পুনম মায়মুনী – সূচিপত্র [Bengali Story]
মানিকের ঈদ আনন্দ – পুনম মায়মুনী [Golpo Dot Com]
নিঝুম রাত। চারিদিকে শুনশান নীরবতা। আকাশটাও যেন নিস্তব্ধ হয়ে আছে। মাঝে মাঝে নিশুতি রাতের পাখিগুলো করুণ সুরে থেমে থেমে ডেকে উঠছে। সেইসাথে নিলুফার বুকটাও কেমন ভারী হয়ে উঠে। বিছানায় শুয়েই খোলা জানালায় আকাশের দিকে তাকিয়ে থাকে, চাঁদের আলোটা আজ বড়ো বেশী নিষ্প্রাণ! কিছুক্ষণ পরপর আকাশটা কাল মেঘে ঢেকে যাচ্ছে, আবারো মেঘের ফাঁকে উঁকি দিয়ে উঠছে দীপ্ত চাঁদটা। চাঁদ আর মেঘের এই লুকোচুরি খেলাটা ঠিক নিলুফার জীবনের সাথে কোথায় যেন মিলে যাচ্ছে। মানিকের মায়াভরা মুখটা ভেসে উঠে। বড় সাধ আর মায়ের মমতা দিয়ে নাম রেখেছিল তাঁর প্রথম সন্তানের নাম, মানিক। সারাজীবন আগলে রাখবে তাঁর বুকের ধন মানিককে। এটাই তো প্রত্যেক মায়েদের একান্ত চাওয়া। মা হিসাবে নিলুফারও চাওয়া ছিল ঠিক তাই-ই। কিন্তু সন্তান বেঁচে থেকেও আজ এই কঠিন নিষ্ঠুর সমাজ তাঁর মানিককে নির্মমভাবে কেঁড়ে নিয়েছে এক মা’য়ের বুক খালি করে।
প্রথম যেদিন তাঁর কোলজুড়ে মানিকের জন্ম, ঐ ছোট্ট স্নেহভরা মুখখানা ছিল নিলুফার পৃথিবী। মাতৃত্বে যেন জয় করেছিল সারা বিশ্বটাকে। শুকরিয়া আদায় করেছিল মহান সৃষ্টিকর্তার দরবারে। কিন্তু কিছুদিন পর যখন জানতে পারলো, শুধু একটি অঙ্গের জন্য মানিক অন্য মানব সন্তান থেকে আলাদা । জগতটাও নাকি হবে তাঁর আলাদা! মাত্র পাঁচ বছরের মানিককে, জোড় করেই মা’য়ের কোল থেকে একরকম ছিনিয়ে নিয়ে যায় ওরা। নিলুফা কিছুতেই মেনে নিতে পারছিল না.. । প্রতিবাদ স্বরে চিৎকার করে বলেছিল সেদিন, ‘তা ক্যান অইবো?সবার পেডে যেমুন কইরা সন্তান আহে, আমার পেডেও আইসিলো। আমিও মানিকেরে মায়ের মমতা দিয়া ধারণ করসি, আদর, সোহাগ দিয়া লালন পালন করসি। সৃষ্টিকর্তা আল্লায় কি কইসে ওরা মানুষ না? তয় তুমরা কোন অধিকারে অগো সমাজ সংসার ত্যাগ করাও ? কিন্তু পরিবারের একজন লোকও বিশেষ করে মানিকের বাবা খালেকও সেদিন তাঁর সাথে গলা মিলিয়ে বলেনি, মানিক ওর মায়ের বুকেই থাকবো। মায়ের অধিকার, সন্তানের অধিকার তোমরা কাইড়া নিও না। আর যেন ভাবতে পারছে না নিলুফা, ডুকরে ডুকরে কেঁদে উঠে।
পাশে স্বামী খালেকের ঘুম ভেঙে যায়,
— কি রে, আইজও কান্দস? তোর পাগলামিডা অহন ছাড়?
আঁচলে মুখ চেপে ফুঁপিয়ে, ফুঁপিয়ে,
— সন্তানের লিগা মায়ে কান্দে, হেইডাও আমার পাগলামি? এতো নিঠুর তুমি হইও না গো!
— সুজন আর শরীফার কতা চিন্তা কর, মানিকের কতা ভুইলা যা। ও ঐহানে বালাই আসে।
— মা’য়ে ছারা সন্তান বালা থাহে কেমনে? তুমি ভুলবার পার, আমি ক্যান পারি না জানো? আমি যে মানিকের মা! আমার এই জঠরে লালন কইরা আমি ওরে জন্ম দিসি। তাই আমার শরীরের রক্তবিন্দু সবসময় আমারে তাড়া কইরা বেড়ায়, ওরে মায়ের অধিকার থিকা বঞ্চিত করার অপরাধে।
এবার শোয়া থেকে উঠে বসে নিলুফা, তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীর চোখে চোখ রাখে,
— সুজন আর শরীফা যদি মা, বাবার আদর ভালোবাসা পায় তয় আমার মানিক কোন বিচারে অপরাধী অইলো, কও তো? কোন দোষে খেদাইয়া দিলা বনবাসে আবার সবার আড়ালে সন্তানের পরিচয় ও গোপন রাখলা?
খালেক নিলুফার কথার কোনো জবাব না দিয়ে পাশ ফিরে শোয়। খালেকের এহেন আচরণ নিলুফার অভ্যস্ত। তাই তাঁর মনে কোনো প্রতিক্রিয়ারই সৃষ্টি করেনি। নিলুফা ছোট একটা নিঃশ্বাস ছাড়ে, — হুনসিলাম, আমগো নবী কইসে সৃষ্টিকর্তা মায়ের স্থান দিসে সবার উপরে। এমনি এমনিই দেয় নাই আল্লায়। বাবা আর মায়ের মধ্যে কতো… তফাৎ!
রোজকার মতো নিলুফা কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে উঠোন ঝাড়ু দেয়। হাঁস, মুরগির খোঁয়াড় খুলে খাবার ছিটয়ে দেয়। শরীরটা আজ বড়োই ক্লান্ত লাগছে তাঁর একটা নীরব চাপা কষ্টে। মনটা ভীষণ চাইছে তাঁর মানিককে এক নজর দেখতে। মানিকও কতোদিন ফোন করে মন খারাপ করেছে, ‘মাগো তুমারে ছাড়া আমার এইহানে একদম ভালা লাগে না। প্রশ্ন করেছে, আমারে তোমাগো ধারে ক্যান রাহ না মা ? বাবায় কইসিলো কয়দিন পরেই আমারে লইয়া যাইবো আর তো আইলো না!’ কোন উত্তর দিতে পারেনি সেদিন নিলুফা। নীরবে শুধু চোখের জলে বুক ভাসিয়েছিল। আজ যেন কোন কাজেই হাত দিতে ইচ্ছে করছে না নিলুফার। কিন্তু উপায় নেই, এই সংসারের সে বড়ো বৌ। শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদ,স্বামী-সন্তান সকলের রান্নাবান্নার কাজ তাঁকেই এক হাতে সব সামলাতে হয়। সবাই যে ভরসা করে আছে তাঁর উপর। আর মাত্র কয়েকটাদিন বাকি কোরবানি ঈদ। সবাই ঈদ আনন্দে মশগুল, নতুন কাপড়, কোরবানির গরু -ছাগল কেনাকাটায়।
নিলুফা স্বামীর পাশে এসে দাঁড়ায়। কিছুটা আবদারের স্বরে বলে,
— এইবার মানিক আমগো লগে ঈদ করবো, ওর লিগাও একসেট কাপড় কিনবা?
পাশে দাঁড়িয়ে থাকা ননদ, নিলুফার কথা শুনে ফিক করে হেসে উঠে,
— ভাবী যে কি কও না? ওরে তুমি কোন পোষাক দিবা, পোলাগো না মাইয়াগো ?
শাশুড়ি ছুটে এসে নিলুফাকে চোখ রাঙ্গিয়ে বলল,
— এহনও মানিক মানিক করস? ঐডার নাম তুই ভুলেও উচ্চারণ করিস না বৌ।
সাথে সাথেই নিলুফা স্পষ্টস্বরে উত্তর দেয়,
— আফনেরা পরিচয় না দিলেও আমার মুখ থিকা বারবার উচ্চারণ অইবোই মানিক, মানিক। ও আমার পথম সন্তান।আমি মানিকের মা!
নিলুফার মুখ থেকে একথা শুনে সুজন, শরীফা মাকে জাপটে ধরে,
— মা, মানিক কেডা ও আমগোর কী অয়?
শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলল,
— এইবার ‘ক’ তোর মানিক অগো ভাই না বইন লাগে?
একটু কঠিন স্বরে নিলুফাও তেমনি উত্তর দেয়,
— মানিক যেইডা পসন্দ করবো, ওরা হেইডাই ডাকবো।এইবার আমি ঠিকই মানিকরে আমার কাসে নিয়া আসমু। ও আমার লগে ঈদ করবো ওর ভাইবোনের লগে ঈদ করবো।
মানিককে ফিরিয়ে আনার কথা শুনে স্বামী খালেক তেড়ে আসে,
— তুই কইলেই অইবো। আমাগো একটা সমাজ আসে, মানসম্মান আসে। মানিকের কী পরিচয় দিবি তুই?
ছেলের সাথে যোগ দিয়ে শাশুড়ি আরও সামনে এসে একহাত কোমরে, অন্য হাতে আঙুল তুলে নিলুফাকে শাসিয়ে বলল,
— এইডা মানিকের ভাইগ্য! ওর ভাইগ্যই ওরে ঐহানে টাইনা লইয়া গেসে। তোর, আমার, সবার কী করনের আসে?
শাশুড়ির কথার পটে একটা বিদ্রুপের হাসি হাসে নিলুফা,
— মানিকের ভাইগ্য না। এইডা আফনেরা বেবাকে মিল্লা, মানিকগো ভাইগ্য সূতায় বাইন্দা শক্ত কইরা গিট্টু লাগাইয়া দিসেন। আর দোষ দেন মানিকগো? যতদিন আফনেরা ঐ গিট্টু না খুলবেন, ততদিন এই মানিকগো ভাইগ্য বদলাইবো না। পরিবার আর সমাজেও অগো কোনো স্থান অইবো না।
নিলুফা এবার আরও উচ্চস্বরে দৃঢ়কণ্ঠে বলতে থাকে,
— মানিকগো সব থিকা বড়ো পরিচয় অইলো, ওরা ও মানুষ। যেই সমাজের ডরে নিজের সন্তানের পরিচয় গোপন রাখতে অয়, পরিবারেও হেই সন্তানের কোন
জায়গা অয় না। মানুষ অইয়া মানুষের সম্মান দেয় না,মূল্য দেয় না হেই সমাজরে আমি ঘেন্না করি, ঘেন্না করি! নিজেকে আর সামলাতে পারে না নিলুফা । দৌড়ে নিজের ঘরে যেয়ে বালিশে মুখ গুঁজে বুক ফেটে কাঁদতে থাকে। দু’দিন ধরে অনবরত টিপ টিপ বৃষ্টি। আগামীকাল কোরবানি ঈদ, তাই নিলুফার কাজের চাপটাও একটু বেশি। দিনভর কাজ শেষে রাতে ঘুমাতে যায় কিন্তু কিছুতেই দু’টি চোখের পাতা এক করতে পারেনি । সারারাত বিছানায় শুয়ে এপাশ, ওপাশ করেছে। মানিকের জন্য বুকের ভিতরটা বারবার মোচড় দিয়ে উঠছে। রাতের আঁধারটা যেন আজ কাটছেই না। মানিক যে তাঁর পথ চেয়ে বসে আছে। সেও মানিককে কথা দিয়েছিল, এবারে বাড়ির সবার সাথেই সে ঈদ করবে। কিন্তু পরিবার, এই সমাজ মানিকদের সামনে যেন শক্ত প্রাচীর দিয়ে গেঁথে দিয়েছে। এ প্রাচীর যে তাঁকে ভাঙতেই হবে। তাঁকে পারতেই হবে। সন্তানের আনন্দ হাসির জন্য মায়েরা কোনকিছুরই তোয়াক্কা করে না, পাহাড় সমান বাঁধা আসলেও তাকে অতিক্রম করতে মায়েরা বিন্দু পরিমাণ পিছ পা হয় না ।
রাতের অন্ধকার কেটে আলোর রশ্মি ছড়িয়ে পড়েছে চারিদিক। নিলুফা ঝটপট বিছানা ছেড়ে উঠে পড়ে। মানিকের জন্য লুকিয়ে সে সামান্য কিছু টাকা জমিয়েছিল। সেই টাকার পুটলিটা সাবধানে কোমরে গুঁজে নেয়। তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। বেশ খানিকটা পথ হেঁটে, তারপর বাস ধরতে হবে। উঠোনে পা ফেলতেই, খালেকের মুখোমুখি হয়ে যায় নিলুফা। খানিকটা অবাক হয়ে খালেক বলল,
— এতো সকাল সকাল কই যাস তুই?
আচমকা খালেককে সামনে দেখে বুকে সাহস রাখে নিলুফা, তারপর বেশ ভারী গলায় বলল,
— মানিকের কাসে, ওর লগে ঈদ করুম। ওরে আমি কতা দিসি।
— এই ঈদের দিনে সুজন আর শরীফারে তুই ফালাইয়া যাবি?
শান্ত অথচ দৃঢ়তার সাথে নিলুফা উত্তর দেয়,
— সুজন আর শরীফার লগে তুমি, তোমার পরিবার, সমাজ বেবাকেই তো আসো। আর আমার মানিকের লগে? কেউ নাই। সবার ঈদ আনন্দ আসে, আমার মানিকের নাই?
তাই আমি এক মা যাইতাসি সন্তানের লগে ঈদ করতে; আইজ তুমরা কেউ আমারে ঠেকাইয়া রাখতে পারবা না। বড়ো বড়ো পা ফেলে নিলুফা দ্রুত সামনের দিকে এগুতে থাকে।
পুনম মায়মুনী | Punom Mymoni
Poila Baisakh 1430 | স্মরণে-বরণে ১লা বৈশাখ
New Bengali Story 2023 | দুঃখিত ও ক্ষমাপ্রার্থী (পর্ব ১) | শওকত নূর
Bishnupur Fair | ফিরে দেখা – বিষ্ণুপুর মেলা (১৯৮৮-২০২১)
New Bengali Article 2023 | সার্বজনীনতার খোঁজে
New Best Story Blogs | Top Best Story Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Best Story Blogs 2023 | Shabdodweep Best Story Blogs | Shabdodweep Writer | Best Story Blogs in India | World’s Best Story Blogs | Best Story Blogs in Online | Online Best Story Blogs | Free Best Story Blogs | Best Story Blogs in Bengali | Best Story Blogs in English | Full Bangla Galpo 2023 pdf | Full Bangla Galpo online | New Full Bangla Galpo | Golpo Dot Com – Episode | Golpo Dot Com Series | Horror Adult Story Video | Horror Adult Story Audio | Full Bangla Galpo Audio | Full Bangla Galpo Video | Full Bangla Galpo Netflix | Full Bangla Galpo Read | Full Bangla Galpo Download | Shabdodweep Competition | Story Writing Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trend Full Bangla Galpo | Recent Full Bangla Galpo | Top Full Bangla Galpo | Popular Full Bangla Galpo | Best Full Bangla Galpo | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Golpo Dot Com Download | Bengali Famous Story – audio | Horror Adult Story | Horror Adult Story Collection | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Bengali Famous Story – audio | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Famous Story – Tanushri Giri | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Golpo Dot Com Writer | Shabdodweep Writer | Shabdodweep Poetry | Natun Bangla Galpo 2023 | Natun Bangla Galpo 2023 book | Horror Adult Story Ebook | Horror Adult Story in Bengali | Natun Bangla Galpo 2023 pdf book | Writer – Natun Bangla Galpo 2023 | Golpo Dot Com in pdf | Top Writer – Natun Bangla Galpo 2023 | Natun Bangla Galpo 2023 video series | Natun Bangla Galpo 2023 – web series | Natun Bangla Galpo 2023 – Latest version | Golpo Dot Com Full Download | Natun Bangla Galpo 2023 pdf book | web video – Natun Bangla Galpo 2023 | web reader – Natun Bangla Galpo 2023 | pdf reader – Natun Bangla Galpo 2023 | pdf publisher – Natun Bangla Galpo 2023 | Golpo Dot Com Translation | Shabdodweep Publisher | Shabdodweep Golpo Dot Com | Shabdodweep Publisher 2023 | Shabdodweep Video Publisher | Shabdodweep Audio Book | Bengali Horror Adult Story | Best Selling Horror Adult Story | Shabdodweep Video Book | bengali story | bengali story books for child pdf | bengali story books for adults | bengali story books | bengali story books for child | bengali story books pdf | bengali story for kids | bengali story reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short bengali story definition | short story english | short story for kids | Best Selling Golpo Dot Com | short bengali story generator | New Horror Adult Story | bengali story 2023 | short story ideas | short story length | long story short | long story short meaning | long bengali story | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | story writing competition india | story competition | Top Horror Adult Story | Horror Adult Story Episode | Shabdodweep Horror Adult Story | 2023 Top Horror Adult Story | Top ranking Horror Adult Story | Golpo Dot Com 2023 | Top Golpo Dot Com