Top Bengali Poetry 2022 | কবিতাগুচ্ছ | নীলমাধব প্রামাণিক

Sharing Is Caring:
BENGALI POETRY

থামতে শেখা – নীলমাধব প্রামাণিক

অনেকেই দেন উপদেশ
থামতে বলেন
থামতে শেখান
অথচ নিজেরা থামতে শেখেননি।

চলতে থাকেন —
চলতে থাকেন।
নিজেই থামতে চান না
প্রয়োজনে থামান অন্যকে।

অনেকে থমকে দাঁড়ান
পরখ করেন
খুঁত ও ধরেন
নিজের দিকেই তাকান না।

তাকিয়ে থাকেন তাকিয়ে দেখেন
অনেক কিছুই
কেউতো অনেক বেশিই দেখেন
নিজেকে দেখতে পান না।

কি বিক্ষোভ – নীলমাধব প্রামাণিক

থমকে যাওয়া নদীর স্রোতে
কান পেতেছি
তাতেই থতমত
যথাযথ নেই উত্তর।

হাত পেতেছি জলের কাছে
অতলে তার কি বিক্ষোভ
কি বিক্ষোভ!

আমিও সেই ক্ষোভের মুখে।

সেই সে কোন অতীত কালে
জল ছুঁয়েছি
কি স্বচ্ছ কি স্বচ্ছ
ঘাটে ঘাটে প্রাণ ছিল ।

এখন জলের খুব দুর্দিন
একটুও কেউ
ঘাট সরি না

আমরা জলের বিরূপ মুখে।

সহনশীল – নীলমাধব প্রামাণিক

স্বাধীনতা খর্ব হলে স্বেচ্ছাচারে
অনেক মানুষ নির্বিবাদে সইতে পারে
লোকের বোঝা ও নিজের ঘাড়ে
বইতে পারে।

জনতা জনার্দনের এই ক্ষমতা
হীনতা নয় সহনশীল
মানিয়ে নেওয়ার মানিয়ে চলার
এই ধারাটা বেশ সাবলীল।

কার ক্ষমতা কোথায় কোথায়
চমকানো চাল হীরক প্রভায়
কে ধমকায় আর চমকায় হায়
ভয় পায় না এড়িয়ে যায়!

স্বাধীনতা ক্ষুণ্ণ হলে বিরক্ত হই
ঘেন্না করি সেই তাকেই
স্বাধীনতা পাচ্ছি কোথায় আর
সত্যি বলতে হয়তো সে নেই।

না বললে নয় – নীলমাধব প্রামাণিক

বলা দরকার তবু বলবো না
যেটুকু না বললেই নয়
তাও বলবো না।

যা না বলার
ধরো না বললেও চলে
এমন কথাও অকারণ বলে?

মাঝে মাঝে ভাবি
এটা কি বলার মত কথা
তাই আর কথা বলি না অযথা।

অযথা বলার মানে ও বুঝি না
তবুও বলেন যদি
বলে যান।

শুনবো না বলি
তবু শোনাবেন ভেবে
এন্তার হাবিজাবি বকে যান।

নিজের কিত্তি আর গুণগান
গর্বে ফুলিয়ে বুক
মহীয়ান।

বলবো না
তবু কিছু কখনো
যদিও তা না বললেই নয়।

পরব – নীলমাধব প্রামাণিক

পার্বণী না পেলে পার্বণের কোনো
রঙ থাকে না
রঙীন হয়না দিন।

তবে আমার চেনা অনেকেই
এটা পান না পায় না
তবুও তারা সাবলীল ভাবে
পেরিয়ে যায় প্রতিটি পরব।

পরবে কে কি পরবে মাখবে খাবে
বেড়ু বেড়ু করবে কোথায়
তা নিয়েই ভীষণ চিন্তিত!

আবার অনেকে চিন্তিত তার
ছানা পানা নিয়ে
কিভাবে সামলাবে তাদের!

পুরানো সাজ পোশাকে আর
গোণা গুণতি সামান্য খরচে
হাসিমুখে কাটাবে পরব!

গ্রহান্তরের ফুল [Bengali Poetry]

পাচ্ছি সুবাস ফুল ফুটেছে
গ্রহান্তরের গাছে
জানিনা সে অচিন ফুলের
নাম আছে কার কাছে ।

কার কাছে যে শুধাই আমি
শুধাই বলো কাকে
মহাকাশের কেউকেটা কি
হাম্বা বলে ডাকে !

খাম্বা হাতে ফুলিয়ে পেশি
রাঙায় নাকি চোখ
আচ্ছা তা হোক না হয় তবে
তাদের ভালো হোক।

শুনছি তারা ছাঁটমানি খায়
গরমানি যায় লোকে
ভয়েই তাদের এড়িয়ে যায়
বোধহয় আহাম্মকে।

শরৎ ছবি [Bengali Poetry]

শাপলা আঁকি শালুক আঁকি
আর আঁকি কাশফুল
এই শরতের পুজোর ছবির
হয় না কোন ভুল।

নীল আকাশে পেঁজা মেঘের
আঁকছি আনাগোনা
আঁকা তো নয় এ যেন ঠিক
হিমঝরা আলপনা।

প্যান্ডেলে তো শরৎটা কে
দিব্যি দিলাম এঁকে
চারপাশে যে শরৎ ছিল
দেখাবো কোত্থেকে।

শরৎ ছিল কাশের বনে
মজা নদীর চরে
ঘাসের ডগায় হিমের কণা
সেই ভাবে কি পড়ে।

ফাঁক [Bengali Poetry]

পুজোর ক’দিন ব্যস্ত থাকি
ঘুরি না প্যান্ডেলে
সেইভাবে কি তোমার মতন
ঘোরার সময় মেলে ।

হয়তো তুমি অনেক ঘোরো
বেড়াতে যাও দূরে
আনন্দ পাও পাহাড়ে যাও
নয়তো সুমুদ্দুরে ।

খাবার দাবার অঢেল জোটে
পোশাক ও একগাদা
আমরা দেখি দু চোখ মেলে
নিপাট ভোঁদা হাঁদা।

আমরা বাজাই ঘন্টা কাঁসর
বাবা বাজায় ঢাক
পুজোয় ঘোরার ফুর্তি করার
হয়না কোন ফাঁক।

দুগ্গার সংসার [Bengali Poetry]

ভাঙর ভোলা মরদটা তার
কাজ হারানো বেকার
বিষণ্ণতায় মনমরা লোক
খোঁজ নেবে আর কে কার ।

সংসারে তাই ভীষণ অভাব
অনটনের টান
একটা ছেলে গাইছে ট্রেনে
কাঁচা বাদাম গান।

আর এক ছেলে হাঁড়ি মাথায়
ঘুগনি ব্যাচে পাড়ায়
সবার গতর খাটিয়ে যদি
সংসারটা দাঁড়ায় ।

মোড়ের মাথায় চাপের দোকান
দুগ্গা চালায় একা
যা হোক করে দিন চলে যায়
পায় না সুখের দেখা ।

এলোরে দুগ্গা [Bengali Poetry]

এলোরে দুগ্গা আঁকাবাঁকা পথে
নদী বাঁধে কলরব
নামছে দুগ্গা ডোঙা ডিঙি থেকে
গ্রামে গ্রামে উৎসব ।

এলোরে দুগ্গা রাজপথ ধরে
মার্কেটে শোরগোল
বহুদূর থেকে ট্রাকে পাড়ি দিয়ে
ঢাকিরা তুলেছে বোল ।

এলোরে দুগ্গা আলপথ বেয়ে
ভোর ভোর ট্রেন ধরে
শহুরে দুর্গা প্লেন থেকে নামে
বিদেশ বিভূঁই ঘোরে ।

এলোরে দুগ্গা নানা পথ ধরে
নানানটা ভাবনায়
শিল্পীর তুলি নিখুঁত আঁচড়ে
ফুটিয়ে তুলেছে তায় ।

খ্যালা [Bengali Poetry]

এই দ্যাখো মুঠো মেরে ধরেছি আকাশ
বাতাস ও কাঁপছে ভয়ে –
তবু নাকি এ বিশ্বের তাবৎ জগৎ
চলেছে অবক্ষয়ে।

এই দ্যাখো এই হাতে ভানুমতী খেল
একই গাছে ফলিয়েছি আম ও আপেল ।

এ মাথা ঘামিয়ে বলো কতো যে কি
খেলছি নতুন খ্যালা
বাহবা দেবেনা তুমি তোমার সমাজ
জানি তার ব্যালা ।

এই দ্যাখো সৌম্যকে তিন তুড়ি মেরে
সৌমী বানিয়ে ফেলা হয়েছে আখেরে ।

ভগবানের ভুল [Bengali Poetry]

ভগবানই করেছেন ভুল
দিয়েছেন একটাই মাথা
সত্যি, না মিথ্যে কোনটা যে বলি
তাই পায়চারি এমাথা ওমাথা ।

সত্যি বলার ধক আছে ক’জনের
গুছিয়ে মিথ্যা বলি তাই
কেন না, সর্ব সাকুল্যে মোট
মাথা এই একটাই ।

সত্যি বলতে চাই, বলতে ও পারি
একাধিক মাথা যদি থাকে
নচেৎ মাথার স্টক ভগবান যদি
সযতনে বরাদ্দে রাখে ।

নির্লজ্জ [Bengali Poetry]

এখন লজ্জা পেতে ভীষণ রকম
ভয় করে
লজ্জা পাই না আর

যদি কোন লজ্জাতে কাটাযায়
সুনিপুণ ভাবে নানা কৌশলে বাঁচানো
এতদিনের মূল্যবান মাথা !

যদিও লজ্জা পাওয়ার উপাদান কম নেই
তবুও তা এড়িয়ে এড়িয়ে চলি
নির্লজ্জের মতো অমায়িক হেসে ।

লজ্জায় মাথা খোয়ানোর চেয়ে
নির্লজ্জ হয়ে
মাথা বাঁচানো টা বোধহয় জরুরি ।

মাথায় মাথায় [Bengali Poetry]

এই দেখে নিন , কষা হিসাব
নজর করে পাতায় পাতায়
উল্টে দেখুন পাল্টে দেখুন
সব বরাবর মাথায় মাথায় ।

কোথায় কতো জমা খরচ
সব রেখেছি হিসেব করে
কোথাও যদি সন্দেহ হয়
নিতেই পারো যাচাই করে ।

যতই কাজের ফিরিস্তি চান
সব রয়েছে খাতার পাতায়
এই যে দেখুন মিলিয়ে নিন
এক্কেবারে মাথায় মাথায় ।

মাত্রা ছাড়া [Bengali Poetry]

আড়ম্বরে ঝলসে ওঠে চোখ
শব্দ কাঁপায় পাড়া
চেঁচিয়ে কথা বললেও ভাই
কেউ পাবে না সাড়া ।

পাড়ার কুকুর পাড়াতে নেই
বেদম শোভা যাত্রা
লাগাম ছাড়া মানুষে কি
ছাড়াচ্ছে তার মাত্রা !

বাড়াচ্ছে পা কোন পথে আজ
বোমা বাজির তোড়ে
গাঁ- গঞ্জের পাখ পাকালি
আনতাবড়ি ওড়ে ।

চালচিত্র [Bengali Poetry]

চালচিত্রে আঁকছি কালের চিত্র
বিচিত্র সব ভাবনা মনে পুষে
থিমের ঠেলায় থমথমে ভাব
এবার পুজোর প্যান্ডেল হোক তুঁষে।

আসছে যাচ্ছে ক্রমান্বয়ে কাল
কালচিত্রে যাচ্ছে বদল ঘটে
জাঁক জমকের ঝলসানো এই কালে
হয়তো কারো দম হাঁপিয়ে ওঠে।

উৎসবের এই আনন্দ উচ্ছ্বাসে
শব্দ দানব লাফিয়ে ওঠে তেড়ে
পাখ পাখালি বোধহয় কটা দিন
আতঙ্কে যায় এ সভ্যতা ছেড়ে।

সত্যি কালের এ কালচিত্র আঁকার
অনেক অনেক অনেকটা দরকার
নইলে এ চালচিত্রে রঙের পোঁচ
ঠিক সেভাবে ফুটবে না গো আর।

নীলমাধব প্রামাণিক | Nilmadhab Pramanic

New Bengali Novel 2022 | ফিরি বিশল্যকরণী (পর্ব ৫) | উপন্যাস

New Bengali Article 2023 | অঘোষিত প্রতিযোগিতার ফল

Rabindranath Tagore’s love for art and literature

Bengali Story | কৃষ্ণকিশোর মিদ্যা | গল্পগুচ্ছ | 2022

story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder

Leave a Comment