Trending Bengali Story Online – মির্জা গোলাম সারোয়ার পিপিএম – সূচিপত্র
তৃপ্তির হাসি – মির্জা গোলাম সারোয়ার পিপিএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৈয়দপুর যাওয়ার জন্য আবির নির্ধারিত সময়ে প্লেনে ওঠে জানালার পাশে তার সিটের কাছে যেতেই দেখে একজন মেয়ে বসে ইংরেজি পত্রিকা পড়ছে।
— এক্সকিউজ মি। আমাকে বসতে দিন।
— বসুন না। কে আপনাকে নিষেধ করেছে?
— না মানে আপনি আমার সিটে বসে আছেন তো?
— কেন! এতে কী হয়েছে? জানালার পাশে বসতে ভালো লাগে তাই বসেছি। পাশের সিটটি আমার। আপনি এটাতে বসুন। অযথা কথা বাড়িয়ে বিরক্ত করবেন না।
মেয়েটির কাটখোট্টা কথা শুনে আবির মনে মনে বিরক্ত হলেও কোনো কথা না বলে পাশের সিটটিতে বসে পড়ে। মেয়েটির যে ব্যবহার তাতে তার সাথে কথা বলে খামোখা ঝামেলা বাড়াতে চায়না। এসময় মেয়েটি আচমকা তার দিকে তাকায়। মেয়েটির অপরূপ সৌন্দর্য দেখে আবির মুগ্ধ হয়ে যায়। তার অনিন্দ্য সুন্দর চেহারা কল্পনাকেও হার মানায়। ভাবভঙ্গি এবং চাহনি খুব আকর্ষণীয়। চোখ দু’টো কাজল নয়না হরিণীর মতো। টানা টানা পটলচেরা চোখ। মুখে দুষ্টুমির হাসি। গায়ের রঙ ফরসা যেন দুধে আলতায় মেশানো। মাথায় কালো ঘন দীর্ঘ চুল। হালকা-পাতলা একহারা গড়ন। তার দিকে তাকালে চোখ ফেরানো যায়না। কিন্তু কথাবার্তায় খুব চাঁচাছোলা এবং রুক্ষ স্বভাবের। মেয়েটির কড়া পারফিউমের গন্ধ পরিবেশকে করেছে আরও মোহনীয়।আবির পত্রিকার পাতায় চোখ বুলাতে থাকে। মেয়েটির দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। বরং মনে মনে সে অস্বস্তিবোধ করে ভাবতে থাকে, আজ সকালে কার মুখ দেখে তার ঘুম ভেঙেছে যার দরুন তাকে এই বিব্রতকর অবস্থার মধো পড়তে হলো। এতক্ষণ কোনো সাহিত্যিক মেয়েটির পাশে বসলে সে তার অসাধারণ সৌন্দর্য নিয়ে কবিতা লেখা শুরু করতো। কিন্তু আবির মেয়েটির পাশ থেকে সরে যেতে পারলেই বাঁচে। কিন্তু কোনো উপায় নেই। এভাবেই তাকে যেতে হবে।
এদিকে মেয়েটির অসাধারণ সৌন্দর্যে মোহিত হয়ে প্লেনের যাত্রীরা বারবার মেয়েটির দিকে তাকাচ্ছিল। কয়েকজনের চোখ তো আটকে গিয়ে আর সরাতে পারছিল না। যাত্রাপথে এধরণের একজন পরমা সুন্দরী মেয়ের পাশে সিট পাওয়ায় তারা আবিরকে তারা খুব ভাগ্যবান মনে করে। কেন যে তাদের কপালে এধরণের সৌভাগ্য জুটে না তা ভেবে মনে মনে আফসোস করতে থাকে।
মেয়েটির নাম রিয়া। সেও সৈয়দপুরে যাচ্ছে। খবরের কাগজের পাতা থেকে চোখ সরিয়ে সে মাঝে মাঝে আবিরের দিকে তাকাচ্ছিল। চোখাচোখি হতেই সে দেখে ছেলেটি অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী। লম্বা- চওড়া। মাথা ভর্তি চুল। সুঠাম দেহের অধিকারী। লম্ব-চওড়া। মাথা ভর্তি ঘন কালো চুল। সুঠাম দেহী, চোখ দু’টো কেমন যেন মায়াবী। কথাবার্তায় ধীরস্থির এবং মার্জিত। মেপে মেপে কথা বলে। দেখে অত্যন্ত ভদ্র মনে হয়। তার সিটে বসা স্বত্বেও ছেলেটি আপত্তি করেনি। বরং রুঢ়ভাবে তার সাথে কথা বলা স্বত্বেও ছেলেটি কোনো আপত্তি না জানিয়ে হাসিমুখে তার সাথে কথা বলে সিটে বসেছে। তবুও রিয়া আগ বাড়িয়ে ছেলেটির সাথে কথা বলতে চায়না। কারণ হয়তো বা এতে সে উৎসাহিত হয়ে তার সাথে আলাপ- চারিতায় ব্যস্ত হয়ে উঠে মোবাইল নাম্বার চেয়ে বসতে পারে। কারণ ছেলেরা তো আবার সুন্দরী মেয়ে দেখলেই নানা অজুহাতে আলাপ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ছেলেটির মধ্যে এখন পর্যন্ত সে ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি। তবুও রিয়া ভাব গাম্ভীর্য বজায় রেখে মনে মনে ভাবে তার মতো একটি সুন্দরী মেয়ে পাশে বসে থাকা স্বত্বেও ছেলেটির কোনো অনুভূতি নেই। হয়তো অসামাজিক অথবা গেয়ো ভুত। অথচ তার সাথে যেচে কথা বলার জন্য অনেকে এগিয়ে এসে হাত তুলে হাই হ্যালো করেছে। কিন্তু রিয়া তাদের কাউকে পাত্তা তো দূরের কথা ঘুরেও তাকায়নি। বেচারা বিফল মনোরথে সবাই মুখ কালো করে নিজ নিজ সিটে গিয়ে বসে পড়েছে। একজন পুরুষ এয়ার হোস্টেস তো কিছুক্ষণ পর পর মেয়েটির এসে কোনোকিছু লাগবে কিনা তা এসে জেনে যাচ্ছে। মেয়েটিও বিষয়টিকে খুব উপভোগ করে ভাবছে সে সুন্দরী বলে সবাই তার সাথে পরিচিত হওয়ার জন্য আশেপাশে ঘুর ঘুর করছে। ব্যতিক্রম একমাত্র পাশের সিটে বসা ছেলেটি।
আবির। বাড়ি দিনাজপুর। সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর শেষ বর্যের ছাত্র। তার বাবা নেই। মাকে দেখার জন্য জরুরিভাবে দিনাজপুরে যাচ্ছে। সৈয়দপুর এয়ারপোর্টে নেমে মাইক্রোবাসে দিনাজপুরে যাবে। অপরদিকে রিয়া ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী। বাড়ি দিনাজপুর শহরে। তার মা নেই। অসুস্থ বৃদ্ধ বাবাকে দেখার জন্য বাড়িতে যাচ্ছে। সেও সৈয়দপুরে নেমে মাইক্রোবাসে দিনাজপুরে যাবে। প্লেনে তাদের মধ্যে আর কোনো কথা হয় না।
পঁয়তাল্লিশ মিনিট পর প্লেন সৈয়দপুর এয়ারপোর্টে ল্যান্ড করে। আবির নেমে লাগেজসহ মাইক্রোবাসে উঠতে দেখে প্লেনের সেই মেয়েটি আগে নেমে মাইক্রোবাসে বসে আছে। কাকতালীয়ভাবে এবারও আবির মেয়েটির পাশের সিট খালি দেখতে পায়। ওই সিট ছাড়া আর কোনো সিট খালি না থাকায় আবির ইচ্ছে না থাকা মেয়েটির পাশে বসতে বাধ্য হয়। রাস্তায় আবির একবার ভেবেছিল, দিনাজপুরের কোন জায়গায় মেয়েটির বাড়ি তা তাকে জিজ্ঞেস করবে। কিন্তু মেয়েটি কানে এয়ারফোন লাগিয়ে গান শোনায় তা আর সম্ভব হয়নি।
প্রায় এক ঘন্টা পর দিনাজপুর শহরে পৌঁছে মাইক্রোবাস থেকে নেমে যে যার মতো বাড়িতে চলে যায়। আবির ভদ্রতা বজায় রাখার জন্য মেয়েটিকে গুডবাই জানায়। কিন্তু মেয়েটি কোনো প্রতিত্তোর না দিয়ে ভীষণ বিরক্তবোধ করে। নিজের লাগেজ ঝটপট নামিয়ে নিয়ে আবিরের দিকে কটমট করে তাকিয়ে গন্তব্যে পা বাড়ায়। আবির অপ্রস্তুত হয়ে ভাবে মেয়েটি খুব অহংকারী। সামান্য সৌজন্যবোধটুকুও জানে না। এদিকে রিয়াও ভাবে, ছেলেটি একেবারে গেঁয়ো। তার মতো একটি সুন্দরী মেয়ে পাশে থাকা স্বত্বেও প্লেন বা মাইক্রোবাসের মধ্যে একটি কথাও বলেনি।
একবছর পর আবিরের অসুস্থা মায়ের ইচ্ছেনুসারে আবিরের বিয়ে ঠিক হয়। মা জানিয়েছেন মেয়েটি ডাক্তার এবং দেখতে খুব সুন্দর। তাই আবির তাকে আর দেখার প্রয়োজন মনে করেনি। অপরদিকে অসুস্থ বাবাও রিয়ার বিয়ে ঠিক করে। বাবা জানিয়েছেন ছেলে প্রকৌশলী এবং দেখতে খুব হ্যান্ডসাম। তাই রিয়া তাকে না দেখেই বিয়েতে মত দেয়।
কিছুদিন পরের কথা। আবির বিয়ে বাড়িতে নববধূর মুখ দেখে চমকে ওঠে। আরে এ তো দেখি সেই অসামাজিক ও অহংকারী মেয়েটি। রিয়াও আবিরকে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যায়। আরে এ তো সেই গেঁয়ো ছেলেটি। দু’জন দু’জনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেউ কারও দিক থেকে চোখ ফেরাতে পারেনা। দু’জনের মনে বয়ে যায় আনন্দের বন্যা। তাদের চোখেমুখে অফুরন্ত তৃপ্তির হাসি। এসময় দূরে রেকর্ড প্লেয়ারে একটি গান বাজছিল… তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো…।
মির্জা গোলাম সারোয়ার পিপিএম | Mirza Golam Sarwar
Chandannagar Jagadhatri | চন্দননগরের জগদ্ধাত্রী পূজার প্রবক্তা কে ??
Godhuli | গোধূলি | রম্যরচনা | জয়ন্ত কুমার সরকার | Best 2023
Suryamukhi | সূর্যমুখী | শওকত নূর | Best 2023
Shesh Belay | শেষবেলায় | মনসুর আলি | Best 2023
battle of karbala sunni view | how many yazidis were killed in karbala | what is karbala in islam | who won the battle of karbala | where is karbala | karbala story | karbala massacre | 72 martyrs of karbala names | Trending Bengali Story Online History | Top Bangla Golpo Online Reading | Trending Bengali Story Online Story | Top Best Story Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Famous Bangla Golpo Online Reading | Shabdodweep Read Online Bengali Story | Shabdodweep Writer | Bangla Golpo Online Reading pdf | Famous Story – Read Online Bangla Galpo | Pdf Trending Bengali Story Online | Trending Bengali Story Online Reading App | Full Trending Bengali Story Online | Bangla Golpo Online Reading Blogs | Best Story Blogs in Bengali | Trending Bengali Story Online in English | Trending Bengali Story Online Ebook | Full Bangla Galpo online | Read Online Bangla Galpo 2023 | New Bengali Web Story – Episode | Golpo Dot Com Series | Trending Bengali Story Online Video | Story – Read Online Bangla Galpo | Trending Bengali Story Online Audio | New Bengali Web Story Video | Read Online Bangla Galpo Netflix | Audio Story – Trending Bengali Story Online | Video Story – Trending Bengali Story Online | Shabdodweep Competition | Story Writing Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trending Trending Bengali Story Online | Recent story Read Online Bangla Galpo | Top Trending Bengali Story Online | Popular Trending Bengali Story Online | Best Read Online Bengali Story | Read Online Bengali Story 2023 | Shabdodweep – Trending Bengali Story Online | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Read Online Bangla Galpo Download | Bangla Golpo Online Reading mp3 | Horror Adult Story | Read Online Bengali Story Collection | Read Online Bangla Galpo mp4 | Read Online Bangla Galpo Library | New Bengali Web Story Download | Full Live Bengali Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Live Bengali Story – audio | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Literature | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Live Bengali Story Writer | Shabdodweep Writer | Story Collection – Read Online Bangla Galpo | Modern bangla golpo reading pdf free download | Modern bangla golpo reading pdf download | Modern bangla golpo reading pdf | Modern bangla golpo reading in english pdf | Modern bangla golpo reading in english | Modern bangla golpo reading book pdf | choto golpo bangla | Real Trending Bengali Story Online