Best Updated Bangla Kobita 2023 | Bannya Banerjee

Sharing Is Caring:

বন্যা ব্যানার্জী – সূচিপত্র [Bengali Poetry]

যাওয়া যাক – বন্যা ব্যানার্জী [Updated Bangla Kobita]

মালতিবালা!
নাকি ভুবনডাঙা!
আমার সেদিন বিকেল ছিল রাঙা।
তুমি ছিলে রূপকথা
আমার চোখে চমক।সংশয়!
দলছুট এক উড়ন্ত মেঘ যেন
তোমার বুকে বৃষ্টি হতে চায়।
সেদিন,বন্ধুরা সব ঠোঁট বেঁকালো
কি বিপত্তি! নির্লজ্জ যা তা
আমি তখন ময়ূরাক্ষী
দুকূল হারা।দুরন্ত কবিতা।

বৃষ্টি – বন্যা ব্যানার্জী

মেঘলা মনের
একলা ঘরে
ভরদুপুরে, চুপিসাড়ে
শহর ঘুরে মাঠ পেরিয়ে
শ্যামের বাঁশির গহীন সুরে
বন্দী রাধার অন্তঃপুরে
স্বপ্নে দেখা রূপকথাতে
গোপন প্রেমের চুপ-কথাতে
ছাদ পেরিয়ে উঠোন জুড়ে
বাড়িয়ে দু’হাত কুড়িয়ে নিল
ভিজিয়ে দু’চোখ সময় ছুঁলো
বৃষ্টি এলো বৃষ্টি এলো।

আকাশের ঠিকানায় – বন্যা ব্যানার্জী

যতবার বলতে চেয়েছি
শব্দেরা পাশে থাকেনি
কথারা হয়নি কবিতা
বাগানে ফোটেনি একটাও
লাল গোলাপ।
একবারও বৃষ্টি আসেনি
যতবার তুমি এসেছ
তাই আজও বলা হয়ে ওঠেনি
জা বলতে চেয়েছি বারবার
বুকের নির্জনে ঢেউ ভেঙে পড়ে
মুখ ফুটে শুধু বলি
ভালো থেকো বন্ধু।

তোমাতেই – বন্যা ব্যানার্জী

তুমি আছ তাই
করবী ফুলে ঢাকা খোঁপা খুলে
মেঘেদের সঙ্গে ষড়যন্ত্রে মাতি।
তুমি আছো বলেই স্বপ্নের সঙ্গে সন্ধি করে
খোলা চোখে তাকে সাজাই।
তুমি এলে বলেই উষর মরুতে বৃষ্টি নামে
কথারা দল বেঁধে কবিতা হয়ে ওঠে।
তুমি আছো বলেই সময়ের ভাতঘুমটা বড় নিশ্চিন্তের
সন্ধ্যার অবকাশটা রাকার মতই তৃপ্তির।
তুমি আছো বলেই আছে সে,ওরা,আমার ছোট্ট পৃথিবী।
তুমি আছো সে ত আমি আছি বলেই।

প্রিয় – বন্যা ব্যানার্জী

আজকে যেমন হঠাৎ তুমি এলে
অসময়ের আগলখানা খুলে
এমনি করেই আবার ফিরে এসো
কাজের ভিড়ে যাই যদি গো ভুলে।

হয়তো তোমায় যতন করি না কো
আমার তো নেই দামী পালং খাট
ভালোবাসার করিনি স্বাক্ষর
নেই যে তেমন পোশাক ও ঠাট বাট।

তবুও যদি বারেক পড়ে মনে
যাবার পথে একটুকু তাকিও
অলঙ্কারের নেই তো অহঙ্কার
কবিতা তুমি আমার ভীষণ প্রিয়।।

ছায়াপথ – বন্যা ব্যানার্জী [Updated Bangla Kobita]

হয়তো সবটুকুই ছলনা।
পলাশের রং মাখা ভোর,
জানলা খোলা ইশারা…
আমি পেরোই তীব্র দহন।
একাকী নির্জন খসে যাওয়া তারা।
ফিরে যাওয়া প্রেম আলো ফেলে পথে।
তারপর এক অনন্ত ডুবসাঁতার।
এক হাতে নুড়ি পাথর অন্য হাত বেঁধে রাখে আমাদের।।

অমোঘ – বন্যা ব্যানার্জী

আজ সূর্য ছিলনা।নিষ্পাপ কুয়াশা। হিমগন্ধে ভরে ছিল সকালের ঘুম।
ঘুম! কেউ জাগায়নি কেন!
প্রভাতের চড়ুই! ডিলিট হয়েছে নাম।
শুধু ক্লান্ত বদনামগুলো ওত পাতে।
নিম তেঁতো ঠোঁট। জ্বর নামে গায়ে।
সেই এক ইতিহাস।তোমার আমার – অমোঘ।
কুয়াশায় বুনে দিলাম সে কঠিন রোগ।এসো রোদ্দুর হই।

Natun Bangla Kabita 2023

দেওয়াল – বন্যা ব্যানার্জী [Updated Bangla Kobita]

একদিন পুরনো খামেরা চেনা অভ্যেসে বেরিয়ে আসতে চাইলো লেটার বক্স থেকে।বাতাসের সঙ্গে জড়ালো নিভৃত আলাপ।
ছেঁড়া কার্পেট পেতে হাঁটু মুড়ে বসে নোনা ধরা ইচ্ছেরা।ভাঙা আলোর ভাঁজে তারা লিখে ফেললো সম্পর্কের শিরাকাটা খতিয়ান।
ধুয়ে গেলো পর্দার রং।
কংক্রিটে চাপা পড়া একটি মেঘে কান্নার সঙ্গে
প্রতিবাদী ঠোঁট মুখোমুখি হয়না আর।
শুধু বাতাস আঘাত সয়ে ফেরে মজবুত দেওয়ালে।।

সময় – বন্যা ব্যানার্জী

হয়তো একদিন নদী যোগ দেবে গাছেদের প্রতিবাদী মিছিলে। তার শ্লীলতা হানির প্রশ্ন তুলে। মেঘেদের দরখাস্তের ফাইল বইবে ধূসর বিকেল। তোমার নাভি পদ্মে তখন ছটফটিয়ে উঠবে অক্ষরের ভ্রূণ,কবিতা জন্মের পিপাসায়। তারপর হারানো পাখিরা ফিরে এলে নদী তুলে নেবে সব অভিযোগ।।

জন্মদিনে – বন্যা ব্যানার্জী

একুশ তোমার মিছিলে
শব্দের রাঙা হাসি।
একুশ মিলেছে কাঁধ
আমরাও পাশাপাশি।।

একুশ আগল ভাঙা
ভাষার ইতিকথা
একুশ চুপটি দাঁড়াও
দু মিনিট নীরবতা।।

একুশ আমার সেতু
কলমের প্রত্যয়
একুশ আগলে রাখে
মায়ের পরিচয় ।।

মুখোমুখি – বন্যা ব্যানার্জী [Updated Bangla Kobita]

ওরা আসে খুলে যায় স্বপ্নের আলপথ।
শব পোড়া গন্ধেরা ঢাকা পড়ে
রঙিন দেয়ালে,দেয়ালে।হেসে ওঠে রূপকথা।
ওরা ফিরে যায়।
সভ্যতার বোতাম আঁটে কাঁচ ঢাকা গাড়ি।তারপর!!!
স্বরচিত কবিতা পাঠের জন্য উঠে দাঁড়ালেন কবি।
দৃঢ় নিভাঁজ মেরুদণ্ডে।

সুপ্রভাত – বন্যা ব্যানার্জী

কাদের ছেলে আদুল গায়ে
ধুলো মাখার বায়না
শিশু শ্রমিক এখনো হয়
তোমরা জানো হয় না।

ঐ যে কারা যুদ্ধ বানায়
কাদের হাত বাঁধা শেকলে
রাস্তা তুমি পেরিয়ে যেও
সব মিছিলে হরতালে।

বিপ্লব আসে কোন পথে আর
কে তার পারের ধরে হাল
সব একদিন বুঝিয়ে দেবে
অপেক্ষাতে সেই সকাল।।

বৃষ্টি – বন্যা ব্যানার্জী

যতক্ষণ চৌকাঠ লাল হয়ে আছে। ভেতরে এসো না।
বুক খোলা ছিটকিনি আটকে নিই। গরম একটা খুব আগুনশব্দ।
তবু মেনে নিতে হয় সময়ের কাছে।
ঘোড়ার রোদ গায়ে লাগলে বৃষ্টির প্রয়োজন হয়।
বৃষ্টি নেই। খুঁজছি অবিরাম। অবাক করা বৃষ্টি চাইছি শহর ভেজাতে।

প্রেমিক – বন্যা ব্যানার্জী [Updated Bangla Kobita]

যেতে যেতে থমকায়
রোজ লেখা চিঠি
বালুকাবেলায় অবাধ্য ঢেউ এসে নিয়ে যায়
ভুলে যেও বলে
যে মেয়েটি পাড়ি দিল
তার স্বপ্নিল চোখ
আলো হোক।
নিউইয়র্ক ভোর
এখানে আকাশ রাত মিশকালো
বুড়ো গাছে বাঁধা ঢিল
আজও আছে। খোলেনি
কেউ কেউ পারে।
সে প্রেমিক পারেনি।

বাজিমাত – বন্যা ব্যানার্জী

ধর্ষিতা মেয়েটির পানিগ্রহণে
কলার তুললো ছেলেটি।
চললো নগর পরিক্রমা। মিছিল শেষ
হতেই সভা বসলো।পাড়ায় পাড়ায়
জনে জনে কানাকানি।
রাজা এসে করলেন করমর্দন। মন্ত্রী কুর্নিশ জানাতেই বাজিমাৎ।

আকাশ পৃথিবীর ছায়া পথে
ভীষণ অন্ধকার।মেয়েটি চাঁদ প্রদীপে
একটি দেশলাই ঠুকে দিলো।
ওমনি তার উলঙ্গ শরীর ঢেকে গেলো রূপোলী জ্যোৎস্নায়।

ক্যাকটাস – বন্যা ব্যানার্জী

কতদিন ভালোবাসার আগুনে পোড়ায়নি কেউ। সেই কবে থেকে ঝরে যাচ্ছে মুষলধার। ভিজে সপসপে হয়ে আছে আমার সমস্ত আকুতি,সমস্ত সঞ্চয়। তোমার অপেক্ষায় কেটে গেছে চৈত্র সর্বনাশের বেলা। তা হোক। না থাক জলসাঘরের রোশনাই।অবেলার ছন্দেই না হয় বাঁধা হবে গান। বেলা শেষের রং এই না হয় ঠিকানা মিলে যাবে!
বড় ভেজাল চারিদিকে। নিচু হয়ে আসছে আকাশ!! মাথার ওপরে মেঘের মিছিল। কি ভীষণ জ্বর আমার। কপাল পুড়ে যেতে চাইছে।শুধু একবার মাঝের পাঁচিল তার ঠিকানা হারাক।আমি নি:স্ব হতে চাই। শুধু একবার।আর দেরী করোনা। সময় যে হিসেব কষছে। প্রতিটা মুহূর্ত বড় মূল্যবান।

অন্বেষণ – বন্যা ব্যানার্জী

এসো খানিক আগুন খেয়ে দেখি।
ভিতরের যত ঘুণ পোকারা সামিল হোক।
নীহারিকার ওই মায়া পথ ধরে আমি হেঁটে
যাবো শিকড়ের সন্ধানে।
এখানে নেই কোনো পোড়া গন্ধ। এখানে সাহসী চাঁদে শান দিয়ে চলে নবান্নের কাস্তে।
পদ্ম-গন্ধা নারী বাতাসে ছড়ায় কৌমার্যের অহঙ্কার। আমি এসেছি শিকড়ের সন্ধানে।আগুন খেয়ে কঠিন হয়েছি।
আমার পায়ের নিচে ধোঁয়ার কুণ্ডলী। চলেছে সঞ্জীবনী শিকড়ের খোঁজ।।

নিরুত্তর – বন্যা ব্যানার্জী

নদীর কাছে আসা হয়নি দেখা হয়নি কতো শত লাশ ভেসে গেলো চুপিসাড়ে। জলের তলায় তলিয়ে থাকা বেত ফুল।
ঝড়ের কাছে ও আসা হয়নি।কতো শত স্মৃতি ঝড় হয়ে বয়ে গেলো শুধু ।
বৃষ্টির সঙ্গে মাখামাখি হয়নি আজ ও।অথচ চোখের ভেতর জমা হয়ে আছে তার অদৃশ্য ফোঁটার আকুতি।
কেন! প্রশ্ন আছে। উত্তর জানা যায়নি এখনো।।

প্রেমিক – বন্যা ব্যানার্জী

এই শহরে প্রেমিক বড়ো কম। দেখা পেলে আশ্রয় দিও, আহার দিও, নিদ্রা দিও। নশ্বর হারজিতের খেলায় তাকে ডেকো না। একটু ভালোবেসো, যত্ন নিও। সাদা শার্টে লিপস্টিকের দাগ খুঁজো না। অযাচিত ঘ্রাণ মুছে শীতল পাটি বিছিয়ে দিও।।

বন্যা ব্যানার্জী | Bannya Banerjee

Best Online Bangla Hasir Golpo 2023 | Jayanta Kumar Sarkar

Best Whatsapp Bangla Golpo 2023 | Aniruddha Pal

Best Facebook Bengali Poetry 2023 | Joynal Abedin

Why do newborn baby cry after birth? | Probodh Kumar Mridha

Mukhomukhi | Natun Bangla Kabita | Kabita Guccha | Writer | Poet | Supravaat | Happy Birthday Wish | Good Morning | Kabita Guccha | Kabita Samagra | Amogh (Short 2017) | Amogh Nibir Andhakar | Somoy TV Online | Ei Samay | Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | Updated Bangla Kobita collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Updated Bangla Kobita submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Updated Bangla Kobita in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla Online Kobita | Bangla Online Kobita 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | Kobita Bangla Collection in mp3 | writing competition hong kong | writing competition game | Updated Bangla Kobita pdf | Bangla Online Kobita pdf book | Updated Bangla Kobita – video | Shabdodweep Writer | Bengali Literature

জন্মদিনে | মুখোমুখি | সুপ্রভাত | জন্মদিনের শুভেচ্ছা কবিতা | জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | জন্মদিনের গান | সুপ্রভাত শুভেচ্ছা বার্তা | অমোঘ | দেওয়াল | সময় | অমোঘ শব্দের অর্থ | অমোঘ সত্য | অমোঘ বিধান | অমোঘ আকর্ষণ | অমোঘ ঔষধ | অমোঘ বাক্য ৰচনা | অমোঘ শব্দৰ অৰ্থ | অমোঘ ব্যাধি কি | অমোঘ ইংরেজি অর্থ | অমোঘ পরিণতি | অত্যধিক-অমোঘ ব্যাধি | অত্যধিক-অমোঘ ব্যাধি | অমোঘ পাড়ের চিঠি | অমোঘ সত্য সন্ধানে | অমোঘ – সুস্ময় সুমন | দেওয়াল শব্দের অর্থ | দেওয়াল অর্থ | দেওয়াল বিমল কর | ছাদ দিয়ে বাক্য রচনা | দেয়াল পত্রিকা | প্রাচীর সমার্থক শব্দ | দেওয়াল লিখন | দেওয়ালে প্লাস্টার করা | মাটির ঘরে দেয়াল চিত্র | বীরভূমের দেওয়াল চিত্র | কাচের দেওয়াল | পুরুলিয়ার দেওয়াল চিত্র | সর্বশেষ সময় | দৈনিক আমাদের সময় | সময় টিভি আজকের খবর ২০২১ | সময় টিভি খবর | সময় কী | সময় টিভি আজকের খবর ২০২২ | সময় টিভি লাইভ আজকের | শিক্ষা সময় | সময় সংবাদ দুপুর ২টা | সময় সংবাদ আন্তর্জাতিক | সময় – উইকিঅভিধান | সময় খারাপ | ঈশ্বরের সাথে নীরব সময় | সময় প্রকাশন | দীর্ঘ সময় ধরে কাজ | সময় বৃদ্ধি অনুমতির আবেদন | পিরিয়ডের সময় সচেতনতা | সময় নিউজ | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২৩ | কবিতাসমগ্র ২০২৩ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

Leave a Comment