Bangla Best Novel to Read | খুঁজে ফিরি বিশল্যকরণী (পর্ব ১৭) | 2023

Sharing Is Caring:

খুঁজে ফিরি বিশল্যকরণী (পর্ব ১৭) – জয়নাল আবেদিন

ভোররাত্রে ঘুম ভেঙ্গে যাওয়া সত্যেন বাবুর অভ্যাস। বিছানা ছেড়ে বাড়ির বাইরে আসা, ডাঙা- পুকুর, জমি- জিরেত ঘুরে দেখতে- দেখতে লাল থালার মত সূর্যটা পুব আকাশে উঁকি দিয়ে- মাথা তুলে পৃথিবীকে নজর করে। আজও ঘুম ভেঙেছে, তবে ঢং ঢং ট্রাম গাড়ির ঘন্টার শব্দে। ঘর্ঘর শব্দে গাড়িটা টালিগঞ্জের দিকে চলে গেল। দূরে কোথাও ভোরের আযানের আওয়াজ বাতাসে ভেসে এলো ।বাতাসে একটু ঠান্ডা আমেজ। ফাঁকা মাঠে এখন কুয়াশার ধোঁয়া, দূর রাস্তায় কিছু বোঝা যায় না। সত্যের বাবু ঘর ছেড়ে বাইরে এলো। বাথরুমে ঢুকলো, হাতমুখ ধুয়ে জামাটা গায়ে গলিয়ে রাস্তায় বের হলো। গলি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ফুটপাত ধরে- যাদু বাবুর বাজার ছেড়ে উড়ে পাড়ার মোড় পেরিয়ে, আরো বেশ কিছুটা পথ এগিয়ে গেল। ফুটপাতের চায়ের দোকানটায় একটু ভিড়। সকালের হাঁটা মানুষগুলো চা খায়। একটু বসে জিরিয়ে নেয়। নিজেদের মধ্যে গল্প গুজব শুরু করে। সত্যেন বাবুও একটা ফাঁকা জায়গা দেখে একটু বসে পড়ল। হাত বাড়িয়ে ভাঁড়ে চা নিল সঙ্গে দুটো বিস্কুট। সূর্যের আলো ছড়িয়েছে ছাদের কার্নিশে। রাস্তার কিছু কিছু অংশে। বাড়ির পথে ফিরতে হাঁটা শুরু করল সত্যেন বাবু। যাদু বাবুর বাজারে এসে মাখন, পাউরুটি কিনলে। এক ছড়া কলা একটা খবরের কাগজ নিলে। হাঁটতে হাঁটতে বাড়ির দরজায়। কলতলার টুংটাং বাসন-থালা, গ্লাস-বাটি, হাঁড়ি কড়া – ধোয়া চলছে। নাতি- নাতনি কেউই বিছানা ছাড়েনি এখনো। শহরের কালচার দেরিতে ঘুমানো- দেরিতে ওঠা, গ্রামের ঠিক বিপরীত।

— হ্যাঁগো, পাউরুটি মাখন এনেছো ? কলতলা থেকে সত্যেন বাবুর উদ্দেশ্যে প্রশ্ন শব্দ হয়ে এলো‌।
— হ্যাঁ এনেছি । খবরের কাগজ থেকে মুখটা তুলে ছোট্ট উত্তর সত্যেন বাবুর।
দিম্মার হাঁকডাকে শুভ্র, অভ্র – নাতনি বিছানা ছেড়ে বাইরে এলো। অভ্র বলল, দাদু তোমার চা খাওয়া হয়ে গেছে ?
— না গো দাদু, তোমাদের জন্য তো বসে আছি। কাগজে চোখ রেখে বললে সত্যেন মাস্টার।
শুভ্রর বলল, আমাদের আগে ডাকলে না কেন? তোমাদেরও দেরি হল চা খাওয়ার।
সত্যেন বাবু হাসতে হাসতে বললে, আচ্ছা ঠিক আছে যাও – তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো। একসঙ্গেই চা খাব।

তিন ভাইবোন ব্রাশ মাজন হাতে নিয়ে কল তলায় চলে গেল। গিন্নি একবার হাঁক পাড়লে নাতি- নাতনিদের। তাড়াতাড়ি চলে এসো চা ঠান্ডা হবে। সেঁকা পাউরুটিতে মাখন লাগিয়ে প্লেট ভরে দিয়ে গেল খাবার টেবিলে। কলা কয়েকটা। জলের বোতল। সকলে খেতে শুরু করলে। নাতনি বলল, দিম্মা তুমি খাবে না?
— হ্যাঁ যাই, চা- টা ফ্লাস্কে ঢেলে নিয়ে যাই। না হলে তো ঠান্ডা হয়ে যাবে।

টিফিন শেষে সত্যেন বাবু বলল, – বাজারে যেতে হবে তো?
— হ্যাঁ, যেতে হবে। পিয়াজ, কম করে সবজি নেবে, আর মাছ নেবে।
শুভ্র বলল, দাদু ইলিশ মাছ নেবে ?
অভ্র বলল, না দাদু বড় বড় চিংড়ি মাছ নেবে।
দিদিমা বলল, দাদু বাজারে যাচ্ছে ঠিকমতো মাছ নিয়ে আসবে এখন। তোমাদের বলে দিতে হবে না ।তোমরা ঘরে যাও একটু পড়তে বসো।
অভ্র হেসে উঠলো, বলল – এখন কি পড়বো ?নতুন ক্লাসের বই আছে নাকি? রেজাল্ট বের হলে পর তবে পাব । আর তখন পড়া শুরু হবে।
শুভ্র বলল, দিদিমা আমি দাদুর সঙ্গে আজ বাজারে যাব।

— না, না। তোমাকে বাজারে যেতে হবে না। ভীষণ ভিড় হয় বাজারে, দাদু বাজার করবে না তোমাকে খেয়াল রাখবে? দিদিমা রে রে করে উঠলো।
অভ্র বলল, – দাদা গেলে আমিও যাব ?
সত্যেন বাবু বলল, তোমাদের কারোর কে যেতে হবে না। মাছের বাজার জল-কাদায় কেমন নোংরা। ভিড় থাকে বেশ। তোমরা বাড়িতে থাকো। কেমন গল্প কর । আমি বাজার সেরে তাড়াতাড়ি ফিরে আসব।

ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে, টাকা-পয়সা নিয়ে ব্যাগ হাতে বেরোনোর মুখেই, শঙ্খর মেজদা শেখর বাবাজি বাড়ির উঠোনে মুখোমুখি।
— মেসোমশাই বাজারে বের হচ্ছিলেন মনে হয়। ঝুঁকে প্রণাম করতে গেলে‌
— আরে না, না। প্রণাম করতে হবে না। সত্যেন বাবু দুটো হাত ধরে নিচু হতে দিলে না।
— কেমন আছেন বলুন? মাসীমা কোথায়?
সত্যেনবাবু গিন্নির উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, দেখো দেখো কি সৌভাগ্য! সকাল সকাল কে এসেছে দেখে যাও।

ঘর ছেড়ে বের হল শুভ্র-অভ্র‌ মেজো জ্যেঠুকে দেখে তারাও একটু অবাক। সেই কবে ছোটবেলায় দেখেছিল। কাছে এসে দুই ভাই প্রণাম করলে। দুজনকে আবেগে বুকে জড়িয়ে ধরলে মেজ জ্যেঠু। ঘরে গিয়ে বসলে সকলে।
— মেসোমশাই আমি কিন্তু বেশিক্ষণ বসবো না। যাবো একটু পিজি হসপিটালে। আপনারা বেশ কটা দিন এসে রয়েছেন, জেনেই একবার চলে এলাম। আপনার মেয়ের খবর কি? কোন খোঁজ পেয়েছেন?
সত্যেন বাবু এবার একটা দীর্ঘশ্বাস ছাড়লেন।
— সবই আমার কপাল বাবু। মেয়েটা বাড়ি ছেড়ে সেই সাতসকালে বেরিয়ে গেল। আজও কোন খোঁজ নেই ।বেঁচে আজকে না মরে গেছে। তাও জানিনা। আমার জামাইয়ের কোন হেলদোল নেই। থানায় মিশিং ডাইরি করেছে, তারা যবে খোঁজ দেবে সেদিন জানা যাবে।
— এভাবে বললে তো হবে না, নিজেদের তাগিদে নিজে খোঁজখবর করতে হবে। এভাবে কতদিন চলবে? আপনার ঘর-দোর, চাষ-আবাদ আছে। কতদিন ফেলে এসে এখানে সামলাবেন। ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, বেশ চিন্তিত শেখর বাবু।
ট্রেতে চা বিস্কুট সাজিয়ে ঘরে এলো শুভ্রর দিদিমা।
— এখন আবার এমন কষ্ট করার দরকার ছিলনা মাসীমা । হাসিমুখেই বললে শেখর বাবু।
— কতদিন পর এলে এই বাড়িতে। একটু চা খাবে না বললে হয় বাবা। আজ দুপুরে খেয়ে তবেই যাবে। মাসীমার আদরের কথা।

শেখর বাবু বলল, আজ হবে না মাসীমা, একটু পিজি হসপিটালে যাব। অন্য একদিন এসে আপনার হাতের রান্না খেয়ে যাব।
চা খাওয়ার ফাঁকে সত্যেন বাবু বলল, কলকাতায় চেনা জানা আমার তেমন কিছু নেই। না কোন ব্যক্তি না কোন জায়গা। তাই আমার পক্ষে কোন খোঁজ করা সম্ভব নয়। সেটা নিশ্চয়ই জানবে তুমি।
শেখর বাবু বলল, – আপনি কেন দৌড়-ঝাঁপ করবেন বয়সে। সেটা আপনার কাজও নয়। যার কাজ তাকে করতে হবে। সে তো মনে হয় যেন ভাবছে, আপদ গেছে- বাঁচা গেল। কত ধানে কত চাল, আসলে সেই হিসেব জানে না।

— আমার তো মাথায় আসে না। কি এমন ঘটনা ঘটলো, যে মেয়েটাকে বাড়ি থেকে ছোট ছেলে- মেয়ে রেখে চিরদিনের জন্য চলে যেতে হবে ? অথচ একটা মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিরে এলো না । আসবে কিনা কোনদিন তা এক প্রকার অনিশ্চিত। তা সত্ত্বেও বাড়ির পুরুষটার ভূমিকা কত সহজ। পুলিশে খবর দিয়ে চুপচাপ বসে। আগামী দিনের কথা ভাবে না। ছেলে- মেয়ের কথা ভাবে না। মহা খুশিতে চাকরি করছে‌। সত্যেন বাবুর ধরা গলা, চোখের কোনটা চিকচিক করে উঠল।

শেখর বাবু বলল, মেসোমশাই সব কিছুরই একটা শেষ থাকে। যে ঘটনাই ঘটুক। তার জবাব সঙ্খকেই দিতে হবে। তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেল তার কারণ তো থাকবে। সে চলে গেল না তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে হিসাব তো তাকেই দিতে হবে। বাঘে ছুঁলে আঠারো ঘা। পুলিশে পেলে বেহিসাবি। সে ঘায়ের মলম জোগাতে প্রাণ জেরবার।
সত্যেন বাবুর স্ত্রী বলল, আমরা গ্রামের মানুষ, সামান্য চাষ-বাস, পুকুর- বাগান নিয়ে মেতে থাকি। পেনশনের সামান্য কটা টাকা। কোনভাবে চলে যায়। আমাদের সেসব ফেলে শহরের বাড়ি আগলে পড়ে থাকা, আমাদের চলে না গো বাবু।
— আমি বুঝি মাসীমা। মেয়ের বাড়ি বেড়াতে আসা আর মেয়ের সংসার আগলাতে আসা এক জিনিস নয়। শেখার বাবুর সোজা সাপ্টা কথা। আজ এবার উঠি আমি মেসোমশাই। হসপিটাল হয়ে বাড়ি ফিরব।

মাসীমা বলল, এখানে এসে দুপুরে খেয়ে গেলে পারতে ?
— না মাসীমা আজ হবে না। তাছাড়া শঙ্খ ফিরলে আমার ওখানে যাবে বলেছে। যদিও আমার সন্দেহ আছে, ও যাবে না। আমাকেই আসতে হবে। বিষয়টার একটা চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত। তখন না হয় খেয়ে ফিরব।
শেখর বাবু শুভ্র-অভ্রর মাথায় হাত দিয়ে একটু আদর করে, পা বাড়ালে বাইরের রাস্তায়।
বেলা একটু বেড়ে গেল। সত্যেনবাবু বাজারের ব্যাগ হাতে ছুটল বাজার পানে।

জয়নাল আবেদিন | Joynal Abedin

Dr. BR Ambedkar Short Biography | ডাঃ বি আর আম্বেদকর | 2023

Shramik Divas 2023 | International Labour Day | পুনম মায়মুনী

Lost music and culture in Bengali wedding ceremonies | Bengali Article

Political Consciousness of Marquez | মার্কেসের রাজনৈতিক চেতনা | Article 2023

Online Bangla Best Novel to Read | Bangla Upanyas Online | Bangla Upanyas Online 2023 | New Bangla Best Novel to Read | Bangla Upanyas Online Read | Read Bangla Upanyas Online | Bangla Upanyas Online pdf | Download Bangla Upanyas Online | Bangla Upanyas Online Series | Shabdodweep | Sabuj Basinda | High Challenger | Shabdodweep – Bangla Upanyas Online | Bangla Upanyas Online – Joynal Abedin | Bangla Upanyas Online Show | Shabdodweep Writer | Shabdodweep Novel Writer | New Bengali Novel | Bangla Best Novel to Read in PDF | Free Novel Download | Top Bengali Novel | Famous Bengali Writer | Best Selling Bengali Story | Pratilipi Story | StoryMirror Story | Bangla Upanyas Online Book | Sabuj Basinda Website | Top Bengali Writer | High Challenger Motivational Blog | Full Story in Bengali | Bengali Story Reader | New Bengali Story 2023 | Bangla Galpo | Natun Bangla Galpo | Natun Bangla Galpo 2023 | Story Writing Competition | Bangla Best Novel to Read 2023 | Writing Competiton 2023 | Shabdodweep Bangla Best Novel to Read | Full Web Stories | Bangla Galper Series | Bangla Best Novel to Read in Netflix Bangla | Download Bangla Best Novel to Read | Bengali Story in USA | Bangla Best Novel to Read in Bangladesh | Indian Bengali Story | Google Bangla Best Novel to Read | Search Bangla Best Novel to Read Reading | Sera Bangla Galpo | 18+ Online Bangla Novel Reading | Adult English Story | Adult Bengali Story | Adult Bangla Galpo | Bangla Upanyas 2023 | Natun Bangla Upanyas | Shabdodweep Upanyas | Shabdodweep New Novel | Attractive Bangla Best Novel to Read | Attractive Bengali Story | Bangla Best Novel to Read Collection | Bengali Story Collection | Story in Bangla | Bangla Galper Episode | Bangla Best Novel to Read Episode | Shabdodweep Forum | Shabdodweep Story Collection | Bengali Web Novel APK | Bengali Web Novel Website | Bengali Literature | Bangla Best Novel to Read in Audio Platform

Leave a Comment