New Bengali Poetry 2023 | প্রবীর রঞ্জন মণ্ডল | কবিতাগুচ্ছ ২০২৩

Sharing Is Caring:

অপরিবর্তিত বন্ধন – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

সাঁঝবেলায় রোদের ছায়া মুছে
পেরিয়ে গেলে ওপার
উত্তপ্ত করে রেখে দিগন্ত হতে দিকচক্রবাল,
নাকাল হলাম আমি, আমরা সবাই।
ডুব দিয়ে প্রহর গুনছ বেশ ভালো
এমনি প্রহর গুনতে গুনতে হারিয়ে গেলে
আমরা কী ভালো থাকব কখনো?
তা নয়; নাকাল হলেও পরের প্রত‍্যুষ দেখাও।
শৃঙ্খলে বেঁধে রেখেছো সবাইকে
একই গণ্ডির এপার ওপার ;
দু’পার জুড়েই বেয়ে চলেছো তোমার খেয়া
চিরন্তন এক সীমারেখায়।
তোমার এই পারের সীমাবন্ধন
কোনো দিনই পরিবর্তনের নয়;
অপরিবর্তিত একটা রৈখিক বন্ধন
যার ভবি ভুলবার নয়।

ওদের বলে দিও – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

আমি কারও দিচ্ছি নাতো দোষ
ওরা কেন খেলছে আমায় নিয়ে
বলতে পারও কিসের এতো রোষ?

আমি তো আর দিইনি থালায় হাত
ওদের খাবার খাইনি কেড়ে নিয়ে
নিইনি তুলে থালা ভর্তি ভাত।

তবুও ওদের করছে জ্বালা বুক
তাই তো এমন ফাঁদ পেতেছে বুঝি
কাড়তে আমার জীবন ভরা সুখ।

কিন্তু ওদের বলে দিও ঠায়
পারবেনা তো করতে কাবু কভু
ঠোসাখানা পড়বে না তো গা’য়।

গড়িয়ে সময় – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

রাত ফুরোলেই ফুরিয়ে যাওয়া রাতটা খুঁজি
চোখের পাতায় ঘুমটা গুঁজে।
সকাল হলেই ব‍্যস্ত সময় বয়েই চলে
লাগাম দেওয়া ঘোড়ার মতো ছুটতে থাকি
বেরিয়ে পড়া,কাজ গুছানো, সময় মাপা
থমকে দিয়ে সময়গুলো পায়েই চাপা
এগিয়ে চলা, সামনে চলা কাজের টানে।

গড়িয়ে সময় পশ্চিমে ওই ডুবটি ফোড়ে
নিজের কাছে নিজের প্রতি চ‍্যালেঞ্জ ছোড়ে।
আঁধার নেমে ধাঁধার মতো চোখের কোণে
রঙধনু এক আলোর আরশি ফুলকি কাটে।
বুকের মাঝে ক্লান্তি শেষে শ্রান্তি নামে
আবার তখন রাত গভীরে এলাই শরীর
রাত বিছানায় চোখের মাঝে ঘুমকে খুঁজি
আবার শেষে জাগার নেশায় ভোরের গানে।

কাছে এসো – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

বুকের বারান্দায় হাঁটো অন্ধকার পথ
ঘুচে যাবে সব স্মৃতির জানালা কপাট
প্রহরকালে কালপুরুষ পথ চিনিয়ে দেবে
তখন না হয় আমার কাছে এসো।

শব্দরা ঢুকে যাচ্ছে নিভৃত বনান্ধকারে
দূষণ এঁকে যাচ্ছে কূপের অন্ধকার
সূর্যের আলোর গ্রাসে নামে বায়বীয় সংকট
সব বিপদ পেরিয়ে আমার কাছে এসো।

মানবীয় আচরণে আজ সভ‍্যতার পতন
পশুরাও যাপন করে মানবিক সুখ
আজ পৃথিবীর এক দারুণ অসুখ
সবকিছু পিছে ফেলে আমার কাছে এসো।

দৃশ্যান্তর – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

ক্রমশ দুর্বল চরিত্রের নীচে
হারিয়ে যাচ্ছে নাটকের ক্রমাঙ্ক দৃশ্য
যবনিকার অন্তরালে ঘাত প্রতিঘাতে
দৃশ্যান্তর ঘটছে প্রতিমুহূর্তে।

কুশীলবেরা ঝিমুনি কাটছে রাতের প্রহরায়
দিকে দিকে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে
শেষ দৃশ্য এতো ট্র্যাজিক হলে
একটা বেদনা পাক খাবে সারাজীবন।
এসো পটল তুলি সভ‍্যতার বাগান থেকে
গায়ে মুখে মাখা থাক কালিঝুলি।

সভ‍্যতার বুলবুলি সেজে
লেজ নাচিয়ে যাই জীবনভর;
সময় হলে পাড়ি জমাই দৃশ্যান্তরালে
জীবনের প্রতি খাঁজে দৃশ্যান্তর ঘটুক।

অন্তর্দাহ – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

BENGALI POETRY

কোনো কোনো সম্পর্কের শিকড়
নীরব নিরুত্তাপে মাটির তলদেশ দখল করে,
দু’একটি পাথর খণ্ড, ইট, কাঠ, ধাতবকুচি
সেসব পেরিয়ে গিয়ে আবার কখন এক হয়!

মজবুত গড়ে ওঠা একটা সংসার
নির্বাহিত পথের বাঁকে কখনো কখনো বাকসংযম হারায়,
অভিমুখ বদলে গিয়ে বিচ্ছিন্নতা ভরে ওঠে
ভিতরে ভিতরে কাঁচফাড়া অন্তর্দাগ একটা সংকেত পাঠায়;
অন্তঃজোড় দিয়ে রাখা হয় সাময়িক।

এমনি কত চলার বাঁক রুখে দিতে দিতে
চলে এলাম তুমি আমি এতো পথ!
তা একবার নিরুত্তাপ চাঁদের বুক দেখে
নিরালায় বসে ভাবতে পারো রূপসা;
দেখো,তোমার বুকের অন্তর্দাহে খুঁজে পাবে একদিন
চাঁদেরই মতো অজস্র কলঙ্কদাগ।

সেদিন আমার কথা স্বপ্নের মতো ভেবো
আর চিতার আগুনে মিশিয়ে দিও তোমার স্বপ্নের উত্তাপ।

যুদ্ধতে হয় কী – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

কঙ্কালের পাঁজর থেকে তুলে নিই হাড়
রেখে দিই বারুদ ভরে আস্তিনে তুলে
যদি কখনো আবার যুদ্ধতে লাগে
পাথরে পাষাণ ঘষে তুলে নিই ধার।

চারিদিকে গুলোগুলি গোলাগুলি ঝরে
মেঘের গর্জন হয় যেন ঝরে বাজ,
সাগর কিনারে বসে কারা করে গান
নিশান ছুঁয়ে কারা যুদ্ধটা করে!

আগুনে আগুন খায় যুদ্ধেতে প্রাণ
কার অস্ত্র কে যে ছোঁড়ে,কেবা রাখে ধরে?
শরীরে রক্ত ঝরে সবারই তো লাল
যুদ্ধতে হয় কী সব পরিত্রাণ?

নদীর গান – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

যখনই সামনে তাকিয়ে দেখি নদী
সে তখন ভাঙনের কথা বলে;
ওর তীরে সবুজ দেখতে চেয়ে
সকলে যখন হাপিত‍্যেশ করছি
তখন দেখাচ্ছে শুধু বালি আর বালি।

একদিন বিকেল স্রোতে বললাম ভাটিয়ালি গাও
ও শুরু করল শোষণের গান!

একেবারে ভাটার বালিয়াড়ির নীচে
ধীরে ধীরে ভরাট জোয়ার ফিরতে থাকলে
তটের কিনারে শুরু হলো তাণ্ডব নাচ।
আমি আঁচ করতে পারছিলাম
ওর আয়ু শেষ হয়ে আসছে
নাহলে এতো স্বপ্ন ইতিহাস বিলীন হবে কেন
ওই কালের অন্তর্লীন গহ্বরে!

রঙগুলো – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

মানুষের রঙগুলো কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে!
এই ধরুনগে, কাল যার চুল ছিল কুচকুচে কালো
আর শরীরের রঙ ছিল আংশিক পিঙ্গলা
তাকে দেখলাম বাদামি চুল নিয়ে
আমার দিকে বিস্ময় চোখে তাকাতে!

আবার ধরুন একজনকে,শরীরের রঙ তরতাজা রাখতে
দুবেলা ধরে কত ঘষা মাজা করতে দেখেছি!
হঠাৎ দেখলাম রোদে পুড়ে একেবারে কাঠ কয়লা হয়ে পড়েছে
তার চোখ নেমে গেল মাটির কাছাকাছি
আমি কিন্তু চোখ ফিরাইনি তার থেকে।

আমি যে মানুষটিকে দেখতাম প্রতিনিয়ত
গায়ে হাওয়া লাগিয়ে ধান্দা করতে,
তাকে নির্বাচনী জনসভায় চাকচিক‍্য পোশাকে দেখে
আমি মোটেও অবাক হইনি!
শুধু অবাক হয়েছি পোশাকী বাহাদুরি দেখে।

বলুন মানুষের রঙ পরিবর্তন হচ্ছে কিনা?
আসলে পরিবর্তন হচ্ছে না শোষণের ;
শোষকের পরিবর্তন হচ্ছে মাত্র।

শোষণের সব রঙ বুঝি এক!
তাই শোষকের আর শোষিতের রঙ বাদই দিলাম
এ রঙ পরিবর্তন হবার নয়।

নতুন সম্পর্ক – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

নদী ব‍্যবচ্ছেদের সীমারেখা ধরে
আর কতদূর এগোতে পারি বলো?
সম্পর্কের টানাপোড়েনে ঢেউ উঠে গেছে
ঢেউয়ের মজ্জায় মজ্জায় উপহাস ছড়িয়ে পড়ছে
সম্পর্কের শিকড়গুলো হয়ে পড়ছে শিথিল।
দু’চারটে দৃঢ় শিকড় মাটি গেড়ে বসলেও
অনুচ্চারিত নীরব ঘাতক ঢেউ মাটি খুবলে নেয়।
উপুড় হয়ে পড়ে বৃহৎ সম্পর্কের মহীরুহ,
কঠিন অথচ দুরূহ একটা ব‍্যবচ্ছেদ ঘটে যায়
দীর্ঘদিনের সম্পর্কের সীমারেখায়।

একদিন,প্রতিদিন, দীর্ঘদিন হতে হতে
এই দীর্ঘ ব‍্যবচ্ছেদে সীমারেখা অতিক্রান্তের পর
ধুলো,বালি আর পলির স্তরে স্তরে চাপা পড়ে।
ঝড়ের বেগে সবকিছু মুছে গিয়ে
একটু একটু করে শুরু হয় নতুন একসময়।
জল আর নতুন বুদবুদ একাকার হয়ে
শুরু হয় আবার করে নতুন সম্পর্ক।

আদি ইতিকথা – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

নড়চড়ে বসছে একটা মাদুর
ওর গায়ে আটপৌরে গৃহস্থের কত ছোঁয়া
প্রাগৈতিহাসিক কাল হতে লেগে আছে।

বিচ্ছিন্ন দ্বীপের মতো ভেসে যাচ্ছে
খাবি খাচ্ছে জলের উপরিতলে
সদলবলে একটা নাবিক জাহাজ
কূলের কাছে ভিঁড়িয়ে দিচ্ছে অতি সন্তর্পণে।

ওর বুকের উপর স্মৃতিসৌধ সব
তোলপাড় করে খুঁজে নেবে পরকাল;
যেখানে জিন্মায় রেখে আসা
মানুষের আদি-ইতিকথা সব বিছানো আছে।

গাছ কথা – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

সাবালক গাছগুলো কেমন যেন মুহ্যমান
শিকড়ে বাকড়ে আর রাখতে পারছেনা সংসার,
ঝুরিগুলো নেমে নেমে ন‍্যুব্জ হয়ে পড়েছে!

কেউ কেউ আত্ম-প্রয়োজনে ছেঁটেছে ডাল
শরীরটা সেই কঠিন বেদনা হতেই
আর মাথা তুলে বার হতে পারছে না!

মাটির বুকে লেগে থাকা জন্ম ঘাস
মাথা দুলিয়ে দুলিয়ে মৃদু হাসছে;
ওরা জানে ওদের পরজন্ম গবাদি মুখে
নতুন করে লেখা হয়ে আছে
তাই পিছে কোনো ভয় নেই আর।

কোনো ঝড়ের দাপট
ওদের মাথা নোওয়াতে পারবেনা এখন ;
মুখে তাই বারবার টিপ্পনী সুর
উঁচু ডালপালার নাকানি চোবানি দেখে।

মাথার মৃদু দোলনে উপহাস করে বলে
ঘাসের মতো সহিষ্ণু হয়ে দেখো একবার
কত প্রশান্তি বুক জুড়ে খেলা করে।

দুঃখ সুখের গাছেরা – প্রবীর রঞ্জন মণ্ডল [Bengali Poetry]

দুঃখ সুখের গাছেরা সব
অন্ধকার সরে পড়তেই বেরিয়ে পড়ল
একরাশ সবুজ হাসি নিয়ে।
একটু আগে মাত্র যে ঝড় খেলে গেছে
পাঁজরে ধরিয়েছে হাড়হিম করা ভয়,
বুকের খাঁচায় এনে দিয়েছে হাঁপানির শ্বাস ;
কচি কচি ডালপালা পাতা ঝরিয়েছে যত্রতত্র
ভেঙে চুরে তছনছ করেছে সংসার
সব ভুলে সব্বাইকে সবুজ হাসি দিয়েছে উপহার।

কতজন পারে এমন জীবনের উপর
কালঘাম ছুটে যাওয়া দুরন্ত ধ্বংসের পর
নির্বিকার চিত্তে সবুজ হাত বাড়িয়ে দিতে?
কতজন পারে এমনভাবে মরে যাওয়া স্বপ্ন কুড়িয়ে
চিরন্তন হাসিমুখে সবাইকে ধরা দিতে?

সবাইকে বলি,এতো যে ধ্বংসলীলা চারিদিকে,
ঝরা রক্তের প্রবাহী স্রোতের ভয়াবহ টান
এ অন্ধকার সরে পড়তেই বেরিয়ে পড়
হাতে হাত ধরে সবুজ হাসি হাসো।
সবাই নিশ্চিন্তে বাঁচুক
সবুজ আর একরাশ আলোর হাসি দেখে।

প্রবীর রঞ্জন মণ্ডল | Prabir Ranjan Mandal

New Bengali Article 2023 | অযোধ্যা গ্রামে প্রাচীন জমিদারদের আশ্চর্য স্থাপত্য নিদর্শন

New Bengali Article 2023 | প্রেমাবতার ঠাকুর হরনাথ ও সহধর্মিণী কুসুমকুমারী কথা

New Bengali Article 2023 | স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন

New Bengali Article 2023 | শ্রমের শোষণ

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder | Natun Bangla Kobita | Full kobitar video | natun bangla kobita mp3 | bangla kobitar book pdf | online read bangla kobita | bangla kobita translation | Shabdodweep bangla Kobita | bangla kobita collection | bangla kobita selection | bangla kobita collection | bangla kobita study | best bangla kobita | bangla kobitar ghar | top bangla kobita samagra | new bangla kobita | google bangla kobita

Leave a Comment