Read Bangla Golpo Online – Best 2023 | Krishna Kishore Middya

Sharing Is Caring:

সুরেলা সানাই – কৃষ্ণকিশোর মিদ্যা [Read Bangla Golpo Online]

প্রসন্ন বস্ত্রালয়। শহরতলির এক মাঝারি মানের দোকান । তবে পুজোর সময় ভিড় সামাল দিতে বাড়তি জনা তিনেক কর্মচারীর প্রয়োজন হয় প্রতি বছর। এমনি সারা বছর চার জন কর্মচারী থাকে। নিখিলেশ গত বছর ছিল ওই দোকানের পুজোর সময়কার অস্থায়ী একজন। কিন্তু তার দায়িত্বশীল কাজ দেখে স্থায়ী করা হয়েছে।

গ্রামের ছেলে নিখিলেশ, শহরের জীবনের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, আর পদে পদে হোঁচট খাচ্ছে। এম এ পাশ করার পর কম চেষ্টা সে করেনি, অন্তত একজন প্যারা টিচার সে হতে পারতো। কিন্তু শিকে ছিঁড়ল না। তার বন্ধুরা অনেকেই ‘টেট’, ‘এস এস সি’ পাশ করে এখন গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করছে।অতল অন্ধকারে তাদের ভবিষ্যৎ। নিখিলেশ পাস করতে না পারলেও বন্ধুদের সমর্থন করে। গ্রামের বাড়িতে তার কৃষিজীবী বাবা, মা ও দুই বোন এক ভাইয়ের সংসার যে কোন প্রকারে চলে যায়, গ্রামে আছে বলে। শহর তলিতে এসে একটা মেশে থাকে, টিউশন আর পরীক্ষা দেওয়ার জন্য। বাড়ি থেকে তো পয়সা পাঠানোর মত অবস্থা তাদের নয়, সে জানে। তাই তার চেষ্টা থাকে বাড়িতে যদি কিছু পয়সা পাঠানো যায়। কিন্তু এখানে পা বাড়ালেই পয়সা খরচ। জল থেকে আলো, সবেতে পয়সা লাগে।

সকাল নয়টায় দোকান খুলে যায়। মালিক চা বিস্কুটের ব্যবস্থা রাখলেও দুপুরের আহার নিজের পকেট থেকে। নিখিলেশ কর্মচারীদের মধ্যে জুনিয়র, সকলের কথা শুনে চলে। মালিকেরও বিশ্বাস জন্মেছে তার উপর। এই বিষয়টা অন্যদের গাত্রদাহ। পুরনো কর্মচারীদের বাদ দিয়ে সেদিনকার একটা ছেলেকে মালিকের এই আদিখ্যেতা কারুর পছন্দ হল না। অথচ যখন দোকানে খরিদ্দারের ভিড় জমে , বেশির ভাগ সামলাতে হয় নিখিলেশের । কাপড়ের দোকানে যখন ভিড় হয়, কঠিন ধৈর্যের পরীক্ষা কর্মচারীদের, সঙ্গে সুন্দর অভিনয়। হয়তো দশটা শাড়ি দেখিয়ে তবে একটা পছন্দ হল খুঁত খুঁতে খরিদ্দারের। আবার পনের খানা শাড়ি দেখেও একটা কিনলো না মধ্যবয়স্কা মহিলা। কিন্তু কর্মচারীর ধৈর্য হারালে চলবে না। আবার অনেক খরিদ্দার এক এক জন কর্মচারীর ব্যবহারে সন্তুষ্ট হয়, তার ওই মিষ্টি স্বভাবের জন্য খরিদ্দারের আগমন মালিকের খুশি করে। সব চেয়ে বেশি ভিড় হয় পুজোর সময়। সারাবছরের মধ্যে এই সময়টা মালিকের পয়মন্ত। নিখিলেশ কী করে যে এই সময়ের ভিড় সামলায় তা মালিকের মাঝে মাঝে অবাক করে দেয়।একটা কম বয়সী ছেলের এই রকম পরিশ্রম, চেষ্টা এবং সর্বোপরি মিষ্টি ব্যবহার আজকাল খুব কম দেখা যায়,মালিক ভুবনেশ্বর বাবুর পর্যবেক্ষণ। এদিকে মুশকিল হয়ে গেছে বাকি কর্মচারীদের। তাদের মধ্যে যে একটা দুষ্টু চক্র আছে মালিক বুঝতে না পারলেও নিখিলেশ কিছুটা আন্দাজ করে। একদিন হিসেবের খাতা দেখে সে অবাক। কলকাতার দোকানে, যেখান থেকে সমস্ত শাড়ি ও অন্য বস্ত্র সমূহ নিয়ে আসে সেখানে প্রচুর দেনা। মালিক সেই দেনা মাথায় নিয়েও ব্যবসা চালিয়ে যাচ্ছে! শাড়ি, জামা এবং অন্যান্য পরিধেয় সামগ্রী কলকাতার বড়ো দোকান থেকে আসে মাসে এক বা দু বার প্রয়োজন অনুযায়ী। মালিক কর্মচারীদের হাতে ওই ব্যাপারটা ছেড়ে দেয়, পরে নিজে গিয়ে টাকা পয়সার লেনদেন মিটিয়ে আসে। কিন্তু গাড়ি ভর্তি বস্ত্রাদির সবটা যে দোকানে আসে না, সে খবর মালিক কেন যে রাখে না, নিখিলেশের বোধগম্য হয় না। এভাবে কী করে ব্যবসা চলে। সে পড়েছে উভয় সংকটে। ঘটনা জানাজানি হয়ে গেলে তার চাকরিটা যাবে এবং আরো বড় বিপদ যে হতে পারে, পুরনো কর্মচারীদের গোপন কথাবার্তা সে আড়ালে শুনেছে। আর তারা যে নিখিলেশকে সরাতে চাচ্ছে, সে কথাও গোপন থাকেনি। গ্রামের সরল সাদাসিধে ছেলে নগর জীবনের কায়দা কৌশল, ধান্দাবাজি কিছুই বোঝে না যে!

অবশেষে তার চাকরিটা গেল। মালিকের কাছে বিরোধী গোষ্ঠীর অসম্ভব কানভাঙানির ফলশ্রুতি আর ভয়ের বাতাবরণ সৃষ্টি করে। সেদিন মেসে এসে বন্ধুদের খবরটা দিল। বাড়িতে এই খবর না দিয়ে অন্য একটা কাজের সন্ধান করতে লাগলো সে। গ্রামের বাড়িতে পাত্রী দেখা চলছে, ছেলে একটা কাজ করে, এই ভরসায়। আজকাল বেকার ছেলেকে পাত্রী পক্ষ বিয়ে দিতে নারাজ। বেকারত্বের রাজ্যে বেকার যুবকদের, বিশেষত গ্রামাঞ্চলে সংসারী হওয়ার ক্ষেত্রে খুবই বাধা। মা বাবা ছেলেকে বিয়ে দিয়ে সংসারী করতে চাইলেও সহজে তা ঘটে না। অনন্যোপায় হয়ে বাবা মা চায়, সন্তানেরা ভালোবাসার জালে জড়িয়ে পড়ুক। এদিকে নিখিলেশ কাজ হারিয়ে মনমরা।

সপ্তাহ খানেক পর সে রান্নাঘরের চিমনি ও অ্যাকয়াগার্ড মিস্ত্রি হিসেবে এক সংস্থায় যোগ দিল এক বন্ধুর সুপারিশে। সারাদিন প্রায় তার ব্যয়িত হয় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তার পুরনো সাইকেল চড়ে। মাস খানেক যেতে না যেতে, সে বুঝলো এখানেও গলদ আছে। তাহলে কী কোথাও সোজা পথ নেই , যে পথে গেলে দু মুঠো অন্নের সংস্থান হয় ! মা, বাবা, ভাই বোনের মুখে একটু হাসি ফোটে ! সংস্থার ম্যানেজার চিমনি আর অ্যাকোয়াগার্ডের পুরনো পার্টস ঘষে মেজে দিয়ে বলে, – এগুলোই নতুন বলে চালাতে হবে ভাই, নাহলে মাসের শেষে বেতন দিতে অসুবিধা হবে। মুখ বুজে সে কথা মেনে নিলে , কাস্টমারের মুখ বন্ধ করতে পারেনা সে। আজেবাজে কথা শুনতে হয় আর ঘন ঘন কল করে জানায় তাদের যন্ত্রপাতি কাজ করছে না। নিখিলেশ তার স্বভাব বিরুদ্ধ কাজে কিছুতেই মন বসাতে পারে না। অনেক চিন্তা ভাবনা করে সে যখন গ্রামের বাড়িতে ফিরে যাবার জন্য মনস্থির করে ফেলেছে তখন বাড়ি থেকে মায়ের ফোন এলো। তখন রাত প্রায় ন টা হবে। সামনের ফাগুনে তার বড়ো বোনের বিয়ে ঠিক হয়েছে। দু-বছর আগে বোনটি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। বড়ো দাদা হিসেবে এখন সে কী করবে! এখন তো মাঘ মাসের মাঝামাঝি, এদিকে কাজটা ছেড়ে দিয়ে এসেছে গতকাল।

দিন দুই পর তল্পি তল্পা যা কিছু ছিল নিয়ে সে রওনা দেয় গ্রামের উদ্দেশে। সঙ্গে তার কেবলমাত্র সঞ্চিত হাজার দশেক টাকা। কোন মুখ নিয়ে সে দাঁড়াবে বাবা মা ভাই বোনদের সামনে! সব কিছু শুনে বাবা, মা, ভাই বোন সকলে নিখিলেশের পাশে দাঁড়াল । মা বলেছে, – দু মুঠো ভাত জোগাড় হয়ে যাবে, মানুষের ভালো না করতে পারিস বাবা খারাপ করিসনি কোনদিন। প্রথম প্রথম কিছুদিন তার সময় যেন শেষ হচ্ছিল না। তবে সে তো গ্রামের ছেলে, ছোট বেলা থেকে সংসারের কাজ করেও স্কুল করেছে। বাবাকে চাষের কাজে সাহায্য করেছে, কিছুদিন পরে আবার বাবাকে সাহায্য করতে পারবে।

দেখতে দেখতে তার বোনের বিয়ের দিন এসে গেল। দারিদ্র্য লাঞ্ছিত সংসারে লোক কুটুম্ব এসে হাজির। সকাল থেকে সানাই, বিয়ের সুন্দর আবহ ফাল্গুনের মনোরম আবহাওয়াতে। সবাই ব্যস্ত, কনের সাজে বোনকে তার মানাচ্ছে ভালো। ইতিমধ্যে পাড়ার সবাই জেনে গিয়েছে, নিখিলেশ চাকরি ছেড়ে চলে এসেছে গ্রামে। অনেক কথা শোনা যাচ্ছে তার এই গ্রামে চলে আসা নিয়ে। ওদিকে সন্ধ্যা সমাগত প্রায়, বিয়ে বাড়ির জৌলুস বাড়ছে। তখনও বর ও বরযাত্রী আসেনি। হঠাৎ গ্রামের মূল রাস্তার মোড় থেকে একজন এসে নিখিলেশকে ডাকা ডাকি করছে। কোন এক ভদ্রলোক নাকি চার চাকার গাড়ি নিয়ে এসেছে, রাস্তা সরু বলে ওদের বাড়িতে আসতে পারছে না। নিখিলেশ ওর ভাইকে নিয়ে সেখানে ছুটলো। গিয়ে দেখে তার কাপড় দোকানের মালিক ভুবনেশ্বর বাবু স্ত্রীকে নিয়ে এসেছে, তাদের বাড়িতে যাবে বলে। কোনদিন তো আসে নি, ঠিকানা ধরে জিজ্ঞেস করতে করতে এই পর্যন্ত। নিখিলেশ যেন ভূত দেখছে। যিনি তাকে ছড়িয়ে দিল কাজ থেকে, তিনি আবার কেন এলেন! তাও আবার এই ব্যস্ততম দিনে, কোথায় রাত্রিবাস করবেন ওঁরা! নিখিলেশের মাথা গুলিয়ে যায়। গাড়িটা রাস্তার একধারে রেখে চাবি দিয়ে স্ত্রীকে নিয়ে ভুবনেশ্বর বাবু দুটো ঢাউস ব্যাগ ওদের দুই ভাইয়ের হাতে দিয়ে বিয়ে বাড়ির দিকে পা বাড়ায়।

বিয়ে বাড়ির অন্য সব আত্মীয়ের সঙ্গে অচিরেই দোস্তি হয়ে গেল তাঁদের। একটা ঘরে বসে ভুবনেশ্বর বাবুর স্ত্রী আর নিখিলেশের বোন সরমা। তিনি নিয়ে আসা সুন্দর শাড়ি পরিয়ে সাজাচ্ছে সরমাকে। তাঁদের নিয়ে আসা গয়না আর শাড়ির সংখ্যা দেখে সবার চক্ষু স্থির। সরমার বাবা মায়ের সঙ্গে ইতিমধ্যে পরিচয় পর্ব শেষ হয়েছে। আজকের বিয়েতে এক নতুন মাত্রা যোগ হোল, গরিবানা মতে বিয়ে এক নতুন আলোতে যেন ভাসছে। অনেক দিন পর ভুবনেশ্বর বাবুর স্ত্রী গ্রামীণ বিয়ে দেখে খুবই উৎফুল্ল । তাঁর নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, তাঁরাও গ্রামের মানুষ ছিলেন এক কালে। অনুষ্ঠানের এক ফাঁকে নিখিলেশ ও তার বাবা মাকে অন্তরালে ডেকে যা শোনালেন তাঁরা , যা স্বপ্নেও ভাবেনি এই গ্রামের সাধারণ মানুষ গুলো। … আজ কয়েক মাস হল ভুবনেশ্বর বাবু দোকান বন্ধ করে দিয়েছেন। ধরে ফেলেছেন, তাঁর পুরনো কর্মচারীদের দুষ্টু আঁতাত আর নিখিলেশ এর প্রতি তাঁর অন্যায় । তিনি ঠিক করেছেন আগামী মাসে তাঁর দোকান নতুন ভাবে উদ্বোধন হবে। আর দোকানের সব দায়িত্ব থাকবে নিখিলেশ আর তার নতুন ভগ্নীপতির উপর। এই সময় গোটা পাঁচেক শাঁখের শব্দ আর সানাই এর যুগলবন্দী। শোনা গেল বর এসে গেছে।

কৃষ্ণকিশোর মিদ্যা | Krishna Kishore Middya

Banglar Natun Kabita | কবিতাগুচ্ছ | বিপাশা চক্রবর্তী | Top New 2023

Natun Bangla Kobita Lekha | কবিতাগুচ্ছ | বিশ্বজিৎ রায় চৌধুরী | Top New 2023

Natun Bangla Kobita Lekha | কবিতাগুচ্ছ | প্রবীর কুমার চৌধুরী | Top New 2023

Bengali Famous Story | গল্পগুচ্ছ | তনুশ্রী গিরি | 2023

New Best Story Blogs | Top Best Story Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Best Story Blogs 2023 | Shabdodweep Best Story Blogs | Shabdodweep Writer | Best Story Blogs in India | World’s Best Story Blogs | Best Story Blogs in Online | Online Best Story Blogs | Free Best Story Blogs | Best Story Blogs in Bengali | Best Story Blogs in English | Full Bangla Galpo 2023 pdf | Full Bangla Galpo online | New Full Bangla Galpo | Read Bangla Golpo Online – Episode | Read Bangla Golpo Online Series | Horror Adult Story Video | Horror Adult Story Audio | Full Bangla Galpo Audio | Full Bangla Galpo Video | Read Bangla Golpo Online Netflix | Full Bangla Galpo Read | Full Bangla Galpo Download | Shabdodweep Competition | Story Writing Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trend Full Bangla Galpo | Recent Full Bangla Galpo | Top Full Bangla Galpo | Popular Full Bangla Galpo | Best Full Bangla Galpo | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Read Bangla Golpo Online Download | Read Bangla Golpo Online – audio | Horror Adult Story | Horror Adult Story Collection | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Read Bangla Golpo Online | Bengali Famous Story in pdf | Bengali Famous Story – audio | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Famous Story – Tanushri Giri | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Read Bangla Golpo Online Writer | Shabdodweep Writer | Shabdodweep Poetry | Natun Bangla Galpo 2023 | Natun Bangla Galpo 2023 book | Horror Adult Story Ebook | Horror Adult Story in Bengali | Read Bangla Golpo Online pdf book | Writer – Natun Bangla Galpo 2023 | Read Bangla Golpo Online in pdf | Top Writer – Natun Bangla Galpo 2023 | Natun Bangla Galpo 2023 video series | Natun Bangla Galpo 2023 – web series | Natun Bangla Galpo 2023 – Latest version | Read Bangla Golpo Online Full Download | Natun Bangla Galpo 2023 pdf book | web video – Natun Bangla Galpo 2023 | web reader – Natun Bangla Galpo 2023 | pdf reader – Read Bangla Golpo Online 2023 | pdf publisher – Natun Bangla Galpo 2023 | Read Bangla Golpo Online Translation | Shabdodweep Publisher | Shabdodweep Read Bangla Golpo Online | Shabdodweep Publisher 2023 | Shabdodweep Video Publisher | Shabdodweep Audio Book | Bengali Horror Adult Story | Best Selling Horror Adult Story | Shabdodweep Video Book | bengali story | bengali story books for child pdf | bengali story books for adults | bengali story books | bengali story books for child | bengali story books pdf | bengali story for kids | bengali story reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short bengali story definition | short story english | short story for kids | Best Selling Read Bangla Golpo Online | short bengali story generator | New Horror Adult Story | bengali story 2023 | short story ideas | short story length | long story short | long story short meaning | long bengali story | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | story writing competition india | story competition | Top Horror Adult Story | Horror Adult Story Episode | Shabdodweep Horror Adult Story | 2023 Top Horror Adult Story | Top ranking Horror Adult Story | Read Bangla Golpo Online 2023 | Top Read Bangla Golpo Online

Leave a Comment