New Bengali Article 2023 | পদ্য ও ছড়ায় শিশু-কিশোর

Sharing Is Caring:
BENGALI ARTICLE

পদ্য ও ছড়ায় শিশু-কিশোর – শিবপ্রসাদ পুরকায়স্থ [Bengali Article]

সম্প্রতি শহর লাগোয়া জেলাগুলোতে শিশু-কিশোর পত্রিকার আধিক্য লক্ষণীয়। তিন দশক আগে এভাবে প্রচার পেত কি না জানা নেই। শিশু কিশোর বিষয়ক ছড়া কবিতার কথা বলি বটে, অধিকাংশ কিশোর উপযোগী লেখা চোখে পড়ে। প্রধান কারণ শিশু ছড়া আপাতত দৃষ্টিতে সহজ মনে হলেও পারতপক্ষে লেখা কঠিন। সেই তুলনায় ছড়া বা পদ্য সহজ মনে হতে পারে। এবার গঠনশৈলী নিয়ে কথা বলি। প্রথমে কতো পংক্তি লেখা বাঞ্ছনীয়। তেমন ধারণা থাকলে লিখতে সুবিধা হয়। রিফিলে কালি থাকলে কয়েক পাতা লিখতে পারি। কিন্তু এখানেই, যে পাঠকদের জন্য লিখতে চাইছি তাদের কথা মাথায় আছে তো? বিশেষ করে শিশুর তো নয়ই, কিশোর যারা তাদের ধরে-বেঁধে পড়িয়ে নিতে পারবেন না। এই সময়ের শিশু কিশোরের পাঠের রুচি পালটেছে। সেই সঙ্গে ধৈর্যের।

ছোট বেলায় পড়া ছড়াগুলো এখন মনে করে দেখিনা। “তাঁতীর বাড়ি ব্যাঙের বাসা / কোলা ব্যাঙের ছা,খায় দায় গান গায় / তাই-রে-নাইরে না”। এমন অনেক ছড়া খুঁজে পেতে পারি। বিভিন্ন ছন্দে কবিতা লিখতে পারি কিন্তু ছড়া যে কোনো ছন্দে স্বতঃস্ফূর্ত ভাবে মনকে দোলা দিতে পারেনা। উক্ত ছড়াটি স্বরবৃত্ত ছন্দে লিখিত (৪×৪×৪×১) শেষে দুই মাত্রায় থাকতে পারে। বিশেষ করে ছড়ার ক্ষেত্রে শিশুদের কথা মাথায় রেখে যেকোনো ছড়ার অন্ত্যমিলের প্রথম মাত্রা শেষ পর্যন্ত বজায় রাখতে হবে।

শিশুর ছড়ায় বিষয় নির্বাচন, শব্দের প্রয়োগ বাস্তব বিষয়ের ওপর নির্ভর করেনা অথচ মজার ব্যাপার শিশুদের কাছে সেটাতেই তাদের কাছে মনের খোরাক বেশি পায়। ভীষণ ভাবে উপভোগ করে। ধরুন “খোকন গেল মাছ ধরতে / ক্ষীর নদীর কূলে,ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে/ মাছ নিয়ে গেল চিলে” (৪×৪×৪×২)। অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন, বাস্তবে ক্ষীরের নদী হয়না।ব্যাঙের ছিপ নিয়ে যাওয়া সম্ভব নয়। মাছ চিলে নিয়ে যেতেই পারে। কিন্তু মাছ ধরতে যাচ্ছে কে? খোকন। শিশুকে তো খোকন বলতে পারি। খোকন-সোনা বলে থাকি। কিশোর বলতে পারি না, তার বয়স নিশ্চিত একটু বেশিই হবে। সে মাছ ধরতে যায় কি করে? অথচ এমন ছড়ায় যেমন খুশী হয়।

শিশু ছড়া দীর্ঘ ছত্রে হয় না। দুই পদের অর্ধচ্ছেদে বেশির ভাগ শিশুরা খুশিই হয়। সারা শরীর দুলিয়ে প্রথম পড়েনা বলে,বলা ভালো পড়ানো হয়। এই সহজপাচ্য ছড়াগুলো মনেও রাখতে পারে। উক্ত প্রচলিত ছড়াদুটি তার উত্তম উদাহরণ। এই সময় কম হলেও শিশু উপযোগী ছড়া চোখে পড়ছে। পড়লেই বুঝতে পারবেন। কিশোর উপযোগী বেশির ভাগ ছড়ানামক পদ্য এবং কবিতায় রূপ নেয়। পদ্যের কলেবল ছড়ার থেকে হাতে বহুরে হবে। বিভিন্ন ছন্দের বৈচিত্র্য লক্ষণীয়। বিষয়ের ঘনঘটা। কিশোরদের প্রতিটি পদ্য ছন্দবদ্ধ হবে। লঘুত্রিপদী, দীর্ঘত্রিপদী, পয়ার, লিমেরিক। মূল কয়েকটি ছন্দে ভেঙে, নিজেদের মতো সাজিয়ে সুখপাঠ্য করে তুলি। কোমল মনে স্বাশাঘাতধর্মী শব্দ এড়িয়ে চলা ভালো। যারা শিশু কিশোরদের নিয়ে লিখতে চান তারাই ভাবছেন ভাববেন সেটাই স্বাভাবিক।

এবার একটা লেখা উল্লেখ করি কিশোর একটি লেখা তুলে ধরি, “তেলের শিশি ভাঙলো বলে / খুকুর পরে রাগ করো,তোমর যে সব ধেড়ে-খোকা / ভারত ভেঙে ভাগ করো, তার বেলা –“। আমার অধিকাংশ প্রচলিত কথায় বলি এক ছড়া, নয় কবিতা। আমার গুলিয়ে ফেলি সন্দেহ নেই। বিস্তারিত এই প্রবন্ধে না বললেও আমার কথার মধ্যে কিছুটা ইঙ্গিত থাকছে। এই ছড়া-নামক পদ্য কেমন কবিতার রূপ নিয়েছে দেখতে পাবেন। উক্ত লেখাটিতে অভিভাবক প্রতিনিধিত্ব করছে। ছোটর পক্ষ নিয়ে প্রশ্ন ও উত্তর দিচ্ছেন। ফলে কী দাঁড়াচ্ছে। আমরা ছড়া,পদ্য, কবিতার মাধ্যমে শিশু মন গড়ে তুলে প্রয়াসী।শিক্ষা দিতে চাই ন্যায়, নীতি, নিষ্ঠা, সত্যবাদী হতে শেখাই। কোমল গুণগুলো জাগিয়ে দেওয়ার কাজটাই করি।এই ছড়াটি শিশু কিশোরের পক্ষে আদর্শ ছড়া মনে হয়। সম্প্রতি হুটহাট করে চোটদের বলে চালিয়ে দেন, জানি না কী ভাবেন তারা।

তেলের শিশি ভাঙা ছোট্ট ছেলেটির পক্ষে দোষের নয়, যেখানে ধেড়ে-মানুষগুলো দেশকে খণ্ড খণ্ড করার থেকে বিরত থাকেনা। ছোট্ট ছেলেটি যাকে ‘খুকু’ বলা হচ্ছে তেলের শিশি ভাঙার সমর্থনে কাউকে বিশেষ করে দরদী কবিকে পাশে পাচ্ছে। দেখতে হবে তেলের শিশি ভাঙল কী করে। তার মতো ছোট্ট ছেলের দিয়ে শিশি আনতে বলা হয়েছিল কি? হাত ফসকে পড়ে ভাঙতেই পারে। নতুন তার কোন রাগের বহিঃপ্রকাশ নয়তো! যা-কিছু ভাঙাটাই তার জেদ, সেটাই তা আনন্দ। এই কথাগুলো এই লেখাটিতে নেই। আর থাকলে রচনার রসভঙ্গ হতো। যেটুকু প্রকাশ হলো ভবিষ্যতে ছোট্ট ছেলেটিকে উৎশৃঙ্খল করে তুলছি না তো? একটু বেশি যুক্তিবাদী করে তুলছি মনে হয় না। সেটাই শিশু কিশোরের পক্ষে ক্ষতিকারক।

শিশু কিশোর মন কোমল ফুলের সঙ্গে তুলনীয় করা চলে।নির্মম বাস্তবের কোন কথা তুলে ধরা যাবেনা। যা থেকে বৈষম্যের বাসা বাধে মনের গভীরে। প্রাকৃতিক সৌন্দর্য, নীতিমূলক রচনা,ছোটদের মন খুশিতে ভরে ওঠে। যেমন, “রাত পোহাল ফর্সা হল/ ফুটল কত ফুল, কাঁপিয় পাখা নীল পতাকা / জুটল অলিকুল”(লঘুত্রিপদী ছন্দ)। এইটুকু বললাম। মনে করতে হবে শিশু কিশোর ছড়া বা কবিতা অবশ্যই ছন্দবদ্ধ হতেই হবে। লেখার হাতেখড়িতে যারা মনে করবেন, ছন্দ শিখে তবে খেলা শুরু করবেন। ভীষণ চাপে পড়াটাই স্বাভাবিক। খে হারিয়ে ফেলতে পারেন। যে কবিতা ছড়া পাঠ্যপুস্তকে পড়া, ছন্দের অনুসরণ লেখা অভ্যাস কর,তবে বিষয়ের অনুকরণ করতে হাত পাকিও না।

মনে রাখবেন যারা ছন্দে নিপুণ, তারা গদ্য কবিতায় সুনিপুণ। মরে রাখতে হবে রবীন্দ্রোত্তর সময়ের কবিরা,রবীন্দ্রনাথের কবিতায় ছন্দের বেড়া জাল থেকে মুক্তি চেয়েছিল কবিতায়। তাঁরা ছন্দ জানতেন না ভাবলে মারাত্মক ভুল হবে। তাঁদের ছোটদের জন্য মরমী লেখায়, ছন্দের যাদু দেখে অবাক না হয়ে পারবেই না। ছড়া ও পদ্য ছন্দবদ্ধ তো হবেই। শিশু-কিশোরের মানসিক গঠনের কথা মাথায় রেখে, তাদের উপযোগী করে লিখতে হবে। শিশুসুলভ মনে বিভাজনের বিষ ছড়ায় ছড়িয়ে দিতে কিছুতেই চাইব না। শিশু কিশোর ছড়া-পদ্যে ভরে উঠুক ই-পত্রিকা, ছাপানো পত্রিকা। শিশু -কিশোর উভয়কে নিয়ে চিন্তাভাবনার ভালো ইঙ্গিত বহন করছ এই সময়। শিশুদের মঙ্গল হোক !

শিবপ্রসাদ পুরকায়স্থ | Shibaprasad Purakayastha

Bengali Story 2023 | লুনি বা টুনী | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2023 | ওরাই আমাদের কর্ণধার (শিশুকিশোর) | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2023 | ইচ্ছাপূরণ | গল্পগুচ্ছ ২০২৩

ট্যাটুর ইতিহাস ও আমরা | History of Tattoo | Reasons for using tattoos | 2023

writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bangla article rewriter | bengali article writing format | bengali article writing ai | bengali article writing app | article writing book | bengali article writing bot | bengali article writing description | article writing example | bengali article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | bengali article writing pdf | bengali article writing practice | Bengali article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Bengali Article Writer | Short Bengali Article | Long Bengali Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Web Magazine | Shabdodweep Writer | Shabdodweep Founder

Leave a Comment