Bengali Poetic Words – Prabir Kumar Chowdhury
প্রেমহীনা – প্রবীর কুমার চৌধুরী
নীরবতায় থাকি অবনত
আঘাত আসে অবিরত
মুখ ফুটে প্রতিবাদ আসে না
সাঁঝের আকাশের রং ঘন কালো
গোধূলির নির্জনে সুপ্ত থাকাই ভালো
আমার নিঃস্বতায় কেউ কাছে ঘেঁষে না
সন্ধ্যার প্রদীপ নিভেছে
কাজলেও ব্যথা আছে
কেউ এসে সিঁথি রাঙায়নি
আমি হতভাগী ষোড়শী, কাজল নয়না
সুখের বাঁধাঘর আমার কপালে সয় না
হৃদয়ের অনল কেউ প্রেমধারায় নেভায়নি
বঞ্চিতা – প্রবীর কুমার চৌধুরী
পায়নি কথা,পেয়েছে ব্যথা কেটেছে অলস দিন-রজনী
কোথায় প্রেম,স্থান হারেম কূল হারায়ে ফেরে সজনী
নিশি-দিন, অস্তিত্ব সঙ্গিন ক্ষুধার্থ অসুরে ছেড়ে পদ্মযোনি
থাকেনি পাশে, এ পরবাসে হলো সে বাঁচতে বহুগামিনী
সমাজ আসে, দেহের আশে নিশি নাগর ডাকে কামিনী
পেলো বঞ্চনা, সে সংসারহীনা স্বামী, সন্তান স্বাদ মেলেনি
কুহকে ফেরে, জীবনে হেরে ঘর বাঁধি ۔۔۔ কেউ বলেনি
বুকে নিয়ে, প্রেম দিয়ে তাকে কেউতো ঘরে তোলেনি
প্রতিধ্বনি – প্রবীর কুমার চৌধুরী
আজ সকালে বলছে সকলে কপাল ফেটেছে মাঠে ঘাটে,
কত অভিমানী হচ্ছে হয়রানি যন্ত্রণায় ছয় থেকে ষাটে
বিষাক্ত দৃষ্টি, নগ্ন কৃষ্টি রক্তাক্ত প্রতিবাদ সকল ঠোঁটে
নিশির ডাক, কামনার ঝাঁক খুবলে খায় নিরীহের মাংস
একি দেশ নেই শেষ মুখোশের আড়ালে দানব অহিংস
দেবতা তুমি শুনেছি অন্তর্যামী তুমিও কেমন যেন স্তব্ধ
হায়, হায় কেন দ্বিধায়, তুমিও কি নতজানু – জব্দ ?
চতুর্দিকে আজ চাইছে স্বরাজ বেজে উঠেছে হুংকার শব্দ
প্রতিফলন – প্রবীর কুমার চৌধুরী
বিশ্বাস চাই, বন্ধুত্ব বাড়াই পুনর্বার যেন সুসম্পর্কে ভরাই
বর্ষ শেষে, নির্লোভে হেসে ছলা-কলাহীন বুকেতে জড়াই।
কী ফল, এতো চোখের জল, বনের পশুর হিংস্রতায়
“চোরা না জানে ধর্মের মানে” যবনিকা আসে নীচতায়।
সব আরম্ভ, শেষে দম্ভ থেমে যায় দুচোখের স্বপ্ন
এতো আদৰ্শ, নানান মতাদর্শ আপন স্বার্থে অতলে মগ্ন।
কি আশে, কোন অভিলাষে মন কালিমায় দেয় জলাঞ্জলি
হায়, হায়, দেহ চায় পরকীয়া নিয়ে নরকেও করতালি।
লেখা হয়, ক্ষমা নয় ভুজঙ্গের রোষানলে জাগে ধ্বংস
কালের বিচারে, ন্যায় বাহারে দেখো রক্তবীজ হবেই নির্বংশ।
আশাতুরা – প্রবীর কুমার চৌধুরী
সময়ের সীমানা পেড়িয়ে আসে অভিমানী
অসময়ের হাত ধরে কেবল করে টানাটানি
দুটি চোখের আকর্ষণ বেহুঁশ করেছে মন
সে দিন চৈত্রমাস হৃদবন্ধন জোড়ে স্বজন।
দৈন্যতায় ডুবে, ডুবে হৃদয় হয়েছে বিবর্ণ
নয়নতারা নিরাশার ছবি এঁকে, এঁকে শীর্ণ
চাতকের আড়ালে জল দাও কাতর আবেদন
করুন ও ডাক না শোনে কেউ আকুল বদন।
মুক্তি পেলেই কী দূরে চলে যাওয়া যায়
সম্পর্ক ছিঁড়ে, ছিঁড়ে ওড়ানো যায় হাওয়ায়?
স্বপ্নিল দিনগুলোয় কত যে ভিজেছে বর্ষায়
তাই গিয়েও দাঁড়িয়ে থাকে দেখার আশায়।
বিরহবেলায় – প্রবীর কুমার চৌধুরী
অনেকগুলো দিন গেছে অনাদরে, অবহেলায়
নিশ্চিন্তে হাতে হাত কেটে বেলা গেল
কত সন্ধ্যায় চোখে রেখেই অমৃত যোগ
“মধুরেন সমাপয়েত” ক্লান্তি অবসন্নতা।
কত পথ পেরিয়েছি নিশ্চিন্তে – স্বপ্ন এঁকে, এঁকে
চোখের তীক্ষ্ণ নিয়নের আলো সহসাই নিভলো।
ভাঙ্গনের তীরে এসে ফিরে যায় –
নীড় হারা মনপাখি ঘর বাধঁতে অসফল।
বেলা গেল, বয়স হলো তমসায় ঘিরে ধরে
নিশীথের স্বপ্নই গেল মুছে নিহত পাখির চোখে।
আজ দেখি বিটপী তরুছায়াহীন পাতা ঝড়ে, ঝড়ে
প্রভাতের আলো কুয়াশায় ঘেরা চোখগুলো তন্দ্রাহারা।
বাতায়ন পথে পাখির ডানা ভারী হয়
ভেসে যায় মন অজানার ধোঁয়া ভরা দিগন্তে
দুজনা ভিন্ন পথের পথিক বেসুরে গান গেয়ে,
সখা নয়, পতি নয় সন্তানহীনা, বহুগম্য পসারিণী।
দুজনায় দুজনের হৃদয়ে রেখে গেল ক্ষত
দেওয়ালে ছড়ানো বেদনার উল্কি যত
যে ঘরে বসত একতা আর মিলনের মেলা
আঙিনায় ছড়াত সৌরভ হাস্নুহানায়
আজ সে গৃহের আঙিনায় কলহের রক্তাক্ত খেলা।
তোমার চোখের তারায় ক্রুর, হিংস্র –
শত অবজ্ঞার দৃষ্টি, যেন ধ্বংসের হাতছানিতে
বৃথাই গেল সব সৃষ্টি। দুজনার দুটি ভিন্ন পথে।
রক্তিম ও মুখের আভায় কোথা গেল সে শোভা?
বসন্ত আসে না দ্বারে ভীত, চকিত অশ্রুধারায় ।
এই তো সময় – প্রবীর কুমার চৌধুরী
সবারে এবার করি আহ্বান
সাহিত্যই এখন শক্তিমান।
আমরা সাহিত্যের সাথে
আজীবন সাহিত্যের পথে-
হেঁটেছি, হাটঁছি, হাঁটবো,
ছিলাম, আছি, থাকবো।
প্রতিবাদ সাহিত্যই আনে
মাথা তুলে বাঁচতে জানে
জীবনের কোনটা ন্যায়,অন্যায়-
গদ্য, কাব্য তাই জানায়।
এসো শব্দ বুকে তুলে রাখি
স্বজনের মুখে দেওয়া যে বাকি।
আমি তো কবি, নতুন কিছু বলার জন্যে-
মুখিয়ে থাকি, চতুর্দিক স্তব্ধ, অন্ধকারাণ্যে।
জানি আমি অনেকের অসহ্য, অপছন্দের
আমি নগ্নতাকে তালি দিয়ে বলি না আনন্দের
যেদিন থাকবো না, কথাগুলো হবে সত্যি
বুঝবে আমার কথাগুলো কত সত্যে ভর্তি।
বিষময় জীবন – প্রবীর কুমার চৌধুরী
ওই চিবুক তুললেই দেখি রুক্ষতা আর –
হাজার ষড়যন্ত্রের জলছবি।
বিছানায় ছড়ানো চোখের তীব্র দহন আমায় দগ্ধ করে ।
অশনির সংকেতে ভরা বাতাস, বিষময় আলপনা আঁকে … অন্তর অঙ্গনে।
তবু মায়ার ছলনে ভুলি, তোমার ছাদে শুকায় মোহময় শাড়ি, আরশিতে লেপ্টে থাকে মোহিনী হাসি।
প্রাত্যহিক রক্তশূন্য হই তোমার শানিত শোষণে।
মিথ্যার ভাঁজগুলো খসে পড়লেই তুমি
গড়ে তোল সুনিপুণ স্নেহময়ী মাতৃরূপ,
সেই ছলনায় ছিন্নভিন্ন কর নরম কলজে।
রক্তনদীর ধারায় দাড়িয়ে-
নিষ্পাপ স্বপ্নগুলো ভাঙছে আর ক্রমেই ডুবছে অতলে…।
আজ সময় নেশামগ্ন, অক্ষম, নীরব দর্শক
তোমার মোহিনী রূপের খোলসে, অনুরক্ততায় জড়িয়ে দিয়েছো প্রলোভনের চাদর,
অশনির জাদুকরী মোহময় বিষের বাঁশি বাজাও।
হয়তো একদিন সবার নেশাতুর ঘুম ভাঙবে,
হয়তো সেই দিনই মিথ্যার আবরণ সরিয়ে প্রতিরোধে জাগবে !
ফাগুনের ঝরা ফুল বুকে চেপে বুঝবে সময় সেইদিন বুঝবে…।
দরজার বাইরে দাঁড়িয়ে আজ
নষ্ট দুপুরে অনাহুত কাকের মতো, মাপছি নগ্ন বেসাতির ওজন।
সহস্র ক্ষুধাতুর হাতে ভিক্ষাভান্ড-
বুকে এখন যক্ষ্মার মানচিত্র আঁকে।
তবুও জীবন শূন্য থলিটা হাতে এখনও –
ক্লান্ত, ভ্রান্ত বিশ্বাসে পথ পরিক্রমায় নিরন্তর … ।
তোমার দুচোখের রোদ চশমার আভিজাত্য,
হাটে, বাটে তোমার ক্ষমতার আধিক্য,
অমানবিক দাম্ভিকতার প্রতিপত্তি কখনও সত্যের সুপারিশ করেনি কোনখানে।
আঘাত করে চটুল হেসেছ,
কখনও মেকি অভিনয়ে চোখে দামী ভ্যাসলিন লাগিয়ে ফেলেছ আঁখিজল,
উত্তুঙ্গ আকাশে উড়িয়েছ তোমার মেকি বিভার পতাকা।।
অজস্র দুচোখের গঙ্গা-পদ্মার প্রবল স্রোতধারায় কখনও ভেসেছো কি ?
এর পরেও আসতে পারে কি ভালোবাসার অধিকার –
আজ বুঝছি সবই তোমার মেকি ভালোবাসার প্রহসন ?
বহে নিরন্তর প্রেমধারা – প্রবীর কুমার চৌধুরী
তুমি পাশে থাকো বলেই খুশির গরবে
এতো আঁধারেও চলতে পারি নীরবে
তুমি স্পর্শ করো বলেই এ অস্তাচলে
এখনও বেঁচে আছি সাহসে ধরাতলে।
বহে নিরন্তর প্রেমধারা মলয় বাতাসে
তমসে গান আসে – তোমার সকাশে
তুমি স্পর্শ করো বলেই এ অস্তাচলে
বেঁচে আছি এখনো সাহসে ধরাতলে।
বহে নিরন্তর প্রেমধারা মলয় বাতাসে
তমসে গান আসে – তোমার সকাশে
তুমি ওষ্ঠে দাও চুম্বন প্রবল প্রেমধারায়
তৃপ্ত হয় মন, আকণ্ঠ পরিপূর্ণতায় ভরায়।
বয়ে যায় অনন্ত আনন্দধারায়
মর্মরিত হৃদয়খানি মায়ায়, মায়ায়
তুমি তুলে ধরো বলে, প্রভাত রবি –
জাগ্রত করে আমায়, তুমি বলো কবি।
মগন স্বপনে দুটি আঁখি বুজে যায়
সহসাই নিশীথিনি রাই রাগিণী বাজায়
তোমায় আমায় শাহন রাতে মিলনস্থলে
খুশিতে, খুশিতে নক্ষত্রমালা বিজলী জ্বালে।
আলোয় আলোয় – প্রবীর কুমার চৌধুরী
এতো যে নিজেকে জীর্ণ করেছি
এতো যে নিজেকে ক্রমেই শীর্ণ করেছি
কোন প্রলোভনে?
বন্ধ ঘরে আগল তুলে এতো বুকে অন্ধকার রেখেছি,
এতো, এতো স্তবগান, মন্ত্র উচ্চারণ –
সেখানে কি কোন আত্মীয়ই ছিল না
ছিল নাকি কোন আকুলতা?
আমি তো অন্ধকার দিয়েই অন্ধকারে
আলো জ্বালাতে চেয়েছি, বোঝেনি নিরবিচ্ছন্নতা।
আমার হৃদয় মাঝেই লুক্কায়িত ছিল প্রদীপ –
শুধু ভালোবাসার সলতেটুকুই গড়ে দিল না।
আমি তো থাকবো না এ বন্ধ ঘরে
আড়ম্বরে, তারস্বরে গাইবো আবার গান
এ অন্ধকারে বাজবে বীণায় সপ্তরাগের সুর।
আমার ভালোবাসার সলতে দিয়েই
জ্বালবো আলো, জীর্ণ রাতে খুলবে দুয়ার
টুটবে বাঁধন, মুক্তবেণী দুলিয়ে ফেনী –
মেলবে ডানায় আগমনীর সুর।
শুধু মনে রেখো-
জীর্ণ পাতায় লেগে ছিল আলোর রেখা
জীবন পাড়ে আলোয় আলো, ঘুচলো কালো
বাঁচার আশায় ভরিয়ে আলো, আগুন জ্বালো
চলার পথে প্রদীপ জ্বেলে আলোয়, আলোয়
আমি তো কেবল ভালোবাসায় ভরিয়ে আলো –
সারা বেলা আলোয় মাখা গান গেয়েছিলাম।
গদ্যময় জীবন – প্রবীর কুমার চৌধুরী
ওই চিবুক তুললেই দেখি হতাশা আর –
হাজার ষড়যন্ত্রের জাল বিছানো।
ও চোখের তীব্র দৃষ্টি আমায় ক্ষত বিক্ষত করে –
অশনির সংকেতে, হাহাকারে
আকাশ বাতাস, বিষময় আলাপন ছড়ায় … অন্তর অঙ্গনে।
তবু মায়ার ছলনে ভুলি, তোমার ছাদে শুকাতে দেওয়া শাড়ি,
আরশিতে লেপ্টে মধুর হাসি।
প্রতিটি রাতেই রক্তশূন্য হই তোমার অবৈধ সাফল্যে।
মিথ্যার ভাঁজ খুলে ঝাঁপিয়ে পড়ে
ছিন্ন ভিন্ন কর আমার কলজে।
জপের মালা হাতে শতনদীর প্রবাহমান ধারায় দাড়িয়ে-
এ দেহ,মন ভিজছে, ক্রমেই ডুবছে…
আজ আমি নীরব দর্শক শুধু ব্যর্থতায়, অক্ষমতায়।
হয়তো বিষের বাঁশি বাজাব
হয়তো একদিন শেষবারের মতো সাজাবো-
হয়তো সেই দিনই শেষদিন প্রতিশোধে হাসবো !
কান্নার মাঝেও হেসেছি কত – ফাগুনের ঝরা ফুল বুকে চেপে বুঝবে সেইদিন বুঝবে…।
নিকেশ হোক – প্রবীর কুমার চৌধুরী
রংবাহারি বেলোয়ারি
ঝাড়লণ্ঠন হায়
রক্তচোষা সাত-মহলা
শুধুই যে কাঁদায়।
ও সজনী দেখ রজনী
বিষাক্ত রজনীগন্ধা
কিশোরী দেহে আতর গুঁজে
মেহেফিলের সন্ধ্যা।
আমি যে দেখছি করুণ মুখে
বুভুক্ষায় ভাঙছে বুক
ভগবান চিরে স্বার্থ নিবিড়ে
রাজনীতি করে আহাম্মুক।
আমি যে দেখছি চলছে মিছিল
ফিরে পেতে অধিকার
মায়ের বুকে কাঁদছে শিশু
দেখেছি নিরন্ন হাহাকার।
অভাবের দেহ পুড়ছে দেখি
কামনার লেলিহান শিখায়
নষ্ট দুপুরে, ভাতের অভাবে
সোনাগাছিতে ইজ্জৎ বিকায়।
করো বিকলাঙ্গ, হিংস্র যৌনাঙ্গ
যত ধর্ষণে আসক্ত জ্ঞানী মহাপাপী
সবক শেখার পাঠশালা হোক
কিল, চড়, ঘুষির ঝাঁপি ।
সুখের পায়রা উড়িয়ে যারা
দিনান্তে করে মৌতাত, মৌজ
যত “ঘর জ্বলনী, পর ভুলানি” –
সেই শালাদের সব খোঁজ।
বললে না শোনে, মানে না ন্যায়-অন্যায়
সর্বনাশা,অভিশপ্ত জিন
নিকেশ হোক মাতৃগর্ভের কলঙ্ক
পৃথিবীটা হোক গর্ভস্রাব বিলীন।
ফলাফল – প্রবীর কুমার চৌধুরী
দলে বেঁধে ঘরে,ঘরে দল নিয়ে কোন্দল
দল দেখে রং নিয়ে ছড়ায় হলাহল।
শীৎকারহীন চিৎকারে আছে নাকি হিল্লোল ?
নিশান্তে ভরাডুবি ঘরভাঙা ফলাফল।
দুহাত ছুঁড়ে দিকভ্রান্ত বুভুক্ষু তোলে প্রতিবাদ
মন্ত্রণার আগুন জ্বলে, নির্বোধে উসকায়,তারিফে কেয়াবাত ।
কেউ খুঁচিয়ে সুখী কারুর অসীম বুদ্ধির জোর
পোয়াতি হলো রাতি প্রসব বেদনায় অনড়
” কান নিয়ে গেছে চিলে ” নির্বোধ তোলে শোর-
বুদ্ধির চালে ঘুমায় চাণক্য অসহায় শহর ।
কেউ খেটে খায় কেউবা ছলে – বলে ছিনিয়ে
শকুনি ঘোট বাধায় ইন্দ্রপ্রস্থেও ইনিয়ে- বিনিয়ে।
শূন্য সিঁথি – প্রবীর কুমার চৌধুরী
বিশ্ৰস্ত জীবনের শেষটুকু সাজিয়ে তোলার অনন্য প্রয়াস
তোমার খোলা পিঠ যেন দিগন্ত রেখা
সেই দিগন্ত রেখা ভালোবেসে আমি ভাষার অনুসন্ধানী আজীবন কাল।
তোমার খোলা বুকের স্তন বেয়ে নেমে আসছে অমৃতধারা
আমি বিস্ময়ে অনুভব করি স্নেহ সুধার সৌরভ
একবার মুখ ঢাকতে দাও ওবুকে, আশাহীন উত্তাপে-
জিজীবিষায় নতুন স্বাদ পেতে আমায়।
গহন রাতে আমার যত অশ্রু-বারিরাশি
তুমি জাগরে হও বানভাসি, কাঁপে ও ঠোঁট নিস্তব্ধতায়, গাঙ্গুরে ভেসে আসে তোমার গায়ের গন্ধ
আজও কি সব আছে যেখানে যা ছিল – সময় কেন তবে শুধু কথা বলে নতুন স্বরে?
সন্ধ্যা ক্ষয়ে ক্ষয়ে ক্রমেই রাত, বিবসনা জোছনা,
রাত শেষে বেদনায় ভোরের সূর্য চুপ কথা বলে –
রাঙাইনি আবিরে তোমায়, তাই কি আজও রক্তশূন্য সিঁথি?
বাদল মেঘে – প্রবীর কুমার চৌধুরী
এক আকাশ বাদল মেঘ হবো আমি,
আপন ছন্দে সৃষ্টির আনন্দে নেবে আসবো –
এই দ্বিধাগ্রস্ত, উদ্দামহীন, নিস্তরঙ্গ তাপদগ্ধ ধরণীর বুকে।
অধীর আগ্রহে সময়ের অপেক্ষারা শোন, তারপর –
তৃপ্তির স্নিগ্ধতায় …যত ধুলো, কালিমা, পাষাণ বুকের ক্লেদাৰ্থ আবর্জনা –
ধুয়ে মুছে শুভ্রতা আর পুণ্যতায় নির্মল করবো দুইহাতে ।
যত শূন্যতা আছে অভিশপ্ত বুকে পোরা, অনাহুত, অবহেলায়,
শান্তিহীন পাহাড় চূড়ায়, লোভদগ্ধ নদীতীরে কিংবা –
শ্যামলতা-শূন্য অরণ্যে, মুক্তির রোপণে, বপনে, সৃষ্টি স্বপনে –
আমি হবো জিজীবিষায় নিষিক্ত চিরসাথী তোমাদের –
প্রেমারক্ত-ভালবাসার চুম্বন স্পর্শের নব চেতনায় মাতোয়ারা।
এ কোন স্বাধীনতা – প্রবীর কুমার চৌধুরী
এ দেশে জন্ম আমার এদেশেই বড়,
এদেশে জন্মাবধি ভয়েই জড়োসড়ো।
এদেশের নাকি আরেক নাম সূর্যের দেশ-
এদেশেই ক্ষয়ে ক্ষয়ে কত যৌবন শেষ।
এ নিকষ অন্ধকারে কে জ্বালাবে আলো?
গণতন্ত্রের নিচেই দেখি জমাট বাঁধা কালো।
স্বাধীনতায় ধনতন্ত্রের একছত্র অধিকার,
গরিবী হটাও বৃথা স্লোগান, বাড়ছে হাহাকার।
লুটেপুটে খাচ্ছে দেখ যত ক্ষমতাবান
মিথ্যা কথার নীরব শ্রোতা, শাসনে ভগবান।
স্বাধীনতার চোখে জল, প্রজাতন্ত্র অজানা,
সর্বজাতির ভারতবর্ষ অনেকেই মানে না।
বাপ,ঠাকুরদার ভারতবর্ষ স্বপ্নের এক দেশ,
আজ দেখি দৈন্যদশা, বর্বরতা, উৎশৃঙ্খলতায় একশেষ।
মানুষে মানুষে এত বিভেদ, এত অন্যায় কোথায় আছে?
এখন শুধু ক্ষমতা, ঘুষ – বিবেক, মনুষ্যত্ব গেছে।
পঞ্চাশের প্রজাতন্ত্র মানুষকে পুরস্কার, সম্মান দিল,
আর সংবিধানে মানুষের অধিকার, নাগরিকত্ব পেল।
আজ শুনি হায় প্রজাতন্ত্র মানুষের অজানা,
দিকে দিকে রক্তের হোলি প্রতিবাদে তবু মানা।
সংবিধানে ন্যায়বিচার, স্বাধীনতা, সমতার কথা আছে,
এখন শুধুই মৃত্যু যন্ত্রণা ন্যায়বিচার কার কাছে?
বাহুবলির প্রতাপে রাত ঘুমহীন, প্রাণ ওষ্ঠাগত-
ওরাই সমাজের রূপকার আর আমরা শরণাগত।
এই স্বাধীনতাই কি চেয়েছিল, এর জন্যই আত্মবলিদান?
এ স্বাধীনতা দেয় না ভাত, দেয় না সম্মান।
ফিরিয়ে দাও সেই ভারতবর্ষ যেথায় একতার হাসি-
ছিল শত দুঃখেও খুশির সকাল, ছিল বোধ ভারতবাসী।
ডাক খুঁজি – প্রবীর কুমার চৌধুরী
সন্ধ্যা নামলেই মন কেমনের তাগিদ ঘরে ফেরার
চেনা স্বরে আপন করে কেউ ডাকেনি কখনো
ভবঘুরের বিজন পথে ফিরতে হবে এবার।
রাতের নেশায় ডানা মেলি মন ফাগুনের আকাশে
তারায়, তারায় মাতাল করে প্রেমাঙ্গন
অনেক আগেই তুমি তারা হয়ে গেছ-
স্বপ্ন ভেঙে একাকী রেখে গেছে সেই যে প্রিয়জন।
সন্ধ্যা নামলেই আমার ঘরে ফেরার তাগিদ
কর্তব্যেরা আমার মুখ চেয়ে বসে থাকে
চৌকাঠে নীরব দৃষ্টিরা অথর্ব ,অপেক্ষারত-
চেনা ডাকের অধীর আশায় তাকাই পথের বাঁকে।
কুলায় ফেরে ক্লান্ত বিহঙ্গ, তাপ-উত্তাপের আকাঙ্খায়
পথিক ফেরে ঘরে, ঘরে সংসার সীমান্তের পাড়াবারে
জ্যোৎস্না বুকে খুঁজি কেবল তোমায় পড়ায়, পাড়ায়।
অসমাপ্ত জীবনচক্র – প্রবীর কুমার চৌধুরী
এখনো বুকেতে অবশিষ্ট কিছু রক্তিম আভা
নিস্তব্ধতায় মাখি অঙ্গে,অঙ্গে দুঃখের শিশির
একাকী রাতের অন্ধকারে বুকে কাঁটা বিঁধে, অসহনীয়
অব্যক্ত যন্ত্রণায় সাজায় দুঃস্বপ্ন ক্যানভাসে।
এখনো কি মনোরাজ্যে সুখপাখি ওড়ে নীলিমায় ?
তুমি তো জন্মগত লাবণ্যের শোভায় সজ্জিত
অনাদরের অবহেলায় পদসঞ্চলন দ্বিরাগমনে,
অধরা সেই সৌম্যকান্ত, তুলি হাতে তবু-
প্রেমচিত্র অসমাপ্ত রেখেই তুলি ধোও অশ্রুজলে।
অকুতোভয়ে সেই শুরু প্রাত্যহিক সংগ্রাম,নিশীথের
অবসরে শোন চাঁদ-কবির উজ্জীবিত উচ্চারণ ,
হয়তো একদিন মুখ-বইতে,ওয়েবসাইটে-
প্রস্ফুটিত হবে তোমার অসমাপ্ত জীবনচক্রের অনুরণন।
ঈপ্সিত ফুলসজ্জ্য বড় কণ্টকময় স্বপ্ন লালিত জীবনে।
জাগবে দ্রোহ, প্রত্যয় – প্রবীর কুমার চৌধুরী
মোহিনীর ভুবন ভুলানো হাসি
নিত্য নতুনত্বে কত মন প্রত্যাশী
স্বপ্নিল আকুলতা অকূলে ভেসে যায়-
অর্বাচীন মোহ মিথ্যায় জ্যোৎস্না মাখায়।
ধরাশায়ী, আকণ্ঠ নিমজ্জিত প্রেমবিষে
সাবধান বাণী ছিলো বিহঙ্গের শীষে
আচ্ছন্নতায় আবেষ্টিত নির্লজ্জ অভিনয়
প্রলোভন শুষে, শুষে ভাগ্যকে দুষে- বিবেক ক্ষয়।
আমি তো গণতন্ত্রের মুক্তি চেয়েছি
যা বন্দী – শিশুর নির্বাক মুখেই দেখেছি।
আকাঙ্ক্ষার ধ্বজার ক্রুর হাসি, কাঁপছে সময়
আর কবে শতাব্দীর কণ্ঠে জাগবে দ্রোহ, প্রত্যয় ?
মন ভালো নেই – প্রবীর কুমার চৌধুরী
জীবন থেকে বিশ্বাস শব্দটাই চলে যাচ্ছে
এখন একা থাকলেই বিতৃষ্ণা কুরে, কুরে খাচ্ছে
এটা কি সত্যই বেঁচে থাকা না টিকে থাকা
সামনে, পেছনে মুখগুলো মুখোশে ঢেকে রাখা।
নাও প্রতিদান দাও, শুধু ক্ষমতায় ভরিয়ে দাও
সততার স্তোত্র পাঠে সময় বুঝে শুলে চড়াও
কোথাও সত্য নেই, যার কাছেই যাও
সমুদ্রে ভরেছে নির্লজ্জ লোভের নাও।
কেউ আজ কারুর কাছের নয়
অন্ধকারে মন বিভীষিকাময়, কেবলই মৃত্যুভয়।
অতৃপ্ত প্রেমের কার্নিশে – প্রবীর কুমার চৌধুরী
ও শরীর যদি হয় রূপবতী গাছ নির্ভরে বহু প্রাণ,
শাখাপ্রশাখা মমতায় সাজানো … প্রেম, অনুরক্ত আবেগের সঙ্গম,
হয়তো হার মানে বাস্তুতন্ত্র, মিলনের আহ্বানে।
আজ না হয় মরেছে হয়তো আকর্ষণ, মুখচ্ছবি আরশিতে
যোনি ছিঁড়ে আত্মজ টাঙ্গায় স্বার্থ আর দ্বন্দ্ব।
বর্ণনাহীন নাড়িরটান ভাঙছে শুধু, বাড়ছে নীতিহীন শবযান,
কে তুমি উর্বশী পর্ণনাভ জালে
শৃঙ্খলিত ক্লিষ্টতায় পদার্পণে –
বিশুদ্ধ নিশ্বাস খোঁজ অতৃপ্ত প্রেমের কার্নিশে …?
প্রবীর কুমার চৌধুরী | Prabir Kumar Chowdhury
Best Tattoo Machine 2023 | ট্যাটু মেশিনের ক্রমবিকাশ | প্রবন্ধ ২০২৩
Bengali Story 2023 | পরিচারিকা পাপিয়া | প্রবোধ কুমার মৃধা
Rabindranath Tagore’s love for art and literature
Loukik Debota Masan Thakur | লৌকিক দেবতা মাশান ঠাকুর | 2022
Bangla Kobita Abritti Songs | Mixed Kobita Bengali Kobita | Sound of bangla kobita lyrics | Sound of bangla kobita in english | Sound of bangla kobita mp3 download | bluetooth bandopadhyay kobita | bratati bandyopadhyay kobita lyrics | bratati bandopadhyay kobita mp3 download | Bangla Kobita Abritti | Best Bangla kobita MP3 Songs | Kobor Bangla Kobita.mp3 | Hits of Bratati Bandopadhyay | Bangla kobita music | Bangla Audio Book | Esho Abritti Kori | Bengali Recitation | Kobita Lyrics Poetry In Bengali | Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Bengali Poetic Words 2024 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books
Bengali Poetic Words pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Bengali Poetic Words Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2023 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2023
story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2023 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Bengali Poetic Words | Bengali Poetic Words – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield
spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | English Literature | Bengali Poetic Words examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | Bengali Poetic Words Ranking | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life
Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | New Bengali Poetic Words | Writer – Bengali Poetic Words | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Archive – Bengali Poetic Words | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Bengali Poetic Words | Best Poems of Modern Bengali Poets | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf
Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live Bengali Poetic Words | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video
Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Bengali Poetic Words | New Bengali Poetry House | Full Bengali Poetry Collections PDF | Library of Bangla Kobita | Bengali Poetry and Story | Bengali Poetry Writing Competition | World Record of Bengali Poetry Writing | Peaceful Poetry | Online High Trend Bangla Kobita Selection | High Trend Bangla Kobita translation in english | High Trend Bangla Kobita | High Trend Bangla Kobita for instagram | romantic bengali poem lines | bengali short poem lyrics