Best Bangla Galpo Online Reading 2023

Sharing Is Caring:

গোবিন্দ গুনিন ও কাল সাপ – রতন চক্রবর্তী

এক

গভীর জঙ্গলের মাঝখান দিয়ে এক চিলতে পথ। রাতের জঙ্গল বড়ই রহস্যময়। চারপাশের ঝোপে-ঝাড়ে, মনে হচ্ছে অশুভ কিছু ঘাপটি মেরে আছে। গাছে গাছে ঝিঁঝিঁরা কোরাস গাইছে। চারপাশের গাছের আড়ালে কীসের যেন হুটোপুটি। রহস্যময় বুনো পথে গোবিন্দ গুনিন একা। গোবিন্দ গুনিনের কাজ অন্য জগতের, অপ্রাকৃত আর অশুভ আত্মাদের নিয়ে। সারা জীবন বিপন্ন মানুষদের এসবের হাত থেকে বাঁচিয়ে এসেছেন। আজও নিশিন্দাপুরের পঞ্চায়েত প্রধানের মেয়েকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতেই তার ঐ গাঁয়ে যাওয়া। গুনিনের বাবা ছিলেন একজন তান্ত্রিক। তারও কাজ ছিলো অশুভ শক্তি নিয়ে। তার বাবার নীতি ছিল বিপদ গ্রস্ত মানুষকে সাহায্য করা আর দুষ্টাত্মাদের বিনাাশ করা। পিতার পথকেই পাথেয় করে নিয়েছেন গোবিন্দ গুনিন।

মেয়েটার ওপর কাল সাপের নজর পড়েছে। মেয়েটা যেখানেই যায়, সেখানেই সাপ। ঘরে সাপ, বাইরে সাপ, বিছানায় সাপ অর্থাৎ যেখানে সাপ প্রবেশ করা সম্ভব নয়, সেখানেও সাপ! হয়তো খেতে বসেছে, কথা নেই, বার্তা নেই, ধুপ্ করে ওপর থেকে একটা সাপ এসে পড়লো তার খাবার পাতে। বিছানায় শুয়েছে কেবল, হঠাৎ, গায়ের চাদরের তলায় পিচ্ছিল আর ঠান্ডা কী যেন হাতে ঠেকলো। চিৎকার দিয়ে ওঠে চাদর সরিয়ে দেখে, কুচকুচে কালো একটা বড় সাপ। নির্বিষ সাপ নয়। রীতিমতো বিষাক্ত। মেয়েটা এখন দুঃস্বপ্নেও সাপ দেখে আতঙ্কিত হয়ে জেগে ওঠে।

সারা দিনরাত মেয়েটা ভয়ে সিটিয়ে থাকে। এমনিতেই মেয়েটা তার আদরের কুকুর চিনিকে হারিয়ে কেঁদে চোখ ফুলিয়েছে। তার ওপর এই উপদ্রব। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মরার উপক্রম হয়েছে তার। গোবিন্দ গুনিন, মেয়েটার হাতে একটা মন্ত্র পড়া গাছের শেকড় বেঁধে দিয়ে এসেছেন। তিনি জানেন, মেয়েটি যার পাল্লায় পড়েছে, সে কোন সাধারণ সাপ নয়। কোন অশুভ দুষ্ট আত্মা। মেয়েটি ওটার পাকা ধানে মই দিয়েছে ফেলেছে। যার ফলে, ওটা মেয়েটার জীবন অতিষ্ঠ করে তুলেছে। কিন্তু, গুনিন এমন ব্যবস্থা করে দিয়ে এসেছে, মেয়েটি এখন নিরাপদ। গুনিন মেয়েটির বাড়িটাও বেঁধে দিয়ে এসেছে। আর কোন অপদেবতা বা পিশাচ, মেয়েটাকে কিংবা তার বাড়ির কাউকে কিছু করতে পারবে না।

দুই

গত কালই পূর্ণিমা গেছে। আকাশে ভরাট চাঁদ, নব যৌবনার মতো। চারপাশে থৈথৈ জোছনা। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো এসে বন ভূমিতে ঝালর কাটছে। অদ্ভুত মায়াময় পরিবেশ। কিন্তু গুনিন স্বস্তি পাচ্ছেন না। হাঁটতে হাঁটতে গোবিন্দ গুনিন উপলব্ধি করলেন, এই নিশিতে, এই গভীর জঙ্গলে, তিনি একা নন। তার পেছন পেছন, কেউ বা কিছু একটা আসছে। যে আসছে সে কোন একটা মতলবেই আসছে। ভালো কোন কিছু নয় ওটা। তিনি সাধারণত সাইকেলে যাতায়াত করেন। কিন্তু বুনো পথ বিধায়, আজ পায়ে হেঁটেই এসেছেন। দ্রুত পা চালালেন তিনি। ভয়ে নয়, উটকো ঝামেলা এড়ানোর জন্য। যেটা ওর পিছু নিয়েছে, ওটা যে রক্ত মাংসের কোন মানুষ নয়, তিনি বেশ বুঝতে পারছেন। আর ওটা তার ক্ষতি করার জন্যই পিছু নিয়েছে। অশুভ আত্মাদের চরম শত্রু, এই গুনিন। আর তাই সুযোগ পেলেই ওরা তার ক্ষতি করার জন্য মুখিয়ে থাকে। হয়তো স্বাভাবিক মৃত্যু তার কপালে নেই। হয় তো কোন একদিন কোন এক অসাবধান মুহূর্তে, কোন অপশক্তির হাতেই মৃত্যু হবে তার।

পেছনে সড়সড় শব্দ হচ্ছে। মনে হচ্ছে কোন সরীসৃপ বুকে হেঁটে আসছে। মনে হচ্ছে কোন সাপ। সহসা তিনি থমকে, ঝটিকা গতিতে ঘুরে দাঁড়ালেন। দেখলেন চোখের পলকে একটা সাপের মতো কিছু, ঝিলিক তুলে, পাশের একটা ঝোপে ঢুকে গেলো। গুনিন দুই হাত কোমরে রেখে, দুই পা ফাঁক করে দাঁড়ালেন। ফিসফিস করে মন্ত্র জপ করলেন কতক্ষণ। তারপর নিজের বুকে একটা ফুঁ দিলেন। তারপর চিৎকার করে হাঁক দিলেন, ‘ঝোপ থেকে বেরিয়ে আয়। আমি জানি আমার ক্ষতি করার জন্যই তুই আমার পিছু নিয়েছিস।’ বলেই, কোমরে বাঁধা, বাবার দেয়া, মন্ত্রপূত গামছাটা আরো কষে বেঁধে নিলেন। তিনি বুঝতে পারলেন, ঝোপে যে সাপটা ঢুকেছে, ওটা আদৌ কোন সাপ নয়। অন্য কিছু!

তিন

বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হামাগুড়ি দিয়ে, ঝোপের ভেতর থেকে, একটা কুচকুচে কালো মনুষ্য নারী দেহ বেরিয়ে এলো। ঠিক মানুষ নয় যেন। চাঁদের আলো দেহে পরে, কালো কষ্টিপাথরের মতো চকচক করছে। চোখ দুটো জ্বলছে অঙ্গারের মতো। রাগে, তীক্ষ্ণ দুটো দাঁত বের করে চাপা গর্জন করে ওঠলো পিশাচী।

‘আমার বাড়া ভাতে ছাই দিয়েছিস তুই গুনিন। আমাকে মেয়েটার কাছ থেকে দূর করে দিয়েছিস। মেয়েটা আমার বাসস্থান তছনছ করে দিয়েছে। ওদের বাঁধানো পুকুর পাড়ের কাছে যে তেঁতুল গাছটা ছিলো, সেটা কাটিয়ে দিয়েছে মেয়েটা। আমার তিনটে বাচ্চাকে মেরেছে সে। ওকে আমি শেষ করে দিতাম। তুই এসে সব শেষ করে দিলি।’

ভয়ঙ্কর চাপা স্বরে বললো পিশাচী। গোবিন্দ গুনিন বললেন, ‘এই জন্যই এতো আক্রোশ মেয়েটার ওপর? আর তুই যে সাপের রূপ ধরে, মেয়েটার প্রিয় পোষা কুকুরটা খেয়েছিস, ওদের পোষা প্রাণী গুলোকে শেষ করে দিয়েছিস। এরপর নজর দিতি মানুষ গুলোর ওপর। মেয়েটার প্রিয় কুকুরটা খেয়েই তুই ভুল করেছিস। এখন এসেছিস আমার ক্ষতি করতে? কিন্তু সে সুযোগ তো আর তুই পাবি না। ভেবেছিলাম, তুই এই তল্লাট ছেড়ে চলে যাবি। কিন্তু এখন দেখছি তুই ভালো কথার মানুষ না। তবে এবার সামলা।’ বলেই, গুনিন জোর গলায় মন্ত্র পাঠ করে, কাউকে আহ্বান করতে লাগলেন। হঠাৎ গুনিনের পেছন থেকে বেরিয়ে এলো বিশাল দেহি এক কালো পুরুষ। তার চোখ দুটো আক্রোশে জ্বলছে। গুনিনের অনুগত অপদেবতা ওটা। ওকে দেখেই মুহূর্তে সাপে রূপান্তরিত হলো পিশাচী। দেখে বোঝা গেলো, পিশাচী ভয় পেয়েছে। গুনিনের পেছন থেকে বেরিয়ে আসার সাথে সাথে, গুনিনের আহ্বান করা অপদেবতা, একটা বড়সড় বেজিতে রূপান্তরিত হলো আর প্রচন্ড আক্রোশে ঝাঁপিয়ে পড়লো সাপটার ওপর!

প্রচন্ড লড়াই বেঁধে গেলো দুই অপশক্তির। লড়াই করতে করতে একবার ঝোপের ভেতর ঢুকছে আর বেরিয়ে আসছে ওরা। ওরা যখন লড়াই করতে করতে ফাঁকা জায়গায় বেরিয়ে আসছিলো, তখন চাঁদের আলোতে ভয়ঙ্কর লাগছিলো দেখতে। সমস্ত বন তছনছ করে ফেলছে দুটোতে। অপদেবতার সাথে প্রাণপণ লড়ছে সর্প-পিশাচী। গোবিন্দ গুনিন অলস আর নিরাসক্ত ভাবে দাঁড়িয়ে লড়াই দেখলেন কতক্ষণ। তারপর আগ্রহ হারিয়ে ফেললেন। এই অসম লড়াইয়ের ফলাফল কী হবে তিনি জানেন।

তারপর, গোবিন্দ গুনিন, গাছের ফাঁক দিয়ে, ওপরে, চাঁদের দিকে তাকিয়ে, একবার মুচকি হেসে, ঘুরে দাঁড়িয়ে, বাড়ির পথ ধরলেন। তিনি জানেন, সর্প পিশাচী, তার ডেকে আনা অপদেবতা কর্তৃক বিনাশ হয়ে যাবে।

রতন চক্রবর্তী | Ratan Chakraborty

Travel Story 2022 | আমার বেড়ানো | পণ্ডিচেরী | মহাবলীপূরম | তিরুপতিধাম | কন্যাকুমারী

Rabindranath Tagore’s love for art and literature

New Bengali Article 2023 | অযোধ্যা গ্রামে প্রাচীন জমিদারদের আশ্চর্য স্থাপত্য নিদর্শন

New Bengali Article 2023 | হুগলী জেল ও কাজী নজরুল ইসলাম | প্রবন্ধ ২০২৩

Bangla Galpo Online Reading | Top Bangla Golpo Online Reading | New Read Online Bengali Story | Top Best Story Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Famous Bangla Golpo Online Reading | Shabdodweep Read Online Bengali Story | Shabdodweep Writer | Bangla Golpo Online Reading pdf | Famous Story – Bangla Galpo Online Reading | Pdf Bangla Galpo Online Reading | Bangla Galpo Online Reading App | Full Bangla Golpo Online Reading | Bangla Golpo Online Reading Blogs | Best Story Blogs in Bengali | Live Bengali Story in English |Bangla Golpo Online Reading Ebook | Full Bangla Galpo online | Bangla Galpo Online Reading 2023 | New Bengali Web Story – Episode | Golpo Dot Com Series | Bangla Galpo Online Reading Video | Story – Bangla Galpo Online Reading | New Bengali Web Story Audio | New Bengali Web Story Video | Bangla Galpo Online Reading Netflix | Audio Story – Bangla Galpo Online Reading | Video Story – Bangla Galpo Online Reading | Shabdodweep Competition | Story Writing Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trending Bangla Golpo Online Reading | Recent story Bangla Galpo Online Reading | Top Story Bangla Galpo Online Reading | Popular New Bengali Web Story | Best Read Online Bengali Story | Read Online Bengali Story 2023 | Shabdodweep Bangla Golpo Online Reading | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Bangla Galpo Online Reading Download | Bangla Golpo Online Reading mp3 | Horror Adult Story | Read Online Bengali Story Collection | Bangla Galpo Online Reading mp4 | Bangla Galpo Online Reading Story Library | New Bengali Web Story Download | Full Live Bengali Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Live Bengali Story – audio | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Literature | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Live Bengali Story Writer | Shabdodweep Writer | Story Collection – Bangla Galpo Online Reading

Leave a Comment