Top Bengali Poetry 2022 | সুশান্ত সেন | কবিতাগুচ্ছ

Sharing Is Caring:
BENGALI POETRY
Bengali Poetry

থাকি [Bengali Poetry]

কোনো প্রকারে বেঁচে থাকি
কেউ কাছে ডাকে না , কাছে আসে না
কেউ একটু রোদ্দুর ছুঁইয়ে যায় না
অশান্ত অভুক্ত অন্তরে
তবু বেঁচে থাকি
পড়ন্ত বর্ষায় স্নাত হয়ে
দ্রব হয়ে চেয়ে থাকি
অপার বিস্ময় নিয়ে।
চারপাশ দিয়ে অজস্র জলস্রোত প্রবাহিত হয়
কত দিকে যে তারা ধাবিত হবে
আগে থেকে কেউ বলে দিতে পারে না।
কে যে সেই প্রবাহিত জলধারার তীরে
বাসা বাঁধবে
কারা কারা বা বন বাদার উজাড় করে
তৈরি করবে শস্যক্ষেত্র
কে তার হিসাব রাখবে ?
কেই বা সময় হলে আদায় করবে
ঘর বাঁধার মাসুল
সে খবর একমাত্র ইতিহাসই রাখতে পারে।
পৃথিবী আপন ঘূর্ণনে ঘুরে চলে।
কোন নক্ষত্রের কাছে কোন গ্রহ
বাঁধা পড়বে নিয়মে বা প্রক্ষিপ্ত ভাবে
মহাজাগতিক শক্তিই কেবল তা বলতে পারে।
এর মধ্যেই কোনো রকমভাবে বেঁচে আছি ,
বেঁচে থাকি।

পুজো [Bengali Poetry]

পুজোর ঠিক আগে
যখন নতুন জামা কাপড় কেনার কথা হয়
তখন মনে পড়ে আমাদের
প্রমথনাথ বিজয়কৃষ্ণ এন্ড কোম্পানি এই
দোকানের কথা।
পিতামহ নিয়ে গেলেন সেখানে
জামা প্যান্ট এর মাপ দেওয়া হলো,
পেলাম তিন সেট মহালয়ার পরে পরেই
তার সাথে বাটা’র জুতো।
একটু ঢলঢলে আর একটু বড় মাপের
বাড়ছি যে আমরা প্রতি বছর বছর।
তাই গায়ে চড়িয়ে পুজোর কটা দিন কি আনন্দ
ঠাকুর দেখা ঘুরে ঘুরে,
প্যান্ডেল থেকে প্যান্ডেলে , দাদার হাত ধরে
যতক্ষণ না ক্লান্তি আসে।
এই ভাবেই পুজো কেটে যায়।

কোথায় [Bengali Poetry]

কোথায় যে যাচ্ছি কে জানে
একটু একটু করে
সভ্যতার বৃদ্ধি , জ্ঞান বৃদ্ধি
তার সাথে দুরন্ত গতি
অর্জিত দুই শতাব্দীতে।
দুরন্ত লাফ
এই লাফের ধাক্কা সামলে উঠে
কি দিয়ে যাচ্ছি
ভবিষ্যৎ প্রজন্ম কে
সেই ভেবে যেই একটু লেখার জন্য
কলম থুড়ি আঙ্গুল ছোঁয়াচ্ছি মুঠোফোনে
ওমনি বেড়াল টা বলে উঠল — ম্যাও।
চেয়ে আর দেখতে পাই না,
চোখে একটু ছানি পড়েছে
মনে হয়।

নবান্ন [Bengali Poetry]

প্রতিটি হৃদয় জুড়ে নতুনের আগমনী শুনে
মেতে ওঠে হেমন্তের কাল
হলুদ ফসল বোনে মাঠে মাঠে জ্বলন্ত বিকাল।
সফল শ্রমের শেষে জন্ম নিল শস্য ভরা মাঠ
দু চোখে তৃপ্তির ছায়া শ্রম সিক্ত কৃষক ললাট।
চাষী বউ চাষী বউ
তোমার হৃদয়ে ঝরে মৌ
এখন বরণ হবে নবীন শস্যের ডালা খানি
নবান্নের ঘ্রাণ নেবে প্রভাত সূর্যের নব বাণী,
পূর্ণ হবে আশা
দিকে দিকে মূর্ত হবে জীবন পিপাসা
প্রকৃতি ছড়িয়ে দেবে তাহার অনন্ত ভালোবাসা।
নবান্নের কাল
ভরাবে সকাল।

মুখ [Bengali Poetry]

তুমি দেখ মুখ আয়নায়
আমি দেখি মুখের রেখাটি
আয়না ত কত কথা বলে
কথাগুলি হয় শেখা কি !

আমি দেখি আকাশের রং
তুমি দেখ রান্না ঘরটি
ঘর না থাকলে আকাশ
ঘোলা রং মাখা নয় কি !

জীবন্ত আগ্নেয়গিরি কে
দূর থেকে দেখতেই হয়
কাছে গেলে ছাই ও লাভারা
আনে ঠিক প্রাণ সংশয় ।

মুখ তাই বিচিত্র বেজায়
নানাবিধ শব্দ দিয়ে ভরা
ভ্রুকুটি ও মান অভিমান
প্রকাশিলে যায় না যে ধরা।

মনটা [Bengali Poetry]

মনটা এখন ভালো নেই
এখন আর মনটা ভালো থাকে না কখনো
কেন না মনটার ভেতর ভারি ভারি পাথর ঢুকে গেছে
আর মনটা পাথর গুলো গিলে ফুলতে ফুলতে
এক সময় স্থবির হয়ে গেছে ।
সে কি করবে, কোন দিকে যাবে, কেন করবে
কিছুই বুঝতে না পেরে
গাছ তলায় একা একা বুড়ো দাদুটির মত
বেঞ্চিতে লাঠি হাতে বসে আছে।
পাতা ঝরে পড়ছে
দিনের আলো নিভে আসছে
মনটার দুই চোখ ভাষাহীন অব্যক্ত বেদনায়
ডুবুরি ছাড়াই সমুদ্রের স্রোতে ভাসমান।
কখন সে ডুবে যাবে জীবনের গোপন কুঠুরিতে
সে জানে না।

শব্দ [Bengali Poetry]

অনেকদিন পর শুনলাম বৃষ্টি পড়ার শব্দ, মনের মধ্যে, অবিরাম ঝরে ঝরে পড়ছে, বাধাহীন । তার ভেতর মিশে আছে দৈনন্দিন দিনযাপনের গ্লানি, উদাসী হাওয়া। কি যেন চাই, যা আমাকে পেতেই হবে, সেই খোঁজে কখন যেন এসে পড়লাম তোমার বাড়ির দোরগোড়ায়। দরজা বন্ধ, মন্দ মন্দ বাতাস বইছে । কান্না ভরা সুরে কখন যেন বাঁশি বাজিয়ে গেল ফেরিওয়ালা। এদিকে কারা কারা যেন তোমার দরজায় কড়া নাড়ছে, নেড়েই চলেছে যদিও তুমি কোনো উত্তর দিচ্ছ না আর অন্ধকার ভেঙ্গে উড়ে যাওয়া পতঙ্গরা আলোর দিকে এগিয়ে চলেছে। তখন ভেসে এলো তোমার গায়ের গন্ধ, বৃষ্টির গন্ধ, আর বৃষ্টির শীতল ধারা তোমার ভেজে যাওয়া পা ছুঁয়ে চলে এলো আমার হাতের মুঠোয়। একটু একটু করে বৃষ্টির শব্দ শুনতে পেলাম।

প্রণয় [Bengali Poetry]

জীবন খুঁজে খুঁজে ফেরে প্রণয় অদ্ভুত প্রণয়
দিবাভাগে সায়াহ্নে বা যখনই হয়েছে সময়
অঙ্কুরিত হয় প্রেম সুপ্ত এক দগ্ধ কামনায়
মনোমুগ্ধ গ্রীবাভঙ্গী ঘোরে ফেরে শৃঙ্খলিত পায়
অর্ধেক হৃদয় চায় অর্ধেক হৃদয় নিয়ে নেশা
সঙ্কটের ছায়া নিয়ে সম্পূর্ণ হয়েছে মেলামেশা।
কে তাকে ডেকেছে কাছে কে করেছে অর্ঘ্য নিবেদন
পৃথিবীর অর্ধরাত্রে প্রস্ফুটিত হলো কি জীবন।
অদ্ভুত প্রণয় সে যে অদ্ভুত প্রণয় দিয়ে ঘেরা
নেবে কি নেবে না কাছে দ্বন্দ্ব করে রিক্ত মানুষেরা।

এপাড়া ওপাড়া [Bengali Poetry]

এ পাড়ার জগাই মাধাই
ও পাড়ার পাগলা খুড়ো
কালে কালে সময় গেলে
হল যে অনেক বুড়ো।
সকালে দাঁত কটকট
বিকেলে সর্দি কাশি
কাশছে বেদম জোরে
কখনো দিচ্ছে হাঁছি,
তখনো রাত আসেনি
সবে তো সন্ধ্যে হবে
বাঁধলো বেজায় সে গোল
পাড়া কাঁপে হট্টরবে;
রাস্তায় জগাই মাধাই
আর ছিল পাগলা খুড়ো
সারা গা গরম জামায়
পড়েছেন ধরা চুড়ো।
আলোয়ানে গা’ টি ঢাকা
মাথাতে বাদরে টুপি
চলেছে নাদুস নুদুস
যেন দুই বহুরূপী,
সকলে হাসলো দেখে
রাগলো দুটোই বুড়ো
মাঘ মাসে শীতের রাতে
খুললো ধরা চুড়ো।

চিল [Bengali Poetry]

উড়ছিল চিল শিকার ধরার খোঁজে
শান্তিতে নেই, ক্ষুধার অন্ন খোঁজে।
জলাধার ঘেঁষে রঙিন ফুলের মেলা
খরগোশ শিশু সেখানে করছে খেলা,
দেখছিল চিল ভাবছিল মনে মনে
কি করে ধরবো, ছো মারবো কোন ক্ষণে।
চিল ও আকাশ তখন যায় না চেনা
খরগোশ শিশু সেকথাই জানে না।

মুছে ফেল [Bengali Poetry]

মুছে ফেল স্মৃতি
বারো ঘর একটা উঠান
মুছে ফেল সারি সারি জ্যোৎস্না অনেক
পদ্মা নদীর চর
এবং খানিক বীভৎস স্মৃতিতে ঘেরা
অনুশাসনের সব কঠোর নির্দেশ।
মুছে ফেলা যায় নাকি ?
জীবন বড়ই দয়াহীন মায়াহীন
বারবার জ্যোৎস্না ভেঙে নিয়ে আসে
কঠিন মরণ,
প্রাচীন দানব, ছিঁড়ে ফেলে নাড়ি,
অসহ্য বেদনা নিয়ে পাশ ফিরে দেখি
সূচিভেদ্য অন্ধকার।
মুছে ফেলো স্মৃতি গুলি জীবনের থেকে
একটু খানিক।
মুছে ফেলা যায় না কি !!

চলা [Bengali Poetry]

আমার সাথে চলতে চাও ত চলো
চলো আমরা মুছে ফেলি কালিমাকে
এক টুকরো রোদ্দুর নিলে হাতে
হাত নতুন করে জেগে উঠবে নিশ্চয়ই।
জাগা ভালো , সজীবতাও ভালো
ভালো মাঠে গজিয়ে ওঠা ধান্যক্ষেত্র
জল সিঞ্চিত।
চলা হোক স্বাধীনতার চলা।

তুমি [Bengali Poetry]

তুমি আকাশে তুমি বাতাসে
তুমি উত্তুঙ্গ পাহাড়ে তুমি প্রকাশে
তুমি জলে তুমি স্থলে
তুমি প্রজাপতি দলে
তুমি কবীরের দোঁহাতে
তুমি প্রেমে তুমি রাতে
তুমি ডাইনে তুমি বামে
তুমি প্রেমপত্র ভরা খামে
তুমি ভাঁটায় তুমি উজানে
তুমি থাকো পাশার দানে
শুনেছি তুমি সর্বত্র
পরিব্যাপ্ত !
সেই তুমি টি কে? তুমি কে?

মেঘ ও রাখাল [Bengali Poetry]

কোথায় হারিয়ে যায় মেঘ ও রাখাল
কোথায় হারিয়ে যায় হাওয়া
মনের মত ত কেউ
বানায় না নরম মাংসের ঝোল অথবা পায়েস
ভ্রাতৃদ্বিতীয়া এসে গেছে।
এখন সকালে মনের ভেতরে কে যেন ঢুকে পড়ে
ছাই দিয়ে চাপা দেয় নিয়ত আগুন
জিলিপির প্যাঁচ মেরে কারা যেন
সভ্যতা খোঁচায়।
শিক মেরে আগুনের তাপ
বাড়াতেই থাকে।
এই কালে মেঘ ও রাখাল মাঠে চরায় না ধেনু
মেখে দেওয়া জাবর কাটছে
বিষণ্ণ বিকেল।
শাশ্বত প্রেমের কাছে বাঁধা নেই
মেঘ ও রাখাল।

সাত পাঁচ [Bengali Poetry]

সাতেও নেই পাঁচেও নেই
নেই ধরা দেওয়া জ্যোৎস্নায়
আমি জিলিপির প্যাঁচ হয়ে আছি
কে কি বললো আমার থোড়াই এসে যায়।
আমি মহান ও নই, নই বিদূষক
ফাঁপিয়ে ফাঁপিয়ে চলা, এ আমার সখ
আমি সর্ব ঘটে কাঁঠালি কলা
বিস্তর জানি ছলা কলা।
যত চেষ্টা কারো ছুটে পারবে না কিছুতেই
ডিল তরঙ্গ তুললেও
একটু পরেই পুকুর – জল নিস্তরঙ্গ হবেই।

খোঁজ [Bengali Poetry]

কিসের খোঁজ করছেন বাবুমশাই
সাত সমুদ্র পারে, সবুজ দ্বীপের না মায়াবী রাক্ষসের ?
কেটে যাচ্ছে বেলা, কেটে যাচ্ছে রাত্রি
উদয়াস্ত খেটেও সন্ধান পাওয়া যাচ্ছে কি কুমারী মাতার !
জল বলে চল — বলে এগিয়ে যায় সময় ।
কুঁড়ে ঘরে স্বপ্ন দেখতো দুধকুমার,
স্বপ্ন দেখতো অচিন দেশের, অচিন গাঙের
স্বপ্ন দেখতো বেলাভূমিতে কুড়িয়ে পাওয়া শঙ্খ
নিয়ে পেরিয়ে যাচ্ছে একের পর এক
সাত সমুদ্র তেরো নদী।
স্বপ্ন দেখতো রূপকুমারীর বুকে জড়িয়ে দিচ্ছে
সাত ভরির হার, অচিন শঙ্খ ।
সবই গেল বিফলে।
এখন কি অমাবস্যা! অমাবস্যা তো চাঁদ হীন ।
খোঁজ কি করা যায় এই চাঁদ হীন রাত্রে
সবুজ দ্বীপের বা মায়াবী রাক্ষসের ?
সেই প্রশ্ন নিয়ে জেগে আছে সন্ধ্যা
অপেক্ষা করছে সময়ের।

মরীচিকা [Bengali Poetry]

সারাটা জীবন ধরে সন্ধানে রত
সারাটা সময় খালি হয়েছি বিব্রত
কোথায় সে সিন্ধুদেশ দিগন্ত প্রসার
মুক্ত চিন্তা অবিরত, মুক্ত সব দ্বার,
জীবনের জয়গান বিজ্ঞানের বাণী
তুচ্ছ করে যশ অর্থ, কাছে নেয় টানি
নব নব প্রশিক্ষণ, তরুণের গানে
উদ্বেলিত হয় সত্য। ঐকতানে
বেজে ওঠে জীবনের নতুন ভৈরবী,
সুখ স্বপ্নে দীপ্ত হয় দিনান্তের রবি।
সন্ধানে সন্ধানে ক্রমে বেড়ে যায় বেলা
মরু দেশে মরীচিকা আনে তার খেলা।
সারাটা জীবন তাই সন্ধানেই রত
সাফল্য কামনাই জীবনের ব্রত।

বেনামে [Bengali Poetry]

কে যেন দরজায় কড়া নেড়ে বলে গেল
এই বাড়িটার মালিক ত তুমি নও,
তাহলে চারপাশে বেড়াই বা দিলে কেন,
কেনই বা সাজিয়ে তুললে গোলাপ বাগান!
সেই থেকে চুপচাপ বসে ভাবছি সম্পত্তি,
আমার সম্পত্তি কি করে বেহাত হয়ে গেল
কি করেই বা আমি যুধিষ্ঠির এর মত রাজ্যচ্যুত হয়ে গেলাম।
এখন কি বনে বনে ঘুরে বেড়াতে হবে বারোটা বছর।
এদিকে শুনতে পাই জবর দখল করে কিছু দিন
কাটিয়ে দিলে পারলে, একটু আঙ্গুল
বেঁকালেই পরচা নিজের নামে করে নেওয়া যায় ।
এই রকম নিয়মই নাকি প্রচলিত ।
নামে বা বেনামে কি এসে যায় ।

আমরা [Bengali Poetry]

আমরা সর্বনাশ ডেকে এনেছি ।
আমরা শহরের পর শহর বানিয়ে চললাম
বড় আরো বড়, পাশাপাশি গিঞ্জি গিঞ্জি অট্টালিকা
নিজেরাই নিজেদের তারিফ করলাম
চলো প্রতিযোগিতা দুবাই বড় না সাংহাই,
ঠুসে দিলাম কোটি কোটি মানুষ কে এক ছাদের তলায় ।
বানিয়ে ফেললাম মানুষ মারার বোমা আর হাতিয়ার,
হাসির কথা ভাবলাম যার কাছে যত মানুষ
মারার কল সে তত শক্তিধর ।
প্লাস্টিকে প্লাস্টিকে ভরিয়ে দিলাম দুনিয়া
আরো কত কি উন্নতি আর উন্নতি
এই ভাবে চলতে চলতে এখন ছুটি কাটাতে
নির্জনতা খুঁজি সাজানো বন – বাংলো তে
নাহলে সমুদ্র পাড়ের বেলাভূমিতে।
সেখানেও ছোবল মারছে ক্যাসিনোর হাতছানি ।
আর ফেরা যাবে না মাতৃক্রোড়ে
আর ফেরা যাবে না শীতল গাছের নীরব ছায়ায় !
বড় দেরি হয়ে গেছে
আমরা সর্বনাশ ডেকে এনেছি ।

খাবো কি [Bengali Poetry]

আমটা পেড়ে খাবো কি ?
তোমার পাড়ায় যাবো কি !
গাছে গাছে দোলে আমড়া
গন্ডার ছালে ঢাকা চামড়া,
কতদিন খাই না জামরুল
কামড়ায় পাছে ভীমরুল ।
কালোজাম খেতে চাই যে
নুন এতটুকু নাই যে,
পেয়ারায় আছে ভিটামিন
একটা দুটো খেয়ে নিন।
কাঠাল খেয়ে হই চিৎপাট
নেই কারো তাতে দিকপাত
উল্টো পাল্টা বকবক
হলো কেন তোর সখ ?

সুশান্ত সেন | Susanta Sen

New Bengali Article 2023 | অযোধ্যা গ্রামে প্রাচীন জমিদারদের আশ্চর্য স্থাপত্য নিদর্শন

New Bengali Article 2023 | প্রেমাবতার ঠাকুর হরনাথ ও সহধর্মিণী কুসুমকুমারী কথা

New Bengali Article 2023 | স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন

New Bengali Article 2023 | বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই

story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder

Leave a Comment