Why do newborn baby cry after birth? | Probodh Kumar Mridha | 2023

Sharing Is Caring:

জন্মের পর সদ্যোজাত শিশুর কান্নার কারণ – প্রবোধ কুমার মৃধা [Why do newborn baby cry after birth?]

জন্মের পর অর্থাৎ ভূমিষ্ঠ হ‌ওয়ার সাথে সাথে শিশুরা শব্দ করে কেঁদে ওঠে। এই কান্নাই হলো শিশুর প্রথম অভিব্যক্তি প্রকাশের একমাত্র ভাষা। এটি একটি সাধারণ শারীর বৃত্তিয় প্রক্রিয়া। তবে সদ্যোজাত শিশু মাত্রেই যে‌ কেঁদে উঠবে তা‌ কিন্তু নয়। অধিকাংশ শিশু কাঁদে বটে কিন্তু সব শিশু স্বাভাবিকভাবে কাঁদে না, তাদের কাঁদাবার চেষ্টা করান হয়।

জন্মের পর পর শিশুর কান্নাকে ঘিরে নানা জনের নানা মত প্রচলিত আছে। চিকিৎসা বিজ্ঞান অনুসারে, জন্ম গ্ৰহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত শিশু তার শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত যাবতীয় ক্রিয়া নির্বাহ করে তার মায়ের মাধ্যমে। মায়ের দেহের সঙ্গে সংযুক্ত ‘অ্যাম্বিলিক্যাল কর্ড’ বা নাভি রজ্জুর দ্বারা গর্ভস্থ সন্তান তার বাঁচা এবং বৃদ্ধির অপরিহার্য ক্রিয়া সমূহ সম্পন্ন করে। কিন্তু যখন‌ গর্ভের‌ বাইরে আসে তখন নাভি রজ্জু ছিন্ন হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে তাকে আপন থেকেই শ্বাস-প্রশ্বাস চালাতে হয়। অথচ তখন তার শরীরে বিভিন্ন ‘ফ্লুইড’ নিঃসরণের কারণে বাধাপ্রাপ্ত হয় হৃদযন্ত্রের শ্বাস প্রশ্বাস চলাচল। আর তখনই শিশু চিৎকার করে কেঁদে ওঠে। ফল স্বরূপ পরিষ্কার হয়ে যায় শ্বাস চলাচলের পথ। তখন সে স্বাভাবিক ভাবে শ্বাস গ্ৰহণ বর্জন করতে পারে। প্রায় দশ মাস শিশু তার মাতৃ-জঠরের গভীর আঁধারে নিমগ্ন থাকে। সেই আঁধার পেরিয়ে য‌খন সে প্রকৃতির মুক্ত আলো বাতাসে আত্মপ্রকাশ করে, তখন নতুন এই উজ্জ্বল আলোক আচমকা তাকে তাক‌ লাগিয়ে দেয়। সে ভীষণ ভয় পেয়ে যায়, যার‌ কারণে কান্নার মধ্য দিয়ে তার প্রথম অভিব্যক্তি প্রকাশ করে। এটিও সদ্যোজাত শিশুর কান্নার একটি কারণ হতে পারে।

জন্মের পর পর সকল শিশুর শারীরিক কন্ডিশন সমান থাকে না। তুলনামূলক ভাবে যারা‌ সুস্থ এবং স্বাভাবিক প্রাণ শক্তি নিয়ে জন্মায় তারা তাদের ধরায় আগমনের বার্তা কান্নার মাধ্যমে প্রকাশ করতে পারে, অপেক্ষাকৃত দুর্বল জাতকেরা ভূমিষ্ঠ হয়ে কোন সাংকেতিক শব্দ করতে পারে না বলে সাধারণ ধারণা। তবে সদ্যোজাত সকল শিশুকে বাধ্যতামূলক কাঁদতে হবে বা কাঁদবে তেমন কোন শর্ত নেই। দুঃখের সাগর মন্থন করে আনন্দ লাভের জায়গা আমাদের এই পৃথিবী। মনুষ্য‌ দেহ ধারণ ‌‌করে জন্মলাভ করাটা দুর্লভ সৌভাগ্যের বিষয় যেমন‌, তেমনি পূর্ব জন্মের কৃত কর্মের ফল ভোগের কারণও বটে। প্রচলিত গ্ৰাম্য একটা ধারণা এক সময় অনেকেই বিশ্বাস করতেন যে‌ দেহ ধারণ করে এই দুঃখ সাগরে পতিত হ‌ওয়ার প্রতীকী হিসেবে ভূমিষ্ঠ শিশু কেঁদে ওঠে। বিক্ষিপ্ত অথচ চলে আসা এমন বহু কল্পিত ধারণা সমূহের অস্তিত্বের অভাব নেই।

আমাদের পুরাণ খুঁজলে এমন দু-চারটি নজির দুর্লভ নয় যেখানে জন্মের পর কান্নার পরিবর্তে পশু-পাখির ডাক নকল করে বিকট শব্দে চিৎকার করে ওঠার নমুনা মেলে। মহাভারত মহাকাব্যে কৌরব-পান্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের পুত্র‌ অশ্বত্থামা জন্ম মুহূর্তে উচ্চৈঃশ্রবাঃ অশ্বের‌ ন্যায় শব্দ করে ডেকে‌ উঠেছিলেন। সেই সুবাদে তাঁর নাম হয় অশ্বত্থামা। মহাভারতের অপর এক চরিত্র দুর্যোধন। রাতের বেলা জন্মে ছিলেন দুর্যোধন। জন্মের পর কান্নার বদলে গাধার মতো গর্জন করে উঠেছিলেন। সঙ্গে কাক, শৃগাল, শকুন, হায়না প্রভৃতি পশুপাখি অমঙ্গল সূচক শব্দে চিৎকার করতে শুরু করে।

ভগবান বিষ্ণুর অষ্টম অবতার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যখন‌ ভাদ্রমাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে অত্যাচারী রাজা কংসের মথুরার কারাগারে মহা প্রলয়ের রাতে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান রূপে ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন তাঁর ক্রন্দনের কোন উল্লেখ পাওয়া যায় না। সেই দুর্যোগপূর্ণ রজনীর গাঢ় অন্ধকারে পিতা বসুদেব নবজাত কৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়ে নন্দালয়ে মাতা যশোদার কাছে রেখে দিয়ে যশোদার সদ্যোজাত কন্যাকে নিয়ে পুনরায় কারাগারে ফিরে এলেন, তখন শিশুর ক্রন্দন ধ্বনির শব্দে কারা প্রহরীরা সাড়া পেয়ে অবিলম্বে রাজা কংসের গোচরে কারারুদ্ধ কংস-ভগিনী দেবকীর সন্তান প্রসবের সংবাদ পৌঁছে দেয়। রাজা বৃহদ্রত অপুত্রক থাকায় ঋষি চন্দ্র কৌশিক একটি মন্ত্রপূত আম‌ দিয়েছিলেন রাজাকে। সেই আমটি দ্বিখণ্ডিত করে রাজা বৃহদ্রত দুই রাণীকে ভক্ষণ করতে দিলেন। যথা‌ সময়ে দুই রাণীর সন্তান প্রসব হলো বটে তবে অর্ধ খন্ড করে। রাগে‌ দুঃখে রাজা নির্দেশ দিলেন খন্ডিত মাংস পিন্ড দুটি গভীর বনে ফেলে আসতে। সেই বনে বাস করত জরা নামে এক রাক্ষসী।জরা কৌতূহল বলে দুই খণ্ড সজীব মাংস পিন্ডকে যু‌ক্ত করতেই একটি পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হলো।জরা কর্তৃক যুক্ত‌ জরাসন্ধ নামের শিশুটির মুখে কান্না নয়, মৃদু মৃদু হাসির আভাস ফুটে উঠেছিল।

প্রসঙ্গত উল্লেখ করলে বোধকরি অবান্তর হবে না যে‌, জন্মের পর সদ্যোজাত শিশুর কাঁদা বা না কাঁদা ‘টেস্ট টিউব বেবিদের’ ক্ষেত্রে ও ব্যতিক্রম নয়। ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় ১৯৭৮খ্রিষ্টাব্দের ৩ অক্টোবর কলকাতায় জন্ম নিয়েছিল ভারতের প্রথম I VF পদ্ধতির সফল ‘টেস্ট টিউব বেবি’ দুর্গা (কানুপ্রিয়া আগর‌ওয়াল)। তার মাত্র ৬৭ দিন আগে ১৯৭৮ খ্রিষ্টাব্দের ২৫ জুলাই ইংল্যান্ডে জন্ম নিয়েছিল পৃথিবীর প্রথম ‘টেস্ট টিউব বেবি’ ‘লুইস ব্রাউন’ নামের এক কন্যা। সে গৌরবের অধিকারী ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী ডঃ রবার্ট এড‌ওয়ার্ডস। উভয় ক্ষেত্রেই শিশু দুটির প্রথম অভিব্যক্তি প্রকাশের ইতিহাস সেভাবে জনসমক্ষে না ‌‌‌এলে ও ক্রন্দনের নেগেটিভ বা পজেটিভ উভয় সম্ভাবনাই অনুমান করা যায়।

Newborn baby cry

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির যুগে I VF পদ্ধতির আবিষ্কার সম্ভব হয়েছে। তবে এই I VF পদ্ধতির বিকল্প ব্যবস্থা প্রাচীন কালে ও ছিল।আসব সেই প্রসঙ্গে। মহাভারতের দুটি ঘটনা উপস্থাপন করছি : একদা মহর্ষি ভরদ্বাজ গঙ্গায় স্নান করার সময় আকাশ পথে অপ্সরা ঘৃতাচীকে লক্ষ্য করে উত্তেজিত ও কামার্ত হন এবং তাঁর বীর্যপাত ঘটে। পতিত সেই বীর্য তিনি এক দ্রোণি বা কলসে সংরক্ষিত রাখলেন।পরে সেই কলস থেকে জন্ম হয় দ্রোণাচার্যের। আধুনিক টেস্ট টিউব পদ্ধতির পূর্ব রূপ এটি। তবে জন্মের পর দ্রোণাচার্য কেঁদে উঠেছিলেন কি না জানা যায় না।

গর্ভ ধারণের দু’বছর পেরিয়ে গেল, কোন সন্তান প্রসব হলো না। ইতিমধ্যে পরম শত্রু কুন্তী যুধিষ্ঠিরের জন্ম দিলেন। দুঃখে হতাশায় গান্ধারী নিজের গর্ভপাত ঘটালেন। লোহার মতো শক্ত একখন্ড মাংসপিন্ড বেরিয়ে এলো গর্ভ থেকে। গান্ধারী সেটি ফেলে দিতে যাচ্ছিলেন, তখন খবর পেয়ে মহর্ষি ব্যাসদেব এসে নিরস্ত‌ করেন এবং মাংস পিন্ডটি শীতল জলের পাত্রে নিমজ্জিত রাখার পরামর্শ দেন। কিছুকাল পরে সেই মাংসপিন্ডটি আঙুলের মতো আকার বিশিষ্ট শতাধিক ভ্রুণে বিভক্ত হয়ে গেল। তখন ব্যাসদেব এক একটি ভ্রুণ ঘৃতভরা পৃথক পৃথক কলসের মধ্যে রেখে দিলেন। তার ও এক বছর পর এক ঘৃত কলস থেকে প্রথম জন্ম গ্ৰহণ করেন দুর্যোধন।জন্মেই দুর্যোধন গাধার মতো চিৎকার করে উঠেছিলেন। উল্লেখ্য,ওই একই দিনে জন্ম নিয়েছিলেন দ্বিতীয় পান্ডব ভীম।দুর্যোধনাদির জন্ম বৃত্তান্ত ‘টেস্ট টিউব’পদ্ধতির অতি প্রাচীন রূপটি তৎকালীন চিকিৎসা বিজ্ঞানের উজ্জ্বল সাক্ষ্য বহন করে।

জন্মের পর মুহূর্তে সকল শিশু না কেঁদে উঠলে ও পরবর্তী সময়ে অর্থাৎ শিশুর সমগ্ৰ শৈশব জুড়ে প্রতিটি শিশু চব্বিশ ঘণ্টার মধ্যে গড়ে কমপক্ষে দু’ঘন্টা ক’রে কেঁদে থাকে। সুকুমার রায়ের ‘খুড়োর কল’এর চন্ডীদাসের খুড়ো অতি শৈশবে ‘গুংগা’ বলে বিকট আওয়াজে ‌‌কেঁদে উঠেছিল। সেটি ছিল নাকি তার প্রখর বুদ্ধিমত্তার পরিচায়ক। পরিশেষে একটা উপসংহারে আসা চলে এই বলে যে‌, মানব শিশুর অনেকেই জন্মের পর জীব-জন্তুর রব করে কেঁদে উঠেছে কিন্তু পশুপাখির বাচ্চা জন্মের পর স্বজাতীয়-বিজাতীয় কোন শব্দ সহযোগে কেঁদেছে বলে উল্লেখ নেই কোথাও। তবে শকুনের বাচ্চার চিৎকার অনেকটা মানব শিশুর কান্নার মতো শোনায়।

প্রবোধ কুমার মৃধা | Probodh Kumar Mridha

New Bengali Article 2023 | বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই

New Bengali Article 2023 | স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন

New Bengali Article 2023 | অযোধ্যা গ্রামে প্রাচীন জমিদারদের আশ্চর্য স্থাপত্য নিদর্শন

Rabindranath Tagore’s love for art and literature

জন্মের পর সদ্যোজাত শিশুর কান্নার কারণ | শিশু কান্না করে কেন | জন্মের পর পরই শিশু কাঁদে কেন | শিশুর অতিরিক্ত কান্নার কারণগুলো | কলিক পেনের কষ্ট দূরে থাকুক | নবজাতক কেন কাঁদে | যেসব শারীরিক অসুবিধায় শিশুর কান্না | নবজাতকের জীবন রক্ষা | শিশুর পেটব্যথা | খুদের কতটা কান্না স্বাভাবিক | জন্মের পর শিশু না কাঁদলে | জন্মের পর শিশু কাঁদে কেন | জন্মের পর শিশু কয়টি অভাব অনুভব করে | বাচ্চা কান্না করলে কোন সূরা পড়তে হয় | ছোট বাচ্চার কান্না থামানোর উপায় | শিশু বাচ্চাদের কান্না থামানোর দোয়া | নবজাতকের অসুস্থতার লক্ষণ | কান্নার দোয়া | বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ ২০২২ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

Read – Why do newborn baby cry after birth | Newborn Baby Care | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | Bengali Poem | Shabdodweep Writer | Shabdodweep | Poet | Story | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Article 2022 | Why Do Babies Cry | Why do newborn babies cry | what if baby don’t cry after birth | what happens to a newborn immediately after birth | what is the first cry of a newborn baby called | why do babies cry when born spiritually | how long does it take for a baby to cry after delivery | why do babies cry at night | Why do newborn baby cry after birth | Trending topic – Why do newborn baby cry after birth | Why do newborn baby cry after birth – article | bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | Youtube – Why do newborn baby cry after birth | Video – Why do newborn baby cry after birth | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | Why do newborn baby cry after birth – Photo | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | bengali article writing app | bengali article writing book | Why do newborn baby cry after birth – Online Article | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | Viral Video – Why do newborn baby cry after birth | Why do newborn baby cry after birth – Source | bengali article writing format | Why do newborn baby cry after birth – News | bengali article writing generator | article writing global warming | article writing igcse | Ebook – Why do newborn baby cry after birth | bengali article Goddess Dakshina Chandi | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | Why do newborn baby cry after birth – Study | article writing on global warming | bengali article writing pdf | article writing practice | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Definite Article | Bengali Article Writer | Short Bengali Article | Long Article | Goddess Dakshina Chandi in pdf | Trending title – Why do newborn baby cry after birth | Galpoguccha | Goddess Dakshina Chandi History | Goddess Dakshina Chandi in mp3 | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder

Leave a Comment