Is Cheetah and Leopard same? | Anindya Paul | 2023

Sharing Is Caring:

চিতা আর চিতাবাঘ কিন্তু এক নয় – অনিন্দ্য পাল [Is Cheetah and Leopard same?]

“বিড়াল বাঘের মাসি”-একথা আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু বাঘের আর কতগুলো মাসি আছে, তা কি আমরা কখনো হিসেব করে দেখেছি? সম্ভবতঃ না –তাই না! আসলে এই বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে সবাই এক রকম বিড়াল নয়। এদের মধ্যে “বড় বিড়াল ” বা বিগ ক্যাট হল চার ধরনের বিড়াল। বাকিরা বিড়াল হলেও ঠিক ওই চার জনের মত কৌলীন্য নেই। কারা ওই বড় বিড়াল? এরা হল — বাঘ, সিংহ, জাগুয়ার এবং চিতাবাঘ বা লেপার্ড। এই চিতাবাঘ বা লেপার্ড এর সঙ্গে আমরা প্রায়ই এক করে ফেলি আর একটা বিড়াল কে — সেটা হল চিতা। অর্থাৎ চিতা কিন্তু চিতাবাঘ নয়। দুটো বেড়ালের মধ্যে আসলে অনেক পার্থক্য আছে। নাম গুলো কাছাকাছি বলেই এই রকম গুলিয়ে ফেলি আমরা।

চিতা আসলে বিগ ক্যাট বা বড় বিড়াল নয়। এরা অপেক্ষাকৃত ছোট আকারের হয়। চোখে পড়ার মত একদম ছিপছিপে গড়নের শরীরে সার সার কালো ছোপ। পা গুলো বেশ সরু আর লম্বা। একটা পরিণত চিতার দেহ দৈর্ঘ্যে প্রায় ১.১০-১.৩৫ মিটার হতে পারে। এদের লেজের দৈর্ঘ্য হয় প্রায় পৌনে এক মিটার। আর লেজ সমেত শরীরের দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় আড়াই মিটারের কাছাকাছি। ওজন হয় ৩৪ থেকে ৫৪ কেজির মত। পুরুষ চিতা আবার স্ত্রী চিতার চেয়ে সামান্য বড় হয়। আর চিতাবাঘের শরীর চিতার চেয়ে বেশ লম্বা কিন্তু পা গুলো বেশ ছোট। চিতাবাঘের দেহটা ১.২৫–১.৬৫ মিটারের মত লম্বা হয়, লেজ সমেত শরীরের দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় পৌনে তিন মিটার। চিতার কাঁধ বেশ সরু আর বুকটা বেশ ভিতর দিকে ঢোকানো থাকে। গায়ের হলদেটে চামড়ার উপর ২ থেকে ৩ সেন্টিমিটার ব্যাসের প্রায় গোল গোল ছোপ থাকে। এই ছোপ গুলো একদম ঠিকঠাক সার বেঁধে থাকে। শরীরের নীচের দিকে বা পেটের তলার দিকে এই ছোপ গুলো প্রায় না থাকলেও লেজে কিন্তু থাকে। ছোপ গুলো লেজের শেষ দিকে এসে চার থেকে ছটা আংটির মত হয়ে শেষ হয়ে যায়। তবে তানজানিয়াতে ১৯২১ সালে একটা চিতাকে মারা হয়েছিল যার শরীরে এই ছোপ গুলো প্রায় ছিলনা বললেই চলে। চিতাবাঘের ছোপগুলো কিন্তু বেশ অন্য রকমের। চামড়ার উপর একটা ফিতে দিয়ে বানানো গোলাপ ফুলের মতো নকশার ভিতরে থাকে ছোপ গুলো। আর এগুলো চিতার মত অত ঘন সারিতে থাকে না।

Cheetah

চিতা স্থলের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। এরা ঘন্টায় ১১২ থেকে ১২০ কিলোমিটার গতিতে ছুটে শিকার করতে পারে। তবে এরা সাধারণত ৩০-৯০ ফুট দূরে থাকা শিকার কেই তাড়া করে। এর কারণ হলো, চিতা দ্রুততম দৌড়বাজ হলেও এই গতিতে ছুটতে পারে মাত্র ২০ সেকেন্ডের মত। এই হঠাৎ গতি এদের শরীরে রক্তচাপ অনেক বাড়িয়ে দেয়, যার ফলে শরীরের উষ্ণতাও একলাফে অনেকটা বেড়ে যায়। এই মারাত্মক গতিতে ছুটে যাবার সময় একটু আঘাত এদের মৃত্যুর কারণ হতে পারে। আবার এই কারণেই শিকার ধরার পর এরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরা যতবার শিকার ধরার জন্য ধাওয়া করে তার মধ্যে গড়ে পঞ্চাশ শতাংশই সফল হয়। আবার একবার ছুটে শিকার ধরতে না পারলে আর তখনি ধাওয়া করে না। অন্যদিকে অনেকটা ভারী শরীরের চিতাবাঘ ঘন্টায় মোটামুটি ৫৮ কিলোমিটার গতিতে ছুটে শিকার করতে পারে, যেটা চিতার তুলনায় অনেক কম। চিতা সাধারণত লাফ দিয়ে শিকার ধরে না, ছুটে তাড়া করে শিকার করে, অন্য দিকে চিতাবাঘ বা লেপার্ড এবং অন্যান্য বড় বিড়ালরা লাফ দিয়ে এবং ছুটে শিকার ধরতে পারে। চিতাবাঘ মাটি বরাবর প্রায় ৬ মিটার আর মাটি থেকে লম্বালম্বি উঁচুতে প্রায় ৩ মিটার লাফিয়ে শিকার করতে পারে।

চিতা সাধারণত শিকার করে দেখে, গন্ধ শুঁকে শিকার ধরে না। আবার সেই কারণে এরা অন্যান্য বিগ ক্যাট বা বড় বিড়াল দের মত নিশাচর শিকারি নয়। এরা শিকার করে হয় সকালে নাহলে বিকেল বা সন্ধ্যায়, যখন আলো পাওয়া যায়। এই ধরনের অভ্যাসের জন্য এদের চোখ দুটো মাথার একদম উপরের দিকে থাকে আর দুটো চোখের কোণ থেকে একটা করে কালো ফিতের মত দাগ শুরু হয়ে নাকের পাশ দিয়ে মুখে এসে শেষ হয়ে যায়। এই কালো দাগ দুটো সূর্যের আলোর থেকে চোখ দুটোকে রক্ষা করে। ফলে আলোতে শিকার করতে সুবিধা হয়। চিতাবাঘের এই কালো দাগ দুটো থাকে না। আর চিতাবাঘ রাতের অন্ধকারে শিকার করতে বেশী স্বচ্ছন্দ। চিতাবাঘ সাধারণত নিঃশব্দে চোরের মত আতর্কিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। চিতার মাথাটা খুব ছোট হয়। কিন্তু চিতাবাঘের মাথাটা চিতার মাথার চেয়ে অনেক বড় হয়। পরিণত চিতা যেখানে পঞ্চাশ কেজির একটু বেশি ভারী হয়, চিতাবাঘ বা লেপার্ড কিন্তু ৯০ কেজি হয়ে যায়। আবার চিতা এদের থাবার নখগুলোকে পুরোপুরি থাবার মধ্যে ঢোকাতে পারে না। কিন্তু চিতাবাঘ বা লেপার্ড আর অন্যান্য বড় বিড়ালরা তাদের নখগুলোকে পুরোপুরি থাবার মধ্যে ঢোকাতে পারে।

Leopard

চিতা একদম ভালো গাছে উঠতে পারে না। অন্যদিকে চিতাবাঘ ওস্তাদ গাছবাইয়ে। চিতাবাঘ অনেক বড় আকারের শিকার ধরে নিয়ে তরতর করে গাছে উঠে পড়ে। আসলে চিতার তুলনায় চিতাবাঘ বা লেপার্ড এর বাহু আর ঘাড়ের পেশী অনেক বেশি শক্তিশালী হয়। চিতাবাঘ মোটামুটি ভালই সাঁতার কাটতে পারলেও চিতা কিন্তু সাঁতারে একেবারেই পটু নয়। অন্যান্য বিগ ক্যাট বা বড় বিড়াল দের তুলনায় চিতা একটু দুর্বল গোছের হয় তাই শিকার ধরার ক্ষেত্রেও এদের পছন্দ ছোট খাটো হরিণ জাতীয় প্রাণী। চিতা শিকারের ঘাড় ভেঙে দিতে পারেনা তাই দাঁতের চাপে শ্বাসনালী বন্ধ করে বা শ্বাসনালী ফুটো করে দিয়ে শিকারকে ধরাশায়ী করে। আবার লেপার্ড বা চিতাবাঘের মত শিকার নিয়ে গাছে উঠতে পারে না, তাই শিকার যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলে। নাহলে অন্য বড় বিড়াল যেমন সিংহ, বাঘ, চিতাবাঘ এরা চিতার শিকার ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। চিতা সারা বছরই প্রজনন করে, যেটা অন্য বড় বিড়াল দের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে ঘটে। এরা সাধারণত মাস তিনেক সন্তানকে গর্ভে রাখে। গড়ে ১ থেকে ৮টা বাচ্চা জন্মায়। পুরুষ চিতা বাচ্চা সম্পর্কে খুব উদাসীন হয়, কিন্তু অন্যান্য পুরুষ বড় বিড়ালরা বাচ্চা বড় করতে সাহায্য করে। চিতা সাধারণত শিকার পাওয়া যাবে এমন জায়গায় থাকতে বেশী পছন্দ করে। তাই এরা মোটামুটি খোলামেলা ঘাসের বন, প্রায় মরুভূমি, প্রেইরি অঞ্চলে থাকতে পছন্দ করে। পার্বত্য তরাই আর সাভানা অঞ্চলে এদের সংখ্যা তাই বেশি হয়।

চিতা কিন্তু চিতাবাঘ বা অন্যান্য বড় বিড়ালদের মত গর্জন করতে পারে না। আর বলাই বাহুল্য যে গর্জন না করতে পারলে বড় বিড়ালের দলে ঠাঁই মিলবে না। তাই চিতাও বিড়ালের মাসি হলেও বড় বিড়াল নয়। তবে চিতা আর চিতা বাঘ, এদের উভয়েরই অস্তিত্ব বর্তমানে খুব সংকটে। চোরা শিকার, জঙ্গল কেটে বসতি স্থাপন, এই সব কারণে এই প্রাণীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে।

অনিন্দ্য পাল | Anindya Paul

Paribartan Bengali Story | পরিবর্তন | অঙ্গনদীপ চ্যাটার্জী | Top New 2023

Adrishya Alor Poth | অদৃশ্য আলোর পথ | কৃষ্ণকিশোর মিদ্যা | Top New 2023

Hello Baby Animals | হ্যালো বেবী এনিম্যালস | সুবল দত্ত | Top New Story 2023

Natun Bangla Galpo 2023 | বাংলা গল্পগুচ্ছ | জয়নাল আবেদিন

Is Cheetah and Leopard same | Trending questions – Is Cheetah and Leopard same | Ask – Is Cheetah and Leopard same | Sabuj Basinda | High Challenger | FAQ – Is Cheetah and Leopard same | Q & A – Is Cheetah and Leopard same | What is the difference cheetah and leopard? | Is A leopard related to a cheetah? | Which is bigger leopard or cheetah? | What is the difference between a cheetah and leopard tail? | Is cheetah found in India? | Does India have cheetah or leopard? | Is cheetah powerful than leopard? | Can a jaguar be a cheetah? | Can a cheetah fight a leopard? | Who is stronger than a cheetah? | Is cheetah powerful than tiger? | Which is faster lion or cheetah? | Which is the fastest animal? | What is the fastest land animal? | GK – Is Cheetah and Leopard same | CA – Is Cheetah and Leopard same | Video – Is Cheetah and Leopard same | Who is stronger cheetah or leopard or jaguar? | Why did India bring cheetahs? | Who bring cheetah to India? | How many Cheetah in India died? | Why India didn’t have cheetah? | Can jaguars live in India? | Which state in India has cheetah? | Can a leopard fight a lion? | Who will win jaguar or lion? | Can cheetahs and leopards mate? | Is A puma a cheetah? | Can I pet a cheetah? | Is a puma a type of cheetah? | What animal can beat a leopard? | What animals can defeat a cheetah? | Can a human fight a leopard? | Did India pay for cheetah? | Will cheetahs survive in India? | Who hunted last Cheetah in India? | What is leopards worst enemy? | Who eats tigers? | What is the strongest animal in the world? | Why do lions hate cheetahs? | Who eats lions? | What kills lion? | Who is the cheetah lady of India? | Which Indian zoo has cheetah? | What is the cost of 8 cheetahs in India? | Which country has most cheetahs? | How many cheetahs were born in India? | Is bringing cheetah to India a good idea? | Who eats leopards? | Do crocodiles eat lions? | Do lions eat cheetah? | Which country is the king cheetah found? | Know – Is Cheetah and Leopard same | Pdf – Is Cheetah and Leopard same | Photo – Is Cheetah and Leopard same | Where are cheetahs left in India? | Where are cheetahs kept India? | What part of the world is India? | When was the last cheetah found in India? | Are there leopard in India? | What are leopards afraid of? | What is a female leopard called? | Why lions don t eat leopards? | Why are lions afraid of water? | Is leopard shy or friendly? | Are leopards harmful? | Will cheetah come back to India? | Geography channel – Is Cheetah and Leopard same | National Tv – Is Cheetah and Leopard same | How many cheetahs did India bring? | How many lions are there in India? | Which animal is not eaten by lion? | Do Bengal tigers eat leopards? | Which is stronger a lion or tiger? | Why did India bring cheetahs? | Who brought cheetah to India? | Why is India getting cheetahs? | What is the biggest tiger? | Are leopards afraid of tigers? | Which animal can defeat Bengal tiger? | Is Cheetah and Leopard same? | Are elephants afraid of tigers? | Can tigers smell fear? | Do tigers fear humans? | Did India pay for cheetah? | Did India buy cheetahs? | Is India buying cheetah? | How many Cheetah in India died? | Will cheetahs survive India? | Can we keep cheetah as pet in India? | Are cheetahs friendly to humans? | Which pet is legal in India? | Can I pet a fox in India?

Leave a Comment