাথে সাথে ঘুর ঘুর করে। চটপটে নাতিটার কথা মনে পড়লেই যখন তখন দুচোখ জলে ভরে উঠছে।সময়ে অসময়ে আচমকা যেন কানে বাজছে ‘দাদা দাদা ‘বলে ডাকছে সোহাগ। চাপা কান্নায় রামকৃষ্ণ বাবুর বুকের মধ্যে একটা ভার বোধ হতে লাগল। খেতে ঘুমুতে অস্বস্তিকর ভাবটা কোন ভাবেই সঙ্গ ছাড়ছে না ।
দূর দিগন্ত প্রসারিত অতল সমুদ্রের উত্তাল ঢেউ আর নিরবচ্ছিন্ন গর্জন রামকৃষ্ণ বাবুর অন্তরের হাহাকারটিকে আরো যেন দ্বিগুণ করে তুলছে। খোলা মনে বন্ধুদের সঙ্গে মিশতে যেমন পারছেন না তেমনি নতুন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সমূহ দুচোখ ভরে উপভোগ করতে ও পারছেন না। অবশেষে নিজের মনে মনে শপথ নিলেন এই বলে যে্, ওদের ছেড়ে আর কোথাও কোন দিন আসবেন না। কারণ কোথাও গিয়ে মনের শান্তি মিলবে না। দূরে না এলে রামকৃষ্ণ বাবু বুঝতেই পারতেন না, আপন জ্ঞানের অগোচরে সংসারের স্নেহ-মায়ার বন্ধনে কতোটা দৃঢ়ভাবে বাঁধা পড়ে আছেন। অথচ সংসারের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকা মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা, প্রেম-প্রীতি ইত্যাদি চিরন্তন আসক্তিগুলির রহস্য ভেদ আজ ও কতোটা অনায়ত্ত থেকে গিয়েছে তাঁর কাছে ।
পুরী থেকে ফিরে আচমকাই রামকৃষ্ণ বাবুর মধ্যে একটা ভাবান্তর লক্ষ্য করা গেল। প্রায় সময় একান্ত আত্মমগ্ন, গভীর চিন্তাচ্ছন্ন অবস্থায় উপলব্ধি করতে পারছেন, ধীরে ধীরে শেষ হয়ে আসছে জীবনের মেয়াদ; অথচ সংসারের অধিকাংশই বিধেয় কর্তব্য অসমাপ্তই রয়ে গেল। দীর্ঘ জীবন পথ পেরিয়ে এসে আজ মনে হয় কিছুই যেন সমাপ্ত করা যায়নি। যায় না ! জাগতিক জীবের জীবন ধারায় এ এক রহস্যময় গোলক ধাঁধা !
প্রবোধ কুমার মৃধা | Probodh Kumar Mridha
Driving Experience Canada 2023 | ড্রাইভিংয়ের যত কেচ্ছা (কানাডা পর্ব – ৫ এবং ৬)
Shikhar Chera Jiban | শিকড় ছেঁড়া জীবন | New Article 2023
Prem Sadhanar Nayika | প্রেম সাধনার নায়িকা : নানা আঙ্গিকে | New Article 2023
Matritva | মাতৃত্ব | পুনম মায়মুনী | New Bengali Story 2023
Shabdoweep Founder | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Shabdodweep Writer | Shabdodweep Poetry | Natun Bangla Galpo 2023 | Natun Bangla Galpo 2023 book | Natun Bangla Galpo 2023 pdf book | Writer – Natun Bangla Galpo 2023 | Top Writer – Natun Bangla Galpo 2023 | Top poet – Natun Bangla Galpo 2023 | Poet list – Natun Bangla Galpo 2023 | Top poetry – Natun Bangla Galpo 2023 | Best seller – Natun Bangla Galpo 2023 | Full pdf book – Natun Bangla Galpo 2023 | Osomapto attojiboni | Osomapto golpo | New Story Osomapto | Osomapto in pdf | Osomapto audio book | Free download pdf – Natun Bangla Galpo 2023 | Audio book – Natun Bangla Galpo 2023 | Video book – Bangla Kabita 2023 | Video poetry – Bangla Kabita 2023 | Audio poetry – Natun Bangla Galpo | New Poetry book | Shabdodweep poetry book | Shabdodweep International Web Magazine | International Bengali poetry | Bengali Poetry publisher | Shabdodweep Publisher | Shabdodweep Publisher 2023 | Shabdodweep Video Publisher | Shabdodweep Audio Book | Shabdodweep Video Book | Osomapto galpo | Osomapto prem song | Osomapto song | Shabdodweep Mp3 poetry | Audio Poetry mp3 | Audio Poetry wmv | Video poetry mp4 | Natun Bangla Galpo 2023 video series | Natun Bangla Galpo 2023 – web series | Natun Bangla Galpo 2023 – Latest version | Natun Bangla Galpo 2023 pdf book | web video – Natun Bangla Galpo 2023 | web reader – Natun Bangla Galpo 2023 | pdf reader – Natun Bangla Galpo 2023 | Osomapto story in bengali | Shabdodweep Story – Osomapto | Osomapto bangla galpo | pdf publisher – Natun Bangla Galpo 2023 | Best web series – Natun Bangla Galpo 2023 | new pdf book – Natun Bangla Galpo 2023 | New story book – Natun Bangla Galpo 2023