Best Notun Golper Pandulipi 2023 | Krishna Kishore Middya

Sharing Is Caring:

অবলম্বন – কৃষ্ণকিশোর মিদ্যা [Notun Golper Pandulipi]

বয়ঃসন্ধির অচেনা সময়ে পথ হারানোর বিস্তর সম্ভাবনা। বাবা মার মায়াবী এবং সন্দেহের চোখ এড়িয়ে যেদিন কাকলি পাড়ার সদানন্দের হাত ধরে পালালো, সেদিন যদি আকাশ ভেঙে পড়ত, নিরুপমা আর বসন্তের বোধ হয় ভালো হত। ওদের আদুরে মেয়ের এই পালিয়ে যাওয়ার গল্প, গ্রামের চৌহদ্দি পেরিয়ে ভিন গাঁয়ের এক রসাল কাহিনী হয়ে গেল। কিন্তু সময়ের ব্যবধানে জৌলুস হারিয়ে, এ গল্পের যা পরিণতি হয় সাধারণত, তাই হল আর কী।

নিম্ন মধ্যবিত্ত দুই পরিবার। উভয় পক্ষ, গ্রামের মাতব্বর, জন প্রতিনিধি আর আত্মীয়দের মধ্যে আলোচনা আর পরামর্শে, দুই প্রেমিক প্রেমিকাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে আপাত স্থিতাবস্থা। গ্রামীণ সমাজের সেই ঐতিহ্য এখনও চলিতেছে। স্রোতবতী জীবনে বছর দুই চিরন্তন জোয়ার ভাটার সাবলীল চলার পর ছন্দপতন, তাদের এক বিকলাঙ্গ শিশু জন্মের অব্যবহিত পরে। সাধ ও স্বপ্নের মত সন্তান যখন জন্ম নেয় না, সংসার এক নীরব যন্ত্রণার কারাগার হয়ে ওঠে। কিন্তু কোলের সন্তান তো আর ফেলে দেওয়া যায় না ! সন্তান সে তো পরম আদরের, বিশেষত মায়ের কাছে, তার নাড়ি ছেঁড়া ধন। স্নেহ ধারার কোন খামতি থাকে না। ভাগ্য ভরসা করে কাকলির দিনাতিপাত। সদানন্দ যে ভবিষ্যৎ দ্রষ্টা তাও নয়, কিন্তু এই বিকলাঙ্গ শিশু আর কাকলির প্রতি টান আলগা হয়ে গেল। কাকলির বাবা মা এবং সে নিজে বিষয়টা অচিরেই বুঝে নেয়। জগতে বালির বাঁধ দিয়ে মনে হয় সংসার ঘিরে রাখা। তাই যে কোন সময় বাঁধ ভাঙার আশঙ্কা রয়ে যায়।

সদানন্দর দু পা দু নৌকোয়। এ ঘর ও ঘর করে চলে। আবার মোড়ল মাতব্বরের দল বসে সমাধান সূত্রের তাগিদে। বেশ কয়েকবার চেষ্টা করেও কোন ওষুধ বাতলাতে পারে না অসুখের। শেষে সবাই হাল ছেড়ে, সময়ের ওপর ছেড়ে দিল । সন্তানের আদর করে নাম রেখেছে বন্ধন। বন্ধন না পারে হাঁটতে, না পারে বলতে কোন কথা। প্রায় দু বছর বয়স হতে যায়, ঘাড়টা অদ্ভুত ভাবে বাঁকিয়ে ফ্যাল ফ্যাল চেয়ে থাকে, দেখলেই যে কারুর করুণা জন্মায়। শুধু বিছানা আর মায়ের নিশ্চিত কোল। বিশেষ ভাবে সক্ষম ছেলেকে নিয়ে ডাক্তার বদ্যি করেছে অনেক, সুরাহা হয়নি। ইতিমধ্যে সদানন্দ সাধের সংসার ছেড়ে শহরতলীর ভাড়া ঘরে নতুন সংসার পেতেছে। অনন্যোপায় কাকলি বিপন্নতার অথৈ জলে, মা বাবার সাহায্যে উঠে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টায়। বাড়ির সামনের রাস্তা দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যায়। একটা ভাঙা চেয়ারে বসে উঠোন থেকে সে চেয়ে থাকে। মা তার কিনে দিয়েছে বই খাতা পেন্সিল, দিনে দুপুরে অবসরে ছেলেকে পড়ানোর লেখানোর চেষ্টা করে। কিন্তু ছেলে তো আসলে কথা বলতে পারে না। কাকলি শুনেছে এই সব ছেলেরাও শিখতে পারে ঠিকমতো পরিচর্যা করলে, তাই তার আশায় বুক বাঁধা। ডাক্তারের পরামর্শ মেনে কাকলির আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকে। ওদিকে সংসারের চিন্তা তো আছে। মা বাবা আর কতদিন মেয়ের সংসার দেখবে। মাঝে মাঝে নিজের উপর রাগ হয় কাকলির। কী যে ভুল সে করলো ! মনে মনে ভাবে, বাবা মার প্রতি সে অন্যায় করেছে ওই সদানন্দর পাল্লায় পড়ে। কিন্তু আর তো পিছনে তাকানোর মানে হয় না।

ক্লাস নাইন পড়তে পড়তে শুরু হয়েছিল তাদের প্রেম পর্ব, তারপর আর এগোন যায়নি। তবু পঞ্চায়েতের বাবুদের ধরে অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের রান্নার কাজের জন্য পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়ে যায়। আর সৌভাগ্যক্রমে পাশ করে কাজে যোগ দিতে দেরি করলো না। এখন সকালে মা বাবার দায়িত্বে ছেলেকে রেখে সে রোজ যায় কাজে। একলা মেয়ে কাজে যায়, ট্যারাচোখে দেখে গাঁ গেরামের মানুষ। কিন্তু কাকলির তো কোন উপায় নেই, ওই মানুষের দিকে তার চোখ কান গেলই না। কাকলির পদোন্নতি হলে সে রাঁধুনি থেকে দিদিমণি হয়ে গেল। দিদিমণি হওয়ার যে কী জ্বালা সে তো দেখেছে। কিন্তু আর্থিক লাভ তো আছে, মা বাবা বলে। তবে তাদের বড় দিদিমণি কাকলিকে খুব ভালোবাসে, বলে – ভয় কী রে আমি তো আছি। থাকলে কী হবে, এখন এই খিচুড়ি স্কুলের কাজের হ্যাপা কত, সে তো নিজের চোখে দেখা। সাহস করে কাকলি সব কাজ বুঝে নেওয়ার চেষ্টা করে। ছেলে মেয়েদের সে খুব ভালোবাসে।যখন গুড় গুড় করে শিশুরা হেঁটে হেঁটে আসে, তার খুব মনে পড়ে ছেলের কথা। বেচারির আর বুঝি হাঁটা হল না!কিন্তু বাবা মা ও নিজে চেষ্টার ত্রুটি করে না। সেই ডাক্তারের পরামর্শে ধারাবাহিক চেষ্টায় কিছু যে আশার আলো দেখা যাচ্ছে, বোঝা যায়। এখন বন্ধন একটু হাঁটতে পারে, বই পত্তর নিয়ে নিজে দেখে। আর এখন যোগ হয়েছে মায়ের ছোট মোবাইল নিয়ে ঘাঁটা ঘাঁটি। মা তো মোবাইল ব্যবহার করছে অনেক দিন, কিন্তু কল ধরা ও করা ছাড়া কিছুই জানে না। দেখতে দেখতে বছর গুলো কি করে যে পার হচ্ছে !

Natun Bangla Kobita Lekha

বিপদ হয়ে গেল তার হেড দিদিমণি হয়ে। নয় নয় করে আট বছর পরে তার পদোন্নতি। কিন্তু এই পদোন্নতি তার কাছে হল এক বিভীষিকা। এখন নিয়ম করেছে উপর মহল, প্রতিদিনের বিভিন্ন তথ্য দপ্তরের নির্দিষ্ট অ্যাপস এ এন্ট্রি করতে হবে, যে যার লগইন আইডি মারফত। এইখানেই কাকলির মাথাব্যথা,সে অথৈ জলে পড়ে গেল। কখনো যায় মোবাইল সেন্টারে, কখন বা সাইবার ক্যাফে। কাছাকাছি তো আবার কোন সেন্টার নেই। কত যে তথ্য দিতে হয়, সংশ্লিষ্ট সেন্টারের সন্তান সম্ভবা মায়ের সংখ্যা, তাদের স্বাস্থ্য, চিকিৎসা, শিশুর পাঁচ বছর অবধি সব রকম দেখভাল, খাবার, পড়াশুনো, ওজন দেখা আর রান্নার খুঁটিনাটি ইত্যাদি ইত্যাদি। মোবাইলের ভালো ব্যবহার এবং অ্যান্ড্রয়েড মোবাইল না হলে উপায় নেই। তারও ব্যবস্থা হলে কি হবে, কাকলির মাথা আরও গুলিয়ে যায়। তো মায়ের নতুন মোবাইল দেখে বন্ধন যেন একটা মুক্তির গন্ধ পায়, সে ছোট মোবাইল সম্পর্কে ভালো রপ্ত করেছে, মা , দাদু দিদা ঘুণাক্ষরেও তা বোঝেনি। আর মায়ের বড় মোবাইল হাতে নিয়ে সে খাওয়া দাওয়া ভুলে গেল যেন । নিজের এই বিকলাঙ্গ ছেলে, মেধার দিক থেকে কিছুটা এগিয়ে সে কথা সাধারণ মা বাবা খুব একটা খেয়াল করে না, কাকলিও সেই দলে। সেদিন হল কী, কোন এক কারণে পরিচিত মোবাইল সেন্টার বন্ধ। অথচ এদিনই সেন্টারের তথ্য এন্ট্রি করতে হবে উপর মহলের কড়া নির্দেশ। কাকলির মাথায় হাত, কোথায় কী করবে। মার উদ্বিগ্ন অবস্থা বন্ধন কী করে যে বুঝতে পারলো ! ইশারায় আর অবোধ্য শব্দে সে জানতে চাইলো কী হয়েছে। মনমরা মা ইশারায় বোঝানোর চেষ্টা করলো আর পুরনো একটা রিপোর্টের কপি দেখালো ছেলেকে। তাছাড়া সে তো দৈনিকের সব কিছু খাতায় লিখে রাখে,ধারাবাহিক যেটা রোজ করার নিয়ম। ছেলেটা ওই রিপোর্ট দেখে এত তাড়াতাড়ি বিষয়টা ধরতে পারবে, স্বপ্নেও কাকলি কল্পনা করেনি। বকুনি খেয়ে সে যে কেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকত সে কথা আজ তার মাথায় ঢুকলো।

বেশ কিছুক্ষণ কসরত করার পর নির্দিষ্ট অ্যাপস এ ঢুকতে পেরে সে ইশারায় মা কে বোঝালো, – ‘আমি পারবো মা! ‘ তারপর মা আর ছেলের নির্বাক কথোপকথন, হাত পা মুখ আর চোখের অদ্ভুত ইশারায়, ঘন্টা খানেকের নাছোড়বান্দা প্রচেষ্টায় মায়ের চোখে ভেসে উঠলো সঠিক তথ্য ভিত্তিক ছবি। ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে তার বাঁধ ভাঙা আনন্দ যখন কান্নায় রূপান্তরিত, কাকলির মা বাবা কাজ ফেলে দৌড়ে এসে অবাক হয়ে গেল! মায়ের মাথা থেকে যেন একটা বিশাল বোঝা নামিয়ে দিল বন্ধন, তার জীবনের ইহকাল পরকালের একমাত্র ভরসা। চোখের সামনে তার ছোট্ট জীবনের ওঠা পড়া, ভালোবাসা সংসার ,স্বামী, সমস্ত চালচিত্র ভেসে উঠে আবার চকিতে মিলিয়ে গেল। এখন বন্ধন নিয়মিত মায়ের জরুরি কাজটা করে দিয়ে, মায়ের নামে ফেসবুক একাউন্ট খুলে দিব্যি ছবি আঁকে, ছবি তোলে, আর পাঠিয়ে দেয় মায়ের বন্ধুদের। কেউ বোঝে না একজন নাম না জানা কিশোর কী যন্ত্রণা নিয়েও জীবনের স্বাদ নিতে চাইছে এই পৃথিবীর জল হাওয়া মাটি গাছ আর মানুষের কাছ থেকে!

কৃষ্ণকিশোর মিদ্যা | Krishna Kishore Middya

Padma besha | পদ্ম বেশ | অভিজিৎ পাল

Gaja-Uddharana besha | গজ-উদ্ধারণ বেশ | অভিজিৎ পাল

Apratyashita | New Bengali Story 2023 | অপ্রত্যাশিত

Foodie Jagannath | ভোজনরসিক জগন্নাথ | New Article 2023

Read Notun Golper Pandulipi | New Read Online Bengali Story | Notun Golper Pandulipi Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Best New Bengali Web Story 2023 | Shabdodweep Read Online Bengali Story | Shabdodweep Writer | Notun Golper Pandulipi in India | World’s Notun Golper Pandulipi Blogs | New Bengali Web Story in Online | Online Notun Golper Pandulipi | Full Read Online Bangla Golpo | New Bengali Web Story Blogs | Best Story Blogs in Bengali | Live Bengali Story in English | Live Bengali Story pdf | Full Bangla Golpo Read Online | Notun Golper Pandulipi 2023 | Notun Golper Pandulipi – Episode | Golpo Dot Com Series | Horror Adult Story Video | Horror Live Bengali Story | Bangla Golpo Read Online Audio | Bangla Golpo Read Online Video | Notun Golper Pandulipi Netflix | Full Bangla Galpo Read | Notun Golper Pandulipi Download | Shabdodweep Competition | Bangla Golpo Read Online Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trend Notun Golper Pandulipi | Recent Notun Golper Pandulipi | Top Live Bengali Story | Popular New Bengali Web Story | Best Read Online Bengali Story | Bangla Golpo Read Online 2023 | Shabdodweep Bangla Golpo Read Online | New Bangla Golpo Read Online | Notun Golper Pandulipi in pdf | Golpo Dot Com Download | Bengali Famous Story – audio | Horror Adult Story | Read Notun Golper Pandulipi 2023 | Live Notun Golper Pandulipi – video | New Bengali Web Story APK | New Bengali Web Story Download | Live Bengali Story mp3 | Full Live Bengali Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Live Notun Golper Pandulipi – audio | Top Notun Golper Pandulipi | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bangla Golpo Read Online | Bengali Literature | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Live Bangla Golpo Read Online | Shabdodweep Writer

Leave a Comment