New Bengali Article 2023 | বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই

Sharing Is Caring:
BENGALI ARTICLE
Bengali Article

বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই [Bengali Article]

গত এপ্রিল ২০২২-এ ষষ্ঠ বঙ্গ বাণিজ্য সম্মেলনে একাধিক শিল্পপতির উপস্থিতিতে রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন খাতে এরাজ্যে ৩,৪২,৩৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ঘোষণা করা হয়েছিল। মৌ সাক্ষর হয়েছিল ১৩৭টি এবং সম্ভাব্য কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৪০ লক্ষ। সেই লক্ষ্য পূরণে নেমে কেন্দ্রের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় দৈনিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের প্রথম সাত মাসে এরাজ্যে বিনিয়োগ হয়েছে ১৬৬৩ কোটি টাকা যা ওই সময়ে দেশে মোট বিনিয়োগ (১লক্ষ ৭১ হাজার কোটি টাকা)-এর ০.৯ শতাংশ। বিনিয়োগে দেশের প্রথম দশটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ নেই। একই সময়ে দেশের প্রথম পাঁচটি রাজ্যের বিনিয়োগ চিত্র এইরকমঃ অন্ধ্রপ্রদেশ ৪০,৩৬১কোটি, ওড়িশা ৩৬,‌৮২৮ কোটি, মহারাষ্ট্র ২০,৯৪৯ কোটি, গুজরাট ১৭‌,৬২০ কোটি, রাজস্থান ১৩,৩৩৯ কোটি টাকা। একইভাবে ২০২১ সালের বিনিয়োগও সন্তোষজনক নয়। সেই বছর এরাজ্যে মোট বিনিয়োগ হয়েছিল ১৯৬৭ কোটি টাকা যা দেশের মোট বিনিয়োগের ০.৫ শতাংশ এবং ২০২০ তে ৮১৭ কোটি টাকা যা দেশের মোট বিনিয়োগের ০.৩ শতাংশ। বিনিয়োগের এই ধারাবাহিক অবনমিত ফলাফল যথেষ্ট হতাশাজনক সন্দেহ নেই। যদিও সরকারের মতে, এই হিসেবের বাইরে অনেক ছোট এবং মাঝারি শিল্পে কিছু বিনিয়োগ হয় যা শিল্প-বাণিজ্য মন্ত্রকের হিসেবের মধ্যে নেই। তা মেনে নিলেও একথা মানতে হবে যে, তেমন বিনিয়োগ সকল রাজ্যেই হয়েছে। তার বাইরেও অন্যান্য অনেক রাজ্যের বিনিয়োগ যথেষ্ট ভাল।

গত মে মাসে প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রকের বার্ষিক শিল্প সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, বাংলায় ২০১৯-২০ সালে শিল্প কারখানার সংখ্যা ৯৬৫০। যেখানে ওই বছরে তামিলনাড়ুতে ৩৮,৮৩৭, গুজরাটে ২৮‌,৭৪৯, মহারাষ্ট্রে ২৫,৯৭২, কর্ণাটকে ১৪,১৬৯, হরিয়ানায় ১১‌,৮৩৫। অর্থাৎ প্রতি বছর শিল্প সম্মেলন করে শিল্পে বিনিয়োগের কথা বলা হলেও প্রকৃত বিনিয়োগ এরাজ্যে বাড়ে নি। এর একটা নেতিবাচক প্রভাব যে কর্মসংস্থানে পড়েছে তা অস্বীকার করার জায়গা নেই। তার ফলে কাজের তাগিদে শিক্ষিত-অশিক্ষিত, প্রশিক্ষিত-অপ্রশিক্ষিত নির্বিশেষে সকলকেই বাইরে যেতে হচ্ছে কাজের খোঁজে। ১৯৬৯ সালে বাংলা দেশের মধ্যে শিল্পে এক নম্বরে ছিল। বাম জমানার প্রথম দিকে শিল্পায়নে দ্বিধাদ্বন্দ্ব থাকায় এবং শ্রমিকদের কথায় কথায় আন্দোলনের ফলে সেইসময় বাংলা শিল্পে অনেকটা পিছিয়ে গিয়েছিল। শেষের পাঁচ বছরে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’ শ্লোগানকে সামনে রেখে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের চেষ্টা করা হলেও বিরোধীদের বাধায় সেই প্রচেষ্টা ফলপ্রসূ হয় নি। রাজ্যে পালাবদল ঘটে যায় ২০১১ সালে। গত এগারো বছরে পরিকাঠামো এবং সামাজিক উভয় ক্ষেত্রে অনেক কাজ হলেও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলা ক্রমশ পিছিয়ে পড়ছে। যদিও সরকারিভাবে দাবি করা হয় যে, পশ্চিমবঙ্গে কর্মহীন মানুষের সংখ্যা অনেক কম। কিন্তু প্রশ্ন ওঠে, তাহলে প্রতিবছর এরাজ্য থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কেন ? আসলে এরাজ্যে কাজ হারিয়ে করোনার পরে অনেকে কাজের সন্ধান করা ছেড়ে দিয়েছেন। মেয়েদের ক্ষেত্রে এই সংখ্যা আরও বেশি। ফলে বসে যাওয়া সংখ্যাটি বেকারত্বের মধ্যে আসছে না। করোনার দ্বিতীয় ঢেউ কেটে যাওয়ার পর জুলাই ২০২১ এর সি-এম-আই-ই(সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনোমি)-র সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশের বেকারত্বের হার ৬.৯৫ শতাংশ। পশ্চিমবঙ্গে ৬.৮ শতাংশ। এই বেকারত্ব ওঠা-নামা করলেও এক বছর পরেও কর্মসংস্থানে বিশেষ অগ্রগতি ঘটে নি। ফলে আগষ্ট ২০২২-এ সি-এম-আই-ই-এর সমীক্ষা রিপোর্ট বলছে, দেশে বেকারত্বের হার ৮.৩ শতাংশ আর ওই সময়ে বাংলায় হার ৭.৪ শতাংশ। আগের তুলনায় উভয় ক্ষেত্রেই বেকারত্ব বেড়েছে। সাম্প্রতিক রিপোর্টও বলছে, বেকারত্বের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। করোনার পরে বেসরকারি ক্ষেত্রে অনেক ছাঁটাই হয়েছে। করোনা চলে যাওয়ার পরেও সেই ছাঁটাই হয়ে যাওয়া কর্মীদের অনেকে কাজ ফিরে পায় নি। সরকারি ক্ষেত্রে নিয়োগ প্রায় বন্ধ। ফলে বেকারত্ব ক্রমবর্ধমান যে হবে সেকথা বুঝতে অসুবিধে হয় না। উৎকর্ষ বাংলার মাধ্যমে উৎসাহী যুবক-যুবতীদেরকে বিভিন্ন কাজে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলার চেষ্টা হলেও সুযোগের অভাবে তাদেরও কর্মসংস্থান হচ্ছে না। সেপ্টেম্বরের মাঝামাঝি আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের হাতে বেসরকারি ক্ষেত্রে নিয়োগের জন্য প্রায় ত্রিশ হাজার নিয়োগপত্র সরকারিভাবে বিতরণের ব্যবস্থা করা হয়। আশ্চর্যের বিষয়, সেই নিয়োগপত্রের ক্ষেত্রে ভুয়োর অভিযোগ উঠেছে, যা সরকারি কর্ম পরিকল্পনাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।

ইতিমধ্যে দেখা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর, রঘুনাথপুর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শিল্পের জন্য জমি সংগ্রহ করার পরেও দীর্ঘদিন জমি আটকে রেখে শিল্প না করে জমি ফেরত দেওয়া হয়েছে। কোন কোন সংস্থা কিছু না করে জমি আটকে রেখেছে। দেওচা-পাঁচামী কয়লা খনি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক এবং পরিবেশগত বিতর্ক। এই বিতর্ক তৎকালীন নন্দীগ্রাম, সিঙ্গুরের জমি আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। পরিবেশ নীতিকে মান্যতা না দিয়ে স্পঞ্জ আয়রন কারখানা চালানোয় অনেক জায়গায় দূষণ বাড়ছে। ফলে সংশ্লিষ্ট এলাকাবাসী ওইসব কারখানার বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে। এককথায় শিল্পাঞ্চল এবং শিল্পহীন সর্বত্রই সমস্যা মাথা তুলেছে।

জমির মালিকের সংখ্যা এরাজ্যে অনেক বেশি। সকলেই প্রায় ক্ষুদ্র বা প্রান্তিক চাষি। ফলে শিল্প করতে হলে অনেক চাষির কাছ থেকে জমি নিতে হয়। জমির মূল্য নির্ধারণের ক্ষেত্রেও বিতর্ক নিত্যসঙ্গী। এই সমস্যা অতিক্রম করে জমি অধিগ্রহণ করতে সরকারি সাহায্য একান্ত প্রয়োজন। কিন্তু সরকারের কোন স্পষ্ট জমি অধিগ্রহণ নীতি তৈরি হয় নি। তাছাড়া ইউনিয়ন, দালালি, সিন্ডিকেট, স্বজনপোষণ ইত্যাদি সমস্যাও বিনিয়োগকারীদের ভাবাচ্ছে। সব মিলিয়ে শিল্পের পরিবেশ যে এখনও রাজ্যে অনুকূল নয়, বিনিয়োগ চিত্রে সেই প্রমাণ স্পষ্ট। এই অবস্থায় রাজ্যে শিল্পে বিনিয়োগ টানতে হলে রাজনীতিকে যেমন নিয়ন্ত্রণ করতে হবে তেমনই জমি অধিগ্রহণের ক্ষেত্রেও সরকারি সাহায্য দেওয়া দরকার। উন্নত প্রযুক্তিব্যবস্থা এবং উদার অর্থনীতি শুরু হওয়ার পর থেকে সরকারি চাকরির সুযোগ ক্রমশ সংকুচিত হয়েছে। বর্তমানে তা তলানিতে ঠেকেছে। বেসরকারি ক্ষেত্রেও কর্মীর প্রয়োজন হচ্ছে অনেক কম। অথচ জনসংখ্যা ক্রমবর্ধমান। এই অবস্থায় কর্মসংস্থানে গতি আনতে গেলে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি করে শিল্পের সংখ্যা বৃদ্ধি করতে হবে। সেজন্য রাজনীতি সরিয়ে রেখে সরকার এবং বিরোধী সকলকেই একসাথে হাতে হাত রেখে মাঠে নামতে হবে। কেউ একক কৃতিত্ব নিতে চাইলে কাজের বাজার তৈরি শুধু কথার কথা হয়েই রয়ে যাবে। তাতে বেকারদেরকে ললিপপ দেখানো গেলেও মুল সমস্যা সহজে সমাধান হওয়ার নয়।

প্রদ্যোৎ পালুই | Pradyut Palui

New Bengali Article 2023 | অযোধ্যা গ্রামে প্রাচীন জমিদারদের আশ্চর্য স্থাপত্য নিদর্শন

New Bengali Article 2023 | প্রেমাবতার ঠাকুর হরনাথ ও সহধর্মিণী কুসুমকুমারী কথা

New Bengali Article 2023 | স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন

New Bengali Article 2023 | শ্রমের শোষণ

বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই | বাংলাদেশের শিল্প | শিল্পায়ন – বাংলাপিডিয়া | ঝুঁকিবিমুখ নয় বাঙালি | পশ্চিমবঙ্গের অর্থনীতি | শিল্পখাতে ঋণ বিতরণ কমেছে | শিল্পায়নের সংজ্ঞা | ক্ষুদ্র শিল্পের উদাহরণ | ক্ষুদ্র শিল্প টীকা | ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্য | ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা | মাঝারি শিল্পের উদাহরণ | ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৈশিষ্ট্য | শিল্পায়নের প্রভাব | চতুর্থ শিল্প বিপ্লব | ‌রাজ্যে ক্ষুদ্র-মাঝারি শিল্পে | চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ | বাংলায় চাই আরও বেশি | দুঃস্বপ্নের এক দশক | চা শিল্পের সঙ্কট ও বাস্তবতা | বাংলাদেশে বিনিয়োগ ও দারিদ্র | বঙ্গীয় শিল্পকলা | ভারতীয় শিল্প | বাংলার শিল্প-শিক্ষা প্রতিষ্ঠান | শিল্প-সংস্কৃতি | ভারতীয় শিল্পকলা | ভারতীয় শিল্পকলার ইতিহাস | শিল্প ও শিল্পী | শিল্পের প্রয়োজনীয়তা | বেঙ্গল স্কুল অফ আর্ট কেন তৈরি হয়েছিল | বেঙ্গল স্কুল অফ আর্ট | শিল্প কী | শিল্পের উপাদান | বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ ২০২২ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | bengali article writing app | bengali article writing book | bengali article writing bot | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder

Leave a Comment