Beauty of Bangla Kobita | Shabdodweep Bengali Poetry

Sharing Is Caring:

Beauty of Bangla Kobita – Tapan Maity

আমরা কয়েকজন – তপন মাইতি

একটি ছেলে প্রেমে পড়ে
একটি ছেলে কষ্ট পায়
বন্ধুবান্ধব আমরা ক’জন
বের কর সহজ উপায়।

মধ্যবিত্ত এদের মাঝে
মনে মনে তাকে চায়
মনে মনে পছন্দ খুব
বন্ধুর জন্যে নিরুপায়।

পাশের বন্ধু আরেক ভায়া
কোনো কিছুর আগল নেই
মাঝে মধ্যে কিছুই হয় না
শুনতে হচ্ছে পাগল সেই।

একটি বন্ধু দেখে লেখে
পরীক্ষার সব উত্তর সে
একটি বন্ধু জলের দরে
মিথ্যে কথা বলে কে?

আরেক বন্ধু এড়িয়ে যায়
আস্তে আস্তে সরে পড়ে
প্রকৃত সেই আসল বন্ধু
নিজেকে মানুষ গড়ে।

তোমার ছেড়ে যাওয়া – তপন মাইতি

তোমার চলে যাওয়া আমাকে বড় কষ্ট দেয়
ঘুমোতে দেয় না,খেতে দেয় না
ভালো করে থাকতে দেয় না
মনের কথা কাউকে খুলে বলতে পারি না।

তোমার ছেড়ে দেওয়া আমাকে ভীষণ দুঃখ দেয়
আর কারোর প্রেমে পড়ি না
আর কাউকে তেমন ভালবাসতে পারি না
বিশ্বাস করতে পারিনা,ভরসা করতে পারি না।

তোমার বিচ্ছেদ হওয়াটা মানতে পারি না
আর কাউকে খুঁজতে পারি না
কাজের অবসরে সময় বাঁচিয়ে ফোন করতে পারি না
একটু চোখের দেখতে কেউ বলে না।

তোমাকে ছেড়ে থাকাটা ভাবতেই পারি না
যেথায় থাকো ভালো থেকো সুখেই থেকো
আসলে এসব মুখের কথা মাত্র
মনের কথা বললে কি আর শুনবে তুমি?

চলে গেছো ভালো থাকবে বলে
ছেড়ে গেছো শান্তি পাবে বলে
বিচ্ছেদ চেয়েছো সুখে থাকবে বলে
আসলে আমাদের মত প্রেমিকের এমন হওয়ার ছিল,এমনি হয়

এটাই তো হয় – তপন মাইতি

বৃষ্টিতে ধুয়ে যায় পায়ের দাগ, মাটি
জরা জীর্ণ ধুলোময় পাতার শরীর
আর কালকের রাতে তীব্র আবেগের বশে
কথা দেওয়া কিছু কথাগুলো।

ঘোর নিম্নচাপের জটিল সমস্যা
সমাধানের ধীর স্থির নম্র স্বভাবের পায়চারি
আমার দুঃখ কষ্টের মধ্যে
বেঁচে থাকা মধ্যবিত্ত জীবন।

তুমি যদি একটু বুঝতে
খুলে পড়তে যদি এই বেকারত্ব জীবন
জানতে পারতে কেন বৃষ্টি আসে কেন বৃষ্টি হয়
সুখ প্রত্যাশায় বিভোর আর কষ্ট পেতে চাও না বলে।

একটু যদি এদিকে মন দিতে
হয়ত আমূল পরিবর্তন ঘটে যেত
কিন্তু কেন করবে এসব তাও বা ঠিক…
আর যা হোক মনটা হালকা হত আপাতত

যদি এসব জানতে তাহলে এসব করতে না
বৃষ্টি আসে ধুয়ে যায় পায়ের দাগ মাটি
বালির বুকে থেকে যায় ঝিনুকের হেঁটে যাওয়া অনুভূতি
বৃষ্টি আসে ধুয়ে যায় এটাই তো হয়।

হইও না হতে নেই – তপন মাইতি

খুব অন্তরঙ্গ হইও না কোনদিন
যতটা অন্তরঙ্গ হলে
লোকেরা ছিঃ ছিঃ করে
মুখের উপর বলে দেয় কী ব্যাপার
ওর সাথে এত লটর পটর কিসের?
পৃথিবী এত মানুষ থাকতে
শেষে তুই কিনা…
দেখে দেখে এই জায়গায় মাথা দিলি?
তোর মতো লোকের কাছে
এরকম আশা করা যায় না।

খুব কাছাকাছি এসো না কোনদিন
যতটা আসলে
মানুষ অন্য কিছু ধরে নেয়
পৃথিবীতে এত মানুষ থাকতে থাকতে
অবশেষে এই মানুষটার হাত ধরতে হল
এরমধ্যে কি এমন দেখলি?
কত ভালো ভালো ছিল তো…

খুব পাশাপাশি হেঁটো না কোনদিন
যতটা হাঁটলে
মানুষ ধরে নেয় যা পাত্তা
কিংবা ধর যতটা নিবিড় হলে
কোন লোক বলতে পারবে না
যে এমন অন্তরঙ্গ হইও না
আসলে আমরা কেউ হই না হতে নেই ভাবি
বাস্তবে কিন্তু হয়েই যায়।

ভাষার জন্যে – তপন মাইতি

বুকের পাঁজর রক্তে যতবার লিখেছি
বাহান্নের বর্ণমালা
ততবার ফুটেছে শিমুল পলাশ নতুন ভোর।
জনম দুঃখিনীর বর্ণমালাগুলো
চুম্বকের মত পাশাপাশি মুখোমুখি বসে
পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট মধুরতম ভাষা হয়ে গেল।
সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে দিয়েছে বসন্তের দূত।
প্রতিবাদের ভয়ে পালিয়েছে তোমার সতীর্থরা
কু-প্রস্তাবের দামাল পুরুষ।
আমার ভাষা তখন জেহাদ ঘোষণা করেছিল
ঢুকবে বলে তোমার কলিজার রক্তে।
আমি জানতে চেয়েছিলাম তোমার মনের মানুষটি কে?
কোথায় তোমার গোপন গোলাপ?
আমি শুনতে চেয়েছিলাম মুক্ত পাখির গান।
আমার বর্ণমালারা মিছিলে পায়ে পা মিলিয়েছিল
মেশিন গানের সামনে বুক পেতে দিয়েছিল
মাটিতে লিখে দিয়েছিল অমর একুশ।
জালিমের মত কে বা কারা স্বার্থপরের মত
কেড়ে নিতে চেয়েছিল আমার প্রথম শেখা বুলি
বুকের ভাষা মুখের ভাষা আমার বাংলা মাতৃভাষা।
রক্ত দিয়ে স্বীকৃত হতে হয়েছে আমাদের বর্ণমালাদের।
হে নিভৃতচারী এই প্রেমের বাঙাল জমিনে
হবে না আগের মত সোনালী ধানের ফসল?
পতিত হয়ে রাখবে কেন প্রেমের সংবিধান জমিন?
সবুজ শ্যামল শাড়িতে দেখতে চাই কপালের লাল সূর্য।
ঝর্ণার মত বেজে উঠুক বাংলার লোকসংগীত।
তোমার তৃষ্ণার্ত ঠোঁটে ভেঙে দাও সব বাঁধন।
বাংলা বর্ণমালার পবিত্র স্পর্শে ভিজে যাক
তুমুল গরমে স্বস্তির বৃষ্টির মত।
তোমার শেষ চুম্বনের স্পর্ধায় ফুটে উঠুক
আন্তর্জাতিক বাংলা ভাষা দিবসের উদযাপন।

আমি পৃথিবীতে থাকতে চাই – তপন মাইতি

আমি পৃথিবীতে থাকতে চাই
এত মানুষের মধ্যে
পৃথিবীতে এত মায়া ভালোবাসা ছেড়ে
কোথাও যেতে ইচ্ছে করে না।

আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই
জলের মত
থাকার মধ্যে সাড়ে তিন হাত জমিন
আর চলে যাওয়ার মত খাবার।

আমি পৃথিবীতে রয়ে যেতে চাই
জীবনের অন্ধকার আমি সামলে নেব
কিন্তু কেউ অযথা অন্ধকারের বোঝা চাপিয়ে দিও না
আমি ভালো মানুষ ভালো ভাবেই আছি

এসেছি যখন যেতেই হবে জেনেও
বেঁচে থাকতে ইচ্ছে করে খুব
যেমন সূর্য পৃথিবীকে ভালোবাসে
আমি তেমন মানুষকে।

শীতের উপকথা – তপন মাইতি

দাদু ঠাকমার মুখে কতরকমের শীতের উপকথা শুনেছি
ভয়ের মধ্যে মুখ লুকিয়েছি চাঁদের আলো মুখে যেন না পড়ে।
শীতের সময় সম্পর্ক চটে যদি কেউ গায়ে জল ঢেলে দেয়।
তবু মনে পড়ে লুকিয়ে প্রথম গ্রিটিংস লেখা…

রঙিন কাগজে বানান ভুলের ছন্দ মেলানো পদ্য
খুব পছন্দের কাউকে না বলতে পারার কষ্ট
বন্ধুর মারফতে গোলাপ দেওয়ার প্রস্তাব
‘যে যত চটে সে তত পটে…’

প্রচণ্ড শীতে পশমের পোশাকে
একে অপরের পকেটে হাত গরম করার অজুহাত
পিকনিকে সকাল সকাল হাওয়াই খেয়ে
আন্তরিক ভাবে আনন্দ করা।

এই হাড় কাঁপানো শীতে
একটু তেজালো রোদ্দুর হয়ে
যদি আসতে কত ভালো লাগত
দেহ ও প্রাণ দুটোই জুড়িয়ে যেত।

বই মেলাতে দেখেছি
তোমার রূপ যেন শীতের উপকথার মতন
বই পড়া যেমন আমার শখ তেমনও তোমার
সব বলে দিলে জীবন বলে কিছু থাকে?
শীতের কাঁথার মতন একজন উষ্ণ প্রিয় মানুষ প্রয়োজন।

মনে রেখো বন্ধু – তপন মাইতি

যে বোঝে না সে কি কোনদিন বুঝবে না?
তুমি কেন বুঝতে পারছ না আমার পরিস্থিতি?
বুঝে না বোঝার নাটক করছ?
তুমি আমার জায়গায় থাকলে বুঝতে কি পারতে?

একবার যদি বুঝতে তোমার জন্য আমার কেমন হয়
কেন বলতে পারি না আমি তোমাকে ভালোবাসি?
এসব না বলতে পারার কষ্ট কবে বুঝবে?
সবুজ পাতা হলুদ হওয়ার আগে পরিচর্যার দরকার।

সকালের পাখিরা বলছে এটা বিচ্ছেদ নয়
ঝরা পাতারা বলছে এটা বিচ্ছেদ নয়
রাতের অন্ধকার মুছতে মুছতে
বলছে এটা বিচ্ছেদ নয়

তাহলে কেন এতদিন কোন ফোন নেই?
তাহলে কেন এতদিন কোন খোঁজ খবর নেই?
তাহলে কেন এতদিন দেখা করোনি?

এই যে ফুল দেহে এত লাবণ্য সুবাস
এত আকর্ষণ শুধুমাত্র তোমার জন্যে।

এই যে তোমার কিছু হলে ছুটে যাই
এবং দৃঢ়তার সঙ্গে বলছি
নিজস্ব অধিকারে অন্দর উঠোনে জায়গা পাতা আছে
এসব মনে রেখো বন্ধু।

কেউ তো বলুক – তপন মাইতি

কেউ তো বলুক তুমি কেন
মিথ্যেকে সত্যি বানানোর ঢাক পেটাচ্ছো?
তুমি জানো না একটা মিথ্যেকে
বারবার বললে সেটা সত্যের মতন দেখায়?

আর যারা মেহনতের দ্বারা
সত্যকে প্রতিষ্ঠিত করাতে চাইছে
তাদের বিজ্ঞাপনে যেতে বিবেকে বাঁধে
এটাই হচ্ছে তোমাদের আমাদের পার্থক্য।

কেউ তো বলুক
দেওয়াল ধরে চলব তবু
কারোর জিনিসে হাত দেব না
যতদিন এই সাধের শরীর থাকবে।

মানুষের মনুষ্যত্ব ক্রমাগত হারাচ্ছে
মানুষ বড় স্বার্থপর হয়ে যাচ্ছে
মানুষের সম্পর্ক আর বেশিদিন টিকছে না
এসবের বিরুদ্ধে কেউ তো বলুক?

আমরা ভেসে আছি – তপন মাইতি

সৌরজগতে পৃথিবী ভেসে থাকলে
আমরা পৃথিবীর বাসিন্দা
তাহলে আমরাও ভেসে আছি।
পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল
আমরা স্থলে বসবাস করি
তার মানে আমরা ভেসে আছি।
জীবনরূপ জাহাজ সমুদ্রের ঢেউ ভেঙে ভেঙে
এগিয়ে যাচ্ছে জীবন স্রোতে
আমরা যদি জাহাজে থাকি
তাহলে নিশ্চয়ই আমরা ভেসে আছি।
এই ধরুন আমরা বিমানপথে বিদেশে যাচ্ছি
বিমান যদি আকাশে ভেসে থাকে
আমরা জোর দিয়ে বলতে পারি
আমরা ভেসে আছি।

কিছু মনের কথা – তপন মাইতি

আমার সমস্ত প্রতিবন্ধকতা শুনলে অবাক হওয়া স্বাভাবিক
মনে রাখা দরকার একটা মানুষের যেমন সবকিছু খারাপ হতে পারে না
ঠিক তেমন সবকিছু ভাল না হতে পারা অস্বাভাবিক নয়
ইহা ভ্রাম্যমাণ ক্ষণস্থায়ী আপাতত বলে মনে হয়
পৃথিবীতে কেউ খারাপ হয়ে জন্মায় না
সময়ের সাথে সাথে পরিবর্তনশীল
প্রকৃতি সে তার সমস্ত কিছুই সামঞ্জস্য বোঝায় রাখে
সূর্য ওঠে চাঁদ ডোবে, কৃষকের হাতে ধারালো কাস্তে
পাথর ভাঙা হাতুড়ি;ছেঁড়া চটি; কুমারের হাঁপর
জাহাজের কম্পাস; স্রষ্টা-সৃষ্টি আদিকালের ইতিহাস
চাকার ব্যবহার সেই কবে থেকেই আবিষ্কার হয়ে
একই কেন্দ্রবিন্দুতে গড়িয়ে যাচ্ছে ক্ষেত্রবিশেষে
শিশুর সারল্য পাগলামো অনেকেই ভালোবাসে
কিন্তু এইসব প্রতিবন্ধকতা মেনে নিলে আমরা এক হতে পারি।

সান্নিধ্য – তপন মাইতি

তুমি যাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছ
যাদের সাথে অনেক আগে দেখা হবার কথা ছিল
এদের সান্নিধ্য পেয়ে মনে হল হাতের পৃথিবী পেলাম
পরিচিত হতে পেরে বড় সৌভাগ্যবান বলে মনে হল
খুশি হলাম জেনে এমনও কেউ আছেন যিনি
অনেক চেষ্টা করেও এখানে পৌঁছাতে পারেনি
বন্ধুত্ব পেয়ে সুখী হলাম আতিথেয়তা পেয়ে আনন্দ পেলাম
এ এক অসম্ভব প্রাপ্তি যেন মায়ার ডুবে আছে সাগর
যা ছেড়ে যাওয়ার সাধ্য সাধারণের নয়
পৃথিবীর সবকিছু ছেড়ে এখানে কাটিয়ে দিই
জীবনে আর কিছুই দরকার পড়বে না
অসুবিধা নেই এখানে পুণ্য সঞ্চয় করা যাবে
এদের থেকে বিচ্ছেদ নেওয়াটা এত সহজ নয়

একটা গোরু চলে গেল – তপন মাইতি

আমার একটা গোরু চলে গেল। আমি তাকে এখনও ভালবাসি।
তাকে ভাগাড়ে না নিয়ে গিয়ে জমিনের ঈশান কোনে পুঁততে হয়েছে
চোখের জলে পুঁতে দিয়েছি নিমগাছ। জীব হয়ে জন্মেছি যখন
সকলের এমন অবস্থা হবে এটা নিশ্চিত এবং আমার দ্বারা প্রযোজ্য
সে আমাকে কাঁদিয়ে গেল। আমি তার মতো জীবন গড়ে তুলতে পারিনি
তার অভাব বোধের মূল্য চুকাতে হচ্ছে মনের শোকে
তার খারাপ ব্যবহার, লাথি ছেঁড়া, নরম কচি ঘাস মুখের কাছে ধরলে
গায়ে গা ঘষে আদর চাইত;ঋতু পরিবর্তনের সময় চোখের কোণে কালো দাগ পড়ত
দড়ি ছিঁড়ে প্রতিবেশীর সাধের বাগান তছনছ করার দায়ে খেসারত দিতে হয়েছিল
তবুও সে জীবনে ছিল অতি প্রয়োজনীয় আজও টের পাই
যদি স্বর্গ বলে কিছু থাকে ওকে যাওয়ার ব্যবস্থা সুনিশ্চিত কর
আমি ওর অন্ধ মায়ায় উদ্বুদ্ধ;আমার মনোবাঞ্ছা পরে জন্ম বলে যদি কিছু থাকে
তাহলে আমায় গোরু করে পাঠিও ওর মত দাদন প্রথা পরিশোধ করব
গোয়ালা নিয়ে যাবে দুধ সামগ্রী তার দোকানে;ঋণ পরিশোধ করবে
গায়ের চামড়া কেটে নিয়ে যাবে মুচি ভায়া;আমার খুর চুল মাংস হাড়
সবকিছু বিলিয়ে দেব উপকারে অথচ আমার উপকৃত জিনিস
আমার জীবনের কোনপ্রকার ব্যবহারে লাগবে না
সেই দেহ দানে সুখ নিয়ে চলে গেল আমার প্রিয় গোরু।

সমালোচনা – তপন মাইতি

লেখো; বারবার পড়; লেখাপড়া পড়াশোনা কর;
কাটাকুটি কর; পড়;আবার ভেবে লেখো কেটো আবার লেখো
মানসকন্যা মানুষের মত মানুষ হয়ে গেলে কবিতা বলবে
গল্প কিংবা জীবনের কোন বিষদ উপন্যাস;মহাকাব্যের কথা পরে ভাবা যাবে
সুন্দরবনের জন্য ভাল, যে সে ম্যানগ্রোভ শ্বাসমূলের মত যাপন করে
কে যেন বলেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী জানলে নাকি
গোটা পৃথিবীর ধারণা অবলোকন করা হয়ে যাবে
ফেরিঘাটের জন্য, যে সে জেঠিতে বসে বসে রাতের তারা দেখে
আবার ক্লান্ত ঘেমো শরীরে রাতের অনেককে নদী পার করে উদ্ধার করে
গরমকালে লোডসেটিং-এর দুঃখ ছোঁয়ার ক্ষমতা রাখে প্রান্তিক মফস্বল গ্রাম
এ বিরামহীন জীবন; সময়ের সাথে সাথে মুছে যায়নি সেই নীল অপেক্ষা
আবার হয়তো পুবের আকাশে নতুন করে লেখা শুরু করবে দিনের আলো
সময় হবে সমালোচনা মূলক লেখার সমালোচক।

সাদা গোলাপ – তপন মাইতি

এই পৃথিবীর পবিত্রতা শুভ্রতা ধরে রেখেছ কীভাবে তুমি?
যেন ঝর্ণার মতন ঝরে পড়েছে অপরূপ সৌন্দর্য শ্বেত-ঘাম গ্রন্থি
এমন পর্যায়ে নিজেকে ধরে রাখা সামলানো বড়ই দুষ্কর
এমন সময় নিজেকে আগলে রাখা এত সহজ নয়
বর্ণ সুবাসে আকৃষ্টে পাগল পারা হবে বহু ভ্রমর প্রজাপতি পশুপাখি কীট
প্রেমিক ভ্রমর আসার সর্বনাশ না হও কীটের বদমাসে
সজাগ থেকো সেদিকে সদা নীল নজর তোমার
জীবন্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রবল আলোড়নের সময়
বাস্তবতায় দাঁড়িয়ে নিজেকে সঠিক জায়গায় রাখা কঠিন বিষয়
অজস্র বর্ণ সুবাসের মধ্যে
পবিত্র শান্তি ও নিষ্পাপ বলে ধরতে পারি
কারণ এক পৃথিবী নীল কুমন্ত্রণা প্ররোচনা দেওয়া সত্ত্বেও
তোমাকে কোনোভাবেই কলুষিত করা যাবে না
তুমি সেই সাদাতেই সাদা হয়েই রবে
দুষ্ট কীটেরা দেখে কটাক্ষ করবে নিশ্চিত
অপমানমূলক কথাবার্তা বলবে, টোন টিটকিরি করবে
লোকের কাছে গালমন্দ করবে
কারণ দুষ্টের প্রত্যাশা পূরণ না হলে কাউকে পূরণ করতে দেয় না
আসলে প্রতিটি জীব তার বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ থাকে
অথচ তুমি অবগত কীট ভ্রমর প্রজাপতির মধ্যে কে উপযুক্ত
এটার তুলনা করতে না পারলে জেনে নিও
তোমার প্রিয় সহজিয়া সাদা রঙ আর ধবধবে সাদা থাকবে না
বুঝে নিও কাঁটা তোমার দুর্বলতা নয় ওটা তোমার ইজ্জত আত্ম রক্ষাকবচ
প্রত্যেক জীবনের অব্যক্ত যন্ত্রণা থাকে
প্রত্যেক জীবন তার জীবনের জন্য প্রিয় সঙ্গী প্রয়োজন এটাই স্বাভাবিক
তোমার এই সৌন্দর্য রূপ লাবণ্য যৌবন সারল্য গ্রহণ করতে আসছে তোমার কাঙ্ক্ষিত ভ্রমর
তার আসবার আগে অস্থিরতায় নিজেকে পুড়িয়ে দেওয়া ঠিক হবে না
প্রতীক্ষা করে দেখ অবশেষে তোমার মতন নিজেকে সর্বহারা হওয়ার জন্য অপেক্ষায় আছে।

প্রিয়তমা – তপন মাইতি

প্রিয়তমা! আজ সেজে গুজে লাইন দিয়ে
ঠাকুর দেখবার দিন নয়
দেখতে পাচ্ছো? এগারোটা শ্রমিক ফুল রক্ত মেখে
পড়েছিল শিকাগোতে ১৮৮৬ তা জানে
এখানে ওভাবে বুলেট না চললেও
আমাদের ভয়াবহ একটা চোদ্দই ফেব্রুয়ারি আছে
দেখতে পাচ্ছো? আমাদের খরব কাগজের রক্তাক্ত দিন
আমাদের ছেলেদের বেকারত্বের যন্ত্রণা
পরীক্ষা স্থগিত, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ
শিশুশ্রম, শিল্পের জন্য জমি অধিগ্রহণে প্রাপ্যমূল্য থেকে
মেহনতি মানুষ বঞ্চিত…কৃষকের আত্ম হত্যা
আমাদের নৌকার মাঝি জিগির তুলছে সম্পদের পাহাড়
শুনতে পাচ্ছো? ওই মিছিলের জেঁহাদ সোচ্চার দাবীর ঘোষণা
‘দুনিয়ার মজদুর সব এক হও
আমাদের রক্ত গঙ্গা বয়ে যাওয়ার দিন
অফিস দুর্নীতির বিরুদ্ধে এক হও
মানুষে মানুষে সাম্প্রতিক দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যাচ্ছে না যাবে না
নারীর লজ্জা হরণ করা হল কেন জবাব চাই জবাব দাও
মিষ্টি কথায় আর চিড়ে ভিজছে না ভিজবে না
আমরা আট ঘণ্টার বেশি কাজ করতে পারছি না পারব না
কাজের ন্যায্য মূল্য দিতে হবে দিতে হবে
এত কিছু দাবী মিটে গেলে
যা চাইবে তাই দিতে প্রস্তুত
একসাথে ঠাকুর দেখতে বেরবো প্রিয়তমা…

উজান পথে – তপন মাইতি

জোয়ারের জল এগিয়ে যায়
তাকেই বলে উজান
স্রোতের বিপরীতে পাক খায়
মাঝি ভায়া সুজান।

উজান স্রোতে গুণের টানে
গঙ্গা নদী ব্রতী
রাজশাহীতে দুভাগ প্রাণে
পদ্মা ভাগীরথী।

জোয়ারের জল সাগরে যায়
সুজান বলে ভাটা
ভাটিয়ালি সংগীতে পায়
দাঁড়-পাল নিয়ে হাঁটা।

বর্ষার প্রথম বৃষ্টি পড়লে
স্রোত বিপরীতে ওঠে কই
উজান স্রোতে নৌকা ধরলে
সঙ্গম ঢেউ ভাঙে মই।

আলগা হাতে পালে হাওয়া
গ্লাসে স্পর্শ আলতো
মৃদু ঝংকার গোলাপ পাওয়া
উল্লাস করার চাল্- তো!

জীবন যেন উজান ভাটায়
আস্ত রূপক নদী
রূপ মাধুর্য গোলাপ কাঁটায়
জ্যোৎস্না ফুটত যদি…

মনের শরৎ – তপন মাইতি

আস্তে আস্তে এসেই গেল
বলতে বলতে আবার
একটি বছর দেখতে এল
একটি বছর কাবার।

সকাল হলে শিউলী ফুল
দুব্বা শিশির ঝরে
পেঁজা মেঘের খেয়ালই ভুল
বৃষ্টি ঝরে ভোরে।

মায়া জ্যোৎস্না ছাতিম সুবাস
সমোষ্ণ মন হাওয়া
কূজনের হরবলায় সুভাষ
শরৎ রোদে ছাওয়া।

পুজো পুজো গন্ধ আসে
জোয়ার আসে বনে
কাশের দোলায় ঊর্মি ভাসে
পুলক জাগায় মনে।

ঢ্যাং কুড়াকুড় বাদ্দি বাজে
ঢাকের ওপর কাঠি
আলতা পায়ে হলুদ সাজে
উঠোন পরিপাটি।

আসছে বছর আবার হবে
চোখের জলে ভাসে
এমন সময় আসবে কবে?
রোদ চুম্বনে ঘাসে।

পয়লা মে – তপন মাইতি

শিকাগোর রাজপথে শ্রমিক ভাইরা
আট ঘণ্টার কাজের দাবীতে তারা
পূর্ণিমার চাঁদ রক্ত মেখেছিল
তরতাজা এগারোটা শ্রমিক ফুলের
রাজপথের ধুলোয় লেখা যে বিপ্লব
শাসক মালিক অহংকার ভাঙার দিন
সোচ্চার করে মেহনতি মানুষ
আজি ন্যায্য পাওনা চুকানোর দিন
শ্রমজীবীর জেঁহাদ দাবী করার দিন
চিরলাঞ্ছিতের বিরুদ্ধে সুখ দিন
শ্রম চুরি পেটের রুজি কাড়ে যে
শ্রমমূল্য ষোলোয়ানা দেওয়ার দিন
আজ কর্মযজ্ঞে প্রাণোৎসর্গের দিন
পয়লা মে সংজ্ঞা জেনে নেওয়ার দিন
কায়েম পরিশ্রমের স্বীকৃতির দিন

মে দিবস যেন শ্রমের সংবিধান
মেহনতি শ্রমিকদের রক্তঋণ
ক্রীতদাস নয় অধিকার বোঝার দিন

শুধু ভালোবাসার জন্য – তপন মাইতি

কেউ কেউ খুঁজে বেড়ায় একা মনের মতো মানুষ
রাতদিন ঘোরার মতো মনে জ্বলে পুড়ে ঘুরে
কী বলব কীভাবে বুঝব ওড়ে যেন ফানুস
কেউ কেউ বলে হৃদয় ঘুড়ি ভুবন ডাঙায় উড়ে।

সবার কথা গায়ে টেনে নিলে হবে কেন?
ঘি মাখা গা?ভালো কথা আদর যত্নে মায়া?
ভালোবাসলে অনেক কিছু সইবে গায়ে যেন
সবুর করো আদর যত্ন হবে তোমার ছায়া।

একজন বসে থাকে আরেকজন নাজেহাল হন্যে
কাছের মানুষ নিজের হলে দূর হয় ভীষণ কাছের
ভালো বাসা গড়ে ওঠে ভালোবাসার জন্যে
ভালোবাসা থাকে অটুট মাটি শেকড় গাছের।

লোকটা – তপন মাইতি

আধুনিক স্টাইল সেলুন দোকানের ওই বেঞ্চিটায়
ছেলেটার কি খেয়ে দেয়ে কোন কাজ নেই
সারাক্ষণ বসে থাকে?
নাকি আমার কলেজ যাওয়ার মুখে
অমন মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে কী বলতে চায় ও…
এমন করে তাকানোর সাহস দেখাইনি তো আগে কেউ…
ছেলেটা এভাবে চোখের সামনে
দেখতে দেখতে লোক হয়ে যাওয়ার আগে
দুটো কথা সেরে নিলে ক্ষতি কী….
কেননা কারোর তো খারাপ নজর পড়লে পড়তে পারে।
এভাবে একজন বসে থাকে ঠায়
আরেকজন এভাবে আস্ত আস্তে এগিয়ে যায়।

রাখাল ছেলে – তপন মাইতি

রাখাল ছেলে এখন দেখি
মোবাইল ফোনে ব্যস্ত
গোচরণ তার গেছে কোথায়
বাঁশি পালক ন্যস্ত।

মাথায় ছিল ময়ূর পালক
মাটি মেখে খেলা
শৈশব চলে গেলে পরে
হাসবে কী আর বেলা?

রাখাল ছেলে ভালো ছেলে
কেন মাঠে যাও না?
যন্ত্রের জটিল যন্ত্রণাতে
মুক্ত জীবন পাও না?

রাখাল ছেলে এসো ফিরে
গ্রাম্য নদীর চরে
প্রকৃতি মা ডাকছে তোমায়
স্বপ্ন দেবে ভরে।

ভালো নেই – তপন মাইতি

এসেছ বসো
গালগপ্প হোক, ভালোমন্দের কথা হোক
রাগ অভিমান অভিযোগ শোক হোক

কিন্তু দুর্বল জায়গায় খোঁচা মেরো না

কত দূর থেকে কত কষ্ট করে এসেছ
রোদ ঝড় বৃষ্টিতে সব ঠিক আছে?
নিজের হয়ে কাছে বসো।

তারপর হাসি তামাশা হবে
খুব চেনা চেনা লাগবে,জানা শোনা হবে
দুঃখের কথা শুনতে না চাইলে বলব না
সুযোগ বুঝে সাপুড়ে হয়ে
গর্তে ঢুকিও না হাত
এসেছ বসো।

খাও দাও গান কর বিশ্রাম নাও
যা খুশি কর, যা ইচ্ছে তাই কর
একা মানুষ যেমনটা পারব
তোয়াজ করব, যত্ন নেব
এসেছ বসো, ভদ্র হয়ে
ব্যাপার হল যে
আমরা কেউ ভাল নেই।

তপুর হেমন্ত – তপন মাইতি

শরৎ গেলে হেমা আসে মনটা হাওয়ায় ভাসে,
নীলা আকাশ কাঁদবে কেন ভেজা ছাতিম আশে?

তপু ভাবে স্কুল ছুটিতে অনেক জায়গায় ঘুরব,
মনের সুখে গলা ছেড়ে খুশির হাত পা ছুঁড়ব।

হীমেল এলে পরে মা বলে এমন ঘুরিস না,
মা যে আমার আপন ঠাকুর ওটা খুঁড়িস না!

তপুর স্বপ্ন পূরণ করতে মা যে কাজের মাসি,
বলে ‘ও কিছু নয়…’ খুঁক খুঁক রাতবিরেতের কাশি।

বলে ধুর পাগলা মায়ের জন্য এত ভাবতে নেই,
মায়ের কথা ভাবি যেই হারাই কুল কিনারা খেই।

শরৎ গেলে হেমা আসে মনটা তপুর ভাসে
দেখি রাস পূর্ণিমার চাঁদ হেমন্ত নিয়ে আসে।

গল্প নেই – তপন মাইতি

তোমার মনের মত আনকোরা
একদম
নতুন গল্পের মত কোন গল্প
আমার জানা নেই।

পথে বের হলে দেখি অনেক কিছু
চোখের সামনে ভেসে ওঠে কত গল্প
তোমাকে বলার মত কোনো গল্প
আমার জানা নেই।

গল্প হলেও সত্যি কোনো না কোনো
জীবনের সাথে মিলে যাবে
সে গল্প ছাড়া আমার আর
কোনো বলার গল্প নেই।

তপন মাইতি | Tapan Maity

New Bengali Article 2023 | ওড়িশার পটচিত্রে ভগবতী কালী দেবী | প্রবন্ধ ২০২৩

Bengali Article 2023 | ভৃগুর শক্তিপীঠ ও বড়োমা :: বিল্লপত্তন থেকে বড়বেলুন

Bengali Article 2023 | সুভাষচন্দ্রের আত্মজীবনীঃ বিভিন্ন মনীষী প্রসঙ্গ

Bengali Article 2023 | কবিগুরুর মানবতার ভাবরূপ

Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Beauty of Bangla Kobita 2024 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books | Beauty of Bangla Kobita pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Beauty of Bangla Kobita Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2023 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2023 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Beauty of Bangla Kobita | Beauty of Bangla Kobita – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | English Literature | Beauty of Bangla Kobita examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | Beauty of Bangla Kobita Ranking | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | New Beauty of Bangla Kobita | Writer – Beauty of Bangla Kobita | Top Writer – Beauty of Bangla Kobita | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Archive – Beauty of Bangla Kobita | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Beauty of Bangla Kobita | Best Poems of Modern Bengali Poets | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf | Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live collection Bengali Poetry | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video | Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Live Bangla Kobita | New Bengali Poetry House | Full Bengali Poetry Collections PDF | Library of Bangla Kobita | Bengali Poetry and Story | Bengali Poetry Writing Competition | World Record of Bengali Poetry Writing | Peaceful Poetry | Online High Trend Bangla Kobita Selection | High Trend Bangla Kobita translation in english | High Trend Bangla Kobita | High Trend Bangla Kobita for instagram | romantic bengali poem lines | bengali short poem

Leave a Comment