Thoughts in Bengali Poetry | Best Bangla Kobita

Sharing Is Caring:

স্মৃতির সরণিতে – শক্তি পদ মুখোপাধ্যায়

অশান্ত পৃথিবী দেখে ২০২৩ তুমি
রাশিয়া-ইউক্রেন আর গাজার রণভূমি,
মারা গেল কত লোক পারোনি গুনতে
বুক ফাটা কান্না পেরেছ কি শুনতে?
শরণার্থীর ভিড়ে অনেকে স্বজন হারা
এই মারণ যজ্ঞের সাক্ষী রবে তারা।

দারিদ্র, বুভুক্ষা, খরা আর হানাহানি,
নাইজেরিয়ায় ছিল বিদ্রোহের গ্লানি,
অগুনতি লোক ভোগে ক্ষুধার জ্বালায়,
ইথিওপিয়া, সোমালিয়া আর কেনিয়ায়।

জানালে বিদায় তুমি কত গুণীজনে
সবে আছে মানুষের হৃদয়-গহনে,
ষষ্টিপদ, কিসিঙ্গার, সুয়ারেজ, বলরাম,
হাবিব, সুমিত্রা সেন, বানী জয়ারাম।
ক্রিকেটে গুজরাতে অস্ট্রেলিয়া চনমনে,
রোহিত, কোহলি, কাঁদে মানুষের মনে।

বিশ্বে জনসংখ্যা আট বিলিয়ন প্রায়,
১.৪ বিলিয়নে ভারতে সংখ্যাটা যায়।
তুরস্ক, সিরিয়াতে, ভূকম্প প্রাণ কাড়ে,
মালাউই, মোজাম্বিকে, ঝঞ্ঝা প্রাণে মারে।

ভারত পাঠায় চাঁদে চন্দ্রজান-তিন
ভারতের কাছে সে যে গর্বের দিন,
বারকোটে শ্রমিকের উদ্ধার যেদিন
আবার গর্বিত হোল ভারত সেদিন।

দুঃখ কোরো না ভেবে দেখবে না তুমি আর,
গ্রীষ্মের তৃষ্ণা, উৎসব শরতে, রূপসী বর্ষার,
নীহার হেমন্তে, শীতের পুলি-পিঠে, বসন্তে পলাশ।
তুমি আর দেখবে না পার্বণ বারো মাস।

তোমার তো দোষ নেই এই সব ভেবে আর,
বারটি মাস তুমি পারোনি করতে পার।

শাশ্বতী – শক্তি পদ মুখোপাধ্যায়

“কলকাতা বইমেলা”, বিদায়ের বেলাশেষে,
ঝরাপাতার বেশে আমি একা আছি বসে।
হুগলী নদীর জলে দীর্ঘশ্বাস
নেই কোন উচ্ছ্বাস পথে ঘাটে,
সবার ঘড়িতে যেন কাঁটাগুলো থেমে গেছে
সুয্যিমামাও গেছেন পাটে।

সংহতির প্রীতি, বিচারের নির্ঘোষ,
বিবেককে জাগিয়ে তুমি বিদ্রোহিণী,
কর্মের ধর্ম, শিক্ষার স্বরলিপি,
সত্যস্বরূপিণী তুমি জ্ঞানদায়িনী।
আনন্দ হরষে পাঠকের তৃপ্তি
জ্ঞানের পাণ্ডুলিপি বইয়ের ভেলাতে,
পারিনি তো যেতে আমি মানস সরোবরে
আসবো আবার এই মিলন মেলাতে।

পর্তুগিজ, ইংরেজ, মোগল, আফগান,
পারেনি লুঠতে তারা মোদের সংস্কৃতি,
স্বকীয় চিন্তাধারা এই বাংলার
এনেছে সবার কাছে দশের স্বীকৃতি।
হুগলী নদীর পাড়ে দেদীপ্যমান,
বঙ্কিম, শরৎ, আদি মনীষীর নাম;
সুভাষ, সত্যজিৎ, রবি, বিবেকানন্দ,
আভূমি নতশিরে জানাই প্রণাম।

শিল্পীর কণ্ঠে ছিল ধ্রুপদীর সুর
শ্রোতাদের রসনায় বাংলার দই;
আকাশ-বাতাসে ছিল বিদায়ের সুর
বিষাদে ম্লানমুখ শোকাতুর হই।
ধাঁধার বই নিয়ে স্কুলের পড়ুয়া মাতে
হ্যারিপটার তার ধরা ছিল হাতে,
লেখকের সই নিতে পাঠকের হুড়োহুড়ি
শেষের প্রহরে বইমেলার রাতে।

হোল চুরি কত মন বইয়ের পাতাতে
এবারের মত হোল বইমেলা শেষ,
মাঘের তুহিন রাতে স্মৃতির সরণিতে
অচেনা স্বজন সাথে রয়ে যায় রেশ।
ঢাকা ছিল তার আঁখি রঙিন চশমাতে
সুরেলা কণ্ঠে ছিল লাজুক মিনতি,
উল্লাস ছিল মোর স্বহস্তে স্বাক্ষরে
প্রেমের হাতেখড়ি হয়ে আছে স্মৃতি।

ছন্দের মণিহারে অঞ্জলি লহ মোর
তুমিই শাশ্বতী পাঠকের প্রেমডোর।
বর্ণ কুসুমসম তোমার কবরীতে
জ্ঞানের অঞ্জন আঁকো তোমার আঁখিতে।
তুমি যে সঞ্জীবনী কাব্যের বাহনে
তুমিই দিশারী বিদ্যার আবাহনে।

বাহুডোরে – শক্তি পদ মুখোপাধ্যায়

পড়ে নিও আজকের ছোট্ট চিঠিটা
আবার হোল দ্যাখা দুঃখটা বাড়িয়ে,
লিখে যাই অস্ফুট না বলা অনুভূতি
জোড়া শালিকের তীরে অশুভকে হারিয়ে।

ইকির-মিকির খেলা শিখেছি তোমার কাছে
মনের সুনামি ছিল স্পর্শে তোমার হাতে,
ফন্দি-ফিকির ছিল হৃদয়ে সঙ্গোপনে
লাজে রাঙা উদ্দাম কৈশোরে জ্যোৎস্না রাতে।

তোমার বাবা তো যেন রয়েল বেঙ্গল
তবু মাভৈঃ মন বলে যা হয় হবে তাই,
যদি তুমি থাকো আমার হাতটা ধরে
সবকিছু হারিয়ে শুধু তোমাকে চাই।

তুমিও যদি আজও আমায় হৃদয়ে রাখো
ভোরের আলোতে এসো আসমানি শাড়িতে,
মনটা আমার বেঁধো তোমার কবরীতে
ভালোবাসা দিবসে আমার বাড়িতে।

ঢেকো না লিপস্টিকে ঠোঁটের লালিমা
বিনোদ বেণি তব বেঁধো না কঠোর করে,
রাঙিও আঁখিপল্লব তব রঙিন শিঙ্গারে
অনুবাদে অনুরাগ সলাজ ইশারা ঝড়ে।

অঞ্জন টিপ দিও তোমার কপোলে
নজরে না লাগে যেন টোলপড়া হাসি,
তোমার ভ্রুকুটিতে জগৎ মূর্ছা যায়
মরুতে বর্ষা আনে তোমার অশ্রুরাশি।

যদি না গাইতে পারি বেহাগের রাগে
“তুমি রবে নীরবে..” গীতবিতান বই থেকে
ফিরিয়ে নিও মোর প্রেমের অধিকার
অশ্রুসজল চোখে বিরহের ছবি এঁকে।

একুশের আত্মদান – শক্তি পদ মুখোপাধ্যায়

মাঘের অবসানে ফাগুনের লালিমায়
শাল, মেহূলও জানে, একুশের বলিদান,
সালাম, জব্বার, বরকত, রফিকের,
শফিউর শহিদ হোল ভাষার রাখতে মাণ।

বাহান্নর ফেব্রুয়ারি সবার হৃদয়ে লেখা
শহিদের আত্মদান পুলিশের হাতে,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হোল
সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই প্রাতে।

“মোদের গরব, মোদের আশা”,
মনে প্রাণে যে ভাষায় কথা বলে
সাতাশ কোটির থেকে আরো বেশি লোক,
রক্তে রাঙা একুশ লেখা স্মৃতির পলে পলে ।

একাকার মাতৃভূমি, শরৎ, নজরুল,
রবি, বঙ্কিম, শামসুর রাহমান,
আনিসুল হক, জসীম উদ্দীন,
একুশের পতাকায় ভাষার সন্মান।

মাতৃভাষার নাম দিকে দিকে সুমহান
ফ্রান্স, জাপান, চীন, আফগানিস্তানে,
ভুলিনি, ভুলবো না শহিদের সংগ্রাম
একুশের স্মৃতি জাগে বাংলার জয়গানে।

আকাশে বাতাসে আজ ডিজিটাল রোশনাই
টুইটার, হোয়াটসআপ, ফেসবুকের ঢালে,
“গুড মর্নিং” ধার করি সুপ্রভাত ভুলে
ভালোবাসা নিষ্প্রাণ “লাভ ইউ” এর জালে।

প্রাণবায়ু অবশেষে মুক্ত বিহঙ্গসম
শেষের নিঃশ্বাস আসবে যেদিন,
মাতৃভাষার বোলে স্বজন-রোদন ধ্বনি
একুশের ঋণ মোরা বুঝবো সেদিন।

বীরগাথা – শক্তি পদ মুখোপাধ্যায়

সকাল দশটার পরে শুয়ে কি করে থাকে,
স্বাধীনতার পতাকা যে তুলতে হয় তাঁকে।
মনে তাঁর খুশি কি করে থাকবে,
যখন স্মরণে আসে সেই দুঃস্বপ্নের রাতে
ললাটে সুখ তাঁর মুছেছিল যবে,
পতি যে শহিদ হোল ব্রিটিশের হাতে।

বিপ্লবীর কণ্ঠে ছিল বিদ্রোহের গান
বীরভূমি মেদিনীপুরে জানিয়ে প্রণতি,
জলধি গর্জন দিল বিপ্লবের ভাষাতে
জীমূত প্রদান করে বজ্রের ভীতি।
দুর্গম ভূধর দানে সংগ্রামে প্রতিরোধ
অরুণ-কিরণ যেন বিদ্রোহের গানে,
মেদিনীর বুকে যত শোষণ, পীড়ন,
বিপ্লবের দীপ জ্বলে মেদিনীপুরের প্রাণে।

চুয়াড় বিদ্রোহে ছিল প্রতিরোধ কৃষকের,
অত্যাচারী ব্রিটিশ করে দমন বিদ্রোহের,
নয় রনক্লান্ত রঘুনাথ মাহাতো,
রানি শিরোমণি, জগন্নাথ সিংহ,
দেয় প্রাণ গোবর্ধন দিকপতি,
নিমাই সর্দার, অচল সিংহ।

আছে লেখা অশ্রুজলে মেদিনীপুরের বুকে
প্রদ্যোত ভট্টাচার্য, মাতঙ্গিনী, ক্ষুদিরাম,
ইতিহাস ভোলেনি বিমল দাশগুপ্ত,
সুকুমার সেনগুপ্ত, হেমচন্দ্রের নাম।
সতীশ সামন্ত, সুশীল ধাড়ার
“তাম্রলিপ্ত সরকার” ছিল তমলুকে,
স্বাধীনতার পতাকা ঠাম্মাও ওঠাবেন
স্বাধীনতা দিয়েছে নতুন জীবন তাঁকে।

দুহাজার চব্বিশেই শুধু যে নয়,
স্বাধীনতার মুখ যখনই আঁধার হয়,
মেদিনীপুর সবার প্রাণে ভরসা যোগায়,
“আমি তো আছি, তোর কিসের ভয়?”
প্রণমি মেদিনীপুর তুমি করুণা পাথার
বিপ্লবের বাণী তুমি শোনাও বারবার,
তোমার জয়মাল্যে ছন্দের মণিহার
বর্ণময় কোহিনুর কিরীটে তোমার।

অম্বু-অম্বর-মহীধর – শক্তি পদ মুখোপাধ্যায়

মহীধর ভাবে কিরীট আমার
অভ্রভেদী হবে বার বার,
স্বর্গ মর্ত জগৎ মাঝারে
বিজয় বাদ্য বাজে।

অম্বর বলে বৃথা দর্প তোমার
বাতাস ভেদিয়া গরিমাই সার
চাতকসম দৃষ্টি মেলিবে
আমায় তবু কভু না মিলিবে।
ভূলোক দ্যুলোক মোর নীলিমায়
আমার রঙেই সাজে।

সরোবর কহে রুষ্ট কণ্ঠে
ধিক্ ধিক্ তব বৃথা দর্পে,
সৃষ্টি প্রলয় যত গরিমায়
স্মরণ রাখিও তাঁর মহিমায়।
উল্লাস তব দোঁহের মিলনে
আমারই বক্ষ মাঝে।

[Read More – Thoughts in Bengali Poetry | All Thoughts in Bengali Poetry | Imaginary Thoughts in Bengali Poetry]

প্রিয়ার জন্মদিনে – শক্তি পদ মুখোপাধ্যায়

বয়সটা যতই বাড়তে থাক
রোগ-শোক আর দুঃখকষ্ট
যতই তারা হাত বাড়াক
কোভিড যতই চোখ রাঙাক
মনটা রেখো নরম করে
কাজটা কোরে হৃদয় দিয়ে
মনের দু:খ দিয়ে উড়িয়ে
ঐ নীলিমার নীড়ে।

তোমার আমার বন্ধু যারা
বদ্ধ ঘরে সঙ্গীহারা
মনটা যেসব পাগলপারা
হৃদয় নদীর টানে।

তবে মনটা আমার জানে
শুভেচ্ছার এসএমএসটা
যাবেই তোমায় চিনে
তোমার জন্মদিনে।।

জন্মদিনে তোমার রইল অনেক শুভেচ্ছা
আনন্দ আর উদযাপনে ভোরে উঠুক মনটা
হাতে থাকুক ছোট্ট ছুরি, প্লেটে বড় কেকটা
আর দিনটা যখন শেষের পাতায়
শুভেচ্ছার এই বারতাখানি
লিখে নিও মনের খাতায়।

ভাগের দেশ – শক্তি পদ মুখোপাধ্যায়

কেটে গেল কত যুগ, তবু মনে হয়
সে তো বেশি দিন নয়,
ভারত মানচিত্রে এঁকে দিয়ে দাগ
সিরিল র‍্যাডক্লিফ করেন দেশভাগ।

সাধারণ দাগ সে তো নয়
বজ্রাঘাতে বিদীর্ণ যেন মানব হৃদয়
মৌমাছি, শালিকের যে ভারত ছিল
বোঝেনিতো তাদের ওঁরা কোন পারে নিল।

দাঁড়িয়ে প্রহরী কাঁটার দুধারে
মানুষের হাহাকার বিস্তীর্ণ দুপারে
দেশটা টুকরো কোরে হৃদয় ভেঙেছে
ধর্মের হুজুগে মানুষ মেরেছে।

নেই কোন লাভ অন্যকে দোষ দিয়ে
পশুর উল্লাস ছিল মানবের মন নিয়ে
আমার বন্ধু ছিল বেড়ার ওপারে
পারিনি ফিরতে আমি সাথে নিয়ে তারে।

বিদেশের মাটি স্বদেশ আমার
সঙ্গোপনে কাঁদি বারবার
ধনীর শোষণ আজও কমেছে কি
চারিদিকে দেখি বিবেকের ফাঁকি।

যদি থাকো সাথে তুমি অন্তর্যামী
বিদেশি বন্ধুকে খুঁজে পাব আমি
দেশের নকশাতে জানি আছে শুধু দাগ
মানব হৃদয়ে কভু হয়নি দেশভাগ।

ভালোবাসার গান – শক্তি পদ মুখোপাধ্যায়

ওলেনার রাশিয়ান প্রেমিক আভিভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিমুখে,
মিনতি করে ওলেনাকে যেতে না খারকিভ
ওলেনার পিতা মাতা যেথায় থাকে সুখে।

পিতা মাতার কাছে তবু যায় ওলেনা
হঠাৎই যুদ্ধের কবলে যে খারকিভ,
আভিভ যে লেন্সমান, তার যেতে নেই মানা
প্রেমিকার উদ্ধারে ছুটে চলে আভিভ।

রাশিয়ার সীমানা পেড়িয়ে পৌঁছে যায় সে
খারকিভ নদী তীরে ওলেনার বাড়িতে,
বোমার ধোঁয়া ঢাকে খারকিভ-আকাশে
বাড়ি যেন ভগ্নস্তূপ মিসাইলের আঘাতে।

সে দৃশ্য দেখে আভিভের বুক কাঁপে
ভগ্নপ্রায় ঘর কোনে শায়িত ওলেনা,
চারিধার জনহীন যুদ্ধের অভিশাপে
গণ্ডদেশে অশ্রু আনে প্রসব বেদনা।

ওলেনার অধরে আভিভের আগমনে
বিম্বিত করে যেন সে কোন স্বর্গসুখ,
ওলেনা ভূমিষ্ঠ করে পরীসম সন্তানে
নিজে হারায়ে জ্ঞান, না হেরি সন্তান মুখ।

হঠাৎ সেখানে আসে ইউক্রেন সেনা
অস্ত্রের নিশানা সেনারা মুঠিতে ধরে,
স্তম্ভিত সেনারা দেখে মূর্ছিত ওলেনা
আভিভের বক্ষে এক শিশু যে খেলা করে।

সেনাদের কব্জায় আভিভকে ধরা কেন,
জ্ঞান ফিরে ওলেনা বলে, “ওঁকে কভু মেরো না।
ওঁ আমার প্রেমিক স্বামী, না হয় পিতৃহীন আমার ঐ শিশু যেন”,
এই বলে প্রাণহীন পড়ে রয় ওলেনা।

কেঁদে উঠে বলে হঠাৎ সে শিশু যেন,
“কেউ কি একটু আমার মাকে এনে দেবে?
এই যুদ্ধটাই বা শুরু হল কেন?”
ভাষাহীন সান্ত্বনা কেঁদে ফেরে নীরবে।

শিশু নিয়ে কোলে আর্তনাদ আভিভের
ইউক্রেন থেকে রাশিয়ায় গেল ভেসে,
ত্যাজিয়া ভূমির পরে অস্ত্র, বর্ম শিরের
সেনারাও আঁখি মুছে জানায় স্যালুট শেষে।

যুদ্ধ নয় শান্তি চাই
আনে এই বারতা প্রেমের এই গান,
ঘৃণা আর বিভেদের নেই কোন ঠাঁই
রজনীর শেষ আনে শান্তির বিহান।

শক্তি পদ মুখোপাধ্যায় | Shakti Pada Mukherjee

World Bengali Poetry | Best Bangla Kabita 2024

Roktakto Nithar | Best Suspense Story 2024

Traveler Swami Vivekananda | পরিব্রাজক বিবেকানন্দ | 2023

What is Language and Culture | ভাষা ও সংস্কৃতি | Best 2023

Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Thoughts in Bengali Poetry 2024 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books | Thoughts in Bengali Poetry pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Thoughts in Bengali Poetry Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2023 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2023 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Thoughts in Bengali Poetry | Thoughts in Bengali Poetry – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | English Literature | Thoughts in Bengali Poetry examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | Thoughts in Bengali Poetry Ranking | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | New Thoughts in Bengali Poetry | Writer – Thoughts in Bengali Poetry | Top Writer – Thoughts in Bengali Poetry | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Archive – Thoughts in Bengali Poetry | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Thoughts in Bengali Poetry | Best Poems of Modern Bengali Poets | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf | Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live collection Bengali Poetry | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video | Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Live Bangla Kobita | New Bengali Poetry House | Full Bengali Poetry Collections PDF | Library of Bangla Kobita | Bengali Poetry and Story | Bengali Poetry Writing Competition | World Record of Bengali Poetry Writing | Peaceful Poetry | Online High Trend Bangla Kobita Selection | High Trend Bangla Kobita translation in english | High Trend Bangla Kobita | High Trend Bangla Kobita for instagram | romantic bengali poem lines | bengali short poem

Leave a Comment