Best Bengali Poem Lines for Caption | Bangla Kobita

Sharing Is Caring:

Bengali Poem Lines for Caption – Nazarul Islam

উপজীব্য – নজর উল ইসলাম

উপজীব্য করি তোমার অবর্ণন অনুক্ষণ, ইতিহাস ধরি
সব উপমা গড়িয়ে আসে নিশ্চিন্ত রেখাপাতে, খবর করা পাখিরাও
এই নিহিত সত্যের পথে দাঁড় ভাসায় আর উপোসী মেঘগুলো
ভাসতে ভাসতে দূর আকাশে নকশা আঁকে কাল চেতনার
আমরা বুঝি না বলে শুধু শুধু রোদ্দুরে চোখ রাখি
আলো এলে ভাবি ভীষণ প্রতিবাদ হবে,বলি এবার
আয়নায়, জাদুর এপার ওপার কত না উন্মুখ জীবন পাব
দেখিনা রক্তের পদচিহ্ন সাহসী আড়াল খেলার দু’পাশ
সময়ের সন্নিবেশে নিহত হয় আলোর গন্ধ
কল্পকাহিনী হয়ে ওঠে চাঁদের বিভোর বৃত্তরেখা,মহান সত্য…

মন-উৎসব – নজর উল ইসলাম

আঙুলে ছুঁয়েছি হাত সেকথা মনের অন্দরে বেহিসাবি সংহার
তুমি ভুলে গেছ আলোয়, আমি কথা রেখেছি ধুলোর স্বর্গে
ডানা মুড়ে আছো ইচ্ছের বাগান সে থাক তোমার অনিবার্যতা
বিকাশের ঘরে হাজারও পৃথিবী আছে আমার বিরহ নগরে
অচেনা জীবন সবই দেখে ভ্রমর আরও তীব্র সন্ধানী
পথ রয়েছে পথে জেনে যায় সৃষ্টিতত্ত্বের ভাঁজ খুলে
খুব পছন্দের হাসি থেকে রহস্যের জমিন দৃশ্যে মনপাখিটি
মনবন্ধনে উৎসব করে আকাশি মুখ স্বাক্ষরে প্রাণান্ত
কেন না আপসে জ্বলে নিঃস্বতার বিবেকী সুর-যোজনা
ক্লান্ত হয় না কাছাকাছির নিপুণ আবর্ত প্রেম-প্রেরণা…

নিশিপদ্মের পবিত্রতা – নজর উল ইসলাম

আনমনে মন চলে যায় জানলার আকাশগঙ্গায়, যেখানে
ফুটে আছে মন-মাধবীলতা নীল নিশিপদ্মের যত অলেখা
সুবাসিত একাঙ্গ হয়ে ওঠা বাসর — শুনেছি জলের
অনুরণনের ভেতর প্রগাঢ় মায়ার নেশাক্ত সন্ধি, গহনে
আরও জ্বলন্ত স্মৃতিচিহ্ন ডাকে অমরতায় ডাকাবুকো নিঃশ্বাস
ফুটন্ত অক্ষরে সাজানো আমাদের ওঠানামার একতারা
অনুশাসন পর্বে দেখি বসন্তও পাশ থেকে হাত বাড়ায়
সঞ্চারী উঠোন জুড়ে যে মণিপদ্মের ফুলময়তা
সে জানে না কী আদরের পবিত্রতা ধারাবাহিক
উপেক্ষার অঙ্গরাগও নত হয় পূজনে অনুরাগবশত…

একক শিল্পী তুমি – নজর উল ইসলাম

আমার উজান দিন এভাবে গড়িয়ে যাবে
মুখোমুখি হব দু’জনে দু’জন ফুঁড়ে মন সরোবরে
পাখির চেতনা আছে গানের স্বরলিপি জুড়ে
একক শিল্পী তুমি শুধু শুধু বানাও যেন খারিজ ভিন্নতর
বাঁচতে এসেছি নয় দশ দিগন্ত দেখার আলোকে
বিভাজন জানি না পেরোতে পারি কুয়াশার অনামুখ
আরও মিলিয়ে যাব কবিতার চেনাসুখ প্রতিধ্বনি
এ জীবনে ছড়িয়ে যাক শিকড়ের মায়াবোধ — আলাপ
সীমারেখা রাখি না মনে আজন্ম বিমুখ প্রেমে
সাহসী রোদ এসে ডেকে নেবে একথায়, অন্তর কোহল
জানে মুহূর্তের বর্ষণে আত্মা চাইছে সুন্দরতম ভেবে
আমার স্থান তবে কৃষ্টি হল না অপেক্ষায় চেয়ে থাকে…

খোঁজ – নজর উল ইসলাম

আমার খুঁজতে হয় না তোমার মনছবি
দৃশ্যত পারস্পরিক দেহ-ঘর-বাড়ি
এপারে সবুজ ওপারে অবুঝের দেশ
ভেতরে ফুটে ওঠে পরিচিত আবেশ উৎসব মুখর মন-মজলিশ
পাগল হাওয়ার খেলা রোদ্দুর নিংড়ে মরে
নিত্যদিনের ঢেউ দিনে দিনে ঘরে ফেরা
আচ্ছন্ন রাত্রিবেলা ডাকি সারা মেঘগুলোকে
ভাঙনের তালিতাপ্পা জুড়ে যাব এক কালিতে
বেলা যতই বেজে উঠুক মেধাবী উঠুক সংরাগে
আমি তার ছুঁয়ে দেব বিনিয়োগ উঠোন জুড়ে
কথনের ভাব আভায় সুশোভন নৌকো খানি
চড়ে অবিরত মনরাজ্য ভেজা শীতল আলো পেড়ে..

মনবাহন – নজর উল ইসলাম

পূর্ণতায় প্রণয় ভেজা পাখির অসামান্য আয়োজন
নৈসর্গিক লিখনে পৃথিবী যেমন পৃয় সংহারে
বাহারি কত ফুল ফলিত আমি বিনির্মাণ নির্ভার জলে
প্রতিমা আমার মন-কাজলে ভরাট মোমমনে

পথ হাঁটি সীমানাহীন অনন্তের গোলক ধাঁধায়
বরাবরই ফলশ্রুতিতে মন পড়ে থাকে হৃদয়ে
মায়াবী গ্রহণে চাঁদ ভাসমান যত প্রশ্রয় লিখি
মনঘরে আরও আছড়ে পড়ে দরাজ নীল

গোলাপ ও হলুদাভায় পরাগ যোজনায় ডুবি
কারুজয় সন্নিবেশে জীবন পড়ি তাও অভেদ্য
তাও সংকেত নিহিত বোধিজলে চোখ মুছি
আর পাতায় পাতায় বুনি সাঁতারের মনকথা…

হাস্যজল – নজর উল ইসলাম

খুঁজে নেব তোমার অপারগতার ভেতর উপুড় হওয়া
স্মৃতিদীর্ণ অন্ধকার শেকড়
যা প্রতিমন্ত্রে গোপনে বাঁচিয়ে মনকামিনী দেখায়
সুখকর হাওয়া ওড়ায় জীবনবন্দিত
বৃথা কেন চারিপাশ ঘুরি, আলোবিন্দু নীল উৎসারণ—
সে মোহমায়া টান সমর্পিত সঞ্চারী
আমি শৃঙ্খল পুষি নিজস্ব আবাদে অনিবার্য
ভাঙনে ভাঙি,গড়নে গড়ি অনুরক্ত অন্তরে
আর ফ্যাকাসে হলুদ বর্ণহীনতায় ডুবন্ত সূর্যাস্ত
গভীর অরণ্যের ঘোর অন্ধকার বহন করে
যতই আলো হই চোখ ওঠে না— উপহাস হাসে
কারবারি আরোগ্য আসে বিমোহন ছেপে যায়
ভাগ-বিভাজন নদী আঁকা ছবি পড়ে থাকে
যেন ভেজা কলসির ভেতরে কত জল নাটুকেপনায়
বিচ্ছিন্ন সাঁতারে ভাসে তিরতির আশাবন্ধন…

পরম্পরা – নজর উল ইসলাম

তোমার অরণ্যের অধিকার ছিনিয়ে নিতে চাই না
কেবল নান্দনিক মোহিত ভেবেছি
উৎকর্ষতা বহুমাত্রিক উড়াল পলকে দৃঢ় হয়
যেমন অন্ধকার নির্মাণের জ্বলন্ত উচ্চারণ
অতিথির অপেক্ষায় দিনগোনা স্বপ্ন-মোহ
মিথ্যে বলিনি উদ্ভাসে ও রাত্রিকথায়
ঝোঁক গতিশীল চুম্বকের সৃজনভূমি
যতই ডানা ছেঁটে দাও সুরে-ছন্দে অভিনব
নিঃসঙ্গ প্রাচীর ভাঙে ঠিক-ই তা বলে
সাধনা আর ব্রত একাঙ্গ হলে জমাট মলাট
জলছবির অনুষঙ্গে খুনসুটি দিয়ে ওঠে
আর আমরা পাগলের মত মাতাল হই
অবিরাম ঝরে পড়ে মেঘের মনকুচি
পরম্পরায় ভিজে যাই নিপুণ ছাঁচে…

বিপন্ন ভালোবাসা – নজর উল ইসলাম

মেঘভাষ্য লিখতে গিয়ে স্বপ্নাতুর রোদ্দুর গোটানো হৃদয় লিখি
স্মৃতি-বিস্মৃতি উপড়ে আসে অশ্রুসজল আবহমান
কাঠগোলাপের মতো দাঁড়িয়ে যেন ভাস্বর আর আমি নির্লিপ্ত পিপাসায়
সুর ওঠে না—কত মন মেরে মণিকোঠায় জল আসে
বুঝি সব রং জীবন বোঝে না,মন বোঝে না কেবল বাঁচন
চাঁদ ওঠে মন ওঠে না গভীর গণতন্ত্রে গা-ভাসা প্রত্যয়

আত্মাকে বলি তুই বোঝ, ভাইরে শান্ত হ, এই পৃথিবী
এটা বাস্তবতা লুকিয়ে কাঁদিস কেন, হ্যাঁ প্রত্যাশার যাপনচিত্র
মাটি হওয়া প্রেম আজন্ম বাউলের আকন্ঠ আগুন
প্রীতি নেই পবিত্রতা নেই শুধু নির্জনতায় মত্ত উন্মুখ
ভালোবাসা বলে কিছু আছে আর, যারা ভালোবাসে
বিমূর্ত মন ডিঙিয়ে ডিঙিয়ে পদ্মনাভিতে ফেরা
ক্ষয়ের ইতিহাস লেখা প্রাক বিহ্বল ভুবনডাঙা
বিমোহন সব বিমোহন অলেখা আলেখ্য সংক্রমিত
ডানাযুদ্ধের হাহুতাশ পোষা এক শীতের বিকেল বিপন্ন
ভাঙা আয়নার জ্বালামুখ ছিটকে অসংখ্য চুক্তিহীনতা
মুখের ওপর ছুড়ে দেয় জোনাকির গোপন মৃত্যুর আশ্রয়…

কথকতার দিব্য সাঁতার – নজর উল ইসলাম

চোরাবালির চোখ কথা হয়ে ওঠে নিমগ্ন আত্মরেখায়
মহাশ্মশান জাগে প্রেম খসা ঢেউ মুখে
অহংকার ফোটে মনভ্রমে পালিত মরাখাতে
অভিমান জানে নিবিড় অরণ্যের যৌথ পরিবেশন
নিভে যাওয়া শোক অতিক্রম করে দেখি সব বিষাদঘর
বিবাদী মেঘ যেন যৌতুক নিয়ে ছিল জমা উপেক্ষার দিন
আর দিন ফুরিয়ে রাশ রাশ ঘামজন্ম বিস্ময়চিহ্নে মনোহত
চেনা মুখ অচেনা কষ্টের ছবি দেখে রাত দেখে অশ্রুত নিকষ
আয়ুর বাগান থেকে সব বাঁধন ছেনে অপেক্ষায় অলীক
বেবাক চেয়ে থাকা পাখিদের প্রেমিক মমত্ব আলো আনে
প্রতি ভাষ্যে নৈঃশব্দ্যের মরমী গান ছুঁয়ে দেয় শরীরে
পায়ে পা-জড়িয়ে যায় মন আড়ষ্ট একগাছি নত
শিল্প হয় জল ছলছলে বিমর্ষ স্বপ্নের অঝোর অন্ধকার
সব আলপনায় নিখোঁজ বেদনার্ত কথকতার অপূরক আক্ষেপ
বাঁশি হয় ফুল-সুর ছেঁড়া নির্মোহ ভবিষ্যপুরাণ একক…

ঝলক – নজর উল ইসলাম

আছে তো আছে ভাবছি সনে গহিনে নিহিত আলো
গল্পের শেষে অশ্রুত ভিজে জাদু দেখানো বুঝি ভালো
লুকিয়ে লুকনো পরম্পরা দেখিনি স্বাভাবিক এসব ভাব
সশরীরে সার্থক অবিশ্বাস্য সুখ-ভগ্নাংশ ভাঙছে স্বভাব
উন্মোচনহীন কত ঝলক নকশায় নিপুণ পাশাপাশি দু’জন
মুচড়ে পড়ে পরিণত ঢেউ রহস্যমালায় ডুবন্ত স্বজন
আপন মেঘের আপন খেলা সময়হীনতার দস্যুতে
কতদূর সে পুষে রেখেছে লৌকিকতার স্বপ্ন ছুঁয়ে
ঘূর্ণনের এই মহাবিশ্বে আকর্ষণের মোহ দিয়ে মন
মনোবাসনার খোরাকি চারণে সুতোয় বাঁধা যেন বন্টন

বিনয় – নজর উল ইসলাম

মুহূর্তের মাঝে কী যে আলো অকল্পনীয় আকাশ রাখো
জানলা দিয়ে মন সরে যায় আশ্চর্য অতিক্রমণ অতিমন্থর
দিব্যি যেমন এক লহমা ঠুকরে দিয়ে ঘুরছে বেশ
ঠিকানা খুঁজে হয়রানি স্ফুলিঙ্গ প্রায় দূরের মনবেশ
সঞ্চারী ঠোঁট অতিকথনে অভিবাসনের মুখ খোঁজে
বিনয় নেহাত শোনায় নাকো ক্ষীণ আয়ুর অনাভ্যাসে
সন্তর্পণে ছাই উড়ন্ত সুদীর্ঘ সময় পায়নি সে
আওয়াজ কেবল তৃপ্তির ছটা ঈর্ষাকাতরে মুখ তোলে
বানানো মেঘের পুণ্যতোয়া ঢাকা পড়ে যায় বিষণ্ণে
নতমুখ সয়ে বিস্ময় পোষে কজন বলো বিশ্বাসে

হনন – নজর উল ইসলাম

ঠোকরানো এপিঠ ওপিঠ সাঁতরে আনত দিবারাত্রি
প্রাদেশিক মন গোটানো রোদ্দুর খুলতে জেরবার
চাঁদভাসি মায়া আত্মায় সত্যিই হারানো সুর সব-ই
গাভীন প্রেমের কাছে সহায়হীন সকল কন্ঠস্বর

তবু গণ্য সভ্যতায় সীমানা জানে না তার প্রতিপদ
রাখিনি একার করে টোনার জাদু, ফিরিনি সে, ফেরেও না
রক্তচিহ্ন নদীক্ষতে জারিত জীবন সামনে অনন্ত রেখে
অনিবার্য আকাশ চায় জোর বিশ্বাসের, পর্বকুল অন্তে

সময়ের কাছে পীড়িত পড়নের কাছে নু-ইয়ে বরাবরই
ঢাল রেখে পালাচ্ছি নিষ্ঠার সব রঙ-ঢং দোতারা সেতার
ফলিত ভাবুক সেজে স্বাস্থ্যবান জরা বলয়ে অশ্রুধারা গড়িয়ে
শুধু পটৈর পাখি গোলক ধরে ভাষ্য মনবিপ্লবে…

অনন্ত বিকেল – নজর উল ইসলাম

বালিচরে আজ রাগঢাক পুষে জীবন করি সন্নিবেশ দেশে
খবর-করা পাখিরা জেনেছে সে কথাঘর তুমুল বিক্ষেপ স্বর
পাড়ের উপকথায় ভাঙা ভাঙা ঢেউয়ে অলিখিত চিরহরিৎ দিন
আ-ফোটা উপোসি ব্যাকুলতার মুখ ফেরি হওয়া হেরফের

দীঘল উপমায় সারি সারি উঠে যায় গাছের গাছ, শিস-পাখি দোলে,
ঘন উপবন সরে যায়, বেলা অবেলা মুঠো সাহসের ভেতর
গহন বনের আগুন মন মেরে মরে বিমোহন কালে অকালে
ধরতা অনুরাধা মগ্ন সাঁতারে সাঁতরাচ্ছে ভৌগোলিক গুণাগুণ

দোয়েলের অখন্ড বুক বিচিত্রা খুলে পড়তে বসে নিখুঁত বিধিবন
আলোয় ছড়িয়ে দেয় শূন্য থেকে মহাপৃথিবীর পথে পথে
কত চোখ আহত নদী দেখে কেঁদেছে ধসা পচন দেখে
বিপন্ন খোল পাতাবাহার সাজানো আমাদের অনন্ত বিকেল…

মাছি ওড়ে মাছি ওড়ে – নজর উল ইসলাম

আলো কেড়ে নিচ্ছে স্পর্শকাতর বিপন্নতা
পবিত্রতা মলাটের ফাঁকে মাথা গলিয়ে উচ্চকিত
রূপান্তরের চিত্রণ ভাসে পাশবিক মহলে
দাঁড় টানে মাঝি একা বিচিত্র জল-কোলাজে
মাছি ওড়ে মাছি ওড়ে বিনির্মাণ চিত্রায়ন হয়
বেবাক ডানাযুদ্ধ অবিশ্বাস্য ভঙ্গির মুখ এঁটে
দলদাস কারে বলে ব্যাঙের ছাতার‌ তলায়—
মরে বুঝি চশমায় আশ্চর্য ইতিবৃত্তের অক্ষরগুলি
আত্মতৃপ্তির মেঠো ঘাস গোলকে উন্নাসিক, দয়াল
ডাকে—সন্তর্পণে ছুঁয়ে চলে যায় সুরক্ষায়
যেন পাখি পরিচয় লোক দেখানো বিনত কৌতূহল
খেলারও খেলা আছে আলোবিন্দু জানে মধুবাজ…

ছাপ – নজর উল ইসলাম

আকাশের কাছে কিছু কথা লুকবো না আজ
বাতাসের কাছে সব তুলে দেব যা কিছু ভাষ্য
পথের রোদ্দুর, ধুলো শোঁকা কুকুর,মোচড়ানো দিন
আনজান অস্থিরতায় যে কিনা প্রাণান্ত ভাবুক

সাবেকী নক্ষত্রদের কথা এখন আর ভাবে না কেউ
কল্পনার রাস্তায় হাঁটতে হাঁটতে দেখেছি সে দাগ
চেনা -চেনা পথে পাঁজরের জীবন্ত হাড়গোড়, কথকতা
পুষ্পসম্ভার গাছে পাতায় এমনই অভিন্ন বৃক্ষরূপ

ধূসরে মুড়ির ঠোঙার মত পড়ে আছে, শুকনো কাঠ
নিমেষে পড়ে নেওয়া যায় সে বাস্তবতা
চোখের ওপর সাম্প্রতিক ভূগোল ঠোকরানো পাখির যজ্ঞে
খোলা আকাশের নীচে হা-ঘরে সমবেত শৈল্পিক মানুষ

ভুল রোদ্দুরে আমাদের যত শ্রেণীবিন্যাস, ঘুমপাড়ানি গানে
সাজঘরে পাখিরা আসে, মানুষেরা মনমরা…

শুদ্ধি – নজর উল ইসলাম

ম্যানহাটনের পথে হাঁটছি,দু’পাশের প্রকৃতি আর মহান আকাশ দেখে ভেতরের কুন্ঠাগুলো সামলে নিচ্ছে
প্রতিক্ষণে, মন বলছে কতটা বদল দরকার ছিল

আমার ভাতের কবিতার জন্য আমারই দেশে কত কাক
হা-পিত্যেস করছে,আগানে বাগানে চোখগুলো দাঁড় করিয়ে সুবাস নিচ্ছে কলকাতার সাহিত্য,
পোকাদের মত গিজগিজ করছে অদূরেই সমৃদ্ধি

শাসনের চাবুকগুলো কে হাতে রেখেছে,
দাবড়ে মুখ বেঁকিয়ে একদিকে সমতল ওদিকে উঁচু শিক্ষা দিতে দিতে করিডোর ঘেরা বারান্দায় বসে ভাবছি এরা
আমাদের উল্টোরথ দেখাচ্ছে না তো

খোদ বিদেশ-বিভূঁই যদি এতটা প্রশিক্ষণ দেয়,মনে হাওয়া লাগায়,
কাজলা দিদির দেশে বসে এক চাদরে
মন বসাতে পারলে কলমে দখিনা সরগরম পাওয়া যেত

ভুল নদীগুলোর আর স্থান দেব না, একদম না—
অবনত হয়ে একবাসরে মেনে নেব কবিতা নামক নতুন স্ত্রীকে,
সব কথা শুনে নেব, মহৎ স্পর্শ আর গভীর সুধায়
নিজেকে কতটা ফেরানো যায়…

খোঁজ – নজর উল ইসলাম

মেঘের কাছে খুঁজতে গেছি আলো
মৃগনাভি তুলে ছুটে যাচ্ছি বিভোর যেন কিশোরী রক্তে শেখা
পাষাণ চিরে কারাবন্দী ভেঙে গন্ধ শিকারি
পোষা সাগরের একক সে একাই অগ্নি-বর্ম
পাতালের বহুস্বর ছায়া ঢাকা পাতা মায়াজাল কেটে
দুপুরের আগুন ছিটানো উপকথায় নির্ঝর ঝরে
লোভ পিয়াস টানটান শিমূল তুলোয় লালাভ

জানিনি, আসিনা এমনও তারা ঝলমলে অনন্তে
কত মহান সুন্দরে পাখিরাজ সীমাহীন শ্বাস নেয়
এক-ই দাঁড়ে নদীর বুকে আশাবাদে ভিখারি অসুখে
অসামান্য তবু চড়ে বসে মন ঝালরে পা-পা স্মৃতি
মিল কী অমিল বাস্তবিক হয়ে ওঠা বিপদ সঙ্কুল
মজা তুলে তুলে মঞ্চের আড়ালে ভীষণ একাগ্র
মায়াস্নান সেরে স্মৃতিসার পৃথিবী যেন পোকা উদাহরণ..

প্রেমসুধা – নজর উল ইসলাম

মে মন আলো খোঁজে আবহমান পড়ে নেয়
চোখে চোখ রেখে আঁকে পিয়াস প্রেমসুধা
মননে পাখিপোষা হৃদয় বোধন–এই নিজলয়
এই আমার অকাতর পদ্যের জীবনপণ
নিরন্তর সোহাগ-স্বাক্ষরে স্মৃতি-বিস্মৃতি কুড়াই
পোড়া ছাই থেকে বিরহের নিভৃতি সাধন করি
ভাঙামন ভাঙা আকাশ জুড়ি অভিমানের মরা দীর্ঘশ্বাসে
কত কিছু শাশ্বত কত কিছু বিভাষায় আকুল
আমি শুধু একা ছন্দহীনতায় অন্ধ ফেরার
আমি আর চাই না কিছুই–পৃথিবী রেখে এসেছি
সব কাল-মহাকাল বিনত পড়ে আছি যেন ঘুমন্ত
তুমি থেকো অপরূপ আশ্রয় গড়ে চিরায়ত
বাঁশি হয়ে মেঘমিনার নিখাদ না-পাওয়া
আত্মার আত্মীয় না হয় সত্তাতেই লিখে রাখি
মায়াপাখির মতো জীবাশ্ম চিরকালীন মুগ্ধতায়
মনে হয় পেয়েছি না-আলোর অন্ধকার আলো
এ জন্মে না-ই বা পেলাম মন-চাষে ভিজিয়ে
প্রেমের মহার্ঘ অতীব বিসর্জন নির্ঘুম জীবন…

আরশিনগর – নজর উল ইসলাম

মোনালিসার অপার বিস্ময়ে রম্যতা খোঁজে
সামুদ্রিক বিনিয়োগ আকাঙ্ক্ষার খাঁচায় মোহবন্দি
কী অপার পাখিপোষা বিনয়
ডাঁশ মৌমাছি ঝিলমিল রোদে ফুল ফুল ছোঁয়
বেবাক বাঁশি বাজে উড়াল ডানায়
দাঁড়কাক কেবল দাঁড় নিঃসঙ্গ প্রজন্মে
ভালবাসা প্রণত মায়াগানে বিভোর
সকল অতিক্রম চোখমুখে দুঃখ গোপন করে
দ্বিচারী এই শাসনতন্ত্র রূপকথা হার মানায়
এসো আকাশের আনত রূপসী আলো
ভুল থেকে তুলে নিই প্রমার আগুন
জন্ম- কৌশলী ভাঙন পিপাসার মুগ্ধকরণ
আলোস্তম্ভের রশ্মিছটায় বিপুল
সমাহার ও লুকনো যত আরশিনগর…

সুখপাখি – নজর উল ইসলাম

নীলপাখি শুধু চোরাবালির কিনারে ডুবন্ত
হাসো না স্বাদকোরকে বসে কি কোনদিন
বাঁচো কি মন-উষ্ণ মেঘে সীমা অঙ্গনে
অভিমান ছায়ায় রেখে একাকীত্বে…

শূন্যতা অভাববোধে তোমার আমি
সাজাই মনডানায় মেঘলিপি
বুকের পাঁজরকাঠি ভাঙছে জীবনতারা
সুখপাখি বৃত্ত জানি সমূহ সকল ভরসা
মুঠোর আগুন মুঠোয় ভরে বশবর্তী হিরণ্যবন
জীবন ছেনে গড়িয়ে গেছি সর্বস্বান্ত এখন…

অক্ষরের গাছ – নজর উল ইসলাম

প্রেমের সাজানো মনপাখি
তোর বৃষ্টির অপেক্ষায় থাকি
তুমি দারুণ তৃপ্তির অনন্তলোক
খোঁজাই সার তবু যুগল ভিজি কথায়

তোমাকে ফাঁকি দিতে পারিনি, অলেখা
আগুনে পুড়ি জীবন্ত লাশ
অথচ মুখিয়ে পরম বিন্যাস ভাসে
আমি সেলাই করি সঙ্গম পরবাস

দাঁড়িয়ে জীবন ছুঁয়ে ফেলছি নরম হাত
প্রেম ভিখারি চলে যাই লুকিয়ে সীমানায়
ভাঙিনি জলের অনুনয়— হৃদয় ভেঙেছে
আড়ালে কাঁদছি অর্ধেক রাত…!

শিহরিত স্বপ্ন মোহর – নজর উল ইসলাম

বিষাদের ভাষা দাও প্রাণান্ত মনপথিক
বিমূর্ত হয়ে আছি নির্জন বাসরে
সম্ভাবনা জানে না অঙ্গারের প্রতিরূপ
হলুদ পাখির মায়া অনন্তে স্বাক্ষরিত

প্রেরণার বাগান ভেবে হাঁটছি, ফুল হবে
ফল হবে দোঁয়াশ জীবন হবে জমাট লগ্ন
সাঁতরে যাব নদী -সমুদ্র উপেক্ষার অন্ধকার
পবিত্র ফসলের মালাচন্দন হচ্ছে-রোদ্দুর

বিস্ময়চিহ্ন খুঁজিনি বন্ধনে—আকাশি
লালাভা বালুকাবেলার পৌরুষ
তোমাকে ছুঁয়েই বলবো আরোগ্যের গান
নিবিড় ভালোবাসি ফুলজন্মের প্রতিস্থাপন।

গহনলিপি – নজর উল ইসলাম

মনের যত গহনলিপি আগুনলেখা গান
ভুবনপুরের বাউল তিথি দেখছে সুবর্ণন
মাটির কাছে পুণ্যতোয়া বাতাস তোলে সুর
রোদ্দুর এত দ্বন্দ্বখেলায় উড়াল ডানায়

জন্ম আমার বিশাখার পরে সে এখন গাছ
মরণরেখার মুহূর্ত ধরে আছি পরবাস
জীবন যেমন দীর্ঘশ্বাসে ব্যস্ত আকুল
নদীর যাপন মুগ্ধ করে চোখের তারা শুকায়

বিনয়- প্রণয় সব-ই দিলাম তবু খোঁজে
দিনমান, আমি-ই তবে ভাসান ভেলা —
মুখর যেন আঁকছি অচেনা মুখবন্ধ
ঘাসের জীবন উপড়েছি বাজনার শেষ স্তবক…

নজর উল ইসলাম | Nazarul Islam

New Bengali Poetry 2023 | সুমিতা চৌধুরী | কবিতাগুচ্ছ

2023 New Bengali Story | রামপদর ভুবন | কৃষ্ণকিশোর মিদ্যা

Alochanai Fera | আলোচনায় ফেরা | শওকত নূর

May Day History Review | ঐতিহাসিক মে দিবস

Short bengali poem lines for caption | Bengali poem lines for caption in english | Bengali poem lines for caption for instagram | Bengali poem lines for caption for girl | Bengali poem lines for caption for boy | bengali poem lines for status | famous bengali poetry | bengali poem lines for love | Top 500 Beautiful Love Quotes | Bengali love Quotes | 130 Bangla Poems & Quotes ideas | 123 Superb Bengali Quotes | Rabindranath Tagore Quotes | Romantic Bengali caption for FB | 310+ Best WhatsApp Status Bangla

Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Bengali Poem Lines for Caption 2024 | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Bengali Poem Lines for Caption | Shabdodweep Writer | English Literature | Bengali Poem Lines for Caption examples | poems about life and love | Bengali Poem Lines for Caption Ranking | positive Best Bangla Kobita Collection

Bengali Poem Lines for Caption about life struggles | New Bengali Poem Lines for Caption | Writer – Bengali Poem Lines for Caption | Archive – Bengali Poem Lines for Caption | Bangla Full Kobita | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live Bengali Poem Lines for Caption | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2024 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video | Live Video Shabdodweep

Leave a Comment