Status of Bengali Poetry – Sumita Choudhury
আজ্ঞাধীন স্বাধীনতা – সুমিতা চৌধুরী
সখী স্বাধীনতা কারে কয়!
সে কি কেবলই আজ্ঞা বহন?
সমাজ তথা দেশ, যে সকল দণ্ডমুণ্ডের কর্তা।
আহার থেকে পোশাক,
জীবনযাত্রা থেকে চলন বলন,
এমন কি বচন, ভাষা সবই,
তাদেরই আয়ত্তাধীন এক অলিখিত শর্তে।
অদৃশ্য সুতোয় বাঁধা জীবন সবার,
সুতোর টানেই ওঠা বসা,
সেই শর্তেই কাঁদা হাসা।
মন মগজ চেতন বিক্রি হয়েছে কবেই,
শুধু বেঁচে থাকার শর্তে।
জঞ্জাল সাফ অভিযানে,
সেসব উপড়ে ফেলা আবর্জনার হয়েছে জবাই,
সুগন্ধি আতরে ঢেকে হয়েছে দফন আজীবনের মতো।
আজ উড়ছে নিশান স্বাধীনতার,
আওড়াচ্ছি যন্তরমন্তরে শেখানো বুলি,
স্বাধীনতা উৎসব হচ্ছে পালন,
হয়েছি সামিল সবাই,
দেশের যতো প্রশিক্ষিত যন্ত্র মানব।।
স্মরণে বরণে – সুমিতা চৌধুরী
মুক্তির মন্দির সোপান তলে,
শত সহস্র শহীদদের বলিদানের বীরগাথা লেখা আছে অশ্রু জলে।
তাঁরা দেশের শৃঙ্খল মোচনে করেছিলেন প্রাণ পণ,
সয়েছিলেন নিত্যদিন অকথ্য নির্যাতন।
ছেড়েছিলেন আপন সুখ স্বাচ্ছন্দ্যের জীবন,
ছেড়েছিলেন স্বজন বন্ধু আপনজন।
তাঁদের প্রতি পদে ছিল মৃত্যুর বিভীষিকা,
তবু তাঁদের হৃদয়ে নেভেনি স্বাধীনতার অগ্নিশিখা।
কিশোর তরুণ কত শত করেছিলেন হাসিমুখে প্রাণত্যাগ,
তবু নত মস্তকে মানেননি কখনো ভারতের বুকে পরাধীনতার কালো দাগ।
ফাঁসির মঞ্চেও দিয়েছিলেন সগর্বে বন্দে মাতরম ধ্বনি,
আজও ইতিহাসের পাতায় ছত্রে ছত্রে স্বর্ণাক্ষরে লেখা আছে সে কাহিনী।
বহু রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে কষ্টার্জিত মোদের এই স্বাধীনতা,
দুশো বছরের ব্রিটিশ শৃঙ্খল খুলে তেরঙার সাজে সেজেছিল ভারত মাতা।
সেই স্বাধীনতার পঁচাত্তর বছরে সকল শহীদদের মোরা স্মরণ করি,
আন্তরিক শ্রদ্ধায়, বিনম্র প্রণামে, মনের আঙিনায় এসো তাঁদের বরি।।
স্বাধীনতার জয়গান – সুমিতা চৌধুরী
ধর্মের ধ্বজা সরিয়ে এসো একতায় জোট বাঁধি,
তেরঙ্গার ঐ তিনটি রঙে জীবনের ছবি আঁকি।
অশোকচক্রের গূঢ় অর্থ চেতনায় দিয়ে স্থান,
আরো একবার বলি গর্বে, “আমার ভারত মহান”।
শত সহস্র বীর শহীদের আত্মবলিদান,
না করে ব্যর্থ, এসো স্বাধীনতাকে দিই তার নিজ মান।
বিভেদ-বিদ্বেষের বীজে আপন ভূমিকে না করে বন্ধ্যা,
বন্দেমাতরম ধ্বনিতে ওড়াও ভারতের বিজয় তেরঙ্গা।
হানাহানির রক্তপাতে ভারত মা আজ রিক্ত,
আপন সন্তানদের স্ব-বিরোধিতায় নিত্য অশ্রু সিক্ত।
স্বাধীনতা আজ নিজভূমে বশংবদ, দ্বিচারিতার খোঁয়াড়ে,
বেআবরু তার অন্তর-বাহির, ক্ষমতার দাঁত-নখের বহরে।
বৈষম্যকে মুছে দিয়ে এসো সাম্যের গাই গান,
বিবিধের মাঝে খুঁজি আবারও আমাদের মিলন মহান।
বাঁচার সকল মৌলিক অধিকার সবে মিলে নিই বেঁটে,
ধনী-দরিদ্রের বৈষম্যের রেখা মানবিকতায় যাক মিটে।
ভারতের আকাশ উদ্ভাসিত হোক জ্ঞানের আলোর প্রকাশে,
এসো স্বাধীনতাকে আজ বরণ করি আপন অন্তরের বিকাশে।।
শহীদ মঙ্গল পাণ্ডে – সুমিতা চৌধুরী
একটা স্ফুলিঙ্গ জ্বাললো আগুন
সহস্র ভারতীয় হৃদয়ে,
শাসন-শোষণ অন্যায়ের প্রতিবাদে
আপন অধিকারের লড়াইয়ে।
একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েও,
সেদিন হয়নি লক্ষ্যচ্যুত।
নিজভূমে স্বাধীনতায় সোচ্চার হয়ে
জানান দিয়েছিল, নয় সে পরাভূত।
শাসকের ঘৃণ্য বিদ্বেষী বীজে
আঘাত হেনে চরম,
একতার নেতৃত্বে ভাইচারাকে বেঁধে,
আপন বলিদানে ভারত মাকে করেছিল নমন।
বীর সৈনিক মঙ্গল পাণ্ডে
নয় শুধুই এক নাম,
পরাধীন ভারতের স্বাধীনতার ইতিহাসে,
সম্ভ্রমে নেয় স্থান।
আপন জীবনের বলিদান দিয়ে
জ্বেলেছিল স্বাধীনতার মশাল,
যে মশালের আগুনে স্বাধীনতা আন্দোলন,
জাগিয়ে তুলেছিল শত-সহস্র দামাল।
এক স্ফুলিঙ্গ, এক বারুদে
স্বাধীনতার অমর গাথা।
হে বীর সৈনিক, তোমারে আজও স্মরণ করে
শ্রদ্ধায় ভারত মাতা।।
বীরাঙ্গনা নারী লক্ষ্মীবাঈ – সুমিতা চৌধুরী
ইতিহাস বারে বারে পিছু ডাক দেয় আমার মনঘরে,
সেখানেই যে গাঁথা আছে আমাদের শিকড়, ভিত।
ঘুমে- জাগরণে এক বীরাঙ্গনা নারীর প্রতিমূর্তি ভেসে ওঠে বার বার,
যিনি ছিলেন চঞ্চলা শৈশবে, আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই।
কিন্তু কিছু বিশেষত্ব তখনই ফুটে উঠেছিল তাঁর চরিত্রে,
যা তখন থেকেই করেছিল তাঁকে সবিশেষ।
ঘোড়ায় চড়া, তরবারি চালনা, ছিল তাঁর শৈশবেরই সঙ্গী,
হয়তো ভাগ্যবিধাতা তাঁকে গড়ে পিঠে নিচ্ছিলেন এভাবেই আগামীর জন্য,
এক সাধারণ নারী থেকে ইতিহাসের বীরাঙ্গনা রূপে উত্তরণের পথে।
ঝাঁসির মতো ক্ষুদ্র রাজ্যও যাঁর নামে আজ সারা বিশ্বে সুপরিচিত,
যিনি মানেননি কখনো হার আপন গরিমায়,
যখন যখন হয়েছে অন্যায়, রুখে দাঁড়িয়েছেন তিনি, ঝলসে উঠেছে তাঁর তরবারি তীব্র প্রতিবাদে।
পুত্র সন্তান হারিয়েও যিনি আপন কর্তব্যে রয়েছিলেন অবিচল,
স্বামীহারা হয়েও যিনি নিজের শোককে, প্রজাপালনের দায়িত্বের হতে দেননি অন্তরায়।
সে যুগের রীতি মেনে দত্তক পুত্রকে সিংহাসনে বসিয়ে,
তিনি তুলে নিয়েছিলেন প্রজাদের সকল সুখ দুখের দায়ভার।
যাঁর রাজ্যকে ইংরেজ রাজ গ্রাস করার অভিপ্রায়ের বিরুদ্ধে,
প্রতিবাদে তুলে নিয়েছিলেন আপন তরবারি মুহূর্তে।
যাঁর হাত ধরে শুরু হয়েছিল ইংরেজের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার,
শুরু হয়েছিল বিদ্রোহ, স্বাধীনতার স্বভূমির জন্য।
যিনি হয়ে উঠেছিলেন ইংরেজের বিরুদ্ধে লড়ার,
এক শক্তিশালী সংগঠনের এক কালজয়ী নেত্রী
যাঁর তরবারি লড়েছিল শেষ রক্তবিন্দু পর্যন্ত আপন স্বভূমির স্বাধীনতায়।
তাই তিনি আজও অনুপ্রেরণা আমাদের স্বাধীনতা সংগ্রামের,
অনুপ্রেরণা, সকল নারী মনের, সাধারণ হয়েও অসাধারণত্বে উত্তরণের,
অনুপ্রেরণা, আগামীর আপন স্বাধীনতা রক্ষায়।
যিনি আজও বারে বারে ডাক দিয়ে যান আমায়,
মৃত্যু পর্যন্ত না থামার।
অনুপ্রেরণা দেন,
এই জীবন সংগ্রামে প্রতিনিয়ত লড়ার।
সাহস জোগান,
আপন সত্তায় বাঁচতে, আপন স্বাধীনতার নিরিখে।
বলেন, “আপন হাতিয়ারের করো প্রভূত সম্মান, সঠিক প্রয়োগ,
তোমার এই কর্মের ধর্মেই, তুমি পাবে পরিচয়, লক্ষ্য পথে স্থির অবিচল থেকে।
আসুক ঝঞ্ঝা, করো না কখনো মাথা নত,
আত্মশক্তি একাত্ম করে উঠে দাঁড়াও বারংবার ঋজু মেরুদণ্ডে,
দেখবে সময়ও করছে তোমায় সসম্মানে বরণ, কালের লিপিতে।।
চাঁপা – সুমিতা চৌধুরী
এ এক অন্য মেয়ের গল্প,
নামটি চাঁপা হলেও, সে অনাদরে ছিল মলিন।
শিশুকালেই চেপেছিল সংসারের দায়ভার,
বাড়ি বাড়ি ঠিকে কাজেই সময় কাটত তার।
তারই মধ্যে নামল বিপর্যয়,
একমাত্র আদরের স্থানটুকুও হারাবে কি সে অচিরেই?
পরামানিক বাবার হয়েছে যে কালরোগ।
এক বাড়ির দাদা- বৌদির দয়াদাক্ষিণ্যে জুটল কিছু ওষুধ,
কিন্তু জোটে কি করে পেট ভরা খাবার?
পথ্য বিনা শুধু ওষুধে ঠেকল না কর্কট রোগ,
হলো সে অচিরেই নিঃসহায়।
ততদিনে সে খানিক বড়ো,
বাবা মায়ের সে জ্যেষ্ঠ সন্তান।
তাই বুঝি নিজে নিঃসহায় হলেও,
বাকিদের সহায় হওয়ার দায়ভার তার কাঁধে।
চললো অসম লড়াই রাত্রি- দিন,
দুবেলা পাঁচ- দশ ঘর কাজের ফাঁকে,
দুপুরে সেলাই শেখার পালা সেই ক্ষুদ্র সঞ্চয়েই।
ছোট দুই ভাই -বোনের হয়েছে স্কুলে যাওয়ার বয়স ততদিনে,
নিজের না পাওয়া শৈশব,
সে যেন দেবেই তাদের জিনে।
তাই রাতে তার ঘুমের অবসরটুকুও নিলো বিদায়,
কম দামে কারো সেলাই মেশিন কিনে,
চলল চেয়ে-চিন্তে নিয়ে আসা সেলাইয়ের কাজ,
করল ভাই- বোনকে স্কুলে ভর্তি।
মাও করে উদয়াস্ত কাজ, সংসারের চাহিদা মেটাতে।
তবু সংসারের স্ফীত উদর, দিন- দিন বাড়ে!
এবার সে সেলাই স্কুলের জায়গায়,
গিয়ে উঠল এক অনামী বস্ত্র কারখানায়,
সঙ্গে চলল যথারীতি ঠিকে বাড়ির কাজও,
বছর যায়, বছর আসে, নেই তার বিরাম!
নেই শখ- আহ্লাদ, ভালোলাগা, ভালোবাসা।
মা ততদিনে হয়েছে ন্যুব্জ অত্যধিক কাজের ভারে,
মাকে রেহাই দিতে ফুটপাথে দিল সে এক দোকান,
পাড়ার নেতা তথা দাদাদের ধরে,
হয়তো কিছু পাওনা দিয়েই।
চা, ঘুগনি, টোস্টের দোকান চলতে লাগল ভালই,
মায়েরও হলো খানিক সুরাহা।
বাড়ল কাজ শুধু তারই আরো,
ভোরে উঠে ঘুগনি ও ডিম সিদ্ধ করার দায়ভার যে তার কাঁধেই।
সময় ছুটলো দ্রুতবেগে,
এভাবেই দিন ফিরল তাদের।
চাঁপা নিজের নামের রাখল মর্যাদা,
ছড়ালো সুবাস তার আপন চৌহুদ্দিতে।
ভাই- বোন করল উচ্চমাধ্যমিক পাস,
ভাই শুরু করলো পানীয় জলের ব্যবসা,
হলো তাদের আপন বাসা,
একটা ফ্ল্যাটবাড়ির নিচের তলায়।
বোন ধরল হাল দোকানের।
এতকাল পরে কেউ ভাবল তার কথা,
উঠল সিঁদুর তার মাথায়,
এলো সন্তান কোল আলো করে।
আজ যে তাদের বাড়িরও ঘরে আর নেই আঁধার,
সব আঁধার কাটিয়ে চাঁপা ছড়িয়েছে উজ্জ্বল আলো।
যদিও এ ইতিহাস লেখা থাকবে না কোথাও,
প্রশংসিত হবে না এ জীবন সংগ্রাম!
তবু, কালের ইতিহাস হয়তো রাখবে মনে,
এক মুর্হানো ফুলের চাঁপা হয়ে ওঠার গল্প।।
রাজলক্ষ্মী – সুমিতা চৌধুরী
রাজলক্ষ্মী, তোমার মাঝেই বাস করে
সকল নারীসত্তা,
নির্মম নিঠুর সমাজও করতে পারেনি
তোমার মন- মননকে হত্যা।
তুমি ভালোবাসার মূর্ত প্রতীক,
তুমিই নারী শক্তি।
একাধারে তুমি সাহসী, ক্ষমতাশালী, বিত্তবান,
আবার তুমিই দুর্বল, অসহায়, অচলা ভক্তি।
বাল্যপ্রেমকেই পাথেয় করে,
কাটিয়েছো আজীবন।
সমাজের চোখে পতিতা হয়েও,
আপন সত্তায় বেঁচেছো সারাজীবন।
তোমার মাঝেই মেলেছে পাখা,
নারীর সকল রূপ।
তুমি প্রেয়সী, বধূ, স্ত্রী, মাতার,
এক মেলবন্ধন অপরূপ।
বারাঙ্গনা নারীর কালিমাও কোনোদিন,
ঢাকতে পারেনি তোমার মহিমাকে।
তাই পাঠক-মনে চির ভাস্বর তুমি,
চিনিয়েছো প্রতিটি নারীর মাঝে বিদ্যমান প্রকৃত নারীসত্তাকে।।
আমি নারী – সুমিতা চৌধুরী
আমিই সেই মেয়ে, যে সবার মঙ্গল কামনায়,
তুলসী তলায় সাঁঝের প্রদীপ জ্বালে।
যে সবার খুশীকে আপন করে,
আপনাকে সদা ভুলে।
যে, বাবার আদরে আহ্লাদী,
আবার বৃদ্ধ বাবার ভরসা অবলম্বনও সে।
স্বামীর কল্যাণে কল্যাণী,
আবার দরকারে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতেও পারে যে।
আমিই সেই মেয়ে,
যে ঝড়ের রাতে আশ্রয় খুঁজতো মায়ের বুকে,
আর আজ পরম মমতায় আগলায়,
আত্মজাকে পরম সুখে।
আমিই সেই মেয়ে,
যে সংস্কৃতির ধারক, বাহক।
আবার মননে চেতনে আধুনিকা,
প্রগতিশীলও আজন্মক।
ঘরের ঘরনি, স্বামীর প্রিয়া, সন্তানের জননী আমি।
বহুরূপী সত্তায় বাস করি, সকল দায়িত্বের সচেতনতাও জানি।
আমিই প্রকৃতি, সৃষ্টি, আদি,
গঙ্গা রূপে পাপহররা।
আবার আমিই প্রয়োজনে দনুজদলনী,
কালি রূপে বিধ্বংসী লাগাম ছাড়া।
ভালোবাসার আধার আমি,
আমিই সৃজন, উর্বর ভূমি শস্য শ্যামলা।
যে রূপে তুমি বরণ করবে আমায়,
দেখবে সেই ছাঁচেই আমি ঢালা।
নই আমি কোনো পণ্য সামগ্রী,
তোমাদের বেচাকেনার কামনা লালসার হাটে।
আমি তোমার মান আব্রু,
আমার জমিতেই ভবিষ্যতের প্রজন্মরা হাঁটে।।
সাঁঝবাতির আখ্যান – সুমিতা চৌধুরী
প্রতি সন্ধ্যায় সাঁঝবাতিগুলো জ্বলে ওঠে প্রতি ঘরে,
ছড়িয়ে দেয় নিঃশর্তে আপন আলো, সবার মঙ্গল কামনায়।
কুলুঙ্গির এক কোণে বাকী সময় থাকে যদিও হেলায় পড়ে,
নীরবে সেই গৃহস্থের সবটুকু সুখ- দুখের ভার নিয়ে আপন কায়ায়।
কখনো কেউ ফিরেও দেখে না তার বেদন ভার,
কেউ দেখে না, পুড়ে যাওয়া তার বুকের ক্ষত!
আলো স্তিমিত হলে উসকে দেয় সলতে, দেয় জ্বালানির জোগান,
তার যে বিরাম নেওয়া বারণ, নিজ দায়ভার বইতে হবে তাকেই অবিরত।
অসতর্কতায় কখনো সলতেতে জ্বলে তার বুক,
অবলীলায় সে সলতে বদলে আসে নতুন সলতের পালা,
কিছু জ্বালানিতেও আবারও পূর্ণ করা হয় তাকে,
এভাবেই পূজার আদি থেকে অন্তে সার সার জ্বলে দীপমালা।
পুড়ে ঝামা হওয়া শরীর যদি লাগে কুদর্শন,
যদি অযত্নে রাখায় ভাঙে তার এতোটুকুও কানা,
তবে সে যায় চিরতরে বাতিলের দলে,
খুঁত হওয়া প্রদীপের যে পূজার কাজে লাগা মানা।
খুঁতে প্রদীপের স্থান হয় ঘর ছেড়ে রাস্তায়,
কেউ ভেবে দেখে না তার এতদিনের নিঃস্বার্থ সেবা!
কতো পথিকের পায়ের তলায় সে ছিন্নভিন্ন হয়,
এককালের ঠাকুরঘরের সেই শুচি সাঁঝবাতির খবর রাখে কে বা!
মাটির প্রদীপ মাটিতেই মেশে অপমানে, অভিমানে,
তার শেষের আর্তনাদের সাক্ষী থাকে শুধুই প্রকৃতি মা।
তাই বুঝি আজ হাজার মঙ্গল বাতিতেও সুখ ঝরে না, হয় না প্রভূত মঙ্গল,
স্রষ্টা যে নেন না সে পূজা, করেন না গৃহস্থের অপরাধ ক্ষমা।।
থোড় বড়ির জগৎ – সুমিতা চৌধুরী
নারী দিবস, সমানাধিকার,
কতোই না কথার ফানুস,
থোড় বড়ি খাঁড়ার জগতে,
নারীকে ভাবেনি কেউ আজও মানুষ!
সংসার থেকে সমাজ জীবন,
বৃহত্তর কর্মপরিধি,
অবহেলার আজব গণ্ডিতে মেপে,
বাতিলের খাতায় তকমা দেওয়া হয় “প্রতিবন্ধী”।
উদয়াস্ত সকল কাজের ভার,
যদিও তাকেই দেওয়া হয় সামাজিক খুঁটিতে বেঁধে।
তবুও সকল স্বীকৃতি শুধুই পুরুষের,
সোনার ঝাঁঝরির চালনিতে নিয়ে ছেঁকে!
দিনগুলো যেন রাতের গায়েই বাড়ে,
জীবন নামক বধ্যভূমির তাপে।
ব্যস্ত সমাজ শত ব্যস্ততার মাঝেও,
রোজই নারীর দোষের ভার বাটখারায় মাপে।
সম্পর্কগুলোও বড়োই যেন একপেশে,
ভালোবাসাহীন স্বার্থের ভিতে গড়া।
তাই তো মনের জমাট কালশিটে দাগে,
স্তর জমে জমে হয়েছে বিশাল কড়া।
হয়তো কখনো ওঠে আর্তনাদ,
অসহনীয় বাঁধভাঙা আক্রোশে।
গুমরে মরা বুকের লাভার উদ্গীরণে,
সমাজ সংসার সভ্যতা তখনই কাঁপে ত্রাসে।
দূর্গা, কালি, লক্ষ্মী, সরস্বতী,
পূজিত হয় নিত্য এই সমাজেরই বেদিতে।
তবু মা, বোন, জায়া, কন্যা যেন,
পড়ে রয় চির উপেক্ষিতার তকমায়, মলিন ধূলিতে!
খাতা- কলমে, আইনি সংবিধানে,
চাই না মিথ্যাচারের পূজার মালা।
চাই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার আঙিনায়,
স্বাধীন মানুষ রূপে বাঁচতে দুবেলা।।
সিঁধেল চোর – সুমিতা চৌধুরী
কখন যেন ভো কাট্টা হয়ে যায় সিঁধেল চোরের ভূমিকা,
হঠাৎই বেপাত্তা হয়, নাম পরিচয়ের অহমিকা।
সুতো কাটে অনুরাগ, আদর্শ, ভালোবাসা, শ্রদ্ধার ফানুসের,
ধরা দেয় ছবির আড়ালের এক অবয়ব, কদর্য মানুষের।
সমাজ, সংসার, সাহিত্য জগতে, আজ এঁদেরই বেসাতি,
মুখোশ খুললে দেখা যায়, যেন লালসারই এক প্রতিকৃতি।
রঙিন মোড়কে সাজিয়ে, হাজারো মানবতার প্রদর্শন,
রাত নামলেই চেনা যায়, ভোল বদলের কতোই পণ্ডশ্রম!
রঙিন ঘুড়ির এই কাঁচের মাঞ্জায় কত- শত বলি যায়,
পাততাড়ি গোটানোর আগে, এই নরখাদকদের চেনা দায়!
সত্যের নির্মল আকাশে, এই ঘুড়িরা হয় সদাই ভো কাট্টা,
আবার কোনো রাতের মজলিসে জমায়, নতুন মৌরসিপাট্টা।
এ এক যাযাবর শ্রেণী, বদলায় ভেক, বদলায় বাসস্থান,
এই বহুরূপী সম্প্রদায়েই আজ ছেয়েছে জগতের সকল স্থান।
যারা এসে অহরহ, আজ তোমার আমার দুয়ারেই জোটে,
ভিক্ষার ঝুলি হাতে, আমাদেরই সর্বস্ব লোটে!
এদের পাতা ফাঁদে পড়লে ধরা, তুমিও ভো কাট্টা হবে,
প্রথম সাক্ষাতেই তাই কাটো জাল, সত্যাসত্যের অনুভবে।।
বহুরূপী – সুমিতা চৌধুরী
আজ মানুষ আর বহুরূপী সাজে না,
তার সত্তায় আজ বহুরূপীর বাস।
লোলজিহ্বায় ঝরছে শুধু সর্বগ্রাসী চাহিদার ক্ষুধা,
ধ্বংসাত্মক নৃশংসতার কটু বিষ,
মেরুদণ্ড নুয়ে মিশেছে মাটিতে,
সে আজ আদতেই সরীসৃপ।
মুহুর্মুহু রং বদলাতে নেই তার কোনো জুড়ি,
দামী পোশাক প্রসাধনের আড়ালে রয়েছে
এক পূতিগন্ধময় কদর্য অবয়ব,
মুখোশ দিয়ে ঢাকা মুখের সর্বত্রই
হিংস্র লোলুপতার ছায়া,
নেই বিবেকের বালাই মননে-চেতনে!
তার মাঝে সদা বাস করে এক অদৃশ্য দানব,
তার আগ্রাসী জঠর জ্বালায় ক্ষইছে সমাজ- সংসার,
তথা দেশ তথা বিশ্ব।
তবু সেই ক্ষুধার নেই অন্ত কোনো,
বরং প্রতি ধাপে প্রতি পলে তা বৃদ্ধি পায় গুণিতকে।
স্বার্থের তাগিদে সে যার হাত ধরে আজ বন্ধু রূপে,
কাল করে তারই নিধন আদিম বর্বরতায়!
আজ আর কেউ বহুরূপী সাজে না,
ঘরে ঘরে বহুরূপী করে বাস,
মুখ- মুখোশের আড়ালে।।
দড়ি ধরে মারো টান / রাজা হবে খান খান – সুমিতা চৌধুরী
মেধা আজ বিকিয়ে গেছে
অনৈতিকতার কাছে,
ঘুণে ধরা মেরুদণ্ডগুলো
কেবলই ভিক্ষা যাচে!
সভ্যতা আজ খিল দিয়েছে
স্বার্থান্বেষীদের বধ্যভূমে,
বুদ্ধিজীবীরা বুদ্ধিকে রেখে বন্ধক
রাজপাদুকা চুমে!
বীণাপাণি আজ শুধুই মূর্তি,
পূজার বেদিতেই তাঁর ঠাঁই।
বিদ্যা যে আজ গুমঘরে বন্দী,
তাই তাঁর প্রাণপ্রতিষ্ঠার বালাই নাই।
আছে আড়ম্বর, নিয়মনীতি,
জৌলুসেরই ছটায়।
রঙ ফানুসের রঙিন ভিড়ে,
কেবলই চোখ ধাঁধায়।
যা কিছু আছে দলিল দস্তাবেজ,
জমছে আস্তাকুঁড়ে।
ঘুণপোকাদের মহাভোজ আজ,
মানবতার শরীর জুড়ে।
বিদ্যার আলয় কুয়াশাচ্ছন্ন,
পথ হাতড়ে ফেরে।
ফাঁপা দেওয়াল আর নড়বড়ে ভিতে,
যেন দফন হবে অচিরেই।
তবু যেন আজও ক্ষীণ শোনা যায়,
এক মাস্টারমশাইয়ের সদর্প আহ্বান,
“দড়ি ধরে মারো টান
রাজা হবে খান খান”।।
এসো ধরি হাত – সুমিতা চৌধুরী
কিছু মানুষ থাকে নিত্য অবহেলায়,
পুরোনো আসবাবের মতো ঘরের কোণে পড়ে।
সমাজ- সংসার নেয় না কোনো খোঁজ,
গণ্য হয় তারা বাতিলের খাতায় ভরে!
হয়তো তারা আজ কালপ্রবাহে,
জীবন পথের কোনো ক্লান্ত সৈনিক।
তবু যে তাঁদেরও মন- প্রাণ আছে জীবন্ত,
তবু সমাজের চোখে সে শুধুই আজ এক পরজীবী, বল্মিক!
অসহায় জীবন দিন- রাতের চৌহুদ্দিতে,
নিত্য গোণে অশ্রু আর দীর্ঘশ্বাস।
কেউ থাকে না সঙ্গী- স্বজন মন ঘরের,
কেউ দেখে না তপ্ত শ্বাসের আশ!
অধিকার শুধু আইনের বন্ধ খাতায়,
কলমের আঁচড়ে মূল্যহীন পড়ে রয়।
অনাদরের, উপহাসের চৌকাঠে,
জীবনবোধ শুধুই বৈষম্যের কথা কয়।
একদিন যারা গড়েছিল পৃথিবীতে,
আপন বাসা, নিজের শ্বেদ-রক্তে সিঁচে,
সে ঘরেই আজ তাঁরাই পরিত্যক্ত,
জীবনের বোঝা বয় আপন অশ্রুতে ভিজে।
মন যাচে তাঁদের শুধু শ্রদ্ধা, সম্মান, ভালোবাসায়,
আপন জনের হৃদয়ের একটুকু স্থান।
করুণা, দয়াদাক্ষিণ্যের ভিক্ষাপাত্রে,
চায় না তাঁরা অবজ্ঞার রাজদান।
এসো আজ নয় তাঁদেরই হাত ধরি,
মনের উষ্ণতাটুকু দিই আপন স্পর্শে।
মনের মাঝের মানুষটাকে জাগাই একবার,
বিবেকের বাতি জ্বেলে মানবিকতার আদর্শে।
করি না হয় মনের আদানপ্রদান,
খানিক অনুভূতির মিঠে সুবাস বেটে।
হাতে হাত রেখে পার করি বন্ধুর পথ,
শেষ বেলার গোধূলি আলোয় পথ হেঁটে।
এভাবেই নয় জিনে নিই জীবনটারে,
অন্যকে পরিয়ে জয়ের মালাখানি।
সংকীর্ণ জীবন বৃহত্তর ক্যানভাসে,
পড়বে ধরা তখনই আপনায় আপনি।।
জ্বলুক মশাল বিবেকের – সুমিতা চৌধুরী
আছে চোখ রাঙানি,
আছে বিধি- নিষেধ,
আছে কতো প্রলোভন,
বকলমের অবিবেক,
তবু নিয়েছি বেছে বন্ধুর এই পথ।
কলমকে রেখেছি সত্যের কাছে অকপট।
কতো ব্যঙ্গোক্তি,
কতো তুচ্ছ- তাচ্ছিল্য,
হাজারো প্রতিবন্ধকতা,
কতোই মনোমালিন্য,
তবু শাণিত কলমে তুলেছি জনরব।
ঋজু শিরদাঁড়ায় বলেছি বারবার, “হোক কলরব”।
সমাজে থেকেও সমাজচ্যুত,
জলসার ভিড়ে একাকী,
দেখছি কতোই আড়ালের অর্থের খেল,
সম্মুখে “নিমন্ত্রণ” পোশাকি!
তবু বয়ে যাইনি আজো সে বন্যায়,
মনের মাঝের বিবেকের দায়ে।
এভাবেই মোর পথচলা,
কলমকে সাথী করে।
যদি কোনো স্ফুলিঙ্গে কারো জাগে বিবেক,
একটি দিনের তরেও।
সেদিনই হবে স্বার্থক পথচলা, আমার কলম মশালের।
এক স্ফুলিঙ্গ থেকে আরেক স্ফুলিঙ্গে,
ছড়াবে যেদিন আলো বিবেকের।
তাই ভয়কে করে জয়,
আপোসের পাহাড় লেঙ্গে,
বিদ্রোহের আগুনে সেঁকেছি নিজেকে,
সুখের আবাস ভেঙে।
বিদ্রোহী কবিকে বুকের মাঝে বরে জাগিয়েছি নিজ প্রত্যয়,
কলমকে হাতিয়ার করে অন্যায়ের প্রতিবাদে লিখিয়েছি নাম মুষ্টিমেয় ঐ সেনায়।।
বড়ো সাধ জাগে – সুমিতা চৌধুরী
বড়ো ইচ্ছে করে বয়সকালের সীমা ভুলে,
কল্পলোকের গল্পটা আজ সত্যি হোক।
ঝরঝর বারিধারায় মন ভিজিয়ে
পায়ে পায়ে হেঁটে চলি দূর অজানায়।
এক ছাতার তলায় আধভেজা তুমি আমি,
যে কথা হয়নি কখনো বলা,
সে কথার পরশ মেখে,
কিছু সময়কে করি মনের সান্নিধ্যে ভীষণ দামী।
একবার নাহয় করি মোরা প্রেমযাপন,
বৃষ্টিকে সাক্ষী রেখে আপন মনের ঘরে আরো একবার প্রেমকে করি আলিঙ্গন।
বৃষ্টি ভেজা সোঁদা গন্ধে আজও যে মন আকুল হয়,
বড়ো সাধ জাগে বর্ষা মাখতে, বৃষ্টি চাখতে,
টিনের চালে বৃষ্টিফোঁটার জলতরঙ্গ শুনতে,
সেই কাগজের নৌকাগুলো ভাসাতে আরেকবার।
জানি পৌঁছেছি বেলা শেষে,
তবু, মনের সাধ নাহয় হলোই বা পূর্ণ এই অবেলায় এসে।।
কিছুক্ষণ আরো নাহয় রহিলে কাছে – সুমিতা চৌধুরী
তারারা এখনো সাজিয়ে রেখেছে তাদের বাসর,
চাঁদও অভিসারে মেতেছে মেঘের সনে,
মোম জোছনায় ভিজছে চরাচর,
পিউকাঁহা আকুলস্বরে ডাকছে পিয়া বিহনে।
নিস্তব্ধ রাত বলছে কতো কথা,
মনগহিনে নিরালা সঙ্গোপনে,
জানি, বলবে ফুরায়েছে সকলি কথা,
তবুও বলো না “যাই”, বিদায় সম্ভাষণে।
জানি আসবে মোদেরও বিদায়ের পালা,
দুটি পথ হয়ে যাবে বিচ্ছিন্ন।
এখনো যে মধুযামিনী খানিক বাকি,
এখুনি ছিঁড়ো না এ অনুরাগের মালা।
নিশ্চুপে নয় বলুক আপন কথা,
আঁখি যুগল হারাক নাহয় ভাবের ঘরে,
উজাড় করুক মনের গোপন ব্যথা,
রচুক আপন ফুলসজ্জা ক্ষণিকের তরে।
এখুনি উঠবে পূব-দিগন্তে ভানু,
ভেঙ্গে যাবে স্বপ্নের এ বাসর।
আরেকটু পল থাকলে না হয় কাছে,
ভরুক কানায় কানায় অন্তর।।
মনের দ্বারে – সুমিতা চৌধুরী
কতদিন বসিনি তোমায় নিয়ে,
সংগোপনে একলা মনের কাছে।
মনের প্রদীপে দিইনি সলতেটুকু,
তবুও যেন ডাক দিয়ে যাও তুমি, বারে বারে সকল কাজের মাঝে।
বকুলতলায় জমেছে ঝরা পাতা,
বকুলফুল তোলা হয়নি আর,
মনের ভাঁজে জমেছে অনেক কথা,
কবে থেকে বন্ধ মনের দ্বার।
সাঁঝের প্রদীপ তেমনি জ্বালা আছে,
মালাখানি গাঁথা হলো কই!
সন্ধ্যামালতী ডাক দিয়ে বলে যায়,
“কথার মালা গাঁথবি কবে সই?”
বাতাস কেমন উদাস হয়ে বয়,
স্মৃতির পাতা মেলে ধরে সম্মুখে।
নীলদিগন্তে তারারা হাসে মিটিমিটি,
কানে কানে বলে, “আছিস কি তুই সুখে?”
তাই এসেছি আজকে সংগোপনে,
তোমায় নিয়ে একলা মনের কাছে।
তুমিও কি খোঁজো আমায় আজো,
তোমার সকল দিনের কাজের মাঝে?
মন আজ বেদুঈন – সুমিতা চৌধুরী
মন আজ হতে চায় বেদুঈন,
দিতে চায় সুদূর পানে পাড়ি।
অনন্ত পথ দিচ্ছে আশকারা,
প্রকৃতির মাঝে হারাবার হাতছানি তারই।
চল না হই উধাও আজ
মনের ডাকে মেতে,
হতে চাই আজ বাঁধনহারা
অজানা সংকেতে।
ঘরের বাঁধন ছিঁড়ে আজ
মনের আগল খুলে,
পথের ডাকে বেদুঈন মন
যাক না আজ সব ভুলে।
কে যাবি তোরা, আয় সকলে,
ঐ সোনামাখা রোদে,
পথ হারাবার নেশায় মাতি,
আমোদে- আহ্লাদে।
চল না কুড়োই কিছু রঙিন নুড়ি
মনের আবদারে,
স্মৃতির পাতায় জমা হোক কিছু সময়,
ভালোবাসার উপহারে।।
বৃষ্টি থামার শেষে – সুমিতা চৌধুরী
এখনো টুপটাপ ঝরছে জলের ফোঁটা,
টিনের চালে জলতরঙ্গের রেশ,
উদাস মন আঁকছে আলপনা,
মন যমুনায় সুখেরই আবেশ।
গাছের পাতায় লক্ষ হীরের দ্যুতি,
হাসছে যেন রোদের আদরে।
মনের আলসেতে ভালোবাসার অনুভূতি,
জমছে আদুরে মনের সুখের চাদরে।
বৃষ্টি শেষে মেঘেদের ভেলায়,
রামধনু আসে রংবাহারি সাজে।
মন বাউলের মিঠে সুর কানে বাজে,
মন লাগে না আর কোনো কাজে।
নিরালা দুপুর এসে দাঁড়ায় সংগোপনে,
সুখ-পাখিটা রূপকথার গল্প শোনায় এসে,
সেথা প্রিয় আসে যেন রাজপুত্তুর বেশে,
মনের ঘরে বৃষ্টি থামার শেষে।।
ছুটি চায় মন – সুমিতা চৌধুরী
ছুটি চায় মন,
এ কোলাহল থেকে বহু দূরে।
একলা অবকাশে,
হতে চায় স্মৃতির সাথে ভবঘুরে।
নীল ডানার ঐ পাখিটার সাথে,
মাখতে চায় জোছনা নিঝুম।
রাখালিয়া মোহন বাঁশির সুরে,
একাত্মতায় ভুলতে চায় কালঘুম।
মেঘ যেখানে ভেসে ভেসে,
দিগন্তে দেয় পাড়ি,
তারই সাথে সওয়ার হয়ে,
হারাতে চায় এ মায়াকানন ছাড়ি।
রামধনু যখন আকাশের গায়ে,
আঁকে আপন আল্পনা,
এ মনও যেন সেই সাত রঙের ভিড়ে,
আপনাকে করে কল্পনা।
ছুটি, ছুটি, ছুটি, খোঁজে মন,
সকল আগল ভেঙে।
জীবনের এই রোজনামচার,
পাহাড়টাকে ভেঙে।
কে যেন ঐ হাতছানি দেয়,
দূরপাণে হারানোর প্রাণখোলা।
মুক্ত বিহঙ্গ সম সাড়া দিতে চায় মন,
হতে চায় ফেরারী, পথভোলা।।
স্মৃতি যাপন – সুমিতা চৌধুরী
স্মৃতিরা আজ পিছুটানে বারবার,
যখনই থাকি একলা অবকাশে।
মন ফিরে যায় স্মৃতির পাড়ায় আবার,
যেখানে অনুভূতির মেলা আজও বসে।
সেখানে কতোই না লোকের বাস,
চেনা- অচেনারই ফেরে।
সুখ- দুখ, হাসি- কান্না, স্বপ্ন- আশ,
জড়িয়ে আছে আজও সেথা জীবনেরই আদরে।
এক লহমায় উধাও হয় বর্তমান,
অতীত যেন জলসা বসায় সেথায়।
নীলকণ্ঠ পাখি শিস দিয়ে গায় গান,
রামধনু রঙ দুই ডানাতে মেশায়।
ভাবনারা দেয় কোন সুদূরে পাড়ি,
কল্পনারই উড়ানে ভর করে।
জীবন যখন গোটাতে চায় পাততাড়ি,
স্মৃতিই তখন রঙিন আলপনায় দেয় ভরে।
তাই তো মোহনায় স্মৃতিই হয় সাথী,
তার সনেই করি আজ সহবাস।
রুক্ষ- ধূসরতা থেকে বাঁচতে দিনরাতি,
অতীত স্মৃতির চাষ করি বারোমাস।।
সৃজনী শ্রাবণ – সুমিতা চৌধুরী
শ্রাবণ ধারায় যাক না ধুয়ে
যতো মনের ক্ষত,
আসুক ফিরে আবার
সবুজ সজীবতা।
মেঘ পিওনের ব্যাগে থাকুক
শুধুই খুশির বার্তা,
মন খারাপের দিনগুলো সব,
উধাও হোক মাতাল হাওয়ার সনে।
জলতরঙ্গের রেশ বাজুক কানে
প্রেমালাপে বারবার,
মনের ময়ূর মেলুক পাখা
আবেশ বিভোরে।
সকল কলি ফুল হয়ে ফুটুক
বরণডালা সাজিয়ে,
মন বাউল ধরুক গান
বাজিয়ে তার একতারা।
যা কিছু মলিন বিধুরতার রেশ
যাক ঘুচে সবই আজ,
শ্রাবণ হোক প্রাণেরই উৎসব
নব সৃষ্টি সৃজনের আঙ্গিকে।।
ভিন দেশী সই – সুমিতা চৌধুরী
ঝরা পাতা বলে যায় কতো কথা তার,
কাল স্রোতে বয়ে গেছে ছবি যেন কার।
চুপি চুপি কান পেতে শুনি আমি সব,
জানি কার তরে মন করে হুহু রব।
চোখে দেখা পল কিছু সবে দেখে তায়,
মন জানে কতো কিছু বাকি থেকে যায়।
চরে জমা পলি থেকে চাষ করি জমি,
মন ঘর পূর্ণ হয়, পূর্ণ হয় ভূমি।
চারা গাছ ভূমি ফুঁড়ে সেথা উঠে আসে,
বীজ থেকে চুপ কথা ডানা মেলে হাসে।
ঝরা পাতা গান গায় সুখ দুখ নিয়ে,
হৃদি ভরে শুনি তাই, কানে পাশে গিয়ে।
এই ভাবে সই আজ মোরা দুই জনা,
ভিন দেশী হয়ে তবু যেন এক মনা।।
রক্তকরবী – সুমিতা চৌধুরী
রাঙা অনুরাগে ফোটে রক্তকরবী,
যেন ভালোবাসার আশ্রয় খুঁজে ফেরে।
রুধির ধারায় মেশে বুঝি প্রেমবাহ,
ফেরারী মনের লাগাম ধরে কে রে!
কতো কথাই উচ্ছ্বাসে বলে যায়,
কবরী ছুঁয়ে মনের নাগাল খুঁজে।
তরুণ রক্ত ছলকে ছলকে ওঠে,
তবু দিশেহারা মন রয় যে অবুঝে!
রক্তকরবী তুমি যে প্রেমেরই হেম,
অতৃপ্ত মনের যেন এক অধরা বাসনা।
তোমায় নিয়ে কবির ভাবনায়,
একটি গাথা রচে নিজ আশনা।
রক্তকরবী তুমি যে গভীর ব্যথা,
হৃদয় ফুঁড়ে রক্ত ঝরার তাগিদে।
তবু ফুরায়নি তোমার নেশা, মনের আশ,
ওহে প্রেম, তুমি একটি রক্তকরবী রেখো মোর সমাধিতে।।
শিশির ঝরছে – সুমিতা চৌধুরী
শিশির ঝরছে, পড়ছে ঘাসের ডগায়,
কেউ কি কাঁদছে অবোধ নীরবতায়?
চাঁদের ঐ চোয়ানো পেলব নীলে,
যাচ্ছে কি তার ব্যথার বিষ মিলে?
শিশির ঝরছে, পড়ছে ইতি উতি,
মনের দুয়ারে কড়া নাড়ছে স্মৃতি।
রাতের শরীরে তারাদের রোশনাই,
আর মনের মাঝে বিদায়েরই সানাই!
শিশির ঝরছে, পড়ছে শার্সিতে,
মন কি কাউকে খুঁজছে নিজ আরশিতে?
হায়রে মন, কেবলই হারিয়ে খুঁজে মরে,
বেঘর হয় এ জীবনে বারে বারে!
শিশির ঝরছে, পড়ছে লতায়-পাতায়,
শেষ গল্প কেউ লিখছে বুঝি খাতায়।
রজনীগন্ধা তাই গন্ধ দিচ্ছে ঢেলে,
কার জীবন তরী যে ছুটছে ত্বরায় পাল তুলে।
শিশির হাসছে, ভোরের সোহাগী রোদে,
লক্ষ হীরের দ্যুতির অম্লান জেদে।
রাত পুহিয়েছে, ফুরিয়েছে নয় একটি জীবনের গল্প,
নব-প্রভাতের নব-প্রকাশে নবজীবন যে সাজছে আবার অল্প-স্বল্প।।
জীবনের নীতি – সুমিতা চৌধুরী
কিছু বুকের ভাঁজে
পরতের পর পরতে জমা হয় নীল ব্যথা,
ধীরে ধীরে তা পরিণত হয় জমাট পাথরে,
সেখানে সুখেরা কখনো আসে না পথ ভুলেও।
সুখ তো ক্ষণিকের অতিথি,
যেন রঙবেরঙের পালক,
আপনমনে ভেসে বেড়ায় হাওয়ায়।
মুঠোয় ভরতে গেলেই দোমড়ায় মোচড়ায়,
ঝরে পড়ে অচিরেই।
সেই পালকরা কি কঠিন পাথরের বুকে মানায় কখনো?
জীবন নাকি সুখ দুখের সমাহার,
তবু দুটি আলাদা সরলরেখায় চলে,
কখনো এসে মেলে না একই পথে!
ঠিক তেমনই,
জীবন পথে হাঁটে কতো না মুখের মিছিল,
চেনা অচেনার মিশেলে।
কতোই না তাদের বৈচিত্র্য,
কতো না রঙের বাহার,
তবু সব রঙ মনের জমিতে দাগ কাটে না,
ফিকে হতে হতে মিলিয়ে যায় চিরতরে।
শুধু কিছু মুখ রয়ে যায় চেতনার গভীরে,
যেন তাদের রঙ মিশে যায় মন- মননে,
তারাই হয় ভাস্বর,
অবিস্মরণীয়, হাজার মুখের ভিড়েও।।
শীত সকাল – সুমিতা চৌধুরী
লেপের আদরে, কুয়াশার চাদরে,
আধো ঘুমঘোর ভাঙে শীত সকাল।
দাওয়ায় মিঠে রোদ এক্কা দোক্কা খেলে,
গাছিরা নিয়ে ফেরে খেজুরের মিঠে রস,
ধোঁয়া ওঠা পেয়ালায় জীবন খোঁজে উষ্ণতা।
ঘাসে ঘাসে তখনও লেগে থাকে শিশিরের পরশ,
সোনা রোদে লক্ষ হীরকের সাজে।
আড়মোড়া ভেঙে জেগে ওঠে পল্লী,
জাগে নিজ কর্মব্যস্ততায় নগরজীবন।
কোথাও পিঠে পুলির মিঠে আঘ্রাণ,
ছড়ায় আমেজ ছুটির বার্তায়।
শিরশিরে বাতাস বয় ক্ষণে ক্ষণে,
বনভোজনের আসর জমে ইতি উতি,
কত শত চেনা অচেনার ভিড় জমে তাতে।
উনুনের আঁচে জ্বাল দেওয়া রসের ঘ্রাণে,
মৌমাছিদের মৌতাত জমে,
রঙ বেরঙের প্রজাপতির মেলায়,
মনও যেন সাতরঙা পাখনা মেলে।।
নবান্ন – সুমিতা চৌধুরী
নিঙোনো উঠোনে আল্পনার সাজ
উৎসবের আঙিনায়,
প্রথম নতুন ধানের নৈবেদ্য,
নিবেদিত হয় দেবতার পায়ে।
হেমন্তের সোনালী ফসলের অর্ঘ্যে,
পালন হয় নবান্ন।
সন্তান যেন থাকে সদা দুধে ভাতে,
এই একান্ত কাম্য।
আত্মীয় পরিজনে মুখরিত হয়
এই মধুর পার্বণ,
চাষীদের এই খুশির পরবে,
তারা মন-প্রাণ করে অর্পণ।
হাজারো ব্যঞ্জনে সেজে ওঠে
মা লক্ষ্মীর নৈবেদ্যের ডালা,
সাধ্যমতো সকল আয়োজনে
নিষ্ঠা ভরে হয় নিয়ম পালা।
কোলাহল মুখর এই উৎসবে
বিভেদের নেই ঠাঁই,
জাত, ধর্ম, দীনতা ভুলে,
মিলন মেলায় মেলে সবাই।
মনের মাঝে ওঠে সবার
খুশিরই হিল্লোল,
শিশির ঝরা হেমন্ত মাঝে
“নবান্ন” যে প্রাণেরই বোল।।
মন কথাদের পাড়া – সুমিতা চৌধুরী
কথার শরীরে বাড়ছে এক মন,
আলতো আদরে জাগছে ধীরে ধীরে।
মিহি বরফের কণার মতোই,
কথারা যেন পড়ছে ঝরে ঝরে।
ফিসফিসিয়ে আলাপ সারছে কানে কানে,
যেন পিয়ানোর মিঠে টুংটাং সুরে।
আলগোছে কিছু সুর যাচ্ছে ভেসে,
দূর থেকে দূরে, আরো দূরে, বহু দূরে।
মন সেই তালে ভাসিয়েছে তার শরীর,
বহু বিভঙ্গে নাচছে যেন তার তালে।
যেন সভা জুড়ে বাজছে এক কনসার্ট,
মঞ্চ মধ্যে মধ্যমণি মন নাচছে দেখো ব্যালে।
টুপটাপ ঝরছে, পড়ছে, কথা ইতি উতি,
যত্নে চয়ন করছে তাদের মন।
নরম হাতের পেলব স্পর্শে,
বিনি-সুতোয় গাঁথছে মালা সে অনুক্ষণ।
কথার শরীরে বেড়ে উঠেছে মন,
কথারই মালা পরেছে আপন গলে।
জমেছে মন কথাদের এক নিরালা সন্ধ্যা,
যেখানে চাঁদের আতরে, ভালোবাসা ভেজা রাতও শরমে যাচ্ছে গলে।
মন কথাদের সে পাড়ায় আজ আমার নিমন্ত্রণ,
উপহারে এনেছি মেঘ বৃষ্টির আলাপন।
এসে দেখি কথার জোনাকে বইছে মন-ঝর্ণা,
হারিয়েছি আমি সেই আবেশ বিভোরে, জানি না কখন!!
সুমিতা চৌধুরী | Sumita Choudhury
Top Bengali Poetry 2022 | সুশান্ত সেন | কবিতাগুচ্ছ
New Bengali Story 2023| লোকের কথা | মনসুর আলি
New Bengali Poetry 2022 | কবিতাগুচ্ছ | নীলমাধব প্রামাণিক
New Bengali Article 2023 | বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই
Bangla Kobita Abritti Songs | Mixed Kobita Bengali Kobita | Sound of bangla kobita lyrics | Sound of bangla kobita in english | Sound of bangla kobita mp3 download | bluetooth bandopadhyay kobita | bratati bandyopadhyay kobita lyrics | bratati bandopadhyay kobita mp3 download | Bangla Kobita Abritti | Best Bangla kobita MP3 Songs | Kobor Bangla Kobita.mp3 | Hits of Bratati Bandopadhyay | Bangla kobita music | Bangla Audio Book | Esho Abritti Kori | Bengali Recitation | Kobita Lyrics Poetry In Bengali | Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Status of Bengali Poetry 2024 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books
Status of Bengali Poetry pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Status of Bengali Poetry Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2023 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2023
story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2023 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Status of Bengali Poetry | Status of Bengali Poetry – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield
spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | English Literature | Status of Bengali Poetry examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | Status of Bengali Poetry Ranking | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life
Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | New Status of Bengali Poetry | Writer – Status of Bengali Poetry | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Archive – Status of Bengali Poetry | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Status of Bengali Poetry | Best Poems of Modern Bengali Poets | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf
Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live Status of Bengali Poetry | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video
Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Kabita Archive Library | New Bengali Poetry House | Full Bengali Poetry Collections PDF | Library of Bangla Kobita | Bengali Poetry and Story | Bengali Poetry Writing Competition | World Record of Bengali Poetry Writing | Peaceful Poetry | Online High Trend Bangla Kobita Selection | High Trend Bangla Kobita translation in english | High Trend Bangla Kobita | High Trend Bangla Kobita for instagram | romantic bengali poem lines | bengali short poem lyrics