Companions or Threats of AI | Best Artificial Intelligence

Sharing Is Caring:

কৃত্রিম বুদ্ধিমত্তা: সঙ্গী নাকি শঙ্কা – অরিজিত্‍ ঘোষ

প্রযুক্তি এবং তার উদ্ভাবন হ’ল মানুষের অগ্রগতি ও সভ্যতার চালিকা শক্তি।তারা আমাদের সমস্যার সমাধান,নানা ধরনের সুযোগ তৈরির পাশাপাশি আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে সক্ষম করে। প্রযুক্তি ও তার উদ্ভাবনও ক্রমাগত বিকশিত এবং অগ্রসর হচ্ছে, নতুন নতুন সম্ভাবনার আলো দেখাচ্ছে তার সাথে নানা চ্যালেঞ্জ নিয়ে আসছে। দ্রুত বদলে যাওয়া প্রযুক্তির জন্য আমাদের চোখের সামনে বদলে যাচ্ছে বিশ্ব। প্রযুক্তির আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছে Artificial Intelligence(AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। AI যেন নিউ নর্ম্যাল, যা নিয়ে Bill Gates বলেছেন “The Age of AI Has Begun”.

সংক্ষেপে AI-এর ইতিহাসকে স্পর্শ করা যাক। এর ভীত স্থাপিত হয়েছিল ১৯৫০ সালে, ইংল্যান্ডের বাসিন্দা Alan Mathison Turing-এর প্রকাশিত গবেষণাপত্র Computing Machinery and Intelligence-এ। সেখানে উনি প্রশ্ন রাখেন – “Can machine think?” – Machine ভাবতে পারে কিনা সেই বিষয়ে Turing একটি Test-এর উল্লেখ করেছিলেন, যা প্রকৃতপক্ষে ছিল একটি Game নাম Imitation Game-এটাই ‘Turing Test’। যা পরবর্তীতে AI নিয়ে আলোচনা, গবেষণার দরজা খুলে দেয়। ওনার সন্মানার্থে Association for Computing Machinery (ACM)-এর পক্ষ থেকে Turing Award দেওয়া হয়, যাকে কম্পিউটার জগতের নোবেল পুরস্কার বলা হয়। এরপর ১৯৫৫ সালের ৩১শে অগাস্ট John McCerthy, Marvin Minsky,Nathaniel Rochester, Claude Shannon-এর প্রস্তাবিত ‘2 month 10 man study of artificial intelligence’-এ Artificial Intelligence শব্দের ব্যবহার প্রথম শোনা যায়। AI-কে আধুনিক সময়ের জন্য নবরূপদানের শুরু করেছিলেন Geoffrey Hinton ।

AI আসলে কী? Any technique which enables computer to mimic human behaviour. In the rapidly advancing landscape of Computer Science, AI aimed at replicating human intelligence in machines-that are programmed to think, learn and problem solve like Human. AI capable of performing tasks – such as visual perception, speech recognition, understanding natural language, decision making, even engage in intelligent conversations- that normally require human intelligence। মানুষের আচরণে কম বেশি বুদ্ধির যে প্রকাশ দেখা যায়, মানুষের তৈরি কোনও যন্ত্রে যদি তারই কোনও অংশের প্রকাশ ঘটে তাকে আমরা AI বলতে পারি। AI-কম্পিউটারের এক জটিল প্রোগ্রাম যার সাহায্যে কম্পিউটার,কম্পিউটার নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্র, রোবোট, সফটওয়্যার বা টুলস-মানুষের মতো কাজ করা, ভাবা, জ্ঞান অর্জন করা এবং এগুলোর ওপর ভিত্তি করে নিজে কর্মদক্ষ হয়ে ওঠে।

বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে যন্ত্র বা টুলস গুলিকে AI যুক্ত করার জন্য-Data Collection, Data Pre-processing, Evaluation, Training প্রভৃতি দেওয়া হয় এবং তারা যন্ত্র থেকে ‘মানুষ’ হয়ে উঠে একটা সময়ের পর সে নিজের কাজ নিজেই করতে পারে। Python, Prolog, Julia, Java, LISP, C++, R, Scala, Haskell, MATLAB প্রভৃতি Programming Language ব্যবহার করা হয়। এছাড়াও বেশ কিছু জটিল অ্যালগরিদম অতি বৃহত্‍ ডেটাসেট থেকে তথ্য বিশ্লেষণ, প্যাটার্ন শনাক্তকরণ ক’রে আউটপুট দেয়। AI-সিষ্টেমগুলো যত বেশি ‘ডেটা’র সংস্পর্শে আসবে তাদের কার্যক্ষমতা, নির্ভুলতা তত বেশি উন্নত ও বুদ্ধিদীপ্ত হবে। এর মূল উপাদান গুলোর মধ্যে কয়েকটি হল Machine Learning, Deep Learning, Natural Language Processing, Computer Vision প্রভৃতি যাদের সাহায্যে মেশিন ‘ডেটা’ থেকে শিখে প্রয়োজনের সময় মানুষের মতো নিজেই সিদ্ধান্ত নিতে পারে, নিজ ক্ষমতা বৃদ্ধি করে, মানুষের ভাষা শেখা, বোঝা ও ব্যাখ্যার কাজ করে।এভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেকে ক্রমশ উন্নত করতে আর যেকোনো ইনপুট পাওয়ার পর অর্জিত ‘ডেটা’ বিশ্লেষণ করে আউটপুট দেয়। সব উপাদান একে অপরের থেকে পৃথক।

বহু বিষয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রবেশ করে পরিসর বৃদ্ধি করছে। ভারতের নিজস্ব জাতীয় AI Portal India AI আমাদের সহযোগী হয়ে উঠছে। সুপ্রীম কোর্ট তাদের বিভিন্ন Order, Ruling একাধিক আঞ্চলিক ভাষায় প্রকাশ করে। এক্ষেত্রে SUVAS বা Supreme Court Vidhik Anuvaad Software ব্যবহার করা হয়। সুপ্রীম কোর্টের আরো কিছু কাজের জন্য SUPACE বা Supreme Court Portal for Assistance in Court’s Efficiency ব্যবহার হয়। এছাড়াও আছে Anuvadini আর Samantar। Bhashini নামের একটা AI আছে যার মাধ্যমে ভারতীয়রা নিজেদের মাতৃভাষাতে বিভিন্ন digital service পেতে পারে। শুধুমাত্র AI পড়ানোর জন্য মহারাষ্ট্রের কারজাতে একটা University তৈরি হয়েছে, তার নাম Universal AI University। AI ব্যবহার করে সারথীহীন গাড়ি চলছে; CEO MIKA যে আসলে AI-রোবোট ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে; AI যুক্ত ড্রোন আছে যারা গাছে কীটনাশক দিচ্ছে, আগুন নেভাচ্ছে, গাছ থেকে পুরুষ্টু ফল পাড়ছে, রেঁস্তরাতে সার্ভ করছে; একাধিক AI News Anchor আছে যেমন চীনে তার নাম Qiu Hao, এছাড়াও ভারতের Sana, Lisa, AI Kaur, Soundarya; AI-যুক্ত Wi-Fi ক্যামেরা দেওয়ালের অন্য পারে থেকেও অবজেক্টের ছবি তুলছে; Alter Ego এই AI device মানুষের মনের ভাবনাকে পড়ে internet থেকে দ্রুত তথ্য অনুসন্ধান করছে; Lionel Messi কিছুদিন আগে মানব দোভাষী ছাড়াই AI translator ব্যবহার করে ইংরাজিতে সাংবাদিক সম্মেলন করেছেন; Robotic fish Bello, SoFi গভীর সমুদ্র থেকে নানা তথ্য আনছে; Pibot AI Robot যা Human Pilot-এর থেকে ভাল কাজ করছে। সম্প্রতি বেজিং-এ অনুষ্ঠিত World Robot Conference-এ ৩৫ টা উন্নত রোবোট্রিক্স ডিভাইস প্রদর্শিত হয়েছিল, যাদের মধ্যে বেশ কিছু Humanoid AI যুক্ত, যারা Medical, Industrial, Construction, Service, Logistic, Deep See-তে ব্যবহৃত হতে পারে। এই ধরনের রোবোট GR-1 বয়স্কদের সহযোগিতা করে, DigitV2 আরো দক্ষ শ্রমকর্মী হয়ে উঠছে, বর্তমানে মেডিক্যাল সার্জারির কাজে AIযুক্ত রোবোট ব্যবহার করা হচ্ছে। একটি বহুজাতিক সফটড্রিংক কোম্পানী তাদের পানীয়র ফ্লেভার বানিয়েছে AIদিয়ে।হয়ত আগামীতে AIযুক্ত চশমা, Quantum AI যুক্ত সফটওয়্যার-এসবের প্রভাব দেখতে পাবো।এছাড়াও আছে একাধিক Chatbot যাদের সাহায্যে খুব সুন্দর করে আর্টিকেল তৈরি,প্রোগ্রামের কোডিং,গাণিতিক সমাধান,কবিতা,গল্প,চিত্রনাট্য,গান,গানের সুর, আইনি পরামর্শ, স্বাস্থ্যসংক্রান্ত টিপস, ভাষান্তরের কাজ, ছবি দেখে তার সম্পর্কে তথ্য দেওয়া, ছবি আঁকা, সিনেমার ট্রেলার তৈরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার জন্য লেখা-নির্দেশানুসারে এসব সহ বহু কাজ করে,প্রশ্নের উত্তর দেয় যেমন EVA, SIA এদের মতো ব্যাঙ্কিং চ্যাটবট এসব কারণে একে chatting robot বা virtual assistant বলা হয়। অক্ষর সংখ্যার সীমাবদ্ধতা ছাড়িয়ে যাবে উদাহরণ দিতে দিতে। কিছুদিন পরেই হয়তো NExT-GPTর প্রভাব দেখতে পাবো, যা any-to-any multimodal LLM বা Large Language Model-এর মাধ্যমে Text, Image, Audio, Video এই চার ধরনের ইনপুট আউটপুট নিয়ে কাজ করবে।

বিভিন্ন ধরণের Artificial Intelligence-এর মধ্যে মূলত Artificial General Intelligence (AGI), Artificial Super Intelligence (ASI) এই দু’ধরনের AI আমাদের থেকে অনেক বেশি দ্রুততা, নির্ভুলতা, স্বতন্ত্রতা বজায় রেখে স্ব-সচেতন হয়ে, যেকোনও কাজ ভালোভাবে সম্পন্ন করবে বা এমন সব কাজ করবে যা মানুষের সামর্থ্যের বাইরে। গবেষকদের মতে এদের নিজস্ব আবেগ, আকাঙ্ক্ষা থাকবে। সৃজনশীলতা থেকে জটিল তাত্ত্বিক জ্ঞান সব বিষয়ে এরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে কাজ করবে, যার নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকবে না। হয়তো একদিন উন্নত Generative AI-এর জন্য জৈবিক মানুষরা পৃথিবীতে দ্বিতীয় বুদ্ধিমান প্রজাতি হবে অথবা যন্ত্রের নিয়ন্ত্রণে মানুষ থাকবে। আলফাগো জিরো সফটওয়্যার তিনদিন ধরে নিজের বিরুদ্ধেই ‘গো’ নামের বোর্ড গেম খেলার পর নিজেকে সুপার-হিউম্যান পর্যায়ে নিয়ে গেছে। তবে ভবিষ্যৎ নিয়ে ভাবার সাথে বর্তমান নিয়ে চিন্তা বেশি কারণ AI ব্যবহারের গুরুত্ব বৃদ্ধির কারণে বহু মানুষ কর্মহীন হবেন এই শঙ্কা থাকছেই আর বাস্তবে এটাও দেখা গেছে একাধিক সংস্থা তাদের উত্‍পাদন বৃদ্ধি, উন্নত পরিষেবা, ব্যবসায়িক সুবিধার জন্য নানা ধরনের AI প্রযুক্তির প্রয়োগ করছে। কারণ এর কয়েকটি গুণ হলো নতুন নতুন উদ্ভাবনে সক্ষমতা,দ্রুত ও বিরামহীন ভাবে কাজ করা,নির্ভুলতা, খুব জটিল কাজের দ্রুত সমাধান, প্রতিবাদহীনতা।বিগত কিছু বছরে বেশ কিছু মানুষ কর্মহীন হয়েছেন শুধুমাত্র AIএর কারণে। বিভিন্ন ধরনের কাজ আজ সংকটের সামনে।আমেরিকা ও ইউরোপের আইনি পরামর্শদাতাদের ৪০%-এর অধিক কাজ AI করছে। বিভিন্ন বৌদ্ধিককর্মীদের পাশাপাশি কায়িক শ্রমের মানুষ সবক্ষেত্রেই পুরোপুরি নাহলেও অনেকেই কাজ হারিয়েছেন, আর হারানোর আশঙ্কাতে আছেন। McDonald নতুন কাউন্টার খুলবে যেখানে কোনও human employee থাকবে না। আগামী কয়েক বছরে কর্মক্ষেত্রে বিরাট এক পরিবর্তন আসবে বলে মনে করে World Economic Forum তাদের মতে ২০২৫ সালের মধ্যে ৮৫ মিলিয়ন মানুষ AI এর জন্য কাজ হারাবেন। June-2023এ McKinsey-র রিপোর্ট বলছে Generative AI কর্মীদের ওয়ার্কলোড ৬০-৭০% কমিয়ে দেবে। এছাড়াও এগুলো তৈরির সরঞ্জাম ও সেগুলো খারাপ হলে যে বিপুল পরিমাণ যন্ত্র-যন্ত্রাংশের বর্জ্য জমবে তা থেকে দূষণ হবে।অন্য এক শঙ্কার দিক সাইবার অপরাধীরা-যারা AIএর ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষতি,ব্যক্তিগত তথ্য-অর্থনৈতিক চুরি করছে;‘ডিপফেক’ যেখানে ভুয়ো আপত্তিকর অডিও,ভিডিও,ছবি বানিয়ে অথবা কন্ঠস্বর ‘চুরি করে’ অপরাধমূলক বা অসামাজিক কথা বসিয়ে অর্থ দাবি করার বেশ কিছু ঘটনা সামনে এসেছে। AI ব্যবহার করে global supply chain-এর ওপর নিয়ন্ত্রণ করার কাজও হতে পারে। অনেকে চেষ্টা করছে তাদের সৈন্যবাহিনীতে AI-রোবটের ব্যবহার করতে, বিভিন্ন দেশে প্রতিরক্ষার জন্য AI সমৃদ্ধ অস্ত্র ও অন্যান্য সামগ্রী ব্যবহৃত হচ্ছে। তাহলে কী আমরা নিজেদের অস্তিত্ব হারাবো? নিজেদের তৈরি যন্ত্রের কাছে বশ্যতা স্বীকার করব? একদিন কী ‘নামানব’রা সমাজ নিয়ন্ত্রণ করবে? ভবিষ্যতের কাছে এক কর্মহীন সমাজ রেখে যাবো? আধুনিকতম প্রযুক্তি কী আমাদের ব্রেনকে কৌশলে হাইজ্যাক করে নেবে? এর জন্য কী ডিজিটাল সাম্রাজ্যবাদের উত্থান হবে যা অন্য এক ধরনের ঔপনিবেশিকতার জন্ম দেবে?

তবে World Economic Forum এটাও বলে আগামীতে ৯৭ মিলিয়ন নতুন চাকরি ও $১৫.৭ট্রিলিয়ন অর্থ সম্পদ তৈরি হবে। ভারতের ক্ষেত্রেই ২০২৭ সালের মধ্যে ৪.৭ মিলিয়ন AI সংক্রান্ত চাকরির সৃষ্টি হবে এবং ২০৩৫ সালের মধ্যে ভারতের অর্থনীতিতে $১ ট্রিলিয়ন যোগ হবে। অনেকেই AI নির্ভর Start-up করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। Statista-র মতে ২০২৫ সালের মধ্যে পৃথিবী ব্যাপী AI ভিত্তিক সফটওয়্যার থেকে ১২৬ বিলিয়ন রেভিনিউ আসবে। ২০১৫ সালে United Nations যে ১৭টি বিষয়কে (যেমন-শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রতা, ক্ষুধা, আবহাওয়া, শান্তি-ন্যায় বিচার প্রভৃতি) গুরুত্ব দিয়ে ২০৩০ সালের মধ্যে Sustainable Development Goals (SDGs) নিয়েছে সেগুলির লক্ষে AI ৭৯% সহযোগিতা করছে। Ecosystem-Environmental-Disaster management প্রভৃতিতে, কৃষির উন্নতির জন্য AI সদর্থক ভূমিকা নিয়েছে। প্রযুক্তি কখনো ভালো বা খারাপ হতে পারে না, আমরা কী ভাবে তা ব্যবহার করছি তার উপরেই এটা নির্ভর করে। ভুল ভাবে ব্যবহার করলে AI খুব ক্ষতিকর জিনিসে পরিণত হবে তাই যে গতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এগিয়ে চলেছে সামাজিক প্রতিষ্ঠানের অংশ হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে এবং মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে।এর অগ্রগতি ও প্রয়োগের ক্ষেত্রে নিজেকে সতর্ক থাকার সাথে সাথে সরকারী ও আন্তর্জাতিক সংস্থা গুলির নিয়ন্ত্রণ আনতে হবে।আসলে সবটাই অন্ধকারময় তা ভুল।আমাদের এই উদারতা রাখতে হবে-আধুনিক প্রযুক্তি আসবেই,তাকে গ্রহণ করে সঠিক ভাবে ব্যবহার করা এবং সেই অনুসারে নিজেকেও গড়ে তোলা। আমরা মানুষরা বুদ্ধিমান আর তাই কিউরিয়াসও বটে আর এই কারণেই আমরা শত শঙ্কার মাঝেও কৃত্রিম বুদ্ধিমত্তার ডেভলপমেন্ট করে যাবো। So let us not fear the rise of AI, instead, let’s harness its power, reach for the sky. Together, we can shape a future bright,where humans and machines co exist in delight.

অরিজিত্‍ ঘোষ | Arijit Ghosh

Lost music and culture in Bengali wedding ceremonies | Bengali Article

Rabindranath Thakur in social consciousness 2023 | Bengali Article

32 Beshas of Jagannath Mahaprabhu | পুরীর জগন্নাথ মহাপ্রভুর বত্রিশ প্রকার সাজ-শৃঙ্গার

Bardhaman District Pancham Dol 2023 | পঞ্চম দোল – বসু পরিবার ও দেবকী বসু

Artificial intelligence history wikipedia | Artificial intelligence history timeline | who invented artificial intelligence | types of artificial intelligence | history of artificial intelligence pdf | what is artificial intelligence | first artificial intelligence | when did ai become popular | Risks of AI & Cybersecurity | Generative AI is powering threats | ai threats and opportunities | SWOT Analysis of Artificial Intelligence | artificial intelligence threats | artificial intelligence opportunities | artificial intelligence pros and cons | Companions or Threats of AI | Article – Companions or Threats of AI | Best Article in Bengali | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | Companions or Threats of AI – essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2024 | Best Article – Companions or Threats of AI | Best Article in Bengali pdf | writing competitions in africa 2024 | writing competitions for high school students | Companions or Threats of AI in India | writing competitions 2024 | writing competitions uk | bengali article writing | bangla – Companions or Threats of AI | bengali article rewriter | article writing | bengali article writing app | Best Article in Bengali book | Companions or Threats of AI – Online | Companions or Threats of AI description | bengali article writing example | article writing examples – Companions or Threats of AI | Viral Video – Companions or Threats of AI | Best Article in Bengali Source | bengali article writing format | Best Article in Bengali News | bengali article writing generator | article writing global warming | article writing igcse | Ebook – Companions or Threats of AI | PDF Famous Companions or Threats of AI | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | Best Article in Bengali Font | article writing on global warming | bengali article writing pdf | article writing practice | Best Article in Bengali Ebook 2024 | what is article writing | content writing topics 2024 | Bangla Prabandha | The Best Article in Bengali | Definite Article | Bengali Article Writer | Short Bengali Article | Long Article | Best Article in Bengali in pdf 2024 | Trending Best Article in Bengali | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder | Trend – Companions or Threats of AI | Companions or Threats of AI 2024 | Companions or Threats of AI – History | Companions or Threats of AI in real | Companions or Threats of AI | Companions or Threats of AI practice

Leave a Comment