Life Story of Matangini Hazra | Best Article 2023

Sharing Is Caring:

Life Story of Matangini Hazra – বিপাশা চক্রবর্তী – সূচিপত্র

মাতঙ্গিনী হাজরা – বিপাশা চক্রবর্তী

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত হোগলা গ্রামে জন্ম নিলেন এক অগ্নি কন্যা। যাঁর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শুধু বিদ্রোহী মনোভাব জন্ম নিয়েছে। যাঁর জীবনের প্রতিটি মুহূর্তে ছিল শুধু লড়াই। জন্ম থেকেই যিনি দারিদ্র্যতার সাথে যুদ্ধ করে চলেছেন। প্রতিটি মুহূর্তে যিনি ক্ষুধার সাথে, সংসারে অভাবের সাথে, মানসিক নির্যাতনের সাথে লড়াই করে গেছেন অর্থাৎ নিজের মধ‍্যেই যিনি আগুন জ্বালিয়ে রেখেছিলেন তিনি আর কেউ নন। তিনি হলেন অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরা। তাঁর পিতার নাম ঠাকুরিদাস মাইতি আর মাতা হলেন ভগবতী দেবী।

খুব অল্প বয়সে তাঁর বিবাহ হয় ত্রিলোচন হাজরা মহাশয়ের সাথে। কিন্তু বেশি দিন সংসারজীবন লাভ করতে পারেননি তিনি। আঠেরো বছর বয়সে তিনি স্বামী হারা হন। তার নিজস্ব কোনো সন্তান ছিল না। তবুও তিনি এতো ভালো মানুষ ছিলেন যে গ্রামের সকল মানুষ তাঁকে মা বলে ডাকতেন। নিজে না খেয়েও অনেক ক্ষুধার্ত মানুষের মুখে তিনি খাবার তুলে দিয়েছেন। নিজেকে ব্রতী করলেন মানব সেবার কাজে। ধীরে ধীরে তাঁর আশ্রয়ে আশ্রিত হলেন অনেক বিপ্লবী। তাদের ইংরেজ পুলিশদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি নানারকম কৌশল করেছেন রুখে দাঁড়িয়েছেন এবং বিপ্লবীদের নানারকম ভাবে সাহায্যও করেছেন। বিপ্লবীদের সাথে এইভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করতে করতেই একদিন গান্ধীজির ডাকে ছুটে গেলেন ১৯০৫ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করতে। অহিংসা ও অসহযোগ আন্দোলনেও তিনি যোগ দিলেন। হাতে তুলে নিলেন ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। গান্ধীজির অহিংসা মন্ত্রে দীক্ষা নিলেন তিনি। ১৯৩০ সালে মার্চ- এপ্রিল মাসে শুরু হয়েছিল লবণ সত‍্যাগ্রহ আইন অমান্য আন্দোলন। এই আন্দোলনে ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করেন।তবুও তার প্রতিবাদ দমন করতে পারেনি ব্রিটিশ পুলিশ। তাই অল্প সময় পরেই মুক্তি দিতে বাধ্য হলো ইংরেজ সরকার। মুক্তি পাওয়ার পরে তিনি কর মুকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে যান যার ফলে পুনরায় ব্রিটিশ সরকার তাঁকে আবার কারারুদ্ধ করেন। বহরমপুরের কারাগারে ছয় মাস বন্দী ছিলেন।পরে হিজলি বন্দি নিবাসেও তিনি বন্দি ছিলেন বেশ কিছুদিন।

১৯৩২ সালে অসহযোগ আন্দোলনে সক্রিয় ভাবে নিজেকে উৎসর্গ করলেন। একজন বীর সাহসী রমণীকে রণাঙ্গনে দেখে ব্রিটিশ সরকার ভয় পেয়ে গিয়েছিলেন। ১৯৩৩ সালে এই বীর রমণী শ্রীরামপুরে মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জে ভীষণ ভাবে আহত হন। কিন্তু কোনো আঘাতই তাঁকে পরাজিত করতে পারেনি। বারে বারে যে আঘাত তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে পেয়েছিলেন তা তাঁর মনে সবসময় অগ্নিশিখার মতো জ্বলে উঠত। তিনি প্রাণপণে চেষ্টা করতেন ব্রিটিশ সরকারকে ভারত থেকে উচ্ছেদ করার জন্য। তাঁর প্রতিবাদী রূপ ব্রিটিশ সরকারের কাছে যেন দেবী দুর্গার সিংহবাহিনী রূপের সমান হয়ে দাঁড়ালো। তাই ব্রিটিশ সরকার এই বীর রণাঙ্গনাকে ভয় পেয়ে গিয়েছিলেন।

এই বীর সাহসী রমণী ডান্ডিমার্চ, অসহযোগ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত থেকে স্বাধীনতা সংগ্রামকে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তখন ভারতবর্ষের মধ‍্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলাদা রূপ নিয়েছিল মেদিনীপুর। ১৯৪২ সালের ৯ই আগস্ট অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বিপুল ভোটাধিক‍্যে ভারত ছাড়ো প্রস্তাব পাশ করে। আর সেই রাত্রেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা গ্রেপ্তার হয়ে আগা খাঁ প্রাসাদ ও আহম্মদ নগর দুর্গে প্রেরিত হন। তার পরদিন থেকে শুরু হয় ভারতব‍্যাপী এক বিশাল আন্দোলন যা ভারত ছাড়ো আন্দোলন নামে পরিচিতি। বিভিন্ন জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করার লক্ষ্যে বিপ্লবীরা সচেষ্ট হয়ে উঠলেন। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কংগ্রেস সদস্যরা ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন।

৭৩ বছর বয়সী মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে ছয় হাজার সমর্থক ও মহিলা স্বেচ্ছাসেবকদের নিয়ে তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। এই মিছিল দেখে ব্রিটিশ সরকারের ঘুম উড়ে গেল। তারা ভাবল অবলা মেয়েরাও আজ সবলা হয়ে জন্মভূমির সম্মান বাঁচাতে নিজ প্রাণ বিসর্জন দিতে পিছপা হচ্ছে না। তাছাড়া যে নারীদের উপর আমরা অকথ‍্য অত‍্যাচার করেছি ইজ্জত লুটেছি তারা কিনা আমাদের বিরোধিতা করছে এটা মেনে নেওয়া সম্ভব নয়। চালাও গুলি। ১৯৪২ সালে ২৯শে সেপ্টেম্বর মাসে আগস্ট বিপ্লবের জোয়ার তখন মেদিনীপুরে ছড়িয়ে পড়েছে। মাতঙ্গিনীর নেতৃত্বে পাঁচ দিক থেকে পাঁচটি শোভাযাত্রা তমলুক থানা ও সরকারি সমস্ত অফিস ঘেরাও করল হাজার হাজার মেদিনীপুরবাসী এই শোভাযাত্রায় যোগদান করলেন।সবার প্রথমে নেতৃত্ব দিলেন মাতঙ্গিনী হাজরা তিনি জাতীয় পতাকা হাতে তুলে নিয়ে ইংরেজ ভারত ছাড়ো-করেঙ্গে ইয়ে মরেঙ্গে-বন্দেমাতরম্ শ্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছিলেন। ভারতীয় রাজপুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু সেই আদেশ অমান্য করে বীর রমণী দলবল নিয়ে এগিয়ে চললেন। ইংরেজ সরকার গুলি চালানোর নির্দেশ দিলেন কিন্তু তাতেও তিনি ভয় পেয়ে পিছপা হলেন না। বীর সাহসেই তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে চললেন। আর ভারতীয় পুলিশদের বলতে থাকলেন ইংরেজদের গোলামি বন্ধ করে ভারত মায়ের সম্মান বাঁচাতে এগিয়ে এসো সবাই। চামচা গিরি করা ছেড়ে দাও তখনই তারা প্রথম গুলি তার পায়ে করলেন আর সেই গুলির আঘাতে তিনি পড়ে গেলেন। তবুও তিনি তাঁর মূল মন্ত্র থেকে সরে না দাঁড়িয়েই বসে বসেই ডান হাতে ভর দিয়ে পতাকা বাঁ হাতে নিয়ে তমলুক থানার দিকে এগিয়ে গেলেন তখনই তার বাঁ হাতে গুলি করল ইংরেজ পা চাঁটা ভারতীয় পুলিশ। আর সাথে সাথেই পতাকা হাতে বাঁহাত মাটিতে নুয়ে পড়ল কিন্তু পতাকা তিনি মাটিতে পড়তে দিলেন না সেখানেই তিনি পতাকাটা বন্দেমাতরম ধ্বনি তুলে মাটিতে পুঁতে দিলেন। ঠিক সেই মুহূর্তে তৃতীয় গুলি তাঁর কপাল বিদ্ধ করে দিল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আজ তাঁকে অনুসরণ করেই অসংখ্য স্কুল, পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়েছে। আজও তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে বেঁচে আছেন আমাদের হৃদয়ের মাঝখানে। তাঁকে জানাই অনেক অনেক প্রণাম।

বিপাশা চক্রবর্তী | Bipasha Chakraborty

Mokkhada Pishi | মোক্ষদাপিসী | শিখা কর্মকার | New Bengali Story 2023

Ektu Chuye Deya | একটু ছুঁয়ে দেয়া | New Bengali Story 2023

Pancha Byanjan | পঞ্চব্যঞ্জন | জয়ন্ত কুমার সরকার | রম্যরচনা | 2023

Gaai | গাই | শওকত নূর | New Bengali Story 2023

মাতঙ্গিনী হাজরা | মাতঙ্গিনী হাজরা জীবনী | মাতঙ্গিনী হাজরার ১৫২ তম জন্ম | জন্মদিবসে মাতঙ্গিনী হাজরা | মাতঙ্গিনী হাজরা ছবি | মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন | মাতঙ্গিনী হাজরা বাণী | মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী নাম | দেশের জন্য মাতঙ্গিনী হাজরা | বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জীবনী | মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন | মাতঙ্গিনী হাজরা মৃত্যুবার্ষিকী | বাংলার গর্ব মাতঙ্গিনী হাজরা | বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

Matangini Hazra Biography | Matangini Hazra Archives | Modi on Matangini Hazra | Matangini Hazra News | Shabdodweep Writer | Shabdodweep | Bengali Article | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Article 2023 | Life Story of Matangini Hazra | Matangini Hazra | Full Life Story of Matangini Hazra | Long Bengali Article | Short Bengali Article | Life Story of Matangini Hazra in pdf | Trending Article – Life Story of Matangini Hazra | Best Article Collections | Shabdodweep Article | Full Article 2023 | Sabuj Basinda | Article Writing Ebooks | New Articles in pdf | Life Story of Matangini Hazra mp3 | Life Story of Matangini Hazra mp4 | Audio Life Story of Matangini Hazra | Matangini Hazra Biography | Trend New Life Story of Matangini Hazra | All new articles | Ebooks Life Story of Matangini Hazra | High Challenger | Top Best Articles 2023 | Full new articles | Shabdodweep Articles | Online Life Story of Matangini Hazra

Leave a Comment