মোহাম্মদ শহীদুল্লাহ – সূচিপত্র [2023 New Bengali Story]
স্থিতিস্থাপক – মোহাম্মদ শহীদুল্লাহ [2023 New Bengali Story]
আস্তে আস্তে কী করে যেন তানিয়ার ঠোঁট, চিবুক, নাসাগ্রভাগ, বুক, ঘাড়ের হলুদাভা আরো বিকশিত হতে থাকলো। সেই ছোট্ট তানিয়ার মাথায় একশা বিখাউজ, গায়ে চালের খুদের মতো ইরাপশন দেখে সবুজ মাছিরা চারপাশে ডেটিং, ফিল্ডিং চালিয়েছে। গায়ে মেরিল পাউডার দিয়ে, বিছানায় ফগ, ঘরে কতরকমের স্প্রে,আনতে না আনতেই শেষ।দোকানের লোকেরাও যেন টের পেয়ে গেছে। হপ্তায় হপ্তায় পাঁচ টাকা করে বাড়ছে। কোনো রাখঢাক নেই। সেই তানিয়া এখন আঠারো বছরের। শুভ সু-স্টোর এর সামনে দাঁড়ালো।
স্টোরের মালিক সাদাতের চোখে তানিয়া একটা চঞ্চলা ফড়িং। উড়ে বেড়ানোর বয়স। কলেজ ছুটি হলে এখান থেকেই বাসে ওঠে তানিয়া। সাথে অনেকেই। বাস ধরুয়া ছাত্রী।সকাল দশটায় নামে।আবার দুটোয় ফিরতি যাত্রী। বাস একটু এদিক সেদিক হয়। এতটুকু সময়েই তানিয়াকে বসার টুল এগিয়ে দেয় সাদাত। একটু সেভেন-আপ, ডেইরি মিল্ক ক্যান্ডি, নয়তো চকোবার খাওয়ায়, ওদের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়।তানিয়ারা জুতো কেনার ছল খোঁজে। একদিন, দুদিন,এভাবে আরো কিছুদিন। তারপর একদিন তানিয়া জুতোজোড়া কিনেই ফেলে।জুতোটা পড়িয়ে দিতে দিতে তানিয়ার চোখ থেকে নিজেকে আর ফেরাতে পারলো না সাদাত। কী যেন বলতে চাইছে মেয়েটা। কিন্তু হুট্ করে বাসটা এসেই গেলো।এক সেকেন্ডও দাঁড়ালো না। তারপর আর তানিয়ার খোঁজ নেই। যখন-তখন হেসে ভেঙে পড়া, চকলেট চিবানোর শৈল্পিক কসরত ভালো লাগতে থাকার যেন শেষ ছিলো না সাদাতের। মৃদুমন্দ বাতাসের মতো ঝাপটা দেয়া তানিয়ার চিরল ঠোঁটের হাসি — মোট কথা সাদাতের দোকানদারি ভালো লাগে না। কাস্টমারের সাথে কথা বলে না ঠিক মতো। মাথাটাও কেমন যেন এলোমেলো খড়ের গাদার মতো মনে হয়।
কী — ব্যাপার, মন খারাপ?
কৈ? না– তো!
কন্ঠটা তানিয়ার মতোই লাগলো। মাথা তুলে অনিচ্ছায় তাকালো সাদাত। না। তানিয়া নয়।
— আমি নৌশিন। তানিয়ার বান্ধবী।
— কোন তানিয়া?
— ভং করেন? পায়ে জড়িয়ে ধরে জুতো পড়িয়ে দিলেন, এখন আপনি তানিয়াকে চেনেন না! স্ট্রেঞ্জ!
— ওইযে,যাকে ওইদিন জন্মদিনের আইসক্রিম খাওয়ালেন,প্রায় প্রতিদিন বাসে উঠিয়ে দিয়েছেন। মেমরি তো দেখছি ফু–ল।
— ঠিক মনে করতে পারছি না।
— বুঝতে পারছি। আপনি এখন অন্য জগতের লোক।আপনার মেমরি রিস্টার্ট দিতে হবে। নৌশিন নীরস বাদামের মতো টুস করে ফেটে যাওয়ার মতো শব্দ করে হাসলো।
— আচ্ছা ঠিক আছে। মনে করার দরকার নেই। টাকাটা রাখুন।
— টাকা!
— তানিয়া পাঠিয়েছে। আপনার কাছ থেকে জুতো নিয়েছিলো। বাকি।
— জুতো?
— আরও কতো ভং করবেন—নেন, এইবার আমাকে রেহাই দেন।
টাকাটা বাম হাতে বের করে সাদাতের টেবিলে রেখে গেলো নৌশিন। বাম হাতে টাকাটা রেখে গেলো কেন? ডানহাত ওড়নার নীচেই ছিলো। এমন কী ছিলো যে, নৌশিন তার ডান হাত ওড়নার আড়ালে লুকিয়ে রেখেছিল। একটু এদিক সেদিক ভাবনার কারেন্ট জাল সাদাতকে ঘোরে ফেলে রাখে। পেছন থেকে ডাকতে চেষ্টা করে সাদাত। নৌশিন চলেই যাচ্ছে। তানিয়া জুতোর দাম পাঠিয়ে দিয়েছে, কিন্তু সে কোথায় আছে — সেটা জানবার সুযোগটাও হারালো।
আরেকদিন নৌশিন। হাতে একটা শপিং ব্যাগ। ওটা আজই বিকেল চারটায় এখান থেকে একজন এসে নিয়ে যাবে। নাম এহসান। লোকটা চারটায় এলো। বাইকটা থামালো। একটু মাথার চুলগুলো লুকিং গ্লাসে খুব করে গুছিয়ে দেখে নিলো। হালকা চুলের ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। চান্দি ফাঁকা লাগছে। কিন্তু সুঠামদেহী। প্রচুর টাকার মালিক বোঝা গেল। হাতের কব্জিতে ব্রেসলেট, গায়ে গতরে পয়সাঅলার গন্ধ। এরিন মোরের মিষ্টি নীল ধূয়ার বলয় ছেড়ে দিয়েছে লোকটা। সাদাতের দোকানে ঢুকেই সিআইডির মতো প্রশ্ন ছুঁড়ে মারে — আচ্ছা, এখানে একটু আগে কেউ কিছু রেখে গেছে?
— জ্বী, মানে ঘটনাটা কী ভাই?
— বলছিলাম— আমি কি একটু বসতে পারি?
— বসেন, ভাই বসেন।
সাদাত আরএফএলের নীল টুলটা এগিয়ে দিলো।
লোকটা বললো, আমি মি. এহসান। একটা মালটিপারপাস মার্কেটিং কোম্পানিতে রিজওনাল ম্যানেজার।
হাত বাড়িয়ে দিলো এহসান। একটা ভিজিটিং কার্ডও ধরিয়ে দিয়ে সিগারেটে সুখটান দিয়ে মাটিতে ফেলে দেয়। জুতোর তলায় ওটার আগুনের শেষ চিহ্নটা পিষে শেষ করে।
— জ্বি, ভাইজান। আপনার কী খেদমত করতে পারি?— সাদাতের প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু একটু ভেজা ভেজা মনে হোলো।
— নো থ্যাঙ্কস। কিচ্ছু লাগবেনা। বলেই ফেলি। আমি তানিয়ার হাজব্যান্ড। ওপর বান্ধবী নৌশিন একটা —
— বুঝতে পারছি। আগে বলবেন তো?একটা শপিং ব্যাগ রেখে গেছে।
ব্যাগটা এগিয়ে দিলো সাদাত।
— ভাইজান, দৈ খান, দৈ?
— থ্যাংক ইউ ভেরি মাচ। দৈ খাওয়া নিষেধ।কোল্ড এলার্জি।
— তাহলে গরম কফি? খান, ভালো লাগবে।
— ঠিক আছে। আরেকদিন। আজ একটু বেশি বিজি।
ব্যাগটা নিয়ে বাইকের একপাশে আটকে দিয়ে স্টার্ট নিলো।
— বেড়াবেন কিন্তু। তানিয়ার সাথে যোগাযোগ আছে না?
এরকম প্রশ্নের জন্য সাদাত প্রস্তুত ছিলো না। বাইক চলে গেছে। সারাদিন আবারো ঘোরের মধ্যে ছিল। সন্ধ্যায় আবারো নৌশিন। বামহাতে একটা ব্যাগ। যথারীতি ডানহাত ওড়নার নীচে। আজকে এ-ই রহস্যের উন্মোচন করতেই হবে। কোনো রকম রাখঢাক নেই। নৌশিনকে সাদাত কাছে বসায়। ডানহাতের প্রসঙ্গ তুললে ও সরাসরি বলে ফেলে, রোড এক্সিডেন্ট হয়েছিল ছোটবেলায়। কয়েকটা স্টিচ্ পড়েছে। ইনফেকশন হয়েছিল। পরে কনুই পর্যন্ত কেটে ফেলতে হয়েছে।
— একহাতে সমস্যা হয় না?
— প্রথম প্রথম সমস্যা হতো। এখনও ব্যথা আসে।
তানিয়ার জন্য যে-ধরনের আবেগ অনুভূতির নিষিক্ত আগ্রহ কাজ করছিল, আজকের নৌশিনের অঙ্গহীন জীবনের গ্রহণ লাগা মুহূর্তে নৌশিনের বিষয়টাকে আমলে নিয়ে কথা বলে সাদাত। নৌশিনের ঘনঘন আসা-যাওয়ার পেছনে লোকেরা লেগেছে। প্রতিদিনই কিছু লোক ওর প্রতি অফুরন্ত নজরদারি করে।ঘটকের পর ঘটকের উপস্থিতি নৌশিনকে পড়াচ্যুত করার কাজেকর্ম ত্বরান্বিত করে। মজলিসে সাদাত স্বীকার করে, এটা তার অন্যায়। তাছাড়া নৌশিনের বয়স বিয়ের উপযুক্ত হয়নি। নৌশিনের নামে তিনতলার একটা বাসা আছে একুশবাড়ি কলোনি এলাকায়। আরেকটি সিদ্ধান্ত নিয়ে ফেলে। তিনতলা বাসাটা যদি নৌশিন লিখে দেয় সাদাতের নামে তাহলে ভেবে দেখা যেতে পারে। ধীরে ধীরে নৌশিনের প্রাতঃকালের বমনপীড়া অভিভাবককে চিন্তার কুয়োতে ফেলে দেয়। স্থানীয় সভাসদীয় মন্তব্যের উত্তাপ বড় প্রখর। বড় বড় জরিমানার হুমকি আসে। এটা থেকে বাঁচার চেষ্টা করেই সাদাতের সাথে নৌশিনের বিয়েটা হয়েছে।
শুরুতে সংসারটা জমজমাট যেমন ছিলো, তেমন ঝামেলাও বিস্তর। দুটো ট্যালেন্ট মেয়ে নিয়ে সবাই ভালো ভালো মন্তব্য করে। সাদাতের বাণিজ্যিক প্রসারের পেছনে যোগানদার সীমাবদ্ধ জীবনের পথিক নৌশিনের একহাতি সংসার। বাপের বাড়ির টাকা ঢেলে দোকানটা আরো বড় করেছে। সেই সাদাত আজ চার মাস হলো এলাকায় নেই। কেউ বলে ঢাকায়।কেউ বলে দিনাজপুর। বাসায় নৌশিন আর শীলা, ইলার সাথে কত্ত ছবি। সবই ম্লান। নতুন বৌ উর্মিমালাকে নিয়ে সাদাত এখন কক্সবাজার। উর্মিমালার সাথে দেখা হয়েছিল দোকানে বসা নৌশিনের সাথে। তখন কোনো সন্দেহই কাজ করেনি। পাড়াতো চাচা আব্দুলের কাছে সাদাতের দ্বিতীয় বিয়ের খবরটা দিয়েছে আমড়াওয়ালী জরিনা।
মোহাম্মদ শহীদুল্লাহ | Md Shohidullah
Bishnupur Fair | ফিরে দেখা – বিষ্ণুপুর মেলা (১৯৮৮-২০২১)
New Bengali Novel 2023 | খুঁজে ফিরি বিশল্যকরণী (পর্ব ১০) | উপন্যাস
New Bengali Article 2023 | পদ্য ও ছড়ায় শিশু-কিশোর
New Bengali Story 2023 | ইচ্ছে | রম্যরচনা | Icche
bengali story new | indian poems about death | 2023 new bengali story | 2023 new bengali story books for child pdf | 2023 new bengali story books for adults | 2023 new bengali story books | bengali story books for child | 2023 new bengali story books pdf | 2023 new bengali story for kids | 2023 new bengali story reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short 2023 new bengali story definition | short story english | short story for kids | short 2023 new bengali story generator | bengali story 2023 | short story ideas | short story length | long story short | long story short meaning | long bengali story | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | writing competition london | bengali story writing | bengali story dictation | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali story news| article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | 2023 new Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder | Shabdodweep Bengali Writer | Shabdodweep Bengali Story | Updated Bengali Story 2023 | update 2023 new Bengali Story
স্থিতিস্থাপক | স্থিতিস্থাপকতা | স্থিতিস্থাপক গুণাঙ্ক | স্থিতিস্থাপকতা কাকে বলে | স্থিতিস্থাপক সমার্থক শব্দ | স্থিতিস্থাপকতা ইউনিট | স্থিতিস্থাপক গুণাঙ্ক কি | স্থিতিস্থাপক গুণাঙ্ক এর একক | স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটি | স্থিতিস্থাপক সীমা | পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ | স্থিতিস্থাপক অর্থ | স্থিতিস্থাপকতার সূত্র | স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে | চাহিদা স্থিতিস্থাপকতা ব্যাখ্যা | সর্বাধিক স্থিতিস্থাপকতা | দুৰ্যোগ স্থিতিস্থাপক | স্থিতিস্থাপকতার প্রকৃত অর্থ কী | স্থিতিস্থাপক বস্তু কাকে বলে | স্থিতিস্থাপক সংঘর্ষ | স্থিতিস্থাপক উন্নয়ন | স্থিতিস্থাপকতার সীমা | পূর্ণ স্থিতিস্থাপক বস্তু | স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক | স্থিতিস্থাপক বিভব শক্তি কি | স্থিতিস্থাপক তকমাধারী | সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | সেরা বাংলা গল্প | গল্প ও গল্পকার | সেরা সাহিত্যিক | সেরা গল্পকার | বাংলা বিশ্ব গল্প | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন