বারিদ বরন গুপ্ত – সূচিপত্র [Bengali Article]
প্রাচীন সভ্যতার সন্ধানে খড়ি নদীর তীরে – বারিদ বরন গুপ্ত [Best Bangla Article]
আজকে প্রাচীন এক সভ্যতার সন্ধানে রয়েছি খড়ি নদীর নিম্ন অববাহিকা অঞ্চলে। খড়িনদীর নিম্ন প্রবাহের পূর্ব প্রান্তের এলাকাগুলি বেশিরভাগই প্রাচীন কালে সাতসৈকা পরগনার অন্তর্ভুক্ত ছিল, এর পাশেই রয়েছে ইন্দ্রানী পরগনার দাইহাট কাটোয়া। অতীতে নদীকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল সভ্যতা, ক্রমে ক্রমে গড়ে উঠেছিল বাজার, হাট,গঞ্জ। অতীতে অবশ্যই এই সাতসৈকা পরগনার একটা গুরুত্বপূর্ণ গঞ্জ বা বাজার ছিল নন্দন ঘাট, বর্তমানে অপভ্রংশে নাদন ঘাট নামে বহুল পরিচিত।
প্রাচীনকালে এই অঞ্চলের মানুষজনের প্রাণকেন্দ্র ছিল এই নন্দন ঘাট, যা কৃষি কেন্দ্রিক সভ্যতাকে বিকশিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল! কুসুম কলি (বর্তমানে কুসুমগ্রাম) থেকে নন্দন ঘাট, নন্দন ঘাট থেকে সমুদ্রগড় সুটরাঘাট, সাতপোতাঘাট, হলদিপাড়া ঘাট মালডাঙ্গা ঘাট, কুর্মুন এবং কর্জনা ঘাটের সাথে একটা লিঙ্ক যোগাযোগ সেই প্রাচীন কাল থেকেই ছিল। তবে প্রাচীন ব্যবসা কেন্দ্র হিসেবে নন্দন ঘাট ছিল এই সাতসৈকা অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর,ব্যবসা-বাণিজ্য স্থল! অতীতে খড়ির নিম্ন উপত্যকায় বিস্তীর্ণ অঞ্চলের কৃষি কেন্দ্রিক সভ্যতা বিকশিত করতে এই বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজ এ কথা কিছুতেই অস্বীকার করা যাবে না! এর পশ্চাদভূমি বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল! পাল বা সেন যুগে বর্ধমান ভুক্তির নিম্ন অঞ্চলের অধিকাংশ স্থান বিভিন্ন নদী নালার সাথে সংযুক্ত ছিল এই অঞ্চলটি, এখনো অনেক খাল বিলের চিহ্ন পড়ে আছে, মন্ডল গ্রাম, কুল জোড়া, বামুনিয়া, করুন্দা, পিপলন, ভাগরা, কাঠসিঁহি, ফজলপুর, জামনা, দেবপুর, বরনডালা, গনগনিয়া প্রভৃতি অঞ্চলগুলি দামোদরের প্রাচীন এক খাতের সাথে যুক্ত ছিল, বর্তমানে ডুবিখাল নামে পাথারের বিলের সাথে সংযুক্ত হয়ে তার প্রাচীন অস্তিত্ব জানান দিচ্ছে। অন্যদিকে কুসুম কলি, দীর্ঘনগর, মাহমুদপুর, রাইগ্রাম, বরুনা, বন্ধুপুর, গড় সোনাডাঙ্গা প্রভৃতি অঞ্চল সোনাতলীর ঘাট হয়ে নন্দন ঘাটের সাথে সংযুক্ত ছিল। এই বন্দরের মাধ্যমে বিভিন্ন কৃষিজাত পণ্য যেমন চাল,আখের গুড়, ছোলা-কলাই, ধান, পাট প্রভূতি কৃষিজাত পণ্য নিয়মিত ভাগীরথীর তীরে বিভিন্ন বন্দরে বন্দরে পৌঁছাতো। উল্লেখ্য যে বন্দরকেন্দ্রিক বাণিজ্য বিস্তারিত যুগে অনেক বিদেশি বণিকরাও সপ্তগ্রাম, দাঁইহাট প্রভৃতি অঞ্চলে ঘাঁটি গেড়েছিল, সেই হিসেবে নন্দন ঘাট বন্দরের গুরুত্ব সহজে উপলব্ধি করা যায়! তাই স্বাভাবিকভাবে প্রাচীন খড়িনদীর ফেরিঘাট গুলির গুরুত্ব মোটেই কম ছিল না! আজকে সমীক্ষায় খড়িনদীর এক ঐতিহ্যবাহী ঘাট, শুটরা ঘাটে দাঁড়িয়ে সেই অতীত ঐতিহ্যের কথা বারে বারে স্মরণ করছি। আজ সন্নিহিত কোরাপুর বেলগোরে এবং সুটরার কয়েকজন বর্ষীয়ান চাষী সেই অতীত ঐতিহ্যের কথাই আমাকে স্মরণ করালেন! আজকে খড়ির দু-প্রান্ত তাকিয়ে শুধু ভাবছি, অতীতের কত স্মৃতি রেখে গেছে এই খড়ি, হারিয়ে গেছে সময়, হারিয়ে গেছে সুদিন, পড়ে আছি শুধু শূন্য কায়া, মহাকালের সাক্ষী হতে! অতীতের শুর রাজাদের আমলে কেমন ছিল এই ঘাট, ইতিহাস শুধু আঁধার খুঁজবে! ঝাপসা পাতায় ভরে যাবে! থাক সে কথা, তা খুঁজে আনতে অনেক দেরি হয়ে যাবে! এই ঘাটের বর্তমান মাঝি নব কুমার ঘোষ আমায় জানালেন যে অতীতে সুটরা ঘাট সংলগ্ন এলাকাতেও একটা বাজার ছিল, তার অনেক স্মৃতিচিহ্ন পড়ে আছে। থাকাটাই স্বাভাবিক, নদী কেন্দ্রিক সভ্যতা তো নদীর তীরেই গড়ে ওঠে, গড়ে ওঠে বাজার হাট, মানুষজনের আনাগোনা দিনরাত! যাই হোক নব বাবু আলাপ চারিতায় হারিয়ে গেলেন সেই স্মৃতি মধুর দিনে, আর হয়তো কোনদিনই ফিরে পাওয়া যাবে না, কিন্তু হারানো স্মৃতি আজকে জানো বড্ড কাঁদায় তাকে, মাঝি মাল্লাদের আজ কাজ হারিয়ে গেছে, তাই অভিযোগ আনলেন- সরকারের তরফ থেকে মাঝিদের জন্য তো কোন ব্যবস্থাই করা হলো না! আজ আর খেয়া চালিয়ে সারা বছরের পেট চলে না! এই বর্ষার ক-মাস একটু আধটু যা রোজগার হয়, খাজনা দিয়ে আর তেমন কিছু থাকে না! তবুও পড়ে আছেন ভালবাসার টানে, অতীত দায়িত্বের এক অমোঘ বন্ধনে! সত্যিই তাই, পেটের জ্বালা!সেকথা আজ বোঝাই কাকে?
এই সুটরাঘাট এক অতি প্রাচীন ফেরিঘাট! সেই সুদূর প্রাচীন কাল থেকে অনেক মাঝি-মাল্লা এখানে দাঁড় বেয়ে গেছেন! অতীতে শোনা যেত পাটনি মাঝির হাঁক ! আজও ধ্বংসস্তূপে উঁকি মারে পাটনি বাড়ি! আজকে হয়তো তাদের আর খুঁজে পাওয়া যাবে না! সেই প্রাক ব্রিটিশ পর্বে স্বয়ংসম্পূর্ণতার আবেশে বেশ কয়েকটি জনপদকে বেঁধে রেখেছিল এই ফেরিঘাট! তার মধ্যে রয়েছে কাইগ্রাম, রাউতগ্ৰাম, সুটরা, বোঁদপুর, গাগড়া, কোরাপুর বেলগোরে, যশপুর, মিনাপুর, গোকর্ণ বকপুর, চন্ডিপুর দামোদর পাড়া, ভাতুরিয়া প্রভৃতি প্রাচীন জনপদ! আজ এই ফেরিঘাটের মাঝি নব বাবু আমায় জানালেন এই ফেরিঘাটটি এক সময় ছিল এখানকার স্থানীয় জমিদার বোঁদপুরের মল্লিকদের! এদের কাছ থেকেই পাটনি মাঝিরা লিজ নিয়েছিলেন, তারপর পাটনী মাঝিরা এই ঘাট ছেড়ে চলে যায়, তারা সুটরার মল্লিকদের এই ঘাট সমর্পণ করে, পরে সুটরার গন পরিবাররাও এর অংশীদার হয়! সেই সূত্র অনুযায়ী অনাদি মল্লিক বা নারু মল্লিকদের শেয়ার ছিল ৭৫% আর শশাঙ্ক গনদের শেয়ার ছিল ২৫%। জমিদারি উচ্ছেদের পর এই ঘাট চলে যায় বিডিও অফিসের তত্ত্বাবধানে, সেখান থেকেই নিয়মিত দরপত্র ডাকা হতো, তবে বর্তমানে এই ঘাট পঞ্চায়েতের অধীন!
আজ নৌকা থেকে নেমে, গাড়িতে উঠে বারে বারে পিছন ফিরে তাকাচ্ছি। আমার সহযাত্রীরা দ্রুত সামনের দিকে এগিয়ে চলেছে, সবাই ছুটছে কাজের তাগিদে, নয়তো আপন আলয়ে, নৌকা থেকে নেমে সবাই ভুলে যায় মাঝিকে, ভুলে যায় নদীকে! সামনে একটা জেলে আপন খেয়ালে মাছ ধরছে, আমায় এভাবে তাকাতে দেখে বলল —
“দাদা কাউকে খুঁজছেন?”
— না না এই সূটরাঘাট, এই নদী আমায় ডাকছে! তাই বারে বারে পিছন ফিরে তাকাচ্ছি!
— মনে মনে সে আপন খেয়ালে একবার হাসলো!
কয়েকটা বক, শামখোল আপন খেয়ালে তন্দ্রা ভাঙছে! একটা মাছরাঙ্গা মাছ ধরে বিজয়ী উল্লাসে উড়ে গেল! আমারও ঘর ফেরার সময় হয়ে এলো!
Mode FIELD STUDY-23 on September 6, 2023
Sources – Naba Kumar Ghosh, Vikas Ghosh, Rothin Mitra, Sutra Purba Bardhaman
বারিদ বরন গুপ্ত | Barid Baran Gupta
Is Cheetah and Leopard same? | Anindya Paul | 2023
Kolkata to Kashmir Trip | আবেগের নাম কাশ্মীর | 2023
New 18+ Bangla Galpo | বৈশালী পাড়ার প্রতিমারা | Saswata Bose
New Bangla Upanyas Online 2023 | খুঁজে ফিরি বিশল্যকরণী (পর্ব ১৪) | Joynal Abedin
bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | Best Bangla Article Follows | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | Best Bangla Article Photo | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | bengali article writing app | bengali article writing book | Best Bangla Article – Online Article | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | Viral Video – Best Bangla Article | Best Bangla Article Source | bengali article writing format | Best Bangla Article News | bengali article writing generator | article writing global warming | article writing igcse | Ebook Best Bangla Article | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on global warming | bengali article writing pdf | article writing practice | Best Bangla Article Ebook | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Definite Article | Bengali Article Writer | Short Bengali Article | Long Article | Best Bangla Article in pdf | Trending topic – Best Bangla Article | Galpoguccha | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder