Favourite Bangla Kobita – Gobinda Modak
যদিও কবিতা… – গোবিন্দ মোদক
অনেকদিন কোনও কবিতা সহবাসে নেই
বুক জুড়ে খেলা করে তাথৈ রোদ্দুর
ভাদ্রের নিদারুণ দহনে ফুটিফাটা তৃষিত হৃদয়
মগ্নচৈতন্য জুড়ে ‘না-হওয়ার’ জ্বালা
ভাবি এবার পাথর দিয়ে বাঁধিয়ে নেব হৃদপিণ্ড
দু’একটি চেতনার পালক খুলে
ছিঁড়ে ফেলে দেব ছিন্ন মলাটের মতো
তারপর এক হাতে তুলে নেব নিজের করোটি
ভুলে-ভরা মন্ত্রোচ্চারণে লোক চমকাবো
তারপর নিপুণ অভিনয় শেষে
নিঃসঙ্গ বকের মতো সন্তর্পণে এগিয়ে যাব
জলাভূমির তীর ধরে ধরে …
বলা যায় না, পেলেও পেতে পারি
কোনও রূপকথার ঝালর
কিংবা আরক্ত ফুসফুস
যেটি প্রাণপণ চেষ্টা করছে দূষণের মধ্যে থেকেও
একটুকু বিশুদ্ধ অক্সিজেন টেনে নেবার জন্য।
যখন অবগুণ্ঠন – গোবিন্দ মোদক
আজকাল –
পৃথিবীর সব ক্ষত বুকে নিয়ে
পড়ে থাকি নীরন্ধ্র অন্ধকার জুড়ে
দিন আসে, দিন যায়
সূর্যাস্তের দাগ জুড়ে
পদচিহ্ন রেখে যায় বাসি দিন
অবগুণ্ঠনে মুখ ঢেকে
শরীরী গন্ধ খোঁজে রাতের বাতাস।
এতো সংকোচের মধ্যেও
স্থির চোখে বসে থাকি
পৃথিবীর সব ক্ষত বুকে নিয়ে…
আজকাল –
তোমাকে দেখলেই – গোবিন্দ মোদক
তোমাকে দেখলেই
আমার সমস্ত কোষ জুড়ে
আগুন জ্বলে যায়,
তোমাকে ভাবলেই
দেহের শোণিত স্রোতে
পাগলা ঘোড়া ধায়,
তোমাকে মনে করলেই
শাপলা-শালুক ফুটে ওঠে
মনের কোণে কোণে,
তোমাকে চাইলেই
ধামসা-মাদল বেজে ওঠে
মনের গহীন বনে!
অথচ নিশির ডাক
নিভিয়ে দেয় দহনের সুখ,
রেখে যায় পোড়া পোড়া
জ্বালাময় অনুভূতি।
অষ্টম আশ্চর্য – গোবিন্দ মোদক
খই ছড়ানো পথে
ফুলে ফুলে ঢাকা যে মানুষটিকে নিয়ে
এই মাত্র চলে গেছে
শববাহী ‘স্বর্গদূত’ নামক যানটি,
যার পিছনে অগণিত জনতার ঢল
নামিয়ে রাখছে
পাহাড় প্রমাণ শ্রদ্ধা আর বিস্ময়,
সংবাদপত্রগুলো তাদের প্রথম পৃষ্ঠার
অনেকখানি জায়গা জুড়ে ছেপেছে
যার সুমহান কীর্তি
আর রেখে যাওয়া দাগের নমুনাসমূহ,
কেউ জানে না তার দু’চারটি অবৈধ সন্তান
মিশে আছে এই জনতার মধ্যে!
আর পৃথিবীর অষ্টম আশ্চর্য হলো এই যে
ঐ জারজগুলোও জানে না
শববাহী যানটিতে শুয়ে আছে
তাদেরই জন্মদাতা পিতা!
স্মৃতি, তুমি বেদনা – গোবিন্দ মোদক
বসে আছি একা এই পৃথিবীর খেলাঘরে,
কতো কথা কতো স্মৃতি শুধু যে মনে পড়ে;
মনে আছে শিশুকালে পাঠশালাতে ছোটা,
স্কুল পালিয়ে বন্ধুরা সব স্নানের ঘাটে জোটা।
পরীক্ষার হলে সবার কেমন টোকাটুকি,
সুযোগ পেলে ফেলে আসা দিনগুলোতে উঁকি;
শিক্ষা-দীক্ষা, কলেজ লাইফ, বিশ্ববিদ্যালয়,
অমন সুন্দর দিনগুলোতে আর কি ফেরা যায়!
তারপরেতে টুকরো প্রেম, ব্যর্থ প্রেমের চিঠি,
ভিক্টোরিয়া, নন্দনেতে আমি আর মিঠি;
কোথায় গেল সেই সমস্ত স্বপ্নরাঙা দিন,
বুকের ভেতর বাজে শুধুই দুঃখভরা বীণ।
শিক্ষকতা, বিয়ের পিঁড়ি, সংসারেরই কল,
গঙ্গা দিয়ে বয়ে গেল — কতো কতোই জল;
মেয়ের বিয়ে ছেলের চাকরী কতো ছোটাছুটি,
নাতি-নাতনী ভরা ঘরে খুশির লুটোপুটি!
হারিয়ে গেছে সেই সব দিন হারিয়ে গেছে প্রিয়া,
মিঞা-বিবির বিবি গেছে পড়ে আছে মিঞা;
শরীরটাও অশক্ত আজ চোখের দৃষ্টি কম,
চলে যাওয়ার হিসাব-নিকাশ করি যে হরদম!
তাই বসে আছি একা এই আজব খেলাঘরে,
কতো কথার টুকরো স্মৃতি শুধুই মনে পড়ে!!
ফুল কথা – গোবিন্দ মোদক
কিছু ফুল ফুল-ই ছিল
বৃতির মাঝে দল ছিল
দলগুলোতে রঙ ছিল
রঙের মাঝে রস ছিল।
কিছু ফুল ফুল-ই ছিল!
কিছু ফুল ফুল ছিল না
এ-কথাতে ভুল ছিল না
বর্ণে গন্ধে মিল ছিল না
বুকের মাঝে দিল ছিল না।
কিছু ফুল ফুল ছিল না!
কিছু ফুল সাদা-ই ছিল
বুকে মধু বাঁধা-ই ছিল
হৃদয়ে যতো খুশি ছিল
সব অন্যদেরকে দিলো।
কিছু ফুল সাদা-ই ছিল!
কিছু ফুল ফুলের বেশি
পাপড়িতে ভর্তি হাসি
ভালোবাসা ভালোবাসি
থরে থরে মধুর রাশি।
কিছু ফুল ফুলের বেশি!!
বন্ধন অথবা নষ্ট দুপুরের গল্প – গোবিন্দ মোদক
কোনও বন্ধন ছিল না বলেই
একটু একটু করে কেটে যেত
নষ্ট দুপুরগুলো,
মাটিতে জানু পেতে
এলেবেলে শস্য বাছবার মতো করে
বাছা হতো সময়ের দানা
আর আমরা একটু একটু করে
সুযোগ পেতাম সাহসী হবার
আর তখন —
অজানা আশঙ্কায় শিউরে উঠতো
দুপুরবেলার চিলেকোঠার ঘরটা
কোনও বন্ধন ছিল না বলেই ….
কাচ ভাঙ্গার গান – গোবিন্দ মোদক
বুকের ভিতর সব সময় একটা কাঁচ
আমি রেখে দিতাম যত্ন করে
ভালবাসলে সে কাঁচ
আয়না হতো
প্রতিবিম্ব ফোটাতে পারতো মানুষটার
ভালবাসা কেড়ে নিলে
দু’টুকরো হতো আয়না
আর প্রতিটি টুকরোতে বেজে উঠতো
হৃদয় ভাঙ্গার গান।
সবাই জানে
ভালবেসে কাঁচ আয়না হতেই চায়
রক্ত ঝরাতে চায় না হৃদয় থেকে॥
কবিতার ঘরবাড়ি – গোবিন্দ মোদক
জানি —
যে কোনও শব্দকে
কবিতায় ব্যবহার করা চলে না
তবু আমি অনায়াস হই শব্দ ব্যবহারে
পরিমিতিবোধ দূরে রাখি,
শ্রাবণ-জল যেমন স্বতঃস্ফূর্ত ভরিয়ে দেয়
বাবুদের বাড়ির উঠোন অথবা পয়ঃপ্রণালী
তেমনই মাঠে বেড়ে ওঠা অনাদর গাছের মতো
নিরিবিলি শব্দেও আমি কলম ভরাই
পাতাবহুল গাছের ছায়ার মতো শীতল
কিছু না হোক
দুটো উল্লম্ফ খুঁটি সাধ্যমত ছায়া দিয়ে যায়
— এ কথা কোনও অংশেই অসত্য নয়।
অনায়াস দুধ জ্বাল দেওয়ার মতো
আমি তাই শব্দ উথলাই।
কেন না —
আমি কোনও কবিতার ঘরবাড়ি বানাবার
চেষ্টা করি না।
পাড়ি – গোবিন্দ মোদক
ঠিক ছিল আগামীকাল সাত-ভোরে
চেনা পথে হেঁটে যাবো কিছু অচেনা-ক্ষণ
তখন শেষ রাতের ম্রিয়মাণ বাঁকা চাঁদ
অবহেলে গড়াগড়ি দেবে পশ্চিম আকাশে
আমের বোলের গন্ধের মৃদু মাদকতায়
ভিজে যাবে যতো আমতলা
সপ্তপর্ণীর নিবিড় আলো আঁধারী ঠেলে
পার হবো আরও কিছু পথ, অচেনা সময়
আর চেনা তুমি ভোর-কোণ থেকে
রাঙা হয়ে উঁকি দেবে
আর আমি তোমাকে ছুঁয়ে দেবো
দৃষ্টির আলোয়।
তাই ঠিক ছিল —
আগামীকাল পাড়ি দেবো সাত-ভোরে
কাউকে কিছু না বলে।
যদি কথা না রাখো – গোবিন্দ মোদক
যদি কথা না রাখো
তবে উতলা হবো না।
বরং একে একে নিভিয়ে দেবো
অন্ধকারের সলতেগুলো।
একে একে মুছে দেবো
লাইনটানা খাতার
লেখাগুলোর ঋজুতা।
একে একে এলোমেলো করে তুলবো
বসার ঘর, ধবধবে বিছানা,
ফুলদানির ফুলগুলো।
তারপর ভোর ফোটবার আগেই
বাজিয়ে দেবো সদর দরজার ঘন্টা!
বেহালাটা – গোবিন্দ মোদক
যখন কোথাও কোনও বেহালা বাজে
আমি খুব অন্যমনস্ক হয়ে যাই
একটু একটু করে তলিয়ে যেতে থাকি
নিঃসীম স্বপ্নের ভিতর
চেনামুখের আদলগুলো
বেঁকেচুরে ভেঙেচুরে বদলে যেতে থাকে
আর আমি
ভাবনার মিহি শরীরে হাত রাখি
ভাঙাচোরা অংশগুলো জুড়ে জুড়ে
ফিরিয়ে আনতে চেষ্টা করি
অবিরত সেই চেনা মুখ।
সময় চলে যায়
আমার হিসাব মেলে না
কখনোই মেলে না
তবু আমি সময়ের দাস হয়ে
পদার্থবিদ্যাকে নতুন করে লেখবার
ব্যর্থ চেষ্টা করে যাই …
ওদিকে বেহালাটা বাজতেই থাকে …
বাজতে থাকে করুণতম সুরে …
আসন্ন বৃষ্টির কথা ভেবে – গোবিন্দ মোদক
ফুটি-ফাটা মাটি
হতাশা ছেড়ে জেগে উঠছে
বৃষ্টির গন্ধ পেয়ে,
বাতাস আকুল হয়ে
আবিরের মতো উড়িয়ে দিচ্ছে
জমে থাকা ধুলোর আস্তরণ
ধীরে ধীরে মেঘ জমছে …
জমে উঠছে ঈশান কোণে
থর থর কেঁপে উঠছে মাটির দেহ
সে এবার ঋতুমতী হতে চায়।
কবিতার মান-অভিমান – গোবিন্দ মোদক
কবিতার মান-অভিমান নিয়ে
মাথা ঘামালে কবির চলে না।
কারণ, এখনকার কবিকে
বায়নামতো লেখার যোগান দিতে হয়,
তাই “আমাকে আমার মতো থাকতে দাও”
— এই উচ্চারণ করবার আগে
অনেকগুলি প্রস্তরখণ্ড আর মালভূমি
পার হয়ে আসতে হয়।
অতএব কবিতার মান-অভিমান
কাগুজে বাঘের মতোই
হুংকার ছাড়তে পারে না!
শুধু, একটা অসামান্য ছবির মতো
তাকিয়ে থাকে পাঠকের দিকে।
বেলাশেষে – গোবিন্দ মোদক
কালের পদধ্বনি শুনবো বলে
সেই কোন কাল থেকে বসে আছি;
ব্যাকুল আগ্রহে অপেক্ষা করছি অনাগতের।
আশা আর যাওয়া – এ দু’য়ের আবর্তে
ক্লান্ত অবসন্ন আমি
বিশ্রামের জন্য তৃষিত হয়ে আছি;
অপেক্ষা করে আছি কখন ছুটে যাবে ঘুম,
বেজে উঠবে মহাকালের হাতের ডম্বরু;
জীবনের মন্থনে মৃত্যুর অমৃত উঠে আসবে
আত্মার গহন থেকে;
সূর্যোদয়ে সূর্যাস্তে – আলোকে অন্ধকারে –
আনন্দময় অনাদি শাশ্বতে –
বর্ণালীর রামধনুর বর্ণচ্ছটায় – অসীমে –
মিশে যাবে সবকিছু,
আনন্দ নিয়ে আসবে অমৃতময় মৃত্যু,
তার-ই সাথে হবো একাকার।
মানসী – গোবিন্দ মোদক
তুমি বেশিটা মেঘ, নাকি অনেকটাই গল্প
এ সব ভাবনা ফিকে হয়ে যায়
যখন তুমি চোখের আড়াল হও।
চোখের আড়ালে তুমি আরও রূপবতী
তোমার কোমরের খাঁজে দৃষ্টি পড়লে
রক্ত ছলকায় বুকের ভিতর
তুমি হয়তো তখন অবগাহনে
নিজের ভিতর খুনসুটি করে লাস্যময়ী।
তুমি বেশিটা বাস্তব, নাকি খানিকটা কল্পনা
এমন ভাবনার হঠাৎই ছেদ ঘটে
যখন তুমি দৃশ্যমান হও।
বিভাজিকা জুড়ে তুমি শ্রেষ্ঠ সম্রাজ্ঞী
অথবা রূপকথার রাজকন্যা
কিংবা রক্তমাংসের কামনাময়ী
— তা আমার মনে পড়ে না
অথচ তুমি তখন ঢেঁকীর পাড়ের শব্দ তুলে
হেঁটে যাও বুকের গভীরে।
মানসী, এভাবেই থাকো তুমি —
আর চাঁদ এসে টিপ দিয়ে যাক
তোমার মানবী কপালে …
আর, তাকিয়ে দেখুন দেবী প্রলয়ঙ্করী!
শেষ গান – গোবিন্দ মোদক
সারাটা জীবন ধরে
আয়োজন করেছি শতেক অনুষ্ঠান,
অজস্র নিমন্ত্রিত এসেছে
ভরে গেছে আমার তনু মন প্রাণ!
আলোক-উজ্জ্বল সে সব রাতে
বেজেছে গান ভরা কতো সুর,
জীবনের তটে দিনান্তের সূর্যালোক
মনে জাগে স্মৃতি সুমধুর!
এবার চলেছি ডাকতে
জীবনের শেষ অনুষ্ঠান —
একমাত্র নিমন্ত্রিত হবেন আগুন
তিনিই গাইবেন শেষ গান ….!
তুমি চলে গেলে – গোবিন্দ মোদক
তুমি জলসিঞ্চন করেছ বলে
বাগানের গাছে গাছে এতো ফুল
পাতাগুলো এতো সবুজ
ক্লোরোফিলে ভরপুর, স-তেজ ও স-তেজী
আমি বাগানে এলেই তুমি উৎফুল্ল হও
তখন আমরা দু’জনে পাতার গান গেয়ে
ফুল দেখি … পাখি দেখি …
এভাবেই অনেকটা পথ হাঁটা …
অনেক গান-কবিতার মোহময় রাত …
অবশেষে একদিন ছিঁড়ে গেল
প্রিয় দোতারার একটি তার …
মুছে গেল আলো-আগুনের সহাবস্থান …
বাগানের এককোণে পড়ে রইল ঝাঁঝরি …
শুকিয়ে গেল জলের উৎস
মাটি ফেটে চৌচির, গাছেরা মৃতপ্রায়;
পাতায় পাতায় নেই ক্লোরোফিলের ভিড় …
এক আশ্চর্য ধূসরতার মধ্যে দিয়ে
একা পথ হাঁটছি আমি মোনালিসা!
বন্ধন – গোবিন্দ মোদক
বয়ঃসন্ধির হাত ধরে ধরে
নেমে এসেছি অনেকটা পথ
এখন একাকী গোপন রোদে
ওম্ নিচ্ছে ভাদরের
এবার একবার এসে দাঁড়াও
ওগো প্রেম
মাতন হয়ে ঝড়ের পুচ্ছ নাচাও
কিংবা ঝরে পড়ো তুষারকণা হয়ে —
পৃথিবীর সব অনিকেত পথ ধরে
ভেসে আসুক প্রেমের বাতাস
কামগন্ধহীন
আর রহস্যের মায়াজাল ছিঁড়ে
ভেসে আসুক সু-বাতাস …
এবার জেগে ওঠো ওগো প্রেম
অন্তত একবারের জন্যও!
যখন অচেনা – গোবিন্দ মোদক
রাত্রির অন্ধকার জুড়ে
অন্ধকারের ভেতরে
আজও জেগে আছি
মনে হয় আরও কেউ
প্রতীক্ষা করে আছে
অন্ধকারের ভিতর
অথচ জানা হয় না
একে অপরের
রাত শেষ হয়ে যায়
সকাল আসে
দু’জন দু’দিকে চলে যাই
ঠিকানা বিহীন পথে
অচেনা রয়ে যায়
চেনা সময় …
নদী তুমি – গোবিন্দ মোদক
অবিরত একটা চলা
ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলা
পাহাড় থেকে সাগর
চলার পথে রোমাঞ্চ …
পর্বতসঙ্কুল এলাকা, তরাই অঞ্চল,
কঙ্করময় মালভূমি …
আবার কখনও সমভূমি
তুমি উর্বর করো তোমার পলিতে।
যুগ যুগ ধরে নব নব সভ্যতা
সবুজ শস্যক্ষেত্র হাতছানি দেয়,
বনানী ডাকে মেঘের দলকে,
তুমি বয়ে চলে অবিরাম …
নদী তুমি, তটিনী, নৃত্য পটীয়সী!
চাই না এতোটুকুও যুদ্ধ – গোবিন্দ মোদক
একটা যুদ্ধ কখনও
কোনও আরাম দিতে পারে না,
আঁকতে পারে না জীবনের জলছবি
গাইতে পারে না জীবনের জয়গান
উপহার দিতে পারে না নাচের ছন্দ,
তবুও শব্দকোষের ‘আগ্রাসন‘ শব্দটি
কখনও বা ভীষণাকার ধারণ করে
আছড়ে পড়ে যুদ্ধক্ষেত্র জুড়ে …
ভয়ঙ্কর কালো ধোঁয়া, বারুদের গন্ধ,
একরাশ হতাশা, চামড়া পোড়া বিবমিষা,
ক্ষমতালোভীর লোলুপতা
ক্রমশ গ্রাস করে তপোভূমির প্রশান্তি।
মনে রেখো —
যুদ্ধ কখনও কোনও লাভ দিতে পারে না,
আর, প্রাণের বহ্নুৎসবে
কোনও পুরুষাকার থাকতে পারে না।
না বলা কিছু কথা – গোবিন্দ মোদক
সব কথা বলা হয়ে গেলেই
কাহিনী ফুরায় না,
বলা শেষেও থাকে কিছু কথা
অস্তরাগের আলোর মতো;
তেমনই কিছু প্রেম
বিশ্বাসভঙ্গের পরেও জেগে থাকে
মনের মাস্তুলে জুড়ে।
রাত শেষে থেকে যায় আধভাঙ্গা ঘুম,
অগ্রন্থিত কিছু স্বপ্নসমাধি
আর কিছু লাবণ্যপ্রভা।
নশ্বর কিছু সময়
শুধু টিকটিক করে বয়ে চলে
আরও কিছু না বলা কথার অনুরোধে।
হায় রে মানুষ! – গোবিন্দ মোদক
গাছ ফুল দেয়, ফল দেয়, অম্লজেন দেয়,
দেয় শান্ত-সৌম্য কিছু ছায়া,
বিনিময়ে কিছু চায় না সে।
তবু অপরিণামদর্শী মানুষ
নির্বিচারে করে চলে অরণ্য নিধন
রাজসূয় যজ্ঞের মতো আয়োজনে।
যজ্ঞের পুরোহিত হয়ে মানুষ
একে একে মুছে দেয় অরণ্যের অধিকার,
অথচ ভাবে না —
একদিন সভ্যতার দুঃস্বপ্নে ভেসে উঠবে
মরুভূমির হাহাকার,
সেদিন ঊষর পৃথিবীর চোখেও
থাকবে না এক বিন্দু অশ্রুকণা।
কথামালা – গোবিন্দ মোদক
কিছুটা আলো এখন তির্যক এসে পড়েছে
তোমার অবারিত চুলে,
একটা মোহনা অপেক্ষা করে আছে
তোমার সঙ্গমের আশায়;
অথচ ক্লান্তিহীন কিছু বিকেলের আশায়
একটা সকাল ত্যাগ করেছে
তার সমূহ সতেজতা,
আলো জুড়ে বাড়ছে বাতাসের গণসংগীত
আর শব্দময় একটা উঠোন জুড়ে
নির্ভীক খেলা করে চলেছে
কিছু না বলা কথামালার আলপনা।
পথের ভুল – গোবিন্দ মোদক
অনেকদিন আগেই রাস্তায় নেমেছি
তারপর শুধু চলা, চলা আর চলা।
এক সময় চলার গতি শ্লথ হয়েছে
দু’চোখের দৃষ্টিও ঈষৎ স্তিমিত
তবু চলবার ফাঁকে ফাঁকে দেখি –
রেলিং টপকে রাস্তা চলেছে
সেই সঙ্গে চলেছে স্থির কিছু ছায়াচিত্র,
আবছা অথচ কিঞ্চিৎ যেন চেনা চেনা।
মনে মনে ভাবি – দৃষ্টিবিভ্রম!
পরক্ষণেই ভুল ভাঙে,
টের পাই – আমি যে রাস্তায় চলেছি
সেই রাস্তাটিই চলেছে উল্টোদিকে!
আহা! রাস্তাও কি পথ হারাতে পারে
ঠিক আমাদেরই মতো?
নেশার ঝোঁকে – গোবিন্দ মোদক
রঙিন কিছুটা পানীয় পেটে পড়তেই
মনটা উসখুস করে উঠলো
আর সেই উসখুশানি-সুখের জেরে
ভেবে বসলাম —
পৃথিবী জুড়ে বানিয়ে ফেলবো অজস্র খোপ;
প্রতিটি খোপে সূর্য উঠবে, চাঁদ উঠবে,
আর আমরা শ্লা ইয়ে মাতালের দল
বেসুরো রকমভাবে গেয়ে ফেলবো –
“চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি!”
কিন্তু না, না! এটা বড্ড বেশি রকমের
বাড়াবাড়ি হয়ে গেল।
তার চেয়ে বরং ঢাউস একটা ঘুড়ি ওড়াবো,
আর সেই ঘুড়ি উড়ে উড়ে গিয়ে
চাঁদের মুখে চকাৎ চকাৎ করে হামি খেয়ে বলবে-
আ্যাই ধুমসী! আমি তোকে ভালোবাসি!
ইস! ভীষণ ভুল হয়ে গেছে!
সেন্সর কাঁচি চালিয়ে চুমুর সিনটাকে কেটে দেবে।
তাহলে উপায়?
হ্যাঁ, একটা উপায় আছে বটে!
সেটা হলো আর এক পেগ করে গিলে ফেলে
পুরোপুরি আউট হয়ে যাওয়া।
তাহলে শ্লা রাধাও নাচবে না,
আর তেলও পুড়বে না॥
ম্যাজিক – গোবিন্দ মোদক
আজকাল পি. সি. সরকারের মতো
ম্যাজিক শিখেছি।
জীবনে প্রয়োগও করেছি অব্যর্থভাবে।
কখনও জোড়াতালি দিয়ে
ফোকটে কাটিয়ে দিচ্ছি গোটা একটা দিন।
আবার কখনও তালুমুদ্রার সামান্য কসরতে
চোখের সামনে হাজির করছি
পীনোন্নত পয়োধরা কোন নিতম্বিনীকে।
কি বলছো? বিশ্বাস করো না এ সব?
বেশ, তাই হোক!
কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকো।
“হিং টিং ছট! হুলি গুলি গো! হোকাস পোকাস!”
ব্যাস! এবার তুমি কেন,
তোমার ব্রহ্মাঠাকুর পর্যন্ত চোখে সর্ষেফুল দেখবে!
এই নাও! এই এক গ্লাস সোমরস পান করো!
তাহলে সর্ষেফুলগুলো আরও রঙিন দেখাবে!
পরীক্ষা প্রার্থনীয়! – গোবিন্দ মোদক
পরস্ত্রীর মত সুন্দরী আর হয় না!
কারণ তারা পোশাক পরে
দারুণ রকম ম্যাচ করে!
এই না শুনে আমার বউয়ের
পোষা বিড়াল হেসে দিল
ফ্যাঁচ করে!
আচ্ছা আপদ! এই না ভেবে
তাকে থলেয় ভরে
নিয়ে গেলাম প্যাক করে!
বিলের জলে যেই ফেলতে গেলাম
অমনি একটা মাছরাঙা-বউ
হাসলো বেজে ফ্যাক করে!
হচ্ছেটা কি! ঘটছে কি সব!
অগত্যা তাই বোতল খুলে
দু’বার নিলাম ঢুকু-ঢুকু,
অমনি দেখি – সবই রঙিন
নিজের ধেড়ে বউটাকেও
লাগছে যেন খুকু-খুকু!
খবরদার ভাই! ভুল করেও
আমার মতো করবেন না
এই জমানায়,
আমও যাবে, থলেও যাবে
বুক চাপড়ে আমার মতো
করতে হবে হায় হায়!
বিশ্বাস না হয় পরীক্ষা করে
দেখতে পারেন আমার মতো
একটি বার,
এই বয়সে বউ-বিছানা
আলাদা হলে জীবন শেষ
কম্ম কাবার!!
এ হেঁ হেঁ !! – গোবিন্দ মোদক
কবিতা লিখতে লিখতে রামি একদিন
এক বিস্ময়কর সত্য আবিষ্কার করল এই যে–
কবিতার খাতা আর মুদির দোকানে রাখা
হিসাবের খাতার মধ্যে বিশেষ কিছু প্রভেদ নেই;
কারণ উভয় খাতাতেই থাকে
কিছু সত্য-মিথ্যার বাস্তব কারচুপি!
রামি, অর্থাৎ তার প্রেমিকা একথা শুনে
বিশেষ চমৎকৃত কিছু হলো না
যেমনটা রাম ভেবেছিল।
অনেক সাধ্য-সাধনার পর রামি জানালো–
রামির প্রেম-প্রতিদানেও কিছু গরমিল আছে
ঠিক যেমনটি হয়ে থাকে মুদির খাতাতে।
রঘু, অর্থাৎ রামির দ্বিতীয় প্রেমিক
এ কথা শুনে এতটাই চমৎকৃত হল যে
তার মস্তিষ্কের বিশেষ কোষে
এলোমেলো কিছু একটা ঘটে গেল,
আর তাই বোধহয় তারপর থেকে লোকে ওকে
“রঘু-পাগলা” বলে ডাকে!
রাম অবশ্য অতোটা পথ অতিক্রম করেনি,
তবে সে অবিন্যস্ত দাড়ি রাখে
আর চিন্তিত মনে কবিতার লাইন খোঁজে!
এ হেঁ হেঁ হেঁ !!
গোবিন্দ মোদক | Gobinda Modak
New Bengali Article 2023 | বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই
New Bengali Article 2023 | স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন
New Bengali Article 2023 | অযোধ্যা গ্রামে প্রাচীন জমিদারদের আশ্চর্য স্থাপত্য নিদর্শন
New Bengali Article 2023 | অঘোষিত প্রতিযোগিতার ফল
Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Favourite Bangla Kobita 2024 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books | Favourite Bangla Kobita pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Favourite Bangla Kobita Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2023 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi
Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2023 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf
Trending Favourite Bangla Kobita | Favourite Bangla Kobita – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | English Literature | Favourite Bangla Kobita examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry
famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | Favourite Bangla Kobita Ranking | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | New Favourite Bangla Kobita | Writer – Favourite Bangla Kobita | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023
Archive – Favourite Bangla Kobita | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Favourite Bangla Kobita | Best Poems of Modern Bengali Poets | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf | Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book
Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live collection Bengali Poetry | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video
Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Live Bangla Kobita | New Bengali Poetry House | Full Bengali Poetry Collections PDF | Library of Bangla Kobita | Bengali Poetry and Story | Bengali Poetry Writing Competition | World Record of Bengali Poetry Writing | Peaceful Poetry | Online Favourite Bangla Kobita Selection | Favourite Bangla Kobita translation in english | Favourite Bangla Kobita | Favourite Bangla Kobita for instagram | romantic bengali poem lines | bengali short poem lyrics