New Bengali Poetry 2022 | কবিতাগুচ্ছ | নীলমাধব প্রামাণিক

Sharing Is Caring:
BENGALI POETRY
Bengali Poetry

সম্পর্ক [Bengali Poetry]

এখানে কোন সম্পর্কই চুড়ান্ত নয়
দায় বা দায়িত্ব বোধে
হয়তো কিছুটা কাল বাঁচে ।

দীর্ঘস্থায়ী হবার কোন সীমারেখা নেই ।

আজন্ম চাইনি এ জীবন
বৃথা এ মল্লভূমে এসে।

কখনো চাইনি ঠেকে ঠেকে
বয়ে যাক এ সজল ধারা ।

অস্ত্রহীন রণাঙ্গনে
থরোথরো ভিতু এক প্রাণ
বজ্র আঁটুনি থেকে পেতে চায় ছাড়া ।

বিস্মিত বিষময়
আকাশে বাতাসে
অদৃশ্য অসংখ্য চোখ রেখেছে পাহারা ।

আলোর উল্টো দিকে [Bengali Poetry]

একটি লতানো গাছও
এগিয়ে যায়
যে দিকে আলোক রেখা ।

তার চেয়ে
যথাযথ এই
সে ও তার পথ খুঁজে নেয় ।

আমরাও পাই বটে
কম বেশি আলোর হদিস ।

তবে আমাদের
তার বিপরীতে এগোবার
বড় বেশি ঝোঁক বরাবর ।

আচ্ছা তা হোক
আলোর উৎস মুখ ছেড়ে
উল্টো দিকেই যাওয়া যাক তবে ।

মানুষের মতো [Bengali Poetry]

না বলেও এতো কিছু বলা যায়
বলা সম্ভব বলে

তবু কেন এতো কথা বলছি !

পায়ে পা মিলিয়ে মিছিলে মিছিলে
ভীম নাদে দরাজ হৃদয়ে
হাঁক পাড়ছি ।

প্রতিবাদে পথে নামা
এতো লোক এতো মানবিক মুখ
নিশ্চয়ই সম্ভ্রান্ত বা ভদ্দোর হবে ?

ভিড়ের ভিতরে বহু চেনা মুখ

ভেবে পাই না তারা
ঠিক এই ভাবে মানুষের পাশে

মানুষের মতো দাঁড়িয়েছে কবে !

এই চলাচলে [Bengali Poetry]

হিড়িকে হড়কে যাই তুমি আর আমি
চলার পথের বাঁকে আচমকা থামি ।

ভীড় ঠেলে ভীড় ঠেলে খুঁজি মনোবল
এখন যদিও তবু খানিক সচ্ছল ।

এখানে ওখানে পেতে নির্লজ্জ হাত
কখনো ফেরে না ঘরে নিজের বরাত ।

রাতের গভীরে রাত রোজই ডুবে যায়
নিজেরই অজান্তে চাঁদ নিজেকেই চায় ।

সমুদ্র ভেসে যায় গহীন অ- তলে
নিজেই পড়েছ হায় নিজের কবলে ।

কবির কবিতা কাঁপে খেরোর খাতায়
তোমার সম্পর্ক বাধা লতায় পাতায় ।

তুমি আর আমি ফিরি হাওয়া কেটে কেটে
দু পারে দুজন রেখে সূর্য যায় হেঁটে ।

চলা জানলে [Bengali Poetry]

সভ্যতা হেঁটে যাচ্ছে বারুদ গন্ধ মেখে
অসহিষ্ণু পায় ।

সবুজ ধ্বংস করে
দেশ কাল সময়ের সীমানা পেরিয়ে।

ভাঙা গড়ার নিমগ্ন নির্মাণে
এগিয়ে চলেছে সে
স্তোক রুমালে মুছে নির্মম স্বেদ ।

এখন কোথাও
দু’দন্ড থামতে চায়
যদিও তার থামা দরকার ।

যাইহোক চলা জানলে
একটু আধটু থামা ও জানতে হয় ।

তবু তার যেতে ও যে হবে
যেতে হবে ভাঙা গড়ার আপন নিয়মে ।

ভাঙা গড়ার খেলা [Bengali Poetry]

নিজেকেই নিজে নিজে ভাঙি আর গড়ি
হয় না তেমন ঠিক কিছু আহামরি ।

ভাঙাটা সহজ নয় গড়া ও কঠিন
ঘামাই না যতো কেন মাথা রাত দিন ।

গড়তে গেলেই পিছে লেগে যায় ফেউ
বাঘা বাঘা কেঁদো বাঘ ডাক ছাড়ে ঘেউ ।

যদিও খানিক গড়ি গঠনে গলদ
শিং নেড়ে তেড়ে আসে দুয়ারে বলদ ।

আবার ভাঙতে থাকি গড়ার আশায়
সহসা ঝোরের জল এলাকা ভাসায় ।

এলাকা ভাসতে থাকে ডুবে যায় মাথা
ক্ষমতা কায়েম করি এমাথা ওমাথা ।

ভাঙার রকম ফেরে শিল্পের পোঁচ
নিই না নিজের হাতে কোনও উৎকোচ ।

ভাবি আর মরবো না [Bengali Poetry]

ভাবি আর মরবো না
মরবো না কোনোদিন ।

তবুও মৃত্যু হয়
বারংবার
বৈভবের কাছে ।

আবার
নতুন করে বাঁচি ।

চোখ মেলে দেখি
পৃথিবীটা কতো সুন্দর ।

ভাবি
আর মরবো না

মরবো না কোনোদিন ।

তালুকদার [Bengali Poetry]

সাত তালুকের বাবু তরু তালুকদার
তেলিয়ে ওঠেন ডাকলে বাবু তার ।

তাই তাকে সব বাবু বলেই ডাকে
নিজেকে ঠিক গুছিয়ে নিতে
তেল দিয়ে যান তাকে ।

তখন তিনি মেজাজটা পান ফিরে
স্তাবকরা তো চারিদিকে তার ঘিরে ।

তাতেই বাবু আহ্লাদে আটখানা
অসীম আকাশ হাতের মুঠোয়
এলিয়ে দেন ডানা ।

তরু বাবুর সে দিন গেছে চলে
সকল কিছু যায়নি তাকে বলে।

রমরমা নেই নেই সে তালুক আর
আছেন বটে তরু তালুকদার ।

উল্টো পথে [Bengali Poetry]

এখন আমি উল্টো পথেই হাঁটি
এখনও যেখানে মানুষ হাঁটেনি
লাগেনি ধোঁয়ার কষ ।

রাসায়নিকের প্রলেপ পড়েনি
গোছানো জীবন হৃদয় ভরেনি
প্রকৃতি মানেনি বশ ।

একটু আধটু সবুজ সবুজ মাটি
শুদ্ধ বাতাস আকাশটা ঝকঝকে
জীবনটা ও অনায়াস নিরলস ।

সেভাবে আর হই না শহর মুখো
যন্ত্রণাময় যান্ত্রিকতায় মোড়া
ভূলুণ্ঠিত হয়েছে বীররস ।

সে বীর কোথায় আবির মাখা সঙে
স্থবির এখন বীরের ভূমিকায়
চারদিকেতে গড়ায় হাস্যরস।

মেঘের দুয়ারে ঘরে [Bengali Poetry]

মেঘের আদরে মেঘ আহ্লাদী হলে
দু-এক ফোঁটার পর
কি যেন কি হয় ।

উদোম বাতাস কাঁপে মাথার উপর ।

দু হাতে ছড়ায় কেউ
শেষ সঞ্চয় ।

সঞ্চয় বলে কি কিছু –
কখনো কি ছিলো !

তাছাড়া সেভাবে কিছু
 – থাকার কি কথা ?

মরমী বাউল ক’ টি
কথা গেয়ে দিলো ।

গান বাঁধা মানুষের হ্লাদিনী গলায়
ছোটে অফুরান স্রোত ।

বাঁধা ঘরে কতো কতো বাধা
বাঁধা সুর করে যায় খেলা ।

মেঘের
দুয়ারে ঘরে বয়ে যায় বেলা ।

দ্বান্দিক [Bengali Poetry]

পায় পায় আশি আহ্লাদে ভাই
হাসি টাসি আর ধরে না
যদিও আমার পদক্ষেপে আর
ঠিকঠাক পা পড়ে না ।

পায় পায় আশি জোর করে তাই
হাসছি ভীষণ কষ্টে
জানিনা অদূরে রয়েছে কি লেখা
এই টুকু অদৃষ্টে ।

পড়শির সাথে কদাচিৎ দেখা
হয় টয় খোলা জানালায়
ঘোরাফেরা শুধু সীমার মধ্যে
লাঠি আর আমি তিন-পায় ।

পায় পায় আশি পেরিয়ে যাচ্ছি
সময়ের ফাঁক গলে
তাই কি জড়তা হঠাৎ হঠাৎ
না বলে আসছে চলে ।

পায় পায় আশি ছেলেরা প্রবাসী
গর্বে ফুলেছে বুক
দাঁড়িয়েছে পায় অঢেল উপায়
অসুখে এটাই সুখ ।

পড়শিরা চায় মনেপ্রাণে ঠিক
আমাদের মতো হতে
তবে আমি আর চাইবো না গো
তার চাওয়া কোনোমতে ।

বেলা পড়ে এলে তেপায়া টেবিলে
রোদ এসে পড়ে প্রায়
ইমেইলে লিখছি ভালো থাক তোরা
মনে মনে বলি ফিরে আয় ।

মন [Bengali Poetry]

মন তোর সাথে জড়িয়ে পড়েছি প্রেমে
তাই কারো ভালো বাসি না
তোর সুখেতেই ভাসতে থাকি অন্যের
সুখে আর হাসি না ।

তোর চাওয়াতেই চাইছি সকল কিছু
অন্যের তরে কিছু চাই না
তোর সুখেতেই আমার সকল সুখ
তবুও তোর নাগাল খুঁজে পাই না ।

মন তোর ডাকে তাকাই পিছন ফিরে
চমকে তাকাই একটুখানি থেমে
জড়াইনি আর মানবতার জন্য তেমন
মহৎ কোন ঐশ্বরিক প্রেমে ।

মন তোকে নিয়ে আজন্ম এক মায়া
বিছিয়ে রাখি দিব্যি আমরণ
যে যাই বলুক তোর জন্যে শুনতে রাজি
তাতে যদি তুই খুশি হোস মন।

আবহ [Bengali Poetry]

কে কাকে বেড়ায় বয়ে
বেয়াড়া এ কালে

কোন খাতে বয়ে যাবে কে
কে জানে কে বোঝে

কে যে কার বোঝা হয়ে
ভার-বোঝা হবে

তার ও হদিস নেই
তাবৎ জগতে

কতদূর বয়ে যাবে কে যে
থামবে কোথায়

বেলা বয়ে যায় যাবার সময়
হাওয়া খুব এলো মেলো ।

ছায়াময় [Bengali Poetry]

নিজেকে ছাড়িয়ে গেছে
দ্বিগুণ ছাপিয়ে
এই

আবছায়া ঢ্যাঙা অবয়ব ।

বেলা শেষে কমে আসে বাড়
ছায়াময় ম্রিয়মাণ
হয়

এদিকে তখন বেলা ও কাবার ।

কে কাকে ছাপিয়ে যায় কবে
ছাপ রেখে খাপছাড়া
তার

পড়ে পাওয়া ক্ষণিক জীবনে ।

আঠারোর মন [Bengali Poetry]

আজ আঠারো র মন ভালো নেই
কাজ কাম নেই হাতে
দিশাহীন হয়ে ইতিউতি ছোটে
রোজগার বাৎলাতে ।

কেউ দিশা দেয় কচুরিপানা র
শুভ্র কাশের শিষে
চপ শিল্পের বিকল্প পথের
যাঁতাকলে যায় পিষে ।

পড়ালেখা শেষ পকেটে অভাব
কাজ নেই তল্লাটে
সেটাও কঠিন চপ ফুলুরির
দোকান সাজানো হাটে ।

ঘুগনির হাঁড়ি মাথায় তোলার
বার্তা আসছে ভেসে
তবে তাই হোক শুরুয়াত করি
জয় বাংলার দেশে ।

নীলমাধব প্রামাণিক | Nilmadhab Pramanic

New Bengali Article 2023 | অযোধ্যা গ্রামে প্রাচীন জমিদারদের আশ্চর্য স্থাপত্য নিদর্শন

Loukik Debota Masan Thakur | লৌকিক দেবতা মাশান ঠাকুর | 2022

Best Tattoo Machine 2023 | ট্যাটু মেশিনের ক্রমবিকাশ | প্রবন্ধ ২০২৩

Travel Story 2022 | আমার বেড়ানো | পণ্ডিচেরী | মহাবলীপূরম | তিরুপতিধাম | কন্যাকুমারী

story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder

Leave a Comment