মোহাম্মদ শহীদুল্লাহ – সূচিপত্র [Bengali Poetry]
জায়মান – মোহাম্মদ শহীদুল্লাহ
ঝিমিয়ে পড়া জবার পাপড়িতে
চুমু খেতে পারার সমাপিকা সুখ,
করাল গ্রাসে ধূসর চরাচর,
নির্বিশেষে কুটজাল ছিন্নভিন্ন
অলৌকিক বৃষ্টিতে।
রক্তপাতের সাথে দেখা
কৌশলের এ,বি,সি,ডি —
বিষণ্ণ ধারাপাত-মুখর অলিগলি
বড্ড বেসামাল ।
অবরুদ্ধ জনসমুদ্রে
বান ডেকেছে,
আমার বোধের করিডোর
থেকে গেছে
জায়মান প্রচ্ছায়া হয়ে
শ্যামলিমায়।
অনুরোধ সবিনয় – মোহাম্মদ শহীদুল্লাহ
নিয়ে যাও স্বপ্নের সমুদয় সজীবতা–
পল্লবে,বল্কলে,শেকড়ের পুরোভাগ,
তোমারই চাঁদপুর
খুঁজতে বেরিয়েছে
কেবল তুমি-তুমি জোছনায়।
পাহাড়ি রাস্তায় বন্ধুর মাটির চিবুকে
তোমারই প্রণয়ন
খুঁজতে বেরিয়েছে।
নিরন্তর একতারায় বিভাজিত বিষাদে
করুণ হৃদয়টা!
বিদীর্ণ করার গান নিয়ে
তুফান জাগায়
যখন তখন।
মেঘবালিকারা তাই
নিকষ কালো চুলের পয়ার ছন্দে
ডুবতে বসেছে আশ্বিনে।
অবমূল্যায়ন – মোহাম্মদ শহীদুল্লাহ
জমজমাট ম্যাচের মতো
বন্দরে বন্দরে কোলাহল,
অপেক্ষায় থাকে।
একটা দুইটা তুখোড় উইকেটের পতন
অভিনব কৌশলে,নড়েচড়ে বসে চারপাশ।
একটা দুইটা লাবণ্য ঘেঁষা সুতোর বুননে
অবিরাম তৃপ্তির অশেষ কৃতজ্ঞতা।
কবির আক্ষরিক সমাবেশে অতি সাধারণ যারা, তারাই গড়েছে ঘাম-জর্জর
ঐতিহাসিক বাস্তবতার
নিখাদ কতিপয় মুগ্ধতা।
জবাবে যদি না মেলে কিছুই,
তির্যক দুষ্পর্শের আবহে
মিলিয়ে যাবে প্রশান্তির উর্মিমালা।
এড়িয়ে যাওয়ার ছলে-কৌশলে – মোহাম্মদ শহীদুল্লাহ
ঢেকে রেখে গেছে কেউ
আমাদের মর্মবেদীমূলে আঘাতের
শতচ্ছিন্ন জামার মতো সকাতর অনুভব।
রোজকার রোজগেরে হাতে
রজনীগন্ধার হাসিটা নিয়ে যাবার কথাইতো ছিলো
মোহাবিষ্ট বলয়ের বাইরে।
অভিন্ন সমতল মনোভূমির
শৈলমুখর সৈকতে
মরা প্রবাল কুড়িয়ে আনি তবু,
ঘুরিয়ে পেঁচিয়ে মঞ্চের দিকে ধাবমান সবাই।
আচমকা আটকে থাকা
লক্ষ -কোটি অমৃত বচন শুনবার
মেলেনা মেলেনা
অন্তক্ষরা অবসর।
সর্বদাই ছিনতাই – মোহাম্মদ শহীদুল্লাহ
চেয়ে যাই
অবিশ্রান্ত ঝিঁঝিঁ পোকার
নিমগ্ন সন্ধ্যার পূরবী,
আশ্বিনের হিম হিম আগমনীর ভেলায়
ভেসে আসা ভাসানের করুণ কীর্তন।
চেয়ে যাই তালবিরিক্ষির ব্যস্ত বাবুই,
পদ্ম ছাওয়া ঝিলে ডাহুকের
অনবদ্য শালুক-দুপুর,
চেয়ে যাই শিউলি-মেয়ের সলাজ হাসি,
অকৃত্রিম রসবোধে আদুল আমন্ত্রণে
অতিথি হতে—
সব কিছুই হলো ছিনতাই
কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই।
একই জলপতনের ঘোর – মোহাম্মদ শহীদুল্লাহ
নবজীবনের কল্লোলে মোহমুগ্ধ নবজাতক হই;
ভেতরকার রক্তাক্ত হৃদয়ের হাহাকারে।
একই আবর্তনে সূর্যের চারপাশে ঘুরঘুর হেমন্ত,
আকাশ বাতাস ছাপিয়ে সেজেছে যে !
অনিন্দ্য সুন্দর সৃষ্টির তুফানে— তুমি, আমি মিলেমিশে–
ছুটে চলি অন্তিম আয়োজনে।
কিসের ভিত্তিতে কষ্টের বেদিমূলে সমর্পিত মোহন বাগান? নাইবা বললাম;
যদি ভালোবাসার সরল সরল শব্দে ছাওয়া
গেঁয়ো ঘরের দোঁয়াশগন্ধী রাত জাগিয়ে রাখে আমায় —
সেই তো কেবল মাত্র একটা অনবদ্য উষ্ণতার পোশাক ।
ধূপকাঠির জীবনের মতো আমরাই প্রতিনিয়ত
পা রাখি; এক চিলতে রঙক্ষরণের গল্পের
সকল প্রাণই ক্ষুৎপীড়িত,
প্রদর্শিত দেয়ালিকা মাত্র ।
সুখায়নের বসতঘরে – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
একটা শান্ত জলের দাগ পড়েছে
অশান্ত চিবুকের একটু পাশেই।
চনমনে তারার মতো নাকের ওপর
বাসন্তী হলুদ আবহে ছুঁতে চেয়েও পারিনি,
নানাবিধ চুম্বনের
সম্পাদিত সুখ টুকু
বিলিয়ে দিতে ফাগুনে,
প্রথম পাক্ষিক আদরের
সকল পরিচ্ছেদ পাঠ করেও
গুছিয়ে নেয়া গেলো না
অপার বিস্ময়ের পরাগমাখা দুপুরটা।
কারো অহামিকা
ধার করে তাই
সাজে না আকাশ।
নয়া জীবন – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
পাশ কেটে গেলো
আনন্দ ধারার স্রোত,
ঘাসের ডগায়
চৈতালীর কবোষ্ণ প্রেম,
ছল করা ফড়িং
ঘুরেফিরে আসে।
শীর্ণ কবিতার ছকবাধা
এক একটা আহ্লাদ
জাবরকাটার অসহায় দৃশ্য বরাবর,
বরাদ্দকৃত আবেগের সবশেষে
অশ্রুবান নদীটা,
ঘুরেফিরে স্থাবরজঙ্গমে।
জয়ফুলের সংসার – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
হাড় ভাঙ্গে
মড়মড় করে হাড়ভাঙা গল্পের
বিনম্র নির্যাস
হাড়গুলো
সমতার মুক্তক আলো পেতেই
মাঠ,ঘাট,পাহাড়
ডিঙ্গিয়ে যায়,
চোখ দুটো জলে ভরলে
হাড়গুলো
লড়াকু হয়ে যায়।
জয় আর ফুলগুলো
গ্রন্থিত আদরে
বিছিয়ে থাকে
উর্বর মাটির
সোদক যাপনে।
শৈরিক গতিপথের লোহিত রঞ্জন
সরব আহ্বানের সুপারিশ করে
হাড়গুলোতে উন্মুখ ভালোবাসার।
কল্পিত আখ্যান – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
মাঝেমধ্যে একটা সুরের তুফান আসে
মাঝেমধ্যে একটা সেলাই বিহীন বেশ
মাঝেমধ্যে একটা নিপুণ আলোর রেখা
মাঝেমধ্যে একটা কবিতা ছন্দের আবহ
কতিপয় তান্তব অনুভূতি
কতিপয় শুভংকর অতি
অদূর ভবিষ্যৎ নিয়ে
সামাজিক অবহেলা।
বিচিত্রিতার অনিবার্য উপমা সকল
স্তবকে স্তবকে চিরাচরিত অসুখকে
কেন্দ্র করে প্রদক্ষিণে ব্যস্ত।
ক্রমাগত সমাবর্তন – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
আমি জানি সময়ের ভাঁজে
লুকিয়ে ছিলো
যাবজ্জীবন আগামীর শূককীট।
ক্রমাগত সবুজের
আস্তর খেতে খেতে
সাধ হলো তার
আকাশ ছোঁবার,
সে ছুটে গেলো
ডানায় ভর করে।
ফুলের অলস নিদ ভাঙ্গালো,
ফুলের পরাগরাজ্যে লুটোপুটি খেলো।
আকাশের অসীম সেতারবাদন
শুনে শুনে।
লক্ষ কোটি নাক্ষত্রিকী
সরগরম আসরে অনাগত
আলোকায়নে—
পারলৌকিক পারাপারের
অপেক্ষায় কাটে দিন।
তারপর উধাও হয়েছে – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
একটা তারা হয়ে ফুটে ছিলো সে
আকাশের কোটি তারার সাথে।
একটা বর্ণিল আভাময়তাকে
শুভেচ্ছা জানিয়েছিলো নিঃসঙ্গ কোকিল।
অসম্ভব হলুদ একটা রঙের পোছ
এঁকে রেখেছিল
অবারিত হেমন্তের ক্যানভাসে।
বিধ্বস্ত কোষগুলো গতরের,
কেবল আবোল-তাবোল তথ্যসূত্র দিয়েছিলো
শতায়ু কথনের নানারং ফিরিস্তি।
তাবৎ দহনের ইন্দ্রজাল ছাপিয়ে গেছে
কিছু কিছু বাঁচিয়ে রাখা শৈবালিক মুদ্রার
বিষম প্রতিযোগিতার,
প্রেমসুতো
ছিঁড়ে ফেলছিলো
অকস্মাৎ।
ফুটপাতের ‘অবহেলা’ নামক শব্দটি
তুলে রাখার ট্রাংক ছিল কমলার ঘরে।
এখন প্রতীকী দুঃখেরা
ট্রাংকের ভেতরে
ডানা ঝাপটায়,
মরচেধরা বুকের মধ্যে স্মৃতি হাতড়ে
নবায়নযোগ্য চিঠির আশংকাজনক ভীড়
লেগেই আছে।
নতুনভাবে শুরু – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
জমকালো আয়োজনের
প্রশংসা করেন
আপত্তি নেই,
তন্দ্রাচ্ছন্ন চোখ থেকে
অশ্রুপাত ঘটুক বরাবরই,
এড়িয়ে যাই।
থাকুক বা না থাকুক সে,
রাখুক বা না রাখুক চোখ
এ-ই পোড়া চোখে–
যে ফোটার কথা ছিল
সে ফুটবেই,
লুটবেই মধু আগন্তুক মৌ-কীট।
সৌরভে ছুটবেই
কামিনীর সুন্দর সন্ধ্যায়।
মুখরিত দ্বীপ থেকে
শুরু হলো তাই
লক্ষ কোটি বছরের
বিষন্নতার যতেক অবসান।
পরাগের মতো স্বকৃত ক্ষুধা পুষে
বিরাগ ভাজন প্রজাপতির আশায়
কুমড়ো ফুলের চয়নে দহনে
জেগেছিল একদা আয়ত চোখ
উন্মীলিত কর্ষিকার মতো অনুসন্ধানে নেমেছি
আলোর অভিলাষে – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
ব্যস্ত সময়ে
সুহৃদ প্রেমিকের প্রেষিত গোলাপ
নিরন্তর একতারা হয়ে
বেজেছে করুণ বেহাগে
পিপাসার্ত করে রাখে সারাক্ষণ
পরিত্যক্ত ক্যানভাসে
রঙ্গিন চটুল বিষয়াবলী এবং ফুল পল্লবে
কবিতার অঞ্জলি দিতে
যমুনায় ঝাঁপায় পিতলের কলসি
কেঁপে ওঠা অধরের চারপাশে
চোখ পড়েছে ব’লে
আপাত দৃষ্টিতে নিজেরই মনটা ডুবাই
আন্তরিক দ্রবণে
বিলুপ্তির সাথে অঙ্গীভূত ভাবনা – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
একটা সহজ সরল নদীর ঢেউ
বারবার আসে
বারবার ফিরে যায়।
একটা বিস্মিত চাঁদ
একাকী রোমন্থনে পার করে রাত।
একটা ক্লান্তিহীন বাঁশি
জাগিয়ে তুলেছে চাঁদের মিষ্টি দ্রোহের গানগুলো।
সিথানে তেমাথার ভুতুড়ে রাত
আরও নীরবতার চাদর গায়ে
জেঁকে বসেছে।
আড়মোড়া ভেঙ্গেছে
বিস্ময়কর সকালের প্রতিধ্বনি,
চাহনিতে মাদকতা।
তাকিয়ে থাকি,আর
বিলুপ্ত হাজার বছরের কাহিনীর সুতো ধরে টানি।
ততক্ষণে
অনেক অনেক দূরের নাক্ষত্রিক আয়াস,
অনেক অনেক বছরের গ্লানিবোধে,
ভারকেন্দ্রের বিষাক্ত শব্দ চক্র
ঝেড়ে ফেলতে আসছে ক্রমাগতই–
ক্রাচের ভর করা মাঙ্গলিক ফসিলে
লিখে রাখা টটোমারিক আলাপ।
বর্ণাঢ্য জীবনের ছবিতে – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
উঠতে উঠতে ছোটে
পথের ধারে ফোটে।
জোটে যখন বর্ণালী তার
পাপড়ি হাজার লোটে।
আলোক সজ্জা যত
ফুল পরশের মতো।
চুলবুলানি হৃদ মাঝারে
পরাগ মাখে তত।
দিচ্ছে দোদুল দোলা,
মগ্ন আত্মভোলা।
কষ্ট সরায় চুমটি পড়ায়
হৃদ বাতায়ন খোলা।
কনক লতার সুখ,
জুড়ালো তার বুক।
সোনার রোদে ঝলমলিয়ে
উঠলো তারই বুক।
অগ্রিম প্রণোদনা – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
ক্যাকটাসের কান্নার কারণ সবাই জানে
তবুও প্রশ্ন করে– কাঁদো কেন?
কাটা ঘায়ে নুনের মতো আঘাত সইবার
সহস্র দীপ্তির হৃদয়ে
সুপ্ত ভাগশেষটার ভূত ভবিষ্যৎ কাঁপে বেহালার তারে।
আরও কিছুদিন তার প্রশ্নগুলোর ডালপালা গজাবে দুর্ভাগ্যের পাড় ঘেঁষে,
নন্দিত স্বপ্নের আয়োজনে দেখি
আমার একটা অপূর্ণ ইচ্ছের চারাগাছ
মৃত্তিকার নাভি ছিঁড়েখুঁড়ে আসছে অচিরেই।
জরুরি অবস্থা – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
একঝাঁক হাসিমাখা মুখ
একঝাঁক স্বপ্নের মুখোমুখি।
সন্ধ্যার পর্দা সরে যাচ্ছে, যাক না।
কিছুটা হলেও হাসি সবাই হাতিয়ার বানাই।
একদিন চকিত চাহনির সামনে
কাত হয়ে পড়ে যাওয়ার অবাঞ্ছিত সময়টা
বারবার চেয়ে বসে
তাকে যেন একটি গোলাপ দেই।
আজকাল এটাই মেলেনা।
এলোমেলো তুফান,
পায়ের কাছে
সদ্য-ফোটা ঘাসফুল,
চন্দ্রমল্লিকার মতো ঋজু সুখী
সৌরভের কোনো বিকল্প নেই।
কল্পলোকে – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
কর্পূরের
মতো একটি মন
উড়ছে তো উড়ছে,
ঘুরছে তো ঘুরছেই।
দূরের শামিয়ানা তলে
নিহারিকার স্বপ্নগুলো ধানের মতো ছড়ানো,
ধাবমান সিঁড়ি পেরোবার অনন্য সুখে,
লাবণ্য ধার করা মেঘের পালকি ছোটে,
আমরা দেখি আলোছায়ার ডুবসাঁতারে মগ্নতা।
অনুকার – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
চলছে সময়ের উল্কা
চলেনা আমার নদী
যদিও নদীর আবক্ষ স্রোতে
ভেসেছিল কিশোরীর চুল,অনবদ্য সন্তরণে।
চলছে নিরক্ষীয় উত্তাপের মহড়া
চলেনা তেজোময় পৃথিবীর শান্তিপূর্ণ গান।
যদিও একদিন এ-ই গানের আঘাতে
ভেঙেছিল দুনিয়ায় দেয়াল।
চলছে বল্লমের তীক্ষ্ণ ডগায় চাঁছাছোলা ব্যাকরণ
চলেনা যৌথ খামারের অমায়িক আহবান।
যদিও দুনিয়া কাঁপানো অসংখ্য প্রিয়তার শব্দে
গড়ে দিয়েছে একটা অখণ্ড সখ্যতা।
বুকের ওপর দিয়ে চাকা আসে – মোহাম্মদ শহীদুল্লাহ [Bengali Poetry]
গড়িয়ে গড়িয়ে চলে যায়
কু–ঝিক–ঝিক….
কু–ঝিক–ঝিক….
অশেষ আশাবাদী মনের ট্রেন
আমার ভেতরটা নাড়িয়ে দিয়ে
তেপান্তরের রঙ্গিন ধুলোয়
লুটোপুটি চঞ্চলতায় ।
নীরবতার পেলব সুখ
সহসাই নান্দনিক ইস্যুতে
খোলামেলা গুঞ্জন তুলেছে,
শুকনো পাতায় খুঁজে পাওয়া আজন্ম
উচ্ছ্বাসে উদ্ভাসিত বন–বীথিকার মৌনতা।
বিমুগ্ধ চারণভূমিতে বিছিয়ে বসেছিল
অন্তরঙ্গ কৃতজনেরা,
ফুলেল আহ্বান জানিয়েছে
আপ্ত কথার বিষণ্ণ রাতের কথকতা।
নিষিক্ত আবেশের মোহটা
আদুল তনু-মনে
স্বর্ণলতার গহনা হয়েই থাক।
জাগতিক কর্কশ অনুভূতিগুলো গচ্ছিত ছিল প্রশান্ত নির্জনে,
একটি ধাবমান গর্জনের
অপেক্ষার বেড়া সামনে।
অগাধ সবুজের অনন্য হাতছানি দেখেছি।
মোহাম্মদ শহীদুল্লাহ | Md Shohidullah
স্বামী বিবেকানন্দের যোগ ভাবনা | Top Best 4 Yoga by Swami Vivekananda
New Bengali Article 2023 | ওড়িশার পটচিত্রে ভগবতী কালী দেবী | প্রবন্ধ ২০২৩
Bengali Article 2023 | ভৃগুর শক্তিপীঠ ও বড়োমা :: বিল্লপত্তন থেকে বড়বেলুন
Bengali Article 2023 | দুর্গা পূজার কথকতা | প্রবন্ধ ২০২৩
bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder