Top Best Bengali Poetry 2023 | শিশির দাশগুপ্ত | কবিতাগুচ্ছ

Sharing Is Caring:

শিশির দাশগুপ্ত – সূচিপত্র [Bengali Poetry]

নিয়মাধীন – শিশির দাশগুপ্ত

জল গড়িয়ে গেলে তুমি হেঁটে যাও মণ্ডপে,
যেখানে দাঁড়িয়ে প্রতিমা
আলো ও বাতাস খোলস ছেঁড়ে ধ্যানমগ্ন
শরীর এখন শুকায় নিজেকে
অহর্নিশ বয়ে যাওয়া জল এখন এসে ছুঁয়ে দেয় চরণ
অন্ধকারে জু জু দেখে সোনালি সকাল,
আবরণ খুলে ফেলে নতুন সন্ন্যাসী

দৃষ্টি বিভ্রম হলে চোখ বুজে থাকো তুমি,
নয়নের কপাটে দাও খিল
আবাহনে দরাজ হাতে ভরে দাও মন
প্রজ্জ্বলিত প্রদীপ নিভু নিভু এখন
সংগীতের মূর্ছনার মতো আকাশ নীল
আবিল মনেতে এখন বাতাসের শোক

নিভে আসা প্রদীপে এখন জ্বলন্ত জীবন
আলোর অবসানে প্রকৃতি নিয়মাধীন।

অভ্যাস – শিশির দাশগুপ্ত

শরবত শরীরে দ্যাখো হরিণের মুখ
মুখোমুখি পাগলের বকবক
নানা স্বাদে অনন্য মন করেছে আয়োজন
উন্মাদ স্তব্ধ হয় না; বরং হয় উন্মুখ
বিপরীতে মন সাজে; খুব চকচক

লাল আলোর সামনে খোলস ছাড়ে সাপ
যেন আলেয়ার আলো
সমবয়স্কা মন চায় তখন দুই-চার আলাপন
ঠিক কুহকের মতো
পাত্রস্থ হওয়ার আগে শরীরে আগমনী
বাস্তুহারা অভ্যাসে গায় প্রেম-কুহকিনী।

গৃহহারা – শিশির দাশগুপ্ত

বনের আড়াল থেকে ভেসে আসে ডাক
আগুনের বলিষ্ঠ কথা
পিছল রাস্তায় আছে ধুঁয়োর কুন্ডুলি
বুকের গভীরে থাকে ব্যথা

নদীর কাছে গেলে স্বপ্ন চুরি হয়
তখন মনে হয় বন্যা
ব্যাপক ঝড় ওঠে, মানুষ হয় হতাশ
শূন্য থেকে নামে ঝর্ণা

আহত বাঘ যায় ধীর পায়ে জলে
আবাস ভেঙ্গে পড়ে সহসা
শাবক ভেসে যায় শূন্য হাওয়ায়
করুণাই একমাত্র ভরসা।

লজ্জা – শিশির দাশগুপ্ত

ফিরে এসো না এই ঘরে, যদি হও লাজুক
মাথা রাখো নিচু, কথা বলো মৃদুস্বরে
ঘূর্ণিতে পড়েছ তুমি, এখন থাকো চুপ
নি:শব্দে মূর্তি হয়ে থাকো চরাচরে

ফিরে এসো না এই ঘরে, যদি হও গর্বিত
মাথা রাখো উঁচু, কথা বলো উচ্চস্বরে
আকাশে রয়েছ তুমি, এখন বাকপটু
সশব্দে নৌকা থামাও; জল সরে ধীরে

জল যদি পায় ভয়; যদি সরগম সাধো
লজ্জা- গর্ব দুই নিচু হয়; খুব দ্রুত অতলে নামো।

পথ (৬) – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

পথে ও প্রবাসে গতিমুখ একই থাকে
যেমন শহর ঘুমিয়ে থাকে নদীর প্রতিটি বাঁকে
পলাশে-শিমুলে গোত্র একই
চোখ ও মনের ফারাক সামান্যই
সংযোজনে বাড়ে কাগজ ; রাস্তা সেই এক
পথ প্রবাসে পৌঁছালে ভাবে নিজেকে লায়েক

হাওয়া- বাতাসে ভাসে প্রবাসের পথ
যতই বদলাক শরীর আসলে সে রথ
প্রবাসে মেদ থাকে ; থাকে স্নায়বিক হাসি
ভাগ্য সুপ্রসন্ন হলে টাকা রাশি রাশি
দ্রুতগামীর রাস্তায় থাকে শকুনির পাশা
টাকা সেখানে তাজা ; পচে ভালোবাসা।

পথ (৭) – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

কীভাবে এগোবে তুমি যদি রাস্তা হয় নদ,
অবকাশে শরীরে প্রশ্ন করে বিপদ
কীভাবে হাঁটবে তুমি যদি সকালে নামে রাত
অন্ধকারে হাঁটবে মন; শরীরে ধারাপাত

পরিমাণে বাতাস আসে, আসে ভৌগলিক কথা
খবরে দুঃসহ কথা, বাড়ে শরীরে ব্যথা
অসহায়তা মনে হলে বয়স বাড়ে,
মৃত্যু দুঃসহ জীবনে শুধুই ঘন্টা নাড়ে।।

পথ (৮) – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

আন্দাজে চলে চোখ নজর উড়িয়ে
যেন এক সন্ন্যাসী সমস্যা এড়িয়ে
যেন কাপালিক সাজ, বিরামহীন গতি
পথ ভর্তুকিহীন; মনদহনে ক্ষতি
যেন এক অদ্ভুত ঝুঁকিপূর্ণ পথ
মানুষ কিছুই না; এক অদ্ভুত রথ

পথ মানে আলো নয়; পথ মানে আঁধার
ছিন্নভিন্ন মন বলে অকূলপাথার
রক্ত নেয় সেই পথ ; বিবেকহীন লজ্জা
চন্দনে চর্চিত দেহ, এক আরাম শয্যা
অনলের রাস্তায় ধীরে বাড়ে গতি
মাটি এসে এঁকে দেয় মস্ত এক যতি।।

পথ (৯) – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

কিছু দম উপকারী ; কিছুটা উপকরণ
শূন্য রাস্তায় চলে অনল-বরণ
চোখ বন্ধ রেখে আলো মাখে শরীর
আলো কখনো কখনো মস্ত তিমির

কিছু দম উপকারী ; কিছুটা উপকরণ
অন্ধকার ছলেবলে শরীরী চলন
প্রান্তরে চৌদিকে ধীরে জ্বলে আগুন
শরীর নত থাকে, আকাশে ফাগুন

কিছু দম উপকারী ; কিছুটা উপকরণ
অনন্ত ইশারায় পথ হয়ে ওঠে চরণ
লক্ষ মনেতে বাজে আহত সোহাগ
অনীল আকাশে বাজে মধুর সংরাগ।।

পথ (১০) – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

নীলচে শরীর নেমে গেছে সমুদ্রপৃষ্ঠ ধরে
অবাক জলপানের মতো
রঙীন জলসাঘরে নিখিলের সুর,
পথভোলা পথিক পথে পথে হাঁটে,

মনান্তরে মেঘ ডাকে, অর্থ বোঝে মন
বৈকুন্ঠের বিচারসভায় টাকার ঝনঝনি
মরশুমি গান চলে সতত নিরন্তর
পথসভায় উচ্চকিত ত্বরিত প্রত্যুত্তর

পথভোলা শরীর, পথিকের বেশ
নিঝুম সাগর খোঁজে পথের শেষ।।

BENGALI POETRY

বাবা – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

হতাশার ছবি ছিল বাবার মুখে
ছিল খনি রঙের কত কথা
অগুনতি দিনের ভিড়ে মা হারিয়ে যেত
আঁধারে ছিল শারীরিক ব্যথা

সকালের সূর্য প্যাচপেচে কাদার রঙ
মুখেচোখে বাবা তখন গভীর বন
শীত ঋতুর মতন মা শুধু এক চাতক
সংসারের ঝড়; যেন কাঁপে বাঁশবন

আদর বিকেলে সূর্য মুখপোড়া
চাইবাসার খনি থেকে উঠছে বাবা
বুকেতে তখন মস্ত জলাভাব
বাবার রক্ত; সংসারের পরিসেবা।

বিশ্বাস – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

অনেককিছুই পারিনি আমি; পারিনি
দরাদরি করতে;
পারিনি সাঁতরে ওপারে যেতে; পারিনি
এমন এক তালিকা কাজ

স্বপ্নে দরাদরি করেছি, পার হয়েছি পুকুর
স্বপ্ন ভেঙে গেলে নিজেকে আস্তরণহীন
মনে হতো
হতোদ্যম হইনি।
রোজ গাইতি চালাই ভুল জায়গায়
বুক থেকে প্রায় একহাত দূরে

অনন্তকাল আমি গাইতি চালাতে পারি
সমস্ত জীবন আমি ঘামে জবজবে থাকি
তবু, নদীর কাছে গেলে দর করতে পারি না, সাঁতার কাটতে মন চায় না

সমস্ত তালিকায় হাত বুলিয়ে বলি
নিশ্বাসের ধমক আছে; শরীরে বিশ্বাসের
নামাবলি।

জীবন – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

পরিণামে হারিয়ো না ধন
সে যেন এক ঔষধি জীবনশালা
আলগা করেছো হাত, গলে যাবে
পাহাড় প্রমাণ যাবতীয় ছেলেবেলা

তবে কি শিশুর প্রকাশে আসবে না সে ?
কটূক্তি করবে না কোনো এক ভূমিদাস
অজগরও ভূমি কাঁপায়; সিংহ কাঁপায় বন
চতুর্দিকে আলো ছড়ায়, এক লহমা জীবন।।

মিথ্যা প্রতিশ্রুতি – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

তীব্র জ্বালার দহনে বুকে বসেছে জলসা
থরথর কাঁপছে জিহ্বা, কন্ঠ ও ঠোঁট
পরাশ্রিতের মত হারিয়েছি নিজস্ব ভাষা
হাজারো পতাকা তুলেছে মাথায় অবরোধ

অতীতের পথে এখনো ঝলসানো রোদ
তৃতীয় ঘন্টার পথে নাটকের সাজঘর
অস্থিচর্ম হারাতে হারাতে ক্লান্ত অবরোধ
অবরুদ্ধ আদর্শ; মিথ্যায় পূর্ণ আজ বিশ্বচরাচর

স্মৃতিভবন – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

নজরে রেখেছি প্রতিটি চলা, প্রতিটি শপথের গোঁড়ার কথা
নজরে রেখেছি মন থেকে স্মৃতি পর্যন্ত
সমস্ত সড়কের গোপন ব্যথা
যা কিছু ভোলার নয়; অথবা ভুল ভেবে আপ্তবাক্যে ডুবে যাওয়ার গোপন রাস্তা
যা কিছু চোখের ভাষা অথবা ভাবুক পৃথিবীর সমস্ত সংকেত

সমস্ত ইশারা যখন সমুদ্রে নেমে যায়
অথবা আকাশের পথে জল যখন ডানা মেলে
নিরাপদে সড়ক খুঁজে বেড়ায়
তখন গিরিখাত বেয়ে আমি অতলে নেমে যাই; সেখানকার উষ্ণতায় নিজেকে ভাসিয়ে দিই

তুমি ভুল সংকেতে চলে গেছো কোনো এক কুয়াশার শহরে
আমি তখন অতল অন্ধকারে চাঁদ পাই
অদ্ভুত এক নদীর সাথে ভাব জমাই
সমস্ত জড়তা কাটিয়ে অন্ধমনে অবগাহন করি

অন্ধকার অতল পরশ্রীকাতর নয়
অন্ধকার স্মৃতিতে শুধুই মানুষেরা ঘুমায়।।

বহুরূপী – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

শুয়ে আছে সমস্ত বহুরূপী
শুয়ে আছে সমস্ত শরীর
ঘুমিয়ে আছে সমস্ত নেশা
ঘুমিয়ে আছে সমস্ত তিমির

শরীরে এখন খিদের হাঙর
শরীরে এখন সমস্ত আগুন
শুয়ে আছে সমস্ত চাকা
উড়ে যাচ্ছে অসময়ের টাকা

টাকা উঠে যাচ্ছে অট্টালিকা বেয়ে
টাকা নেমে আসছে তালগাছ বেয়ে
নদীর জলেতে নেমে যাচ্ছে টাকা
ঘুমের মধ্যে ছুঁয়ে নামছে টাকা

টাকার গায়ে রয়েছে রঙিন ছবি
টাকার শরীরে কামনা ও দ্বেষ
অভাবের শরীরে টাকার কদর
বহুরূপী সেজে টাকা দিচ্ছে চক্কর।।

বরফের চাদর – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

এক শতাব্দী আগে দেখা তোমার সঙ্গে
তুমি সবে খোলস বদলাতে শিখছো
তোমার সমস্ত শরীরে তখন শুধু আদুরে
জোয়ার
তোমার চিবুকে, ঠোঁটে বেজেছিল
বিলম্বিত লয়

তুমি কৌশল জানতে না;
একটু একটু মিথ্যা বলতে শিখছো
শাড়ীর আঁচলে তখন সদ্য প্রজাপতি
অকারণে হেঁটে যেতে গতি তুলে
অথচ তোমার শরীর এগোতো না

এক শতাব্দী পরে আজ আমরা মুখোমুখি
হৃদয়ের রঙ এখন যতো না সবুজ
তার চেয়েও বেশি শরীরের বরফ রঙ
কাশ্মীরের লেকের জলেও দেখতাম
তুমি খোলস বদলাতে পারছো না
তুমি বিলম্বিতেই আটকে আছো

এখন তোমার চোখে একরাশ জীবনের
কথা
এখন হেঁটে যাও ধীর লয়ে; শরীরে গতি বাসা বাঁধে
এখন চোখেতে দেখি অনাদরের শাদা রঙ
শাড়ীর আঁচলে নেই প্রজাপতি
অভ্যাস তোমার গতিকে ত্বরান্বিত করে
এখন সমস্ত লেকের জলে তোমাকে ভাসানের ছবি মনে হয়

সমস্ত শতাব্দী জুড়ে তোমার শরীর ঢাকা পড়েছে বরফের চাদরে
সমস্ত শতাব্দী ধরে চাঁদও ঘুমিয়ে আছে
ঠান্ডা বরফের আদরে।

প্লেটোনিক – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

অপলক দৃষ্টি ছিল কিশোরটির
জানালার ঘুলঘুলি তার আপনজন
সময়ের আঁকিবুঁকি সমস্ত মুখে
অপলক দৃষ্টি ছিল ছেলেটির

নয়নে নয়ন ছিল না কোনদিন
কোনদিন ঘড়ি দেখেনি; কোনোদিনও না
নয়নে নয়ন ছিল না যদিও
ভুল সময়ে ঘুলঘুলি চোখ ছিল না

ছেলেটির ভয় ছিল চোখেমুখে
ছিল আনন্দের বাঙময়তা
ছেলেটির ছিল অস্থিরতা
ছিল লজ্জার বসতবাটি

বলা হয়নি কখনো ছিল যা বলার কথা
পরা হয়নি সেই জামা যা পরা উচিত ছিল
লেখা হয়নি সেই কথা যা লেখার কথা ছিল
দেখা হয়নি সেই মুখ যা দেখা উচিত ছিল।

সুখ পাখী – শিশির দাশগুপ্ত [Bengali Poetry]

আমি সর্বনাশের আগেই পোঁছে যাই সব জায়গায়
শক্ত মুঠো হাতে, সমস্ত শক্তি নিয়ে ঢুকে যাই কুয়াশায়

নৈমিত্তিক আচমন সেরে পূজা সারি
ঝড় ওঠার আগে
সর্বনাশের আগের স্টেশনে নেমে হেঁটে যাই সুস্থ নাগরিকের মতো

সেখানে ট্রাফিক আলোর বদান্যতায় তোমাকে দেখি
আমি নিশ্চিতভাবেই বুঝি সমস্ত সুখই আসলে রাত জাগা পাখী।

শিশির দাশগুপ্ত | Sisir Dasgupta

Top Bengali Article 2022 | বসন্ত উৎসব | প্রবন্ধ ২০২২

Is it possible to remove tattoo | ট্যাটু রিমুভ কি সম্ভব? | 2023

Advantages & Disadvantages of Tattoo | ট্যাটুর উপকারিতা এবং অপকারিতা | Bengali Article 2023

Emblem of Ramakrishna Mission | রামকৃষ্ণ মিশনের প্রতীকের অর্থ | নক্‌শা ও তাৎপর্য | 2023

bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment