Alcohol should be banned – Pradyut Palui
নেশামুক্তি ঘটাতে – প্রদ্যোৎ পালুই
চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়া, চোলাই মদ এবং তার উপকরণ নষ্ট করে দেওয়া, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভুক্তভোগী মেয়েদের থানায় গিয়ে বিক্ষোভ দেখানো, মদের ঠেকের বিরুদ্ধে মিছিল, বিষাক্ত মদ খেয়ে মৃত্যু- এমন নানা ধরণের চোলাই সংবাদ এখন সবার গা সওয়া। প্রায় প্রতিদিন খবরের কাগজের জেলার পাতায় এধরণের সংবাদ নজরে পড়ে। পাড়ায় পাড়ায় নেশাখোরদের চিৎকার-চেঁচামেচি, খিস্তি-খেউড়ের দাপটে অনেক সুস্থ-সবল নাগরিক দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছেন। তবুও আকছার ঘটে যাওয়া এমন ঘটনা দেখতে দেখতে ভুক্তভোগী মানুষের মনকে আর এসব সংবাদ নাড়া দেয় না। আর পাঁচটা ঘটনার চেয়ে এটা অনেক বেশি ক্ষতিকারক হলেও কেউ তেমন উদ্বিগ্ন হয় না। কিন্তু এই চোলাই মদের প্রভাবে সাধারণ নাগরিকের অতিষ্ঠ হওয়া বাদ দিলেও অন্য একটা চরম ক্ষতি যে চোলাই গ্রাহকদের মধ্যে ঘটে যাচ্ছে, আর তার ক্ষতিকর প্রভাব তিল তিল করে কিভাবে এক শ্রেণির যুবসমাজকে ক্রমশ চরম সর্বনাশের দিকে টেনে নিয়ে যাচ্ছে তা সরাসরি তাদের একান্ত সান্নিধ্যে না এলে বিশ্বাস করা কঠিন। চোখে কী দেখেছি সেকথাই এখানে বলছি।
নকুল (নাম পরিবর্তিত) সেদিন তার ক্লাস ফাইভে পড়া ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্যে আমার কাছে এসেছে ফর্ম পূরণ করে দেওয়ার জন্যে। সে প্রতিদিন সকাল-সন্ধ্যা দুবেলা নেশা করে আমার বাড়ির পাশের রাস্তা দিয়ে টলতে টলতে যাতায়াত করে। এই নিয়ে তার বাড়িতে নিত্য ঝামেলা, মারধর, খিস্তি-খেউড়, বউ পালানো কিছুই বাদ যায় না। এসব দেখতে দেখতে আমি বিরক্ত। তবে আমার কাছে আসবে বলেই বোধ হয় সেদিন নকুল সকালে নেশা করে নি বা করলেও সামান্য করেছিল।বোঝা যায় নি। তাকে হাতের সামনে পেয়ে তাদের নিত্য-নৈমিত্তিক ঘটে যাওয়া নেশার প্রসঙ্গ উত্থাপন করলাম। বকাবকি না করে উপদেশের মতো করে বললাম, “নেশা ছেড়ে দে, নকুল। নেশা করে নিজের শরীরের এবং সংসারের ভীষণ ক্ষতি করছিস। সেই ক্ষতি কোনদিন পূরণ হবার নয়।”
অত্যন্ত বিনয়ের সঙ্গে সে উত্তর দিল, “কাকু, আমি নেশা ছেড়ে দিতে চাই। কিন্তু চাইলেও পারছি নাই।”
বললাম, “চেষ্টা করলে কিনা হয়! এটা তো খুবই সামান্য ব্যাপার। চেষ্টা কর, ঠিক পারবি।”
“না কাকু, এটা খুব সামান্য ব্যাপার লয়। আমি প্রতিদিন রাতে ভাবি, কাল থেকে আর মদ খাব নি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলেই হাত-পা ঝিম ঝিম করে। গায়ে বল থাকে নাই। কিছু কাজ করতে ইচ্ছা করে নাই। খুব কষ্ট হয় তখন। ঠেকে যেয়ে এক গেলাস খেয়ে এলে ঝিমুনি কেটে যায়। দিব্যি বল পেয়ে যাই। তখন কাজে যেতে অসুবিধা হয় নাই।”
আমি তার কাছে জানতে চেয়েছিলাম, দৈনিক সে ক’বার করে খায়। কোন লুকোছাপা না করে বলেছিল, দৈনিক দু’বার খায়। কোন কোনদিন তিনবারও হয়ে যায়।
এতে খরচা খুব কম হয় না। সেকথা স্বীকার করেও চোলাইয়ের নেশাকে গুড বাই জানাতে পারছে না নকুলের মতো আরও অনেক ছেলে-ছোকরার দল। কথা প্রসঙ্গে সে তার এক বিরল অভিজ্ঞতার কথা জানাল, যা শুনে আমি থ। একদিন সকালে নেশা না করে বাড়ি রঙ করার কাজে চলে গিয়েছিল সে। সেখানে হাত-পা লিটপিট করছে। মাথা ঝিমঝিম করছে। শরীরে বল পাচ্ছে না। মাচা থেকে পড়ে যাবার উপক্রম। ফলে সাবধান হয়ে নিচে নেমে ঝিমোচ্ছিল। বাড়ির মালিক দেখে ভয় পেয়েছিলেন। তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন। নকুল আশ্বস্ত করে বলেছিল, ডাক্তারের দরকার নেই। এক গ্লাস মদ পেটে পড়লেই সব ঝিমুনি সেরে যাবে। হয়েছিলও তাই। মালিকের কাছ থেকে মজুরির অগ্রিম টাকা নিয়ে চোলাইয়ের ঠেকে গিয়ে এক গ্লাস খেয়ে এসে দিব্যি সারা দিন কাজ করেছিল। এসব ওর অকপট স্বীকারোক্তি। তাকে বলেছিলাম, খেতেই যদি হয় তাহলে বেশি দাম দিয়ে ভাল মদ কিনে খেতে। উত্তরে বলল, যখন নেশা কম ছিল তখন ভাল মদ কিনে খেত। কিন্তু করোনার সময় কাজ ছিল না। অথচ মদ খেতে হবে। নেশা ছাড়তে পারে নি। তখন সস্তার মদের ভাটি খুঁজে বের করেছিল। সে স্বীকার করেছিল, সস্তার মদে নেশা হয় খুব বেশি। কিন্তু সেই মদে কী মেশানো থাকে সেকথা ওরা জানে না। ফলে না খেলে শরীর ঝিম ঝিম করে। ক্ষতি হচ্ছে জেনেও এখন তাই দুবেলা চোলাই ছাড়া থাকতে পারে না। সংসার, ছেলেমেয়ে, বউ, পাড়া-প্রতিবেশী সকলের কথা ভেবে নেশার মাত্রা কমিয়ে ধীরে ধীরে নেশা ছেড়ে দিতে বলেছিলাম। সে নিরুত্তর। তার শেষ কথা, সব জেনেও মদ ছাড়া তার মতো অনেকের পক্ষে থাকা মুশকিল। একথাও স্বীকার করেছিল যে, এখন আর সে মদ খায় না, মদ তাকে গিলে খেয়েছে। পাশাপাশি অনেকে এভাবে চোলাইয়ের নেশা করে পঞ্চাশ পেরনোর আগেই শেষ হয়ে গিয়েছে সেকথা স্মরণ করিয়ে দিতে আফশোস করল। কিন্তু নেশা ছাড়ার কথা বলতে পারল না। বরং নেশা ছাড়ার ব্যাপারে নিতান্ত অসহায়তা ধরা পড়ল তার চোখেমুখে।
কথা বলে যা বুঝলাম, তাতে শত চেষ্টা করেও নকুলদের মতো অনেককে চোলাইয়ের ঠেক থেকে সরিয়ে আনা মুশকিল। তাহলে উপায় কী? উপায় একমাত্র চোলাইয়ের ব্যবসা শক্ত হাতে বন্ধ করে দেওয়া। পুলিশ এবং আবগারি দপ্তরের অভিযানে মাঝে মাঝে চোলাই এবং কাঁচামাল নষ্ট করা হলেও এটা যথেষ্ট নয়। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় চোলাইয়ের ঠেক ভেঙে দিয়ে এই ব্যবসা বন্ধ করতে হবে। প্রয়োজনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এলাকা ভিত্তিক দেখভালের দায়িত্ব দিতে হবে। যে কোন ভাবে যদি চোলাইয়ের ঠেক বন্ধ করা না যায় তাহলে এইসব অল্প রোজগারের শ্রমজীবী মানুষ রাতের অন্ধকারে হলেও সেখানে যাবে। শরীরের চরম ক্ষতি জেনেও চোলাই খাওয়ায় ছেদ পড়বে না। ফল হবে বিভিন্ন অসুখে ভোগা, এমনকি অসময়ে মৃত্যুকে ডেকে আনা। নকুলের বাবাও দুবেলা চোলাই খেত। এমনকি হাতে টাকা না থাকলে রান্নার জন্যে রাখা কেনা চাল ব্যাগে করে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে মদ খেত। নেশা ছাড়ানো যায়নি। পঞ্চাশের আগেই সে চলে গেছে। সেসব জেনেও নকুলের হুশ ফেরে না। শুধু নকুল একা নয়, এমন অনেক নকুলকেই জানি যারা প্রতিদিন দুবেলা ঠেকে যায়। শুধু আমি নয়, অনেকেই একথা জানেন। ওদের এটাই পরিণতি বলে হাল ছেড়ে দিলে এই অভ্যাস ক্রমশ আরও অনেকের মধ্যে সম্প্রসারিত হবে। ওদের দেখে আজকের অনেক শিশু-কিশোর যে আগামী দিনে ওদের পদাঙ্ক অনুসরণ করবে সেকথা বলার অপেক্ষা রাখে না। তাই সরকার এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রচেষ্টায় চোলাইয়ের ঠেক বন্ধ করার উদ্যোগ নেওয়া জরুরি।
প্রদ্যোৎ পালুই | Pradyut Palui
Teachers day in honor of teachers | শিক্ষকদের সম্মানে শিক্ষক দিবস
Best Tattoo Machine 2023 | ট্যাটু মেশিনের ক্রমবিকাশ | প্রবন্ধ ২০২৩
Emblem of Ramakrishna Mission | রামকৃষ্ণ মিশনের প্রতীকের অর্থ | নক্শা ও তাৎপর্য | 2023
Rabindranath Tagore’s love for art and literature
Alcohol prohibition | Alcohol should be banned | Alcohol should be banned Essay | List of countries with alcohol prohibition | Is alcohol should be banned? | Why should alcohol be avoided? | first state to ban alcohol in india | how many countries ban alcohol | why is alcohol banned in bihar | alcohol banned states in india | countries where alcohol is illegal | alcohol prohibition in india | punishment for drinking alcohol in gujarat | why is alcohol banned in gujarat | Why Alcohol should be banned | Trending article – Alcohol should be banned | Is alcohol bad for us? | What are the bad effects of alcohol Wikipedia? | Why alcohol should be banned speech? | Alcohol should be banned in West Bengal
Why do people drink alcohol? | Who invented the alcohol? | How bad is alcohol for society? | Why can’t India ban alcohol? | Is alcohol a crime in India? | Alcohol should be banned – Wikipedia | Alcohol should be banned – pdf article | Alcohol should be banned Reasons