Trending Online Bangla Galpo | Best Shabdodweep Story

Sharing Is Caring:

অন্ধকারের সূর্য – খোদেজা মাহবুব আরা

সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর সাজেদার সন্তান ধারণের কোন সম্ভাবনাই যখন আর থাকলো না তখন থেকেই সাজেদার মনে একটা অস্বস্তির কাঁটা খচখচ করতে শুরু করে। কাজে কর্মে উদাসীনতা, একটা নিস্পৃহভাব জেগে উঠে। অনাগত একটা বিপর্যয়ের আশংকায় ক্রমশ গুটিয়ে যেতে থাকে তার চারপাশ। এক একটা সূর্যোদয় সাজেদার কাছে ভীতিময় হয়ে উঠে। সব আশার দুয়ার যখন এক নিমিষেই রুদ্ধ হয়ে গেলো। এতদিনের সুন্দর সকাল, প্রকৃতির নান্দনিক রূপ, পাখির সুমিষ্ট গান সব কিছুই সাজেদার কাছে একঘেয়ে আর অসহনীয় হয় উঠলো।

এতদিন প্রতিটি মুহূর্তই ছিলো ভালো লাগার আর ভালোবাসার।কাক ভোরে শুরু হতো দিন ভর কাজের প্রস্তুতি। বুড়ো শ্বশুর-শাশুড়িকে সেবা যত্নে, আদর আপ্যায়নে ভরিয়ে রাখত সব সময়। কোন অভিযোগ ছিলোনা তাদের বৌমার প্রতি। আর স্বামী সোহাগায় পূর্ণ থাকতো প্রতিটা সময়। রোকন উদ্দিনের বাবা মা তাদের একমাত্র সন্তানের জন্য অনেক দেখে শুনে পাশের গ্রামের সুন্দরী স্বল্প শিক্ষিত সাজেদাকেই পুত্র বধূ রূপে গ্রহণ করেন। সাজেদা অল্প সময়ের মধ্যেই নিজ গুনে শ্বশুর-শাশুড়ি আর স্বামীর মন জয় করে নেয়। কিন্তু সুখতো অল্প সময়ের জন্য আসে আর চলে যায়। আর দুঃখের বোঝা যেন জগদ্দল পাথরের মতো চিরকাল জীবনের সাথে সেটে থাকে। সাজেদাও এর ব্যতিক্রম নয়। বিয়ের পর এক বছর পার হতেই শ্বশুর-শাশুড়ি হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করে। স্বামী ব্যবসার কাজে ব্যস্ত থাকাতে সাজেদা খুব বেশি একা হয়ে যায়।সাজেদার মন জুড়ে শুরু হয় একটা সন্তানের জন্য হাহাকার। যা এতদিন সুপ্ত ছিলো, মনের কোনে ছিলো সাধারণ আকাঙ্ক্ষা সন্তান একদিন হলেই চলবে। এখন তা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো সাজেদাকে পুড়িয়ে মারছে অনবরত।

স্বামী যতক্ষণ ঘরে থাকে কোন ভাবে সময় কেটে যায়। কিন্তু রোকন আলী বাইরে চলে গেলে সময়ের কাঁটাগুলো সুঁই ফুটাতে থাকে সাজেদার অন্তরে বাহিরে।এক কাজ দুবার বারবার করতে থাকে। তবুও শূন্য ঘরের সবকিছু যেন সাজেদাকে গিলে খেতে চায়। একদিন সহ্য করতে না পেরে স্বামীকে মনের কথা বলেই ফেলে সাজেদা। আমার একটা সন্তান চাই। এভাবে শূন্য ঘরে আমি আর থাকতে পারছি না। তুমি ব্যস্ত থাকো তোমার ব্যবসা নিয়ে, আমার সময় কি করে কাটে বলোতো? রোকন আলী সান্ত্বনার সুরে বলেন,”এত ব্যস্ত হচ্ছো কেন? আল্লাহ পাক চাইলে নিশ্চয়ই আমাদের সন্তান হবে”। স্বামীর এহেন জবাবে সাজেদা অস্থির কন্ঠে বলে “কি বলছো তুমি? দেখতে দেখতে তিন বছর চলে গেলো।তারপরও তুমি নিশ্চিন্ত আছো কি করে? চলো দুজনেই ডাক্তারের কাছে যাই।”রোকন আলী আর কি করে। ডাক্তারের কাছে যাওয়াটাই ভালো মনে করে। ভাবে এতে সমস্যা কোথায় এবং কার সবই জানা যাবে।

একদিন সময় করে দুজনেই ডাক্তারের কাছে যায়। ডাক্তারের ব্যবস্থা পত্র অনুযায়ী একটার পর একটা পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। দিন যায় রাত যায়। সাজেদা নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহ পাক এর কাছে একটা সন্তানের জন্য কান্নাকাটি করে। মনে মনে আশা জাগিয়ে রাখে আল্লাহ পাক এতটা নির্দয় হবেন না।নিশ্চয়ই সব ধরনের পরীক্ষা শেষে কিছু ব্যবস্থা পত্র পেলে, নিয়ম মাফিক চিকিৎসা নিলে তাদের সন্তান ধারণে কোন বাধা থাকবে না। আবার একটা ভয়ে আতংকিত হয়ে উঠে সাজেদা যদি কোন সম্ভাবনাই আর না থাকে। এভাবেই দিন যায়। আশা নিরাশায় দুলতে থাকে। চলতে থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা। দিনে দিনে সাজেদা অন্যমনস্ক হয়ে উঠে। রোকন আলীও লক্ষ্য করে সাজেদার অন্যমনস্কতা। সাজেদাকে সান্ত্বনা দেয়,মনে শক্তি ও সাহস আনতে বলে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব পরীক্ষা শেষে সব বিশেষজ্ঞ ডাক্তারই বলেন রোকন আলীর কোন সমস্যা নেই। কিন্তু সাজেদাই কোনদিন মা হতে পারবেনা।সব শুনে সাজেদার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এতদিনের সাজানো সংসার, সুখের দিনের স্মৃতি, রঙ্গিন আশার পৃথিবী সব যেন মূল্যহীন মনে হতে লাগলো। এক অসহায় আর্তনাদ সাজেদার ভিতর বাহির অবশ করে তুলে। পরবর্তী জীবনের কথা ভেবে আতংকে দিশাহারা হয়ে উঠে সাজেদা।

প্রথম প্রথম রোকন আলী সাজেদাকে অনেক সান্ত্বনা দিয়েছে আশার বানী শুনিয়েছে। কিন্তু আস্তে আস্তে সান্ত্বনা দেয়া, আশার বানী শুনানো সব কিছুই কমতে থাকে। একদিন সব কিছু শূন্যের কোটায় নেমে আসে। রোকন আলী পাল্টে যায়। তার বাইরে থাকার পরিমাণ বেড়ে যায়। ব্যস্ততার কথা বলে কোনদিন ঘরে ও আসেনা। আস্তে আস্তে দুজনের দূরত্ব বাড়তে থাকে। আন্তরিক সম্পর্কেও জং ধরে যায়। দুজনের পৃথিবী বিভক্ত হয়ে দুই বিপরীত দিকে চলে যায়। মাঝে মাঝে একা ঘরে সাজেদার নিশ্বাস বন্ধ হয়ে আসে।অক্ষমতার অপরাধে কুঁকড়ে থাকে নিজের মধ্যে। একমাত্র স্বামীই ছিলো প্রাণের সাথী, জীবনের সবকিছু। সেই যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন আর সাজেদার জন্য কি বাকী থাকলো। অথচ এই স্বামীর জন্য সাজেদা দিনের পর দিন নিজেকে ব্যস্ত রেখেছে। কখন কি খাবে,কোন কাপড়টা আয়রন করতে হবে, কোন জুতাটা কালি করতে হবে, স্বামীর প্রতিটি কাজ সাজেদা নিজ হাতে অতি যত্নের সাথে করেছে। স্বামীর পছন্দ অপছন্দ সবকিছুই ছিলো সাজেদার নখদর্পণে। কোন বিষয়ে দোষ ধরা বা কটু কথা বলার সুযোগ পায়নি রোকন আলী। অথচ আজ সব কিছু কেমন করে বদলে গেলো।কোন অদৃশ্য ইংগিতে ছন্দ পতন ঘটে গেলো সব কিছুতে।

অদৃশ্য থেকে বিধাতা যে আরও নির্মম দুঃখ সাজেদাকে দেয়ার জন্য তৈরি হয়েছেন। সাজেদা সে সম্পর্কে তিলমাত্র বুঝতে পারেনি।একদিন রোকন আলী নতুন বউ নিয়ে এলো। সাজেদাকে বললো “আমার একটি সন্তান চাই, যা তুমি দিতে পারবে না, আজ তুমি মুক্ত, যেখানে খুশী যেতে পারো,এখানে তোমার জায়গা হবে না”। স্বামীর এহেন নিষ্ঠুর আচরণে সাজেদা বিহ্বল হয়ে যায়।আজ একি শুনলো স্বামীর মুখে। স্বপ্নেও ভাবেনি এদিনটার কথা। সাজেদা ভাবতেও পারেনি স্বামী এমনভাবে পাল্টে যাবে। ওরতো কেউ নেই। ও কোথায় যাবে। রোকন আলী একবারও ওর কথা ভাবলো না।রাগে দুঃখে অপমানে অভিমানে সাজেদা সেই মুহূর্তেই কোন কথা না বলে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসে।ভাবে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থেকে আর কি হবে। শান্তির আশ্রয় খোঁজে নদীর জলে। কিন্তু নদী ও তাকে গ্রহণ করে না।স্থানীয় জেলেরা তাকে দেখতে পেয়ে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে যায়। ডাক্তারদের আন্তরিক চেষ্টায় সাজেদা বেঁচে উঠে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে। সুস্থ হলে তার কাহিনী শুনে এক সুজন ব্যক্তি তাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যায়। বৃদ্ধাশ্রমে সবার আন্তরিক ব্যবহার সেবাযত্ন সাজেদাকে মুগ্ধ করে। বাকি দিনগুলো নির্বিঘ্নে কাটিয়ে দিতে নতুন করে আশার জাল বুনে।

খোদেজা মাহবুব আরা | Khodeza Mahbub Ara

Gaja-Uddharana besha | গজ-উদ্ধারণ বেশ | অভিজিৎ পাল

Nagarjuna besha or Parashurama besha | নাগার্জুন বেশ | অভিজিৎ পাল

Bishnupur Fair | ফিরে দেখা – বিষ্ণুপুর মেলা (১৯৮৮-২০২১)

Tebhaga Movement | বাংলায় “তেভাগা আন্দোলন” এবং সলিল চৌধুরীর গণসঙ্গী

Anandabazar Bengali Short Story | Bengali Short Story | Pratilipi Horror Stories in Bengali | Lifestyle Web Stories in Bangla | Trending online bangla golpo pdf free download | Short bengali story | Bengali story pdf | pratilipi bengali story | Short Stories for Children | English Stories for Kids | Moral Stories for Kids | story in english | story hindi | story book | story for kids | short story | story for girls | short story in english | short story for kids | Trending Online Bangla Galpo pdf | Bangla golpo pdf | Bangla golpo story | bangla romantic golpo | choto golpo bangla | bengali story | Sunday suspense golpo | sunday suspense mp3 download | suspense story in hindi | suspense story in english 200 words | Trending Online Bangla Galpo in english | Trending online bangla golpo pdf download

suspense story in english 300 words | Suspense story examples | suspense story in english 100 words | suspense story writing | very short suspense stories for students | Trending Online Bangla Galpo | Top Bangla Golpo Online Reading | New Read Online Bengali Story | Top Best Story Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Famous Bangla Golpo Online Reading | Shabdodweep Read Online Bengali Story | Shabdodweep Writer | Bangla Golpo Online Reading pdf | Famous Story – Trending Online Bangla Galpo | Pdf Trending Online Bangla Galpo | Trending Online Bangla Galpo App | Full Trending Online Bangla Galpo Reading | Bangla Golpo Online Reading Blogs | Trending online bangla golpo pdf

Best Story Blogs in Bengali | Live Bengali Story in English | Bangla Golpo Online Reading Ebook | Full Bangla Galpo online | Trending Online Bangla Galpo 2024 | New Trending Online Bangla Galpo – Episode | Golpo Dot Com Series | Trending Online Bangla Galpo Video | Story – Trending Online Bangla Galpo | New Bengali Web Story Audio | New Bengali Web Story Video | Trending Online Bangla Galpo Netflix | Audio Story – Trending Online Bangla Galpo | Video Story – Trending Online Bangla Galpo | Shabdodweep Competition | Story Writing Competition | Bengali Writer | Bengali Writer 2024 | Trending Bangla Golpo Online Reading | Top Trending Online Bangla Galpo | Trending Online Bangla Galpo Web Story | Best Read Online Bengali Story | Read Online Bengali Story 2024 | Trending online bangla golpo book pdf

Shabdodweep Bangla Golpo Online Reading | New Trending Online Bangla Galpo | Bengali Famous Story in pdf | Modern Online Bangla Galpo Download | Bangla Golpo Online Reading mp3 | Horror Adult Story | Read Online Bengali Story Collection | Modern Online Bangla Galpo mp4 | Modern Online Bangla Galpo Library | New Bengali Web Story Download | Full Live Bengali Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Literature | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Live Bengali Story Writer | Shabdodweep Writer | Trending online bangla golpo free download

Leave a Comment