Real Facts About Dreams – প্রবোধ কুমার মৃধা – সূচিপত্র
স্বপ্ন-কথা প্রসঙ্গে – প্রবোধ কুমার মৃধা
ভূমিকা
‘…কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি।।’ গুরুদেব রবীন্দ্রনাথের কথা দিয়ে সূচনা করা গেল ‘স্বপ্ন-কথা প্রসঙ্গে’ প্রবন্ধের মুখবন্ধ। স্বপ্নের আবির্ভাব ঘটে প্রধানত আমাদের মনোলোকের অজ্ঞেয়, অন্ধকারাচ্ছন্ন, ছায়াময়-মায়াময় পরিমণ্ডলে। কোথা থেকে স্বপ্নের আগমন আর কোথায় প্রস্থান তা ভীষণ রহস্যাবৃত। সেই রহস্য লোকের বার্তা জানার সোনার কাঠির সন্ধান পাওয়া অসম্ভবের তালিকায় রয়ে গেল। বহু গবেষণা করে ও স্বপ্নলোকের ইতিবৃত্ত আজ ও অনাবিষ্কৃত।
সভ্যতার অগ্ৰগতির সাথে সাথে বিজ্ঞান বহু দুর্জ্ঞেয়, দুরূহ তত্ত্বের সন্ধান সর্বসমক্ষে উপস্থাপন করতে পারলে ও স্বপ্নবিজ্ঞানের ইতিহাস তথা স্বপ্নের ব্যাখ্যা-বিশ্লেষণ, স্বপ্নলোকের রহস্যজাল উন্মোচন সব কিছুই অজানার অন্ধকারে থেকে গেছে। স্বপ্নের সংজ্ঞা কি? প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত বহু মনোবিজ্ঞানী স্বপ্নবিজ্ঞান নিয়ে নিরলস গবেষণা করেছেন। কিন্তু স্বপ্ন কি, কি তার কারণ, কি তার কার্য এবং উপযোগিতা তার সঠিক তথ্য উদ্ঘাটন আজও অধরা। তথাপি সব দেশের সব কালের মনোবিজ্ঞানীর ধারণা সমূহের সার সংক্ষেপ নিয়ে স্বপ্নের একটা সংজ্ঞা খাড়া করার চেষ্টা হয়েছে।
স্বপ্ন হল কাল্পনিক ঘটনা সমৃদ্ধ এমন একটি মানসিক অবস্থা, যা ঘুমন্ত অবস্থায় মানুষের অবচেতন মনে প্রত্যক্ষবৎ অনুভূত বিষয় হিসেবে এসে ভিড় করে। স্বপ্নে দেখা ঘটনাগুলি সাধারণত কাল্পনিক, তবে মানুষ যখন স্বপ্ন রূপে দর্শন করে তখন তা সত্যি বলে মনে হয় এবং অধিকাংশ ক্ষেত্রে স্বপ্নদ্রষ্টা নিজেই তার অংশীদার হয়ে পড়েন। অনেক সময় বাস্তবে ঘটে যাওয়া ঘটনার খণ্ড খণ্ড কিছু স্মৃতি নানাভাবে জুড়ে-গেঁথে ধারাবাহিক কিছু ছবি গভীর ঘুমের মধ্যে মানুষের মনোলোকের অবচেতন স্তরে আবির্ভূত হয়ে স্বপ্নের সৃষ্টি করে। স্বপ্নের জাতি-ধর্ম বা বৈশিষ্ট্য সমস্ত কিছুই স্বপ্নদ্রষ্টার ব্যক্তিগত ভাবনা ও দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। সে কারণে বহু গবেষণায় প্রমাণিত হয়েছে যে, জন্মান্ধ ব্যক্তিগণ কখনোই দৃশ্যমান বস্তুর বা ঘটনার স্বপ্ন দেখেন না; ব্যতিক্রম ঘটে সেখানে, যেখানে স্বপ্নদ্রষ্টা দৃষ্টিশক্তি হারিয়েছেন শৈশব বা কৈশোর অতিক্রম করে।
উনিশ শতকের শেষের দিকে প্রখ্যাত মনোচিকিৎসক সিগমুন্ড ফ্রয়েডের মতে, মূলতঃ মানব মনের গোপন আকাঙ্ক্ষা যথা যৌনতা এবং অবদমিত আবেগ সমূহ ঘুমের মধ্যে অবচেতনে স্বপ্নরূপে আবির্ভূত হয়ে পূর্ণতা লাভের চেষ্টা করে। স্বপ্ন সম্বন্ধীয় এই তত্ত্বটি ফ্রয়েডীয় তত্ত্ব নামে সমধিক প্রসিদ্ধ।
স্বপ্ন দর্শনের কারণ
স্বপ্ন দর্শনের একাধিক কারণ সম্পর্কে সব স্বপ্নবিজ্ঞানী সহমত পোষণ করেন।
- আমাদের চেতনের ভাবনা-চিন্তা সমূহ ঘুমের মধ্যে অবচেতনে প্রতিফলিত হয়ে স্বপ্ন সৃষ্টি করে।
- কার্য-কারণ সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব না হলে ও প্রতিটা স্বপ্ন দর্শনের একটা কারণ ও অর্থ আছে।
- দর্শিত স্বপ্ন সমূহের অধিকাংশই হয় বাস্তবতা বর্জিত, যার সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায় না।
- ঘুমের মধ্যে মানুষ একসাথে অনেক স্বপ্ন দেখতে পারে কিন্তু সব স্বপ্ন স্মরণে রাখতে পারে না।
- স্বপ্ন দেখার সময় স্বপ্নদ্রষ্টা এক ধরণের ঘোর বা বিভ্রমের মধ্যে অবস্থান করে, যে কারণে স্বপ্ন ভেঙে গেলে স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ কয়েক সেকেন্ড সময় লেগে যায়।
স্বপ্নের সংখ্যা ও বিস্তার
ঘুমের মধ্যে একজন মানুষ গড়ে চার থেকে সাতটি স্বপ্ন দেখে থাকে, যার গড় সময় এক থেকে দু’ঘন্টা হতে পারে।তবে এ নিয়ে বিস্তর মতানৈক্য বর্তমান। কার ও মতে স্বপ্নের স্থায়িত্বকাল মাত্র তিন সেকেন্ড। অথচ অনেক স্বপ্নদ্রষ্টাই সারারাত স্বপ্ন দেখেছেন বলে গল্প করেন। আসলে আন্দাজ নির্ভর ধারণাগুলির কোনোটাই প্রমাণসিদ্ধ নয়। তবে স্বপ্ন কেন দেখে আর কতক্ষণ দেখে তার রহস্য ভেদের সূত্র মনোবিজ্ঞান, কল্পবিজ্ঞান, কোনো বিজ্ঞানই আবিষ্কার করে উঠতে পারল না। অথচ প্রতিটা মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বয়সের বিভিন্ন স্তরে স্বপ্ন দেখে। এক কথায় বলা চলে স্বপ্ন দেখা জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। সুস্বপ্ন আনন্দের অনুভূতি জাগায় এবং দুঃস্বপ্ন মানুষের মনে ভীতির সঞ্চার করে।
স্বপ্নশাস্ত্র বা স্বপ্নবিজ্ঞান
চেতন মনের অবদমিত অথবা বহু চিন্তিত, বহু অনুশীলিত ইচ্ছাক্রমগুলি গভীর নিদ্রার মাঝে অবচেতন মনে এসে কখনো প্রচ্ছন্ন, কখনো প্রত্যক্ষ, আবার কখনো ছদ্মবেশে বা প্রতীকীরূপে নিজেকে প্রকাশ করে। সহজ বুদ্ধিতে স্বপ্নের কার্য-কারণ বিশ্লেষণ সম্ভব না হলে স্বপ্নের একটা নির্দিষ্ট ব্যাখ্যা থাকা স্বাভাবিক। জ্ঞেয় হোক বা অজ্ঞেয় হোক, কারণ ছাড়া কোনো কার্য সংঘটিত হওয়া যেমন সম্ভব নয়, তেমনি স্বপ্নের ক্ষেত্রে ও তা সমান প্রযোজ্য। মানসিক ভারসাম্য (Mental balance) বজায় রাখতে স্বপ্ন একটি শক্তিশালী মাধ্যম। বাস্তবের অসম্পূর্ণ ঐকান্তিক কামনা-বাসনাগুলো স্বপ্নের মাধ্যমে অনেক সময় পূর্ণতা লাভ করে। যেমন, পাশের বাড়ির গৃহস্থের বিড়ালটি প্রায় এসে আপনার ভাজা মাছ বা দুধ খেয়ে পালাচ্ছে, প্রতিকার কিছুই করতে পারছেন না। তার উপর শাস্তিমূলক কিছু ব্যবস্থা গ্ৰহণ করতে মন চাইছে অথচ বহু চেষ্টা-কৌশল করে ও তাকে আয়ত্তের মধ্যে আনতে পারছেন না; মনে মনে ভীষণ ক্রোধান্বিত হয়ে পড়ছেন এবং শাস্তি প্রদানের ইচ্ছাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় স্বপ্ন দেখলেন যে,দোষী বিড়ালটিকে নাগালের মধ্যে পেয়ে গেছেন,যেখান থেকে বেচারি কোনো মতেই পালাতে সক্ষম হচ্ছে না। আর আপনি ঘুরে ফিরে লাঠি দিয়ে তাকে প্রাণ ভরে প্রহার করে চলেছেন। অবশেষে এক সময় সারা শরীর ঘামে ভিজে গিয়ে আপনার ঘুম গেল ভেঙে, স্বপ্ন গেল পালিয়ে। কিন্তু মনে মনে আপনি তখন অনেকটা তৃপ্তিবোধ করলেন।
কথায় আছে স্বপ্ন সত্যি হয় না।স্বপ্ন স্বপ্নই। বাস্তবে তার কোনো প্রতিবিম্ব পড়ে না।কথাটা এক কথায় মেনে নেওয়া সম্ভব হচ্ছে না; কারণ, এমনও দেখা গিয়েছে যে, হাজার হাজার স্বপ্নের মধ্যে কদাচিৎ দু-একটা স্বপ্ন সত্যি হয়, স্বপ্নে দেখা ফলাফলের সঙ্গে বাস্তবের ফলাফলটা হুবহু মিলে যায়।উদাহরণ স্বরূপ একটা ঘটনার অবতারণা করা যেতে পারে। ধরা যাক, দীর্ঘ দিন ধরে চলতে থাকা একটা মোকদ্দমার ফলাফল সম্পর্কে কোনো এক রাতে স্বপ্নে দেখা গেল যে, মামলার ফল নেতিবাচক হয়েছে। …যথাসময়ে মামলার রায় বের হলে দেখা গেল রেজাল্ট সত্যিই নেগেটিভ হয়েছে। অল্প- বিস্তর এমন নজিরের অভাব নেই। যুক্তির খাতিরে অনেকেই হয়তো বলবেন যে, এরকম ঘটনা নিছক কাকতালীয়। হতে পারে! তবে ঘটে থাকে। স্বপ্ন দর্শন নিয়ে কুসংস্কারের অন্ত নেই। রাত্রির প্রহর ভেদে স্বপ্নের ফলাফলে তারতম্য ঘটে বলে লোকবিশ্বাস। আবার ভোরের স্বপ্ন না কি সত্যি হয়। দেব-দেবী , জীব-জন্তু প্রভৃতির স্বপ্ন দর্শনে স্বপ্নের ফলাফলে শুভাশুভ নির্ণীত হয়ে থাকে বলে ধারণা। তবে এই সমস্ত ধারণার কোনো বিজ্ঞান সম্মত ভিত্তি নেই, সবটাই বিশ্বাস-অবিশ্বাসের উপর দাঁড়িয়ে।
সুস্বপ্ন-দুঃস্বপ্ন ছাড়া আর একটি স্বপ্নের কথা লোকসমাজে প্রচলিত আছে; তা হল দিবাস্বপ্ন। দিবাস্বপ্ন মানুষ জাগ্ৰত অবস্থায় দেখে। কর্মহীন অলস মস্তিষ্ক দিবাস্বপ্নের প্রসূতি। অলীক সুখের জাল বিস্তার ক’রে দুঃখ-দুর্দশা-দীর্ণ জীবনে আকাশ কুসুম কাল্পনিক সুখানুসন্ধান দিবাস্বপ্নের ধর্ম। লাভের মধ্যে, কল্পিত আনন্দের মাধ্যমে সাময়িক প্রশান্তি লাভ হয়ে থাকে।তবে এই অলীক ভাবনা অভ্যাসে পরিণত হলে পর ক্রমে ক্রমে তা মানসিক বিকারের রূপ নেয়। শেষে বলব, সৃষ্টির আদিতে স্বপ্ন ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। মানুষ সেদিন ও স্বপ্ন দেখেছে, এখন দেখছে, দেখতে থাকবে। জীবন ধারণের অপরিহার্য উপাদান স্বরূপ স্বপ্নকে নিয়ে মানুষ বাঁচতে চায়, নিত্য নতুন স্বপ্নের জাল বুনে জীবনটাকে রঙিন করে রাখতে ভালোবাসে। স্বপ্ন তার নিত্য সহচর, স্বপ্নচারী মনের দোসর।
প্রবোধ কুমার মৃধা | Probodh Kumar Mridha
স্বামী বিবেকানন্দের যোগ ভাবনা | Top Best 4 Yoga by Swami Vivekananda
Bengali Article 2023 | ভৃগুর শক্তিপীঠ ও বড়োমা :: বিল্লপত্তন থেকে বড়বেলুন
Bengali Article 2023 | কবিগুরুর মানবতার ভাবরূপ
Tebhaga Movement | বাংলায় “তেভাগা আন্দোলন” এবং সলিল চৌধুরীর গণসঙ্গী
Real Facts About Dreams | Article – Real Facts About Dreams | Best Article in Bengali | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | Real Facts About Dreams – essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | Best Article – Real Facts About Dreams | Best Article in Bengali pdf | writing competitions in africa 2023 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions 2023 | writing competitions uk | bengali article writing | bangla – Real Facts About Dreams | bengali article rewriter | article writing | Real Facts About Dreams – writing ai | bengali article writing app | Best Article in Bengali book | Best Article in Bengali – Online | bengali article writing description | bengali article writing example | article writing examples – Real Facts About Dreams | Viral Video – Best Article in Bengali | Best Article in Bengali Source | bengali article writing format | Best Article in Bengali News | bengali article writing generator | article writing global warming | article writing igcse | Ebook – Real Facts About Dreams | PDF Real Facts About Dreams | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | Best Article in Bengali Font | article writing on global warming | bengali article writing pdf | article writing practice | Best Article in Bengali Ebook 2023 | what is article writing | content writing topics 2023 | Bangla Prabandha | The Best Article in Bengali | Definite Article | Bengali Article Writer | Short Bengali Article | Long Article | Best Article in Bengali in pdf 2023 | Trending Best Article in Bengali | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder | Trend – Real Facts About Dreams | Real Facts About Dreams of life | Real Facts About Dreams – Article in Bengali