মো: ওয়াসিউর রহমান – সূচিপত্র [Bengali Story]
Halcyon days ও মেঘহও-এর গল্প – মো: ওয়াসিউর রহমান [Story of 2 Kingfishers]
বরাবরের মতোই ছবি তুলতে বের হয়ে ভিডিও করার বিষয়টি মাথায় থাকেনা। এমনও হয়েছে ট্রাইপড নিয়ে বের হয়েছি কিন্তু সেটি ব্যাগেই রয়ে গিয়েছে। ছবি তোলার আনন্দেই হোক আর মুক্তভাবে ছবি তোলার ইচ্ছে থেকেই হোক, ট্রাইপড নিয়ে কখনোই মাথা ঘামানো হয়নি। আসলে একটি নির্দিষ্ট স্থানে বসে থেকে ছবির জন্যে অপেক্ষা করাটা খুব কম হয়, আবার এমন অপেক্ষা করার জন্য কোন বিষয় থাকলেও মূলত খালি হাতে ছবি তোলাটাই আনন্দ দেয় আমাকে। সর্বোপরি ট্রাইপড বিষয়টি বেশী যান্ত্রিক মনে হয় আমার কাছে
তাই আচমকা কোন কিছুর সামনে পড়ে খুব চমকপ্রদ হয়ে পড়লে অনেক সময় ছবি তুলেও মন না ভরলে, কাঁপা-কাঁপা হাতে ভিডিও করাটা আমার নিয়তি হয়ে দাঁড়ায়। এমনি একদিন সাভারের কোন এক বিলের ধারে এক উডল্যান্ডের ঝোপে বসে থাকতে গিয়ে দুম করেই চোখে পড়লো এক অতিকায় মাছরাঙা মহাশয় তার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে আমারই দিকে। ক্যামেরা তাক করতে গেলে আবার ভয় পেয়ে উড়ে যায় কিনা, এই ভেবে খুব সাবধানে ক্যামেরার ফাইন্ডারে চোখ রেখে দেখলাম, মহাশয়ের মনে ভয়-ডর বলে কিছু নেই; বরঞ্চ মহানুভব হাসির মতো করে কাঁ কাঁ কাঁ স্বরে ডেকে উঠে মনে হয় আমার উপস্থিতিকে বেশ তাচ্ছিল্য করলেন! আমিও কিছুটা চমকে উঠলাম; ধমকে দিলো কিনা এই ভেবে। তবে নিশ্চিত হলাম এই ভেবে যে, তিনি এতো সহজে এখান থেকে নড়ছেন না। তাই আমিও বেশ তারিয়ে তারিয়ে এই বাজখাঁই মহাশয়ের ছবি তুলতে থাকলাম। এক পর্যায়ে মনে হলো এমন জাঁদরেল লোকের একখানা সজীব চিত্রলিপি না বানালে কেমন হয়! তাই কাঁপা-কাঁপা হাতে একখানা অপরিণত ভিডিও ধারণ করে মনকে কিছুটা শান্ত করলাম। এই জাঁদরেল প্রাণীটি আর কেও নয়; মেঘ-হও মাছরাঙা; এর ইংরেজি নাম: Stork-billed Kingfisher এরা Alcedinidae পরিবারের অন্তর্গত উপ-পরিবার Halcyon এর অন্তর্ভুক্ত। Halcyon শব্দটি এসেছে একটি গ্রীক উপকথা থেকে, যার মধ্যে নিহিত রয়েছে এক অদ্ভুত সুন্দর প্রেমের গল্প।
Alcyon বা Halcyon প্রাচীন গ্রীক উপকথায় বর্ণিত একজন রাজকন্যা যার বাড়ী মাইয়োসিন যুগের প্রাচীন গ্রীসের মধ্যে থেসালিয়ান নামক স্থানে। পরবর্তীতে এলসিয়ন বিয়ে করেন প্রাচীন গ্রীসের অপর নগর ট্রাচিসের রাজা সেইক্স-কে। সেই সেইক্স-কে মনে করা হতো লুসিফারে সন্তান। তবে সেইক্স ও এলসিয়নের মধ্যেকার অদ্ভুত সুন্দর রসায়ন তাদের সবসময় এক অদ্ভুত আত্মতৃপ্তিতে ডুবিয়ে রাখতো। ভালো-লাগার আতিশয্যে তারা একে অপর গোপনে জিউম ও হেরা বলে সম্বোধন করে যে আনন্দ নিতো সে কথা গ্রীক দেবতা জিউসের কানে এমনভাবে পৌঁছালো যে জিউস ভাবলেন তাঁকে ছোট করা হচ্ছে বা তিনি ভাবলেন কি এতো বড়া সাহস! নিজেদের জিউস-হেরা দম্পতি ভাবা হচ্ছে! তাই অনতিবিলম্বে এই পরম সুখী দম্পতি পড়লেন স্বয়ং দেবতা জিউসের রোষানলে।
জিউস সায়েক্সকে বজ্রাহত করলেন ও সাগরের ঝঞ্জায় ডুবিয়ে মারলেন। তবে, অতি শীঘ্রই স্বপ্নের দেবতা মরফিয়াস, থেসালির রাজকন্যা ও ট্রাচিসের রাণী এলসিয়নকে স্বপ্নের মধ্যে জানিয়ে দেন গভীর সমুদ্রে তার প্রিয় সঙ্গীর করুণ পরিণতি। এলসিয়ন স্বামীকে ফিরে পাবার হুতাশে সমুদ্রে ঝাপ দেয়। এমন করুন পরিণতিতে দেবতাদের মন নরম হয়, তারা ব্যথিত হন। তাই তাদের দুইজনকে বানিয়ে দেন Halcyon মানে এই মাছরাঙা!
মেঘহও মাছরাঙা বাংলাদেশের আবাসিক মাছরাঙা গুলোর মধ্যে সবচাইতে বড় । মোটা লম্বা লাল রঙের বেশ বড় ও চোখে পড়ার মতো চঞ্চু-ওলা এই পাখিটি জলাশয়ের আশেপাশেই বড় গাছে বাসা বাধে। তার আবাসের চারপাশে থাকে জলজ ভূমি ও এর সংলগ্ন স্থানেই আহারের সন্ধান করে। গ্রীক দেবতাদের অনুকম্পায় জন্ম নেয়া হয়তো, তাই সে বর মোতাবেক তাকে জলের আশে পাশেই থাকতে হবে যে! হ্যাঁ এটা শুধুই মিথোলজি, বিজ্ঞানের সাথে এর কোন সংযোগ নেই; তবে আর সকল মাছরাঙার মতোই তথা এই পরিবারের আর সকলের মতোই কিন্তু এর খাদ্যাভাস ও জীবনধারা। এদের প্রজনন-কাল জানুয়ারি হতে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত, তবে বর্ষাকালকেই উপযুক্ত মৌসুম মনে করা হয়। মেঘ-হও জলার পাড়ে গর্ত খুড়ে বাসা বানালেও, গাছের পুরোনো খোল ও উইপোকার ঢিবিকেও এরা বাসা হিসেবে বেছে নেয়। খাদ্য তালিকায় আছে ছোট সাপ, ব্যাঙ, কাঁকড়া, পোকা, মাছ এমনকি অন্যান্য ছোট পাখি। শিকারের সময় কপ্টারের মতো পানির উপর চরকি দেবার ক্ষমতা আছে এদের। প্রমাণ আকারের চঞ্চু ও ভারী দেহ নিয়ে বেশ গতিতে পানিতে ডুব দিয়ে অব্যর্থ-ভাবেই তুলে আনতে পারে শিকারের লক্ষ্যবস্তুকে। প্রজনন-কালে এরা ২টি হতে ৫টি ডিম দেয়। বাবা ও মা দুইজনেই পালা করে ডিমে তা দেয় ও পরম যত্নে ফুটিয়ে তোলে এদের বাচ্চাদের।
এমন অনেক সুন্দর প্রাণীই আমাদের জলাশয়পূর্ণ দেশটিতে বিদ্যমান। তথাপি, এমন এক জলাশয়ের নিকট তাকে দেখলাম, যেখানে পলিথিনের মতো সে বেশকিছু অপচনশীল বস্তু সমূহ ভেসে বেড়াচ্ছিলো। এই সমস্ত অনেক বিলেই চলে মাছ চাষের আয়োজন, অনেক চাষী আবার মাছরাঙার কবল থেকে তাদের মাছ বাঁচানোর জন্যে ও সর্বোচ্চ ফলন প্রাপ্তির আশায়, জলাধারের উপরাংশে পুরোনো সেলুলয়েড ফিতা ছড়িয়ে রাখছেন, অনেকে পুরোনো কম্প্যাক্ট ডিস্ক বা আয়না দ্বারা প্রতিফলন সৃষ্টি করে রাখছেন। অথচ যত্রতত্র ফেলা আবর্জনা যে জলে মিশে গিয়ে, জলের অক্সিজেন প্রবাহ কমাচ্ছে, তার দিকে কারো নজর বা দুশ্চিন্তা নেই। মাছরাঙার মতো একটি ছোট প্রাণী যার বাস্তুসংস্থানে দারুণ অবদান, তাদেরকে আমরা আমাদের ফলনের ভাগীদার ভেবে দূরে ঠেলে দিচ্ছি, অথচ নিজেরদের কৃতকর্মের যে অসীম বিরূপ প্রভাব তা ভুলে যাচ্ছি। মাছরাঙার মতো আরো অনেক জলচর পাখি মূলত জলের উপরিভাগে উঠে আসা মাছ খেয়ে নিয়ে মাছের সর্বোত্তম ঘনত্ব নিশ্চিত করতে পারে। আবাদকৃত মাছের ঘনত্ব বাদই দিলাম, এরা শুধু মাছ খাচ্ছে তা কিন্তু নয়, এদের খাদ্যতালিকায় রয়েছে: নানা প্রকার উভচর সাপ, ব্যাঙ, শামুক ও অনেক কিছুই। এছাড়াও দেশের সবচাইতে বড় এ মাছরাঙার সর্বোচ্চ আকার ৩৫ সেন্টিমিটার, আর এ আকৃতির একটা প্রাণী মাছ খামারে কতটা ক্ষতি সাধন করে তা বোধে আসেনা।
মাছরাঙা নিয়ে অনেক কথাই হলো, আবার সমুদ্র নিয়ে লোককথায় ফেরা যাক। যদিও বর্তমান দিনের কিছু সংজ্ঞা এমন ভাবেই প্রচলিত হয়ে পড়েছে যে উপকথার বিষয়টি আর খেয়াল থাকে না। যেমন জাহাজীদের “হ্যালসিয়ন ডেস” সংজ্ঞাটি এখন সাধারণ মানুষও জীবনের সুন্দর সময়কে বোঝানোর জন্যে ব্যবহার করে থাকেন। নাবিকেরা বলেন, শীতের আগের গভীর সমুদ্রের শাস্ত থাকার যে-কটি দিন, সে দিনগুলো মূলতঃ ডিসেম্বরের সবচেয়ে ছোটদিনের সাত দিন অন্য আগ হাত সাতদিন পর পর্যন্ত ১৪টি দিন হলো ‘হ্যালসিয়ন দিবস’, অপরদিকে পশ্চিমারা জীবনের সংক্ষিপ্ত নিবিড় আনন্দঘন দিনগুলোকে বোঝাতে একে বাগধারার মতো ব্যবহার করেন। হয়তো সমুদ্রের ঝড় থেমে গিয়ে আবার তাদের পুনরুজ্জীবন ঘটেছিলো বলেই এমন নামকরণ হয়ে আসছে, প্রাচীনকাল হতে, লোকমুখে সঞ্চারিত আবহমান লোক-কথার মারফত।
প্রাচীন লোক-কথা আবহমান জনশ্রুতি, পরিবেশ প্রেমীদের অনুপ্রাণিত করলেও কিছু মানুষের ভুল শিক্ষা, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার ও বিপজ্জনক কৃষি ব্যবস্থাপনা দেখে মন ভারাক্রান্ত হয়ে প্রশ্ন জাগে আমরা আর কবে নিজেদের পরিচ্ছন্ন রাখতে শেখাবো? সময় এসেছে বদলে যাবার, কবির ভাষায় বলতে হয়:
“বদলে দাও, তুমি বদলাও
নইলে এক্ষুনি
ঢুকে পড়বে পাঁচজন বদমাশ খুনী ,
যখোন যেখানে পাবে
মেরে রেখে যাবে,
তোমার সংসার, বাঁশী, আঘাটার নাও ।
বদলে যাও, বদলে যাও, কিছুটা বদলাও !”
— আবুল হাসান
পরিশেষে, আমাদের সকলের জীবনে হেলসিয়ন সময় দীর্ঘায়ত করতে চলুন না সকলে একটু অন্যভাবে চিন্তা করি!
মো: ওয়াসিউর রহমান | Md. Wasiur Rahman
Adrishya Alor Poth | অদৃশ্য আলোর পথ | কৃষ্ণকিশোর মিদ্যা | Top New 2023
Hello Baby Animals | হ্যালো বেবী এনিম্যালস | সুবল দত্ত | Top New Story 2023
New Bengali Novel 2023 | অকপটে অগ্রজকে (পর্ব ৬) | অতনু দাশ গুপ্ত
Osomapto | অসমাপ্ত | প্রবোধ কুমার মৃধা | Top New Story 2023
Read Online Bangla Golpo | Story of 2 Kingfishers | Top Bangla Golpo Read Online Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Story of 2 Kingfishers 2023 | Shabdodweep Read Online Bengali Story | Shabdodweep Writer | Story of 2 Kingfishers in India | World’s Bangla Golpo Read Online Blogs | Story of 2 Kingfishers in Online | Online Interesting Bangla Golpo | Full Read Online Bangla Golpo | New Bengali Web Story Blogs | Best Story Blogs in Bengali | Live Bengali Story in English | Live Bengali Story pdf | Full Story of 2 Kingfishers Online | New Story of 2 Kingfishers | New Bengali Web Story – Episode | Story of 2 Kingfishers Series | Horror Adult Story Video | Horror Live Bengali Story | Story of 2 Kingfishers Audio | Story of 2 Kingfishers Video | Bangla Golpo Read Online Netflix | Full Bangla Galpo Read | Read Online Bengali Story Download | Shabdodweep Competition | Bangla Golpo Read Online Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trend New Bengali Web Story | Recent New Bengali Web Story | Top Live Bengali Story | Popular New Bengali Web Story | Best Read Online Bengali Story | Bangla Golpo Read Online 2023 | Shabdodweep Bangla Golpo Read Online | New Bangla Golpo Read Online | Story of 2 Kingfishers in pdf | Golpo Dot Com Download | Story of 2 Kingfishers – audio | Horror Adult Story | Bangla Golpo Read Online Collection | Live Bengali Story – video | New Bengali Web Story APK | New Bengali Web Story Download | Live Bengali Story mp3 | Full Live Bengali Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Live Bengali Story – audio | Top Read Online Bangla Golpo | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Story of 2 Kingfishers Online | Bengali Literature | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Live Bangla Golpo Read Online | Shabdodweep Writer