Best Bengali Poem Lines for Status 2023

Sharing Is Caring:

আকাশলীনা – আলোক মুখোপাধ্যায়

আমাকে ডাক দেয় আকাশে সাদা মেঘ, বাতাসে
রঙিন কিশোর দিন, মাটিতে ছড়িয়ে শিউলি,
যদি বা দেখা হয়,যদি বা হারায় সেই স্বপ্নময়, এখন প্রদোষে,
দেহের কারাগারে, বেরিয়ে দেখি কোথায় গেল সে,
জীবন কেটে যায়– তবু জন্ম মৃত্যুর বিশাল কৌতুকে
সেইসব
স্বপ্নেরা নেমেছে এখন, ওধারে মায়া কমল
জলের টলমল, বাতাসে ধরেছে সানাই-এর মধুর তান।
চোখের চেয়েও বড় দেখা, দৃশ্যের ওপারে অচিন আকাশে,
সোনালী সকাল সাড়া দেয়, যদিও মেঘের আনাগোনা আকাশময়। গঙ্গা থেকে ভেসে আসে পাহাড়-কুন্তলা মায়ের
ছায়া, আমার কৈশোর, ঢাকীরা বাজায় বুকের পাঁজরে,
জীবন কেটে যায়, শহর বিস্মৃত, তবু ভুলি না তাকে,
ধোঁয়ার মৃদু জ্বালা, বাষ্প-অশ্রুতে রুদ্ধশ্বাস-

প্রাণসখা ও ঝড় – আলোক মুখোপাধ্যায়

আজকের মেঘে বৃষ্টি ঝরবে খুব,
আজকে ভরবে ভরবে আমার হৃদয়পুর।
একলা চলার রাতে।

এমন করে একলা চলার ডাক দিয়ে ছিল সে,
বজ্র অনলে যায় যদি পুড়ে,যাক জীবনের
দিনরাত। প্রাণসখা হে, গহন কোন নদীর ধারে
লুকিয়ে রয়েছে প্রেম, তোমার সঙ্গে আমার মিলন,
আজকে ঝড়ের রাত। তোমার সঙ্গে আমার দেখা-
সময় থামে না জানি, একদিন আমি সময়ে
জড়াব তব দক্ষিণ হাত। স্বপ্ন বৃষ্টি হবে।

তবু প্রেম – আলোক মুখোপাধ্যায়

দেখ, চলেছে সে সংসারের ঢেউ ভেঙে অসীম দরিয়ায়, হবে কি আজ প্রথম সূর্যোদয় —
কোথায় মায়া মৃদঙ্গ বেজে ওঠে থৈ তাতা থৈ –
আজ তবে প্রাণের উৎসব– কলস্বরে কথা
বলে প্রেম। ঝরনা নদী হয়, জলের গভীরে জল,
তরঙ্গে অস্থির।মালকোষে মোহের তান ধরেছেন
ওস্তাদ।

কত রাত আলো জ্বেলে মার্কস, লেনিন, মাও, কেইনস, কখন সুভাষ।
মাথার ভেতর অজস্ৰ ঝিঁঝিঁ পোকা, কাকে বলে
উন্নয়ন? কাকে বলে জীবন –জীবন?

হৃদয়ে বিশ্বাস রাখ, বাড়াও তোমার হাত প্রিয়তম।
দেখ, পৃথিবীর পূবকোণে আলোর ফসল, সবুজ
উদ্দাম বাতাস হা হা করে ডাক দিয়ে যায়-
দূর্বাদলে কয়েক ফোঁটা চোখের জল আর
তার ভীরু প্রেম। ধুলো ওড়ে, পাতা খসে।
জীবন ভেসে যায় বর্ষার বিষন্ন মেঘের মতন।
তবু প্রেম। সময়ের ভাঙচুর শেষে- সুধায় ভরিয়ে দেবে।

কিছু স্বপ্ন দাও – আলোক মুখোপাধ্যায়

ছেলেবেলাটা সব কিছু ছেড়ে একা চলে গেছে,
চলে গেছে, তার কথা বড্ড মনে পড়ে—
আজও অপেক্ষায় আছি—
শুকনো ফুলের গন্ধ বলে দেয় সে এসেছিল,
আমার ফিরে যাওয়ার কথা ছিল।, ফেরা হল না।

জীবন ত’ এরকমই হয়, সকালে রোদ্দুর মেখে
ফুটেছে মালতী, টগর—আকাশের নীলে সুখের ওম,
হঠাৎ ঝড় ওঠে, কাল মেঘ, বিদ্যুতে বিদ্যুতে ফেটে
পড়ে সমস্ত পৃথিবী—
জীবন ত’ এ রকমই ভালবাসে, ঘৃণা করে,
হঠাৎ মাঝপথে থেমে গিয়ে চেয়ে থাকে অসমাপ্ত
জীবনের কবিতার দিকে।
বাতাসে, আগুনে, জলে উদয়াস্ত আজও মায়াজাল,
আলো এসে ছায়াকে ডাক দিয়ে যায়।
এ ভাবেই অসমাপ্ত ভালবাসা স্মৃতিতে বাসা বেঁধে থাকে।
প্রেম কিছু নয়, শুধু হৃদয়ের বিচ্ছুরিত আলো, ভালবেসে
সাজায় তাকে, তবু কেন রয়ে যায় শরীরে রাতভোর মোহ?e

বাইরে বিষম বৃষ্টি, বৃষ্টি প্রান্তরময়, আকাশ মুচড়ে জলের
ধারা, কাঁচের শার্সির ওপারে স্বপ্নময় পথঘাট,
কিছু স্বপ্ন দাও আমিও তো দেখিl।

তখন বিকেল – আলোক মুখোপাধ্যায়

হা পিত্যেশ করে বসে আছে তখন বিকেল,
আর না, আসুক অচেনা রাত, হয়ত আকাশে
কালপুরুষ ধ্যানে আছে অনন্ত জিজ্ঞাসায়,
আউলবাউল বসন্তের দিনে অপেক্ষায়
শুন্য বাস স্টপ, কেউ নেই, কোথাও নেইl

এ গল্প আমার নয়,পূর্বাপর জীবনের ছবি,
সে কি ছিল? সে ছিল কি? যে জীবন ভেসে
গেছে বর্ষার মেঘের মত কান্নার অতলে
তাকে ছেড়ে এই ঝোপ ঝাড়, স্নিগ্ধ চুলের
গন্ধ, সোহাগী কলমি লতা পেতেছে সংসার।

যে জীবন ভেসে গেছে চোখের জলে তারি
পথ চিনে পাঠায় সংকেত –আছি আজও অপেক্ষায়।

কে জানে! – আলোক মুখোপাধ্যায়

একটা পুরোন কথা, তবু তো সত্যি
মানুষ মরে না কখনও, শুধু তার
শরীর পড়ে থাকে কাল সন্ধ্যায়—
একদা ছিল আজ নেই, আজ নেই
প্রভাতের মেঘডম্বর, আজ নেই
বসন্ত বাতাস, তার জ্বলন্ত ঠোঁট,
নিম্ন-নাভি সুকান্তি শরীর, একদিন তারা
ছিল আজ নেই শুধু স্মৃতির জানালায়
তার চিত্রার্পিত মুখ।
কে বলে? আজও আছে বসন্ত বাতাস,
আজও আছে অনন্ত তৃষ্ণা দেহ থেকে
দেহান্তরে তারায় তারায়-আমার ঈশ্বর বলেছেন
তোর মুক্তি হবে না কখনও। কেন রাত
গভীর হয় স্বপ্নের গভীরে, কেন আজও আমার স্বপ্ন
সমুদ্রের মত নীলকান্তি, কালের মৃদঙ্গ বাজে থৈ তা তা থৈ।

অচিনপুর – আলোক মুখোপাধ্যায়

এই আমাদের অচিনপুর। হৃদয় জুড়ে বর্ষা নামে বেলতলার মাঠে।
বছরভর মধুমাস-আঁকাবাঁকা পথ চলেছে গভীর গহন সুখে।
মায়াহরিণ বাতাস ছোটে কাছেই কোন অরণ্যের খোঁজে।
অরণ্য নয় ছেলেবেলা,গাছে গাছে ফলসা ধরে আছে-
কেয়াফুলের গন্ধ মাখা সকাল কখন বিকেল হয়ে আসে।

আজ বিকেলে ছিল তোমার নিমন্ত্রণ।
তুমি এলে হারিয়ে যাওয়া চিঠির ঠিকানায়।
বুকের মধ্যে তেমনি আছে সন্ধ্যা সকালগুলি,
ঘুঘু ডাকা দুর্গা-দালান তেমনি আছে আজও।
সেই খানেতে তোমার শরীর জুড়ে নরম মধুর ঘ্রাণ-
শ্রাবণ মাসে কাজলমেঘে আকাশ ঘিরে বাদল ফিরে আসে।

অপেক্ষা – আলোক মুখোপাধ্যায়

তুমি ত ভালবেসে আলোকলতা ঝুলিয়ে ছিলে
দরজায়, ভ্রুমধ্যে বিশ্বাসের টিপ জ্বেলে তখন,
দেখ, কত দেরী হয়ে গেল, মিছিলে ছয়লাপ
শহর-মৃত্যুর মিছিল, অজস্র বিশ্বাস মরে গিয়ে
লম্বা মিছিল-যানজট-ব্যর্থ প্রতিশ্রুতি। বাসের
জানালায় হাসির ঝিলিক তুলে ভুলিয়ে রাখল
কিছুক্ষণ। তোমার আমার মাঝে সেতু ক্রমে
দীর্ঘতর হল।

কি করে বোঝাই বল আমি ত তেমনই আছি
যেমন দেখেছ সকালে- তরতাজা প্রেমিক যুবক,
লোভ আমাকে লুঠ করে নেয়নি, এখনও
অহংকার পরায় নি লোলচর্ম বৃদ্ধের শরীর—
এখনও হৃদয় জুড়ে প্রবল প্রত্যাশা, ভালবেসে
ধন্য হব বলে।

যখন বৃষ্টি নামল – আলোক মুখোপাধ্যায়

যখন তখন বৃষ্টি নামে, কুল ভাসান, কুল
হারান ভুবন ডাঙার মাঠে। বাইরে গেলাম, ভেতরে
এলাম, ঠাহর পেলাম না—কে এখানে, কে এখানে?
কে এখানে? সাড়া দিচ্ছ না। ভারী গভীর বৃষ্টি এখন—
কয়েকটি ফুল ফুটেছে ওই কাঠ টগরের ডালে।
হৃদয় জুড়ে বর্ষা নামে, হৃদয় জুড়ে ক্ষত,যায় কি
পাওয়া তাকে? হৃদয়খানি আকাশ পানে মেলে দিলে হত!
ভারী গভীর বৃষ্টি এখন, আঁধার এল ঘরে
হয়ত তুমি বেরিয়েছ চিরকালের ভুবনডাঙার মাঠে।
খুঁজব আমি, খুঁজবে তুমি, তখন আবার বৃষ্টি এসে
ভাসিয়ে দেবে গাঁ।

চলে যাওয়া – আলোক মুখোপাধ্যায়

হয়ত চলে যাওয়ার সময় হয়েছে -এই যাওয়াটা কিছু নয় আবার ফিরে আসব।
যখন সন্ধ্যায় পাখিরা ঘরে ফিরে আসে,
চাঁদ এসে জানালায় চুপিচুপি ডাক দিয়ে যায়,
নদীর ছলচ্ছল শব্দে ভরে যায় আলো অন্ধকার তখনই আমার ফিরে আসার সময়।
হয়ত পথ চেয়ে থাকবে সেই ফেরার দিকে।
অনেকদিন পরে মনে হবে সেই ফেরা আর হয়নি
কিংবা অনেকবার এসে ফিরে গিয়েছি, দেখতে পাওনি।
আমিতো বলেছি যত দেরীই হোক আমি ফিরে আসব সন্ধ্যা-ছায়ার জোয়ার ভাটার উপকূলে।
তখন হাওয়ারা বলে যাবে
আমি এসেছি।
তখন বর্ণময় আকাশে ভেসে বেড়াবে আমার সেই গান।

জন্মান্তর – আলোক মুখোপাধ্যায়

অন্ধকার, বড় বেশি অন্ধকার আমাদের ঘরের ভেতরে,
প্রেম নেই,আলো নেই -শুধুই অস্থির দৃশ্য।
ঘরের দেওয়ালে নেই কোন ঈশ্বরের ছবি।
ঘরের ভেতরে ধরবার মত নেই কোন বিশ্বাসের হাত। আলোকিত সকাল নেই।

তাই বেরিয়ে এলাম।
আকাশে হলুদ আলো।
পৃথিবী শুদ্ধ হবে কাঞ্চনপ্রভ রৌদ্রের অনলে।
বসন্তদিনের মৃদু হাওয়া তরঙ্গ তোলে হলুদ পর্দায়।
দক্ষিণের মাঠ থেকে মানুষের স্নিগ্ধকন্ঠ ভেসে আসে। আলো হাসে, সারাদিন হাসে।
আজ বুঝি জন্মান্তর হবে
নতুন পল্লবে।

মনে আসে – আলোক মুখোপাধ্যায়

সেই কথা মনে পড়ে গেল,
পাথরের খাঁজে খাঁজে বোবা কথাগুলো,
মাটিতে ঝরে পড়া স্বপ্নহীন দিন,
একটা কাঁচা লঙ্কা এক থালা বাসি
জলে ভেজা ভাত,মায়ের অমলিন হাসি
এ ভাবেই দিন চলে যায়।

উদাস বাউল মাঠ, হা হা করা হাওয়া
হাফপ্যান্টর পকেটে রঙিন স্বপ্নের মার্বেল,
ঘাসের ভেতর থেকে উঠে আসে আশ্চর্য
ছেলে। তার বাপ চলে গেছে না ফেরার
শহরে কতকাল। মায়ের আকুল কান্না।
নদীতে জল বাড়ে।

যে স্বপ্ন থুয়েছিল শাল্মলী ডালে,
তার ক্রোধের আয়ুধগুলি
উদ্বায়ী সময়ের সঙ্গে মিশে গেছে
ক্লান্ত হতাশায়। তবু আছে মন কেমন করা
হাওয়ার চুম্বন। আমাদের প্রেম,
আমাদের সন্তান সন্ততি।
আমাদের মৃত্যুর ওপরে উৎকীর্ণ লিপি–
বড় ভালবাসি তোমাকে হে মহাপৃথিবী।

কোন কোন দিন – আলোক মুখোপাধ্যায়

এমনও হতে পারে কোন কোন দিন,
নিস্তব্ধ পৃথিবী, সঙ্গীবিহীন, তুমি যাও
মানুষের ভীড়ে একা বা কখনও সন্ধ্যা-ছায়া
নেমে আসে পথের দুপাশে, বাঁশবনে হাওয়া
হাহাকার করে, নির্জন সেই কোন অচেনা
ইষ্টিশানে গাড়ী থেমে আছে, অতি ক্ষীণ
আলো, হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়
তার, এত প্রিয় এ পৃথিবী – বুকের কাছে
কি যেন ব্যথা টন টন করে।

চারিদিকে শব্দের বীজ উড়ন্ত আকাশে, তারপর
নৈঃশব্দ্যের রাত, একা কামরায় আলো অন্ধকারে
কে যেন বসে আছে স্বপ্নের মত ধূসর আলোয়,
অবগুণ্ঠনে ঢাকা—

স্পর্শাতীত সেই তার কাছে কি যেন চাওয়ার ছিল
হল না ত’ চাওয়া,
এমন ত’ হতে পারে কোন কোন দিন,
উন্মাদ হাওয়ার রাত সঙ্গীবিহীন—
তার আর তোমার মাঝে নিঃশব্দ দেওয়াল।

ফ্রিজশট – আলোক মুখোপাধ্যায়

মায়াবী রাতের শেষে, তুমি নারী জেগেছিলে অনন্য প্রভাতে,
গেরস্তর বাড়ীর স্বপ্ন শয্যা ছেড়ে, এলোমেলো
বালিশ, সুজনি, মায়াবী স্বপ্নের ঘোর,কাচের শার্সিতে কি
নরম রোদ এসে পড়ে, বুলবুলির মত নাচে কয়েকটি তাজা
কিশলয়। এরই নাম বেঁচে থাকা, এরই নাম সুখ—তখনও
স্বপ্নের ঘোর, যাই বলে, দুয়ারে দাড়িয়ে। মানুষই ত’ বেঁচে
থাকে, বাঁচাকে সুন্দর করে মায়ার তুলিতে—এ ভাবেই পাকাবাড়ি,
ফ্ল্যাট কিংবা খোড়োঘরে মানুষরা বেঁচে থাকে, হৃদয়ের ওম দিয়ে,
শরীরী উষ্ণতায় তারা বেঁচে থাকে।
তাই, আমি ভালবাসব বলে ফুল ফোটে নিত্যি মরা গাছে।
তাই ছাদের তারে আমার হলুদ সার্টের স্বপ্নের উড়ান, নীল
আকাশ জুড়ে মেঘের দল স্তম্ভিত বিস্ময়ে,
কি আশ্চর্য, মুহূর্তকে ধরে রাখে চিরস্থায়ী করে ফ্রিজ-শটে।

আলোক মুখোপাধ্যায় | Aloke Mukherjee

Teachers day in honor of teachers | শিক্ষকদের সম্মানে শিক্ষক দিবস

Traditional Seth Family Durga Puja | চন্দননগরের ঐতিহ্যবাহী হরিহর শেঠ পরিবারের দুর্গাপূজা

History of Bengali Poetry | কবিতা কি ও কেন এবং তার ইতিহাস

Tebhaga Movement | বাংলায় “তেভাগা আন্দোলন” এবং সলিল চৌধুরীর গণসঙ্গী

কে জানে! | অচিনপুর | অপেক্ষা | যখন বৃষ্টি নামল | কে জানে কা ঘণ্টা | জানে কে জানে না | কে জানে কত দূরে | কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা | অচিনপুর কোথায় | অচিনপুর অর্থ কি | অচিনপুর হুমায়ূন আহমেদ | অচিনপুর বই রিভিউ | তোমার নামে দলিল দিলাম | পাগল তোর জন্য রে | ভালোবাসার অপেক্ষা | ‘অপেক্ষা গল্প | অপেক্ষা পিকচার | অপেক্ষা আছি | অপেক্ষা করা | অপেক্ষা উক্তি | হুমায়ূনের অপেক্ষা | বৃষ্টি নামের কবিতা | বুকের ভিতর বৃষ্টি পড়ে | নলিনী বাড়ি আছো | বৃষ্টির দিনের রোমান্টিক গল্প | বুকের ভেতর বৃষ্টি পড়ে | বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা | বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস | বৃষ্টি স্নাত বিকেল | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা | কবিতাসমগ্র | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Bengali Poem Lines for Statusi 2023 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books | Bengali Poem Lines for Status pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Bengali Poem Lines for Status Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2023 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2023 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Bengali Poem Lines for Status | Bengali Poem Lines for Status – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | English Literature | Bengali Poem Lines for Status examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | Caption Bengali Poem Lines for Status | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | New Bengali Poem Lines for Status | Writer – Bengali Poem Lines for Status | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Archive – Bengali Poem Lines for Status | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Bengali Poem Lines for Status | Bengali Poem Lines for Status Ebook | Best Bengali Poem Lines for Status | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf | Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Bengali Poem Lines for Status | Bangla Kobita in Live | Live collection Bengali Poetry | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video | Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Live Bangla Kobita | New Bengali Poetry House | Full Bengali Poetry Collections PDF | Library of Bangla Kobita | Bengali Poetry and Story | Bengali Poetry Writing Competition | World Record of Bengali Poetry Writing | Peaceful Poetry

1 thought on “Best Bengali Poem Lines for Status 2023”

  1. নৌ প্রতিটি কবিতা সুন্দর মায়াময় ও ঈর্ষণীয়।

    Reply

Leave a Comment