Best Bangla Kobita Live – রুমা মন্ডল – সূচিপত্র
রয় সকল অনুভবে – রুমা মন্ডল
জীবনের সকল জটিলতার
রয় সে হাতটি ধরে,
প্রবল তুফান উঠলে পরেও
যায় না কভু সরে।
তমসাচ্ছন্ন বিষণ্ণ বেলায়
ভীষণ খারাপ দিনে,
বন্ধু দেবে আলোর ঠিকানা
নাও তুমি তাকে চিনে।
নিজের সুখ ভুলে গিয়ে
জীবন রেখে বাজী,
বন্ধুর জন্যে আত্মত্যাগে
হয় অচিরেই রাজী।
হাসি, মজা, গল্পে আড্ডায়
জমে ওঠে আসর,
চা, সিগারেট ধোয়ার কুন্ডলী
বন্ধু যখন দোসর।
দিনে, রাতে, গোধূলি বেলায়
রয় সকল অনুভবে,
ধৈর্যের বাঁধ ভাঙে না যার
ভালো বন্ধু সেই হবে।
গর্জে ওঠো ভারতমাতা – রুমা মন্ডল
শান্ত, স্নিগ্ধ, মমতাময়ী ভারতমাতা আজ ভয়ে কম্পমান,
হিংসা, বিবাদ, ক্ষমতা দখলের লড়াই প্রবাহমান।
অত্যাচার, অনাচারে আজ মাতৃত্ব সংকটের মুখে পতিত,
লক্ষ লক্ষ চিতার আগুন ভারতমাতার বক্ষে প্রজ্জ্বলিত।
কামনা, বাসনার যূপকাষ্ঠে বলি হচ্ছে নারীর সম্মান,
মধ্যযুগীয় বর্বরতার শিকার জননী, কন্যা, জায়াদের মান।
গোষ্ঠী সংঘর্ষের রক্তে লাল হচ্ছে ভারতমাতার দেহ,
নারীর লজ্জা অনায়াসে দুর্বৃত্তের হাতে লুন্ঠিত, দুর্বিষহ।
ক্রন্দন নয়, গর্জে উঠে ভারতমাতা শাস্তি দাও পাষণ্ডদের,
মায়া, মমতা ত্যাগ করে বিনাশ করো অত্যাচারীদের।
যাদের জন্য তোমার আজ ছিন্নভিন্ন, বিবস্ত্র বেশ,
তুমি দ্বিধাবিভক্ত হও তাদের ঘটুক পাতাল প্রবেশ।
ন্যায়, অন্যায় যারা আজ অবলীলায় গেছে ভুলে,
তাদের তুমি দুবাহু বাড়ায়ে চেপে ধরো পদতলে।
দুষ্টুের নাশ শিষ্টের করো মাতা তুমি প্রতিপালন,
মুছে যাক রক্তের স্রোত,শান্তিতে হোক নিশি যাপন।
ক্রন্দন থামিয়ে প্রবলবেগে গর্জে ওঠো ভারতমাতা,
ধ্বংসযজ্ঞ থামিয়ে ভালোবাসার মন্ত্রে দীক্ষিত করে হও পরিত্রাতা।
চঞ্চল মন – রুমা মন্ডল
চঞ্চল মন চপলতা খোঁজে
যাত্রাপথ তার অনন্ত,
হারিয়ে যায় নিরুদ্দেশে
ছুঁতে চায় দিগন্ত।
মন চেয়েছে উড়ে যেতে
মেঘের ভেলায় ভেসে,
নীলাম্বরী সাজে সেজে
মেঘবালিকার দেশে।
মন চেয়েছে ভেসে যেতে
ফেনীল সাগর নীলে,
মন মাঝি বাইবে খেয়া
ঢেউয়ের স্রোতে মিলে।
মন চেয়েছে হারিয়ে যেতে
ফার্ণ, পাইনের বনে,
নুড়ি যেথায় ভেসে চলে
পাহাড়ি ঝোরার সনে।
মন চেয়েছে ঘুরে বেড়াতে
সবুজ শ্যামল ছায়ে,
পলাশ, শিমূল বিছানো পথে
অজানা কোন গাঁয়ে।
চঞ্চল মন অবুঝ, দিশেহারা
মনের দোষ কি বলো,
রঙিন মন জলছবি আঁকে
ভাবনা এলোমেলো।
তোমাকে খুঁজে ফিরি অন্তিম রজনীর অবকাশে – রুমা মন্ডল।
তোমাকে খুঁজে ফিরি হাজার মানুষের ভিড়ে,
তোমাকে খুঁজে ফিরি ভগ্নপ্রায় এক নীড়ে।
তোমাকে খুঁজে ফিরি জীবনের বিড়ম্বনায়,
তোমাকে খুঁজে ফিরি অশ্রুসিক্ত আঙিনায়।
তোমাকে খুঁজে ফিরি মোর চপল চঞ্চলতায়,
তোমাকে খুঁজে ফিরি মননের প্রগলভতায়।
তোমাকে খুঁজে ফিরি দিবানিশি প্রাপ্তির আশায়,
তোমাকে খুঁজে ফিরি অপূর্ণতার নিরাশায়।
তোমাকে খুঁজে ফিরি অসীম নীলাকাশে,
তোমাকে খুঁজে ফিরি ব্যর্থতার অভিলাষে।
তোমাকে খুঁজে ফিরি অন্তহীন ভালোবাসায়,
তোমাকে খুঁজে ফিরি অন্ধকারে অমানিশায়।
তোমাকে খুঁজে ফিরি কবিতার কথকতায়,
তোমাকে খুঁজে ফিরি ছন্দের মধুরতায়।
তোমাকে খুঁজে ফিরি রক্তিম গোধূলির উল্লাসে,
তোমাকে খুঁজে ফিরি অন্তিম রজনীর অবকাশে।
হারিয়ে যাবো মেঘের দেশে – রুমা মন্ডল
বর্ষার মেঘরাশি কুন্তল কালো
দেখতে লাগে ভীষণ ভালো।
কখনও আবার শুভ্র সাদা
বলাকা ওড়ে মানে না বাধা।
কখনও মেঘ ধূমায়িত ধূসর
মেঘবালিকা জমায় আসর।
কখনও আবার রামধনু ভাসে
বৃষ্টির শেষে মেঘেরা হাসে।
গোধূলির মেঘে কমলা রঙ
পড়ন্ত বেলার সোহাগী সঙ।
সূর্য লুকায় মেঘের তলে
দিনের শেষে সন্ধ্যা ঢলে।
ভোরের গগনে হলদে আভা
প্রভাত রবি বাড়ায় শোভা।
পেঁজা তুলো সম মেঘের দল
আগমনী সুরে গগন উতল।
ও মেঘ তুই একটু দাঁড়াবি
আমায় নিয়ে ভেসে যাবি।
ইচ্ছে করে দাদুরি হয়ে
আকাশ জুড়ে রইবো ছেয়ে।
হারিয়ে যাবো মেঘের দেশে
খুঁজো না তুমি দিনের শেষে।
পাবেনা আর ধরার বুকে
মেঘের সঙ্গে রইবো সুখে।
স্বাধীনতার আঘ্রাণ – রুমা মন্ডল
ভারতে সাতাত্তরতম স্বাধীনতা দিবস হবে পালিত,
তবুও দেশপ্রেমিকেরা আজও চরম অবহেলিত।
স্বাধীনতা অর্জনে যারা দিল নিজপ্রাণ বলিদান,
আজ ভুলেছে সবাই তাদের অকৃত্রিম অবদান।
দেশজুড়ে আজ হিংসার আগুন প্রজ্বলিত,
মনন থেকে দেশপ্রেমও হয়েছে অপসারিত।
হারিয়ে গেছে সকলের ন্যায়, নীতি, মান সম্মান,
দেশবাসী নিজগুণে হলাহল করছে সতত পান।
স্বাধীনতা আদায়ে প্রাণ বিসর্জন দিয়েছিল যারা,
ইতিহাসের পাতায় কাহিনী হয়ে আছে তারা।
সেই পাতা আজ যদিও বিবর্ণ, ধূসর, মলিন,
তবুও শোধ করা যাবেনা তাদের প্রকৃত ঋণ।
দেশভক্ত,দেশপ্রেমীরা রয়েছে ইতিহাস জুড়ে,
কন্যা, জায়া, জননীরাও রয়নি অন্তঃপুরে।
পরাধীনতার গ্লানি মোছাতে বলিপ্রদত্ত লক্ষাধিক প্রাণ
তাইতো মোরা পেয়েছি স্বাধীনতার সুমিষ্ট আঘ্রাণ।
স্বাধীনতার রক্ত ঝরানো ইতিহাস বলে কত কথা,
দেশের প্রতিটি কোণায় অনুরণিত দেশভক্তির বার্তা।
গেরুয়া, সাদা, সবুজ তেরঙ্গা হয়েছিল আকাশে উত্তোলিত,
ত্যাগ, শান্তি, সমৃদ্ধির স্বাধীনতা সেদিন হয়েছিল প্রতিষ্ঠিত।
সিক্ত অনুরাগে – রুমা মন্ডল
মনখারাপী শ্রাবণধারায় সিক্ত অনুরাগে,
তোমার উজ্জ্বল আননখানি স্মৃতিপটে জাগে।
তাকাই যখন গগনপাণে স্বর্ণালী পুরবে,
জীবনের সকল খেলায় তুমি রবে নীরবে।
অশ্রুসজল নয়নযুগল তব প্রেম মাগে,
মনে তখন বিষাদের খানিক পরশ লাগে।
নীদহারা রজনী কাটে তোমার অদর্শনে,
নীরবে বসে দিনযাপন তোমার আহ্বানে।
শ্রাবণের ধারার মতো রয়েছো আমায় ঘিরে,
আলতো করে ছুঁয়ে যাও বাতাসসম ধীরে।
তোমার পরশ লেগে থাকে সকল অনুভবে,
সারা জীবন সঙ্গী হয়ে তুমি রবে নীরবে।
চলে গেলে আপন খেয়ালে দাদুরী ডাকা দিনে,
শূন্যতায় ভরলো হৃদয় দিশেহারা তুমি বীণে।
ছিলেম আমি আত্মহারা তোমারই গরবে,
সকল বাঁধন ছিন্ন করে রয়ে গেলে নীরবে।
সাজাবো তোমায় যতনে – রুমা মন্ডল
অবহেলে নয়গো সখী সাজাবো তোমায় যতনে,
মনি মুক্তে নয়, সাজাবো নব নব চেতনে।
সুন্দর সাজে সজ্জিত হবে আবেগঘন স্বপনে,
মনের সব রঙ মাখিয়ে দেবো অনুভূতির মননে।
রামধনু থেকে রঙ চুরি করে মাখাবো তোমার আননে,
ফুলের মতো বিমোহিত করো তুমি অন্তরের কাননে।
জীবন হবে রঙের মেলা ভালোবাসার বন্ধনে,
সব রঙ ছাপিয়ে যাবে অনুরাগের অনুরণনে।
কাজল দিয়ে নয়গো নয়, সাজবো কালো মেঘের অঞ্জনে,
ফুলের সাজে সাজাবো তোমায় সকল মান ভঞ্জনে।
চন্দ্রালোকে সাজবো তোমার নিশি রাত্রি যাপনে,
প্রভাত আলোক রাঙিয়ে দেবে কুসুমরাঙা তপনে।
নীলাভ আভায় সাজাবো প্রিয়া আকাশ নীলের উজানে,
সবুজ পরশে ভরাবো তনুমন বিহঙ্গ ডাকা বিতানে।
সাজাবো তোমায় সুখের সাজে রাখবো মনের গহীনে,
চিরদিন রেখো সখী মোরে প্রাণসখা করে জীবনে।
চিত্রাঙ্গদা তুমি তুলে নাও তরবারি – রুমা মন্ডল
চিত্রাঙ্গদা তুমি অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যায় পারদর্শী,
তুলে নাও তরবারি, শাস্তি দাও অত্যাচারীদের।
যারা আজ তোমাকে চরম অবহেলা করেছে,
করছে নারীত্বের, মাতৃত্বের চরম অপমান,
নিজ হাতে রাজদণ্ড তুলে নিয়ে দাও উচিৎ শিক্ষা।
মানুষের চামড়া, মানুষের শরীর ধারণ করা এরা কারা?
মনুষ্যত্ব বলে কিছুই নেই, মানুষ হয়েও পশুর অধম।
চারিদিকে জ্বলে ওঠা আগুনে ঝাঁপিয়ে পড়ুক মনুষ্যত্ব বিহীন মানুষের,
সীতার অগ্নিপরীক্ষা নয় চাই অত্যাচারীদের অগ্নিপরীক্ষা।
অগ্নিকুণ্ডে আগুনে জ্বলে ছাই হয়ে যাক অমানুষের দল,
নবজন্ম হোক লালসাবিহীন, বিকৃত মানবকুলের।
যতই আমরা বড়াই করি আমরা মানুষ, উন্নত জীব,
তবুও মানুষ হয়ে মানবিক আচরণ লঙ্ঘন করি।
হিংসার লেলিহান শিখায় অস্তমিত মানব সভ্যতা,
কামনা, লালসার একমাত্র শিকার সেই চিত্রাঙ্গদা।
আর নয় অপেক্ষা, অস্ত্র তুলে নাও একাই চিত্রাঙ্গদা মনিপুর দুহিতা।
সকলেই হয়ে উঠুক আপনজন – রুমা মন্ডল
চেতনার আগুনে সমৃদ্ধ হোক মানবকুল,
মননশীলতা আত্মিক দরজা যাক খুলে।
স্থবিরতা হারিয়ে যাক প্রগতির জোয়ারে,
মানবিকতা উপলব্ধ হোক প্রতিটি কোণায়।
বর্বরতা সমাপ্ত হোক ভালোবাসা নিবিড় বন্ধনে,
ত্যাগের মন্ত্রে উদ্ভুদ্ধ হোক লোভাতুর শরীর।
ক্রোধের দাবানল প্রশমিত হোক শান্তির বারিধারায়,
নিঃসঙ্গতা ভুলে সকলেই হয়ে উঠুক আপনজন।
ঔদ্ধত্য নতজানু হোক সহনশীলতার পদতলে,
মনের পঙ্কিলতা ধুয়ে যাক উদারতার স্রোতে।
অস্পৃশ্যতা দূরীভূত হোক কোমল হাতের পরশে,
অন্যায়ের শেষ হোক ক্ষমাশীলতার নিশ্চিত ছায়ায়।
জ্ঞানের আলোয় প্রজ্বলিত হোক কুসংস্কারাপন্ন মন,
বিবেকের আয়নায় সত্যের প্রতিবিম্ব যাক দেখা।
দুর্নীতির কুয়াশা যাক সাম্যের বুকে মিলিয়ে,
সমাজ হয়ে উঠুক পরিণত, পরিপূর্ণ, পরিশীলিত।
অধরা স্বপ্নরা – রুমা মন্ডল
“অধরা স্বপ্নরা”
অধরা থেকে যায় বারবার
ধরতে যাওয়ার বৃথা চেষ্টা
নাগালের বাইরে যায় চলে
অসমাপ্ত রয়ে যায় শেষটা।
মেঘের সঙ্গে পাল্লা দিয়ে
ভেসে চলে নীল দিগন্তে
গাছের ফাঁকে সূর্য্যের লুকোচুরির
মতো হারিয়ে যায় বনান্তে।
অলিতে গলিতে খুঁজে ফিরি
নগরে লোকালয়ে মানুষের ভীড়ে
পাইনা দেখা তার তবুও
ক্ষণিকের জন্যে, এক পলকের তরে।
পেরিয়ে যায় পাহাড়, নদী, বেলাভূমি
উড়ে যায় পাখির ডানায় ভর করে
তলিয়ে যায় অতলান্ত সাগরে
দিগন্ত পেরিয়ে মেশে সুদূরে।
আমার অধরা ভালোবাসার স্বপ্নরা
হারিয়ে যায় মরু প্রান্তরে
পথ চেয়ে বসে থাকি নিরালায়
অতৃপ্ত, রিক্ত, নিঃসঙ্গ অন্তরে।
রুমা মন্ডল | Ruma Mandal
Sera Bangla Uponnash | খুঁজে ফিরি বিশল্যকরণী (পর্ব ১৩) | উপন্যাস | Top New 2023
Bengali Famous Story | গল্পগুচ্ছ | তনুশ্রী গিরি | 2023
Nishim Prantare | নিঃসীম প্রান্তরে | শওকত নূর | 2023
Pralambasura badha besha of Jagannath | প্রলম্বাসুর বধ বেশ | অভিজিৎ পাল
Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Online Best Bangla Kobita submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Kobita Bangla Collection in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bangla Kobita Live | Best Bangla Kobita Live 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | Kobita Bangla Collection in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bangla Kobita Live pdf | Best Bangla Kobita Live pdf book | Best Bangla Kobita Live – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | Best Bangla Kobita Live reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | Best Bangla Kobita Live about life | poems to read | Best Bangla Kobita Live examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | Natun Bangla Kabita 2023 pdf book | Writer – Kobita Bangla Lyrics 2023 | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Top poetry – Natun Bangla Kabita 2023 | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Bengali Poem | Best poem in Bengali Forever | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf | Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top newest Bengali Poetry | Bangla Kobita in Live | Live collection Bengali Poetry | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry