Why 15th August chosen as Independence Day? | Probodh Kumar Mridha

Sharing Is Caring:

ভারতের স্বাধীনতা দিবস (১৫ই আগস্ট) – প্রবোধ কুমার মৃধা [Why 15th August chosen as Independence Day]

‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায় ?

দিনেকের স্বাধীনতা, স্বর্গসুখ তায় হে, স্বর্গ সুখ তায়।’

কেবল মানুষ কেন, জীবজন্তু, পশুপাখি, কীট-পতঙ্গ, বোধ করি সবাই চায় স্বাধীনতার সুখ উপভোগ করতে। ‘স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার।’ – মিল্টন। পরাধীনতা হলো আত্মার বন্ধন, স্বাধীনতাতেই আত্মার মুক্তি। ১৫ই আগস্ট। স্বাধীন ভারতের স্বাধীনতা দিবস। মহান জাতির একটি জাতীয় দিবস।

১৫ই আগস্ট দিনটি ভারতের স্বাধীনতা দিবস না হয়ে অন্য একটি দিন স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতে পারত‌, তার‌ই সম্ভাবনা ছিল প্রবল। ১৯৪৬ খ্রিষ্টাব্দ। বিশ্বজুড়ে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিত্র শক্তির অর্থাৎ ‘বৃহৎ তিন’-এর এক গুরুত্বপূর্ণ সদস্য ছিল যুক্তরাজ্য। বিশ্বযুদ্ধের ধকল সামলাতে ব্রিটেনের রাজকোষে টান ধরে।ঠিক এমন একটা অবস্থায় অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ক্ষেত্র‌ থেকে আর্থিক সাহায্য লাভের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। ঘরে বাইরে এই সংকটকালে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে, বর্তমান অবস্থায় ভারতে উদ্ভূত ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়ার মতো শক্তি বা অর্থবল দুটোই হারিয়ে ফেলেছে ব্রিটিশ সেনাবাহিনী। ফলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর চিন্তা মাথায় ঢোকে। এই মর্মে ১৯৪৭ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে দিশেহারা ব্রিটিশ সরকার ১৯৪৮ খ্রিষ্টাব্দের জুন মাসের মধ্যে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে বলে একটা খবর বাতাসে ভাসিয়ে দেয়।

তারপর স্বাধীনতা ঘোষণার দিন যত‌ এগিয়ে আসতে থাকে, হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তত‌ই বৃদ্ধি পেতে থাকল। সেই উত্তেজনা প্রশমন বা রক্তক্ষয়ী দাঙ্গারোধ অন্তঃসার শূন্য ব্রিটিশ বাহিনীর পক্ষে যে সম্ভব নয়, সে চিন্তা মাথায় রেখে ভারতের তদানীন্তন ভাইসরয় লর্ড মাউন্ট‌ ব্যাটেন ভারতীয় নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তরের দিনটি সাত / আট মাস এগিয়ে আনেন।

১৯৪৭ খ্রিষ্টাব্দের জুন মাসে ভারতীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, যথা – পণ্ডিত জ‌ওহরলাল নেহরু, ভীমরাও‌ রামজী আম্মেদকর, মহম্মদ আলি জিন্নাহ,মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ ধর্মের ভিত্তিতে ভারত ভাগের প্রস্তাব মেনে নিলে মুসলিম সংখ্যাগুরু অঞ্চল সমূহ নিয়ে মহম্মদ আলি জিন্নাহের নেতৃত্বে জন্ম নেয় নব গঠিত পাকিস্তান, ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৪ই আগস্ট। দ্বিখণ্ডিত হয়ে পড়ে পাঞ্জাব ও বাংলা প্রদেশ। হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি নিয়ে স্বাধীনতা লাভ করে ভারত, ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট। যার প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন পণ্ডিত জওহরলাল নেহরু। ১৫ই আগস্ট তারিখটি স্বাধীনতা দিবস রূপে চিহ্নিত হ‌ওয়ার‌ এই ছিল পটভূমি। সেই থেকে প্রতি বছর ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস তথা এক মহান জাতীয় দিবস রূপে দিনটি শ্রদ্ধায়, ভক্তিতে সাড়ম্বরে পালিত হয়ে চলেছে। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে স্মরণ করি ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা প্রমুখ শত সহস্র বিপ্লবী বীর শহিদদের, যাঁদের উৎসর্গীকৃত প্রাণের প্রতিদানে ভারত অর্জন করেছিল পূর্ণ স্বাধীনতা। সুদীর্ঘ প্রায় দু’শ বছরের সাম্রাজ্যবাদী ব্রিটিশ রাজশক্তির নাগপাশ ছিন্ন করতে সক্ষম হয়েছিল ভারত।

Independence Day

১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট। ১৩৫৪ বঙ্গাব্দের ২৯শে শ্রাবণ, শুক্রবার। মধ্যরাত্রি। এল সেই মাহেন্দ্রক্ষণ, ঘোষিত হলো পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির বহু কাঙ্ক্ষিত বার্তা। মধ্যরাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কণ্ঠে ধ্বনিত হয়েছিল আবেগ উদ্বেলিত অভিনব কিছু বক্তব্য : ‘At the stroke of like and freedom.A moment comes, which comes but rearely in history ,when an age ends,and when the soul of nation,long suppressed, finds utterance.’ পরের দিন এক ধর্মনিরপেক্ষ জন গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রূপে পুনঃ আত্মপ্রকাশ করল ভারতবর্ষ। প্রায় দুই শতাব্দী পরাধীন থাকার পর মুক্তির স্বাদ পেয়েছিল আসমুদ্রহিমাচলব্যাপী ভারতের জনগণ।নীল আকাশের বুকে উড়েছিল স্বাধীন দেশের তেরঙ্গা নিশান।

১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট দিনটিকে অমর করে রাখতে প্রতি বছর উক্ত তারিখটি স্বাধীনতা লাভের স্মারক দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হয়। এই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের পথে আন্দোলনের ইতিহাস যেমন ছিল দীর্ঘ তেমন ঘটনাবহুল। প্রধানত ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে অহিংস, অসহযোগ ও আইন অমান্য গণ আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী রাজনৈতিক গুপ্ত সমিতি সমূহের সহিংস সন্ত্রাসবাদী আন্দোলনের পথে পরিচালিত দীর্ঘ সংগ্ৰামের পর অগণিত প্রাণ ও অজস্র রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ। স্বাধীনতা লাভের মুহূর্তটি আদৌ সুখকর ছিল না‌। স্বাধীনতা প্রদানের প্রাক মুহূর্তে ব্রিটিশ রাজশক্তি অখণ্ড ভারতকে দ্বিখণ্ডিত করেছিল, যার ফলশ্রুতিতে জন্ম নিল নতুন রাষ্ট্র পাকিস্তান। এই দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অসংখ্য মানুষের অকারণ প্রাণহানি হয়, ১ কোটি ৫০ লক্ষ্যের বেশি মানুষ বাস্তুহারা হন।

১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্ৰহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকে অদ্যাবধি প্রতিবছর স্বাধীনতা দিবসে ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে ভাষণ প্রদান করেন। দেখতে দেখতে স্বাধীনতা লাভের অর্ধ শতাব্দী অতিক্রান্ত।ভালো মন্দ সব মিলিয়ে দীর্ঘ এই সময় জুড়ে দেশের স্বাধীন ও স্বাধিকার সম্পন্ন গণতান্ত্রিক সত্তাকে আমরা আজ প্রতিষ্ঠিত করতে পেরেছি নানা ক্ষেত্রে নানা পরিস্থিতিতে।

পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণের ফলে ভারত খাদ্য‌ উৎপাদনে স্বনির্ভর হয়েছে।গড়ে উঠেছে বৃহৎ বৃহৎ কল-কারখানা। ভূমি সংস্কার ও গ্ৰামোন্নয়ণের মাধ্যমে সকল শ্রেণির জনগণের জীবন যাত্রার মানোন্নয়ন ঘটেছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, বৈদ্যুতিকীকরণ ইত্যাদি নানা জনমুখী পরিকল্পনার সম্প্রসারণ হয়েছে। মহাকাশ গবেষণা, আণবিক শক্তির ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি বহুবিধ ক্ষেত্রে ভারত বর্তমানে পৃথিবীর অন্যতম অগ্ৰনী রাষ্ট্রে পরিণত হয়েছে। শিল্পোৎপাদনে, ক্রীড়াক্ষেত্রে, সামরিক শক্তিতে, বিশ্ববাণিজ্যে, অর্থনীতিতে ভারত আজ প্রশংসনীয় সাফল্য‌ অর্জনের অধিকারী।

Kobita Lyrics in Bengali

স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে ২০২২ খ্রিষ্টাব্দে পালিত হলো বর্ষব্যাপী ‘আজাদি কা অমৃত্ মহোৎসব।’ সাড়ম্বরে পালনের নিমিত্ত সারা দেশ জুড়ে আয়োজন করা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের। স্বাধীনতার মাহাত্ম্য প্রচার ও দেশের তরুণ সম্প্রদায় সহ সমগ্ৰ দেশবাসীর মনে দেশাত্মবোধ জাগিয়ে তোলার অভিপ্রায়ে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর‌ দাস মোদীজী ঘোষণা করেছিলেন, ‘হর ঘর তেরেঙ্গা।’ তেরেঙ্গা অর্থাৎ স্বাধীন ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। এই জাতীয় পতাকার একটা পূর্ব ইতিহাস আছে ।বর্তমানে যে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকাটি আমরা দেখি, এই নকশাটি কিন্তু প্রথমে ছিল না‌। ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত স্বাধীন হ‌ওয়ার পূর্বে ছ’বারেরও বেশি বদল হয়েছে পতাকার নকশা। অবশেষে কংগ্ৰেসের খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী তথা বহুমুখী প্রতিভার অধিকারী ‘পিঙ্গালি ভেঙ্কাইয়ার’ মতিষ্কপ্রসূত নকশাটিই স্বাধীন ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি লাভে সক্ষম হয়।প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় আইন মোতাবেক জাতীয় পতাকা প্রধানত খাদি কাপড়ে তৈরি করা হতো, যদি ও তা আজ আর বলবৎ নেই।

‘হর ঘর তেরেঙ্গা’ উপলক্ষে ১৩/০৮/২২ – ১৫/০৮/২২ তারিখ পর্যন্ত দেশের প্রতিটি ঘরে ঘরে, অফিস-আদালত, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় নিশানটি উড্ডীন রাখার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং।প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতা দিবসের ও স্বাধীন দেশের জাতীয় পতাকার সম্মান বজায় রাখতে আমরা দেশের একটা বৃহৎ সংখ্যক নাগরিক সাগ্ৰহে এগিয়ে এসেছিলাম। আশা করব স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আরো আরো অভিনব বৈচিত্র্যময় উৎসব অনুষ্ঠান হবে, যার জৌলুস ও গরিমা দেশ কালের গণ্ডি পেরিয়ে সুখ্যাতি আদায় করতে সক্ষম হবে। স্বাধীনতা লাভের ‘অমৃত মহোৎসব’ অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি স্বাধীনতার শত বর্ষ উদযাপনের লক্ষ্যে। প্রতিটি ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের পুণ্য লগ্নে আমাদের সংকল্প হোক ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত।’ মহান জাতির মহান ভারত। ‘ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।’

প্রবোধ কুমার মৃধা | Probodh Kumar Mridha

Adonis | অ্যাডোনিসঃ আধুনিক আরবি কবিতার রূপকার | 2023 Article

New Bengali Story 2023 | স্বর্ণলতা | মোহাম্মদ শহীদুল্লাহ

Bharatpur Patachitra | ভরতপুরের পটচিত্র | 2023

The legend of Jagannath | জগন্নাথের কিংবদন্তি

Why 15th August chosen as Independence Day in pdf | bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | Why 15th August chosen as Independence Day | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | Read – Why 15th August chosen as Independence Day | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | Ask – Why 15th August chosen as Independence Day | bengali article writing app | bengali article writing book | bengali article writing bot | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | Happy Independence Day | article writing for class 8 | article writing for class 9 | Independence Day News | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | Independence Day Article in Bengali | bengali article writing jobs | Article – Why 15th August chosen as Independence Day | article writing jobs for students | Question – Why 15th August chosen as Independence Day | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | bengali article writing pdf | article writing practice | Answer – Why 15th August chosen as Independence Day | bengali article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article – Why 15th August chosen as Independence Day | Bengali Article Writer | Short Bengali Article | Long Article – Why 15th August chosen as Independence Day | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Independence Day Photos | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder | 2023 New Bengali Article | 2023 New Bengali Article pdf | 2023 New Bengali Article – journal | 2023 New Bengali Article – pdf book | 2023 New Bengali Article – pdf download | 2023 New Bengali Article – trend topic | magazine – 2023 New Bengali Article | 2023 New Bengali Article published | 2023 New Bengali Article – trend pdf | Shabdodweep article – 2023 New Bengali Article | Bengali article – 2023 New Bengali Article | Top article – 2023 New Bengali Article | Best article – 2023 New Bengali Article | New article – 2023 New Bengali Article | Jai Hind – Why 15th August chosen as Independence Day | Article collection – 2023 New Bengali Article | 2023 New Bengali Article Collection | Full article book – 2023 New Bengali Article | Article download – 2023 New Bengali Article | Bengali – Why 15th August chosen as Independence Day | Video – Why 15th August chosen as Independence Day | Shabdodweep Article – Happy Independence Day | Know Why 15th August chosen as Independence Day | 77th Happy Independence | 2023 Happy Independence Day | Independence Day Special Article | Special – Why 15th August chosen as Independence Day |

Leave a Comment