Best Bengali Poetry 2022 | কবিতাগুচ্ছ | নীলমাধব প্রামাণিক

Sharing Is Caring:
BENGALI POETRY

পড়শি [Bengali Poetry]

শব্দ ওড়ে শব্দ ঘোরে
কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে
এ ওর পাশে এসে বসে
হাত ধরাধরি করে চলে

কথা হয়
গান হয়
দু একটা কবিতাও হয়
কখনো সখনো

ওরা ছবি আঁকে রূপকথার

আমরাও পাশাপাশি ঘেঁষাঘেঁষি
আজকাল খুব

চলে বেড়াই যে যার কক্ষ পথে
তবে আমাদের আর
ঠিক ঠাক কথা হয় না

হাত ধরার
সময় কোথায় আর

গান গল্প কিছুই হয় না প্রায়

তবে —
মাঝে মধ্যে কিছু রুক্ষ কবিতা হয় ।

দ্যুতি [Bengali Poetry]

যেখানেই যাচ্ছি, যখনই যাচ্ছি
একটা অদৃশ্য আঙুল
যেন ছায়াসঙ্গী হয়ে

তাড়িয়ে বেড়াচ্ছে রাতদিন ।

একটার পর আর একটা
অসম্ভব সব প্রশ্ন
ছুঁড়ে দিচ্ছে উদ্ধত আঙুলটা

আর অবসন্ন আমি
একটা প্রশ্নেরও যথাযথ
উত্তর খুঁজে পাচ্ছি না

লজ্জায় গুটিয়ে নিচ্ছি নিজেকে
লুকাতে চাইছি আপ্রাণ

কিন্তু পারছি না কিছুতেই
একটা সচল দ্যুতি নাড়িয়ে দিচ্ছে বারবার ।

প্রেম বৃত্ত [Bengali Poetry]

কবে তুমি প্রতিষ্ঠিত হবে
আর কতো দিন ?

এ কথাই ঘুরে ফিরে আসে
প্রতিটি সাক্ষাতে
প্রেমালাপ বেঁকে যায় বিত্তের দিকে ।

আমি চলে যাই
ধেয়ে যাই তার দিকে
তুমি যা যা চাও ।

তুলে আনি মাটি থেকে
সম্পদ সুখ ।

তুমি খুশি হলে খুশি হলে খুব

এবার চাইছো মন
যা এতদিনে হয়তো নিহত ।

অলীক ঈশ্বর [Bengali Poetry]

ভাষা খুঁজি নিরন্তর
অলীক ভাবনার

একটাও
কবিতা লিখিনি কখনো

ভাষা চাই
তাকে ছুঁতে গেলে
সরে যায় ভাষার সে স্তর

অলীক ঈশ্বর ।

তাকে স্পর্শ করার স্পর্ধা কোথায় !

সবাই পারে না ছুঁতে কবিতার
অনন্য ভাষা
শব্দ সিঁড়ি ভেঙে ।

আমিও পারিনি —
ছুঁতে কবিতার নিসর্গ ভাষা ।

একটি অনিবার্য মৃত্যু [Bengali Poetry]

দেখালেন —
অনুগত ধনুর্ধর
ছাত্রদের তিনি দেখালেন ।

গগনচুম্বী দিঘল বৃক্ষ শাখে
অপূর্ব পক্ষী এক
দেখালেন দ্রোণ ।

ধনুর্ধর ছাত্ররা কেউ কেউ দেখলেন
লক্ষ্যভেদের প্রাণ
পক্ষীর নিহিত অন্তরে ।

কেউ দেখলেন —
নিবিড় বীক্ষণে তার চোখ ।

ধর্মপুত্র শুধু সবার অলক্ষ্যে
দেখলেন অসহায় প্রাণ ঘিরে
বর্বরতার নিশানা ।

একটি অনিবার্য মৃত্যু
আর সভ্যতার নির্মম উল্লাস ।

দিল দরিয়া [Bengali Poetry]

দিল দরিয়ায় দরদী নয় কেউ
তাতেই বুঝি
উথাল পাথাল
এমন তরো সর্বনাশী ঢেউ।

মরমী মন বিলুপ্ত প্রায়
তাতেই বুঝি আশকারা পায়

বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে
গর্জে ওঠে ফেউ।

পাড়া বেপাড়া দাপিয়ে বেড়ায়
জমায় আসর
সদলবলে

হাড় সম্বল লোম ওঠা সব
কুড়িয়ে খাওয়া ঘেউ।

কথা রাখা [Bengali Poetry]

রাখিস কথা
কেউ যদি তোর অপেক্ষাতে থাকে

থাকতে পারে তবে
তার সাথে তোর কিসের লেনাদেনা

জেনে রাখিস এই জমি তোর
প্রাণের দামে কেনা।

এই জামিনের মালিক তোকে দারুণ ভাবে চেনে
তুই কি তাকে তেমন করে চিনিস ?

কে আর তেমন অপেক্ষাতে থাকে
গণ্ডা কড়ায় হিসাব কষে রাখে

জমা খরচ যোগ বিয়োগের খাতা
রইলো পড়ে অতল অসীম
মহাকালের কোলে।

আজীবন কি রাখলে কথা
চালিয়ে গেছ রাখবো বলে বলে।

অভাব [Bengali Poetry]

আমাদের সংসারে অভাব এখন
সুখের
পায়রা গেছে উড়ে।

ছেঁড়া মেঘ অনাবিল
তাই ভবঘুরে।

ভাব কই হাতড়াই এখানে ওখানে
এখানে ওখানে আড়ি
রোজ দাঁড়ি টানে।

দাঁড় টানে আজীবন অফুরান প্রাণ
মনের বিরুদ্ধে হেঁটে
থমকে দাঁড়ান।

অক্ষয় অমর বীজ ক্ষয়ে যায় রোজ
সুখের অলীক ধাম তবু করে খোঁজ ।

এখানে আশ্বিন এলে [Bengali Poetry]

তোর কথা মনে পড়ে খুব
এখানে আশ্বিন এলে,
তোকে খুব মিশ করি
তুই তো জানিস খুব ভালো করে।

শাপলা শালুক তোলা এক-বুক জলে
নয়তো কাশের বনে
বয়ে যেত আমাদের অনাবিল কাল।

শিউলি ঝরার দিন ফিরে ফিরে আসে
ঢাকে পড়ে কাঠি
তুই তো এলি না আর

পুজোর দারুণ দিন যখন জমাট

এখনও
আসবি ভেবে খুলেছি কপাট।

চোটাং পোটাং [Bengali Poetry]

চোটাং পোটাং ফটাং ফটাং
চটি র চটাং ঢঙ
বাঙাল না সে ঘটি র
কোন ঘরানার সঙ !

ওটাং হোটাং তুলিং ছোটাং
ভোটাং ফোটাং রঙে
এতাং সেতাং ডিগবাজি খান
লাফিয়ে ওঠেং টঙে ।

এচাং বেচাং বলেন কথা
আজগুবি এক চঙে
বেজার হোয়েং ফিরিস্তি দেন
ভিনদেশী অং বং এ ।

হিড়িং বিরিং মন্ত্র পড়েন
কথায় মারেং হুল
কেউ যদি তার ভুলটি ধরেং
বাধাং হুলস্থুল ।

রাজার ব্যাটাং [Bengali Poetry]

চিটকে চ্যাটাং রাজার ব্যাটাং
আস্ত ঠ্যাটাং বটে
হড়কে হ্যাটাং ভটকে ভ্যাটাং
এটাং সেটাং ঘটে ।

এটাং ওটাং সটকে সটাং
পাটাং টাটাং জানি
মুখে মুখে খবর সেটাং
হচ্ছে কানা কানি ।

যুবরাজের জন্যে আচেং
বেঁচেং বেঁড়ে ষাঁড়
ষাঁড়ের গুঁতোর ঠেলায় ছোটাং
এটাং হবে সার ।

চড়ং বড়ং ভীষণ ধরং
ভড়ং আছে কড়া
তারচে বরং থামাই এবার
রাজকুমারের ছড়া ।

ঝকমারি [Bengali Poetry]

হোটকে হোড়াং কেয়ার থোড়াং
করছে কে আর কাকে
লোড়কে লিয়া শেয়াল মিয়া
হুড়ুম দুড়ুম ডাকে ।

হুটুং হাটাং শিয়াল কাঁটাং
লাফিয়ে ডিঁঙায় ডাঁটে
তুতলে তোলাং তুলছে ভোলাং
জয় বাংলার হাটে ।

ভট্ ভটানিং ফট্ ফটানিং
ছটফটানিং ভারি
কালো টাকা জমিয়ে ঘরেং
করেং কি ঝকমারি ।

নিজের হক ইং [Bengali Poetry]

ক্যানিং থেকে ট্যানিং নিয়ে ট্যারাং
চড়াম চড়াম দিব্যি বাজায় ঢ্যারাং ।

উরিং বাবা গাছ খেয়ে যায় ব্যাড়াং
চুলের ফ্যাশন দেখায় কিনা ন্যাড়াং ।

শুঁটিয়ে লাল করতে পারলে তবেং
ফোঁসফোঁসানো কেউকেটা কেউ হবেং ।

নচেত পিছেং এবং পিছেং রবেং
এই কথাটিং কেউ বুঝলে সবেং ।

তুললে আঙুল নয়তো প্রশ্ন কোনোং
গঞ্জিকা কেস পাবেই পাবে শোনোং ।

আমরা ও সব নিচ্ছি রে নো টকিং
বলা বা না বলা আমার নিজের হক ইং ।

ঠকিং ঠকিং

চিটকে চিটিং ইঁদুর মিটিং হবে
সিটিং ফিটিং বাদ গিয়েছে কবে ।

চেংড়ি চেঁচায় হুতুম প্যাঁচার রবে
ঢেংড়ি ঢেড়াং টাক ডুমাডুম হবে ।

ল্যাং মারা এক ন্যাংটা খ্যালাং দেখি
এধার ওধার চারদিকেতে ই একি !

চারগেচা লোক চমকাবে চারধার
ব্রেকিং নিউজ সেকিং চমৎকার ।

স্বজন পোষণে ঠকিং ঠকিং ঠগ
লুটে নেবার তালা তো আনলক ।

টিচার হবেন চিটারটা হন আগেং
ফিচার দেখে অনেস্ট দূরে ভাগেং ।

নীলমাধব প্রামাণিক | Nilmadhab Pramanic

New Bengali Novel 2023 | ফিরি বিশল্যকরণী (পর্ব ৮) | উপন্যাস

Best Tattoo Machine 2023 | ট্যাটু মেশিনের ক্রমবিকাশ | প্রবন্ধ ২০২৩

Fathers Day History | পিতৃ দিবসের ইতিহাস ও বাঙালি আবেগ | 2023

Emblem of Ramakrishna Mission | রামকৃষ্ণ মিশনের প্রতীকের অর্থ | নক্‌শা ও তাৎপর্য | 2023

story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder

Leave a Comment