আরতি সেন – সূচিপত্র [Bengali Poetry]
হবো স্বনির্ভর – আরতি সেন [Bangla Caption Kobita]
এবার করব একলা পথচলা শুরু
যতই হোক না মেঘের গর্জন গুরু গুরু।
যদি সময় না থাকে হাতে কারো
জানি হাত বাড়াবে না আরো।
এবার চলবো একা
যতই হোক পথ বাঁকা।
নিজ সংকল্পে করে নেবো পথ সোজা
জীবন যতই হোক শক্ত বোঝা।
দুর্বলতাকে দেবো না মনে ঠাঁই
দৃঢ় প্রতিজ্ঞ হবো সবলতাই।
একদিন নিশ্চয়ই খুঁজে পাবো মঞ্জিল
জীবন যুদ্ধক্ষেত্র যতই হোক না কার্গিল।
এবার বাঁচবো স্বাধীনতায়
বাঁচবো না আর পর নির্ভরতায়।
নারীশক্তির ঐশ্বর্য – আরতি সেন [Bangla Caption Kobita]
লেখার ভাষা ভুলেই যাবো
বদলে দেবো সব বিশেষণ
যে কাপুরুষ করবে কুকাজ
তাকেও বলাা হোক ধর্ষিত কুজন।
লজ্জা শুধু নারীর নয় পুরুষের হোক বেশি
ধর্ষক শুধু নও তুমি হচ্ছে তোমারও সম্মান হানি।
শেখাও মাগো শেখাও সন্তানকে তোমার এখনি।
নারীরা যে সবই পারে হলে পরে অপমানী
সম্মান হানি করলে পরে করবে অঙ্গহানী।
একটিবার ভেবে দেখো আক্রমণের প্রতিবাদের দানে
যদি লজ্জা ভয় ত্যাগ করে প্রতি আক্রমণ হানে।
বাঁধবে না আর রাখী বন্ধন
তুমিও হবে ধর্ষিত হবে তোমারও মরণ।
ধর্ষণ কাণ্ডে লজ্জা যদি নারী তোমার একার হয়
ধর্ষিত না হয়ে দেখাও সাহসিকতা
মরণকে করো জয়।
সবলের থেকে দুর্বলকে মারা অনেক সহজ
নারীরাও তো বীরাঙ্গনা দুর্বল একটুও নয়।
সহ্য করে প্রসব করছো
সবচেয়ে কঠিন নারীর প্রসব যন্ত্রণা।
রুখে দাঁড়াও মরবার আগে একবার
ঘুচিয়ে দাও দুষ্টের ধর্ষণের বাসনা।
তুমিই পারো পারবে তুমি, তুমি জানো মানুষ সৃষ্টির রহস্য
গুঁড়িয়ে দাও লালসার হাড়
সকলে দেখুক নারীশক্তির ঐশ্বর্য।
ক্ষণিকের হিসেব – আরতি সেন [Bangla Caption Kobita]
ক্ষণিকের তরে আমরা এসেছি
ক্ষণিকের তরে জন্ম নিয়েছি
ক্ষণিকের তরে বেঁচে আছি সবে
ক্ষণিক পরেই আবার মরছি।
ক্ষণিক ভালো ক্ষণিকে মন্দ
দোটানা জীবন দ্বন্দ্বে যুঝছি।
ক্ষণিক ব্যারাম ক্ষণিক বিরাম
অনন্ত ধরে ছুটে চলেছি।
অজানাকে নিয়ে কত না গল্প
অজানাকে আজও জেনেই চলেছি।
কত বীরগাঁথা, কত গোপনতথ্য
আজ মন দিয়ে কত শুনছি।
জীবনের গান গেয়ে গেয়ে
কত প্রজন্ম পেরিয়ে এসেছি।
প্রবল বেদনা প্রবল সুখে
কখনো কেঁদেছি কখনো হেসেছি।
তবুও বাঁচতে যাইনি ভুলে
দিনাতিপাত করেই চলেছি।
উন্নত ভাবনা – আরতি সেন [Bangla Caption Kobita]
পুতুল নাচের খেলা আজ সুদূর অতীত
পুতুল নাচের আসরে এখন হয় না নৃত্যগীত।
কাঠের পুতুল আর নাচে না
আনন্দ আর আসে না।
রামায়ণ পালা মহাভারত পালা
লায়লা মজনুর প্রেমের কাহিনী
রবিঠাকুরের নৃত্যনাট্য অথবা রামমোহনের কথা।
পুরানের গল্পগাঁথা সবই অতীত
মন তাই ব্যথিত।
পুতুল তো নয় যেন মানুষ
দেখে মনে জাগতো হুঁশ।
আজ এই আধুনিক প্রযুক্তির যুগে
পুতুল নাচ শিল্প প্রায় বিলুপ্ত
সম্মান আর হয় না প্রাপ্ত।
রোজগার প্রাপ্তিতে ক্ষতিগ্রস্ত
আকর্ষণ বাড়াতে ভাবতে উন্নত পদ্ধতি
সকলের মনে জাগে পুতুল নাচ দেখার আকুতি।
মাগো আমার মা – আরতি সেন [Bangla Caption Kobita]
ভোরের স্বপ্নে ডাক দিলে মা
গেলাম ছুটে দেখতে,
রাত্রিবেলায় পাড়ি দিলে
অজানা দেশেতে।
অনেক সময় পাও নি মাগো
দিতে সময় শত কাজের মাঝে
আজকে আবার এসেছে সময়
মিলবো তোমার মাঝে।
পারবে না আর থাকতে দূরে
ডাকবে কাছে আদরে
থাকবো সাথে ছাড়বো না হাত
যাবে না কভু সুদূরে।।

রাতের তারা – আরতি সেন [Bangla Caption Kobita]
রাত্রির গভীর কালো অন্ধকারে
নক্ষত্রমণ্ডলীর অবয়ব কল্পনা
যুগযুগান্তর ধরে চলে আসছে
সত্যি নাকি নিছক ধারণা।
সাতটি তারায় সজ্জিত
সপ্তর্ষিমণ্ডল, ধনুর্ধর কালপুরুষ
এছাড়া স্বাতী অরুন্ধতী
কল্পনীয় সব ধ্রুবতারা।
কল্পলোকের কল্পকথা
না জীবনের গল্প-গাঁথা
অজানা অনেক তথ্য
মুখে মুখে অষ্টবসুর কথা।
আজো তারারা রাত্রির সঙ্গী
আজো মনের সাথে করে কথকতা
অশান্ত মনের কল্পনীয় ভরসা
সত্যি নাকি? এও এক রূপকথা।
বৃষ্টি রাশি – আরতি সেন [Bangla Caption Kobita]
আকাশ জুড়ে মেঘের হাসি
ঝরছে বৃষ্টি রাশি রাশি।
যখন তখন ইচ্ছে যত
ছোট্ট অবোধ শিশুর মতো।
জল নিয়ে খেলছে শিশু
এসেছে যে বর্ষাঋতু।
খামখেয়ালী শিশুমন
ঝরছে বৃষ্টি অনুক্ষণ
ভিজিয়ে দিয়ে পাচ্ছে খুশী
বৃষ্টি দুপুর ঘুম আয়েসি।
সবাই যেন ঘুম কাতুরে
আপনমনে বৃষ্টি ঝরে।
গাছের পাতায় জল টুপটুপ
দুপুরবেলা সব নিশ্চুপ
পাখিরা সব কিচিরমিচির
শুনছি শব্দ চেঁচামেচির।
দিনের শেষে ফিরবে বাসায়
ডালে বসে সেই আশায়।
বৃষ্টির পায়ে জল নূপুর
পড়ছে ঝোরে ঝুর ঝুর ঝুর।
ওগো বৃষ্টি একটু থামো
পথিক, পাখি পথে নামো।
অনুশোচনায় শুদ্ধ – আরতি সেন [Bangla Caption Kobita]
অনুশোচনায় শ্রান্ত মনোভূমি থেকে
বিকশিত এক বিশুদ্ধ মন
অন্তরাত্মার অনলে জ্বলে পুড়ে
ভস্মস্তূপ থেকে এক পবিত্র মনন।
যেমন অগ্নিতে পুড়ে
স্বর্ণ হয় খাঁটি
তেমনি অনুশোচনা হলে
মন হয় নরম মাটি
যেমন কাঁচা মাটির জিনিস
আগুনে হয় শক্ত
বর্ষায় মাটির উপর পলি জমে
জমি হয় চাষের উপযুক্ত।
কাগজের নৌকা – আরতি সেন [Bangla Caption Kobita]
কাগজের ছোট নৌকাখানি
এখনো বাঁধা আছে
মনের গোপন কোণে
হঠাৎই ভেসে যেতে চাই
কারণে অকারণে।
বৃষ্টি ঝরলে আকাশ থেকে
বর্ষায় যে আরো
দুর্দমনীয় জলের তোড়ে
ভীষণ আকুলতা
চলবে ভেসে জলের গতির টানে
আপন খুশী আপন খেয়াল যেথা।
আমি যেন সেই নৌকার মাঝি
মনের সুখে গুনগনিয়ে গাই
কাগজের আমার নৌকা খানি
দেখবি সখি আয়রে তবে আয়।
খাতার সাদা পাতা, অথবা রঙিন কাগজ লাল নীল
নয়তো খবরের ছেঁড়া কাগজ
নৌকোর কাঠামো তাই দিয়ে বানায়।
মন সরোবরে ভেসে থাকে সারাক্ষণ
কাগজের ছোট্ট নৌকাটি ভালো রাখে আমার এই মন।
অধিক বরষণ – আরতি সেন [Bangla Caption Kobita]
আষাঢ় শ্রাবণ অধিক বরষণ
নদীর কূলে বানের জলে ধরে ভাঙন।
ভাঙন ধরেছে ঘরের দেওয়ালে
চাষের জমি ভাসলো জলে।
ভাঙন ধরবে সবার কপালে
স্বপ্ন ভেসে যাবে অকুলে।
হবে না চাষ ক্ষেতি বরবাদ
হবে না আর চাষ আবাদ।
সারাবছর নিঃস্ব গৃহ
বর্ষার আশা ডুবে গেল সমূহ।
মাথায় যেন পড়েছে বাজ
নেই অন্ন নেই কাজ।
বুকভরা শুধু হাহাকার
মনের মধ্যে চলছে বিকার।
মেঘ দিলে তো অসম পানি
এ-জীবনে শুধু হয়রানি।
দয়াল কিছু উপায় করো
দয়াল বলেন ধৈর্য ধরো।
এই প্রকৃতি ভীষণ রোষী
দোষ করলেই ধরে দোষী।
প্রকৃতির সাথে রেষারেষি
কে বলো ভাই বেশী দোষী।
প্রকৃতিতে শ্রাবণধারা – আরতি সেন [Bangla Caption Kobita]
শ্রাবণধারা পড়ুক ঝরে
মাটি হোক স্নিগ্ধ শীতল
পরিপূর্ণ হোক সকল জলতল
মাঠঘাট যত আছে হোক সবুজ শ্যামল।
গাছেরা করছে মহা আনন্দ
স্নিগ্ধ যে তারা শ্রাবণ ধারায়
সাদা ফুল ঝরে মাটিতে পড়ে
প্রকৃতি মা যেন অঞ্জলি নেয়।
ধানের ক্ষেতে লাঙ্গল চলুক
বীজধান হোক রোপণ
মাটির বুকে ফলবে সোনার ফসল
চাষী হবে কাজে সফল।
শ্রাবণধারা প্রাণের উৎস
বহন করে প্রকৃতিতে
জল ছাড়া যে বাঁচে না জীবন
প্রকৃতি মুখর নৃত্যগীতিতে
সোহাগী পরাশ্রয়ী লতা – আরতি সেন [Bangla Caption Kobita]
সোহাগে আদরে লতা যেমন বড়গাছকে
জড়িয়ে ধরে জীবন করে সার্থক।
সোহাগিনী সেও সোহাগী স্বর্ণলতা
তারও মনে আছে গোপন কত কথা।
চাইতো সেও আদর সোহাগ মেখে নিতে পাতায় পাতায়
ফুলে ফলে ভরে উঠবে লতা থাকে খুবই আশায়।
পরাশ্রয়ী নামে পরিচিত হলেও দুঃখ নেই মনে
লতায় পাতায় ফুলে ও ফলে সেজে উঠে যতনে।
বছর বছর এইভাবে জড়িয়ে থাকে বৃক্ষশাখে সোহাগে
জীবন নয়তো তুচ্ছ তারও বাঁচার ইচ্ছে জাগে।
পরাশ্রয়ী জীবন হয়েও সুখের অন্ত নাই
গাছের সাথে জড়িয়ে থেকেই চলায় জীবনের লড়াই।।

বর্ষণমুখর দিন – আরতি সেন [Bangla Caption Kobita]
প্রত্যুষ থেকে মুষলধারে ঝরছে বারিধারা
বারিধারায় শান্ত প্রকৃতি হয়েছে অশান্ত;ও-পাগলপারা।
চারিদিকে জল টলমল করে, খানাখন্দও জলে+ভরা
জনশূন্য পথঘাট সব; শুধু যায় মানুষ দু একটি বর্ষাতি পরা।
কাজের তাগিদে পেটের তাগিদে নেইকো তাদের বিরাম
বর্ষার দিন তাও নেই ছুটি নেই কোন আরাম।
ছোট শিশুরা ঘরে বসেবসে কাগজের নৌকা সাজায়
মা আজ বহুদিন পরে সুগন্ধ খিচুড়ি বানায়।
বিরাম তো নেই মায়ের কাজেরও সারাবেলা
বর্ষার দিন আনন্দমুখর প্রাণের আনন্দ মেলা।
বর্ষায় পাখি ভিজছে তবুও বাসার খেয়াল ঠিক
বাসার ভিতর ছোট্ট ছানারা ডাকছে চিক চিক।
কেঁচো আনে পোকা আনে মা পাখী মুখে করে
ছানারা বাসায় হাঁ করে থাকে খাই তারা পেট পুরে।
মায়ের হাতের খিচুড়ি রান্না খাবে খোকন সোনা
মায়ের হাতের ভালোবাসা মাখা এই স্বাদ বড় চেনা।
বর্ষা যেমন গাছেদের কাছে মায়ের ভালোবাসা
মাতা ও সন্তানের ভালোবাসা হোক সার্থক সবার মনের আশা।
বৃষ্টি হলেই বাঁচবে যে গাছ মাটিও হবে নরম
চাষীর ঘরে দুমাস হলেও ফুটবে ভাত গরম।
জলাশয়ে মাছ কাটবে সাঁতার পুকুর ভর্তি জলে
পুকুরের জলে পদ্মের শোভা ভরলে পদ্ম ফুলে।
মায়ের আসার সময় হল অধিক দূরে নয়
সময় হলেই জগত জননী আসবেন নিশ্চয়।
পূজিতা – আরতি সেন [Bangla Caption Kobita]
সৌন্দর্যে ভরা রক্তকরবী ফুটে পুষ্প-কাননে
দেখে মনে হয় হরষিত আজ বাগিচার আননে।
গাছ ভরে আছে রক্ত রং পুষ্পের সমাহারে
রক্তকরবী নাম যে তার রেখেছে প্রকৃতি আদরে।
স্তবকে স্তবকে গোছা গোছা ফুল
ঝাড়বাতি যেন দুলছে দোদুল।
পাতাই পাতাই করে যে ইশারা
রক্তকরবী ফুল অতি মনোহরা।
হাসি যে ফোটায় চিবুকে
লাজবতী যেন দেখছে বাঁকা নয়নে লাজুকে।
বর্ষায় স্নাত লালে লাল যেন
মাটিতে ঝরে আলতা রাঙায় প্রকৃতির চরণে।
শারদীয়া পুজো আশ্বিন মাসে
থালা ভরে সাজে মায়ের চরণের পাশে
তুমি বিনা ওগো ব্যর্থ পূজা
মায়ের সাথে তুমিও পূজিতা।
জীবন মূল্যবান – আরতি সেন [Bangla Caption Kobita]
জীবন বয়ে চলে আপন গতিতে
স্মার্টফোন দ্রুত গতিশীল তবুও
সময় অসময় ফেলে অস্বস্তিতে।
কখনো নেট বিভ্রাট কখনো চার্জ
সময়ে হয়না সময়ের কাজ।
বন্ধুত্ব এখনো জীবনে মূল্যবান
যখন বন্ধু থাকে না কাছে তখনই স্মার্টফোন।
বন্ধুত্ব মলিন হয় না শিশু থেকে বৃদ্ধকালেও
বন্ধু জীবনের সচলতার প্রতীক
বন্ধু ব্যতীত জীবন বড়ই অমৌলিক।
যুগের তালে প্রযুক্তির উন্নতিতে আসবে কতই যন্ত্র
মানুষের জীবনে মানুষের সান্নিধ্যে বাঁচা জীবনের মূলমন্ত্র।
যন্ত্র আকৃষ্ট করে যন্ত্রের মতন
মানুষের ব্যবহার মানুষের প্রতি মানুষের যতন।
আরতি সেন | Arati Sen
Natun Bangla Kobita Lekha | কবিতাগুচ্ছ | তালাল উদ্দিন | 2023
100 questions and answers about Ramakrishna Mission | রামকৃষ্ণ মিশন সম্পর্কে প্রশ্ন ও উত্তর
Natun Bangla Kabita 2023 | শিশির দাশগুপ্ত | Top New Poetry
Natun Bangla Kabita 2023 | শিবপ্রসাদ পুরকায়স্থ | Top New Poetry
রাতের তারা | বৃষ্টি রাশি | অনুশোচনায় শুদ্ধ | কাগজের নৌকা | অধিক বরষণ | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২৩ | কবিতাসমগ্র ২০২৩ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | রাতের তারা দিনের রবি | রাতের তারা লিরিক্স | রাতের তারা উঠবে ঘরে সুরের হবে | রাতের তারা নিয়ে কবিতা | রাতের তারা আমায় কি তুই বলতে পারিস | রুপালি গিটার আইয়ুব বাচ্চু | আহা জীবন | সেই তারা ভরা রাতে | নিঝুম রাতের তারা কবিতা | নিশীথ রাতের তারা | রাশি দেখা | আজকের রাশি | বৃষ রাশি বৈশিষ্ট্য | বৃশ্চিক রাশি | বৃষ রাশির ভাগ্য | বৃষ রাশি ২০২৩ কেমন যাবে | সাপ্তাহিক রাশিফল | মকর রাশির আজকের রাশিফল | কাগজের নৌকা – উইকিপিডিয়া | কাগজের নৌকা বানানো | কাগজের নৌকা নিয়ে ক্যাপশন | কাগজের নৌকা নিয়ে কবিতা | কাগজের নৌকা লিরিক্স | ডিঙি নৌকা কবিতা | ভাঙ্গা নৌকা কবিতা | জীবন নৌকা কবিতা | ডিংগি নৌকা | প্রকৃতিতে শ্রাবণধারা | সোহাগী পরাশ্রয়ী লতা | বর্ষণমুখর দিন | পূজিতা | জীবন মূল্যবান | গহন রাতে শ্রাবণধারা | সঘন গহন রাত্রি | শ্রাবণধারায় উৎসবে | টানা শ্রাবণধারা | গীতবিতান প্রকৃতি পর্যায় | কোন পুরাতন প্রাণের টানে | অমল ধবল পালে লেগেছে | আহ্বান আসিল মহোৎসবে | বজ্রমানিক দিয়ে গাঁথা লিরিক্স | নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় | পরাশ্রয়ী উদ্ভিদ | পরাশ্রয়ী মূল | একটি বর্ষণমুখর দিন | বৃষ্টির দিনের অনুভূতি | বর্ষণমুখর দিন অনুচ্ছেদ | বর্ষার দিন | বৃষ্টির বর্ণনা | একটি বর্ষার দিন রচনা ছোটদের | বর্ষণমুখর সকাল | বর্ষণমুখর সন্ধ্যা | মূল্যবান জীবন | জীবন সবচেয়ে মূল্যবান | জীবন অতি মূল্যবান | Sabuj Basinda | Shabdodweep Web Magazine | High Challenger