New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | অলোক মিত্র

Sharing Is Caring:
Bengali Poetry

সময়ের বেণীবাঁধা হাতে – অলোক মিত্র [Bengali Poetry]

ইদানীং বেশ আছি, তোকে বলা হয়নি যে কথাটি
কারো জন্য জীবন কারো থেমে থাকে না।
যেমনি বসন্ত চলে গেলে,
নেমে আসে হুট করে বার্ধক্য৷
একাকীত্ব চলে গেলে,
নেমে আসে ঘোর সংসারী হওয়ার যাবতীয় চাপ।
এই চাপ নিতে নিতে একটা মানুষ কখন
যেন ফানুস হয়ে, উড়ে যায় আত্মা….
হাড় মাংস পড়ে থাকে জমিনে
পুড়ে ছাই হবে দগ্ধতায়
কিংবা মাটি হবে সারা দেহ খেয়ে।
ভালোবাসা নিছক একফোঁটা দুঃখ
কিংবা বিষাদ কিংবা সুখ ছাড়া আর কিছুই না,
যাকে বলি মায়া।
আসলে, কোন কথাই বলা হয়নি কিংবা শোনা।
এত ব্যস্ততার শুভ্র প্রহরে,
শুধু সময় কাটাই নানাবিধ ছলে।
কিংবা আমরা একেক জন হই
অসম্ভব অভিনেতা অভিনেত্রী।
আত্মস্থ করি ভূ-মণ্ডলের যাবতীয়
রসায়ন পাঠ কিংবা গতিবিদ্যায় হই গতিশীল।
জানি, সময় ফুরিয়ে যাচ্ছে
আত্মার ক্ষয় নেই, দেহের ক্ষয় আছে
আমরা সবাই বড়ই অসহায়
সময়ের বেণীবাঁধা হাতে।

নলেন গুড়ের সন্দেশ, একটা ঈশ্বর – অলোক মিত্র [Bengali Poetry]

শুনেছি তোদের ঈশ্বর বাস করেন অনিয়মের ডেরায়
মস্তিষ্কের স্নায়ুকোষে উইপোকার মতন থাকে ছড়িয়ে। একটা বস্তাবন্দী লাশ কেটে দেখতে ইচ্ছে করে
কোথায় তোর ঈশ্বর?
আমি তো দেখি ঈশ্বর থাকেন ঠাকুর পল্লীতে
কিংবা বেশ্যাপাড়ায় পুজো আরতির
সান্নিধ্য পেতে ভোগ আর বিলাসিতায়।
কখনো জিজ্ঞেস করেছিস ওকে?
তোর ঠাকুর বাড়ির সন্দেশ আসে কোথা থেকে?
সে জানে, দুর্নীতির ওই কালো টাকায়।
স্যুগারটা বেড়েছে ইদানীং ওর অনিয়মের নামতা পড়ে।
ঠাকুর জানে ওর ঈশ্বর থাকেন ভোগ-বিলাসিতায়
নলেন গুড়ের সন্দেশ খেয়ে।

ঠাকুরে লেগেছে চাঁদের হাওয়া – অলোক মিত্র [Bengali Poetry]

শয়তানের গোলে ঈশ্বরের আত্মাও কেঁপে ওঠে
আমি অনিয়ম দেখতে দেখতে অভ্যস্ত
হয়ে গেছি বেশ ইদানীং।
যেমনি অভ্যস্ত হয়েছি দুর্নীতির সাথে
বসবাস অযোগ্য নতজানু প্রশাসনে….
আমি ঈশ্বরের বিরুদ্ধে অনাস্থা আনবো
আজ থেকে নাস্তিকে হবো সামিল।

ঝরা পাতাদের সংলাপ – অলোক মিত্র [Bengali Poetry]

কথা হচ্ছিল গতকাল
আর তো হবে না দেখা,
বহু পথ, লক্ষ সহস্রাধি ভুল পেরিয়ে
চিরবসন্তের ফেলা আসা অতীত
হাড়গোড় চাটে তৃপ্তির স্বাদ নিতে।

দেহ-মাংস থেকে ছড়িয়ে পড়েছে
অসংখ্য অণুজীব জীবনের,
বেঁচে থাকার লড়াইয়ে হবে সামিল।
একটা মৃতদেহ নিয়ে তাদের মধ্যে
টানটান উত্তেজনা কে কতটা
আমিষ শর্করা স্নেহে করবে কাড়াকাড়ি?
বসিয়েছে দাঁত, নূতন প্রাণের সঞ্চার…
হোক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তাতে কী?

কথা হচ্ছিল সেদিন…
চলে যাব মায়াকে ছেড়ে
দিতে নাহি চায়, তবু চলে যাব
কথা হচ্ছিল ফিস ফিস করে,
কথা হচ্ছিল, সংলাপগুলো
দ্রুত সুস্থতা নিয়ে বেঁচে থাকুক
কারো না কারো হৃদয়ে,
ভালোবাসা বেঁচে থাকুক।

অনন্তকাল ভূগর্ভস্থ যোনিপথ
ভেদ করে প্রত্যাদিষ্ট হোক একটা সকাল
আমি চোখ কচলে দীর্ঘ ঘুমে
বিরতি টেনে সোনাঝরা ধানের ক্ষেতের
আইল ধরে হেঁটে যাবো শ’ক্রোশ দূরে।
একটা লেজঝোলা পাখির নৈর্ঋতে
থাকবো উদম ময়ূরপঙ্খী মেলে।

ধুপের শেষ আরতির গন্ধ পাই – অলোক মিত্র [Bengali Poetry]

গতকাল, এই তো সেদিন
একটা নদীর সাথে কথা হোল আমার
এতো দীর্ঘক্ষণ। ওকে শুধালাম আমার
গোপন ব্যাধির নানাবিধ প্রণয়।
একটা সময় আমরা দু’জন
ভেসে ভেসে চলে এলাম বহুদূরে।
খানিকটা পথ গিয়ে মনে হোল
সে আমার বন্ধু হয়ে গেল।
আমি প্রণয়ে আর যাবো না
আমি সম্পর্কে আর জড়াবো না
আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে,
আছে দীর্ঘদিন শোকতাপে থাকার
নানাবিধ মানসিক শারীরিক জটিলতা।

আমি ইদানীং স্ট্রেস নিতে খুব ভয় পাই,
আমার পেনিক ডিসর্ডার আছে।
সব কিছুতে এত ভয়,
আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
সমাজের নানাবিধ ব্যাধি।
এই ধরুন উচ্চ রক্তচাপ অতিরিক্ত অম্বল
কিংবা রক্তে অতিরিক্ত স্যুগার
এই আর কী?
এসব কিছু আমি অর্জন করেছি,
আমি চাপ নিতে শিখে গেছি
আমি অনিয়ম করতে শিখে গেছি
আমি আমার নিজের সাথে
শৃঙ্খলা ভঙ্গে অভ্যস্ত হয়ে গেছি।

গতকাল নদী বলল, তুই নিঃশেষ হয়ে গেছিস।
এবার আয় চলে, গঙ্গার কাছে যাই
আমি ইদানীং শ্মশানের পোড়া কাঠে
মৃত হাড় মাংস মজ্জায় ধুপের শেষ আরতির
শেষ যজ্ঞের গন্ধ পাই।

রূপসী গাঙে একদিন – অলোক মিত্র [Bengali Poetry]

গতকাল বলেশ্বরীকে বললাম
আমায় ভালোবাসবি,
আমায় কথা দিবি।

দেখি নীরব নিথর বয়ে চলে
আমার কথা শুনছেই না,
আমি বললাম ও রূপসী
আমি ঝাঁপ দেব তোর মরাগাঙে।

চোখে দেখিস না ? ও মরদ
আমার রূপ যৌবন নেই
এখন আর সাজে,
শুকিয়ে কাঠ, চৌচির এ দেহ।

ভালোবাসতে দেহ লাগে বল তবে,
লাগে কী তোর ভরা যৌবন?
রূপে তোর আগুন না জ্বলুক
ফাগুন না আসুক চোখে।

আমি তোকেই ভালোবাসি
মরা গাঙ, ছলাৎ ছলাৎ ঢেউ
পাড় ভাঙা এ বরষায়
এলোমেলো তোর যত্তসব সাজ।

বিরহের নামতা – অলোক মিত্র [Bengali Poetry]

অগ্নিতে ঘি দিয়েছি
জ্বলে উঠবে ঝলছে।
মনেতে মন দিয়েছি
পিরিত শিখাইবে কী বুঝলে?
কথায় কথা দিয়েছি
ভালবাসায় টান আসবে।
এখন দেখি সব ভুল
নদী বলে আমি জল।
বিরহী তোমার দুঃখ
কী করে ঘুঁজবে?

যে শহরে রবীন্দ্রনাথ নেই – অলোক মিত্র [Bengali Poetry]

একদা কবিতার শহরে বসেছে
স্বঘোষিত কবিদের হাট।
অহং ঈর্ষায় জ্বলে পুড়ে তারা,
চুনসুরকি পোড়ামাটির গৃহে
আমাকে করে প্রতিনিয়ত হেয়
একখণ্ড শশ্মানের পোড়াকাঠ।

আমি রবীন্দ্রনাথকে খুঁজি বাইশে শ্রাবণে
আরম্ভর প্রয়াণ আয়োজনে।
দেখি রবীন্দ্রনাথ বেচারা
সত্যেন্দ্রনাথকে আমাদের দায়িত্ব দিয়ে
নেমে পড়েছে কবিতার শহর ছাড়িয়ে
জীবনানন্দের শহরে হাঁটুসম
জলকাঁদা দু’চরণে মেখে।

দেখি কবি আছে শুধু বসে…
চেয়ারে চেয়ারে ছয়লাপ,
কবিতা নেই, কবির মহাপ্রয়াণে।

শহর জুড়ে বৃষ্টি – অলোক মিত্র [Bengali Poetry]

শহর জুড়ে বৃষ্টি নামুক
তুমুল শব্দে ভিজিয়ে দিক বেহুলা মন,
মন খেয়ালী নৌকোতে চড়ে
শুদ্ধরাগে ছুটছে মন।

গতকাল সন্ধ্যায় একঝাঁক তারা
এসে নেমে পড়ল আমার গায়,
ঠিক চন্দ্র তখন আটগাঁট বেঁধে
অলসতা ছেড়ে উঠল সবে।

জোছনা বিলাস ভাল্লাগে তাই
ছুটছি আমি আমার গাঁও,
রাতবিরাতে ঘুম কাটিয়ে
উঠছে সবে প্রাণের ওপর।

সোনাঝরা ক্ষেতে মুগ্ধ হেসে
প্রদীপ জ্বলে আমার গাঁও,
শহর জুড়ে বৃষ্টি আসুক
তুমুল শব্দে ভিজে হোক শীতল মন।

শুনেছি ওর একটা অতীত আছে – অলোক মিত্র [Bengali Poetry]

ভালোবাসার মানুষটার যদি একটা অতীত থাকে। কিংবা খুচরো কিছু স্বপ্ন থাকে বিষাদ মনের হায় হুতাশ জুড়ে। তার মানে এই নয়, সে মানুষটা নষ্ট। পথভ্রষ্ট।

অথচ, অনায়াসে তুমি তাকে বাজেয়াপ্ত করো তোমার মনের ভিতর থেকে৷ কথায় কথায় তাকে লগ্নভ্রষ্টা বলো আঙুল তুলে। এমন কী তাকে চরিত্রহীন বলতে পিছ পা হও না, শব্দবানের কষাঘাতে।

কী দারুণ! একটা সমাজ দাঁড়িয়ে আছে তার পুরুষতান্ত্রিক এক পা তুলে। সময় সময় খড়্গ
হাতে নামিয়ে রাখে, যত্রতত্র ভোগের অভিলাষের যত মন্ত্র।

আসলে যতই তুমি মুখে বলো, সমাজটাকে পাল্টে দিবে, এক নিমিষে। যদি বলি ওর অতীত আছে গ্রহণ কর, সমাজের শত ব্যাধির কারফিউ তুলে। তখন তুমি, পাশ কাটিয়ে চলে যাবে, ভ্রষ্টা বলে।

কথার কথা ধরে নিলাম, ওর একটা অতীত আছে। যদি হয় ও তোর বোন, পারবি ওকে আস্তকুঁড়ে ফেলে দিতে। যখন দেখবি, ওকে কেউ না কেউ বলছে লগ্নভ্রষ্টা কিংবা নষ্ট মেয়ে। দাঁত কামড়ে শুনতে পারবি এসব কথা মুখটি চেপে?

যদি ওর অতীত থাকে, কার কী তাতে যায় আসে? ভালোবাসায় যদি শ্রদ্ধা থাকে, কিসের এত প্রশ্ন ওকে নিয়ে? গ্রহণ কর, পুরুষতান্ত্রিক সমাজের অবহেলা আর রক্তচক্ষু উপেক্ষা করে।

অলোক মিত্র | Aloke Mitra

New Bengali Article 2023 | সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা

Godhuli | গোধূলি | রম্যরচনা | জয়ন্ত কুমার সরকার | Best 2023

New Bengali Story 2023 | তুতানের পৃথিবী | গল্পগুচ্ছ

Bengali Story 2023 | মন্টুর মা | গল্পগুচ্ছ ২০২৩

সময়ের বেণীবাঁধা হাতে | নলেন গুড়ের সন্দেশ, একটা ঈশ্বর | ঠাকুরে লেগেছে চাঁদের হাওয়া | ঝরা পাতাদের সংলাপ | ধুপের শেষ আরতির গন্ধ পাই | রূপসী গাঙে একদিন | বিরহের নামতা | যে শহরে রবীন্দ্রনাথ নেই | শহর জুড়ে বৃষ্টি | শুনেছি ওর একটা অতীত আছে | রূপসী বাংলা | ওগো রূপসী | পদ্মার কথা কইলা বন্ধু | রূপসী বাংলা কবিতাটি অবলম্বনে | বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতা কোন কাব্যগ্রন্থের | জীবনানন্দ দাশ প্রবন্ধ রচনা | জীবনানন্দ দাশের কবি কৃতিত্ব | জীবনানন্দের সনেট | যতদিন বেঁচে আছি কবিতার মূলভাব | বাংলার রুপ | অমরায় গিয়ে কে নেচেছিল | ভালোবাসা আর বিরহ | বিরহের গান | রবীন্দ্রনাথ তুমি শোনো | শেষের কবিতার আঁতুড়ঘর | শেষের কবিতার শেষ অংশ | শেষের কবিতার কিছু বিখ্যাত কবিতা | শেষের কবিতার নায়ক নায়িকা | শেষের কবিতা প্রশ্ন উত্তর | শেষের কবিতার শেষ কবিতা | শেষের কবিতার সারাংশ | জীবনানন্দের রবীন্দ্রনাথ | আমার রবীন্দ্রনাথ | রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা | শিলং ও রবীন্দ্রনাথ | ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথের পরিবেশ চেতনা | রবীন্দ্রনাথের সেরা কবিতা | রবীন্দ্রনাথের বলাকা | রবীন্দ্রনাথের প্রণয়িনীগণ | শহর জুড়ে বৃষ্টি নামুক | শহর জুড়ে আজ বৃষ্টির মরসুম | ওরা আর বৃষ্টি ছুঁতে পারে না | বৃষ্টি’র শহর কবিতা বর্ষা | ৪৫ টি সেরা বৃষ্টির কবিতা | বৃষ্টিতে বানভাসি কলকাতা | বাদল দিনের কাব্য | বৃষ্টি নিয়ে ক্যাপশন | সকালে-বিকেলে বৃষ্টির সম্ভাবনা | অতীত মুছে ফেলো তুমি | অতীত নিয়ে আপনার কী কী আফসোস | ফেরারী অতীত | আগে যা হয়েছে সব অতীত | অতীত থেকে বর্তমান পেরিয়ে ভবিষ্যৎ | স্পর্শের অতীত তুমি এখন | অলস দুপুর | ধারণার অতীত | চুলের সাজে বেণী | নোলেন গুরের সন্দেশ হিন্দিতে | ঈশ্বর বা ভগবান কে | নরেন্দ্র ও ঈশ্বরের অস্তিত্ব | ঈশ্বর কি মন্দতা সৃষ্টি করেছেন | ঈশ্বরকে লেখা চিঠি | ঈশ্বর কে | বৌদ্ধ ধর্মে ঈশ্বর | হিন্দু ধর্মে ঈশ্বর কে | ঈশ্বর তত্ত্ব | মানুষের প্রথম ঈশ্বর কে | ঈশ্বর আল্লাহ | ঈশ্বর ও জীবের সম্পর্ক বুঝিয়ে লেখ | ঈশ্বর কি নিরাকার | চাঁদের গায়ে চাঁদ লেগেছে | চাঁদের দেশে জমি কেনার উপায় | চাঁদের গায়ে চাঁদ লেগেছে গোষ্ঠ গোপালের গান | চাঁদের গায়ে দাগ লেগেছে | চাঁদের গায়ে চাঁদ লেগেছে গানের অর্থ | ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান | চাঁদের বুকে প্রথম পা দেন কে | ঝরা পাতার গান | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment