Short Biography of Sheikh Mujibur Rahman – S. M. M. Musabbir Uddin
বঙ্গবন্ধু’র জীবনী – এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
বাঙালীর ইতিহাসে এক বিস্মরণীয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতির পিতা। সংগ্রাম ও অবদানে নিজ নিজ জাতির মুক্তিদাতা হিসেবে মানুষের মাঝে অমর হয়ে আছেন আমেরিকার জর্জ ওয়াশিংটন, তুরষ্কের কামাল আতাতুর্ক, ভারতের মহাত্মা গান্ধী, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, কিউবার ফিদেল কাস্ত্রো প্রমুখ নেতা। আর বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রাম ও সাধনার মধ্য দিয়ে ইতিহাসের বরপুত্র হিসেবে মর্যাদা লাভ করেছেন। তার জীবনাদর্শে আমরা সংগ্রামী চেতনা ও কর্মনিষ্ঠার পরিচয় পাই।
১৯২০ সালের ১৭ই মার্চ বর্তমান গোপালগঞ্জ (তৎকালীন ফরিদপুর) জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। পিতার নাম শেখ লুৎফর রহমান আর মায়ের নাম সায়েরা খাতুন। তার শৈশব টুঙ্গিপাড়া গ্রামে কাটে।
ছোটবেলায় থেকে শেখ মুজিব ছিলেন চটপটে স্বভাবের। বাড়ির সবাই তাকে খোকা নামে ডাকত। তার ছিল অদম্য প্রাণশক্তি। নদীতে-খালে-বিলে ঝাঁপ দিয়ে, সাঁতরিয়ে সবাইকে মাতিয়ে তুলতেন। খেলাধুলায় বেশ ভালো ছিলেন। তিনি আবার প্রতিবাদী ছিলেন। একবার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে-ই-বাংলা একে ফজলুল হক ও মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ মিশনারী স্কুলে পরিদর্শনে আসেন। সবার হয়ে স্কুলের দাবিদাওয়ার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু। তার জোরালো বক্তব্য স্কুলটির সমস্যা সমাধান হয়ে যায়।
সাত বছর বয়সে শেখ মুজিব ভর্তি হন গিমাডাঙ্গা প্রাথমিক স্কুলে। পরে পিতার কর্মস্থল গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ১৯৪২ সালে ম্যাট্রিক পাস করেন এবং পরে ১৯৪৭ সালে ইসলামিয়া কলেজে বি.এ পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশুনা শুরু করেছিলেন। কিন্তু রাজনৈতিক কারণে তিনি পড়াশুনা ছেড়ে দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনই ছিল আপোসহীন রাজনীতি আর এজন্য তাকে সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৪ সালে তিনি পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদ এবং ১৯৫৫ সালে গণপরিষদের সদস্য নির্বাচিত অসংখ্যবার কারা বরণ করতে হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে শেখ মুজিব যুগ্ম হলে শেখ মুজিব গ্রেফতার হন। ১৯৫৯ সালে কারাগার থেকে মুক্তি পেলেও তাকে গৃহবন্দি করে রাখা হয়। হন। পূর্বপাকিস্তান সরকারের দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
৬ দফার দাবি উত্থাপন করেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৬ সালে ৫ ও ৬ ফেব্রুয়ারিতে লাহোরে এক সম্মেলনে এই ছয় দফা দাবি নিয়ে আসেন বঙ্গবন্ধু। এটাকে বাঙালীর জাতির মুক্তির সনদ বলা হয়।
৬ দফা দাবিগুলো হলো:
১) লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তান রাষ্ট্র-কে একটি ফেডারেশনে পরিণত করতে হবে; যেখানে সংসদীয় পদ্ধতির সরকার গঠন করা থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে।
২) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থাকবে কেবল মাত্র দুইটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে- যথা, দেশরক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গ-রাষ্ট্রগুলির ক্ষমতা থাকবে বাধাহীন।
৩) সারা দেশের জন্যে দু’টি আলাদা আলাদা, অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে।
৪) আঞ্চলিক সরকারের হাতে সকল ধরনের ট্যাক্স,খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত একটি নির্দিষ্ট অংশ সাথে সাথেই ফেডারেল তহবিলে জমা হবে। শাসনতন্ত্রে এ ব্যাপারে রিজার্ভ ব্যাংক সমূহ এর বিধান কার্যকর থাকবে।
৫) বৈদেশিক মুদ্রা ও বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা কার্যকর থাকবে। বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হারে যুক্তরাষ্ট্র জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা চাহিদা মিটাবে।
৬) আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র প্রতি রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গ-রাষ্ট্রগুলিকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে।
১৯৭০ সালের নির্বাচনই ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন । প্রাপ্তবয়স্ক এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন দু’দফায় যথাক্রমে ৭ই ডিসেম্বর ১৯৭০ এবং ১৭ই জানুয়ারি ১৯৭১ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান দু’টি দল হচ্ছে, পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ‘আওয়ামী লীগ’ এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন ‘পাকিস্তান পিপলস পার্টি’। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্যু ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা।
অপরদিকে, জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির প্রচারণার মূল বিষয়বস্তু ছিল- ‘শক্তিশালী কেন্দ্র’, ‘ইসলামী সমাজতন্ত্র’ এবং অব্যাহত ভারত বিরোধিতা। অন্যদিকে মুসলিম লীগ ও অন্যান্য ইসলামপন্থী দল বা গ্রুপ তাদের নির্বাচনী প্রচারে পাকিস্তান পিপলস পার্টির মতো ইসলামি সংবিধান, শক্তিশালী কেন্দ্র এবং ভারত বিরোধিতার উপর গুরুত্ব আরোপ করে।
১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওইদিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’
২৫ শে মার্চ রাতের আঁধারে ঘটে যায় পৃথিবীর নৃশংসতম এক হত্যাকাণ্ড। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধুর বাসভবনে মানুষের ঢল নামে। সন্ধ্যায় ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন। এ সময় বঙ্গবন্ধু দলের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে বৈঠক করেন। রাত সাড়ে এগারটায় শুরু হয় অপারেশন সার্চ লাইট। ইতিহাসের জঘন্যতম গণহত্যা পরিচালনা করে পাকিস্তানি হানাদার বাহিনী।
গণহত্যার রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আগে অর্থাৎ ২৬ শে মার্চ প্রথম প্রহরে রাত সাড়ে ১২ টার সময় বঙ্গবন্ধু ওয়্যারলেস যোগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্রটি পুনরায় পাঠ করা হয়। সারা বিশ্বে খবর ছড়িয়ে যায়, বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হতে চলেছে!!
গ্রেফতার হওয়ার পর থেকে দেশ শত্রুমুক্ত হওয়ার আগ পর্যন্ত বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে আমাদের দেশকে শত্রুমুক্ত করেন এদেশের সাহসী বীর মুক্তিযোদ্ধারা।
১৯৭২ সালে ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ দেশে ফিরে আসেন। নিজে দেশে ফিরে এসে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পূর্ণগঠনের কাজে লেগে থাকেন। তিনি কম সময়ের মধ্যে তিনি দেশকে পুর্নাঙ্গভাবে ফিরে নিয়ে আসতে পেরেছেন। তিনি যা যা করেছেন তা হলো:
১) নতুন সংবিধান প্রণয়ন ও কার্যকর করা
২) গণপরিষদ গঠন।
৩) পরিত্যক্ত কারখানাকে জাতীয়করণ।
৪) নতুন শিক্ষা নীতি প্রণয়ন।
৫) বিভিন্ন অবকাঠামো পূর্ণ নির্মাণ।
৬) প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ।
৭) নতুন অর্থনৈতিক পাঁচসালা প্রণয়ন।
৮) আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের অবস্থান।
এসব কার্যক্রম করেছিলেন ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত।
স্বাধীন বাংলাদেশে দুষ্কৃতিকারী কিছু সংখ্যক সামরিক আমলা, ক্ষমতালোভী দেশ বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায়ের সূচনা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কেবল ব্যক্তি মুজিবকে হত্যা করেনি, তার পরিবারকে নির্মম হত্যা করেছে। একাত্তরের পরাজিত রাজাকার আলবদর, পরাজিত পাকিস্তান এবং সাম্রাজ্যবাদের নীল নকশায় ইতিহাসের এই এটি ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। যার মাধ্যমে একটি রাজনৈতিক দর্শনকে নিশ্চিহ্ন করবার আন্তর্জাতিক জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড। এই ঘটনার মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বিরোধী। রাষ্ট্র কায়েম করে।
১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে।
মহাকাল ধরে বাঙালি তথা বাংলাদেশের মানুষ তাদের অবিসংবাদিত নেতা, জাতির জনক, বাঙালির প্রাণ বঙ্গবন্ধুকে স্মরণ করবে,
“যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।”
এস. এম. এম. মুসাব্বির উদ্দিন | S. M. M. Musabbir Uddin
Who Started Rakhi Bandhan | Best Article | Rupsankar Acharya
God Vishwakarma History | Avijit Pal | Best Article
Why 15th August chosen as Independence Day? | Probodh Kumar Mridha
Why do newborn baby cry after birth? | Probodh Kumar Mridha
sheikh mujibur rahman death | sheikh mujibur rahman family | sheikh mujibur rahman death reason | sheikh mujibur rahman daughter | father of the nation bangabandhu sheikh mujibur rahman | sheikh mujibur rahman family tree | sheikh mujibur rahman children | bangabandhu sheikh mujibur rahman paragraph | History of Bangladesh with Sheikh Mujibur Rahman | English Short Biography of Sheikh Mujibur Rahman | Short Biography of Sheikh Mujibur Rahman Wikipedia | What is Sheikh Mujibur Rahman famous for? | What is the Mujibnagar government short note? | What is the philosophy of Sheikh Mujibur Rahman? | Who was the eldest son of Sheikh Mujibur Rahman?
Short Biography of Sheikh Mujibur Rahman in Bengali | bangabandhu sheikh mujibur rahman short paragraph in bangla | sheikh mujibur rahman death | essay on bangabandhu sheikh mujibur rahman | presentation about bangabandhu sheikh mujibur rahman | bangabandhu sheikh mujibur rahman assignment | general knowledge about sheikh mujibur rahman | sheikh mujibur rahman brother and sister | sheikh mujibur rahman kaun the | Short Biography of Sheikh Mujibur Rahman
Short Biography of Sheikh Mujibur Rahman in English | Biography of Bangabandhu | Sheikh Mujibur Rahman(1920-1975) | Who was Sheikh Mujibur Rahman? | Bangabandhu Memorial Museum at a glance | Sheikh Mujibur Rahman – Wikidata | Sheikh Mujibur Rahman | Bangabandhu Sheikh Mujibur Rahman (1920-75) | The Triumph and Tragedy of Sheikh Mujib | Latest & Breaking News on Sheikh Mujibur Rahman | Bangabandhu Photo Gallery | Short Biography of Sheikh Mujibur Rahman in Bangla